শ্যামনগর প্রতিনিধি: রবিবার বিকালে শ্যামনগর উপজেলার প্রগতির কার্যালয়ে জলবায়ু পরিষদ শ্যামনগর ও সিএসআরএলের বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নারী প্রধানদের অংশগ্রহণে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ,শিক্ষক শম্পা রানী গোস্বামী,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার,ইউপি সদস্য সেলিনা সাইদ,ইউপি সদস্য দোলোয়ারা বেগম,রওশনারা বিথী,শিক্ষক ললিতা রানী,সাবেক ইউপি সদস্য ঝরণা বেগম,সিএসআরএলের ফিল্ড কর্মকর্তা সুপর্ণা কর্মকার,বাহামনি মুন্ডা সাংবাদিক রনজিৎ বর্মন প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা করেন জলবায়ু পরিষদ সদস্য সচিব আশেক ই এলাহী।সভায় শিল্পী রানী মৃধাকে আহবায়ক ও চন্দ্রিকা ব্যানার্জীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জলবায়ু সহনশীল নারী ফোরাম গঠন করা হয়। সভায় নারীদের জলবায়ু ঝুঁকি ও করনীয়,নারীদের আর্থ সামাজিক উন্নয়ন সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
Blog
-

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নারী প্রতিনিধিদের সমন্বয় সভা
-
কলারোয়া সীমান্তে পতাকা বৈঠক, শিশুসহ ৪ বাংলাদেশীকে হস্তান্তর
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলেিদশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে নারী, শিশুসহ ৪ বাংলাদেশীকে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এসএর ৩ আরবি’র নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। হস্তান্তরকৃত বাংলাদেশীরা অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে তারালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।
হস্তান্তরকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে আজগার আলী (৩০), তার স্ত্রী সুমি বিবি (২৩), একই গ্রামের আরশাদ আলীর স্ত্রী সালমা খাতুন (২৫) ও শিশু আরবিনা খাতুন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের কলারোয়া কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক হেলাল উদ্দীন জানান, গত ৩/৪ দিন আগে অবৈধ পথে ভারতে প্রবেশ করার পর তারালী এলাকায় থেকে টহলরত বিএসএফ সদস্যরা চার বাংলাদেশীকে আটক করে। এঘটনার পর আটক বাংলাদেশীদের ফেরত দেয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা কলারোয়া কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পে পত্র মারফত অবহিত করে। তিনি বলেন, আটক বাংলাদেশীদের ফেরত নিতে রবিবার বিকালে কাকডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটক চারজনকে বিএসএফ সদস্যরা তাদের কাছে হস্তান্তর করে। পরে বিকাল ৫ টার দিকে তাদেরকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মেদ জানান, অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। -

শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে ও নৌকার প্রার্থীদের বিজয়ী করতে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর-২ আসনে মীর মোস্তাক আহম্মেদ রবি, ৩ আসনে ডাঃ আফম রুহুল হক, ৪ আসনে জগলুল হায়দারকে আওয়ালীগের প্রার্থী ঘোষনা করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে ও নৌকা প্রতীক ধারী প্রার্থীদের বিজয়ী করতে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি,সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা রবিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাহীদ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা জে এম ফাত্তার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এজাজ আহম্মেদ স্বপন, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, কাজী আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান নাছিম, সাংবাদিক রামকৃষœ চক্রবর্তী, সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, শাহাদাৎ হোসেন, আয়েশা সিদ্দিকা, মীর মাহমুদ আলী আবির, এড. চঞ্চল, আমিনুর রহমান কাজল, মিসেস আসিফ ইকবাল, সালাহ্ উদ্দিন আল আজাদ, সাংবাদিক খন্দকার আনিসুর রহমান প্রমুখ।
সভায় সাতক্ষীরার ৩টি আসনের নৌকার প্রার্থীদের অভিনন্দন জানিয়ে একই সাথে নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানানো হয়।
সভায় বক্তরা আরো বলেন, আওয়ামীলীগ সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড তৃনমূলে পৌছে দেয়ার জন্য ছাবেক ছাত্রলীগ নেতাদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। -

এলনা প্রকল্পের আওতায় সিটিপি প্লাটফরম প্রস্তুত ও জাতীয় পর্যায় লিংক করার ওপর কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: আশ্রয় ফাউন্ডেশন-এর আয়োজনে, দাতা সংস্থা অক্সফাম এর অর্থায়নে এমপাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এ্যাক্টরস্ (এলনা) প্রকল্পের আওতায় সাতক্ষীরায় সিটিপি প্লাটফরম প্রস্তুত ও জাতীয় পর্যায় লিংক করার উপর শনিবার (২৪ নভেম্বর ২০১৮) কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স. ম. আলাউদ্দিন মিলনায়তনে সাতক্ষীরায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন আশ্রয় ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। প্রধান অতিধি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার নিজেস্ব প্রতিবেদক ও ভয়েজ অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান।। কর্মশালায় উপস্থিত ছিলেন এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শেখ হুমায়ুন কবির ও ইন্টারশিপ আরিফুল ইসলাম, মোঃ টিপু সুলতান, নাজমা আক্তার ।
কর্মশালায় অংশগ্রহন করেন দৈনিক সাতনদীর নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, চুপড়িয়া মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মরিয়ম মান্নান, দৈনিক ডেস্টিনির তালা প্রতিনিধি শফিকুল ইসলাম, ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, মুক্তি ফাউন্ডেশন এর পরিচালক গোবিন্দ ঘোষ, বড়কুপট গণচেতনা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শিবু প্রসাদ বৈদ্য, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা, সাজেদা নারী উন্নয়ন পরিষদ এর সভানেত্রী লতিফা আকতার, সিডো সংস্থা, আরা সংস্থার সহ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা। -

কালিগঞ্জের সাদপুরে চারদলীয় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী : পিডিকে মিতালী সংঘের জয়
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের সাদপুর ক্রীড়া পরিষদ আয়োজিত চারদলীয় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার বিকেলে সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। ইউপি সদস্য আহম্মদ আলীর ব্যবস্থাপনায় এবং সাদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসাইন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল প্রমুখ। উদ্বোধনী খেলায় পিডিকে মিতালী সংঘ ৪-২ গোলের ব্যবধানে উত্তরশ্রীপুরকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, আব্দুস সামাদ ও রিয়াজ আহম্মেদ। আগামী মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে শ্যামনগরের ঈশ^রীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব ও যশোরের আজাদ স্পোর্টিং ক্লাব পরষ্পর মুখোমুখি হবে।
-

সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাংবাদিক কার্যালয় লুটের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ ও দেশ টিভি- বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি’র সাংবাদিক কার্যালয় লুটের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণকেন্দ্র’ এ মানববন্ধন সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক আবুল কাশেম, সেলিম রেজা মুকুল, আশরাফুল ইসলাম খোকন, নাট্যকর্মী হাসানুর রহমান, পল্লব মজুমদার, মোহসিনা মুক্তা প্রমুখ।
মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বিডি নিউজ ও দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মকবুল হোসেন।
উল্লেখ্য মঙ্গলবার সাতক্ষীরার বনানী মার্কেটে অবস্থিত সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ ও দেশ টিভি- বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের কার্যালয়টি তালাবদ্ধ থাকা অবস্থায় ভেঙে লুট করে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী কামরুজ্জামান বুলু ও তার সন্ত্রাসীরা। মার্কেট মালিক আব্দুল জলিল ও বুলু’র মধ্যে বিরোধ থাকলেও এর সাথে প্রাণকেন্দ্রের কোন বিরোধ ছিল না। বিনা কারণে এধরনের ঘটনা ঘটার প্রতিবাদে সাতক্ষীরার সাংবাদিকরা ও সাংস্কৃতিক সংগঠকরা এর প্রতিবাদে নেমে পড়ে।
সমাবেশে অধ্যক্ষ আবু আহমেদ বলেন, সাধারণ মানুষের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাকে হেনস্থা করতে কয়েক মিনিট লাগে। আর একজন চোরাকারবারী জঙ্গিবাদের মোড়ল তাকে রক্ষা করে চলেছে কোন সুবিধার কারণে। তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্থ প্রাণকেন্দ্র কতৃপক্ষকে ক্ষতিপুরণ দেয়ার জন্য ও সন্ত্রাসীদের শাস্তি দেয়ার জন্য দাবি জানান। সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, জমি’র দন্দ্ব থাকলে জমি’র মালিকরা বুঝবে কিন্তু ভাড়াটিয়ার সম্পদ লুট করা এটা কোন ধরনের বেআইনী কার্যকলাপ। উচ্চ আদালতে যে মামলা চলমান তা নিয়ে এ ধরনের সিদ্ধান্ত উদ্দেশ্য পণোদিত। তিনি অবিলম্মে লুটকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য আহবান জানান। সভাপতির বক্তব্যে শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, তিন দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ নিতে হবে। -

সাতক্ষীরার আশাশুনিতে বেঁড়িবাধ ভেঙ্গে দুই গ্রাম ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত
আশাশুনি প্রতিনিধি: জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগেের হাইল চরের বেঁড়িবাধ ভেঙ্গে দুই প্লাবিত ও শতাধিক ছোট বড় মৎস্য ঘের প্লাবিত হয়েছে। শুক্রবার গভীর রাতে প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের হাইল চরের ১শত হাত বেড়িঁবাধ ভেঙ্গে এ ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, চাকলা বেঁড়িবাধটি দীর্ঘদিন জরাজীর্ন অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা কোন ভুরুক্ষেপ করেনি। শুক্রবার গভীর রাতে কপতাক্ষ নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙ্গে যায়। নদীর পানি ঢুকে দুই গ্রাম প্লাবিত ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে।
তিনি আরও জানান, বেঁড়িবাধটি ভেঙ্গে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডকে বলা হলেও তারা এখনও পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেনি। এলাকবাসিকে সাথে নিয়ে সেচ্ছাশ্রমের ভিত্তিতে বেঁড়িবাঁধটি সংস্কারের উদ্দ্যেগ নেওয়া হলেও কোন কপতাক্ষের প্রবল জোয়ারের চাপে সেটি সম্ভব হচ্ছে না। দ্রুত বাঁধটি সংস্কার না হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে তিনি জানান।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ঘটনাটি জানার পর আমি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছি। একই সাথে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে। -

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ মহড়া
নিজস্ব প্রতিানািধ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমানের নির্দেশনায় শনিবার বিকালে জেলা পুলিশ লাইন্স থেকে মহড়াটি বের হয়ে শহরের বিভিন্ন স্থান পরিদর্শণ করে। এ সময় মহড়ায় অংশনেয় জেলা পুলিশ।
মহড়া শেসে পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় যে কোন প্রকার জঙ্গী বাদ, নাসকতা এবং সন্ত্রাসবাদ এড়াতে পলিশের এই বিশেস মহড়া, এ সময় তিনি আরও বলেন, অপ্রিতিকর যে কোন ঘটনা এড়াতে সাতক্ষীরা পুলিশে নতুন সংযোগ হয়েছে (এ পি সি) এবং বিষেশ ক্ষেত্রে এর ব্যবহার করা হবে, একই সাথে সাতক্ষীরার জনগনকে আহব্বআন জানান নিরবিগ্নে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্যে। -

চীনা দুতাবাসকর্মী সাতক্ষীরার মিকাইল ও বিদেশী সঙ্গীরা খুন করেছে স্ত্রী জুলিয়াকে
নিজস্ব প্রতিনিধি: চীনা দূতাবাসকর্মী সাতক্ষীরার মিকাইল ও তার দুই তিনজন বিদেশি সহকর্মী ঢাকায় আমার নাতনি জুলিয়াকে ধর্ষনের পর হত্যা করেছে । এ ঘটনা ধামাচাপা দিতে মিকাইল ও তার সাঙ্গপাঙ্গরা ঢাকার উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসানকে মোটা টাকা ঘুষ দিয়ে আলামত গায়েব করে অপমৃত্যু মামলা করেছে। এরপরও ঘাতক মিকাইল পাঁচ লাখ টাকা নিয়ে বিষয়টি মিটমাট করে নিতে আমাদের ওপর চাপ দিচ্ছে । না হলে আরও বিপদ হবে বলে হুমকি দিয়েছে সে।
শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন নিহত জুলিয়ার নানী খালেদা খাতুন। তিনি বলেন, তার নাতনিকে স্বামী মিকাইল বিদেশী বায়ারদের বেড পার্টনার হিসাবে জোর করে ব্যবহার করতো। গত ২৯ এপ্রিল একইভাবে তাকে ধর্ষনের পর বেডেই শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর আলামতও পাওয়া গেছে বলে জানান খালেদা খাতুন। তিনি মিকাইল ও তার বিদেশী সঙ্গীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। এ ব্যাপারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী , পুলিশের আইজি , র্যাবের মহাপরিচালক এবং চীনা দূতাবাস কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেছেন। তিনি বলেন জুলিয়া দাখিল পরিক্ষা দিয়েছিল। মৃত্যুর কয়েকদিন পর পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়। জুলিয়া এ গ্রেডে পাস করলেও সে তা জেনে যেতে পারেনি।
সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আনছার গাজির স্ত্রী খালেদা সংবাদ সম্মেলনে বলেন তার মেয়ে নারগিসের একমাত্র মেয়ে জুলিয়া খাতুন নবম শ্রেণিতে পড়তো। তাকে বিয়ে করার জন্য বারবার চাপ দিতে থাকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আবদুর রউফের ছেলে ঢাকাস্থ চীনা দূতাবাসকর্মী মিকাইল হোসেন । দুই বছর আগে মিকাইল জুলিয়াকে নানা কৌশলে বিয়ে করে। কিছুদিন পর কাউকে কিছু জানতে বুঝতে না দিয়ে মিকাইল স্ত্রী জুলিয়াকে ঢাকায় নিয়ে যায়। সেখানে সে বিদেশি বায়ারদের প্রলুব্ধ করে জুলিয়াকে তাদের বেডপার্টনার হিসাবে ব্যবহার করতে শুরু করে। এর বিনিময়ে সে অনেক টাকা হাতিয়ে নিতে থাকে।
তিনি জানান গত ২৯ এপ্রিল মিকাইল ফোন করে জানায় জুলিয়া ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এর কিছুক্ষন পর সে জানায় জুলিয়া গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তড়িঘড়ি করে তাকে ঢাকায় দাফন করে সে। তিনি জানান সাতক্ষীরা থেকে যেয়ে ঘটনাস্থলে গেলে তাদেরকে চীনা দুতাবাসের নিরাপত্তারক্ষীরা জানান জুলিয়াকে কয়েক বিদেশি বায়ারদের হাতে তুলে দিয়ে তাদের শয্যাসঙ্গীনি করতো মিকাইল। এমন এক রাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় তার চিৎকারের শব্দও শুনতে পান দূতাবাসের নিরাপত্তারক্ষীরা। বিছানায় ধর্ষন ও হত্যার আলামত পাওয়া যায় বলে জানান নানী খালেদা খাতুন। তিনি জানান জুলিয়াকে ধর্ষন ও হত্যার ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসানের কাছে জমা দেওয়া হয়। পরে তার কাছ থেকে রিপোর্ট নিতে গেলে তিনি নানী খালেদাসহ অন্যদের থানা থেকে বের করে দেন। এর আগে তিনি সব আলামত গায়েব করে দেন। তদন্ত করলে এর সত্যতা বেরিয়ে আসবে বলে জানান খালেদা।
তিনি আরও জানান কথা অনুযায়ী তাকে দেওয়া মোবাইল নম্বর ০১৭১৮৯৬৩০৮৪ এ যোগাযোগ করা হলে এসআই মাহমুদুল হাসান দুই লাখ টাকা ঘুষ দাবি করে বলেন অন্যথায় অপমৃত্যুর রিপোর্ট দেওয়া হবে। খালেদা বলেন মিকাইল নিজের স্ত্রী জুলিয়াকে দুতাবাসের কয়েকজনের ভোগবিলাসে পরিনত করতে ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। কিন্তু জুলিয়াকে খুন করার পর সে নানাভাবে আতংকিত হয়ে এখন সাতক্ষীরায় নিজ বাড়িতে পালিয়ে থাকছে। বিদেশে চন্দনকাঠ পাচার কালে মিকাইল ও তার চীনা বন্ধূ সানসুন ইউ ইউ এক বছর আগে সাতক্ষীরায় গ্রেফতার হয় বলেও জানান খালেদা খাতুন।
সংবাদ সম্মেলনে খালেদা খাতুন বলেন মিকাইল এখন আমাদের পাঁচ লাখ টাকা দিয়ে সব কিছু মিটমাট করে নিতে চায়। তার প্রশ্ন জুলিয়া যদি আত্মহত্যাই করবে তাহলে মিটমাট কিসের এবং টাকাই বা কেনো।
তিনি জুলিয়া হত্যার বিচার দাবি করেন। ্ অচিরেই মিকাইল ও তার চীনা সঙ্গীদের গ্রেফতারের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি , র্যাবের মহাপরিচালক ও চীনা দূতাবাস কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন তিনি। -
সুনাম-সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: গত ২৪ নভেম্বর’১৮ তারিখে স্বদেশ, সাতক্ষীরার জেলা কার্যালয়ে সুনাম- সাতক্ষীরা জেলা কমিটির একটিসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনাম কমিটির সভাপতি এ্যাডঃ সোমনাথ ব্যানার্জী। সভাটি সঞ্চালনা করেন সুনাম কমিটির সাধারণসম্পাদক এ্যাডঃ নাজমুন নাহার ঝুমুর। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। সভায় আরও উপস্থিত ছিলেন শারী সংস্থার প্রকল্প সমন্বয়কারী বিশ্নুপদ দাস, গবেষক জগদীশ দাশ। সভায় আরও বক্তব্য রাখেন সুনাম কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকবার কর্মী শরিফুল্লাহ কায়সার সুমন, কাউন্সিলর অনিমা দাশ, বাংলাদেশ মহিলা পরিষদ- সাতক্ষীরা জেলার সভাপতি আঞ্জুয়ারা বেগম, সুনাম কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোরঞ্জন ঘোষ মনোজ। অন্যান্যদেও মধ্যে আরও উপস্থিত ছিলেন অপর্ণা দাশ, জ্যোৎ¯œা দত্ত, সাংবাদিক আব্দুল আলিম, মন্টু দাশ প্রমুখ। সভায় বক্তারা সাতক্ষীরার বিভিন্ন মানবাধিকার বিষয়ক ঘটনার পর্যালোচনা করেন এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘ ুসম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতকরতে সকল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড় ামানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনাপর্যবেক্ষন করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয, যার আহবায়ক এ্যাডঃ সোমনাথ ব্যানার্জী, সদস্য যথাক্রমে শরিফুল্লাহ কায়সার সুমন ও মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। এছাড়া আসন্ন ১০ ডিসেম্বও মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
-
শ্যামনগরে আর্সেনিক ও লবনাক্ততা দূরীকরণ ফিল্টার বিতরণ
শ্যামনগর প্রতিনিধিঃ শনিবার সকালে শ্যামনগর উপজেলায় পিএসিপির বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় নিজস্ব কার্যালয়ে দাদপুর ৩২জন ও হরিপুর গ্রামের ২৭জন দুঃস্থ নারী প্রধান পরিবারের মধ্যে সুপেয় পানি সমস্যার সমাধানে আর্সেনিক ও লবনাক্ততা দূরীকরণ ৫৯টি মাল্টিস্টার ফিল্টার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ফিল্টার বিতরণ করেন অনুষ্টানের প্রধান অতিথি পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড.জহুরুল হায়দার বাবু। আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন। বক্তব্য রাখেন প্রগতির কর্মকর্তা রফিকুল ইসলাম, সুপর্ণা কর্মকার পিএসিপির প্রোগ্রাম অফিসার শাহজাহান সিরাজ, কর্মকর্তা বিধান চন্দ্র মন্ডল প্রমুখ। অপরদিকে নুরনগর ইউপির হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউপি সদস্য সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে ফিল্টার বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল হাই,সহকারী শিক্ষক রিজিয়া সুলতানা,জাকিয়া সুলতানা প্রমুখ।
-
শ্যামনগরে অস্ত্র গুলি ও নৌকা উদ্ধার
শ্যামনগর প্রতিনিধি ঃ গতকাল পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকার কালিন্দি নদী সংলগ্ন বকচরা নামক স্থানে অভিযান চালিয়ে একটি দেশি তৈরী পাইপগান আট রাউ- ১২ বোর বন্দুকের গুলি ও একটি নৌকা উদ্ধার করেছে শ্যামনগর উপজেলার কৈখালি বি জি বি রিভারাইন কোম্পানির সদস্যরা। কৈখালি আর বি জি কোম্পানি কমা-ার নায়েক সুবেদার খান মফিদুল ইসলাম জানান যে, নিজস্ব গোয়েন্দা মারফত সংবাদ পেয়ে সিও লেফটেন্যাণ্ট কমা-ার এম মিল্টন কবির এর নির্দেশে গত ২৩ নভেম্বর রাত ১১ টার দিকে কালিন্দি নদী সংলগ্ন বকচরা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় আর বি জি সদস্যদের উপস্থিতি টেরপেয়ে নৌকায় অবস্থানরতরা পালিয়ে যেতে সক্ষম হয় । পরিতক্ত অবস্থায় একটি দেশি তৈরী পাইপগান ৮ রাউ- ১২ বোর বন্দুকের গুলি ও একটি নৌকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র গুলি শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি উপজেলার নিলডুমুর বি জি বি রিভারাইন কমা-ার, লেফটেন্যাণ্ট কমা-ার এম, মিল্টন কবির নিশ্চিত করেছেন। -

পূন স্নানের মধ্য দিয়ে শেষ হল সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব
ডি এম আব্দুল্লাহ আল মামুনঃ বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলের রাস উৎসব শেষ হল পুর্ণ স্নানের মধ্য দিয়ে। এবছর ২১, ২২ ও ২৩ নভেম্বর ২০১৮ তিন দিন ব্যাপী রাস পূর্নিমা উপলক্ষ্যে সুন্দরবনের দুবলার চরের (আলোর কোল) রাস উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়। দুবলার চরের এই রাস উৎসব প্রায় ২০০ বছরের পুরানো একটি ঐতিহ্য। সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে।
সুন্দরবনের আলোরকোলের এই রাস উৎসব নিয়ে কথিত আছে, ১৯২৩ সালে ঠাকুর হরিচাঁদের অনুসারী হরি ভজন নামে এক হিন্দু সাধু এই মেলা শুরু করেছিলেন। তিনি চব্বিশ বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে গাছের ফল-মূল খেয়ে অলৌকিক জীবন-যাপন করতেন। অন্য একটি মতে, হিন্দু ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ শত বছর আগের কোনো এক পূর্ণিমা তিথিতে পাপমোচন এবং পুণ্যলাভে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পান।। সেই থেকে শুরু হয় রাসমেলার। আবার কারও কারও মতে, শারদীয় দুর্গোৎসবের পর পূর্ণিমার রাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে রাসনৃত্যে মেতেছিলেন শ্রীকৃষ্ণ। এ উপলক্ষ্যেই দুবলার চরে পালিত হয়ে আসছে রাস উৎসব। আবার আব্দুল জলিলের সুন্দরবনের ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ফরিদপুর জেলার ওড়াকান্দি গ্রামের জনৈক হরিচাঁদ ঠাকুর স্বপ্নাদিষ্ট হয়ে পূজা পার্বণাদি ও অনুষ্ঠান শুরু করেন দুবলার চরে গিয়ে। তারপর থেকে মেলা বসছে। সবশেষে মুক্তিযোদ্ধা মেজর অব জিয়াউর রহমান এই রাস উৎসবকে পুর্নাঙ্গভাবে ও বৃহৎ পরিসরে আয়োজন করেন। বনের ভেতরের আটটি পথ দিয়ে মেলায় এসেছে বিভিন্ন ধর্মের উৎসুক লোকজন। এই রাস মেলাকে ঘিরে গোটা সুন্দরবনে নেওয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দুবলার চরের রাস মেলার রুপকার মুক্তিযোদ্ধা মেজর অব জিয়াউর রহমানের জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শণী করার মধ্য দিয়ে শুরু হয় রাস উৎসব। পরের দিন(২২ নভেম্বর) শ্রী কৃষ্ণের রাসলীলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
যাত্রাপথে কেউ যেন সুন্দরবনে লাউডস্পিকার না বাজায়, নদীতে পলিথিন বা অন্যান্য বর্জ্য ও তেল জাতীয় দ্রব্যাদি ফেলা থেকে বিরত থাকে সেজন্য দর্শার্থীদের সচেতন করার লক্ষ্যে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি জনসচেতনতমূলক একটি ক্যাম্পেইন করেন। রাস উৎসব সম্পর্কে বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল বলেন,“ সুন্দরবনের দুবলার চরের রাস উৎসবে কয়েক লক্ষ দেশী বিদেশী পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। পবিত্র এই আলোর কোলের বুকে বঙ্গপসাগরের লোনা পানিতে পুন¯œানের মাধ্যমে পাপ মোচনে মেতে ওঠে নারী পুরুষ সকলেই। তিনি আরো বলেন আমাদের সকলের সচেতনতা আন্তরিকতায় উৎসবটি টিকে থাকবে হাজার বছর সুরক্ষিত থাকবে আমাদের সুন্দরবনের বৈচিত্র্য।”
আলোর কোল দ্বীপেই বসে সুন্দরবনের সবচেয়ে বড় উৎসব রাসমেলা। প্রতি বছর কার্তিক-অগ্রহায়ন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এ মেলা। প্রতি বছর তিন দিনব্যাপী উদযাপিত হয়। এ মেলায় দেশি-বিদেশি পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয়। মেলা শেষ হয় শুক্রবার (২৩ নভেম্বর) পুণ্যস্নানের মধ্য দিয়ে।
-
রতনপুর ইউপি সদস্য ও যুবলীগের সভাপতি সুজনের উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের রতনপুর ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি মাসুম বিল্যাহ সুজনের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ফুলতলা মোড় থেকে মিছিল বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুর্যাল প্রাঙ্গনে এসে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা শেখ নাজমুল আহসান।
যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান তুহিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি.এম সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তারক আশ্চর্য্য, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমিনুর রহমান,যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান লিটন, রতনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবু ঢালী, বিষ্ণুপুর সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, দক্ষিণ শ্রীপুর সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সাঈদ মোড়ল, কুশুলিয়া যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, যুবলীগ নেতা ফিরোজ হোসেন, ফারুক হোসেন ও নান্নু প্রমুখ।
সভায় রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, ইউপি সদস্য মাসুম বিল্যাহ সুজনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আহবান করেন বক্তারা। -

নাগরিক আন্দোলন মঞ্চের প্রতিবাদ : সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্র ও সিভিল সার্জনের বাসভনের সামনে ভবণ নির্মাণের নামে পুকুর ভরাট
সংবাদ সম্মেলন : সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও সিভিল সার্জনের বাসভনের সামনের পুকুরটি ভরাট করে নতুন ভবন নির্মানের পরিকল্পনা করেছে সাতক্ষীর সিভিল সার্জন। কিন্তু সরকারি নীতিমালা অনুযায়ী ‘পৌরসভার ভিতরে জনস্বার্থে ব্যবহৃত বা ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাট করা যাবে না’ মর্মে প্রজ্ঞাপন জারি করা থাকলেও সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা পুকুরটি ভরাট করার জন্য ইতিমধ্যে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ শুরু করেছে। শুক্রবার সকালে নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ সরেজমিনে গিয়ে পুকুর ভরাট না করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে অনুরোধ জানালেও তারা অনুরোধ উপেক্ষা করে পুকুরটিতে মাটি ফেলতে থাকে।
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ অবিলম্বে পুকুরের মাটি অপসারণ করে পুকুরটিকে জনস্বার্থে ব্যবহারের জন্য বর্তমান অবস্থা জিয়ে রাখার জোর দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেন, সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব আলীনুর খান বাবুল, যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, ওবায়েদুস সুলতান বাবলু, আনোয়ার জাহিদ তপন, কল্যাণ ব্যানার্জী, হাফিজুর রহমান মাসুম, নিত্যনন্দ সরকার, রওনক বাসার প্রমুখ। বক্তারা জনস্বার্থে ব্যবহৃত ওই পুকুরটি ভরাট বন্ধ করা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। -

ফিংড়ীতে ৪দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল : কালিগঞ্জ ফুটবল চাম্পিয়ান
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ৪দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফিংড়ী ইউনিয়নের এল্লারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যশোর অভয়নগর সরদার ফুটবল একাদশ ও সাতক্ষীরার কালিগঞ্জ পিডিকে মিতালী যুবসংঘ একাদশ পরস্পর মুখোমুখি হয়। উত্তেজনাপুর্ণ খেলায় প্রথমার্ধে অভয়নগর ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় ও কালিগঞ্জ ফুটবল একাদশের ২০নং জার্সিধারী খেলোয়াড় একটি করে গোল করে। খেলার ২য় অর্ধে উভয় দলের খেলায়ারদের মধ্যে মুহুর মুহুর আক্রমন ও পাল্টা আক্রমনে কালিগঞ্জের ৯নং জার্সিধারী খেলোয়াড় ১টি গোল করে। ফলে কালিগঞ্জ পিডিকে মিতালী যুবসংঘ ফুটবল একাদশ ২-১গোলে যশোর অভয়নগর সরদার ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোঃ নাসির উদ্দীন। সহকারী ছিলেন আবু অহিদ বাবলু ও বিপুল কুমার। সমগ্র খেলায় ধারাভাষ্যে ছিলেন স্পোর্টিং ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ও মোঃ উমর ফারুক। এলারচর যুব স্পোর্টিং ক্লার আয়োজনে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবু। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. স্যামুয়েল ফেরদাউস পলাশ, ধুলিহর ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মিয়ারাজ আহম্মেদ, এস আই শিল্লুর রহমান, সদর ছাত্রলীগ সভাপতি শাহীনুর আলম সাদ্দাম, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, এলারচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, শিক্ষক রেজাউল হক, স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ইবাদুল সানা, জামাত আলী, সাধারন সম্পাদক আব্দুর রাসেল, ইউপি সদস্য মিজানুর রহমান, আশরাফ হোসেন, সাইফুল্লাহ সরদার, সমাজ সেবক নির্মান চন্দ্র বর প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ান দলকে ১লক্ষ ১টাকা এবং রানার্সআপ দলকে ৫০হাজার টাকা পুরষ্কৃত করা হয়। উত্তেজনাপূর্ণ খেলায় মাঠে দর্শক ছিলো কানায় কানায় পরিপূর্ণ।