Blog

  • সংবাদ সম্মেলন : জগলুল হায়দারকে মন্ত্রী পরিষদের সদস্য করার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

    সংবাদ সম্মেলন : জগলুল হায়দারকে মন্ত্রী পরিষদের সদস্য করার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন


    নিজস্ব প্রতিবেদক :
    সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ এস এম জগলুল হায়দারকে মন্ত্রী পরিষদের সদস্য করার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরায় অবস্থানরত শ্যামনগরের বিভিন্ন পেশারপ্রতিদের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. তপন কুমার দাশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও শ্যামনগর আইনজীবি পরিষদের আহবায়ক এড. ফজলুল হক, সাতক্ষীরাস্থ শ্যামনগর কল্যাণ সমিতির প্রাক্তন সেক্রেটারি ওয়াজেদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাতক্ষীরা জজকোর্টের এপিপি জিএম ওকালত হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের সহকারি ব্যবস্থাপক জি এম বুলবুল আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোন্স্যা দত্ত, বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ নাসিম হায়দার রিপন, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, সাতক্ষীরা জজকোর্টের এপিপি জেড এম আব্দুল্লাহ আল মামুন, এড. ইয়ারুল হক ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, রাজনৈতিক কর্মী মকবুল হোসেন প্রমুখ।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
    বক্তব্যে তিনি বলেন, বর্তমান সাংসদ এস এম জগলুল হায়দার দক্ষিণ বঙ্গে আওয়ামীলীগে প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ কোরবান আলী সরদারের দৌহিত্র। আলহাজ্ব কোরবান আলী সরদার ৫২’র ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখে, সে পরিবারের উত্তরসূরি হিসেবে এবং গত ৫ বছরে সবচেয়ে জনসম্পৃক্ত জনপ্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহভাজন থাকায় মন্ত্রী পরিষদের তাকে সদস্য করা হলে দক্ষিণ অঞ্চলে জননেত্রীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবে।
    তিনি বলেন, জগলুল হায়দার জাতীয় সংসদে ইতোমধ্যে উপকূলীয় মানুষের প্রধান সমস্যা বাধ ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিনিধিকে সম্পৃক্ত করার প্রয়োজনীয় আইন প্রণয়ের জন্য জাতীয় সংসদে প্রস্তাপন উপস্থাপন করেন। তিনি ত্রাণ ও দূযোর্গ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সুন্দরবন সংলগ্ন অঞ্চলকে বিশেষ নজরে আনতে সক্ষম হয়। ফলে এলাকায় বরাদ্দের পরিমাণও অন্য এলাকার চেয়ে বেশি পায়।
    শ্যামনগর উপজেলাটি চিংড়ী চাষে দেশের রাজস্ব আয়ে ব্যাপক অবদান রেখেই চলেছে। এর সাথে সম্ভাবনার দারপ্রান্তে এখানকার পর্যটন। এখানে সুন্দনবনের মুন্সিগঞ্জ আকাশলীনা, গোপালপুর পিকনিক কর্ণার, হরিচরন জমিদার বাড়ি, বংশীপুর শাহী মসজিদ ও বংশীপুর হাম্মামখানাসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। যেটি পর্যটন বিকাশে সহায়ক হিসেবে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। এখানে একজন মন্ত্রীর ছোয়া পেলে এলাকাটি বাংলাদেশের অন্যতম স্বনির্ভর উপজেলায় পরিণত করা সম্ভব বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত পর্যটন শিল্পে বিপ্লব ঘটাতে নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এস এম জগলুল হায়দার অত্র অঞ্চলের ৪টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন প্রকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ অঞ্চলের আপামর সাধারণের প্রাণের দাবি জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে পাওয়া।

  • সংবাদ সম্মেলন : জগলুল হায়দারকে মন্ত্রী পরিষদের সদস্য করার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন


    নিজস্ব প্রতিবেদক :
    সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ এস এম জগলুল হায়দারকে মন্ত্রী পরিষদের সদস্য করার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরায় অবস্থানরত শ্যামনগরের বিভিন্ন পেশারপ্রতিদের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. তপন কুমার দাশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও শ্যামনগর আইনজীবি পরিষদের আহবায়ক এড. ফজলুল হক, সাতক্ষীরাস্থ শ্যামনগর কল্যাণ সমিতির প্রাক্তন সেক্রেটারি ওয়াজেদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাতক্ষীরা জজকোর্টের এপিপি জিএম ওকালত হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের সহকারি ব্যবস্থাপক জি এম বুলবুল আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোন্স্যা দত্ত, বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ নাসিম হায়দার রিপন, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, সাতক্ষীরা জজকোর্টের এপিপি জেড এম আব্দুল্লাহ আল মামুন, এড. ইয়ারুল হক ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, রাজনৈতিক কর্মী মকবুল হোসেন প্রমুখ।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
    বক্তব্যে তিনি বলেন, বর্তমান সাংসদ এস এম জগলুল হায়দার দক্ষিণ বঙ্গে আওয়ামীলীগে প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ কোরবান আলী সরদারের দৌহিত্র। আলহাজ্ব কোরবান আলী সরদার ৫২’র ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখে, সে পরিবারের উত্তরসূরি হিসেবে এবং গত ৫ বছরে সবচেয়ে জনসম্পৃক্ত জনপ্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহভাজন থাকায় মন্ত্রী পরিষদের তাকে সদস্য করা হলে দক্ষিণ অঞ্চলে জননেত্রীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবে।
    তিনি বলেন, জগলুল হায়দার জাতীয় সংসদে ইতোমধ্যে উপকূলীয় মানুষের প্রধান সমস্যা বাধ ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিনিধিকে সম্পৃক্ত করার প্রয়োজনীয় আইন প্রণয়ের জন্য জাতীয় সংসদে প্রস্তাপন উপস্থাপন করেন। তিনি ত্রাণ ও দূযোর্গ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সুন্দরবন সংলগ্ন অঞ্চলকে বিশেষ নজরে আনতে সক্ষম হয়। ফলে এলাকায় বরাদ্দের পরিমাণও অন্য এলাকার চেয়ে বেশি পায়।
    শ্যামনগর উপজেলাটি চিংড়ী চাষে দেশের রাজস্ব আয়ে ব্যাপক অবদান রেখেই চলেছে। এর সাথে সম্ভাবনার দারপ্রান্তে এখানকার পর্যটন। এখানে সুন্দনবনের মুন্সিগঞ্জ আকাশলীনা, গোপালপুর পিকনিক কর্ণার, হরিচরন জমিদার বাড়ি, বংশীপুর শাহী মসজিদ ও বংশীপুর হাম্মামখানাসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। যেটি পর্যটন বিকাশে সহায়ক হিসেবে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। এখানে একজন মন্ত্রীর ছোয়া পেলে এলাকাটি বাংলাদেশের অন্যতম স্বনির্ভর উপজেলায় পরিণত করা সম্ভব বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত পর্যটন শিল্পে বিপ্লব ঘটাতে নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এস এম জগলুল হায়দার অত্র অঞ্চলের ৪টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন প্রকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ অঞ্চলের আপামর সাধারণের প্রাণের দাবি জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে পাওয়া।

  • আশাশুনিতে এখনও পর্যন্ত সরকারী ভাবে শীতবস্ত্র বিতরণ হয়নি শীতে জবুথবু অসহায় শীতার্ত বহু পরিবার


    আশাশুনি প্রতিনিধি : শীতের প্রকোপে আশাশুনি উপজেলার অসংখ্য অসহায় ও বস্ত্রহীন পরিবারের সদস্য শীতবস্ত্রের অভাবে কাতর হয়ে পড়েছে। শীতের প্রকোপ ব্যাপকতর হলেও সরকারি ভাবে কিংবা কোন এনজিও বা ব্যক্তি পর্যায়ে এখনো পর্যন্ত কোন শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাড়ায়নি।
    প্রতি বছর শীত শুরুর সাথে সাথে সরকারি ভাবে এবং বিভিন্ন এনজিও ও ব্যক্তি পর্যায়ে শীতার্ত মানুষের পাশে হাজির হয়ে থাকে। জাতীয় সংসদ নির্বাচন থাকায় এ বছর সরকারি ভাবে কোন বস্ত্র বিতরণ করা হয়নি। কিন্তু পাশাপাশি কোন এনজিও বা ব্যক্তি পর্যায়েও কোন বস্ত্র সহায়তা এখনো নজরে আসেনি। আশাশুনি বাজারে বাজার জামে মসজিদের দেওয়ালে ও বুধহাটা বাজারে “মানবতার দেওয়াল” নামে ছোট্ট গ্যালারী স্থাপন করা হয়েছে। এখানে গিয়ে অসহায় শীতার্ত ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় বিনামূল্যে নিতে পারেন। আর যাদের বাড়িতে অপ্রয়োজনীয় কাপড় চোপড় রয়েছে বা যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তারা এখানে বস্ত্র দান করতে পারেন। এখানে প্রতিদিন কেউ না কেউ বস্ত্র রেখে যাচ্ছেন, আবার যে সব অসহায় শীতার্ত পরিবার বা ব্যক্তি রয়েছেন তারা নিজেরা গিয়ে নিজেদের জন্য বস্ত্র নিয়ে যাচ্ছেন। কিন্তু সেটি আশাশুনির সদর ও বুধহাটা এলাকার জন্য কিছুটা কাজে লাগলেও বৃহত্তর উপজেলার ১১ ইউনিয়নের অসহায় হাজার হাজার মানুষ শীতের প্রকোপে জর্জরিত হয়ে চরম বিপাকে রয়েছেন। এলাকাবাসীর দাবী অবিলম্বে আশাশুনির অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হোক।

  • সৈয়দ আশাফুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় কালিগঞ্জে ছাত্রলীগের শোক সভা ও দোয়া মাহফিল

    সৈয়দ আশাফুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় কালিগঞ্জে ছাত্রলীগের শোক সভা ও দোয়া মাহফিল


    কালিগঞ্জ ব্যুরো: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি’র রূহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, জি.এম সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ইফতেকার আলম, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।
    এছাড়াও বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ইফতেখারুল ইসলাম সুমন, কুশুলিয়া ছাত্রলীগের সভাপতি মীর আবু বক্কর, দক্ষিণ শ্রীপুর ছাত্রলীগের সভাপতি বাপ্পি বিশ্বাস, কৃষ্ণনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মৌতলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, রতনপুর ছাত্রলীগের সভাপতি বাপ্পি তরফদার, ধলবাড়িয়া ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু, মথুরেশপুর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাসান, সাধারণ সম্পাদক শামীম এহসান, নলতা ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, ভাড়াশিমলা ছাত্রলীগ নেতা সোহেল হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন ও মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম হাফেজ জহুরুল ইসলাম।

  • দেবহাটার সখিপুরে নিরীহ বৃদ্ধের ডিসিআরকৃত জমি প্রভাবশালীর দখলে,ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন

    দেবহাটার সখিপুরে নিরীহ বৃদ্ধের ডিসিআরকৃত জমি প্রভাবশালীর দখলে,ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন


    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে অছেল আলী মোল্যা (৫৫) নামের এক নিরীহ বৃদ্ধার ডিসিআরকৃত ৮০ শতক জমি দখল করে রেখেছে প্রভাবশালী কয়েক জন জামায়ত নেতা। এঘটনায় ক্ষতিগ্রস্থ নিরীহ বৃদ্ধ তার ডিসিআরকৃত জমি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। গত ৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে জমি পুনরুদ্ধারের দাবী সম্বলিত লিখিত আবেদন করেন বৃদ্ধ অছেল আলী মোল্যা। তথ্য মতে, নিরীহ বৃদ্ধ অছেল আলী মোল্যা দেবহাটার সখিপুর মৌজার ১২০৬ খতিয়ানের ১৩৫৮ দাগের ৮০ শতক সরকারী জমি ১৯৭৪ সালে ডিসিআর নিয়ে সরকারী ইজারা পরিশোধ করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু বিগত কয়েকবছর ধরে সখিপুরের প্রভাবশালী জামায়ত নেতা মৃত নূর আলী মিস্ত্রীর ছেলে রেজাউল ইসলাম ও মনিরুজ্জামান উক্ত জমিটি জোর পূর্বক দখল করে নিয়েছে। জবরদখলকারীরা প্রভাবশালী হওয়ায় এবং অব্যাহত হুমকি ধামকির কাররে অনেক প্রচেষ্টা করেও নিরীহ বৃদ্ধ অছেল আলী মোল্যা ভয়ে তার ডিসিআরকৃত জমিটি পুনরুদ্ধার করতে পারছেননা। এদিকে বিগত ১৯ সেপ্টেম্বর ১৭ তারিখে দেবহাটা উপজেলা নির্বহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার হাফিজ-আল-আসাদ উক্ত জমির ইজারার টাকা পরিশোধ করে জমিটি পুনরায় ডিসিআর নেয়ার জন্য বৃদ্ধ অছেল আলী মোল্যাকে লিখিতভাবে নোটিশ করেন। এঘটনার পর বৃদ্ধ অছেল আলী মোল্যা ইজারার টাকা পরিশোধ করে জমিটি পুনরায় ডিসিআর নেয়ার জন্য দেবহাটা একাধিকবার দেবহাটা এসিল্যান্ড অফিসে গেলে তৎকালীন দায়িত্বরত ভূমি সহকারী আব্দুল হাকিম অভিযুক্ত জামায়ত নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে বৃদ্ধ অছেল আলীকে ডিসিআর গ্রহনে সহযোগীতা না করে হয়রানী করতে থাকে। পরবর্তীতে দূর্নীতির অভিযোগে উক্ত অভিযুক্ত ভূমি সহকারী আব্দুল হাকিমকে অন্যত্র বদলী করেন জেলা প্রশাসক। বর্তমানে একমাত্র সম্বল উক্ত ডিসিআরকৃত জমিটি প্রভাবশালী জামায়ত নেতাদের জবরদখলে থাকায় পথে বসেছে অসহায় বৃদ্ধ অছেল আলী ও তার পরিবার। তাই উক্ত জমিটি পুন: ডিসিআর গ্রহনসহ জবর দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে পুনরুদ্ধারের দাবী জানিয়েছে অসহায় পরিবারটি।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি রুহুল হকের শ্রদ্ধাঞ্জলি

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি রুহুল হকের শ্রদ্ধাঞ্জলি


    নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে মহাজোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক বিপুল ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।
    বৃহস্পতিবার তিনি সংসদ সদস্য হিসেবে শপথ ও নিয়েছেন। শুক্রবার দলের নেতাকর্মী ও ঢাকাস্থ সাতক্ষীরা বাসীদের নিয়ে ধানমন্ডী ৩২শে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ডা: রুহুল হক উপস্থিত ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন।
    এসময় ডাঃ রুহুল হক তরুণদের উদ্দেশ্যে বলেন, “বঙ্গবন্ধুকে তোমরা দেখোনি তাঁর নাম শুনেছ। তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে, তাঁর আদর্শ সম্পর্কে ধারণা পাবে অসমাপ্ত আত্মজীবনী পড়ার মাধ্যমে।
    তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধুমাত্র এদেশের মানুষের মুখে হাসি দেখতে চান। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন গ্রন্থ সাতক্ষীরা-৩ আসন সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করার ঘোষণা দেন।
    এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, তেঁজগাও কলেজ, শ্যামলী ম্যাটস, ট্রমা ম্যাটস, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডা: রুহুল হকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং আসন্ন মন্ত্রীপরিষদে তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখবার প্রত্যাশা করেন।

  • এমপি জগলুল হায়দারকে মন্ত্রী হিসাবে পাওয়ার দাবীতে শ্যামনগরে সংবাদ সম্মেলন

    এমপি জগলুল হায়দারকে মন্ত্রী হিসাবে পাওয়ার দাবীতে শ্যামনগরে সংবাদ সম্মেলন


    শ্যামনগর ব্যুরো ঃ
    দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জগলুল হায়দারকে মন্ত্রী করার দাবী জানিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন করে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলা সম্মিলিত নাগরিক সমাজ। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। তিনি লিখিত বক্তব্যে বলেন, আপনাদের লেখনীর মাধ্যমে মানবতার জননী বঙ্গকণ্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪ বারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাতে চাই, আইলা সিডরে বিদ্ধস্থ উপকূলের মানুষের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন বাংলাদেশের সর্ব বৃহৎ উপজেলা ১০৮ সাতক্ষীরা ৪ শ্যামনগর এবং কালিগঞ্জ (আংশিক) আসনের বার বার নির্বাচিত জনবন্ধুখ্যাত সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে মন্ত্রি হিসেবে দেখা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এস এম জগলুল হায়দার দশম সংসদে এমপি থাকাকালীন সময়ে এ অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে জনবন্ধু খ্যাতি পেয়েছে। এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদের অপর সম্ভাবনাময় একটি স্থান। দেশের সিংহভাগ বৈদশিক রাজস্ব আদায় হয়ে থাকে এ অঞ্চলের সাদাসোনা খ্যাত চিংড়ি রপ্তানীর মাধ্যমে। এছাড়া বিশ্বের একক ম্যানগ্রোভ বন সুন্দরবন এই শ্যামনগর উপজেলায় অবস্থিত হওয়ায় পর্যটন ক্ষেত্রে রাজস্ব আদায়ে রয়েছে অসীম সম্ভাবনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, নওয়াবেঁকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাব, আতরজান মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি, এম আমির হোসেন, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনান্দ মূখার্জী, জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মোঃ আব্দুল খালেক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রাক্তন শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস, সাধারন সম্পাদক এ্যাড. কৃষ্ণ পদ মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, সদর আ’লীগের সভাপতি আলহাজ্জ আকবর কবীর, সাধারন সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি মুঞ্জুর এলাহী খোকন, উপজেলা মহিলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ারা বেগম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, সাধারন সম্পাদক আব্দুল হাকিম সবুজ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, উপজেলা রিপোটর্স ক্লাবের সাংবাদিক বৃন্দ, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাংবাদিক বৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবী করেন, স্বাধীনতার পরে শ্যামনগর থেকে কেউ মন্ত্রী হয়নি এবং স্বাধীনতার পর থেকে গত দশম সংসদের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার সর্ব ক্ষেত্রে যে উন্নয়ন করেছেন। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে বিপুল ভোটে জয়ী জগলুল হায়দারকে মন্ত্রী করার জোর দাবী জানিয়েছেন সম্মিলিত নাগরিক সমাজ।

  • সাতক্ষীরায় সাবেক স্ত্রীর হুমকিতে স্বামীর জিডি


    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় স্বামীকে তালাক দিয়ে সুবিধা করতে না পেরে টাকা দাবী ও পরিবার পরিজনের ক্ষয় ক্ষতির হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তার আশায় থানায় সাধার ডায়েরী করেছে অসহায় স্বামী। সাধারন ডায়েরী সূত্রে প্রকাশ, সাতক্ষীরা সদরের রসুলপুর মেহেদীবাগের বাসিন্দা মৃত বরকত গাজীর পুত্র শুকুর আলীর স্ত্রী মাজেদা খাতুন ২ সন্তান রেখে মারা যাওয়ায় রসুলপুর মেহেদীবাগের মৃত মোজন আলী সরদারের কন্যা ১ পুত্র সন্তানের জননী কোহিনুর বেগমকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে। বিয়ের পর তাদের ঘরে ১ কন্যা সন্তানের জন্ম হয়। ঘর সংসার করা কালে স্ত্রী কোহিনুর বেগম তার মা হালিমা বেগম ও পূর্বের ঘরের পুত্র ফারুক হোসেনের (১৯) কু-পরামশের্ স্বামী শুকুর আলী ও তার পূর্বের স্ত্রীর সন্তানদের সাথে দূর্ব্যবহার, গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে স্ত্রী কোহিনুর গত বছরের মে মাসে স্বামী শুকুর আলীকে ডিভোর্স দেয়। এর পর বিভিন্ন সময় টাকা পয়সা দাবী করে। দাবীকৃত টাকা না পেয়ে শুকুর আলীর নামে নারী নির্যাতনের মামলা দেয়া সহ নানা ধরনের হুমকি ধামকি দিতে থাকে। সর্বশেষ গত ৩ জানুয়ারী কোহিনুর শুকুর আলীর বাড়ির সামনে দাড়িয়ে মোটা অঙ্কের টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় সে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ ও হুমকি ধামকি দেয়। এমনকি তার সন্তানদেরও ক্ষয় ক্ষয়তি করার জন্য শাসায়। বারবার এধরনের হুমকিতে শংকিত হয়ে অসহায় শুকুর আলী জানমালের নিরাপত্তা চেয়ে গত ০৪/০১/১৯ তারিখে সাতক্ষীরা সদর থানায় ১৪৬ নং একটি সাধারণ ডায়েরি করেছেন।

  • বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুলের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ


    বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ, সহ-সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাবেক এমপি একে ফজলুল হক, সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান, এড. এস এম হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ সম্পাদক শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এড. গোলাম মোস্তফা, শিক্ষা সম্পাদক শফিউল আযম লেলিন, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিল্প বাণিজ্য সম্পাদক আলহাজ্ব আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপ- দপ্তর সম্পাদক জে এম ফাত্তাহ, উপ-প্রচার সম্পাদক অধ্যাপক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ আসাদুল হক, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান প্রমুখ। অনুরূপ শোক জানিয়েছেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স ম জগলুল হায়দার এমপি, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলার সভাপতি এ বিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলার সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলার সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদস্য এড. শাহানাজ পারভীন মিলি, কোহিনুর ইসলাম, মীর মোশাররফ হোসেন মন্টু, ডা.মুনসুর আহমেদ প্রমুখ। অনুরুপ শোক জানিয়েছেন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম রিফাত আমিন এমপি, সাধারণ সম্পাদিকা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম নাদিরা আলী, সাধারণ সম্পাদিকা রেবেকা পারভীন রিক্তা প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

  • তেতুলিয়া ইউনিয়নে মুস্তফা লুৎফুল্লাহর নৌকার প্রতীকে গণসংযোগ

    তেতুলিয়া ইউনিয়নে মুস্তফা লুৎফুল্লাহর নৌকার প্রতীকে গণসংযোগ

    তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নে জননেতা মুস্তফা লুৎফুল্লাহর নৌকার প্রতীকে গণসংযোগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তেতু লিয়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অাবুল কালাম অাজাদ, সাধারন সম্পাদক এবং ইউনিয়নপরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা  শংকর, জেলা অাওয়ামীলীগ নেতা  প্রণব ঘোষ বাবলু, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার, তালা মহিলা কলেজের অধ্যক্ষ জনাব অাব্দুর রহমান সহ ইউনিয়ন অাওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ,  শ্রমিকলীগের নেতৃবন্দ সহ মহাজোটের নেতৃবৃন্দ। 

  • বাংলাদেশ শিল্পকলা একাডেমির অায়োজনে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন  জননেতা মুস্তফা লুৎফুল্লাহ

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির অায়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জননেতা মুস্তফা লুৎফুল্লাহ

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির অায়োজনে কলারোয়া হাইস্কুল ফুটবল ময়দানে সার্কার্স প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তালা- কলারোয়ার নৌকার প্রার্থী জননেতা মুস্তফা লুৎফুল্লাহ,কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা অাওয়ামীলীগের সভাপতি জনাব ফিরোজ অাহমেদ স্বপন,উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক অামিনুল ইসলাম লাল্টু।এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ অাহম্মেদ,ইউ পি চেয়ারম্যান রবিউল ইসলাম,শেখ ইমরান,প্রাক্তন ইউ পি চেয়ারম্যান অালতাফ হোসেন লাল্টু,  জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন 

  • ঘরে ঘরে সুপেয় পানি’ এ দাবী বাস্তবায়নে রাষ্ট্রীয় অঙ্গিকার আদায়ে ঐতিহ্য : উপকুলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরামের উপদেষ্ঠা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ঘরে ঘরে সুপেয় পানি’ এ দাবী বাস্তবায়নে রাষ্ট্রীয় অঙ্গিকার আদায়ে ঐতিহ্য : উপকুলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরামের উপদেষ্ঠা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


    নিজস্ব প্রতিনিধি : ঘরে ঘরে সুপেয় পানি’ এ দাবী বাস্তবায়নে রাষ্ট্রীয় অঙ্গিকার আদায়ে ঐতিহ্য ঃ উপকুলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম, সাতক্ষীরার উপদেষ্ঠা কমিটির এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স.ম আলাউদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি(সনাক) সদস্য প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জাসদ জেলা সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বিশিষ্ট সমাজসেবক ডা. মো. আবুল কালাম বাবলা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, জাসদ নেতা শেখ ওবায়েদুস সুলতান বাবলু, এনটিভির প্রতিনিধি সুভাষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন ও সমকালের প্রতিনিধি এম কামরুজ্জামান, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, নাগরিক মঞ্চের আহ্বায়ক এড. ফাহিমুল হক কিসলু, আলীনুর খান বাবলু, টিআইবির সাতক্ষীরা জেলা ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, সাবেক ছাত্রনেতা কাজী আকতার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শেলী, নারী নেত্রী পাপিয়া আহমেদ, এনজিও প্রতিনিধি মোস্তফা আকতারুজ্জামান, নাজমুল আলম মুন্না, ডা. নজরুল ইসলাম, মাহামুদুল হাসান, জিএম মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে ৯৭ ভাগ মানুষের পানিতে অভিগম্যতা থাকলেও লবণাক্ততা, আর্সেনিক ও আঞ্চলিক দূর্গমতা বিবেচনায় সুপেয় পানি নিরাপদ পানিতে ৬০ ভাগ মানুষের অভিগম্যতা নাই। এ প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অঙ্গিকার এবং তার যথাযথ বাস্তবায়নের লক্ষে এ মতবিনিময় সভা করা হয়। পরবর্তীতে এসব বিষয় সমূহ সরকারী কর্ম পরিকল্পনায় অন্তভূক্ত করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবনার কথা জানান বক্তারা। ” উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরামের ৭ টি প্রস্তাবনা তুলে ধরা হয়। সেগুলো হলো দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাণের দাবী” ঘরে ঘরে সুপেয় পানি” নিশ্চিত করা, ক্রমবর্ধমান ললবনাক্ততা ও আর্সেনিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা, সিএস খতিয়ান অনুযায়ী সরকারি পুকুর, খাল ও জলাধার উদ্ধার করে মিষ্টি পানির আধারে পরিণত করা এবং ব্যবহার নিশ্চিত করা, টেকসই ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে ‘পয়ঃবর্জ ব্যবস্থাপনা’ এর যথাযথ বাস্তবায়নসহ জনসমাগম স্থল এবং সকল প্রতিষ্ঠানে নারী, শিশু ও প্রতিবন্ধীবাস্তব স্যানিটেশন সেবা নিশ্চিত করা, দুর্গম ও পিছিয়ে পড়া প্রামীণ এলাকা এবং শহরের বস্তি ও নিন্ম আয়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সকলের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন সেবা নিশ্চিত করতে ওয়াশ খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি শহর ও গ্রামের মধ্যে বিনিয়োগের ন্যায্যতা নিশ্চিত করা, অবকাঠামো নির্মাণ সহ যে কোন উন্নয়ন কর্মকান্ডে জলাভূমি রক্ষা এবং পানির স্বাভাবিক প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করাসহ পানি ও স্যানিটেশনের ক্ষেত্রে নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি পুরাতন স্থাপনাগুলোকে সংস্কার ও মেরামতের মাধ্যমে সচল রাখার জন্য বাজেট প্রদান ও উদ্যোগ গ্রহন করার দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশেক-ই এলাহী।

  • সাতক্ষীরার বর্ষিয়ান শিশু চিকিৎসক ডা: মমতাজ আহমেদ আর নেই

    সাতক্ষীরার বর্ষিয়ান শিশু চিকিৎসক সবার পরিচিত ডা: মমতাজ আহমেদ আর নেই। বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে তিনি সাতক্ষীরা শহরের প্রাণসায়েরস্থ (থানা মসজিদের পাশে) বাসবভনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। (ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ভারতের উত্তরচব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার ফরিদকাটি গ্রামে তার জম্ম। ১৯৬৯ সালের ফেব্রুয়ারী মাসে তিনি বাংলাদেশে চলে আসেন। সাতক্ষীরার জেলার তালা উপজেলার খলিসখালি গ্রামে এসে তিনি ওঠেন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলা শহরের (সাতক্ষীরা সদর থানার পাশে ) প্রাণসায়ের গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
    ডা: মমতাজ আহমেদের মৃত্যুর খবরে সাতক্ষীরার সর্বত্রই নেমে আসেছে ছোকের ছায়া। বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে ডা: মিনহাজ আহমেদ জানান, ডা: মমতাজ আহমেদের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে তাকে তালা উপজেলার খলিসখালি গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে। তিনি তার মরহুম পিতার আত্মার মাগফিরত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।