Blog

  • জেলাব্যাপি পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ৫৫

    জেলাব্যাপি পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ৫৫

    মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরা জেলাব্যাপি বিশেষ অভিযান চালিয়ে ২ জামায়াতকর্মী ও ৮মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৮ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    অভিযানে ২২ বোতল ফেন্সিডিল ও ১১০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।

    অভিযানে সাতক্ষীরা সদর থানা জামায়াতের ১ সুরা সদস্যসহ ১৭ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানার ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের রোকনসহ ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়।

    সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

     

  • কাটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দূর্ধর্ষ ডাকাতি

    কাটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দূর্ধর্ষ ডাকাতি

    শহর প্রতিনিধি: সাতক্ষীরায় শহরের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বর্ণলাংলকার ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।
    মঙ্গবার ভোর রাতে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকার পাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

    সাতক্ষীরা নিউ মার্কেটে অবস্থিত আল বারাকা জুয়েলার্সের ম্যানেজার লিটন হোসেন জানান, ৬/৭ জনের একদল মুখোসধারী ডাকাত তার ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে।

    তারা ধারালো অস্ত্রের মুখে বাড়ির মালিক লিটন, তার মা ফাতেমা বেগম, স্ত্রী হাজেরা খাতুন ও শ্যালক মুকিতকে একটি ঘরের মধ্যে রশি দিয়ে হাত বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দেয়। এরপর ডাকাতরা আলমারি খুলে নগদ ৮০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল সেট নিয়ে চম্পট দেয়। ডাকাতরা যাবার সময় কাপড় দিয়ে তাদের চোখ ঢেকে রুমে তালা ঝুলিয়ে যায়। ভোরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে।

    এদিকে, ডাকাতার একই এলাকার শ্যামল রাহার বাড়িতে হানা দেয়। তার বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করার সময় বাড়ির মালিক জানতে পারলে ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়।

    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে বলে তিনি আরো জানান।

  • বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ।।কাস্টমসের কাজে বিজিবি‘র হস্তক্ষেপ

    ভারত থেকে আমদানি-রফতানিকৃত পণ্যের পরিমাপ (ওজন) করা নিয়ে কাস্টমস ও বিজিবি‘র মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় রোববার দুপুর থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে গেছে। এর ফলে বন্দরের দু‘দেশের উভয় পাশে শত শত ট্রাক পণ্য নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে আছে। এর মধ্যে রফতানিকৃত পোষাক শিল্পের উপকরণ, বিভিন্ন প্রতিষ্ঠানের কেমিকেল ও কাঁচামাল রয়েছে। আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

    সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে ভারত থেকে মাত্র ৩০ গাড়ি আমদানি পণ্য বাংলাদেশে প্রবেশের পর চেকপোস্ট কাস্টমস ও সিএন্ডএফ কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেওয়ায় আমদানি-রফতানি বন্ধ হয়ে যায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে। স্বাধীনতার পর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে যে সকল পণ্য ভারত থেকে আমদানি-রফতানি হয় চেকপোস্টে তার ওজন নিয়ন্ত্রণ করতো কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও রোববার সকাল থেকে ওইসব পণ্যের ওজন তদারকি করার জন্য চেকপোস্টে তাদের কার্যক্রম শুরু করে। এর ফলে কাস্টমসের কাজে বিজিবি‘র হস্তক্ষেপে কাস্টমস তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এ নিয়ে স্থানীয় সিএন্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এদিকে বিজিবি বলছে, মন্ত্রনালয় থেকে আমদানি পণ্যের ওজন করার জন্য চেকপোস্ট ও টিটিআই গেটে কাস্টমসের পাশাপাশি দেখার দায়িত্ব নিলে কাস্টমস তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। অপর দিকে কাস্টমস বলছে, রাজস্ব সংক্রান্ত কার্যক্রম নিয়ম অনুযায়ী কাস্টমসের তদারকি করার কথা। আর বিজিবির সীমান্ত দিয়ে চোরাচালানি পণ্য নিয়ন্ত্রনের কথা থাকলেও বিজিবি আমদানি পণ্য দেখাশুনার ব্যাপারে হস্তক্ষেপ করছে। যার ফলে ব্যবসায়ীরা কাজ বন্ধ করে দিলে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

    বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল শত শত গাড়ি আমদানি পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। যদি সময় মত গাড়ি বন্দরে প্রবেশ করতে না পারে তবে ট্রাক প্রতি ২/৩ হাজার টাকা প্রতিদিন ডেমারেজ দিতে হবে। তাছাড়া রোদ বৃষ্টিতে ভিজে পচনশীল পণ্যের ক্ষতি হবে। তিনি বলেন, ফল, পেঁয়াজ, মাছসহ নানা ধরনের পচনশীল পণ্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষা করছে।

    বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, আমদানি-রফতানি সংক্রান্ত বিষয়ে একমাত্র জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রণ করে থাকে। এর মধ্যে বিজিবি‘র হস্তক্ষেপ সাংঘষিক। এ ঘটনার ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে। সুষ্ঠু সমাধান না হলে ব্যবসায়ীরা এ পথে আমদানি-রফতানি করবে না বলে তিনি জানান।

    এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আরিফুল হক বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভারত থেকে আমদানিকৃত পণ্যের পরিমাপ নির্ধারনের করার জন্য চেকপোস্টে স্থাপিত কাস্টমসের উইনিং স্কেলে বিজিবি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত পণ্য আমদানি হচ্ছে বলেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে সরকার সঠিক রাজস্ব পাবে। আমরা কাস্টমসের কোন কাজে হস্তক্ষেপ করছি না।

    বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা (সুপারেন্টেন্ড) হারুনর রশিদ বলেন, আমদানি- রফতানি বাণিজ্যে বিজিবির তদারকির বিষয়ে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা অফিস বন্ধ রেখেছেন।

    এ বিষয়ে বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন জানান, আমদানি-রফতানি ও রাজস্ব আদায় নিয়ন্ত্রণ করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর থেকে বিজিবি‘কে এমন কোন নির্দেশ দেওয়া হয়নি। তারপরও তারা চেকপোস্ট কাস্টমসের উইনিং স্কেলে আমদানিকৃত পণ্যের পরিমাপের দায়িত্ব পালন করছেন। এর প্রতিবাদে সিএন্ডএফ ব্যবসায়ীরা বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেস্টা চলছে।

  • মানসিক অসুস্থতার মিথ্যা সনদ দিলে জেল-জরিমানা

     মন্ত্রিসভা মানসিক রোগীর সম্পদের ওপর অধিকারসহ সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মানসিক স্বাস্থ্য অধিকার আইন-২০১৮’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

    সোমবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় একটি সময়োপযোগী আইন প্রণয়নের লক্ষ্যে এই খসড়া তৈরি হয়েছে।
    তিনি বলেন, ১৯১২ সালের এ সম্পর্কিত আইনকে হালনাগাদ করে আলোচ্য খসড়াটি প্রণীত হয়েছে। এতে মানসিক অসুস্থ ব্যক্তিকে অপরাধে জড়িত হওয়ার প্ররোচনা এবং নিবন্ধন ছাড়া মানসিক হাসপাতাল স্থাপন ও পরিচালনার দায়ে কঠোর শাস্তির বিধান রয়েছে। সরকার মানসিক অসুস্থতায় আক্রান্তদের সেবার সম্প্রসারণ, উন্নয়ন, নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য সকল কর্মকান্ড পরিচালনা করবে।
    সরকার মানসিক রোগীদের দীর্ঘমেয়াদে চিকিৎসা দেবে এবং সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার পাওয়া পথ সহজতর করতে মানসিক স্বাস্থ্য পর্যালোচনা কমিটি গঠন করবে। এতে বেসরকারি খাতে হাসপাতাল ও ইনস্টিটিউট স্থাপনের বিধানও রয়েছে।
    খসড়ায় মানসিক অসুস্থতা নিয়ে মিথ্যা সনদ দিলে ৩ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে। মানসিক অসুস্থ ব্যক্তির চিকিৎসা ও ব্যবস্থাপনা ও তাদের সম্পত্তির তালিকা প্রণয়নে অবহেলা বা এ সম্পর্কিত আদালতের কোন আইনের মান্যতায় ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট অভিভাবক ও ম্যানেজারের ৫ লাখ টাকা জরিমানা বা ৩ বছরের কারাদন্ডের বিধান রয়েছে খসড়ায়।
    সভায় জাতীয় ডিজিটাল কমার্স পলিসি-২০১৮’র অনুমোদন দেয়া হয়। জিয়াউল আলম বলেন, ক্রমবর্ধনশীল আইসিটি ভিত্তিক বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে এ অনুমোদন দেয়া হয়। এ আইনের আওতায় ই-লেনদেন সম্পর্কিত বিভ্রান্তি নিরসনে প্রচারণার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয় একটি সেল গঠন করবে।
    বৈঠকের শুরুতে বিশ্বকাপ টি-২০ ক্রিকেটের চূড়ান্ত আসরে স্থান করে নেয়ার জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।
    বৈঠকে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের বড় বোন সায়মা হকের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
    মন্ত্রিসভা বিদায়ী অর্থ সচিব মুসলিম চৌধুরীকে ধন্যবাদ জানায়। তাকে ৪ বছরের জন্য কম্পট্রোলার ও অডিটর জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে বলে জানান জিয়াউল আলম।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

     

     

     

     

     

  • গোল্ডেন বল জিতেছেন মডরিচ

    ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়ার পরও চলতি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার জিতেছেন লুকা মডরিচ। যিনি সাত ম্যাচ থেকে করেছেন ৪ গোল। এছাড়া বেলজিয়ামের এডেন হ্যাজার্ড দ্বিতীয় ও চ্যাম্পিয়ন ফ্রান্সের অ্যান্টনি গ্রিজম্যান তৃতীয় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

    ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন মডরিচ। চার মিলিয়ন জনসংখ্যার এই দেশ দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রথম রাউন্ডে ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়া। এছাড়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে দলটি প্রিথমবারের মতো ফাইনালের টিকিট পায়।

    তবে ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। সেই সুবাদে ফ্রান্স দুই দশক পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয়।

  • গোল্ডেন বুট জিতলেন হ্যারি কেইন

    ৬ গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।

    ফাইনাল শুরুর আগে গ্রিজম্যান এবং এমবাপে ৩ গোল করে কেইনের ৬ গোলকে স্পর্শ করার লক্ষ্যে ছিলেন। কিন্তু ফাইনালের মঞ্চে দুইজনেই মাত্র ১টি করে গোল করতে পারলে গোল্ডেন বুটটি নিজের করে নেন হ্যারি কেইন।

    বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিল হ্যারি কেইন। তার বাকি পাঁচটি গোলের তিনটিই এসেছে পানামার বিপক্ষে এবং অপর দুটি এসেছে তিউনিসিয়ার বিপক্ষে। বিশ্বকাপে ৬ গোলের ভেতর তিনটিই করেছেন পেনাল্টি থেকে।

    ৬ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার মাধ্যমে সাবেক ইংলিশ কিংবদন্তী গ্যারি লিনেকারকে স্পর্শ করলেন কেইন। ১৯৮৬ বিশ্বকাপে লিনেকার ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন।

    ১৯৫৮ বিশ্বকাপে ১৩ গোল করে এখন পর্যন্ত এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের জাস্ট ফন্তেইন। ১৯৫৪ বিশ্বকাপে ১১ গোল করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন হাঙ্গেরির ককসিস। ১৯৭০ বিশ্বকাপে গার্ড মুলার করেছিলেন ১০ গোল।

  • সাতক্ষীরার ৪টি থানায় ওসি রদবদল

     

     

    নিজস্ব প্রতিবেদক: একযোগে সাতক্ষীরা সদর, আশাশুনি, কলারোয়া, দেবহাটা ও শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জদের (ওসি) বদলি করা হয়েছে। সোমবার প্রত্যেক থানায় বদলিকৃত ওসিরা দায়িত্ব বুঝে নেন।
    এদিন দুপুরে সাতক্ষীরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাফিজুর রহমান। তিনি আশাশুনি থানায় দায়িত্বরত ছিলেন। অন্যদিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি মারুফ আহম্মেদ যোগদান করেছেন কলারোয়া থানায়। কলারোয়া থানা পুলিশের ওসি বিপ্লব কুমার নাথ যোগদান করেছেন আশাশুনি থানায়, শ্যামনগর থানা পুলিশের ওসি সৈয়দ আব্দুল মান্নান যোগদান করছেন দেবহাটা থানায়।
    দেবহাটা থানা পুলিশের ওসি কাজী কামাল হোসেন সাতক্ষীরা পুলিশ লাইনে ওআর পদে যোগদান করবেন। শ্যামনগর থানায় ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউর রহমান দায়িত্ব পালন করবেন।

  • কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বর্ষাকালীন পিকনিক অনুষ্ঠিত


    |
     কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বর্ষাকালীন পিকনিক রবিবার রাতে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিশ^কাপের ফাইনাল খেলা একত্রে উপভোগ করার পাশাপাশি সাংবাদিকবৃন্দ নিজস্ব উদ্যোগে রান্নার মধ্য দিয়ে পিকনিক অনুষ্ঠিত হওয়ায় এক উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সার্বিক ব্যবস্থাপনায় পিকনিকে অংশগ্রহণ করেন সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য শেখ শাওন আহম্মেদ সোহাগ, সাংবাদিক অসীত সেন, বরুণ ঘোষ, সঞ্জয় কুমার ঘোষ, শেখ ফারুক হোসেন, প্রসেনজিৎ ঘোষ প্রমুখ।

  • শ্যামনগরে বজ্রপাতে নিহত পরিবারের মধ্যে ২০ হাজার টাকার চেক বিতরণ


     শ্যামনগর প্রতিনিধি: সোমবার বিকালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গত ৮ জুন উপজেলার কৈখালী গ্রামে বজ্রপাতে নিহত পরিবারের মধ্যে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সেলিম খাঁন, সাংবাদিক রনজিৎ বর্মন প্রমুখ।
  • শ্যামনগরে শ্রেণি কক্ষ সংস্কার ও টিফিন কর্মসূচির চেক বিতরণ


     শ্যামনগর প্রতিনিধি: সোমবার বিকালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাব-বাংলাদেশের আয়োজনে তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংস্কার ও শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের টিফিন কর্মসূচির জন্য মোট ২ লক্ষ ২১হাজার ৭শত সাইত্রিশ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংস্কার বাবদ ১ লক্ষ ৭২ হাজার ৮শত টাকা ও শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের টিফিন কর্মসূচির জন্য ৪৮ হাজার ৯শত সাইত্রিশ টাকা।
    চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এসএম মহসীন উল মুলক, উপজেলা শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াসিম উদ্দিন, আজহারুল ইসলাম, সোহাগ হোসেন, তপন কুমার দেবনাথ, মির্জা মিজানুর আলম, সোহাগ আলম, ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ অলিম খাঁন, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ^াস, শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বাউলিয়া, জোয়ারের নির্বাহী পরিচালক আব্দুর রহমান আকাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রনজিৎ বর্মন।

  • আংটি আটকে গেলে করণীয়

    লাইফস্টাইল ডেস্ক: দীর্ঘসময় আঙুলে আংটি পরে থাকার কারণে সেটি আটকে যেতে পারে। ভয় পেয়ে যাওয়ার কারণ নেই। মাথা ঠাণ্ডা রেখে কয়েকটি উপায় অবলম্বন করে খুব সহজেই খুলে আনেত পারেন আঙুলের আংটি।
    ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখুন হাত

    আংটির আশেপাশে খানিকটা লিকুইড ডিস সোপ ঢেলে দিন। আংটি ঘুরিয়ে নিন বারকয়েক যেন ভেতরে প্রবেশ করতে পারে সোপ। ধীরে ধীরে উপরের দিকে টেনে খুলে ফেলুন।
    একইভাবে বডি লোশনের সাহায্যেও খুলে আনতে পারেন আটকে যাওয়া আংটি।
    লিকুইড ডিশ সোপ

    ডেন্টাল ফ্লস বা সুতার সাহায্যে খুলতে পারেন হাতের আংটি। সুতা আংটির নিচ দিয়ে প্রবেশ করিয়ে গিঁট দিয়ে নিন। ধীরে ধীরে উপরের দিকে টেনে খুলে ফেলুন।
    একটি বাটিতে ঠাণ্ডা পানি নিন। পানিতে কয়েকটি বরফের টুকরা ছেড়ে দিন। আংটিসহ হাত ডুবিয়ে রাখুন পানিতে। যতক্ষণ সহ্য করা সম্ভব হয় ততক্ষণই ডুবিয়ে রাখুন হাত। হাত বের করে আংটি ধীরে ধীরে উপরের দিকে টানুন। খুলে আসবে।

  • যেভাবে দূর করবেন লোমকূপের গোড়ার ময়লা

    লাইফস্টাইল ডেস্ক: অযত্নে ও ধুলাবালি জমে লোমকূপ আটকে যায়। এতে কালচে দেখায় ত্বক। এ সমস্যা থেকে মুক্তি পেতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। লোমকূপ আটকে ব্ল্যাকহেডসের জন্ম হয়। এছাড়া ব্রণেরও অন্যতম কারণ এটি। অনেক সময় লোমকূপ বড় হয়ে যায়। ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারেন লোমকূপে জমে থাকা ময়লা।

    পেঁপে ও মিষ্টি কুমড়া
    ২ টেবিল চামচ মিষ্টি কুমড়া বাটার সঙ্গে আধা কাপ পাকা পেঁপে বাটা মেশান। ২ চা চামচ কফি পাউডার ও ১ চা চামচ জোজোবা অয়েল মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
    মধু
    আধা কাপ অপরিশোধিত মধুর সঙ্গে ৩ টেবিল চামচ কমলার রস মেশান। ১ চা চামচ মোটা দানার লবণ মিশিয়ে নিন। এবার ফেসপ্যাকটি ঘষে ঘষে লাগান ত্বকে। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    প্রাকৃতিক উপাদানের সাহায্যে যত্ন নিতে পারেন ত্বকের
    গ্রিন টি
    ১ টেবিল চামচ গ্রিন টি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ চিনি মেশান। মিশ্রণটি ত্বকে ২ মিনিট ম্যাসাজ করুন। ধীরে ধীরে করবেন ম্যাসাজ। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
    দারুচিনি ও অ্যালোভেরা
    ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১/৪ কাপ অ্যালোভেরা জেল মেশান। মিশ্রণটি চক্রাকারে ম্যাসাজ করুন ত্বকে। ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
    হলুদ
    ১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ নারকেল তেল মেশান। মিশ্রণটি ত্বকে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ফেসওয়াশের সাহায্যে ধুয়ে ফেলুন।

    তথ্য: রিডার্স ডাইজেস্ট

  • জেনে নিন ত্বকের বলিরেখা দূর করার উপায়

    লাইফস্টাইল ডেস্ক: ত্রিশ পেরোতে না পেরোতেই টানটান ত্বকে ভাটা পড়ে আজকাল। দূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতিসহ বেশ কিছু কারণে আগেভাগেই ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। কেবল মুখের ত্বক নয়, শরীরের ত্বকেও দেখা দেয় বলিরেখা। ঘরোয়া একটি পদ্ধতি অনুসরণ করলে ত্বকে বলিরেখা পড়বে না সহজে।

    ৩/৪টি গোলাপের পাপড়ি খুলে নিন। একটি মাটির পাত্রে আধা লিটার পানি দিন চুলায়। পানির মধ্যে ফুলের পাপড়িগুলো দিয়ে দিন। মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পানির রং লাল হয়ে গেলে ১ টেবিল চামচ লেবুর খোসা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিন। পুরোপুরি ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। ঠাণ্ডা হলে ছেঁকে নিন। কয়েক ফোঁটা রোজ এসেন্সিয়াল অয়েল মিশিয়ে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন মিশ্রণটি। ৩ থেকে ৪ দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে।

    প্রতিদিন গোসলের পর মিশ্রণে তুলা ভিজিয়ে সারা শরীরে ও মুখে মেখে নিন। ভালো করে শুকিয়ে গেলে তবেই পোশাক পরুন। রাতে ঘুমতে যাওয়ার আগে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিয়ে একইভাবে ব্যবহার করতে পারেন গোলাপজলের মিশ্রণটি।
    গোলাপ ও গোলাপের তেলে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, লেবু থেকে পাওয়া যায় ভিটামিন সি। এসব উপাদান বলিরেখা থেকে দূরে থাকতে সাহায্য করে। নিয়মিত এই মিশ্রণটি ব্যবহার করলে ত্বকে ফিরবে তারুণ্য।

  • টবে পালং শাক চাষের উপায়

    লাইফস্টাইল ডেস্ক: রান্নার আগে তাজা শাক যদি তুলে নিতে পারেন বারান্দা কিংবা ছাদ থেকে, তবে কেমন হয়? খুব সহজেই ছড়ানো পাত্র কিংবা পলিব্যাগের মাটিতে চাষ করতে পারেন পালং শাক। জেনে নিন কীভাবে।

    ৬০ ভাগ সাধারণ মাটির সঙ্গে ৪০ ভাগ জৈব সার মিশিয়ে তৈরি করুন মাটি। একটি প্লাস্টিকের ছড়ানো গামলা নিন। নিচে কয়েকটি ছিদ্র করে পাথরের কুচি দিয়ে ঢেকে দিন। এবার সারমিশ্রিত মাটি ভরুন গামলায়। পানি দিন।

    পালং শাকের এক মুঠো বীজ নিয়ে ছড়িয়ে দিন ভেজা মাটির উপর। উপরে সার মিশ্রিত মাটির লেয়ার দিয়ে দিন। ঝাঁঝরি দিয়ে আরও খানিকটা পানি দিন। সরাসরি রোদে রেখে দিন গামলা।

    তবে মাটি যেন একদম শুকিয়ে না যায়। নিয়মিত পানি দেবেন। ৮ দিন পর ছোট ছোট গাছে ভরে যাবে গামলা। এ সময় একদম কড়া রোদে না রেখে সামান্য রোদ পড়ে এমন স্থানে রাখুন। অথবা কিছুক্ষণ পর রোদ থেকে সরিয়ে ফেলতে পারেন। নিয়মিত পানি দেওয়া ভীষণ জরুরি। তবে পানি যেন অতিরিক্ত না হয়ে যায় সেদিকে লক্ষ রাখবেন।

    ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই শাক তুলে খেতে পারবেন। যদি একই পাত্রে আবারও শাকের ফলন চান, তবে গোড়া থেকে ছুরির সাহায্যে শাক কেটে নিন। কান্ড থেকে আবার গজাবে নতুন শাকের পাতা। শাক তুলে নতুন করে জৈব সার দিতে হবে নতুন ফলনের জন্য। গোবর কিংবা পাতার সার দিতে পারেন। সার দিয়ে পানি দিন। কিছুদিনের মধ্যেই নতুন শাক পাতা মাথা তুলবে।

  • যেভাবে বানাবেন ক্রিম জাম মিষ্টি

    লাইফস্টাইল ডেস্ক: ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার ক্রিম জাম মিষ্টি। এই মিষ্টিতে একই সঙ্গে পাওয়া যায় কালোজাম ও ক্রিম বা মালাইয়ের স্বাদ। জেনে নিন রেসিপি।
    ক্রিম জাম মিষ্টি
    উপকরণ
    সুজি- ২ টেবিল চামচ
    গুঁড়া দুধ- ২ কাপ
    ময়দা- ১/৩ কাপ
    লবণ- ১ চিমটি
    বেকিং পাউডার- ১ চা চামচ
    ঘি- ১ টেবিল চামচ
    ফুড কালার- ২ ফোঁটা (ঐচ্ছিক)
    তরল দুধ- ৩/৪ কাপ
    তেল- প্রয়োজন মতো
    সিরা তৈরি উপকরণ
    চিনি- ২ কাপ
    এলাচ- কয়েকটি
    পানি- সাড়ে ৩ কাপ
    লেবুর রস- ১০ ফোঁটা
    মালাই তৈরির উপকরণ
    গুঁড়া দুধ- ১ কাপ
    চিনি- ১/৩ কাপ
    তরল দুধ- ১/৩ কাপ
    ঘি- ১ টেবিল চামচ
    প্রস্তুত প্রণালি
    সুজি ২ টেবিল চামচ পানি দিয়ে গুলে রেখে দিন ১০ মিনিটের জন্য। সুজি ভাজার দরকার নেই। আরেকটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা ও বেকিং পাউডার দিন। লবণ, ফুড কালার ও ভিজিয়ে রাখা সুজি দিন। ঘি দিয়ে মেখে নিন মিশ্রণ। একটু একটু করে তরল দুধ দিয়ে মিশ্রণটি মেখে ডো বানিয়ে নিন। ডো যেন খুব বেশি শক্ত না হয়। ডো একটু আঠালো হতে হবে। প্রয়োজন হলে আরও দুধ মেশাতে পারেন। বাটির উপর পাতলা প্লাস্টিক আটকে ৬ মিনিট রেখে দিন ডো। ৬ মিনিট পর হাতে সামান্য ঘি মেখে ছোট একটি অংশ ডো থেকে নিয়ে গোল করুন, তারপর মিষ্টির আকৃতি করুন। মিষ্টিতে যেন কোনও ফাটল না থাকে। ফাটল থাকলে ভাজার সময় ভেঙ্গে যাবে মিষ্টি। মিষ্টির আকৃতিও খুব বেশি বড় করবেন না। কারণ সিরায় ডোবানোর পর এটি ফুলে দ্বিগুণ হয়ে যাবে।
    অল্প আঁচে প্যানে তেল গরম করুন। কুসুম গরম তেলে মিষ্টি ছেড়ে দিন। তেল যেন অতিরিক্ত গরম না থাকে। ডুবো তেলে ভাজতে হবে মিষ্টি। মিষ্টি ছাড়ার দুই এক মিনিটের মধ্যেই উল্টে দিতে হবে। ৪/৫ মিনিট পর মিষ্টিগুলো ফুলে ভেসে উঠবে। উল্টেপাল্টে ১২ থেকে ১৩ মিনিট ভাজার পর চুলার আঁচ সামান্য বাড়িয়ে সঠিক রং আসা পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে মিষ্টি উঠিয়ে নিন।
    সিরা তৈরি জন্য সব উপকরণ চুলায় দিয়ে জ্বাল করুন। বেশি ঘন করার দরকার নাই। একটি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। বলক আসলে কুসুম গরম মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিন। ঢাকনায় কোনও ছিদ্র থাকলে বন্ধ করে দিন। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ১০ মিনিট পর চুলা বন্ধ করে ঠাণ্ডা করে নিন মিষ্টি। ঠাণ্ডা হলে তারপর ঢাকনা খুলুন।
    চুলায় একটি প্যানে মালাই তৈরির সব উপকরণ দিয়ে জ্বাল দিতে থাকুন। ঘনঘন নাড়তে হবে। তরল ভাব কমে ক্রিমি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন। পাইপিং ব্যাগে বা প্লাস্টিকের ব্যাগে ক্রিম নিন। মিষ্টি মাঝখান থেকে চিরে প্রয়োজন মতো ক্রিম ঢুকিয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার ক্রিম জাম মিষ্টি!

  • ঔষুধি গুণে ভরা থানকুনি পাতা

    স্বাস্থ্য ডেস্ক: থানকুনি পাতা একটি ভেষজ উদ্ভিদ। এটি আয়ুর্বেদিক, প্রাচীন আফ্রিকীয়, চৈনিকসহ অনেক দেশের চিকিৎসাবিদ্যায় বহুল ব্যবহৃত হয়। বাংলাদেশ, ভারত, সিংহল, উত্তর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি এবং এশিয়ার অন্যান্য প্রান্তে এই উদ্ভিদ পাওয়া যায়। প্রাচীনকাল থেকে বাংলাদেশেও ঔষুধি হিসেবে এ পাতা ব্যবহৃত হয়ে আসছে।

    থানকুনি পাতার অনেক ঔষুধি গুণ রয়েছে-

    পেটের অসুখে থানকুনির ব্যবহার: পেটের রোগে যারা নিয়মিত ভোগেন, তারা রোজ থানকুনি পাতা খান। সকালে খালি পেটে কয়েকটা থানকুনি পাতা চিবিয়ে খেলে ভালো ফল পাবেন।

    মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী: কেবল পেটের ব্যথা ছাড়াও আলসার এবং বিভিন্ন চর্মরোগ থানকুনি দ্বারা নিরাময় করা সম্ভব। ত্বকের উজ্জলতা এবং নতুন চুল গজাতে এর জুড়ি নেই।

    ত্বক ও চুলের যত্নে: ত্বকের জেল্লা বাড়াতে থানকুনি পাতার রস খুবই ফলদায়ক। থানকুনি পাতা চামড়া মসৃণ করে এবং ক্ষতিগ্রস্ত কোষকে পুনর্গঠনে সাহায্য করে। চুল পড়া রোধ করে থানকুনি পাতা।

    স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে: স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে থানকুনি পাতা বেশ কার‌্যকরী। এছাড়া আধা কেজি দুধে ১ পোয়া মিশ্রি ও আধা পোয়া থানকুনির পাতার রস একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন। এক সপ্তাহ খেলে পেটের গ্যাস্টিকের সমস্যা দূর হবে।

    সহজে সহায়ক: বেগুন/পেপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুঁকতা রান্না করে প্রতিদিন এক মাস খান। এতে হজম শক্তি বৃদ্ধি পাবে।

    এছাড়াও সর্দি ও আমাশয়ের চিকিৎসায়ও থানকুনি পাতা বেশ কার‌্যকরী।

  • ওয়ানডেতে চোখ সাকিবের

    ক্রীড়া ডেস্ক: উইন্ডিজে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হলো বাংলাদেশকে। কিন্তু হতাশা নিয়ে বসে থাকার সময় নেই তাদের সামনে। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জ্যামাইকা টেস্ট ৩ দিনে শেষ হওয়ায় প্রথম ওয়ানডের আগে এক সপ্তাহ সময় পাচ্ছেন সাকিব আল হাসানরা। এই সময় কাজে লাগিয়ে দুই টেস্টের ভুলগুলো শুধরে নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে ভালো কিছু করতে চায় বাংলাদেশ।

    শনিবার হোয়াইটওয়াশ হওয়ার পর সাকিব জানালেন তার হতাশার কথা। তবে আশার আলোও দেখালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘টেস্ট সিরিজে যেমনটা চেয়েছিলাম, তেমন করে খেলতে পারিনি আমরা। এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের দিকে তাকিয়ে আমরা। কারণ সম্প্রতি ওয়ানডেতে আমরা ভালো করছি। তাই এ সিরিজ নিয়ে আমি আশাবাদী।’

    প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ১৬৬ রানে হেরেছে সফরকারীরা। সিরিজে খুব কঠিন সময় পার করতে হয়েছে স্বীকার করলেন সাকিব, ‘টেস্ট সিরিজ হতাশায় কেটেছে। আমরা জানতাম এই সিরিজ আমাদের জন্য কঠিন হবে। তবে এতটা কঠিন হবে ভাবতে পারিনি। বেশ কিছু জায়গা নিয়ে কাজ করতে হবে আমাদের।’

    বিশেষ করে ব্যাটিং নিয়ে হতাশা লুকালেন না সাকিব, ‘ব্যাটিংয়ে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। সবাই হতাশ করেছে। তবে বোলারদের পারফরম্যান্স, বিশেষ করে স্পিনাররা ছিল অসাধারণ।’

    অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর সাকিবের লক্ষ্য ছিল বিদেশের মাটিতে উন্নতির স্বাক্ষর রাখা। শুরুটা বাজে হলেও আশাবাদী বাঁহাতি অলরাউন্ডার, ‘আমরা ১৮ বছর ধরে টেস্ট খেলছি। কিন্তু দেশের বাইরে খুব একটা ভালো কখনোই করিনি। অনেক জায়গা আছে কাজ করার। কোচিং স্টাফ, বোর্ড, সিনিয়র ক্রিকেটার, সবাইকে সেসব জায়গায় কাজ করতে হবে।’

    আগামী ২২ জুলাই ওয়ানডে সিরিজের আগে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ভাইস চ্যান্সেলর’স একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ দল। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।ওেওও
    এখন ওয়ানডের দিকে তাকিয়ে সাকিব
    বাংলা ট্রিবিউন রিপোর্ট
    প্রকাশিত: ১৯:৩০, জুলাই ১৫, ২০১৮ |সর্বশেষ আপডেট: ১৯:৪১, জুলাই ১৫, ২০১৮ 220

    ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হলো বাংলাদেশকে। কিন্তু হতাশা নিয়ে বসে থাকার সময় নেই তাদের সামনে। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জ্যামাইকা টেস্ট ৩ দিনে শেষ হওয়ায় প্রথম ওয়ানডের আগে এক সপ্তাহ সময় পাচ্ছেন সাকিব আল হাসানরা। এই সময় কাজে লাগিয়ে দুই টেস্টের ভুলগুলো শুধরে নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে ভালো কিছু করতে চায় বাংলাদেশ।

    শনিবার হোয়াইটওয়াশ হওয়ার পর সাকিব জানালেন তার হতাশার কথা। তবে আশার আলোও দেখালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘টেস্ট সিরিজে যেমনটা চেয়েছিলাম, তেমন করে খেলতে পারিনি আমরা। এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের দিকে তাকিয়ে আমরা। কারণ সম্প্রতি ওয়ানডেতে আমরা ভালো করছি। তাই এ সিরিজ নিয়ে আমি আশাবাদী।’

    প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ১৬৬ রানে হেরেছে সফরকারীরা। সিরিজে খুব কঠিন সময় পার করতে হয়েছে স্বীকার করলেন সাকিব, ‘টেস্ট সিরিজ হতাশায় কেটেছে। আমরা জানতাম এই সিরিজ আমাদের জন্য কঠিন হবে। তবে এতটা কঠিন হবে ভাবতে পারিনি। বেশ কিছু জায়গা নিয়ে কাজ করতে হবে আমাদের।’

    বিশেষ করে ব্যাটিং নিয়ে হতাশা লুকালেন না সাকিব, ‘ব্যাটিংয়ে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। সবাই হতাশ করেছে। তবে বোলারদের পারফরম্যান্স, বিশেষ করে স্পিনাররা ছিল অসাধারণ।’

    অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর সাকিবের লক্ষ্য ছিল বিদেশের মাটিতে উন্নতির স্বাক্ষর রাখা। শুরুটা বাজে হলেও আশাবাদী বাঁহাতি অলরাউন্ডার, ‘আমরা ১৮ বছর ধরে টেস্ট খেলছি। কিন্তু দেশের বাইরে খুব একটা ভালো কখনোই করিনি। অনেক জায়গা আছে কাজ করার। কোচিং স্টাফ, বোর্ড, সিনিয়র ক্রিকেটার, সবাইকে সেসব জায়গায় কাজ করতে হবে।’

    আগামী ২২ জুলাই ওয়ানডে সিরিজের আগে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ভাইস চ্যান্সেলর’স একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ দল। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

  • সাম্পাওলিকে বিদায় জানালো আর্জেন্টিনা!

    ক্রীড়া ডেস্ক: দিন কয়েক ধরেই ফিসফাস—হোর্হে সাম্পাওলিকে আর কোচ হিসেবে রাখবে না আর্জেন্টিনা। অবশেষে এলো চূড়ান্ত ঘোষণা। কোচের পদ থেকে তাকে ছাঁটাই করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

    এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, ‘দুই পক্ষের সমঝোতায় বাতিল করা হয়েছে সাম্পাওলির চুক্তি। যাতে তার সঙ্গে থাকা ফিজিও, ভিডিও অ্যানালিস্ট ও সহকারী কোচেরও চুক্তি বাতিল হয়েছে।’ একই সঙ্গে সংস্থাটি আর্জেন্টাইন ফুটবলের ‘উন্নতি’র পথে অবদান রাখার জন্য ধন্যবাদও জানিয়েছে বিদায়ী এই কোচকে।

    রাশিয়া বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। যদিও আর্জেন্টাইন মিডিয়ার খবর ছিল, যুব দলের দায়িত্ব নিতে রাজি নন সাম্পাওলি। তাই এএফএ প্রধান ক্লাউদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে বসেন ৫৮ বছর বয়সী এ কোচ। তারপর থেকেই জোরালো গুঞ্জন ওঠে সাম্পাওলি আর থাকছেন না লিওনেল মেসিদের কোচের ভূমিকায়।

    ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও মাত্র ১৪ মাসের মাথায় আর্জেন্টাইন ফুটবলে শেষ হয়ে গেল সাম্পাওলি অধ্যায়। এজন্য অবশ্য এএফএকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। গোল ডটকমের খবর, ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে তাকে।

    অনেক প্রত্যাশা নিয়ে ২০১৭ সালের মে মাসে সেভিয়া থেকে নিয়ে আসা হয়েছিল সাম্পাওলিকে। স্প্যানিশ ক্লাবটি থেকেও তাকে আনতে মোটা অঙ্কের অর্থ দিতে হয়েছে। যদিও প্রত্যাশাটা একেবারে পূরণ করতে পারেননি চিলির কোপা আমেরিকা জয়ী সাবেক কোচ।

    লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ দিনে রাশিয়ার মূল পর্ব নিশ্চিত করলেও তার ট্যাকটিকস নিয়ে বরাবরই জন্মেছে প্রশ্ন। বিশ্বকাপে এসে সেই ধারণা আরও জোরদার হয়। এমনকি গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ম্যাচের পর তার বিরুদ্ধে খেলোয়াড়দের বিদ্রোহের খবর শোনা গেছে। বাজে পারফরম্যান্সের পরও গ্রুপ পেরিয়ে যায় তারা। কিন্তু নকআউটের প্রথম ম্যাচে আবার বিবর্ণ আর্জেন্টিনা। তখনই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল সাম্পাওলির থাকা না থাকার সিদ্ধান্ত। যার চূড়ান্ত ঘোষণা এলো রবিবার রাতে।

    সাম্পাওলির অধীনে আর্জেন্টিনা খেলেছে ১৫ ম্যাচ, যেখানে ৭ জয়ের সঙ্গে ৪টি করে ড্র ও হারের তিক্ত অভিজ্ঞতা হয় দলটির। গোল