Blog

  • বড়বাজার থেকে ৮’শ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

    বড়বাজার থেকে ৮’শ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের বড়বাজার এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম আরিফ নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে শহরের সুলতানপুর বড়বাজার পদ্মা ফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

    আটক আরিফুল ইসলাম চট্রগ্রাম জেলার বাঁশখালি থানার পশ্চিম বাঁশখালা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

    সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, চট্রগ্রাম থেকে বড় একটি ইয়াবার চালান সাতক্ষীরা শহরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সুলতানপুর বড়বাজারের মাছ বাজারে অভিযান চালিয়ে পদ্মা ফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ী আরিফের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।

  • মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন সাতক্ষীরার নির্মাণ শ্রমিক লুৎফর

    সাতক্ষীরা প্রতিনিধি: ভাগ্য পরিবর্তনের আশায় ১২ বছর আগে দেশ ছেড়েছিলেন সাতক্ষীরার নির্মাণ শ্রমিক লুৎফর রহমান। মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে পরিবারের ভাগ্যের চাকাও ঘুরিয়েছেন তিনি। কিন্তু এতো কষ্টে ভ্যাগ্যের চাকা ঘুরিয়েও তিনি নিজেই সেই সুখ উপভোগ করতে পারলেন না। এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অবশেষে তিনি বাড়ি ফিরলেন পরিবারের জন্য এক রাশ দুর্ভাগ্য নিয়ে।
    শনিবার সকালে গ্রামের বাড়ি সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দায় বরফ আচ্ছাদিত কফিনে পৌছায় নির্মাণ শ্রমিক লুৎফর রহমানের মৃত দেহ। তার মৃত্যুর খবর শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়েন তার স্ত্রী, স্বজন, পরিবার-পরিজনসহ গ্রামবাসীারা। আজ মৃতদেহ দেখার পর সবাই স্তব্ধ। সবাই অধিক শোকে পাথর হয়ে গেছে। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। 
    গত ১১ আগস্ট মালয়েশিয়ার কর্মস্থলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন লুৎফর রহমান। তাকে হাসপাতালে নেওয়া হলে পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি জীবন যুদ্ধে হেরে যান। এ ঘটনার পর তার সুখের সংসারে নেমে এসেছে দুঃসহ বেদনা।
    শনিবার বাদ আছর তার জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
  • চলে গেলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী

    মশাল ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

    শনিবার (১৮ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    ১৯৫০ সালের ৩০ মে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে জন্ম নেয়া বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে মুন্সেফ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। পরবর্তীতে সাব জজ, ডেপুটি সেক্রেটারি, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার, জেলা ও দায়রা জজ, হাইকোর্টের রেজিস্ট্রার ছিলেন।

    হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে ২০০৪ সালের ২৮ আগস্ট নিয়োগ লাভ করেন তিনি। ২০১৭ সালের ২৯ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহন করেন।

    বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীকে দাফন করা হবে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে।

  • সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ আগস্ট) ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে একটি সমাবেশের আয়োজন করে প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতি। সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
    সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, জাতীয় অন্ধ সংস্থার সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, প্রতিবন্ধী পূর্নবাসন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য রেহেনা পারভীন, দৃষ্টি প্রতিবন্ধী আসাদুল ইসলাম প্রমুখ।
    সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের প্রতি খুব আন্তরিক। প্রতিবন্ধীদের জন্য মাসিক ৭শ টাকা করে সম্মানি ভাতা দিচ্ছেন। কিন্তু বর্তমান বাজারে সেই অল্প টাকায় সংসার পরিচালনা করা অসম্ভব। এজন্য মাসিক সরকারের কাছে আমাদের অনুরোধ প্রতিবন্ধীদের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে বরাদ্ধ দেওয়া হোক।’
    এ কর্মসূচির আওতায় পূর্নবাসন কল্যাণ সমিতির পক্ষে জেলায় মোট ৪শ জন প্রতিবন্ধীকে ঈদ উল আযহা উপলক্ষে সেমাই, চিনি ও সোয়াবিন তেল তথা ঈদ সামগ্রী প্রদান করা হয়।
  • ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

    ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

    নিজস্ব প্রতিনিধি: কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদা বেড়েছে পশু জবাই ও মাংস কাটার সরঞ্জামের। এ চাহিদা পূরণে ব্যস্ততা বেড়েছে কামারদের। বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার কামারপল্লী। দিন-রাত টুং টাং শব্দে কাজ করে চলেছেন কামারা।
    কামারপল্লীর কর্মকারা জানান, বর্তমানে লোহা ও কয়লার দাম বেশি। তাই তৈরিকৃত সরঞ্জাম বিক্রি বেশি হলেও লাভ কম হয়। কয়েক দিন পরেই মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এই ঈদে প্রচুর পশু কোরবানি হবে আর কোরবানির এসব পশু জবাই এবং জবাই পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রয়োজন বিভিন্ন প্রকারের ছুরি-কোপা। তাই তাদের ব্যস্ততা অনেক বেশি।
    কামারদের সাথে কথা বলে জানা যায়, একেকটি বড় ছুরি বিক্রি হচ্ছে ৭শ থেকে ৮শ টাকায়। ছোট ছুরি প্রতি পিস বিক্রি হচ্ছে ২শত থেকে ৪শত টাকা পর্যন্ত। তবে প্রকার ভেদে কমবেশি দরে বিক্রি হচ্ছে এসব সরঞ্জাম।
    তবে ক্রেতাদের অভিযোগ অন্য বছরের তুলনায় এবার ছুরি-চাপাতি এবং দা-বটির দাম বেশি চাওয়া হচ্ছে। আর বিক্রেতাদের দাবি, লোহা এবং কয়লার দাম বেড়ে যাওয়ায় বেড়ে গেছে নির্মাণ খরচ।
    সাতক্ষীরার কদমতলা বাজারের কর্মকার রাম নারায়ণের সাথে কথা হলে তিনি জানান, সারা বছর তেমন কাজ না হলেও ঈদুল আযহা’র আগে ব্যস্ত সময় পার করতে হয়। এ সময়টিতে যারা কোরবানির পশু জবাই করেন তারা প্রত্যেকে চাপাতি, দা, বটি, ছুরি ক্রয় করেন। নতুন সরঞ্জাম ক্রয়ের পাশাপাশি আগেরগুলো নতুন করে শাণিত করতেও ভীড় জমাচ্ছেন জনসাধারণ।
    তিনি আরো জানান, এবছর কয়লাসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি কিন্তু ক্রেতারা বেশি দাম দিয়ে কিনতে চান না। আর সরকার আমাদের এই খাতে কোন প্রকার ঋণ দেয় না। ফলে অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। সরকারি-বেসরকারি সহায়তা থাকলে পেশাটি টিকিয়ে রাখা সম্ভব হত।
    কামারপল্লীর কর্মকার প্রলত জানান, অন্যান্য সময়ের চেয়ে এ সময়টিতে কাজ বেশি হওয়ায় লাভ বেশি হয়। বাপ-দাদারা এই পেশায় ছিলেন। আমাদের কামারি কাজ শিখিয়ে গেছেন। ঐতিহ্য ধরে রাখতে শত কষ্ট হলেও অন্য পেশায় যাওয়ার সুযোগ নেই।

  • শিরোপার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

    শিরোপার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক: ফাইনাল জয়ের শপথআরেকটি সাফল্যের হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে। আজ মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। জিতলেই শিরোপা অক্ষুন্ন থাকবে মারিয়া-আঁখি-তহুরাদের। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজ দলের টানা দ্বিতীয় শিরোপা জয়ের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

    প্রত্যাশিতভাবে টুর্নামেন্টের সেরা দুটি দলই খেলছে ফাইনালে। তবে ভারতের চেয়ে বাংলাদেশের পারফরম্যান্স ভালো। সেমিফাইনাল পর্যন্ত তিন ম্যাচে মারিয়ার দল ২২টি গোল করে একটিও খায়নি। অন্যদিকে ভারত ১৫ গোল করলেও খেয়েছে একটি।

    গত ডিসেম্বরে ঢাকায় টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে দুবার হারিয়েছিল বাংলাদেশ—লিগ পর্বে ৩-০ আর ফাইনালে ১-০ গোলে। সেই সাফল্যের প্রেরণা নিয়ে আজ মাঠে নামবে চ্যাম্পিয়নরা। কোচ গোলাম রব্বানী ছোটনের ভাবনায় শুধুই শিরোপা, ‘ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চাই আমরা। আশা করি, ভুটান থেকে ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো।’

    বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্ডার চোখও ট্রফিতে। তবে ফাইনালের প্রতিপক্ষ নিয়ে তার কণ্ঠে যথেষ্ট সমীহ, ‘ভারত ভালো দল, তাদের কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আমরা ট্রফি জয়ের জন্যই মাঠে নামবো। বাংলাদেশকে আরেকটি ট্রফি উপহার দিতে চাই।’

    টুর্নামেন্টে বাংলাদেশের জাল অক্ষত রাখা গোলকিপার মাহমুদা আক্তার ফাইনালেও ধারাবাহিকতা ধরে রাখতে চায়, ‘ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছি। এখন সামনে কঠিন পরীক্ষা। আগের তিন ম্যাচে গোল খাইনি। আশা করি, ফাইনালে এই সাফল্য ধরে রেখে শিরোপা জিতবো।’

    টানা তিন ম্যাচে গোল করা ফরোয়ার্ড তহুরা খাতুনও সাফল্য ধরে রাখতে আশাবাদী, ‘ফাইনালে শতভাগ উজাড় করে আবার ট্রফি জিততে চাই। আর আগের তিন ম্যাচের মতো ফাইনালেও গোল করতে চাই।’

    ভারতের কোচ ফিরমিন ডি সুজা একটা উপভোগ্য ম্যাচের অপেক্ষায়। তার মন্তব্য, ‘বাংলাদেশ ভালো দল, তারা দ্রুতগতির ফুটবল খেলে। ফাইনালে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলবো। আশা করি, ফাইনালে দারুণ লড়াই হবে।’

  • সৌম্যর প্রথম নেতৃত্বেই বাংলাদেশের সিরিজ জয়

    সৌম্যর প্রথম নেতৃত্বেই বাংলাদেশের সিরিজ জয়

    ক্রীড়া ডেস্ক: প্রথম বারের মতো দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতালেন সৌম্য সরকার।  ওয়ানডে সিরিজ সমতায় শেষ করলেও টি-টোয়েন্টিতে ভুল করেনি বাংলাদেশ ‘এ’ দল। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে জিতে নিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচ ৬ উইকেটে জিতেছে সফরকারীরা।

    প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছিল দুই দল, তাই শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় ‘ফাইনাল’। ডাবলিনে গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে নির্ধারিত ওভারে আইরিশরা স্কোরে জমা করে ৫ উইকেটে ১৮৩ রান। কঠিন লক্ষ্যটা ৪ উইকেট হারিয়ে টপকে যায় সৌম্য সরকাররা।

    দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্যই গড়ে দেন জয়ের ভিত। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১১৭ রান। ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিক বোলারদের শাসন করেছেন বাংলাদেশের দুই ওপেনার। সৌম্য ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৭ রানে থামলেও মিঠুন পূরণ করেন হাফসেঞ্চুরি। মাত্র ৩৯ বলে এই উইকেটরক্ষক নামের পাশে যোগ করেন ৮০ রান। বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ৭ চার ও ৬ ছক্কায়।

    উদ্বোধনী জুটি থেকে পাওয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আল-আমিন ও মুমিনুল হক। আল-আমিন ১৩ বলে অপরাজিত ছিলেন ২১ রানে, আর মুমিনুল ৬ বলে খেলেন হার না মানা ১১ রানের ইনিংস। নাজমুল হোসেন শান্ত ৬ ও জাকির হাসানের ব্যাট থেকে আসে ১৩ রান।

    এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড উইলিয়াম পোর্টারফিল্ড ও সিমি সিংয়ের হাফসেঞ্চুরিতে দাঁড় করায় বড় সংগ্রহ। পোর্টারফিল্ড ৩৯ বলে খেলেন দলীয় সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস। আর সিমির ব্যাট থেকে আসে ৪১ বলে ৬৭ রান।

    বল হাতে চমৎকার দিন কাটিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২৮ রান খরচায় এই পেসার পেয়েছেন ৪ উইকেট। ১ উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

  • জনতা ব্যাংকের নির্বাহী পদে লিখিত পরীক্ষা বাতিল

    ঢাকা ব্যুরো : গত বছরের ২১ এপ্রিল অনুষ্ঠিত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা বাতিল করেছেন হাইকোর্ট। প্রশ্ন ফাঁসের অভিযোগে এ পরীক্ষা বাতিল করা হয়। একই সঙ্গে নতুন করে একই পদে যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, অ্যাডভোকেট সুপ্রকাশ দত্ত ও রিপন বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

    এর আগে ২০১৭ সালের ২২ মে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা বাতিলে রুল জারি করেন হাইকোর্ট।

  • ট্রাম্পের বিরুদ্ধে নেমেছে ৩ শতাধিক সংবাদমাধ্যম

     আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছে তিন শতাধিক প্রতিষ্ঠান। সংবাদমাধ্যমের উপর ট্রাম্পের অব্যাহত আক্রমণের বিরুদ্ধে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের তিন শতাধিক সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস’ ক্যাম্পেইন শুরু করছে।

    ‘নোংরা যুদ্ধ’ এর বিরুদ্ধে গত সপ্তাহে দ্য বোস্টন গ্লোব দেশব্যাপী এই ক্যাম্পেইনেই আহ্বান করে। এই প্রচারণায় হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘সংবাদমাধ্যম কারও শত্রু নয়’।

    ট্রাম্প সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘ভূয়া সংবাদ’ এবং সাংবাদিকদের ‘জনগণ’ এর শত্রু হিসেবে ঘোষণা করে। বিশ্লেষকদের ধারণা এর মাধ্যমে সংবাদকর্মীদের কাজের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যেতে পারে।

    আজ ১৬ আগস্ট বোস্ট গ্লোব ‘সংবাদমাধ্যমের উপর প্রশাসনিক লাঞ্চনার ভয়াবহতা’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশ করে। তারা একইসঙ্গে সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানয়। এই আহ্বানে দেশটির জাতীয় ও স্থানীয় তিন শতাধিক সংবাদমাধ্যম সাড়া দেয়।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য গার্ডিয়ানে প্রকাশিত সম্পাদকীয়র শিরোনামে বলা হয়, ট্রাম্পই যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি দৃঢ়ভাবে গোপনে সংবাদমাধ্যমের কাজের ক্ষতিসাধনের নীতি নিয়েছেন, এমনকি সংবাদমাধ্যমের কাজকে বিপজ্জনক করে তুলেছেন।

    বোস্টন গ্লোবের শিরোনামে বলা হয়, সাংবাদিকরা কারও শত্রু নয়। যুক্তরাষ্ট্রে ২০০ বছর ধরে সংবাদপত্রের স্বাধীনতাকে একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে স্বীকার করে নেয়া হয়েছে। আজ সেটি কঠিন হুমকির মুখে রয়েছে। নিরপেক্ষভাবে যারা কাজ করতে চায় তাদের জন্য এটি খুবই বিপজ্জনক সংবাদ।

  • ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি।

    চিকিৎসক আরতি ভিজ সংবাদমাধ্যমকে জানান, গত ৯ সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সংকটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

    বাজপেয়ির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই গতকাল বুধবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ির শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিটের মতো সময় কাটান মোদী।

    প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বাজপেয়িকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, হর্ষবর্ধন এবং বিজেপি এমপি মীনাক্ষি লেখিসহ অনেকে। কিডনি, মূত্রাশয় এবং বুকে সংক্রমণের জন্য গত ১১ জুন এইমস এ ভর্তি হন বাজপেয়ি।

  • হেলিকপ্টারে পদ্মা সেতুর অগ্রগতি দেখছেন প্রধানমন্ত্রী

    ঢাকা ব্যুরো : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ঢাকা ফিরছিলেন। পথে তিনি স্বপ্নের পদ্মা সেতুর অগ্রগতি দেখেন। এ সময় তার মুখাবয়বে ফুটে ওঠে আত্মবিশ্বাসের ছাপ। আবেগে আপ্লুত হয়ে উঠেন বঙ্গবন্ধুকন্যা।

    হেলিকপ্টারে বসা প্রধানমন্ত্রীর ওই ছবিটি তুলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ইলিয়াস রাসেল। আর ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেন ফটো সাংবাদিক ইয়াসিন কবির জয়।

    তিনি ফেসবুকে লিখেন, বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু। দেশি-বিদেশি কুচক্রী মহলের হাজারো কূটপরিকল্পনা পায়ে দ’লে ক্রমশ দীর্ঘ হচ্ছে স্বপ্নের এই সেতু। যেন প্রমত্তা পদ্মায় মাথা তুলে দাঁড়াচ্ছে দুরন্ত এক বাংলাদেশ। আর তাই দেখে আবেগে আপ্লুত বঙ্গবন্ধুকন্যা।

    উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয়। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারে বসে দ্বিতীয় স্প্যান।

    ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর তৃতীয় স্প্যান স্থাপন করা হয়। সবশেষে ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হয়।

  • রাখাইনে সহিংসতায় উস্কানি, দায় স্বীকার ফেসবুকের

    আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে নিধন শুরুর আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে নানা গুজব ও প্রোপাগাণ্ডা ছড়ানো হয় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

    এ বিষয়ে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে ফেসবুককে অভিযুক্ত করার একদিন এ স্বীকারোক্তি দিল ফেসবুক।

    বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলে, ‘আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারিনি। তবে এখন বার্মিজ ভাষায় পারদর্শী কর্মী নিয়োগ দেয়া হচ্ছে। আমরা প্রোপাগান্ডা ঠেকাতে নতুন প্রযুক্তি নিয়ে আসছি।’

    ‘মিয়ানমারের জাতিগত সহিংসতার ঘটনা ভয়ানক। তবে ঘটনার আগে ঘৃণা ছড়ানো বন্ধে আমরা দেরি করেছি।’
    বর্তমানে ফেসবুক ব্যবহার করে ঘৃণা ছড়ানো বন্ধে মিয়ানমারে কোন স্থায়ী কর্মী নেই ফেসবুকের। মালয়েশিয়া আউটসোর্সিংয়ের মাধ্যমে এটি করা হয়।

  • ব্যাক্তিগত অর্থায়নে পৌর এলাকার ড্রেন সংস্কার করলেন চৌধুরী বাবু

    ব্যাক্তিগত অর্থায়নে পৌর এলাকার ড্রেন সংস্কার করলেন চৌধুরী বাবু

    নিজস্ব প্রতিনিধি: ব্যাক্তিগত অর্থায়নে পৌর এলাকার ১নং ওয়ার্ডের অকেজো হয়ে পড়া ড্রেন সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন মোঃ রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু)। গত বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল থেকে এ ড্রেন সংস্কার কাজ শুরু হয়। চৌধুরী বাবু নিজে উপস্থিত থেকে এ কাজের তদারকি করেন। এ কর্মসূচির আওতায় ১নং ওয়ার্ডের প্রায় ১৫শত ফুট ড্রেনের সংস্কার কাজ হবে বলে জানিয়েছেন চৌধুরী বাবু।

    এব্যাপারে স্থানীয়রা জানান, নারকেলতলা থেকে থানাঘাটা ব্রিজ পর্যন্ত রাস্তার পানি নিষ্কাশনের মাধ্যম ড্রেনটি দীর্ঘদিন যাবৎ অকেজো অবস্থায় পড়ে ছিলো। যার কারণে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানিতে নিমজ্জিত হয়। ফলে পথচারিদের জন্য রাস্তাটিতে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এমতাবস্থায় চৌধুরী বাবু নিজ উদ্যোগে উক্ত ড্রেনটি সংস্কার কাজ হাতে নিয়েছে। যেটি একটি যুগান্তকারি পদক্ষেপ। ড্রেনটি সংস্কার শেষ হলে রাস্তায় জমে থাকা পানির হাত থেকে পথচারিরা রেহায় পাবে।

    চৌধুরী বাবুর এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উত্তর কাটিয়া ঈদগাহ ময়দানের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে চৌধুরী বাবু যে উদ্দ্যোগটি হাতে নিয়েছেন তা প্রশংসার দাবিদার। এভাবে যদি সাতক্ষীরা পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ তাদের নিজ এলাকার নাগরিক সমস্যার সমাধানে পৌরসভার পাশাপাশি ব্যাক্তিগত উদ্দ্যোগে এগিয়ে আসে তবে সাতক্ষীরা পৌরসভার সকল সমস্যা নিরসণ করা সম্ভব হবে। আমরা এলাকাবাসি তার এ উদ্দ্যোগকে সাধুবাদ জানায়।’

    এব্যাপারে চৌধুরী বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে নারকেলতলা-থানাঘাটা সড়কের পাশের ড্রেন অকেজো অবস্থায় পড়েছিলো। যার ফলে ওই সড়কের উপরে একটু বৃষ্টি হলেই ড্রেনের ময়লা-আবর্জনা এবং বৃষ্টির পানি একাকার হয়ে নোংরা পরিবেশের সৃষ্টি হয়। এজন্য শিক্ষার্থী-মুসল্লিসহ সাধারণ পথচারীদের রাস্তা দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে এজন্য আমি ব্যাক্তিগত উদ্দ্যোগে ড্রেনটি সংস্কার কার্যক্রম শুরু করি। আশা করি ড্রেন সংস্কার কাজ শেষ হলে রাস্তার জলাবদ্ধতা সমস্যা দূর হবে।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ঢাকা ব্যুরো : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বুধবার সকাল সাড়ে ৬টায় প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বিউগলে করুন সুর বেজে ওঠে।

    এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয়।

    পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আবুল হাসনাত আব্দুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ঢাকা ব্যুরো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    বুধবার সকাল ১০টার দিকে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর।
    শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সমাধি প্রাঙ্গণে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • লাবসায় ভিজিএফ’র চাউল বিতরণে অনিয়ম

    নিজস্ব প্রতিবেদক: লাবসা ইউপিতে ভিজিএফ’র চাউল বিতরণে অনিয়মের অভিযোগে চাউল বিতরণ সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার আসফিয়া সিরাত।
    মঙ্গলবার সকাল ১১টায় লাবসা ইউপিতে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশ দেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে লাবসা ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমসহ ইউপি মেম্বরবৃন্দ। কিন্তু চাউল বিতরণে মূল তালিকার সাথে স্লীপের ব্যাপক গড়মিল দেখতে পান স্থানীয়রা।

    এধরনের অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা সহকারী কমিশনার এবং সাতক্ষীরা কালেক্টরেটের ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আসফিয়া সিরাত সরেজিমনে পরিদর্শনে যান। সেখানে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই বাছাই করে অভিযোগের সত্যতা পেয়ে তিনি তাৎক্ষনিক চাউল বিতরণ বন্ধ করে দেন।

    এবিষয়ে সহকারী কমিশনার আসফিয়া সিরাত বলেন, “কর্তৃপক্ষের নিদের্শনা পেয়ে আমি লাবসা ইউপি পরিদর্শনে গিয়েছিলাম। চাউল বিতরণে তালিকায় গড়মিল থাকায় তা সাময়িক বন্ধ করতে বলা হয়েছে। যেহেতু ওই চাউলগুলো সরকারের পক্ষ থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দ। তারা যেন সঠিকভাবে পায় সেকারণে সঠিকভাবে বিতরণের জন্য গড়মিল ঠিক করতে বলা হয়েছে।”

    অন্যদিকে, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আলিম বলেন, “ইউনিয়নে ১/২টি ওয়ার্ডের তালিকায় কিছু গড়মিল ভুল বশত হয়েছে। সেকারনে ম্যাজিস্ট্রেট সাহেব আজকে চাউল বিতরণ বন্ধের জন্য বলেছেন। আমরা পরবর্তীতে মেম্বরদের সমন্বয়ে সঠিক তালিকা প্রস্তুত করে চাউল বিতরণ করা হবে।

    এদিকে লাবসা ইউপিতে যখন এসব ঘটনা ঘটছিল তখন সেখানে উপস্থিত হন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তবে পরিস্থিতি দেখে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান। এসময় সহকারী কমিশনার আসফিয়া সিরাত সেখানে উপস্থিত ছিলেন।

    এদিকে, শিবনগর গ্রামের বৃদ্ধা রিজিয়া খাতুন বলেন, আমি কখনো চাউল পাই না। আমি হক কথা বলি একারণে আমাকে কার্ড দেয় না। কিছু বলতে গেলে মারতে উদ্যত হয়। তবে এবার ১টি কার্ডের চাউল দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে। শুধু আমাদেরই না এলাকার অনেকের মধ্যে এভাবে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়া ইউনিয়নের দূরদূরান্ত থেকে আসা হতদরিদ্র পরিবারের অনেকই মঙ্গলবার চাউল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পাবো ২০ কেজি চাউল তাও যদি আবার দুইবার আসতে হয়। তাহলে গাড়ি ভাড়া বেশি খরচ হবে।

    উল্লেখ্য, লাবসা ইউপিতে বিভিন্ন প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে ভিজিএফ, ভিজিডির কার্ড বিতরণে অনিয়ম ও কাজ না করে অর্থআত্মসাতের অভিযোগ তো আছেই। ইতিমধ্যে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকে তদন্ত চলমান থাকা অবস্থায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন এই বিএনপি নেতা ও অসংখ্য নাশকতা মামলার আসমি আবউদল আলিম। জনশ্রুতি আছে সাতক্ষীরার একজন জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতার আশীর্বাদ পুষ্ট হওয়ায় বারবার দুর্নীত করেও পার পেয়ে যাচ্ছেন এই বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান।

  • ঈদের জন্য প্রস্তুত সাতক্ষীরার ২২ টি পশুর হাট

    নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় ২২ টি পশুর হাট বসছে। এ সময় পশুবাহী যানবাহনে কোনো চেকিং করা হবে না। এসব হাটের গবাদিপশু যাতে নির্বিঘ্নে বেচাকেনা হতে পারে সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে যাতে চাঁদাবাজি প্রতারণা ও জাল টাকার লেনদেন না হতে পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ ।
    মঙ্গলবার সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান তার সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন ঈদ পরবর্তীতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে । গবাদি পশু কেনাবেচার সময় মোটা অংকের টাকা বহনের নিরাপত্তা দিতেও প্রস্তুত রয়েছে পুলিশ। এ ছাড়া ঈদ যাতে পূর্ন ধর্মীয় মর্যাদায় নির্বিঘেœ উদযাপিত হতে পারে সে ব্যাপারে পুলিশ সব ধরনের নিরাপত্তা সহায়তা দিতে বদ্ধপরিকর।
    বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় গরু বহনে বৈধ কাগজপত্র থাকতে হবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন চোরাচালানরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে পশু আমদানি কিংবা স্থানান্তর করার ওপর নিষেধাজ্ঞা জারি করে তিনি বলেন এ ব্যাপারে পুলিশ বিশেষভাবে সতর্ক রয়েছে। তবে এ জন্য কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশের সহায়তা নিতেও বলা হয়েছে। ঈদের পর কোরবানির চামড়া যাতে কোনো সীমান্ত দিয়ে বাংলাদেশের বহির্মমুখী হতে না পারে সেজন্য সব থানার পুলিশকে সতর্ক করে দেন তিনি।
    প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈনউদ্দিন , দেবহাটা কালিগঞ্জ সার্কেল এএসপি মো. ইয়াসিন আলি, তালা কলারোয়া এএসপি সার্কেল অপু সরোয়ার , গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. আজম খান ও আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।
    এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন সড়কে শৃংখলা ফিরাতে পুলিশ ভূমিকা পালন করছে। কারও সাথে দুর্ব্যবহার নয় বরং সৌজন্যমূলক আচরন করে তাকে যানবাহন আইনে সংশোধিত হবার পরামর্শ দেওয়া হয়েছে । এ প্রসঙ্গে তিনি আরও বলেন সড়কে নাগরিকদের যেমন ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে তেমনি ঈদের পর কোনো এক সময়ে মোটর সাইকেল চালকদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে পুলিশ সুপার আরও বলেন গত ৫ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত যানবাহন আইনে ৩৬৫৯ টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে বিভিন্ন ধরনের ১২৭ টি যানবাহন।

  • সাময়িক বরখাস্ত হলেন কলারোয়ার পৌর মেয়র

    সাময়িক বরখাস্ত হলেন কলারোয়ার পৌর মেয়র

    নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালে সাতক্ষীরার কলারোয়ায় তার গাড়ি বহরে হামলার মামলার আসামি কলারোয়া পৌর মেয়র আক্তারুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    মঙ্গলবার বিকালে কলারোয়া পৌরসভা অফিসে এ সংক্রান্ত একটি আদেশ পৌঁছেছে। গত ৮ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত পত্রে এই নির্দেশ দেওয়া হয়।

    পত্রে উল্লেখ করা হয় যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকাকালে কলারোয়ায় ২০০২ এর ৩০ আগস্ট তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। গত ১৫.১০.১৪ তারিখে এ সংক্রান্ত ১৪ নম্বর মামলার ৯ নম্বর আসামি কলারোয়া পৌর মেয়র আক্তারুল ইসলাম। জিআর ২৫৯/১৪ নম্বর মামলার ৬৯ নম্বর চার্জশীটে ৪৯ জন আসামির মধ্যে তিনিও একজন। গত ২৬.০৪.১৫ তারিখে দেওয়া উক্ত চার্জশীট সাতক্ষীরার জুডিসিয়াল আদালত কর্তৃক গৃহীত হয়েছে।

    পত্রে আরও বলা হয় মো. আক্তারুল ইসলাম চার্জশীটভূক্ত আসামি হওয়ায় মেয়র হিসাবে দায়িত্ব পালনকালে তিনি পৌর সেবা গ্রহনকারী নাগরিক এবং পৌর কর্মকর্তা কর্মচারিদের মধ্যে আতংক ও ভীতি সঞ্চারের কারণ হয়ে দাঁড়িয়েছেন। এ অবস্থায় তার দায়িত্ব পালন সমীচিন নয়। এ কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে আদিষ্ট হয়ে তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।