Blog

  • না ফেরার দেশে নোবেলজয়ী সাহিত্যিক স্যার ভিএস নাইপল

    না ফেরার দেশে নোবেলজয়ী সাহিত্যিক স্যার ভিএস নাইপল

    মশাল ডেস্ক: সাহিত্যে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক স্যার ভিএস নাইপল আর নেই। শনিবার তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছেন তার স্ত্রী লেডি নাইপল। ৮৫ বছর বয়সে লন্ডনে নিজ বাড়িতে মৃত্যু হয় ত্রিনিদাদে জন্মগ্রহণকারী এই লেখকের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

    স্যার ভিএস নাইপল

    লেডি নাইপল জানান, যাদের সঙ্গে তিনি জীবন কাটাতে ভালোবাসতেন মৃত্যুর সময়ে তারা তার পাশে ছিলেন। নাইপলকে ‘যা কিছু অর্জন করেছেন সেগুলোতেই মহান’ ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। ৩০টিরও বেশি বইয়ের লেখক নাইপল ১৯৭১ সালে বুকার প্রাইজ লাভ করেন আর ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। স্যার ভিদিয়া নামে পরিচিত এই ঔপন্যাসিক ২০১৬ সালে ঢাকা লিট ফেস্টে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। তার জন্ম ১৯৩২ সালে ত্রিনিদাদে। ‘এ বেন্ড ইন দ্য রিভার’ ও ‘এ হাউস ফর মি. বিশ্বাস’ তার সর্বাধিক পঠিত বই।

    বিবিসি জানায়, নাইপলের মৃত্যুতে তার অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাচ্ছেন। মেইল অ্যান্ড সানডে সম্পাদক ও স্যার ভিদিয়ার বন্ধু জিওরডি গ্রেইগ বলেছেন, তার মৃত্যুতে ব্রিটেনের সাহিত্য ঐতিহ্যে শূন্যতা তৈরি করবে। তবে তার বইগুলো বেঁচে থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

    লেখক আনন্দ গিরিধারাদাস বলেছেন, তিনি তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। আরেক লেখক জিত হিম তাকে শক্তিশালী ঔপন্যাসিক আখ্যা দিয়েছেন। লেখক প্যাট্রিস ইওরসিক তাকে ক্যারিবিয় সাহিত্যের টাইটান আখ্যা দিয়েছেন।

    এক অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নাইপলের মতো অন্য কেউ তাকে এতো পড়তে উৎসাহিত করেননি। আরেক অনুরাগী টুইটারে লিখেছেন নাইপলের ‘এ হাউস ফর মি. বিশ্বাস’ ৩০ বছরেরও বেশি সময় ধরে স্মৃতিতে রয়ে গেছে।

    ছোটবেলায় বাবার কাছ থেকে সেক্সপিয়ার-এর ডিকেন্স পড়েছেন নাইপল। হিন্দু পরিবারে জন্ম নেওয়া এই লেখক ত্রিনিদাদের কুইনস রয়েল কলেজে পড়ালেখার সুযোগ পান। ১৯৫০ সালে পছন্দের যেকোনও কোনও কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে পড়ার বৃত্তি পেলে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওই সময়েই তিনি ব্রিটেন চলে আসেন। ছাত্রাবস্থায় হতাশায় ভুগে আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি।

    ১৯৫১ সালে তার প্রথম বই ‘দ্য মিসটিক মাসিউর’ প্রকাশিত হয়। তার প্রায় এক দশক পর প্রকাশিত হয় তার সবচেয়ে বহুল প্রচারিত বই ‘এ হাউস ফর মি. বিশ্বাস’। তিন বছরেরও বেশি সময় লেগেছিল তার এই বইটি লিখতে।

    নোবেল কমিটি নাইপলকে আধুনিক দার্শনিক আখ্যা দেন। ১৯৯৬ সালে তার প্রথম স্ত্রী প্যাট্রিসিয়া হেল মারা গেলে পরে তিনি পাকিস্তানি সাংবাদিক নাদিরাকে বিয়ে করেন।

    ২০১৬ সালে বাংলা একাডেমিতে আয়োজিত তিনদিনের ঢাকা লিট ফেস্টের উদ্বোধন করতে এসেছিলেন ভিএস নাইপল। ওই বছরের ১৭ নভেম্বরের উদ্বোধনী দিনে নাইপলের ওপর নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘দ্য স্ট্রেঞ্জ লাক অব নাইপল’ দেখানো হয়। উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় ‘দ্য রাইটার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আলোচনা সেশনে অংশ নেন তিনি। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সেখানে প্রাণবন্ত আলোচনা করেছিলেন তিনি। লিট ফেস্ট শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখিও দেখতে গিয়েছিলেন তিনি।

  • ফের সিলেটের মেয়র হলেন আরিফ

    টানা দ্বিতীয়বারের মতো সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হলেন বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। স্থগিত দুটি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে শনিবার তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আরিফ ৬,২০১ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করেন।

    সিসিকের মোট ১৩৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।

    নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের মধ্যে হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফ ১,০৫৩ ভোট পেয়েছেন। কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।

    গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৪৯ ভোট। নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ১৭৩ ভোট।

    এর আগে ১৩২টি কেন্দ্রের ভোট শেষে হিসেব অনুযায়ী এ দুটি কেন্দ্রে ১৬২ ভোট পেলেই আরিফের বিজয় নিশ্চিত হতো।

    গত ৩০ জুলাই সিসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে নগরীর ২৪ নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় (নারী-পুরুষ) এবং ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (নারী-পুরুষ) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

    আর ১৩২টির ঘোষিত ফলাফল অনুযায়ী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

  • ঢাকায় আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছি : তথ্যমন্ত্রী

    ঢাকা ব্যুরো : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ঢাকায় আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছি আমরা। দোষীদের কঠিন সাজা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সাংবাদিকদের দাবির সঙ্গে আমরা একমত। সুতরাং, আমরা দ্রুত নির্যাতনকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করব, সাজা দেব।’

    আজ শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে ইনু বলেন, ছাত্রছাত্রীদের আন্দোলনকে বিএনপি-জামায়াত চক্ররা ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করতে ব্যর্থ হয়েছে। সেই জন্য তাদের গাত্রদাহ, তাদের মনের জ্বালা। ছাত্র আন্দোলনের দাবি সরকার বাস্তবায়ন করছে। সুতরাং, ছাত্রছাত্রীদের কাঁধে বন্দুক রেখে কোনো পরিস্থিতি ঘোলা করতে পারবে না।

    ইনু বলেন, ‘বিএনপি ও জামায়াত শোকের মাসে বঙ্গবন্ধুর ওপর আলোচনা করে না, তাঁকে একটু শ্রদ্ধা জানায় না, তাঁর প্রতি একটা সমবেদনা জানায় না। ওরা দিনেদুপুরে মিথ্যাচার করে, ইতিহাস ধামাচাপা দেয়।’

    অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নুর-ই-আলম সিদ্দিকী, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি আতাউর রহমানসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান ১৬ আগস্ট

    ঢাকা ব্যুরো : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আগামী ১৬ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা।
    আজ শনিবার সকালে এমন ঘোষণা দিয়েছেন তিনি। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে দায়িত্বরত অবস্থায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদের বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএফইউজে। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ), ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
    মোল্লা জালাল বলেন, আমরা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ওই দিন আমরা সমাবেশ করব। সমাবেশে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে। পরের দিন ১৬ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে। তার কার্যালয়ে সাংবাদিকরা অবস্থান করবে। দেখি ঠেকাতে পারেন কিনা।
    তিনি বলেন, দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় সাংবাদিক সমাজ বিক্ষোভে নেমেছে। আমাদের দাবি একটাই আমরা নিরাপত্তা চাই। সাংবাদিকরা রাষ্ট্রের জন্য কাজ করে। তাই রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
    তিনি আরো বলেন, তথ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আহত সাংবাদিকদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। সাংবাদিকদের দাবি হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
    বিএফইউজে মহাসচিব শাবান মাহামুদ বলেন, সাংবাদিকদের ওপর যে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, যারা নগ্ন হামলায় উল্লাস করে প্রশাসনের আড়ালে তারা নিজেদের নিরাপদে রেখেছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন দুর্বৃত্তদের গ্রেপ্তার করার। কিন্তু মন্ত্রী তা না করে উপহাস করে চলেছেন।
    সাংবাদিকদের কাজ করতে দিন, রাজপথে ঠেলে দিবেন না উল্লেখ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সভাপতি আবু জাফর সূর্য বলেন, দুর্বৃত্তরা চিহ্নিত হলে তাদের গ্রেপ্তার করেন। তিনি বলেন, সরকার সাংবাদিক হামলার বিষয়ে কোনো কাজ করে থাকলে তা দৃশ্যমান করুক।
    বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। এ ছাড়া বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইসতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজে দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি কে এম শহীদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ প্রমুখ।
    এছাড়া মানববন্ধন করেছেন ময়মনসিংহ, ঝিনাইদহ, বান্দরবান ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলার কর্মরত সাংবাদিকরা।

  • আসাম থেকে ফেরত যাবে শুধু মুসলিমরা: বিজেপি

    আ্তজর্জাতিক ডেস্ক : বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের কোনও চিন্তা নেই। শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে দেবে ভারত সরকার। কলকাতা জনসভা থেকে আশ্বাস দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দেশের স্বার্থে এনআরসি (নাগরিকপঞ্জি) তৈরি এবং ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের চিহ্নিতকরণ বন্ধ হবে না বলেও জানান তিনি। খবর আনন্দবাজারের।
    যুব জনতা মোর্চার সভায় অমিত শাহের বক্তৃতার পুরোভাগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এ রাজ্য থেকে মমতা সরকারকে উপড়ে ফেলার চ্যালেঞ্জ ঘোষণা করেন অমিত। একই সঙ্গে নাগরিক পঞ্জি নিয়ে মমতার বিদ্রোহকে চ্যালেঞ্জ ছুড়ে অমিত বললেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীদের এ দেশে নাগরিক করতে বিল আনবে কেন্দ্র, সেই বিল আইনে পরিণত করা হবে। কেউ ঠেকাতে পারবে না।
    এ দিকে এ দিন আবার গোটা রাজ্যে কালা দিবস পালন করছে তৃণমূল। কালো পতাকা নিয়ে, কালো ব্যাজ পরে পথে নামছেন তৃণমূল কর্মীরা। এনআরসি-র প্রতিবাদে বিভিন্ন এলাকায় পথসভা করে বিজেপি-কে তাঁরা ধিক্কার জানাতেই তৃণমূলের এই কর্মসূচি।

  • পাকিস্তানে আত্মঘাতি হামলায় চীনাসহ নিহত ৫

    আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে খনি কর্মীদের বহনকারী একটি বাসে আত্মঘাতি বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। শনিবার দালবান্দিনে এ ঘটনা ঘটে। খবর ডনের।
    এ ঘটনায় আরো তিন বিদেশিসহ ৫ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগ সায়েনদাক কপার-গোল্ড খনি প্রকল্পে কর্মরত ছিলেন। তাদের ফ্রনটিয়ার কনস্টালবুলারির অধীনে বিশেষ নিরাপত্তা দেয়া হতো।
    পুলিশ জানায় একটি তেলবাহী ট্রাক নিয়ে বাসের ওপর হামলা চালায় আত্মঘাতি। এলাকাটি ইরান সীমান্তের কাছে অবস্থিত।হামলায় ট্রাক ও বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়। আহতরা বর্তমানে দালদাবিনের আরব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • বিএনপি নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয় : ওবায়দুল কাদের

    ঢাকা ব্যুরো : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয়। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি হলেও সরকার গৃহীত কোনো প্রকল্পের কাজ বন্ধ থাকবে না।
    শনিবার সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
    সেতুমন্ত্রী বলেন, ‘বাড়ি দখলে রাখতে চেয়েছে, সেই ভুয়া ব্যারিস্টারের কথায় বাংলাদেশের তরুণরা বিভ্রান্ত হবে না। ৯ বছরের ৯ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। আন্দোলন করতে পারেনি। কোটার ওপর ভর করে থাকতে পারেনি, ছাত্রছাত্রীদের ওপর ভর করে থাকতে পারেনি, নিরাপদ সড়কের ওপর ভর সেখানেও ব্যর্থ, অবশেষে বিদেশিদের কাছে নালিশ করা শুরু করেছে। আজকে ফখরুল সাহেব বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া হয়ে গেছেন।’
    সেতুমন্ত্রী আরো বলেন, ‘রাজনৈতিক সংঘাতে কোনো প্রজেক্টের কাজ বন্ধ থাকবে না। প্রজেক্ট প্রজেক্টের পথে চলতে থাকবে। এখানে কোনো রাজনীতি নেই। এখানে যারা রাজনীতি করে তারা দেশকে ভালোবাসে না।

  • ট্রাফিক সপ্তাহ আরও ৩ দিন বাড়ল

    ঢাকা ব্যুরো : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি চলমান ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানোর ঘোষণা দেন।
    শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
    তিনি বলেন, দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। শৃঙ্খলা আরো টেকসই করতে এ অভিযান চলমান রাখা দরকার বলে মনে করছি। এ জন্য ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন বাড়ানো হলো।
    এ কার্যক্রমে রাজধানীর ৮টি পয়েন্টে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন রোভার স্কাউটের সদস্যরা। সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, রাস্তা পারাপারে পথচারীদের সহযোগিতার পাশাপাশি নাগরিকদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করছেন রোভার স্কাউট সদস্যরা।
    গত রবিবার থেকে ট্রাফিক সপ্তাহ শুরু। আজ ট্রাফিক সপ্তাহের সপ্তমদিন চলছে। এর সঙ্গে আরো ৩ দিন বাড়ানো হলো ট্রাফিক সপ্তাহের কার্যক্রম।

  • ‘সড়ক দুর্ঘটনা রোধে চালকের দক্ষতা ও জনসচেতনতা দরকার’

    ঢাকা ব্যুরো : স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে এই মুহুর্তে কিডনি বা ক্যান্সার মূল ঘাতক নয়, মূল ঘাতক হল সড়ক দুর্ঘটনা। দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৬ হাজার প্রাণহানির ঘটনা ঘটছে। যে পরিমাণ গাড়ি সড়কে আছে এর বিরাট অংশই ফিটনেসবিহীন গাড়ি। এছাড়া সড়কে চলাচলকারীরা ট্রাফিক আইন মানতে চায় না। সড়ক দুর্ঘটনা রোধে চালকের দক্ষতার যেমন প্রয়োজন আছে, তেমনি জনসচেতনতাও দরকার।
    সাংবাদিক নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে ও তদন্ত করে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীক নির্দেশ দেওয়া হয়েছে।
    আজ শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর এলাকায় স্থাপিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন। পরে মন্ত্রী বুড়িচং থানার নবনির্মিত বহুতল বিশিষ্ট আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
    এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এবং জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    আজ বিকালে মন্ত্রী কুমিল্লা পুলিশ লাইন্সের ‘চেতনায় ৭১’ ভাস্কর্যের উদ্বোধন করার কথা রয়েছে।

  • কালিয়ানি সীমান্তে থেকে ৪৫ কেজি রূপার গহনা জব্দ 

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে ৪৫ কেজি রূপার গহনা জব্দ করেছে বিজিবি। ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এ গহনা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
    শনিবার (১১ আগস্ট) সকালে সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত রূপার গহনাগুলো জব্দ করা হয়। কিন্তু এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত রূপার গহনার মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
    এ ব্যাপারে বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্নেল সরকার মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত থেকে অবৈধ পথে একদল চোরাকারবারী রূপার একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের মেইন পিলার ৭ সাব পিলার ৫৮ এর কাছাকাছি স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রুপার গহনা গুলো সীমান্তের একটি খালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।’
  • ইরানি ছবির শুটিং কাওরান ঢাকার বাজারে!

    বিনোদন ডেস্ক: বিএফডিসির খুব কাছে ঢাকার কাওরান বাজারে চলছে একটি ইরানি ছবির শুটিং। ‘শাবি কে মহ কমেল শোদ’ (যে রাতে চাঁদ পূর্ণতা পেয়েছিল) শিরোনামের এই ছবিটির কাজ শুরু হয়েছে ১০ আগস্ট দুপুর থেকে।

    ছবিটি নির্মাণ করছেন ইরানের নার্গিস অবইয়ার।

    গল্পের প্রয়োজনে বাংলাদেশে শুটিং হচ্ছে বলে নিশ্চিত করেন ছবিটির বাংলাদেশ অংশের উপদেষ্টা মুমিত আল রশিদ। আরও জানান, কাওরান বাজার ছাড়াও শুটিং হবে নিউ মার্কেট এলাকায়। টানা শুটিং চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

    জানা গেছে, বাংলাদেশ ছাড়াও ছবিটির দৃশ্যধারণ করা হবে ইরান ও পাকিস্তানের বিভিন্ন লোকেশনে। বাংলাদেশে এই ছবির বিশভাগ শুটিং করার কথা রয়েছে। তারপরেই শুটিং হবে পাকিস্তানে।

    মুমিত আল রশিদ জানান, এটি একটি রোমান্টিক গল্পের ছবি। ছবিটি বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এলনাজ শাকেরদুস্ত, হুতান শাকিবা, ফেরেশতে সাদরে উরাফায়ি প্রমুখ।

  • শেষ ম্যাচ হেরে সিরিজ জেতার স্বপ্ন ভঙ্গ হলো মুমিনুলদের

    ক্রীড়া ডেস্ক: শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজ জেতার স্বপ্ন ভঙ্গ হলো মুমিনুলদের। তাতে সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।
    ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নামা আইরিশদের জয়ের মঞ্চটা তৈরি করে দেন অ্যান্ড্রু বালবার্নি। ১৪৪ বলে খেলেন ১৬০ রানের অতিদানবীয় ইনিংস। তার অপরাজিত ইনিংসে ছিল ১৮টি চার ও ২টি ছয়। সঙ্গে ৮৯ রান করেন অ্যান্ডি ম্যাকব্রিন। এ দুজনের ব্যাটে ভর করে আসে ২২৯ রান। আইরিশরা দাপুটে ভঙ্গিতে খেলে জয় নিশ্চিত করে ৪৬.৪ ওভারে। শুরুতে ৩২ রানে ওপেনার জেমস শ্যাননকে শরিফুল ফেরালেও পরে আর তাদের প্রতিরোধ ভাঙতে পারেনি বাংলাদেশ এ দল। দলীয় ২২৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটান সানজামুল ইসলাম।

    আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে আগের ম্যাচে রেকর্ডময় ইনিংস খেলেছিলেন মুমিনুল হক। শেষ ম্যাচেও জ্বলে উঠতে চেয়েছিলেন। আগের ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান করতে না পারার আক্ষেপ ছিল সঙ্গী। শেষ ওয়ানডেতেও ৪ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন ৪৬ রানে। অধিনায়ক বেশি ভূমিকা রাখতে না পারলেও পঞ্চম ওয়ানডেতে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদের জুটিবদ্ধ ইনিংসে ২৮৩ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ ‘এ’ দল।

    শুরুটা ভালো করার প্রত্যাশায় টস জিতে মুমিনুল নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ডাবলিনে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সফরকারী দল। মুমিনুল সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বেঁধে। ৭১ রানে শান্তকে ফিরিয়ে স্বস্তি ফেরানোর চেষ্টা করেছিলেন সিমি সিং। তাতেও ঠেকানো যায়নি মুমিনুলের প্রতিরোধ। মিঠুনের সঙ্গে মিলে আবারও এগিয়ে নিতে থাকেন দলকে। দলীয় শত রান পূরণের একটু পর মুমিনুলের প্রতিরোধ ভেঙে দেন পিটার চেজ। তাকে ৪৬ রানে তালুবন্দি করেন জোনাথন গার্থ। মুমিনুলের ৬২ বলের ইনিংসে ছিল ২টি চার ও একটি ছয়।
    আগের দিন একক আধিপত্য দেখিয়েছেন মুমিনুল। এদিন যৌথভাবে দলকে সামাল দিয়েছেন মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ। দুজনের দায়িত্বশীল ইনিংসে ভর করে বড় পুঁজি পায় বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৮৩ রান।

    দিনের আলোচিত ইনিংস খেলা মিঠুন ৭৩ বল খেলে করেন ৭৩ রান। গার্থের বলে বিদায় নেওয়া এই ক্রিকেটারের ইনিংসে ছিল ৯টি চার। অপর দিকে গ্রাহাম কেনেডির বলে বোল্ড হওয়া ফজলে মাহমুদ ৬৩ বল খেলে বিদায় নিয়েছেন ৭৪ রানে। তার ইনিংসে ছিল ৭টি চার।

    আয়ারল্যান্ড উলভসের পক্ষে সফল বোলার ছিলেন পিটার চেজ। ৪২ রানে ৫ উইকেট নেন। একটি করে নেন সিমি সিং, জোনাথন গার্থ ও গ্রাহাম কেনেডি।

  • ট্রাফিক সপ্তাহের ছয় ৬ দিনে মামলা দেড় লাখ, জরিমানা পৌনে ৪ কোটি

    ট্রাফিক সপ্তাহের ছয় ৬ দিনে মামলা দেড় লাখ, জরিমানা পৌনে ৪ কোটি

    মশাল ডেস্ক: বিশেষ ট্রাফিক সপ্তাহের ছয় দিনে এক লাখ ৫৪ হাজার ৫৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। পাশাপাশি জরিমানা করেছে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা। পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও জানান এই ছয় দিনে চল্লিশ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তিন হাজার ৫৪৪ যানবাহন জব্দ করা হয়েছে।

    পুলিশ সদর দফতর জানায়, ছয় দিনের অভিযানে শুধু যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায়ই সারাদেশে এক লাখ ১৩ হাজার ৪২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। জরিমানা করা হয়েছে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা।

    এছাড়া ৪০ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তিন হাজার ৫৪৪টি যানবাহন আটক করেছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলমান থাকবে।

    এদিকে ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ২৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৪৫টি মোটর সাইকেল।শুক্রবার সকাল ৭টা থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

    ট্রাফিক বিভাগ জানায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩২০টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ১৩৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১০টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করায় ২৪টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার দায়ে একটি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৯৫৬টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ১৮৭টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৫৭৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২ ভিডিও এবং ১৯টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

    নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট থেকে শুরু হয় ট্রাফিক সপ্তাহ, চলবে ১১ আগস্ট পর্যন্ত। রাজধানীর গুলিস্তানে সাত দিনব্যাপী এই বিশেষ ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

    উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় ওই কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও ১৫ জন শিক্ষার্থী। এই ঘটনায় ৯ দফা দাবিতে টানা এক সপ্তাহের বেশি আন্দোলন করেছিল দেশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

  • স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়া বাসটি চালাচ্ছিলেন হেলপার

    ঢাকা ব্যুরো : রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসকে ধাক্কা দিয়েছে নিউ ভিশন পরিবহনের একটি বাস। ওই বাসে তখন চালক ছিলেন না। বাসটি চালাচ্ছিলেন মানিক নামের এক হেলপার।

    শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পর রাজধানীসহ সারা দেশে এখন চলছে পুলিশের ট্রাফিক সপ্তাহ। এ ট্রাফিক সপ্তাহের মধ্যেই রাজধানীর শেরেবংলা নগরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

    শুক্রবার রাত ৯টার দিকে নিউ ভিশন পরিবহনের ওই বাসটি মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতেই ছিলেন।

    এঘটনার পর ওই বাস (নম্বর- ঢাকা মেট্রো ব ১১-৭৪৭৫) ও হেলপারকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে বলে  জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

    জানতে চাইলে রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস  বলেন, আমি একটি বিয়ের দাওয়াতে থানার বাইরে আছি। তাই এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারবো না। এসআই রুহুল আমিন ঘটনাস্থলে গিয়েছেন।

    এসআই রুহুল আমিন বলেন, ‘মন্ত্রী মহোদয় রোগী দেখতে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এসেছিলেন। রোগী দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দেন। মন্ত্রীর গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে গেলে পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল।

    ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) লিটন কুমার সাহা বলেন, থানায় নেয়ার পর বাসটিকে ডাম্পিংয়ে দেয়া হয়।

    এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে রাত ১১টার দিকে ডিসি লিটন কুমার বলেন, ‘বাসের ধাক্কায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণের কাজ চলছে। এ নিয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। কারণ, ক্ষতিগ্রস্ত গাড়িটি ঘটনাস্থলে নেই। মন্ত্রী মহোদয় ওই গাড়ি নিয়েই তার গন্তব্যে চলে গেছেন।’

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী দুই ছাত্রছাত্রীর আত্মহত্যা!

    কুষ্টিয়া প্রতিনিধি : রোকনুজ্জামান ও মুনতা হেনা দুজনই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছিলেন। মেধাবী দুই শিক্ষার্থী ফলাফলের অপেক্ষায় ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    পুলিশ, পরিবার ও বন্ধুর সূত্রগুলো বলছে, প্রেমের সম্পর্কের জের ধরে পারিবারিক দ্বন্দ্বে তাঁরা আত্মহত্যা করেছেন। দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    দুই শিক্ষার্থীর সহপাঠীদের ভাষ্যমতে, তাঁরা দুজন একে অপরকে ভালোবাসতেন। বিষয়টি মুনতা হেনার পরিবার মেনে নেয়নি। এ জন্য তিনি আত্মহত্যা করেছেন। মুনতার মৃত্যুর খবর পেয়ে রোকনুজ্জামান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

    মুনতা হেনার বাবা মুহাম্মদ আশরাফুল আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, সন্ধ্যা ছয়টায় তাঁর মেয়ে নিজ শয়নকক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান জানান, ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতা হেনা ও রোকনুজ্জামান। দুজনই বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। স্নাতক পর্যায়ে রোকন প্রথম শ্রেণিতে প্রথম হন। মুনতা হেনার ফল ছিল সিজিপিএ (কিউমিলিটিভ গ্রেড পয়েন্ট এভারেজ) ৩.৫০।
    তিনি বলেন, ‘তাঁরা কেন যে এমন সিদ্ধান্ত নিলেন, অবাক লাগছে। দুজনের লাশই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দেওয়া হয়েছে।’

    বিশ্ববিদ্যালয়, পরিবার ও পুলিশ সূত্র জানায়, দুই শিক্ষার্থীর প্রেমের সম্পর্কের বিষয়টি পারিবারিকভাবে মেনে নেওয়া হচ্ছিল না। এ নিয়ে ঝামেলা চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের পঞ্চম তলায় নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন মুনতা হেনা। এ খবর শোনার পর কুষ্টিয়া শহরের পেয়ারাতলার এক মেসে থাকা রোকনুজ্জামান শহরের মতি মিয়া রেলগেট এলাকায় যান। সেখানে রাত সোয়া নয়টায় পোড়াদহ থেকে গোয়ালন্দগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

    পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আবজাল হোসেন বলেন, লাশ উদ্ধারের পর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোকনের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায়।

    বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মুনতা হেনার বাড়ি সাতক্ষীরা জেলায়। ঝিনাইদহ শহরে ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

    নাম প্রকাশ না করে রোকনুজ্জামানের এক ঘনিষ্ঠ বন্ধু  বলেন, ‘আমরা হতভম্ব হয়ে গেছি—রোকন এমন একটা কাজ করেছে! এটা মানতেই পারছি না। রোকন খুবই মেধাবী ছাত্র ছিল। মুনতা হেনার সঙ্গে রোকনের কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল।’

    আজ শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর জানিয়ে বলেছে, ‘জীবনে চলার পথে ঘাত-প্রতিঘাত এবং যেকোনো সমস্যা আসতেই পারে। কিন্তু আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এ ধরনের অকাল মৃত্যু কারও কাম্য নয়।’

  • কানাডায় গোলাগুলিতে নিহত ৪

    আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ফ্রেডেরিকটন এলাকায় গোলাগুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার স্থানীয় সময় ভোরে একটি আবাসিক এলাকায় শুরু হয় গোলাগুলি। খবর কানাডার সিবিসি নিউজের।
    সবশেষ খবরে জানা যায় স্থানীয়দের ফ্রেডেরিকটনের ব্রুকসাইড ড্রাইভ এলাকা এড়িয়ে যেতে বলছে পুলিশ। আরও খবর তদন্তের পর জানাবে বলে জানিয়েছে পুলিশ।
    ফ্রেডেরিকটনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নির্দেশনা অনুযায়ী দরজা বন্ধ করে ঘরে অবস্থান করছেন তারা।
    বাসিন্দাদের পুলিশের অবস্থান বিষয়ে কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেও নিষেধ করে পুলিশ।
    এর আগে ক্রিস্টোফার গিল নামে ঐ এলাকার এক বাসিন্দা টুইটারে লিখেছিলেন, ‘আমি ঘুম থেকে উঠে জানালায় তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ সদস্য একটি বাড়ির সামনে অবস্থান নিয়ে আছে। মনে হচ্ছে কেউ বের হলেই পুলিশ তাকে ধরবে।’

  • নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি: আনিসুল হক

    ঢাকা ব্যুরো : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু হবে না এমন অবান্তর অভিযোগ তুলে এখন থেকেই বিএনপি ও তার দোসরারা নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউপির চারগাছ কলেজ মাঠে শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।
    মন্ত্রী আরো বলেন, ড. কামাল মার্কিন রাষ্ট্রদূতের সাথে ষড়যন্ত্র করেছিলেন সরকারকে ফেলে দিতে। মার্কিন যুক্তরাষ্ট্র কখনো আমাদের বন্ধু ছিল না। ১৯৭১ সালে পাকিস্তানীদের পক্ষ হয়ে আমাদের চরম বিরোধীতা করেছিল তারা। এখনো তারা পাকিস্তানের দোসর বিএনপি-জামায়াতের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
    মূলগ্রাম ইউপি আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তরা গ্রুপের চেয়ারম্যার আলহাজ মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, মন্ত্রীর এপিএস রাশেদুল কাউসার জীবন, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, ডা. একে আজাদ, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম, কসবা পৌর কাউন্সিলর আবু জাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।

  • জলবিদ্যুতের ব্যাপারে নেপালের সঙ্গে সমঝোতা স্মারক সই

    ঢাকা ব্যুরো : জলবিদ্যুতের ব্যাপারে নেপালের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়ায় গতি আনতে এই সমঝোতা হচ্ছে। এ বিষয়ে নেপাল সরকার ইতিবাচক সাড়া দিচ্ছে।
    আজ শুক্রবার দুপুরে কাঠমান্ডুতে নেপালের জ্বালানি, পানি ও সেচ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই হয়। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও নেপালের জ্বালানিমন্ত্রী বর্ষা মান পুন অনন্ত এ চুক্তি সই করেন।
    জানা গেছে, এই সমঝোতার আওতায় নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানি ছাড়াও নেপালের বিদ্যুৎখাতে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানির বিনিয়োগের বিষয়গুলো রয়েছে।
    চুক্তির জন্য নেপাল সরকারকে ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, অনেক অপেক্ষার পর এই চুক্তি হল। বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে তিনি আশাবাদী।