Blog

  • সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদন ও মেধা বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আফজাল হোসেন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবই ও শ্রেণি কক্ষে আবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে পড়া-লেখার পাশাপাশি সাংস্কৃতিক, সাহিত্যচর্চা, খেলাধুলা ও শারীরিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের লেখা-পড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করতে হবে। সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুল এ জেলার শিক্ষাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে প্রধান শিক্ষক রফিকুল হাসানসহ শিক্ষকমন্ডলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। স্কুলটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আগামী দিনেও এ ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সাহিত্যিক তৃপ্তি মোহন মল্লিক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মো. সিরাজুল ইসলাম, গীতা পাঠ করেন রিনা রানী রায়। এসময় সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মিসেস রাফিজা খাতুন ও বৈদ্যনাথ কুন্ডু।

  • সাতক্ষীরার ৪টি আসনে নব নির্বাচিত এমপিদের নাগরিক সংবর্ধনা আজ

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ৪টি আসনে নব নির্বাচিত এমপিদের নাগরিক সংবর্ধনা আজ ২৫ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা ১৪দলের আয়োজনে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা জেলা ১৪ দলের আহবায়ক মুনসুর আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, এম এল এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তরিকুল ইসলাম। কর্মসূচির সমন্বয়কারী হিসেবে থাকবেন জেলা ১৪ দল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. ফাহিমুল হক কিসলু। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ১৪দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আশেক-এ-এলাহী।

  • ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনায় ফুল ও ভালবাসায় সিক্ত করলেন এমপি রবিকে

    ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনায় ফুল ও ভালবাসায় সিক্ত করলেন এমপি রবিকে

    নিজস্ব প্রতিনিধি: ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মীর মোস্তাক আহমেদ রবি এমপির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদরের গাভা এ.কে.এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৪ নং ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘আপনাদের শ্রদ্ধা ও ভালবাসায় আমি সিক্ত। আবারও আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আপনাদের শ্রদ্ধা ও ভালবাসার মর্যাদা আমি রাখবো। আপনাদের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে রুপ দেওয়ার চেষ্টা করবো।’ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান মোশা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, গাভা কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহছান হাবিব অয়ন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, ইউপি সদস্য মহাদেব ঘোষ, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান।

  • শ্যামনগরে জবর দখলকারীর ধরালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ স্বামী ও স্ত্রী গুরুতর আহত

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে প্রভাবশালী জবর দখলকারীদের দা ও লাঠির আঘাতে ৬৫ বছরের বৃদ্ধ নহর আলী ও ৫৫ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন (স্বামী-স্ত্রী) গুরুতর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাসূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শাপখালী গ্রামের নওশাদ আলী কয়ালের পুত্র প্রভাবশালী রফিকুল ইসলাম (নেদা), জানুর আলী ও শফিকুল ইসলাম, হোসেন আলীর পুত্র মিকাইল হোসেন, মোরশেদ আলীর পুত্র মিজানুর রহমান বুধবার সকাল ১০ টায় জোরপূর্বক একই গ্রামের মৃত মফেজউদ্দীন কয়ালের পুত্র নহর আলী কয়ালের পুকুরে মাছ ধরতে যায়। এসময় বৃদ্ধ নহর আলী ও তার স্ত্রী আনোয়ারা খাতুন বাধা দিতে গেলে জবর দখলকারীরা দা ও লাঠি দিয়ে তাদের মারপিঠ করে গুরুতর আহত করে। আহত বৃদ্ধ স্বামী-স্ত্রী শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

  • শ্যামনগরে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তরের কার্যক্রম


    শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত কমিউনিটি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা উন্নয়নকল্পে সরকারী উদ্যোগে স্থানীয় সরকারের পাশাপাশি বিগত এক বছর ধরে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগীতায় কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর।
    রুপান্তর সংস্থা বিগত বছরে তাদের কর্মকান্ড সমূহ বিস্তারিত জানতে চাইলে প্রকল্প ব্যবস্থাপন জনাব, সৈয়দ আসাদুল হক ও রুপান্তরের ইউএস মোঃ শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশ তথা দক্ষিনাঞ্চলের সব থেকে বড় উপজেলা শ্যামনগর। উপকূলের একেবারে কাছাকাছি হওয়ায় এই উপজেলায় দীর্ঘ দিন ধরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সেই সাথে দূর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এই উপজেলার সুবিধাবঞ্চিত জনগনের জন্য ওয়াশ বরাদ্দ বড়ই অপ্রতুল। দরিদ্র সুবিধাবঞ্চিত কমিউনিটি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা উন্নয়নকল্পে সরকারী উদ্দোগে স্থানীয় সরকারের পাশাপাশি বিগত এক বছর ধরে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগীতায় কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর। এরই মধ্যে এই উপজেলার ১২ টিইউনিয়নের বিভিন্ন কমিউনিটিতে ও শিক্ষা প্রতিষ্ঠানে ২৪টি নিরাপদ পানির স্থাপনা স্থাপন ও মেরামত করা হয়েছে যার আওতায় প্রায় ১৪ হাজার উপকারভোগী নিরাপদ পানি পাচ্ছে। নিরাপদ পানি সংগ্রহের জন্য রয়েছে আলাদা করে পানি সংগ্রহের স্থান। এসকল কাজের পাশাপাশি নারী উদ্যোক্তাদের সাবলম্বী করার উদ্দেশ্যে ব্যবসায়িক ভিত্তিতে ২ টিরিভার্স ওসমোসিস (নিরাপদ পানির স্থাপনা) তৈরির কাজ চলমান রয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬টি উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করেছে যার আওতায় প্রায় ৮ হাজার শিক্ষার্থী উন্নত স্যানিটেশন ব্যবস্থার সুবিধা পাচ্ছে। এই স্থাপনাগুলোতে মেয়েদের জন্য রয়েছে উন্নত মাসিক স্বাস্থ্য ব্যাবস্থাপনার সুবিধা যে কারণে ছাত্রীরা তাদের মাসিক চলাকালীন সময়েও স্কুলে আসছে। প্রতিটি স্থাপনায় আছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ওয়াশ স্থাপনাগুলো রক্ষনাবেক্ষন করার জন্য আছে ব্যবস্থাপনা কমিটি ও কেয়াটেকার। প্রতিটি কাজেই কমিউনিটি ও স্থানীয় সরকারের সমপৃক্ততা রয়েছে। স্থাপনাগুলো সত্যি মনোমুগ্ধকর ও চমৎকার এবং এর ভবিষৎ রক্ষানাবেক্ষনের জন্য কমিউনিটি ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করেছে। একই সাথে প্রায় ৫ হাজার কমিউনিটি জনগণেকে ও ৯০০০ স্কুল শিক্ষার্থীকে হাইজিন বিষয়ে সচেতন করেছে। ওয়াশ বিয়য়ে সক্ষমতা বৃদ্ধির জন্য কমিউনিটি ও স্টেকহোল্ডারদের প্রশিক্ষনও প্রদান করা হয়েছে। স্থানীয় কয়েকজন উপকারভোগীদের সাথে কথা বলে জানা যায় এই সেবা গুলোর মাধ্যমে তাদের ওয়াশ বিষয়ক মৌলিক চাহিদার অনেকটাই নিশ্চিত হয়েছে। তারা আরো বলেন নিরাপদ পানি ব্যবহার করার কারনে বর্তমানে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদূর্ভাব কম দেখা দিচ্ছে। পরিশেষে তারা এই স্থাপনা গুলোর রক্ষনাবেক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার প্রতিশ্রুতি ব্যাক্ত করে ওয়াটার এইড ও রূপান্তকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।

  • তাতালা মহিলা কলেজের সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জানুয়ারি

    তালা প্রতিনিধি: তালা মহিলা ডিগ্রী কলেজের পক্ষে স্থানীয় নবনির্বাচিত সাংসদ ও ২০১৮ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও চলতি বছরের ক্রীড়া-সাংষ্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
    কলেজ প্রশাসন জানায়,তারা সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা দিতে ঐদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। একই দিন তারা গত বছর তাদের কলেজ থেকে ১১ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তাদেরকেও সম্মাননা জানানো হবে। এছাড়া বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হবে। বৃহস্পতিবার সকালে প্রতিযোগীতার শুভ উদ্ভোধন করেন,কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান। এছাড়া রবিবার (২৭ জানুয়ারী) সকালে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য আয়োজনের সভাপতিত্ব করবেন,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়াআফরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকবেন নব নির্বাচিত সাংসদ এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। প্রতিষ্ঠান প্রশাসন সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করার জন্য জনপদের সকলকে আহ্বান জানিয়েছেন।

  • আশাশুনিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ ক ম আলাউল হক। সহকারী শিক্ষক রসময় কুমারের পরচালনায় অন্যান্যের মধ্যে ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান, গোলাম রসুল বেগ, আশরাফ উদ্দীন মালী, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, শিক্ষক মাওঃ আফছার আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং ৯ম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা স্কুলের ৯৬জন বিদায়ী শিক্ষার্থীদেরকে ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়ক শিক্ষক নজরুল ইসলাম ও অসিম কুমার মন্ডল।

  • সাতক্ষীরা প্রেসক্লাবে বিনাপ্রতিদ্বীতায় আবু আহমেদ সভাপতি, বাপী সম্পাদক নির্বাচিত


    সাতক্ষীরা প্রেসক্লাবে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় আবু আহমেদ সভাপতি, বাপী সম্পাদক নির্বাচিত

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের ২০১৮-২০১৯ বার্ষিক নির্বাচনে নি¤েœাক্ত প্রার্থীদের তাঁদের স্ব-স্ব পদের বিপরীতে বিনা প্রতিদ্ব›দ্বীতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন এ ঘাষণা দেন।
    এতে অধ্যাপক আবু আহমেদ সভাপতি, অধ্যক্ষ আশেক-ই-এলাহী সহ-সভাপতি, মমতাজ আহমেদ বাপী সাধারণ সম্পাদক, মো. আব্দুস সামাদ যুগ্ম-সাধারণ সম্পাদক, এম. শাহীন গোলদার সাংগঠনিক সম্পাদক, মোশাররফ হোসেন অর্থ সম্পাদক, ইব্রাহিম খলিল দপ্তর সম্পাদক ও সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও জি.এম আদম শফিউল্লা কে নির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
    সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন ২০১৮-১৯ এর নির্বাচন কমিশনার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন, সদস্য জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক ও জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবির এসময় উপস্থিত ছিলেন।

  • Untitled post 4907

    কলারোয়া গার্লস হাইস্কুলে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান : প্রধান অতিথি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

    কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের আয়োজনে ২০১৯ সালের ৬ষ্ট শ্রেণীতে ৩২০জন ভর্ত্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুর ২টার সময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আল-হাজ্জ শেখ আমজাত হোসেনের সভাপতিত্বে স্কুলের চত্বরে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ নেন।এসময় তিনি স্কুলের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ”ওরে নবীন ওরে কাচাঁ, তোরা আধ মোরাদের গাঁ মেরে বাচাঁ”। তোমরা হলে এদেশের নারী জাগারনের অগ্রদূত। তোমাদের জন্য জাতি আজ অপেক্ষা করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আরাফাত হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহওনেয়াজ,পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র ও প্রধান শিক্ষক মনিরুজ্জমান বুলবুল,জেলাপরিষদের নারী সদস্য রোকেয়া মোসলেম উদ্দীন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা,সাংগঠনিক সৈয়দ আলী গাজী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃহামিদ, কলারোয়া রির্পোটাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ বাংলাদেশ ওয়ার্কাস পাটির কলারোয়া উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যপক আবুল খায়ের।এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন হাইস্কুলে ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন,পৌরসভা কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ,উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ¡ সুধীজন,শিক্ষার্থীদের অভিভাবক ,স্কুলের সহকারী শিক্ষকরা ও শিক্ষার্থীরা প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জমান বিপ্লব ও সহকারী শিক্ষক মাহফুজুর রহমান(মাফুজ)।এছাড়া এ উপলক্ষে পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন স্কুলের শিক্ষার্থীরা।

  • পৌরসভার মোবাইল সেবা অ্যাপ ওয়ান সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

    পৌরসভার মোবাইল সেবা অ্যাপ ওয়ান সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

    সংবাদ দাতা: সাতক্ষীরা পৌরসভার মোবাইল সেবা অ্যাপ ওয়ান সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় পৌরসভার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র তাজকিন আহমেদ চিশতি। আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা প্রাকটিকাল অ্যাকশন এর বাস্থবায়নে মোবাইল কোম্পানি রবি এর কারিগরি সহযোগিতায় পৌরসভার সেবা বিষয়ক ডিজিটাল প্লাটফর্ম ওয়ান সার্ভিস অ্যাপ চালু করা হয়। এই সার্ভিসের মাধ্যমে পানির বিল, পৌর কর, ড্রেন ও পানির পরিষেবা , পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক লাইন পরিষেবা, ইলেক্টিক যন্ত্র সার্ভিসিং সেবা পেতে লাইনে দাঁড়াতে হবে না। সুবিধামত সময়ে ঝামেলা ছাড়াই পৌরবিল দিতে পারবেন, দ্রুততম সময়ে নির্ভূল ও নিরাপদভাবে গৃহস্থলির বিভিন্ন পরিষেবা পাবেন। পৌরসভার সকল সেবা সম্পর্কে গ্রাহকের তথ্য ও মতামত এবং চাহিদা সহজে জানাতে পারবেনা। পৌর যে কোন বিল সংক্্রান্ত বার্তা গ্রাহকের মোবাইলে পৌছে যাবে। ফলে পৌরসভা ও নাগরিকের সাথে সেতুবন্ধন হবে। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাকটিকাল অ্যাকশন এর প্রোগ্রাম বাস্থবায়ন বিভাগের প্রধান হোসেন ইসরাত আবিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সৈয়দ মাহামুদ পাপা, শেখ শফিক উদ দ্দৌলা সাগর, আব্দুস সেলিম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, অনিমা রানি মন্ডল, সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রাকটিক্যাল একশানের কারিগরি সমন্বয়ক সাইফ মঞ্জুর, সফটওয়্যাল এলালিস্ট তানজিম উর রহমান ইসতি, প্রোজেক্ট কো-অডিনেটর আরিফ রায়হান ও রবি’র কর্মকর্তা সৈয়দ আজরাফ জামানসহ পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • ৬ মাসে ৫ বার সাতক্ষীরা জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান

    ৬ মাসে ৫ বার সাতক্ষীরা জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান


    নিজস্ব প্রতিবেদক :
    মাত্র ৬ মাসে ৫ বার সাতক্ষীরা জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি)হিসাবে চৌকশ পুলিশের সন্মাননা পেয়েছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান।
    রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
    অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান। সহকারী পুলিশ সুপার হেড কোয়াটার্স সার্কেল মো:হুমায়ুন কবিরের সঞ্চালনায় অপরাধ সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার প্রমূখ।
    সভায় ডিসেম্বর ২০১৮ মাসের ৮টি থানার ইনচার্জ সহ পুলিশ অফিসার দের কার্যক্রম মূল্যায়ন করা হয়। এসময় আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তথা রেকর্ডব্রেক মাদক উদ্ধার,রেকর্ড ব্রেক অস্ত্র উদ্ধার,রেকর্ডব্রেক পরিমান নাশকতা মামলার আসামি গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত আসামি আটক করে জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি)হিসাবে চৌকশ পুলিশের সন্মাননা অধিকার করেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমান।
    উল্লেখ্য: ওসি মোস্তাফিজুর রহমান যোগাদনের পর থেকে ৬ মাসে ৫ বার জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সন্মাননা পেলেন।

  • পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এর অভয়ারন্য এলাকা থেকে ৬ কাকড়া শিকারী আটক


    সুকুমুর চক্রবর্তি,শ্যামনগর প্রতিনিধি (সাতক্ষীরা)ঃ গতকাল রেঞ্জ এর বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিসার কে এম কবির উদ্দীন সংঙ্গীয় বন কর্মিদের সাথে নিয়ে সুন্দরবন সাগর সংলগ্ন অভয়ারন্য এলাকা মান্দার বাড়িয়া থেকে নিশিদ্ধ সময়ে কাকড়া ধরার সময় খুলনা জেলার দাকোপ, কালাবগি এলাকার ৬ জনকে গ্রেফতার করেছে। স্টেশন অফিসার কে এম কবির উদ্দীন জানান, নিয়মিত টহলের সময় সাগর সংলগ্ন বাহির মান্দার বাড়িয়া খাল থেকে আসামিদের ব্যাবহৃত দুইটি নৌকা ও একটি ইনজিন চালিত ট্রলার সহ ৬ জনকে আটক করেন। তিনি আরো জানান, বন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

  • তালার সন্ত্রাসী আব্দুর রব’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

    তালার সন্ত্রাসী আব্দুর রব’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে গ্রামবাসীর সংবাদ সম্মেলন


    সাতক্ষীরার তালা উপজেলার শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি আব্দুর রবের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হাজরাকাটি গ্রামের মুনছুর গাজীসহ কয়েকজন গ্রামবাসী।
    গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্যে মুনছুর গাজী বলেন, একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামি তালা উপজেলার আব্দুল ওহাব সরদারের ছেলে শীর্ষ সন্ত্রাসী আব্দুর রব আবারো বেপরোয়া হয়ে উঠেছে। অল্প বয়সে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টিতে নাম লিখিয়ে একপর্যায় অঞ্চল প্রধানের দায়িত্ব পান। শুরু করেন অস্ত্র-বোমাবাজি, হামলা, দখলসহ নানা ধরনের অপকর্ম। হাজরাকাটি গ্রামের ইছারুদ্দিন মোড়লকে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেন। হাজরাকাটি বাজারে গ্রামীণ ফোনের টাওয়ার নির্মাণের সময় এক শ্রমকিকে ধরে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেন। ১৯৯৯ সালে রইচ মিস্ত্রির মালিকানাধিন হাজরাকাটি-কাঠবুনিয়ার এক হাজার বিঘা জমির ঘের দখল করে নেয় আব্দুর রব। ২০১৪ সালে হাজারাকাটি এলাকার ১২০ বিঘার নলবুনিয়া মাছের ঘের বোমাবাজি করে দখল করে নেয়। অস্ত্রের মুখে জিম্মি করে মোকছেদ শেখের এক বিঘা জোর পূর্বক রেজিস্ট্রি করে নেয়। এছাড়া ঠিকাদারের কাছে চাঁদা দাবি, শালিশের নামে অন্যের জমি নিজের নামে লিখে নিয়ে আর ফেরত না দেয়াসহ নানাবিধ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এভাবে সে এলাকার বহু মানুষের জমি লিখে নিয়ে নিজে মালিক হয়েছেন। তার অত্যাচারে নিরব কান্না এখন সাধারণ মানুষের মধ্যে। শালিশের নামে প্রতিনিয়ত মানুষকে হয়রানি করে চলেছে সে। কেউ তার অপকর্মের প্রতিবাদ করলেই নানা ধরনের হয়রানি ও হামলার শিকার হতে হয়েছে তাকে। এলাকার দিনমজুর থেকে শুরু করে সকলের কাছে আতংকিত একটি নাম হচ্ছে আব্দুর রব।
    গ্রামবাসী আরো জানান, ২০০১ সালে আব্দুর রব অস্ত্রসহ তালা থানা পুলিশের হাতে গ্রেফতার হন। পরে এই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিয়ে ছাড়া পেয়ে যায়। এলাকায় এসে সে আরো বেপরোয়া হয়ে উঠে। আমাকেসহ এলাকার বহু লোককে প্রকাশ্যে হত্যার হহুমকি দেয় আব্দুর রব। এসব ঘটনায় তালা থানায় তার বিরুদ্ধে একাধক সাধারণ ডায়েরি ও করা হয়েছে। তার অত্যাচারের মাত্রা সাধারণ মানুষের সহ্যক্ষমতার বাইরে চলে গেছে। এক্ষুনি তাকে নিয়ন্ত্রন করা না হলে শত শথ নিরিহ মানুষকে এলঅকা ছাড়তে হবে। তারা শীর্ষ সন্ত্রাসী আব্দুর রবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাহারুল, লুৎফার, জালাল শেখ, শেখ তুহিন প্রমূখ।

  • প্রতিবছর ১১ হাজার আত্মহত্যা : সাতক্ষীরা প্রেসক্লাবে তথ্য প্রকাশ

    প্রতিবছর ১১ হাজার আত্মহত্যা : সাতক্ষীরা প্রেসক্লাবে তথ্য প্রকাশ


    বাংলাদেশে প্রতি বছর ১১ হাজার আত্মহত্যার ঘটনা ঘটছে। এই হিসাবে বছরে প্রতি জেলায় গড়ে ১৭২ জন তাদের জীবন স্বেচ্ছায় বিসর্জন দিচ্ছে। জাপানে এক সময় আত্মহত্যার ঘটনা ঘটতো খুব বেশি। গত দশ বছরে সে সংখ্যা কমে গেলেও বাংলাদেশে এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
    রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য প্রকাশ করেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ঢাকা বিশ^দ্যিালয়ের সহকারি অধ্যাপক মো. সেলিম চৌধুরী। তিনি বলেন এই প্রবণতা থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করার তাগিদ এসেছে। বাংলাদেশে জেনেটিক হারে আত্মহত্যা বেড়েই চলেছে উল্লেখ করে তিনি বলেন এই প্রবণতা রোধে বিভিন্ন কৌশল ও পরিকল্পনা গ্রহন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ‘অনীকদের জন্য উদ্যোগ’ শীর্ষক একটি সংগঠনের আহবায়ক এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী। তিনি তথ্য উপাত্ত তুলে ধরে বলেন গত ২০১৮ সালে সাতক্ষীরা জেলায় ৩৬৭ টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এই হিসাবে এই জেলায় দৈনিক একজনের অপমৃত্যু ঘটছে। আত্মহননকারীদের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এই তালিকায় রয়েছে বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষ।
    সংবাদ সম্মেলনে বলা হয় কেনো এতো আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা দরকার। অভিভাবকের আচরন , শিক্ষা ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম, লিঙ্গ বৈষম্য, সামাজিক অবক্ষয় নাকি অন্য কিছু তা তলিয়ে দেখার ওপর গুরুত্ব আরোপ করে বলা হয় এর থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে। আমাদের শিশুরা নানা কারণে বিষন্নতা ও আশাহীনতায় ভোগে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় শিশু কিশোররা মাদকের দিকে ঝুঁকছে কিনা তা দেখতে হবে। এ প্রসঙ্গে তারা আরও বলেন শিশুর মেধা বিকাশের স্বাভাবিক সুযোগ দিতে হবে। চাপ প্রয়োগ করে তার কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক নয়। এ ধরনের সাতটি প্রস্তাবও তুলে ধরা হয়।
    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন আত্মহত্যায় পুত্রহারা বাবা তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমূখ।
    আত্মহত্যা প্রবণতা রোধে করনীয় শীর্ষক এক কর্মশালার উল্লেখ করে আয়োজকরা বলেন ‘অনীকদের জন্য উদ্যোগ’ নামের একটি প্লাটফরম গঠন করা হয়েছে । এর মাধ্যমে আত্মহত্যার প্রবণতা রোধে কাজ করা হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

  • শ্যামনগরে আসামী কর্তৃক মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি কামনা


    শ্যামনগর ব্যুরো ঃ এলাকা সুধী মহাল সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্যামনগর উপজেলার ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নের একমাত্র নৌকার প্রচারক বংশীপুর গ্রামের মৃত দরবার গাজীর পুত্র মোহাম্মদ আলী। সে ডকুমেন্টধারী একজন আওয়ামীলীগ কর্মী। তার উপরে বিভিন্ন নির্যাতন ও জুলুম করায় বিভিন্ন মামলার আসামীরা মোহাম্মদ আলীকে সব সময় ক্ষতি করে আসছে। ২৯/১২/১৮ তারিখ বংশীপুর এলাকায় মোহাম্মদ আলীর নৌকার প্রচার মাইক সহ প্রচার অফিস ভাংচুর করে ৫০ হাজার টাকার মালামাল ক্ষতি করে। তারা ১৩/০৫/১৮ তারিখ নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা নং ৪৪৫/১৮ ও পারিবারিক আদালতে মামলা নং ৫০/১৮ এর আসামী। আসামীরা হলো- হালিম, আমির আলী ও সালাম সহ ৬ জন। এদের নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকা স্বর্তেও আক্রোশমুলক আসামীরা বাদী পক্ষকে দা, লাঠি সহ মারতে উর্দত হয় ও বিভিন্ন হুমকি দেয় এবং থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করায় ১৬/১০/১৮ তারিখ বাদী পক্ষ সহকারি পুলিশ সুপারের নিকট অভিযোগ করে। সহকারি পুলিশ সুপার ব্যবস্থা গ্রহনের জন্য ১১/১১/১৮ তারিখ ১১৪২ নং স্মারকে থানায় পাঠায়। এঘটনায় বাদী পক্ষ মোহাম্মদ আলী ও তার দুই কন্যা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। ছবি সহ বিভিন্ন পত্রিকায় এ খবর প্রকাশ হয়। এরপরেও থানায় কোন ব্যবস্থা না নেওয়ায় নিরুপায় হয়ে বাদীপক্ষ পুলিশ সুপার সাতক্ষীরা বরাবর দরখাস্ত করে। আসামীরা পুলিশকে ভুল বুঝিয়ে নাশকতা মামলার ১৫৪ নং চার্জশিটে বাদী পক্ষের নাম দেওয়া সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে হয়রানি করায় এঘটনাও বাদী পক্ষ পুলিশ সুপার সাতক্ষীরা নিকট দরখাস্ত করে। পুলিশ সুপার সার্কেল সাহেব কে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন। সার্কেল সাহেব ৭/১২/১৮ তারিখ ৯৬৫ নং স্মরকে থানায় পাঠায়। এসব সত্য দরখাস্ত থাকা স্বর্ত্বেও থানা কোন ব্যবস্থা না নিয়ে ১০/১/১৯ তারিখ আসামীদের নিকট থেকে মিথ্যা দরখাস্ত নিয়ে পুলিশ বাদী পক্ষ মোহাম্মদ আলীর কন্যা মরিয়ম ও সুমাইয়াকে থানায় ডেকে শুনানী কালে বাদী পক্ষ বলে আসামীদের নামে আদালতে মামলা আছে। একথা বলায় পুলিশের সামনে আসামীরা বাদী মরিয়ম, সুমাইয়া ও তার মাকে বেপরোয়া মারপিঠ করে গুরুতর আহত করে। বাদী পক্ষ শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়। এঘটনা ১১ ও ১২ জানুয়ারী ২ দিন ধরে বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়। আরও জানা যায়, বাদী পক্ষ মোহাম্মদ আলী ও তার মেয়েদের নামে আসামীরা অশ্লীল কথা রটিয়ে সমাজে তাদের হেয় প্রতিপন্ন করে। এরা ২০০১ সাল হতে ২০০৪ সাল পর্যন্ত মোহাম্মদ আলীর বাড়ি ঘর ভাংচুর করে ক্ষয়ক্ষতি করে। মোহাম্মদ আলীর রান্না ভাত-তরকারি ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় এবং তারা মোহাম্মদ আলীর রেকর্ডভুক্ত জমি দখলকারী ব্যক্তি হইতেছে। এর পরেও আসামীরা মোহাম্মদ আলী ও তার পরিবারকে খুন জখম ও থানায় মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের পায়তারা করছে। আসামীদের এসকল অত্যাচার থেকে রক্ষা পেতে বাদী পক্ষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

  • রোববার ২০ জানুয়ারি দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আত্মহত্যার প্রবনতা বিষয়ে সংবাদ সম্মেলন

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় আত্মহত্যার ঘটনা ভয়াবহ আকারে বৃদ্ধি
    পাচ্ছে। এর শিকার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও সমাজের বিভিন্ন
    শ্রেণির নারী ও পুরুষ।
    এই ভয়াবহ অবস্থা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় তা নিয়ে আজ রোববার ২০
    জানুয়ারি  দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন
    করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রখ্যাত মনোবিজ্ঞানী ঢাকা
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সেলিম চৌধুরী । এতে উপস্থিত থেকে
    অভিব্যক্তি প্রকাশ করবেন  তালা কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট
    মুস্তফা লুৎফুল্লাহ ও তার সহধর্মিনী প্রধান শিক্ষক নাসরিন খান লিপি।

  • সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন-২০১৮-১৯ ১৩ টি পদের বিপরীতে ১৩ টি মনোনয়ন পত্র দাখিল




    সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনের  মনোনয়ন
    পত্র দাখিলের শেষ দিনে শনিবার (১৯ জানুয়ারী) ১৩টি পদের বিপরীতে ১৩টি
    মনোনয়নপত্র জমা পড়েছে।
    নির্বাচন কমিশনার মোশারেফ হোসাইন জানান, সভাপতি পদে ১ জন, অধ্যাপক আবু
    আহমেদ, সহ-সভাপতি পদে ১ জন, অধ্যক্ষ আশেক-ই- এলাহী, সাধারণ সম্পাদক পদে ১
    জন, মমতাজ আহমেদ বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, মো. আব্দুস সামাদ,
    সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, এম শাহীন গোলদার, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া
    সম্পাদক পদে ১ জন, আমিনা বিলকিস ময়না, অর্থ সম্পাদক পদে ১ জন, মোশাররফ
    হোসেন, দপ্তর সম্পাদক পদে ১ জন ইব্রাহিম খলিল, ও  ৫টি নির্বাহী সদস্যের
    বিপরীতে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।  মনোনয়নপত্র দাখিলকারি নির্বাহী
    সদস্যরা  হলেন, এম. জিললুর রহমান, সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব
    হোসেন, ও জি.এম আদম শফিউল্লাহ।
    মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার সাতক্ষীরা জেলা
    প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
    মোশারেফ হোসাইন, নির্বাচন কমিশন সদস্য জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক
    ও জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবির।

  • স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের ফুলেল শুভেচ্ছা

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের ফুলেল শুভেচ্ছা


    সংবাদ বিজ্ঞপ্তি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। শনিবার সকালে মন্ত্রী’র ঢাকাস্থ সরকারি কোয়াটারে উপস্থিত হয়ে চেয়ারম্যান ডালিম এ শুভেচ্ছা জানান। এসময় চেয়ারম্যান ডালিমের সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।