Blog

  • কলারোয়া পৌরসভার ওয়াস উদ্যোক্তা উন্নয়নে ব্যাংক ঋণ বিষয়ক আলোচনা সভা

    কলারোয়া পৌরসভার ওয়াস উদ্যোক্তা উন্নয়নে ব্যাংক ঋণ বিষয়ক আলোচনা সভা


    নিজস্ব সংবাদদাতা: রূপালী ব্যাংক লিমিটেড, কলারোয়া শাখার, সাতক্ষীরা  ব্যবস্থাপক মোঃ আহসানুল কবীর বলেন,  ”জাতিসংয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্থানীয় পর্যায়ে ওয়াস উদ্যোক্তা উন্নয়নে সকল প্রকার ব্যাংক ঋণ সহযোগিতা প্রদান করা হবে” । 

    গত ১৯ জানুয়ারি কলারোয়া পৌরসভা মিলনায়তনে  ওয়াস ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠান  ও্ ব্যাংকের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার লক্ষ্য ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য আর্থিক সহযোগিতা বা পরামর্শ প্রদান এবং ব্যাংকিং কার্যক্রমের সাথে ওয়াশ কর্মসূচীর কিভাবে সমন্বয় করা যায় তথা ওয়াশ বিষয়ক ঋণ ও এ সম্পর্কিত সরকারী নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।

    আলোচনার মধ্যে দিয়ে ওয়াশ ব্যবসায়ীদেরকে ব্যবসার প্রোফাইল তৈরী, নিয়মমেনে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ করা ও ব্যবসায়িদের প্রতিদিনের আয় ব্যয় হিসবা রাখা, ট্রেড লাইসেন্সসহ ব্যবসার অভিঞ্জতা থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    আলোচনা সভায় ওয়াস উদ্যোক্তাগণ বলেন, ব্যবসার জন্য সহজ শর্তে ঋণ একান্ত প্রয়োজন। সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা সফল হবে।

     ব্যাংক থেকে সহযোগিতা পাওয়ার জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এবং আর্থিক সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে সুপারিশের ভিত্তিতে আলোচনা করেন কলারোয়াস্থ ব্যাংক প্রতিনিধি মোঃ আহসানুল কবীর ব্যবস্থাপক-রূপালী ব্যাংক লিমিটেড; মোঃ ছদরউদ্দীন,অফিসার-সোনালী ব্যাংক; মোঃ কামরুজ্জামান,অফিসার ক্যাশ- পল্লী সঞ্চয় ব্যাংক; মোঃ আজগর আলী,মূখ্য কর্মকর্তা(বিনিয়োগ)ইসলামী ব্যাংক;ও জে.এম. ফৌজি, কর্মকর্তা- কৃষি ব্যাংক এবং স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেনআনোয়ার হোসেন; মুহা: রুহুল আমীন, উত্তরণ প্রতিনিধিএস কে রোশায়েদ উল্লাহ ও সাংবাদিক শেখ জুলফিকাররুজ্জামান প্রমুখ। সভায় বলা হয়, ওয়াশ ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ পাওয়ার জন্য উপযুক্ত ব্যবসার পরিবেশ তৈরী করতে হবে। পণ্যের গুণগত মান ঠিক রেখে কমিউনিটি পর্যায়ে চাহিদা সৃষ্টি করতে হবে তাছাড়া যথা সময়ে ঋণ ফেরত দেওয়ার মানসিকতা থাকতে হবে।

    সভায় মোছা.সেলিনা খাতুন শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রকল্প ধারনাপত্র ও অনুষ্ঠান সঞ্চলনা করেন মৃনাল কুমার সরকার, টাউন কোঅর্ডিনেটর-এইচপি।


  • পৌর ৬নং ওয়ার্ড আমতলা আঞ্চলিক কমিটি বিলুপ্ত


    প্রেস বিজ্ঞপ্তি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রম পরিচালনার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড শাখার অন্তর্গত আমতলা আঞ্চলিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নারায়ন চন্দ্র ও সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • কালিগঞ্জের কুশুলিয়া ইউপিতে শেখ ওয়াহেদুজ্জামানের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত


    ইমরান আলী, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
    কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান স্মরণে কুশুলিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে স্মরনসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান। শনিবার (১৯ জানুয়ারি) কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বেলা ১১ টায় শেখ ওয়াহেদুজ্জামানের কর্মময় জীবনের আলোকপাত করা হয়। ইউপি’র ১ ওয়াডের সদস্য শেখ রফিকুল বারী রফু’র সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন। ৮নং ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কওফিল অরা সজল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভদ্রখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান বাবলু, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, ইউপি সদস্য আব্দুল গফফার, শেখ খায়রুল আলম, ইউপি সদস্যা ডালিয়া পারভীন চুমকী ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শওকত আলী প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ভদ্রখালি জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আমিনুর রহমান।

  • কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে পত্রিকা পরিবেশক সমিতির শোক

    কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে পত্রিকা পরিবেশক সমিতির শোক

    কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
    কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ পত্রিকা পরিবেশক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতাগন হলেন কালিগঞ্জ উপজেলা পত্রিকা পরিবেশক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সহ সভাপতি শেখ নুর আজম, সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মোকাদুল, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জি এম আজগর আলী, কোষাধ্যক্ষ আয়ুব আলী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান, সদস্য আকরাম হোসেন, আজিবর রহমান প্রমুখ।

  • সাতক্ষীরা টিটিসিতে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের উদ্বোধন

    সাতক্ষীরা টিটিসিতে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের উদ্বোধন


    ১৯ জানুয়ারী ২০১৯ তারিখ শনিবার সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ, প্রশাসন ও উন্নয়ন) জনাব শেখ রফিকুল ইসলাম। এছাড়া তিনি অত্র টিটিসি-তে পরিচালিত বিদেশগামী কর্মীদের ৩দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিদেশগামী নারী কর্মীদের ৩দিনের হাউজ কিপিং প্রশিক্ষণ, বিএমইটি-র অধীন ৬মাস মেয়াদী ট্রেড কোর্সেও প্রশিক্ষণ কার্যত্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানের প্রশিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মুছাব্বেরুজ্জামান সহ সকল প্রশিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান

    রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান


    গাজী মিজানুর রহমান,কালিগঞ্জ ব্যূরো: নিজের শেষ ইচ্ছে অনুযায়ী মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কালিগঞ্জের মহৎপুর সরকারি কবর স্থানে রাষ্ট্রীয় পর্যাদায় সমাহিত হলো কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। মঙ্গলবার (১৫ জানুয়ারী) জোহরের নামাজের পর কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানযার নামাজে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসানের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সাতক্ষীরা -৪ আসনের সাবেক সংসদ সদস্য এ এইচ এম গোলাম রেজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, জেলা যুব লীগের সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাকিদুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তব্য শেষে সাতক্ষীরা প্রশাসক মোস্তফা কামাল ,অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইলতুৎমিশ, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ও অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

    এর আগে বেলা ১১ টার দিকে ওয়াহেদুজ্জামানের মৃতদেহ উপজেলা সোহরাওয়ার্দী পার্কের শহীদ মিনারে আনা হলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা দিবেদন করেন।

    আগামী বৃহস্পতিবার আসরের নামাজের পর বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

  • সাতক্ষীরায় কিশোরীদের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    সাতক্ষীরায় কিশোরীদের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত।


    নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরায় কিশোরীদের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এমপাওয়ারিং গালস্ সেল্ফ প্রোটেকশন এন্ড জাষ্টিস্ প্রকল্পের অংশ হিসাবে বেসরকরী উন্নয়ন সংগঠন গণসাক্ষরতা অভিযান ও রূপান্তর এর আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর মোঃ শাহাদত হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক (অতিঃসচিব) কে,এম আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। “সবার জন্য মানসম্মত শিক্ষা” নিশ্চিতকরণ, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ছেলে-মেয়ের সমতা অর্জনে সরকারের বহুমূখী উদ্যোগ ও বিনিয়োগের ফলে ইতোমধ্যে সর্বস্তরে শিক্ষায় মেয়েদের অংশগ্রহন বেড়েছে। কিশোরী বালিকাদের নিরাপত্তা নিশ্চিত করণে গণসাক্ষরতা অভিযানের সহায়তায় পাইলট ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগরে রূপান্তর এর নেওয়া “হেল্ফ ডেস্ক” সরকারের গৃহিত উদ্যোগকে আরো জোরদার করতে বিশেষ ভূমিকা রাখছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি মোঃ আনিসুর রহিম, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, এনটিভি’র জেলা প্রতিনিধি এম, কামরুজ্জামান, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর, জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার ফিরোজ রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স এর অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মোঃ আহাদ, রেডিও নলতা’র সেলিম হোসেন, মানবাধিকার কর্মী সাবিবুর রহমান বাবলা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মানবাধীকার রক্ষায় এনজিওদের ভূমিকা রয়েছে অনেক বেশী । সরকারের পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় রয়েছে এনজিওদের যথেষ্ট সুনাম। অর্জন করেছে সাধারণ মানুষের ভালবাসা। আমাদের সমাজে কোন বিশৃঙ্খলা, অনৈতিক ও অসামাজিক কাজ করা যাবেনা, ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়তা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। এছাড়া সামাজিক ব্যক্তিত্ব, জেলা প্রশাসন, রাজনৈতিক দল সবাই মিলে দেশ গড়ার জন্য বৃহৎ কর্মপরিকল্পনা করা প্রয়োজন। । এনজিওদের প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। অর্থের সঠিক ব্যবহার এবং স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। পর্যায়ক্রমে নারীদের অগ্রগতি বৃদ্ধিতে সহায়তা প্রদান করা হবে। স্বাধীনতা বিরোধী, মৌলবাদের মূল শক্তিকে চিরতরে ধ্বংস করা হবে সাতক্ষীরা থেকে। কিশোরীদের সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা বিভাগের সাথে সমন্বয় করে মেয়েদের জন্য জেলা পর্যায়ে সেমিনারের আয়োজন করা দরকার। মেয়েদের ক্ষমতা পরিবার থেকে শুরু হওয়া দরকার। শিক্ষকদের মানষিকতার পরিবর্তনসহ শারীরিক পর্দার চেয়ে মানষিক পর্দার পরিবর্তন হওয়া অত্যান্ত জরুরী। এছাড়া বাবা-মায়ের সচেতনতার জন্য বিভিন্ন কৌশল তৈরি করা প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে শিশূদের জন্য সুরক্ষার ব্যবস্থা করতে এবং বখাটেদের উৎপাত বন্ধে প্রশাসনের সক্রিয়তা বৃদ্ধি একান্ত প্রয়োজন বলে অনেক বক্তারা অভিমত প্রকাশ করেন। সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম ভিডিও প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন গণস্বাক্ষরতা অভিযানের পরিচালক তাসনিম আতাহার।

  • সংরক্ষিত নারী আসন : সাতক্ষীরায় আলোচনার শীর্ষে ছয়

    সংরক্ষিত নারী আসন : সাতক্ষীরায় আলোচনার শীর্ষে ছয়


    এম. কামরুজ্জামান : জাতীয় সংসদে সংরক্ষিত (সাতক্ষীরা ৩১২) নারী আসনে আওযামী লীগের কোটায় এমপি হওয়ার জন্য সাতক্ষীরা হাফ ডজন নেত্রী কোমর বেঁধে মাঠে নেমেছেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য এবং মন্ত্রীসভার শপত গ্রহণ শেষে মূলত সাতক্ষীরায় আলোচনা শুরু হয়েছে নারী সংসদ সদস্যদের নিয়ে। লবিং,তদবির, দৌড়ঝাপে কে কার থেকে এগিয়ে যেতে পারে তানিয়ে রিতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে। ইতোমধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের নাম ভাইরাল হয়েছে। প্রার্থীর আলোচনায় ছয় প্রার্থী শীর্ষে রয়েছেন।
    সাতক্ষীরা ও যশোর জেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের সংরক্ষিত আসন ৩১২। দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যে ১০ টি জাতীয় সংসদ গঠন হয়েছে তার মধ্যে দ্বিতীয় জাতীয় সংসদ ও দশম জাতীয় সংসদে সাতক্ষীরার নারীরা জায়গা পেয়েছিল। ১৯৮৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদে সাতক্ষীরা থেকে বিএনপি’র নেত্রী ¯িœগ্ধা হক সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নিহেবে শপত নেন। আর দশম জাতীয় সংসদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস রিফাত আমিন সংরক্ষিত আসনে এমপি হিসেবে শপত নেন। তিনি আবারও একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে লড়তে চান বলে গুঞ্জুন রয়েছে। তবে তিনি বয়েসের কারনে শারীরিক ভাবে বেশ অসুস্থ্য। বর্তমানে তিনি বিদেশে রয়েছেন।
    সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইবেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক , জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভিন সেজুঁথি। তিনি সাতক্ষীরার তালা উপজেলার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মরহুম পিতা সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স.ম আলাউদ্দিন সাতক্ষীরা-১ আসনের এমপি ছিলেন। ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অকস্থায় আততায়ির গুলিয়ে তার পিতা নিহত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য লায়লা পারভিন সেজুঁথি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। কিন্তু আসনটি শরীক দলের হাতে ছেড়ে দেওয়ার কারণে সে ইচ্ছা আর পূরন হয়নি। দীর্ঘদিন ধরে লায়লা পারভিন সেজুঁথি মাঠে কাজ করছেন। মাঠ কাঁপানো নেত্রী হিসেবে তিনি পরিচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য তিনি এবার কোমর বেঁধে নেমেছেন। লায়লা পারভিন সেজুঁথি বলেন, আমার পিতা ছিলেন প্রখ্যাত রাজনীতিবীদ। ছোট বেলা থেকেই বাবার কাছে শিখেছি কি ভাবে মানুষের সেবা কিভাবে করতে হয়। আমি এমপি হতে পারলে মানুষের সেবা নিশ্চিত করবো, জেলার সার্বিক উন্নয়নে কাজ করবো।
    সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খ্যাতিমান কন্ঠশিল্পী, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশানের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা শিল্পী ঐক্যজোটের সাংস্কৃতিক সম্পাদক চৈতালি মুখার্জ্জী। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
    এপার বাংলার সন্ধ্যাকণ্ঠি হিসেবে খ্যাত চৈতালি মুখার্জ্জী। বয়েসে তরুণ এই কণ্ঠশিল্পীর নামের সাথে সবাই পরিচিত। একজন গুনিশিল্পী হিসেবে তার সুখ্যাতি রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। একজন ভালো কণ্ঠশিল্পী হিসেবে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তিনি ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে একজন গুণিশিল্পী হিসেবে একাধিক সম্মাননা পয়েছেন। দেশের জন্য বয়ে এনেছেন একাধিক পুরস্কারও। আওয়ামী লীগ পরিবারে জম্ম চৈতালী মুখার্জী একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠক। তিনি বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবো। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিল্পিদের জন্য নিবিদিতপ্রাণ। দেশের দক্ষিণ অঞ্চল থেকে আজ পর্যন্ত কোন কণ্ঠশিল্পীকে সংরক্ষিত মহিলা আসনে এমপি করা হয়নি। সেদিক থেকে আমি আশাবাদি। জননেত্রী শেখ হাসিনা আমার পেশাগত বিষয়টি নিশ্চই বিবেচনা করবেন। তিনি বলেন, আমার পিতা কাত্তিক চন্দ্র মুখার্জী দক্ষিণাঞ্চলের একজন খ্যাতিমান পুরোহিত। আওয়ামী লীগ ঘরেই আমার জম্ম। স্বামী টিটু চক্রবর্তী দেশের খ্যাতিমান সঙ্গীত পরিচালক। আমি সংরক্ষিত নারী আসনে এমপি হতে পারলে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সাতক্ষীরা তথা দেশের উন্নয়নে কাজ করবো।

    সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে আছেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , সাতক্ষীরা পৌরসভার মহিলা কমিশনার জ্যোসনা আরা। তিনিও লবিং, তদবির, দৌড়ঝাপে পিছিয়ে নেই। জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এমপি হওয়ার জন্য। জ্যোসনা আরা বলেন, আমি দলের জন্য পরীক্ষিত কর্মী। দল আমাকে মনোনয় দিলে দেশের সার্বিক উন্নয়নে কাজ করবো।
    সংরক্ষীত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী,সাতক্ষীরা পৌর যুবলীগের সহ-সভাপতি চৌধুরী নুরজাহান মঞ্জুর। এ ব্যাপারে জানতে চাইলে নুরজাহান মজ্ঞুর জানান , স্বামীর ১৮ বছর পুলিশের চাকুরীর বয়স সীমা চাকরীর সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কাঁটিয়েছি। ২০১৩ সালে অশান্ত সাতক্ষীরায় তখন কোন পুলিশ সুপার বেশী দিন থাকতে পারেননি। সে সময় আমি আমার পুলিশ সুপার স্বামীর সঙ্গে পরিবারের সকলকে নিয়েই থেকেছি। সাতক্ষীরার সাধারণ মানুষকে সুখে ও শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য একযোগে সর্বক্ষণ কাজ করেছি। জীবনের বাকি দিনগুলো সাতক্ষীরাতেই কাঁটাবো মানুষের সেবাই নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছি।
    সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সভাপতি , সাতক্ষীরা পৌরসভার মহিলা কমিশনার ফারহা দীবা খান সাথি মাঠে নেমেছেন। তিনি দর্ঘিদিন ধরে সাতক্ষীরা পৌরসভার মহিলা কমিশনার হিসেবে মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি বলেন, এমপি হতে পারলে সাতক্ষীরার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো।
    সাতক্ষীরা জেলা পরিষদের মহিলা সদস্য, সাতক্ষীরা জজ কোটের এপিপি অ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলি। সংরকি। সংরক্ষিত আসনে তিনিও মনোনয়ন চাইবেন। নারী নেত্রী হিসেবে তার রয়েছে বেশ পরিচিতি। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর কাজ করেছেন। বাল্য বিবাহ, যৌতুকের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
    প্রসঙ্গত ১৫ জানুয়ারী থেকে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম ছাড়বেন বলে ঘোষনা করেছেন। সাতক্ষীরার আলোচিত এসব প্রর্থীরা ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেউ কেউ ঢাকায় পৌছে শুরু করেছেন লবিং।

  • প্রাক্তন মন্ত্রী এ্যাড: এম মনসুর আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান


    স্টাফ রিপোর্টার: সাবেক বস্ত্রমন্ত্রী এ্যাড: এম মনসুর আলীর ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল বাদ মাগরিব তার প্রতিষ্ঠিত হালিমা খাতুন শিশুসদন জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মো: আমিনুর রহমান। এ সময় হালিমা খাতুন শিশুসদন এর সুপার এম মুসা হাসান, মো: জাফরউল্লাহ, সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, মো: শহিদুল হোসেন বাবলু, মাহমুদ আলীসহ অত্র এলাকার মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য এ্যাড: এম মনসুর আলী ২০০৩ সালের ১৩ই জানুয়ারি খুলনা সার্জিক্যাল ক্লিনিকে হৃদযোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। হালিমা খাতুন শিশুসদন কমপ্লেক্সের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • আশাশুনিতে জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত


    আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জিও ও এনজিও প্রতিনিধিদের নিয়ে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, পিআইও সোহাগ খান, শিক্ষা অফিসার শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, দিপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, এনজিও আরআরএফ, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন, এমএমসি, ওয়ার্ল্ড ভিশন, ইডা, আইডিয়াল, অগ্রগতি সংস্থা, ডিআরআরএ, ফ্রেন্ডশীপ, সাস, সুশীলন, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, উত্তরণ, আশা, এসকেএস ফাউন্ডেশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এনজিও গুলোর বাস্তবায়িত ও বাস্তবায়নাধিক কার্যক্রম, সমস্যা, জন প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

  • তালা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সরদার মশিয়ার’র প্রচারনা শুরু

    তালা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সরদার মশিয়ার’র প্রচারনা শুরু

    #


    নিজস্ব প্রতিনিধি ॥
    তালা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উদীয়মান তরুন নেতা সরদার মশিয়ার রহমান ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। রবিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ী বারুইহাটিতে এক নির্বাচনী মতবিনিময়ের আয়োজন করেন। এসময় তিনি তার পিতা মরহুম নুর আলী সরদারের কবর জিয়ারত করে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। শিক্ষাগত যোগ্যতায় অন্যপ্রার্থীর উর্দ্ধে সদা হাস্যজ্জল, উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি, সরদার মশিয়ার রহমান বর্তমানে তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দায়িত্বে আছেন। গ্রামবাসীর সাথে মত বিনিময় কালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বলেন, ক্ষমতা নয়, আমি সেবক হতে চাই। সফল ছাত্রনেতা সরদার মশিয়ার রহমান ২০০৮-০৯ শিক্ষাবর্ষে খুলনা বিএল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চত্বর শিক্ষা এমএ(বাংলা) ডিগ্রী লাভ করেন।

  • তালায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

    তালায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা


    নিজস্ব প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালা উপজেলায় এ বছর ৪৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা ফুলের হলুদ বর্ণে বর্ণিল হয়ে উঠেছে উপজেলার মাঠ প্রান্তর। শ্রম ও অর্থ ব্যয় কম হওয়া এবং আবহওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
    তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, চলতি মৌসুমে উপজেলায় সরিষা চাষ হয়েছে ৪৬০ হেক্টর জমিতে। এবছর ভালো ফলনের জন্য টরি-৭, বারি-১৪ ও ১৫ জাতের সরিষা চাষ করেছেন শতকরা ৯৯ ভাগ কৃষক। বাকি একভাগ চাষ হয়েছে দেশি সরিষাসহ অন্যান্য জাতের। সরিষা চাষ করতে প্রধানত চারটি জিনিস প্রয়োজন হয়। এরমধ্যে রয়েছে ভালো বীজ, সার, সেচ ও যতœ।
    উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামের আব্দুল কাদের শেখ জানান, জমিতে চাষ দিয়ে বীজ বপনের উপযুক্ত হলে একবিঘা জমিতে ১৪ কেজি ইউরিয়া সার, ৮.৫ কেজি পটাশ, টিএসপি ১৮ কেজি, জিপসাম ১২.৫ কেজি, ম্যাগনেসিয়াম সালফেট ২ কেজি, জিংক সালফেট ৩.৭৫ কেজি, বরিক এসিড ৭.৭৩ কেজি ও প্রয়োজন মতো গোবর সার মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে সরিষার বীজ বপন করেন। পরে আরেকবার প্রয়োজনমতো সার ঔষুধ ও সেচ দিয়েছেন। এতে তিনি ভালো ফলনের আশা করছেন।
    তালা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস বলেন, সরিষার ফলন প্রতি বিঘায় অর্থাৎ ৩৩ শতাংশ জমিতে সাড়ে তিন থেকে সাড়ে চার মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে। কৃষকরা এবছর সরিষার বীজ বেশি চাষ করেছেন। এছাড়া তিনি উপজেলা বিভিন্ন গ্রামে ক্ষেত পরিদর্শনসহ ভালো ফলন পেতে চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।

  • শ্যামনগর উপজেলা মৎস্য আড়ৎ ব্যবসায়ী কল্যান সংঘ গঠন

    শ্যামনগর উপজেলা মৎস্য আড়ৎ ব্যবসায়ী কল্যান সংঘ গঠন


    শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলা ব্যাপি মৎস্য ব্যবসায়ী স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও জনগণের স্বার্থ রক্ষায় সঠিক নিয়মকানুন মেনে তথা দেশের সেবার মান বৃদ্ধিসহ পরিবেশ দুষনমুক্ত রেখে ব্যাবসার স্বার্থ রক্ষার জন্য উপজেলা কেন্দ্রিক ‘মৎস্য আড়ৎ ব্যবসায়ী কল্যান সংঘ’ নামীয় সমিতি গঠন করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মৎস্য আড়ৎ মালিক সমিতির সভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সুজন সরকার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ রউফ এছাড়া বিভিন্ন এলাকার মৎস্য আড়ৎ ও ডিপো মালিকগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকালের সিদ্ধান্তক্রমে এ মৎস্য আড়ৎ ব্যবসায়ী কল্যান সংঘ গঠন করা হয়েছে। উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে এ সংঘের রেজিস্ট্রেশন করা হবে, গঠনতন্ত্র তৈরি করা হবে ও মেয়াদ নির্ধারন করা হবে। এ সংঘের মুল লক্ষ্য থাকবে ব্যবসায়ীক স্বার্থ সংরক্ষণ করা, মৎস্য আইন সমূহ বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করা, রপ্তানি পন্য মাছ, চিংড়ী ও কাঁকড়ার গুনগত মান বজায় রাখা ইত্যাদি। এ মৎস্য আড়ৎ ব্যাবসায়ী কল্যান সংঘ উপজেলা ব্যপি বিভিন্ন মৎস্য আড়ৎ/ডিপো গুলি নিয়ন্ত্রন করবে। এসংঘের সদস্যরা হলেন- সভাপতি হাছিম সরদার, সহ-সভাপতি গোলাম মোস্তফা ও বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক খোকন সানা, কোষাধ্যক্ষ পরিমল সাহা (পল্টু) ও ১০ জন নির্বাহী সদস্য সহ ১৫ সদস্য বিশিষ্ট মৎস্য আড়ৎ ব্যবসায়ী কল্যান সংঘ গঠন করা হয়েছে।

  • ভুলি নাই ভুলবো না সাতক্ষীরার কথা সাতক্ষীরা: প্রেসক্লাবে সাবেক জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন

    ভুলি নাই ভুলবো না সাতক্ষীরার কথা সাতক্ষীরা: প্রেসক্লাবে সাবেক জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন


    নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরা ছেড়ে গেলেও ভুলে যাইনি এখানকার মানুষের কথা। ভুলে যাবোও না কোনোদিন। পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের কথা মনে রেখেছি। আমি সাতক্ষীরার জন্য কিছু কাজ করতে পেরেছি ভেবে এখনও তৃপ্তি বোধ করি। তবে অতৃপ্তি রয়েছে সব কাজ সম্পন্ন করতে না পারার।
    সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আকষ্মিক শুভেচ্ছা সফরে এসে এ কথা বলেন সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন সাতক্ষীরায় দিন দিন উন্নয়ন হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে সাতক্ষীরা আরও এগিয়ে যাবে। তিনি বলেন এখন সাতক্ষীরায় দরকার একটি পাবলিক বিশ^বিদ্যালয়। সরকার বিষয়টি ভাবছে জানিয়ে তিনি বলেন এখানকার শিক্ষার্থীরা একদিন নিজেদের জেলায় উচ্চ শিক্ষা লাভ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন সাতক্ষীরায় মেডিকেল কলেজ হয়েছে এটি একটি বড় অর্জন। বাইপাস সড়ক হয়েছে। মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাচ্ছে। একদিন রেল সংযোগ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় তার সহধর্মীনি সেলিনা আফরোজ ও মেয়ে বিশ^বিদ্যালয় ছাত্রী মুমতাসিন আফরোজ নীহা উপস্থিত ছিলেন।
    এর আগে যুগ্ম সচিব ও তার পরিবারের সদস্যদের স্বাগত জানান সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারন সম্পাদক আবদুল বারী। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, মোহনা টিভির আব্দুল জলিল, ডিবিসি টিভির এম জিল্লুর রহমান, বাংলাদেশ বেতারের ফারুক মাহবুবুর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ আহসানূর রহমান রাজীব প্রমূখ সাংবাদিক।
    শুভেচ্ছা মত বিনিময়কালে সাংবাদিকরা তার সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। আলোচনায় অনেক বিষয়ের মধ্যে উঠে আসে তার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা কালেকটরেট স্কুলের কথা। স্কুলটি এখন ভাল রেজাল্ট করছে জানিয়ে মত বিনিময় সভায় বলা হয় সাতক্ষীরা কালেকটরেট স্কুলটি একদিন আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হবে। আবুল কাসেম মো. মহিউদ্দিন বলেন তিনি যেখানে থাকুন সাতক্ষীরার উন্নয়নে এতোটুক অংশ নিতে পারলে খুশী হবো। তিনি আরও বলেন সাতক্ষীরার মানুষের আচরন চমৎকার। একারেণ তাদের সাথে আমার নৈকট্য গড়ে উঠেছে। এই নৈকট্য আগামিতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাতক্ষীরা প্রেসক্লাবের সুন্দরবন পিকনিক আয়োজনে তাকে পারিবারিক ভাবে নিমন্ত্রণ জানানো হলে তা তিনি সাদরে গ্রহন করেন।

  • সাতক্ষীরা পৌরসভার  পক্ষ হতে এমপি রবিকে সংবর্ধনা

    সাতক্ষীরা পৌরসভার পক্ষ হতে এমপি রবিকে সংবর্ধনা


    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার (১৪ জানুয়ারী) সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্না প্রদান করা হয়।
    সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শেখ ফিরোজ আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, মীর মোশারফ হোসেন মন্টু, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, মো. শফিকুল আলম বাবু, কাজী ফিরোজ হাসান, শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, অনিমা রাণী মন্ডল প্রমুখ। পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. শহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর প্রমুখ।

  • এম পি হওয়ার পর প্রথম পদ্মপুকুরের চেয়ারম্যান বাড়িতে

    এম পি হওয়ার পর প্রথম পদ্মপুকুরের চেয়ারম্যান বাড়িতে


    পদ্মপুকুর ইউনিয়ন বাসীর জয় বাংলা,জয় বঙ্গবন্ধু  মুখরিত। ধ্বনিতে স্বাগত হয়ে পাতাখালিতে আসেন সাতক্ষীরা ৪ আসনের  নব নির্বাচিত এম পি এস.এম জগলুল হায়দার।  সোমবার সকাল ১২ টায় তিনি পাতাখালি পৌছান। এম পি হওয়ার পর এই প্রথম তিনি পদ্মপুকুর ইউনিয়ন বাসীর সাথে দেখা করতে আসেন। এসম তিনি পাতাখালি বাজার ঘুরে চেয়ারম্যান এ্যাড.এস.এম আতাউর রহমানের বাড়িতে এলাকার সর্বস্তরের মানুষের দেখা করেন। নির্বাচনের আগ মুহুরতে ২৬ ডিসেম্বর চেয়ারম্যানের বাড়িতে ঘটে যাওয়া হামলার বিষয়ে তিনি বলেন,  যত দ্রুত সম্ভব  হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। তিনি এর  তীব্র নিন্দা জানান। তিনি  ভাংচুরের বিভিন্ন আলামত পরিদর্শন করেন। 

     সে সময় চেয়ারম্যান বাড়িতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী পরিষদের সদস্য গণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। তিনি বলেন,এম পি হওয়ার পর প্রথম বাজেটের প্রথম কাজ হবে পদ্মপুকুরে। ইউনিয়নের অসম্পূর্ণ উন্নয়ন তিনি সম্পন্ন করার আশ্বাস দেন। 

    উল্লেখ্য ২৬ ডিসেম্বার রাতে পদ্মপুকুরের পাতাখালিতে  বিকল্পধারা প্রার্থী এইচএম গোলাম রেজার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান এ্যাড.এস. এম বাড়িতে হামলা করে। বাড়ি ঘর সহ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। সেই সময় আহত হন সুজন, গফুর, কাসেম, সাজিদ ও রোকনুজ্জামানসহ পাঁচজন।

  • মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর  শোক, উপজেলা আওয়ামী লীগের  তিনদিনের কর্মসূচি। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন আজ। পরিবারের পাশে সাতক্ষীরা-৪ আসনের এমপি

    মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, উপজেলা আওয়ামী লীগের তিনদিনের কর্মসূচি। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন আজ। পরিবারের পাশে সাতক্ষীরা-৪ আসনের এমপি


    কালিগঞ্জ ব্যুরো: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী ১৪, ১৫ ও ১৬ জানুয়ারী তিনদিন ব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসেবে দলীয় কার্যালয়, উপজেলা কার্যালয়সহ সকল ইউনিয়ন কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং সকল ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাল ব্যাজ ধারণ ও শোকবইতে স্বাক্ষর। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষ থেকেও  তিন দিনের শোক কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

    উল্লেখ্য, মরহুমের বড় মেয়ে ওয়াহিদা সুলতানা শিউলী কানাডা থেকে ফেরার পর মঙ্গলবার জোহরের নামাজের পর কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে মরহুমের পরিবার পক্ষ হতে জানানো হয়েছে। এছাড়া সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলা সোহরাওয়ার্দী পার্কে ওয়াহেদুজ্জামানের মৃতদেহ রাখা হবে। সেখানে দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণ তাকে শ্রদ্ধা নিবেদন করবেন।

    বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শেখ ওয়াহেদুজ্জামান ১৯৫১ সালে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ৯ম সেক্টরে মহান স্বাধীনতা যুদ্ধে ক্যাপ্টেন নুরুল হুদার নেতৃত্বে যুদ্ধকালীন কমান্ডার হিসেবে কালিগঞ্জের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন যাবত কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। ১৯৮৪ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই পদে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

    গত রবিবার সন্ধ্যা সোয়া ৭ টার হৃদরোগে আক্রান্ত হয়ে শেখ ওয়াহেদুজ্জামান আকষ্মিকভাবে মৃত্যুবরণ করার পর রাত ১১ টায় তার মৃতদেহ সাতক্ষীরা হিমঘরে রাখা হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সুযোগ প্রদানের লক্ষে সোমবার বিকেলে মৃতদেহ শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী গাড়িতে করে কালিগঞ্জে আনা হয়। আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান এর পছন্দের স্থান হিসেবে মহৎপুর সরকারি কবরস্থানে নির্দিষ্ট স্থানে দাফনের জন্য একদিন আগেই কবর খনন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    মরহুর আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের ছেলে ইউপি চেয়ারম্যান শেখ মেহদেী হাসান সুমন তার পিতার রূহের মাগফিরাত কামনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক,
    শোক সন্তপ্ত পরিবারের পাশে সাতক্ষীরা-৪ আসনের এমপি

    কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে রবিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদের সাথে মোবাইল ফোনে কথা বলে শেখ ওয়াহেদুজ্জামানের বিষয়ে খোঁজখবর নেন। এসময় তিনি প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
    এছাড়াও গভীর শোক জানিয়েছেন সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ আংশিক-শ্যামনগর) আসনের এমপি এসএম জগলুল হায়দার। শপথ গ্রহণ শেষে ঢাকায় অবস্থানকালে এমপি এসএম জগলুল হায়দার রবিবার সন্ধ্যায় আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুর খবর জানতে পেরে রাতেই তিনি কালিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। সোমবার ভোরে তিনি কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুরে অবস্থিত শেখ ওয়াহেদুজ্জামান এর ‘কিছুক্ষণ’ নামক বাড়িতে যান। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বড় ছেলে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসানকে সান্ত¡না দেন এবং সুখে-দু:খে পরিবারটির পাশে থাকার আশ^াস প্রদান করেন।
    এদিকে রবিবার রাতে আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুর খবর জানার পরপরই তার বাড়িতে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ মরহুমের বাসভবনে যেয়ে গভীর শোক প্রকাশ করেন। উপজেলাবাসীর রাজনৈতিক অভিভাবক হিসেবে খ্যাত বর্ষিয়ান জননেতা আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে তারা আক্ষেপ প্রকাশ করেন।

  • কালিগঞ্জে ডাম্পার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ঘে আহত ৩, মটর সাইকেল আরোহীর পাঁ শরীর থেকে বিচ্ছিন্ন


    কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে যন্ত্রদানব খ্যাত ডাম্পার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়েছে এক মোটর সাইকেল আরোহীর পাঁ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে রতনপুর ইউনিয়নের কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের গেটের সামনে।
    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সাড়ে ৩ টার দিকে উপজেলার কাটুনিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিউর রহমান (২২), একই গ্রামের লুৎফর মিস্ত্রীর ছেলে রাসেল হোসেন (১৭) এবং যশোর জেলার কতোয়ালী থানার লুৎফর রহমানের ছেলে বিজু হোসেন (২২) মোটর সাইকেলযোগে পাশ্ববর্তী শ্যামনগর উপজেলার নুরনগর থেকে রতনপুর আসছিলেন। কাটুনিয়া কলেজ গেটের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা ডাম্পারের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলে থাকা বিজু হোসেনের ডান পাঁ ওই ডাম্পারের নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় অপর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
    থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় জনতা ডাম্পার ও এর চালককে আটক করে থানায় সোপর্দ করেছে বলে তিনি জানিয়েছেন।