Blog

  • ওয়ার্কাস পার্টি শোক

    ওয়ার্কাস পার্টি শোক

    তালা প্রতিনিধি: বাংলাদেশ ওয়ার্কাস পার্টি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের নেতা কমরেড কামরুল ইসলামের পিতা গহর আলী মোড়ল (৭০) রবিবার দুপুর দু’টায় তালা হাসপাতালে হৃদযন্ত্র্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন।

    তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ওয়ার্কাস পার্টির নেতৃবৃন্দ।

    বিবৃতিদাতারা হলেন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি এবং পলিট ব্যুরো সদস্য সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লসহ জেলার নেতৃবৃন্দ এবং পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • চাঞ্চল্যকর কলেজ ছাত্র গৌতম হত্যা মামলায় সোমবার আদালতে সাক্ষী দেবেন দু’জন

    চাঞ্চল্যকর কলেজ ছাত্র গৌতম হত্যা মামলায় সোমবার আদালতে সাক্ষী দেবেন দু’জন

    বিশেষ সংবাদদাতা: আজ সোমবার চাঞ্চল্যকর কলেজ ছাত্র গৌতম হত্যা মামলায় আদালতে দ্বিতীয় পর্যায়ে দু’জন সাক্ষ্য দেবেন। রোববার সাক্ষীর জন্য দিন ধার্য থাকলেও জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার ব্যক্তিগত অসুবিধার কারণে যতীন সরকার ও বিশ্বনাথ সরকারের সাক্ষী গ্রহণ করেননি। তবে হাইকোটের্র জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কবিরুল ইসলাম মিঠুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
    আসামীরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আলী আহম্মেদ শাওন, ভাড়–খালি গ্রামের শাহাদাৎ হোসেন, নাজমুল হোসেন, ওমর ফারুক, নূর আহম্মেদ মুক্ত, মহাদেবনগর গ্রামের সাজু শেখ, মহসিন আলী, কবিরুল ইসলাম মিঠু, জামসেদ আলী ও ফিরোজা খাতুন।
    মামলার বিবরণে জানা যায়, ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গনেশ সরকারের ছেলে সীমান্ত ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র গৌতম সরকারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তার বাড়ির পাশে মোকলেছুর রহমানের নির্মাণাধীন বাড়িতে হত্যা করা হয়। হত্যার আগে তার গালের মধ্যে গুলের কৌটা ঢুকিয়ে মুখে ক্রস টেপ সেঁেট দেওয়া হয়। পরে লাশের বিভিন্ন স্থানে দড়ি দিয়ে ১২টি ইট ঝুলিয়ে পার্শ্ববর্তী মোকলেছুর রহমানের পুকুরে বাঁশের সঙ্গে বেঁধে ডুবিয়ে দেওয়া হয়। নিহতের পিতা গনেশ সরকার বাদি হয়ে আলী আহম্মেদ শাওন, শাহাদাৎ হোসেন, সাজু শেখ, নাজমুল হোসেন, মুহসিন আলী, কবিরুল ইসলাম মিঠুর নামে ওই বছরের ১৬ ডিসেম্বর থানায় হত্যা মামলা দায়ের করেন।
    আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী পরদিন ওমর ফারুক, নূর আহম্মেদ মুক্ত ও জামসেদের নাম উল্লেখ করে থানায় একটি সম্পূরক অভিযোগ দায়ের করা হয়। নাজমুল, শাহাদাৎ ও সাজু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
    এ ঘটনায় পুলিশ সাজু শেখের মা ফিরোজা খাতুনকে গ্রেফতার করে। ২৯ ডিসেম্বর সম্পূরক অভিযোগটি আদালতে পাঠানো হয়। পরবর্তীতে গত বছরের ৫ জানুয়ারি মমালার তদন্তভার ডিবি পুলিশে ন্যস্ত করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলাম গত বছরের ১৮ এপ্রিল উপরোক্ত ১০ আসামীর নাম উল্লেখ করে আদালতে অভিযোগত্র দাখিল করেন। পহেলা মার্চ সকল আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠণ করা হয়।
    গ্রেফতারের পর থেকে শাহাদাৎ হোসেন ও নাজমুল হোসেন জেল হাজতে রয়েছেন। জামিনে মুক্তি পেয়ে ফিরোজা খাতুন, আলী আহম্মেদ শাওন ও সাজু শেখ পলাতক রয়েছেন।
    রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. ওসমান গনি জানান, অভিযোগ গঠনের পর আগামী ১৮,১৯ ও ২০ মার্চ সাক্ষীর জন্য প্রথম দিন ধার্য করে আলী আহম্মেদ শাওন, সাজু শেখ ও ফিরোজা খাতুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রথম দফায় মামলার বাদি গণেশ ম-ল, মুদি দোকানদার রুহুল আমিন ও পুকুর মালিত মোকলেছুর রহমান আদালতে সাক্ষী দিয়েছেন। দ্বিতীয় দফায় ২৪ ,২৫ ও ২৬ জুন দিন ধার্য করা হয়। যতীন সরকার ও বিশ্বনাথ সরকার রোববার আদালতে সাক্ষী দিতে এলে আদালত বিশেষ কারণে তা গ্রহণ না করে সোমবার দিন ধার্য করেছেন। তবে আসামী কবিরুল ইসলাম মিঠুর হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • দেবহাটায় প্রতিবন্ধী স্বাস্থ্য সেবা কমিটির ত্রৈমাসিক সভা

    দেবহাটায় প্রতিবন্ধী স্বাস্থ্য সেবা কমিটির ত্রৈমাসিক সভা

    সখিপুর প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় ও সিবিএম’র সহযোগীতায়, বেসরকারী সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় এবং আস্টেলিয়ান এইডের অর্থায়নে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ তুলে ধরেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সালামাতুল্লাাহ গাজী, স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ নাসরিন নাহার, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, সহকারী হিসাবরক্ষক সুকুমার রায়, এমএসআই অফিসার এহছানুল করিম, ডিপিও সদস্য মুর্শিদা পারভীন, সাবিয়া সুলতানা, রেশমা পারভীন, আছের আলী, সাবিহা পারভীন, রেশমা পারভীন প্রমূখ।

    সভায় সংস্থাটির পক্ষ থেকে বিভিন্ন সেবা সমূহের অর্জন নিয়ে আলোচনার করা হয়। পাশাপাশি সখিপুর হাসপাতালটি প্রতিবন্ধী বান্ধব করতে কাজ করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া চলতি ৩ মাসে নতুন বিভিন্ন থেরাপি প্রদান করা পাশাপাাশি সহায়ক উপকরণ, উন্নত চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান সহ বিভিন্ন প্রকার সেবা চলমান রয়েছে।

  • অনুর্দ্ধ-১২ ক্রিকেট কার্নিভাল উৎসব

    অনুর্দ্ধ-১২ ক্রিকেট কার্নিভাল উৎসব

    সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৮জুন সাতক্ষীরা স্টেডিয়ামে অ-১২ ক্রিকেট কার্নিভাল-২০১৮ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামী ২৬জুন, সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অ-১২ ক্রিকেট খেলোয়াড় (ছেলে ও মেয়ে) বাছাই ও দল গঠন করা হবে। অংশগ্রহণেচ্ছুক অনূর্ধ ১২ বছরের খেলোয়াড়দের (ছেলে ও মেয়ে) ঐ দিন সকাল ৯টায় ক্রিকেট পোশাকসহ জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হতে হবে।

  • জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে আটক-৫১

    জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে আটক-৫১

    নিজস্ব প্রতিনিধি: জেলাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ী ও জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ।গত শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনাকালে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৭টি মামলা দায়ের করা হয়েছে।

    আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানার ১০ জন, কলারোয়া থানার ১১ জন, তালা থানার ৫ জন, কালিগঞ্জ থানার ৭ জন, শ্যামনগর থানার ৮ জন, আশাশুনি থানার ৬ জন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানার ২ জন।

    জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  • বর্তমান সিভিল সার্জনের ব্যর্থতায় ভেঙ্গে পড়েছে সাতক্ষীরার চিকিৎসা সেবা, দৌরত্ম বেড়েছে ক্লিনিক সমুহের

    নিজস্ব প্রতিবেদ: সাতক্ষীরার চিকিৎসা সেবা বর্তমানে সবচেয়ে নৈরাজ্যময়। বর্তমান সিভিল সার্জনের সীমাহীনা দূর্নীতি ও দায়িত্ব পালনের অযোগ্যতার ফলে ক্লিনিক ব্যবসা রমরমা। আর সাধারণ মানুষকে চিকিৎসা সেবার পরিবর্তে চিকিৎসা বানিজ্যের কবলে পড়ে গাট কাটার শিকার হতে হচ্ছে।
    বর্তমান সরকারের প্রথম থেকে সাতক্ষীরার চিকিৎসা সেবার মান দ্রুত উন্নতির দিকে এগুতে শুরু করে। বিশেষ করে এ এফ এম রুহুল হক স্বাস্থ্য মন্ত্রি হওয়ার পর থেকে সাতক্ষীরার চিকিৎসা সেবার বেশ পরিবর্তন আসে। পরবর্তিতে প্রধানমন্ত্রির প্রতিশ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হওয়ায় চিকিৎসার মান গুনগত ভাবে বৃদ্ধি পায়। সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হয়ে উঠে সাধারণ মানুষের প্রধান চিকিৎসা গ্রহনের ঠিকানা। এ সময় গুলোতে সিভিল সার্জন হিসেবে যে সকল ব্যক্তিরা দায়িত্ব পালন করেন, তারা প্রায় সকলে তাদের নিজস্ব নৈপুন্যতা দিয়ে চিকিৎসা প্রশাসনকে গতিশীল রাখেন। কিন্তু বর্তমান সিভিল সার্জন দায়িত্ব গ্রহনের পর থেকে সাতক্ষীরার চিকিৎসা সেবার পারদ নিন্মমুখি হতে শুরু করে। তাঁর অযোগ্যতার কারণে যোগ্যতা সম্পন্ন চিকিৎসকরা মেডিকেল কলেজের সাথে যুক্ত হতে থাকেন। ফলে সদর হাসপাতালে সৃষ্টি হয়েছে চিকিৎসক সংকট। সম্প্রতি দুজন শিশু মারা যায় চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা না পেয়ে। অন্যদিকে এ সুযোগ গ্রহন করেছে ক্লিনিক ও ডায়গোনেস্টিক কেন্দ্র সমুহ। এক্ষেত্রে প্রথম সারীতে আসে ডক্টরস ল্যাব। সদর হাসপাতালের চিকিৎসকদের মূল ঠিকানা এখানে। সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অধিকাংশের প্যাথলজিক্যাল পরিক্ষার জন্য প্রেরন করা হয়ে থাকে ডক্টরস ল্যাবে বলে অভিযোগ রয়েছে।
    ডক্টরস ল্যাব সাতক্ষীরা অঘোষিত চিকিৎসা ব্যবসার ডন । মালিক পক্ষের ক্ষতাশীনদের সাথে আত্মিয়তার বদৌলতে তারা পয়সা পাওয়া যাবে না বুঝলে সে রোগির চিকিৎসার প্রতি দেখায় চরম অনিহা। তাদের এ অনিহার শিকার হলের সদ্যপ্রয়াত সকলের প্রিয় ঝর্ণা বু। আর ২০১৩ তে জামাত-বিএনপির সন্ত্রাসী হামলার শিকার ছাত্রনেতা মামুন। রাজনৈতিক সম্পৃক্ততা থাকায় তাদের দুজনের খবর বাইরে আসে। আর যাদের এ সম্পর্ক নেই তাদের অশ্রু নিরবে অনেক্ষেত্রে হুমকি ধামকিতে শুকিয়ে যায়। অবশ্য ল্যাব কতৃপক্ষ ক্ষমা চেয়ে ও রাজনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে বিষয় দুটির নিস্পত্তি করেন।
    বর্তমান সিভিল সার্জন ক্লিনিক গুলো থেকে নিয়মিত আর্থিক সুবিধা গ্রহন করায় সারা সাতক্ষীরাতে ব্যঙের ছাতার মত ক্লিনিক তৈরী গড়ে উঠেছে যেমন, তেমনি অপচিকিৎসায় শিকার হয়ে ভুগতে হচ্ছে সাধারন চিকিৎসা গ্রহনকারী মানুষদের। প্রাথমিক শর্ত পূরণ না করেও দিব্যি ক্লিনিক ব্যবসা চালিয়ে যাচ্ছে নিরাপদে সদর ও উপজেলা পর্যায়ের অনেক ক্লিনিক। স্থানীয় জনগনের অভিযোগের ভিত্তিতে সংবাদপত্রে তথ্য উঠে আসলেও একটিতে তদন্ত করেছেন এমন উদাহরণ এখনও তৈরী হয়নি।
    এতই দায়িত্বহীন বর্তমান সিভিল সার্জন যে শ্যামনগর হাসপাতালের দায়িত্বশীল চিকিৎসের নিজস্ব গাড়ী চাকায় চালনারত অবস্থায় একজন সাধারন মানুষ হত্যা হলেও কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে অভিযোগ রয়েছে। শ্যামনগর হাসপাতালের এ চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে মাদকগ্রহনেরও অভিযোগ।
    সাতক্ষীরা সদর হাসপাতালের অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকটি সভায় হাসপাতাল স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি এমপি মীর মোস্তাক আহমেদ রবি।
    সাতক্ষীরা সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন পূর্ব্বক কার্যকর পদক্ষেপ গ্রহন করার বিষয়টি সাতক্ষীরার সুধিমহল প্রত্যাশা করে। স্থানীয় অভিজ্ঞ মহল মনে করে চলতি বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের আগেই সাতক্ষীরা চিকিৎসা ক্ষেত্রে নৈরাজ্য কাটিয়ে চিকিৎসা সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছাতে স্থানীয় সংসদ সদস্যদের তৎপর হওয়া জরুরী। অন্যথায় সাধারণ মানুষের কাছে সরকারের সফলতার বিরুপ বার্ত যাবে।

  • বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগরে আলোচনা সভা

    শ্যামনগর ব্যুরো: সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথ চলা ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গতকাল বিকাল ৪ টায় নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন সেল্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি.পি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. এস এস জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, আওয়ামীলীগ নেতা স.ম আব্দুস সত্তার, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, মাস্টার রবীন্দ্রনাথ বিশ্বাস ভোলা, সোহেল রানা বাবু, জাহাঙ্গীর হোসেন লাভলু, জাকির সানা, ভুরুলিয়া, ঈশ্বরীপুর, নওয়াবেঁকী সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক।

  • তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত

    তালা প্রতিনিধি: তালার জালালপুর ও খেশরা ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ইন্দ্রজিৎ বাপ্পী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন,জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। খেরশা ইউনিয়নের হরিহরনগর বাজার মাঠে ইউপি মেম্বর সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খেরশা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু। অন্যদিকে শনিবার সকালে তালা সদর ইউনিয়নের দক্ষিণ বারুইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সহকারী শিক্ষা অফিসার রাজমনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ধোধন করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এসময় ইউনিয়নের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • ধুলিহরে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু

    ধুলিহর প্রতিনিধি: সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে সাপের কামড়ে এক মহিলার করুণ মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায়। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি গ্রামের মৃত আকবার আলীর কন্যা স্বামী পরিত্যাক্তা সায়না সুলতানা (৩৩) তার পালিত মুরগী ও মুরগীর বাচ্চাদের টপে তুলার সময় সাপে কামড় দেয়। বিষয়টি সে বুঝতে পারলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে সে মৃত্যুর কোলে ঢুলে পড়ে। তার মৃত্যুতে তার স্বজনদের মাঝে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের সাথে অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের সাথে অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি সম্পন্ন করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউট ও অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের যৌথ আয়োজনে সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমানের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও শেখ হাসিনা সফ্টওয়ার আইটি পার্কের প্রেসিডেন্ড ড. মো. শাহিন আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের একাডেমিক ইনচার্জ ড. এম.এম নজমুল হক, অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের বিজনেন্স ডেভলেপমেন্ট ম্যানেজার মো. কৌশিক ইসলাম, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, ট্যুরিজম বিভাগীয় প্রধান সিদ্দিক আলী, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার প্রমুখ। অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি হওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত হবে। এসময় সাতক্ষীরা সরকারি পলিটেকনিট ইন্সটিটিউটের শিক্ষক ও অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সফ্টওয়ার ইঞ্জিনিয়ার এম.এম আল-আমীন।

  • পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৬

    নিজস্ব প্রতিনিধি: জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ মাদক মামলার আসামিসহ ৪৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযর্ন্ত জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ১০০ বোতল ফেনসিডিল ও ৭৩ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৬ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  • বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি রবি’র অভিনন্দন

    বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি রবি’র অভিনন্দন

    নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে সকল নেতা-কর্মী ও সমর্থকদের মুজিবিয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ১৯৭৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং জাতীয় চার নেতাসহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাফল্য কামনা করেন।

  • বুধহাটায় বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন সাব জোনে বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার চাপড়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বুধহাটা ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮টি ছেলে ও ৮টি মেয়ে দল উদ্বোধনী দিনের ১ম রাউন্ডের খেলায় অংশ নেয়। খেলায় ছেলে গ্রুপে বেউলা, মধ্য বেউলা, শে^তপুর ও নৈকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং মেয়ে গ্রুপে কুন্দুড়িয়া, বেউলা, নৈকাটি ও শে^তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয়লাভ করে। রবিবার একই মাঠে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

  • আশাশুনিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা কৃষকলীগ কার্যালয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা আ’লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্যান সভাপতিত্বে ও যুবলীগ নেতা এমএম সাহেব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সহ দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ পিয়াল, উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিম, আ’লীগ নেতা আছাদুজ্জামান আসাদ, আবুল কালাম, যুবলীগ নেতা আনিছুর রহমান বাবলা, উপজেলা ছাত্রলীগের দপ্তর সস্পাদক শামিমুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান তাজ, সম্পাদক তানভির রহমান রাজ প্রমুখ।

  • আশাশুনিতে নির্মানাধীন ব্রিজের চোরাই রড উদ্ধার

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা থেকে মানিকখালীতে নির্মাণাধীন ব্রিজের চোরাই রড উদ্ধার করা হয়েছে। উপজেলার মানিকখালী নামক স্থানে খোলপেটুয়া নদীর উপর বিশাল ব্রীজের নির্মান কাজ চলছে। এখানে হাজার হাজার টন রড ব্যবহার করা হচ্ছে। রডসহ কাজে ব্যবহৃত সরঞ্জাম রক্ষার জন্য নদীর দু’পারে দু’জন পাহাদার দায়িত্ব পালন করে থাকে। পবিত্র ঈদ উল ফিতর এর ছুটিতে শ্রমিকরা যখন বাড়িতে চলে যায়, তখন মালামাল পাহারার জন্য দু’জন বাড়িয়ে ৪ জনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ছুটির মধ্যে ব্রীজের কাজে ব্যবহৃত রড চোরাই পথে বিক্রয় করা হয় বলে জানাযায়। শুক্রবার সকালে গোয়ালডাঙ্গা বাজারের কাছে নদীর চরে একটি নৌকায় কিছু রড এবং নৌকার পাশে নদীর পানিতে ডুবানো আরও কিছু রড স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে এসআই আঃ আজিজ ঘটনাস্থানে পৌছে গোয়ালডাঙ্গা গ্রামের ইন্তাজ সরদারের পুত্র মাঝি/নৌকা মালিক বাবু সরদারের নৌকা থেকে কিছু ও নৌকার পাশে নদী থেকে কিছু সর্বমোট অনুমান ১২/১৩ মন রড উদ্ধার করেন। রডগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে, নৌকাটি স্থানীয় মিল মালিকের জিম্মায় রাখা হয়েছে। ব্রীজের কাজের পিএম জাহাঙ্গীর হোসেন জানান, ব্রীজের ম্যানেজার বিষয়টি সম্পর্কে যোগাযোগ করছেন এবং মালামাল থানায় ও নৌকা স’ মিল মালিকের হেফাজতে আছে। সাইটের কেউ রড বিক্রয় করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দারোগা আঃ আজিজ ঘটনাস্থানে গিয়ে মালামাল উদ্ধার করেছেন। মালিকপক্ষ অভিযোগ দায়ের করলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

  • কুলিয়ায় ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

    শিক্ষাঙ্গণ প্রতিনিধি: শনিবার সকাল ৮টায় বহেরা ভাটামাঠে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম। খেলায় পুষ্পকটি জিপিএস(বালক)একাদশ খাসখামার জিপিএস(বালক) একাদশকে ০-১ গোলে পরাজিত করে। খাসখামার জিপিএস (বালিকা) একাদশ পুষ্পকটি জিপিএস একাদশকে০-১ গোলে পরাজিত করে। অপর খেলায় বহেরা জিপিএস (বালক)একাদশ হিরারচক একাদশকে ৪-০ গোলে পরাজিত করে। একই সাথে বালিকা দল বহেরা জিপিএস একাদশ হিরারচক একাদশকে ১-০ গোলে পরাজিত করে। এছাড়া বালিয়াডাঙ্গা বালক দল শশাডাঙ্গা একাদশ ৩-১ গোলে পরাজিত করে এবং বালিকা দল বালিয়াডাঙ্গা একাদশ শশাডাঙ্গা একাদশকে ০-১ গোলে পরাজিত করে।

  • ল স্টুডেন্টস ফোরামের সুস্থ্যতা কামনা

    সংবাদ বিজ্ঞপ্তি: জেলা আইনজিবি সমিতির সাধারণ সম্পাদক ও ল কলেজের প্রভাষক এবং ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. আ ক ম রেজওয়ানউল্লাহ সবুজ সড়ক দূর্ঘটনায় শনিবার গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনা করেছেন ল স্টুডেন্টস ফোরামের প্রাক্তন সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাবউদ্দীন সাজু, সিনিয়র সহ সভাপতি আব্দুর রব পলাশ, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সিনিয়র সহ সভাপতি তহসিন কবীর খান শান্ত প্রমুখ।