মশাল ডেস্ক: সাহিত্যে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক স্যার ভিএস নাইপল আর নেই। শনিবার তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছেন তার স্ত্রী লেডি নাইপল। ৮৫ বছর বয়সে লন্ডনে নিজ বাড়িতে মৃত্যু হয় ত্রিনিদাদে জন্মগ্রহণকারী এই লেখকের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
স্যার ভিএস নাইপল
লেডি নাইপল জানান, যাদের সঙ্গে তিনি জীবন কাটাতে ভালোবাসতেন মৃত্যুর সময়ে তারা তার পাশে ছিলেন। নাইপলকে ‘যা কিছু অর্জন করেছেন সেগুলোতেই মহান’ ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। ৩০টিরও বেশি বইয়ের লেখক নাইপল ১৯৭১ সালে বুকার প্রাইজ লাভ করেন আর ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। স্যার ভিদিয়া নামে পরিচিত এই ঔপন্যাসিক ২০১৬ সালে ঢাকা লিট ফেস্টে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। তার জন্ম ১৯৩২ সালে ত্রিনিদাদে। ‘এ বেন্ড ইন দ্য রিভার’ ও ‘এ হাউস ফর মি. বিশ্বাস’ তার সর্বাধিক পঠিত বই।
বিবিসি জানায়, নাইপলের মৃত্যুতে তার অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাচ্ছেন। মেইল অ্যান্ড সানডে সম্পাদক ও স্যার ভিদিয়ার বন্ধু জিওরডি গ্রেইগ বলেছেন, তার মৃত্যুতে ব্রিটেনের সাহিত্য ঐতিহ্যে শূন্যতা তৈরি করবে। তবে তার বইগুলো বেঁচে থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
লেখক আনন্দ গিরিধারাদাস বলেছেন, তিনি তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। আরেক লেখক জিত হিম তাকে শক্তিশালী ঔপন্যাসিক আখ্যা দিয়েছেন। লেখক প্যাট্রিস ইওরসিক তাকে ক্যারিবিয় সাহিত্যের টাইটান আখ্যা দিয়েছেন।
এক অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নাইপলের মতো অন্য কেউ তাকে এতো পড়তে উৎসাহিত করেননি। আরেক অনুরাগী টুইটারে লিখেছেন নাইপলের ‘এ হাউস ফর মি. বিশ্বাস’ ৩০ বছরেরও বেশি সময় ধরে স্মৃতিতে রয়ে গেছে।
ছোটবেলায় বাবার কাছ থেকে সেক্সপিয়ার-এর ডিকেন্স পড়েছেন নাইপল। হিন্দু পরিবারে জন্ম নেওয়া এই লেখক ত্রিনিদাদের কুইনস রয়েল কলেজে পড়ালেখার সুযোগ পান। ১৯৫০ সালে পছন্দের যেকোনও কোনও কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে পড়ার বৃত্তি পেলে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওই সময়েই তিনি ব্রিটেন চলে আসেন। ছাত্রাবস্থায় হতাশায় ভুগে আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি।
১৯৫১ সালে তার প্রথম বই ‘দ্য মিসটিক মাসিউর’ প্রকাশিত হয়। তার প্রায় এক দশক পর প্রকাশিত হয় তার সবচেয়ে বহুল প্রচারিত বই ‘এ হাউস ফর মি. বিশ্বাস’। তিন বছরেরও বেশি সময় লেগেছিল তার এই বইটি লিখতে।
নোবেল কমিটি নাইপলকে আধুনিক দার্শনিক আখ্যা দেন। ১৯৯৬ সালে তার প্রথম স্ত্রী প্যাট্রিসিয়া হেল মারা গেলে পরে তিনি পাকিস্তানি সাংবাদিক নাদিরাকে বিয়ে করেন।
২০১৬ সালে বাংলা একাডেমিতে আয়োজিত তিনদিনের ঢাকা লিট ফেস্টের উদ্বোধন করতে এসেছিলেন ভিএস নাইপল। ওই বছরের ১৭ নভেম্বরের উদ্বোধনী দিনে নাইপলের ওপর নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘দ্য স্ট্রেঞ্জ লাক অব নাইপল’ দেখানো হয়। উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় ‘দ্য রাইটার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আলোচনা সেশনে অংশ নেন তিনি। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সেখানে প্রাণবন্ত আলোচনা করেছিলেন তিনি। লিট ফেস্ট শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখিও দেখতে গিয়েছিলেন তিনি।

সিসিকের মোট ১৩৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।
ঢাকা ব্যুরো : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ঢাকায় আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছি আমরা। দোষীদের কঠিন সাজা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সাংবাদিকদের দাবির সঙ্গে আমরা একমত। সুতরাং, আমরা দ্রুত নির্যাতনকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করব, সাজা দেব।’
ঢাকা ব্যুরো : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আগামী ১৬ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা।
বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। এ ছাড়া বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইসতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজে দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি কে এম শহীদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ প্রমুখ।
আ্তজর্জাতিক ডেস্ক : বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের কোনও চিন্তা নেই। শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে দেবে ভারত সরকার। কলকাতা জনসভা থেকে আশ্বাস দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দেশের স্বার্থে এনআরসি (নাগরিকপঞ্জি) তৈরি এবং ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের চিহ্নিতকরণ বন্ধ হবে না বলেও জানান তিনি। খবর আনন্দবাজারের।
এ দিকে এ দিন আবার গোটা রাজ্যে কালা দিবস পালন করছে তৃণমূল। কালো পতাকা নিয়ে, কালো ব্যাজ পরে পথে নামছেন তৃণমূল কর্মীরা। এনআরসি-র প্রতিবাদে বিভিন্ন এলাকায় পথসভা করে বিজেপি-কে তাঁরা ধিক্কার জানাতেই তৃণমূলের এই কর্মসূচি।
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে খনি কর্মীদের বহনকারী একটি বাসে আত্মঘাতি বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। শনিবার দালবান্দিনে এ ঘটনা ঘটে। খবর ডনের।
পুলিশ জানায় একটি তেলবাহী ট্রাক নিয়ে বাসের ওপর হামলা চালায় আত্মঘাতি। এলাকাটি ইরান সীমান্তের কাছে অবস্থিত।হামলায় ট্রাক ও বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়। আহতরা বর্তমানে দালদাবিনের আরব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা ব্যুরো : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয়। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি হলেও সরকার গৃহীত কোনো প্রকল্পের কাজ বন্ধ থাকবে না।
ঢাকা ব্যুরো : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি চলমান ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানোর ঘোষণা দেন।
ঢাকা ব্যুরো : স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে এই মুহুর্তে কিডনি বা ক্যান্সার মূল ঘাতক নয়, মূল ঘাতক হল সড়ক দুর্ঘটনা। দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৬ হাজার প্রাণহানির ঘটনা ঘটছে। যে পরিমাণ গাড়ি সড়কে আছে এর বিরাট অংশই ফিটনেসবিহীন গাড়ি। এছাড়া সড়কে চলাচলকারীরা ট্রাফিক আইন মানতে চায় না। সড়ক দুর্ঘটনা রোধে চালকের দক্ষতার যেমন প্রয়োজন আছে, তেমনি জনসচেতনতাও দরকার।
ঢাকা ব্যুরো : রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসকে ধাক্কা দিয়েছে নিউ ভিশন পরিবহনের একটি বাস। ওই বাসে তখন চালক ছিলেন না। বাসটি চালাচ্ছিলেন মানিক নামের এক হেলপার।
কুষ্টিয়া প্রতিনিধি : রোকনুজ্জামান ও মুনতা হেনা দুজনই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছিলেন। মেধাবী দুই শিক্ষার্থী ফলাফলের অপেক্ষায় ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ফ্রেডেরিকটন এলাকায় গোলাগুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার স্থানীয় সময় ভোরে একটি আবাসিক এলাকায় শুরু হয় গোলাগুলি। খবর কানাডার সিবিসি নিউজের।
ঢাকা ব্যুরো : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু হবে না এমন অবান্তর অভিযোগ তুলে এখন থেকেই বিএনপি ও তার দোসরারা নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
ঢাকা ব্যুরো : জলবিদ্যুতের ব্যাপারে নেপালের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়ায় গতি আনতে এই সমঝোতা হচ্ছে। এ বিষয়ে নেপাল সরকার ইতিবাচক সাড়া দিচ্ছে।