Blog

  • প্রতিবেশীর সঙ্গে সমস্যার সমাধান আলোচনায় : প্রধানমন্ত্রী

    ঢাকা ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী বাংলাদেশ।শনিবার বাংলাদেশ সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে জানান।

    প্রধানমন্ত্রী বলেন, ‘সমস্যা সমাধানে আমরা সবসময় আলোচনার পক্ষে। স্থলসীমান্তসহ নানা সমস্যার সমাধান আমরা এ আলোচনার মাধ্যমেই করেছি।’

    প্রেস সচিব এম নজরুল ইসলাম আরো জানান, রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থসামাজিক খাতে বাংলাদেশের বিভিন্ন অর্জনের চিত্র তুলে ধরেন।

    বৈঠকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ব্রজরাজ শর্মা, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রসচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তফা কামাল উদ্দিন, স্বরাষ্ট্রসচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম নজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।

  • ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলো জেলার দুই লাখ ত্রিশ হাজার শিশু

    মোঃ মুশফিকুর রহমান (রিজভি):  সাতক্ষীরায় দুই লাখ ত্রিশ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২১ হাজার ৭২৮ । বাকি দুই লাখ আট হাজার ৪১০ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু।
    শনিবার সকাল থেকে জেলার সাতটি উপজেলার দুটি পৌরসভা ও ৭৮ টি ইউনিয়নের ২৩৪ টি ওয়ার্ডে পৃথকভাবে এক যোগে এই ক্যাপসুল খাওয়ানো হয়। দুই হাজার ৩১ টি টিকাদান কেন্দ্রে  তাদের এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
    সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান জানান দিনভর এই ক্যাম্পেইন চলমান ছিল।
    জেলা সদরে সূর্যের হাসি ক্লিনিকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোমেসন। এ সময় স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক ডা. বিধান চন্দ্র ঘোষ ,সিভিল সার্জন ডা. তোহিদুর রহমান ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বাড্ডায় ফরহাদ হত্যা : মূলহোতাসহ গ্রেফতার ৫

    ঢাকা ব্যুরো : ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে বাড্ডার আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী হত্যা মামলার মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৩ জুলাই) গুলশান ও মিরপুর শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪টি ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির হোসেন, মো. আরিফ মিয়া, মো. আবুল কালাম আজাদ অনির, মো. বদরুল হুদা সৌরভ ও মো. বিল্লাল হোসেন রনি।
    আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন এ বিষয়ে বিস্তারিত জানান।

    তিনি বলেন, গত ১৫ জুন বাড্ডা থানাধীন আলীর মোড় এলাকায় শুক্রবার বাদ জুম্মা বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আলীকে মসজিদের সামনে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ওই ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এই ঘটনার পরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ ছায়া তদন্ত শুরু করে।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, অটোরিকশা স্ট্যান্ড ও ডিস ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের ভাগবাটোয়ারা নিয়ে বিরোধে ফরহাদ আলী খুন হয়।

  • লাদেনের দেহরক্ষীকে তিউনিশিয়ার কাছে হস্তান্তর করল জার্মানি

    আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিউনিশীয় বংশোদ্ভূত দেহরক্ষী সামি আল আদাউদিকে(৪২) তিউনিশিয়ার কাছে হস্তান্তর করেছে জার্মান সরকার। তিউনিশিয়ার বিচার বিভাগের আহ্বানে সাড়া দিয়ে সম্প্রতি এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

    তিউনিশিয়ার বিচার বিভাগে দায়ের করা মামলায় আদাউদির বিরুদ্ধে গোপনে আফগানিস্তানে আল-কায়েদার কাছে থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ এবং জার্মানিতে উগ্র তৎপরতা পরিচালনা করার অভিযোগ রয়েছে। তিউনিশিয়ায় চালানো একাধিক সন্ত্রাসী হামলায় আদাউদির সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গেছে।

    সামি আদাউদি ১৯৯৭ সাল থেকে জার্মানিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে তিনি জার্মানিতে ছিলেন না। এ সময়ে তিনি আফগানিস্তানে গিয়ে আল-কায়েদার কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে বিন লাদেনের দেহরক্ষীর দায়িত্ব পালন করেন বলে তিউনিশিয়া অভিযোগ করেছে।

    তবে জার্মানির বিচার বিভাগে আদাউদির বিরুদ্ধে তিউনিশিয়ার আনিত অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পায়নি বলে তাকে এতদিন গ্রেফতার করেনি। কিন্তু সম্প্রতি তিউনিশিয়া সরকারের পীড়াপীড়িতে তাকে আটক করে তিউনিশিয়ার কাছে হস্তান্তর করল বার্লিন।

  • জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

    জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

    প্রেস বিজ্ঞপ্তি: আগামী ২৮ শে জুলাই সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে শনিবার বেলা ১১টায় নারকেলতলা এলাকায় এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দিন, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন টুটুল, সাতক্ষীরা সদর উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, কালিগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক আনছার আলী, শ্যামনগর উপজেলা সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, কলারোয় উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলী বাবু, কলারোয়া পৌর সভাপতি আশরাফ আলী, দেবহাটা উপজেলা সাধারন সম্পাদক আবুল ফজল, যুব সংহতির সভাপতি শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি আনোয়ার হোসেন অনু, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন।
    এসময় উপস্থিত নেতাকমীরা ২৮ শে জুলাই সম্মেলনকে সফল করার লক্ষ্যে নানা ধরনের দিকÑনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

  • ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে সংঘর্ষ : আহত-৫

    মোঃ মুশফিকুর রহমান রিজভি: সাতক্ষীরার ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির কাছে পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর না করায় নতুন কমিটি জোরপূর্বক দখল করতে গেলে এ সংঘর্ষের সৃষ্টি হয়। শনিবার সকালে সংগঠনটির কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    জানা গেছে, গত দুই মাস আগে ভোমরা স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে এরশাদ-তরিকুল পরিষদ বিপুল ভোটে বিজয়ী হলেও সাবেক কমিটির সভাপতি আনারুল ও সাধারণ সম্পাদক ইমাম নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা করতে থাকে। সম্প্রতি নতুন কমিটির সভাপতি-সাধরণ সম্পাদকসহ তাদের গ্রুপের লোকজন শ্রমিক ইউনিয়নে গিয়ে সাবেক কমিটির লোকজনদেরক বের করে তাদের দখলে নেয়। এরপর পুরাতন কমিটির লোকজন আবারও একত্রিত হয়ে সে অফিস তারা পাল্টা দখলে নেয়। একপর্যায়ে আজ শনিবার সকালে নতুন কমিটির লোকজন আবারও ওই অফিসে দখলে নেয়ার চেষ্টা করলে এ সময় দুই গ্রুপের সংঘর্ষ বাধে এতে উভয় গ্রুপের পাঁচ জন আহত হয়। আহতরা হলেন, ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সভাপতি এরশাদ আলী, সাবেক কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাবেক কমিটির সহ-সভাপতি আনারুল ইসলাম (কালো আনারুল), শ্রমিক আব্দুর রহিম ও আজিজুল ইসলাম। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ শরিফুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোমরা স্থল বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নটি বর্তমানে নতুন কমিটির নিয়ন্ত্রণে রয়েছে। কোন পক্ষই থানায় এখনও পর্যন্ত অভিযোগ দেয়নি। বন্দরের অবস্থা স্বাভাবিক রয়েছে।
  • সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

    ঢাকা ব্যুরো : সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। আজ শনিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, প্রথম দিনে হজ ফ্লাইট বিজি-৩০১১ বেলা ১১টা ৫৫ মিনিটে, বিজি-৫০১১ বিকাল ৩টা ৫৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। এ বছর চট্টগ্রাম থেকে ৯টি এবং সিলেট থেকে ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

    হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। এই হজ যাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটেও হজ যাত্রীরা পবিত্র ভূমিতে যাবেন। এবছর সৌদি সরকার নির্ধারিত বরাদ্দকৃত স্লটের বাইরে অতিরিক্ত কোনো ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হবে না বলেও জানিয়েছে।

  • তৃতীয় স্থানের লড়াইয়ে ইংল্যান্ড-বেলজিয়াম

     ডেস্ক : রাশিয়ায় খেলতে যাওয়ার আগে এডেন হ্যাজার্ড বলেছিলেন বেলজিয়ামের সোনালি প্রজন্মকে এবারের বিশ্বকাপেই অসাধারণ কিছু একটা করতে হবে। কারণ বেলজিয়ামের বর্তমান দলটি তাদের যে কোন সময়ের সেরা দল। এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট হয়েও শিরোপার পরিবর্তে আজ বেলজিয়ামকে ইংল্যান্ডের বিরুদ্ধে সেন্ট পিটার্সবার্গে মাঠে নামতে হচ্ছে তৃতীয় হওয়ার লড়াইয়ে।

    বেলজিয়াম এবার হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন ও রোমেলো লুকাকুর মতো খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপে এসেছিল। এর চেয়ে ভাল দল তাদের আগে কখনো ছিল না। তারপরও কোচ রবার্তো মার্টিনেজের দলটি সেমিফাইনালে স্যামুয়েল উমতিতির গোলে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে। এটা বেলজিয়ামের সোনালি প্রজন্মের জন্য হতাশার। এর আগে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল বেলজিয়াম। ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও এই পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল বেলজিয়ামকে।

    বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার তৃতীয় স্থান নির্ধারণী খেলায় নামছে বেলজিয়াম। আগেরটি ছিল ১৯৮৬ সালে। সেবার তারা ফ্রান্সের কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছিল। এবার তাই জয় চায় বেলজিয়াম। এ ব্যাপারে ডিফেন্ডার থমাস মুনিয়ের বলেন, আমরা গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে ছিলাম। কাজেই আমরা তাদের আবারো হারাতে পারবো। তৃতীয় স্থান এখন ন্যূনতম চাওয়া।

    ইংল্যান্ডের কপাল পুড়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে। থ্রি লায়ন্স নামে অভিহিত দলটি এর আগে সর্বশেষ ১৯৯০ সালে সেমিফাইনালে উঠে ওয়েস্ট জার্মানির কাছে হেরেছিল। এরপর ইংলিশরা স্বাগতিক ইতালির কাছে পরাস্ত হয়েছিল তৃতীয় স্থানের লড়াইয়ে। ডিফেন্ডার গ্যারি কাহিলের মতে, এটা একটা অদ্ভুত খেলা। কারণ দুটো দলই খেলতে নামে হতাশাব্যঞ্জক হারের পর। তারপরও খেলাটি থাকে এবং আমাদের খেলতে হয়। দলগতভাবে আমাদের নিজেদের জন্য গর্ব নিয়েই খেলা উচিত। আমার জন্য ব্যাপারটা হলো, তরুণ দলটির দিকে তাকিয়ে ভবিষ্যতের জন্য আশাবাদী হওয়া।

    এ খেলাটিতে স্ট্রাইকার হ্যারি কেইনের গোল্ডেন বুটের লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেন রোমেলো লুকাকু। সেজন্য অবশ্য তাকে বেলজিয়ামের হয়ে অতিমানবীয় কিছু একটা করতে হবে। কেইনের গোলের সংখ্যা এখন ৬। অন্যদিকে লুকাকুর গোলের সংখ্যা ৪। বেলজিয়ামের বিরুদ্ধে গোল পেলে গোল্ডেন বুটের লড়াইয়ে ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবেন কেইন। আর হ্যাটট্রিক করতে পারলে তার গোল হবে নয়টি যা হবে ১৯৭০ এর পর কোন আসরের সর্বাধিক। ২০০২ আসরে তুরস্ক ও ব্রাজিলের পর একই বিশ্বকাপে কোন দুটি দলের দুবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-বেলজিয়াম।

  • বিদেশে চিকিৎসাসেবা গ্রহণের নীতিমালা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

    ঢাকা ব্যুরো : বাংলাদেশের রোগীদের বিদেশ গিয়ে চিকিৎসাসেবা গ্রহণের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের কার্যক্রম প্রক্রিয়াধীন। কিন্তু এ পর্যন্ত কতজন রোগী বিদেশে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছে এবং কত টাকা ব্যয় হয়েছে তার সঠিক পরিসংখ্যান আপাতত দেয়া সম্ভব নয়। তবে, নীতিমালা প্রণয়নের পর এ ব্যাপারে সঠিক তথ্য দেয়া সম্ভব হবে।

    তিনি জানান, মূলত চারটি রোগের চিকিৎসা গ্রহণের জন্য কিছু মানুষ বিদেশে যান।

    বৃহস্পতিবার ঢাকা-১৯ আসনের এমপি ডা. মো. এনামুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদকে এসব তথ্য জানান।

    ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকালে এ অধিবেশন শুরু হয়।

    নাসিম বলেন, প্রতিবছর আমাদের দেশ থেকে চিকিৎসার জন্য কিছুসংখ্যক রোগী বিদেশে চলে যায়। তবে মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে দেখা গেছে, মূলত চারটি রোগের চিকিৎসা গ্রহণের জন্য তারা বিদেশে যান। কারণসমূহ হচ্ছে- আর্থিক স্বচ্ছলতা, বিদেশে চিকিৎসাপ্রীতি, হেলথ ট্যুরিজম এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে চিকিৎসাস্বল্পতা।

    তিনি বলেন, তবে এ প্রবণতা কমিয়ে আনতে দেশে সব মেডিকেল কলেজ, হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও জেনারেল হাসপাতালকে আধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিতকরণের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া বেসরকারি পর্যায়েও রয়েছে আন্তর্জাতিক মানের বেশকিছু আধুনিক হাসপাতাল যেখানে অন্য দেশ থেকে এসে রোগীরা চিকিৎসা গ্রহণ করার বহু নজির আছে।

    মহিলা এমপি জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আর্সেনিক বিষক্রিয়ায় মানুষ চারটি রোগে আক্রান্ত হতে পারে। রোগগুলোর মধ্যে চর্মরোগ, পায়ে ও হাতের আঙুলে পচন ধরা বা গ্যাংগ্রিন, বিভিন্ন ধরনের ক্যানসার এবং লিভার, কিডনি, মুত্রাশয় ও ফুসফুস আক্রান্ত হওয়া ইত্যাদি।

    মন্ত্রী বলেন, এসব রোগ সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে সরকার সচেতনমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

    এমপি গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

    তিনি বলেন, এছাড়াও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের আপাতত নেই।

    এমপি মো. নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে মোট ১২ হাজার ৮৩৭ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছে এবং ১০৫৬ পদে নিয়োগ প্রক্রিয়াধীন আছে, যা খুব দ্রুতই সম্পন্ন হবে।

  • মুক্তিযোদ্ধা কোটা বাতিল সম্ভব নয়: প্রধানমন্ত্রী

    ঢাকা ব্যুরো : হাইকোর্টের রায় থাকায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যে কোটা তাতে হাইকোর্টের রায় রয়ে গেছে। যেখানে হাইকোর্টের রায়ে আছে যে, মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষিত থাকবে। তাহলে ওই কোটার বিষয়ে আমরা কীভাবে কোর্টের ওই রায় ভায়োলেট করব। সেটা তো আমরা করতে পারছি না। এই রায় অবমাননা করে তখন তো আমি কনডেম্প অব কোর্টে পড়ে যাব। এটা তো কেউ করতেই পারবে না।

    তিনি আরও বলেন, ‘যেখানে কোটা পূরণ হবে না, কোটার যেটা খালি থাকবে, তা মেধার তালিকা থেকে নিয়োগ হবে। এটা আমরা করে দিয়েছি। গত কয়েক বছর থেকেই এই প্রক্রিয়া চালু রয়েছে।’

    ভিসির বাড়িতে ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের মধ্যে যারা ভিসির বাড়িতে ভাঙচুর ও আক্রমণ করেছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। উচ্ছৃঙ্খলা কখনও বরদাশত করা যায় না। ভাঙচুরকারীরা ভিসির বাড়ির ক্যামেরার চিপস নিয়ে গেলেও আশপাশে থাকা ক্যামেরা দেখে তাদের একটা একটা করে খুঁজে বের করা হচ্ছে।

    তিনি বলেন, যারা ভাঙচুর, অগ্নিসংযোগ ও আক্রমণ করেছে, তাদের তো ছাড়া হবে না। তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। তদন্ত করা হচ্ছে। অনেকে স্বীকারও করছে। যত আন্দোলনই হোক না কেন, এদের ছাড়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।

    কোটা আন্দোলনকারীরা কী চায়, তা সঠিকভাবে বলতে পারে না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, কোটা নিয়ে আন্দোলন। এটা কী আন্দোলন নাকি। ঠিক তারা যে কী চায়, বারবার জিজ্ঞাসা করা হয়েছে, সেটা কিন্তু সঠিকভাবে বলতে পারে না।

    তিনি বলেন, আজকে আন্দোলন তারা করছে খুব ভালো কথা। বিরোধীদলীয় নেতা বলেছেন, ছেলেপুলে আন্দোলন করতেই পারে। কিন্তু ভিসির বাড়িতে আক্রমণ করে সেখানে আগুন জ্বালিয়ে দেয়া, গাড়িতে আগুন দিয়ে পোড়ানো, বাড়ি ভাঙচুর করা, বেডরুম পর্যন্ত পৌঁছে ভাঙচুর এবং লুটপাট করা, স্টিলের আলমারি ভেঙে গয়না, টাকাপয়সা সব কিছু লুটপাট করেছে। ভিসির পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে লুকিয়ে থেকে প্রাণ বাঁচিয়েছেন। এটা কি কোনও শিক্ষার্থীর কাজ? এটা কি কোনও শিক্ষার্থী করতে পারে?

    শেখ হাসিনা বলেন, কথায় কথায় তারা বলে ক্লাস করবে না। ক্লাসে তালা দেয়, ক্ষতিগ্রস্ত কারা হবে? আমরা সেশনজট দূর করেছি। এদের কারণে এখন আবারও সেই সেশনজট। ১৫ টাকা সিট ভাড়া আর ৩৮ টাকা খাবার, কোথায় আছে পৃথিবীর। আজ নতুন নতুন হল বানিয়েছি। ১৫ টাকা সিট ভাড়া আর ৩৮ টাকায় খাবার খেয়ে তারা লাফালাফি করে। তাহলে সিট ভাড়া আর খাবারে বাজারদর যা রয়েছে, তাদের তা দিতে হবে। সেটা তারা দিক।

    মধ্যরাতে হল থেকে ছাত্রীরা বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মধ্যরাতে হল থেকে ছাত্রীরা বেরিয়ে যাবে। টেনশনে আমি বাঁচি না। আমি পুলিশকে, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বলেছি- এই মেয়েদের যেন কোনও ক্ষতি না হয়। ভোর ৬টা পর্যন্ত জেগে থেকে যার যার হলে পৌঁছে যাওয়ার পর আমি ঘুমাতে গিয়েছি।

    তিনি বলেন, ‘বলেছি, কোটা সংস্কার আমরা করব। আমি তো বলেছি টোটাল কোটা বাদ দিতে। আমরা তো কেবিনেট সেক্রেটারিকে দিয়ে একটি কমিটিও করে দিয়েছি। তারা সেটা দেখছে। তাহলে এদের অসুবিধাটা কোথায়?’

  • ‘অক্টোবরেই প্রমাণ হবে খালেদাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবেনা’

    ঢাকা ব্যুরো : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, আগামী অক্টোবরেই তা প্রমাণ হবে। বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের উদ্যোগে আয়োজিত নারী নেতৃত্ব নিয়ে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, বিএনপি’র কথার সঙ্গে কাজের কোন মিল নেই। অক্টোবরে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন দেখা যাবে তাদের এ ধরনের কথার মানে কি। তাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না। আর খালেদা জিয়া কখন জেল থেকে ছাড়া পাবেন সেটা আদালত বলতে পারবে। সেতুমন্ত্রী কাদের বলেন, খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়েছেন আদালত, মুক্তিও দিতে পারেন আদালত। তাদের কথায় মনে হয়, আওয়ামী লীগই যেন তাকে আটকে রেখেছে, শেখ হাসিনাই যেন তাকে আটকে রেখেছে। আসলে এটা কিন্তু বাস্তব নয়।

  • সাতক্ষীরার দেবহাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

    মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুরে অজ্ঞাত এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কোমরপুরের ডাক্তার আব্দুল খালেকের বাড়ির পাশ থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়।
    স্থানীয়রা জানায়, গত ৩-৪ দিন অজ্ঞাত মহিলাটিকে কোমরপুর এলাকায় বিকারগ্রস্থ অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়। বৃহস্পতিবার সকালে ডাঃ আব্দুল খালেকের বাড়ির পাশে একটি গাছের নিচে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপস্থিত হলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা দেবহাটা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশটি উদ্ধার করে।

    এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে সাতক্ষীরা সরকারি কবরস্থানে তাকে দাফন করা হবে।

  • ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলছেনা মাশরাফি!

    ক্রীড়া ডেস্ক: ব্যাক্তিগত কারণে ২২ জুলাই থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে নাও খেলতে পারেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।

    ব্যক্তিগত কারণটি কী? মঙ্গলবার (১০ জুলাই) বাংলাদেশ ক্রি‌কে‌ট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানায় অসুস্থ স্ত্রীর পাশে থাকতেই সিরিজে তার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়।

    সূত্রটি জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে মাশরাফি এই সিরিজে নাও অংশ নিতে পারে। ওর স্ত্রী অসুস্থ।’

    আগামী ২২ জুলাই গায়নায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, সেইন্ট কিটসে।

  • রজনীকান্ত-অক্ষয়ের ‘২.০’ আসছে ২৯ নভেম্বর

    বিনোদন ডেস্ক: ভিএফএক্স’র কাজ সম্পন্ন না হওয়ার কারণে বারবার পিছিয়ে যাচ্ছিলো সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘রোবট’ ছবির বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘২.০’-এর মুক্তির তারিখ। অবশেষ আগামী ২৯ নভেম্বর ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক লাইকা প্রোডাকশনের সিওও রাজু মহালিঙ্গম ও পরিচালক শঙ্কর।

    মঙ্গলবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ‘২.০’র পরিচালক শঙ্কর টুইটারে লিখেছেন, “অবশেষে ভিএফএক্স কোম্পানি জানিয়ে দিয়েছেন তারা কতো দিনের মধ্যে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবেন। তাই আগামী ২৯ জুন মুক্তি দেওয়া হবে ছবিটি।”

    এবারই প্রথম ৬৬ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন অক্ষয় কুমার। ‘২.০’-এর খলচরিত্র ড. রিচার্ডস হিসেবে আছেন অক্ষয়। এক নিরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে পক্ষীমানবের মতো প্রাণীতে পরিণত হন তিনি। এরপর বিজ্ঞানী বাসীগারান ও তার সৃষ্টি রোবট চিট্টির বিরুদ্ধে চলে যান ড. রিচার্ডস। বাসীগারান ও চিট্টি উভয় চরিত্রেই আবারও দেখা যাবে সুপারস্টার রজনীকান্তকে।

    এদিকে, ‘২.০’ ছবির সঙ্গে হলিউডের কানেকশন বিস্তর। শোনা গিয়েছিলো, অক্ষয়ের চরিত্রটির জন্য প্রথমে ভাবা হয়েছিলো হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারকে। কিন্তু অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় তাকে বাদ দেন প্রযোজক।

    রজনীকান্তের পাশাপাশি ‘২.০’তে আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন, সুধাংশু পাণ্ডে ও আদিল হুসেন। ‘২.০’-এর বাজেট প্রায় ৪৫০ কোটি রুপি। ছবিটি একইসঙ্গে তামিল, তেলেগু ও হিন্দিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • আবারও নতুন সিনেমায় শাকিব-শ্রাবন্তী

    বিনোদন ডেস্ক: ‘শিকারি’ সিনেমার মাধ্যমে শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রসায়ন বুঝে নিয়েছে দর্শক। যৌথ প্রযোজনার নির্মাণটি বাংলাদেশে দারুণ ব্যবসা করছে। এবার তৃতীয় সিনেমার জন্য জুটি বাঁধছেন তারা।

    মাঝে ‘ভাইজান এলো রে’ শিরোনামের ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন এ জুটি। ঈদুল ফিতরে পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও বাংলাদেশে আসতে সপ্তাহখানেক বাকি আছে। তারই মাঝে এলো নতুন সিনেমার ঘোষণা।

    ‘শিকারি’, ‘ভাইজান এলো রে’ ছাড়াও শাকিবের আরো দুই সিনেমায় বিনিয়োগ করে এসকে মুভিজ। তবে এবারের সিনেমাটি প্রতিষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ এসকে ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হবে। পরে বাংলাদেশি সিনেমা হিসেবে ভারতে যাবে।

    এসব তথ্য জানিয়েছেন এসকে ইন্টারন্যাশনালের কর্ণধার অশোক ধানুকা। তিনি আরো জানান, আগস্টের শেষদিকে নাম ঠিক না হওয়া সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে। লোকেশন তালিকায় থাকছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য। ছবিটি চলতি বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে।

    এসকে মুভিজ ও শাকিবের আগের চার সিনেমার মতো নতুনটিও পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি।

    আগস্টে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব অভিনীত ‘নেকাব’। তার বিপরীতে আছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা। এটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সাথে বাংলাদেশি সুপারস্টারের প্রথম সিনেমা।

    এদিকে সম্প্রতি শ্রাবন্তী বাংলাদেশে শেষ করলেন ‘যদি একদিন’-এর দৃশ্যায়ন। পুরোপুরি ঢাকাই লগ্নির সিনেমাটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নায়ক হিসেবে আছেন তাহসান ও তাসকিন।

  • ৩১ জুলাই পর্যন্ত মুলতবি খালেদা জিয়ার রিভিউ

    ডেস্ক রিপোর্ট: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল নিষ্পত্তি করতে আগামী ৩১ জুলাই সময়সীমা দিয়ে আপিল বিভাগের আদেশ রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে খালেদা জিয়ার করা আবেদনটি ওইদিন ৩১ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

    আদেশে বলা হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ করতে না পারলে পরবর্তীতে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

    সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, আদালতের আজকের আদেশের ফলে হাইকোর্টে খালেদা জিয়ার আপিলটি নিষ্পত্তি করতে ৩১ জুলাইয়ের যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল, তা শিথিল হল। অর্থাৎ ওই তারিখের মধ্যে আপিলটি নিষ্পত্তি করতে না পারলে আইনগত কোনো বাধা থাকবে না।

    গত ৯ জুলাই এ আবেদনের শুনানি শেষে আজ আদেশের জন্য রাখেন সর্বোচ্চ আদালত।

    আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

    আজ আদালত থেকে বের হওয়ার পর জয়নুল আবেদীন বলেন, আদালত আজকে একটি আদেশ দিয়ে বলেছেন, আপনারা শুরু করেন। ৩১ জুলাইয়ের মধ্যে যদি সমাপ্ত না হয়, তাহলে পরবর্তীতে এ বিষয়টি আদালত পুনর্বিবেচনা করবে। আদালত এ আদেশ দিয়ে রিভিউ আবেদনটি স্ট্যান্ড ওভার (মুলতবি) করেছেন।

    তিনি বলেন, আগে যেমন ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা ছিল। এখন সেটি আর থাকলো না। আমরাও চাই এ মামলা শেষ করতে। প্রপারলি শেষ করতে চাই। কিন্তু এ মামলায় যে পরিমাণ ডকুমেন্টস রয়েছে তা শেষ করতে সময় লাগবে।

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে তিনি জামিনের আবেদন করেন। গত ১২ মার্চ হাইকোর্ট তাকে চার মাসের জামিন দেন। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল করলে গত ১৬ মে তা বহাল রেখে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। পরে আপিল বিভাগের আদেশের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন করেন খালেদা জিয়া। ওই রিভিউ আবেদনের শুনানি শেষে আজ এ আদেশ দেন সর্বোচ্চ আদালত।

  • জাপানে বন্যায় নিহত বেড়ে ২০০

    আন্তর্জাতিক ডেস্ক: জাপানে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২০০ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে দেশটির গণমাধ্যম জাপান টুডে বলছে, নিহতের সংখ্যা বেড়ে ১৯৫ জন হয়েছে। সেইসঙ্গে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। গত সপ্তাহের রেকর্ড বৃষ্টিতে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজার হাজার লোক বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে।
    ন্যাশনাল পুলিশ সংস্থার বরাত দিয়ে জাপান টুডের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আরো বেশ কিছু মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা ১৯৫ জনে পৌঁছেছে। সেইসঙ্গে নিহতের সংখ্যা আরো বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি। কারণ এখনও ৬০ জন নিখোঁজ রয়েছে।
    খবরে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিরোশিমা, ওকাইয়ামা ও ইহিমি জেলাসহ দুর্গত এলাকায় ৭০ হাজারের বেশি উদ্ধারকর্মী কাজ করছে।

    ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি বলেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত ৬৭ হাজার লোক আশ্রয়কেন্দ্রে রয়েছে। যদিও রোববারের চেয়ে তা ৩০ হাজার কম।
    এদিকে, পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। প্রধানমন্ত্রী শিনঝো আবে জানিয়েছেন, শুক্রবার তিনি ইহিমি জেলার দুর্গত এলাকা পরিদর্শন করবেন। এর আগে বুধবার তিনি ওকাইয়ামা জেলা ঘুরে দেখেন।

  • ক্রোয়েশিয়া কি প্রতিশোধের আগুনে পোড়াবে ফ্রান্সকে

    ক্রীড়া ডেস্ক: ১৯৯৮ সালে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হেরে যায় ক্রোয়েশিয়া। এবার সেই দলকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তারা। রবিবারের শিরোপার লড়াইয়ে ওই স্মৃতি মাথায় রাখছেন না ক্রোয়েশিয়ার কোচ।

    যুগোস্লাভিয়া ভেঙে স্বাধীন দেশ হিসেবে ২০ বছর আগে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়ে বাজিমাত করেছিল ক্রোয়েশিয়া, খেলেছিল প্রথম সেমিফাইনাল। কিন্তু স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে থামে তাদের অবিশ্বাস্য যাত্রা। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠে সেই দলের মুখোমুখি হচ্ছে ক্রোয়েটরা। কিন্তু দুই দশক আগের সেই হারের প্রতিশোধ নেওয়ার কোনও চিন্তা মাথায় আনছেন না কোচ জাৎকো দালিচ।

    ১৯৯৮ সালের ওই ম্যাচে ৪৬ মিনিটে ডেভর সুকারের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু ডিফেন্ডার লিলিয়ান থুরামের জোড়া গোলে ফ্রান্স পায় ফাইনালের টিকিট। দালিচ জানালেন, এই দলের খেলোয়াড়দের জন্য ওই সেমিফাইনাল হারের ভাবনা মাথায় আনা অনর্থক।

    দুই দশক আগের সেই বেদনার স্মৃতি মনে আছে ৫১ বছর বয়সী দালিচের, ‘১৯৯৮ সালে একজন সমর্থক হিসেবে প্রথম তিন ম্যাচে আমি ফ্রান্সে ছিলাম। ক্রোয়েশিয়ার প্রত্যেকের মনে আছে ওই ম্যাচের কথা, যখন থুরাম স্কোর করলেন এবং আমরা হারলাম ২-১ গোলে। গত ২০ বছর ধরে এটা ছিল আলোচনার বিষয়।’ সুকারের গোল উদযাপনের আনন্দ কীভাবে মাটি হয়ে গেল জানালেন তিনি, ‘আমার মনে আছে আমরা সুকারের গোল উদযাপন করলাম। কিন্তু খুব তাড়াতাড়ি সমতা ফেরার পর আমাদের বসে পড়তে হলো।’

    রাশিয়া বিশ্বকাপের টিকিট পেলেই কেবল ক্রোয়েশিয়ার কোচের দায়িত্বে থাকবেন এমন শর্ত দিয়ে অক্টোবরে চুক্তি করেন দালিচ। সেই তিনিই এখন দলকে নেতৃত্ব দিলেন দারুণ সাফল্যে। শেষ বাধা টপকে এবার শীর্ষ অর্জনটা পেতে চান দালিচ, ‘দুই দলই তাদের মান দেখিয়েছে। আমরা প্রতিশোধের চিন্তা করছি না। এটা ফুটবল, খেলা। আমরা যেটা করতে পারি সেটা হলো ফাইনালে টুর্নামেন্টের সেরা খেলার প্রস্তুতি নেওয়া এবং সেদিকে মনোযোগ ধরে রাখা।’ ইএসপিএনএফসি