Blog

  • সাতক্ষীরায় কাস্টমস দিবস পালন


    বর্নাঢ্য র‌্যালি,সেমিনার ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস।
    শনিবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় র‌্যালি। এতে অংশ নেন কাস্টমস কর্মকর্তা , সিঅ্যান্ড এফ অ্যাসোসিয়েশন কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
    পরে আলোচনা সভায় অংশ নেন কাস্টমস কমিশনার মো. মোস্তাক আলি, সহকারি কমিশনার মনিরুল হক সরকার, ডেপুটি কমিশনার সুমন দাস, উপপরিচালক রেজাউল ইসলাম, সিঅ্যান্ড এফ সভাপতি ও সম্পাদক যথাক্রমে এইচএম আরাফাত হোসেন ও মোস্তাফিজুর রহমান নাসিম, ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজি প্রমূখ।

  • আশাশুনিতে সরকারী নিময়নীতির তোয়াক্কা না করে ইটের পাজা নির্মান ॥ থানায় অভিযোগ দায়ের

    আশাশুনিতে সরকারী নিময়নীতির তোয়াক্কা না করে ইটের পাজা নির্মান ॥ থানায় অভিযোগ দায়ের


    আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দলে সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে পরিবেশ নষ্ট করে জনবসতি এলাকার মধ্যে ইটের পাজা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ইট পাজার ধোয়ায় পরিবেশ নষ্ট হওয়ায় পাজা মালিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আরমান আলী সানার ছেলে মুনছুর আলী সানা ও তার দুই ছেলে মফিজুল ইসলাম ও সিরাজুল ইসলাম সানা সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে গায়ের জোরে ইটে পাজা নির্মান করে বে-আইন ভাবে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইট পাজায় আগুন জ্বালানোর জন্য কাঠের যোগান দিতে লোকালয়ের ছোট-বড় গাছ কর্তন হচ্ছে বলে জানাগেছে। পাজার আগুনের তাপে প্রতিবেশী মৃত কওছার আলী সানার ছেলে কামরুল ইসলামের সিমানার ৬টি চারা গাছের মাথা পুড়ে যাওয়া সহ প্রায় বিশ হাজার টাকার মূল্যের ১০টি শিশুগাছ আগুনে পুড়ে যায়। জনবসতি এলাকার মধ্যে ইটের পাজা নির্মানের প্রতিবাদ করায় পাজা মালিক মুনছুর আলী সানা তার দুই ছেলে প্রতিবেশী কামরুল ইসলাম ও স্ত্রী সেলিনা খাতুনকে লোহার রড দিয়ে মারধর করতে ছুটে যায়। এব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নেওয়া হবে। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত মুনছুর আলীর ভাই শামছুর রহমান সানাও তার বাড়ীর মধ্যে একটি ইটের পাজা নির্মানের কাজ প্রায় সম্পন্ন করেছেন। এমন জনবসতিপূর্ণ এলাকা থেকে ইটের পাজা গুলি অপসারণের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

  • শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও তৃণমূল নেতৃবৃন্দের সাথে এম,পি জগলুল হায়দারের শুভেচ্ছা ও মতবিনিময়

    শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও তৃণমূল নেতৃবৃন্দের সাথে এম,পি জগলুল হায়দারের শুভেচ্ছা ও মতবিনিময়


    শ্যামনগর ব্যুরো: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন এম,পি জগলুল হায়দার। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অসীম কুমার জোয়াদ্দারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম,পি জগলুল হায়দার। অন্যন্যদের মধ্যে উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু অসীম কুমার মৃধা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি সদর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাডঃ আতাউর রহমান, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি জি, এম আকবর কবীর সহ উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ মত বিনিময় সভায় খোলশা বক্তব্য দেন। সভায় আগামী ৫ম উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চেয়ারম্যান পদে এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, বাবু অসীম কুমার জোয়াদ্দার ও বাবু অসীম কুমার মৃধা এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং মহিলা দেলোয়ারা খাতুনের নাম গ্রহনে নীতিগতভাবে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  • ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের অভিনন্দন


    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু আহম্মদে, সাধারণ সম্পাদক মমতাজ আহম্মদে বাপ্পীসহ নব নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন, সভাপতি তৌহিদুল হক তৌহিদ, সিনিয়র সহ সভাপতি এমএম আব্দুর রউফ, সহ সভাপতি নাজমুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, অর্থ সম্পাদক হাফেজ জিএম আব্বাস উদ্দীন, সাহিত্য বিষয়ক সম্পাদক ডা: সফিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক শুভাঙ্কর ঘোষ, দপ্তর সম্পাদক আবিদ হোসেন, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম রঞ্জু, সাইফুল ইসলাম, সালাউদ্দিন সুমন, তামান্না আনজুমান, মামুনুর রশিদ, মাসুম বিল্লাহ, রাশেদুজ্জামান শামীম, শরিফুজ্জামান সোহাগ।

  • শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে সংবর্ধনা

    শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে সংবর্ধনা


    শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) বিকালে সদরের শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘গ্রাম হবে শহর। বাংলাদেশ আওয়ামীলীগের মেঘা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের চেহারা পাল্টে যাবে। নৌকার বিজয় মানে মহান স্বাধীনতার শক্তি আওয়ামীলীগের বিজয়। আপনারা মুল্যবান ভোট দিয়েছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা নিয়ে আধুনিক সাতক্ষীরা উপহার দেবো। আওয়ামীলীগ কথায় নয় কাজে বিশ^াসী।’
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা গোপাল ঘোষাল, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ। এসময় শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি ও মো. নজরুল ইসলাম।

  • শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে এড. এএফএম এন্তাজ আলীর মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা

    শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে এড. এএফএম এন্তাজ আলীর মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা


    নিজস্ব প্রতিবেদক ঃ
    সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলীর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর ও ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি নুরুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদস্য কামরুল ইসলাম, সবুর খান, মোস্তাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, পৌর তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম গাজী, সহ- যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন বিশ^াস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী মহসিন মোল্ল্যা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেঃ রিয়াছাত আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, সহ- যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সহ-সাংগঠনিক তৈয়েবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, প্রয়াত নেতা সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলী ছিলেন সাতক্ষীরার গর্ব। তিনি আজীবন সাতক্ষীরার মাটি ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন আমাদের আদর্শের প্রতিক। তিনি কখনও দুর্ণীতির সাথে আপোষ করেন নি, প্রতিবাদী নেতা হিসেবে সাতক্ষীরার মানুষের কাছে সুপরিচিত ছিলেন।

  • পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত

    পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত

    “পুলিশ সেবা সপ্তাহ”-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে উক্ত প্রেসব্রিফিংটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রেসব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপÍ পুলিশ সুপার ) মোঃ ইলতুৎমিশ, বিশেষ শাখার পরিদর্শক আজম খান প্রমুখ।

    পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রেসব্রিফিং এ জানান, ২৭ জানুয়ারী হতে আগামী ২ ফেব্রুয়ারী-২০১৯ পর্যন্ত দেশব্যাপী পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় পুলিশ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ ২৭ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০ টায় শহরের খুলনা রোড মোড় থেকে পুলিশের সকল ইউনিটের সদস্য এবং জেলার সর্বস্তরের মানুষের সমন্বয়ে একটি র‌্যালী বের হবে। এছাড়া
    পুলিশ সেবা সপ্তাহর অংশ হিসেবে মাদক নিমূল, জঙ্গিবাদ রোধ, যানজটরোধ, ট্রাফিক সচেতনতা বৃদ্ধিসহ সকল পুলিশিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে

  • জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

    জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত


    সাতক্ষীরা জেলার অর্থনৈতিক ও মানবিক উন্নয়নের লক্ষে বিভিন্ন দাবীনামা প্রনয়নের জন্য জেলা নাগরিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির আহবায়ক মো. আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় নাগরিক কমিটির সদস্যবৃন্দ একটি খসড়া দাবী নামার উপর বিস্তারিত আলোচনা করেন। নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ এর উত্থাপিত ১৫(পনের) দফা খসড়া দাবী নামার উপর আলোচনা করেন, অধ্যক্ষ আব্দুল হামিদ. অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আনোয়ার জাহিদ তপন, এড. আজাদ হোসেন বেলাল, মাধবচন্দ্র দত্ত, নিত্যানন্দ সরকার, এ্যাড. মুনিরউদ্দিন, এ্যাড. এবিএম সেলিম, জিএম মনিরুজ্জামান ও আলী নূর খান বাবুল প্রমুখ।

  • তালায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে অবরোধ : নির্বাচনের মাধ্যমে প্রার্থী ঘোষনা দেওয়ার পর প্রত্যাহার

    তালায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে অবরোধ : নির্বাচনের মাধ্যমে প্রার্থী ঘোষনা দেওয়ার পর প্রত্যাহার

    নিজস্ব প্রতিনিধি :  তালাতে উপজেলা র্নিবাচনে আওয়ামীরীগের প্রার্থী মনোনীত করার র্নিবাচনী পক্রিয়ার বিপক্ষে অবস্থান নেওয়ায় জেলা নেতৃবৃন্দের গাড়ী অবরোধ। অত:পর আগামীকাল র্নিবাচনের কথা প্রকাশ্য ঘোষনা করার পরে এলাকা ত্যাগ করার সুযোগ।

    নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথী র্নিবাচনের জন্য আজ (২৬ জানুয়ারী) তালা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা তালা শিল্পকলা একাডেমীতে  শুরু হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে শুরু হওয়া এ র্কমসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মোঃ মুনসুর আহমেদ । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা সাঃ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।


    সভায় উপস্থিত কাউন্সিলরদের বেশীর ভাগ কাউন্সিলার ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পক্ষে মত দেন। কিন্তু কয়েকজন প্রার্থী ও তাদের কতিপয় সমর্থক ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে সমযোতার দাবী করেন। এ নিয়ে দু পক্ষের পক্ষে তুমুল বাকবিতণ্ডার শুরু হয়। এ অবস্থার মধ্যো হঠাৎ জেলা সভাপতি “সভা মুলতুবি করা হলো” বলে সাধারণ সম্পাদকসহ চলে যেতে উদ্যত হন। এসময় উপস্থিত বিক্ষুব্ধ কাউন্সিলররা ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের দাবিতে অনুষ্ঠান স্থান সংলগ্ন রাস্তায় শুয়ে পড়ে ও গাছের গুড়ি ফেলে তাদের পথ অবরুদ্ধ করে দেন। ফলে তারা গাড়ীর মধ্যে অবস্থান করা অবস্থায় অবরুদ্ধ হয়ে পড়েন। বিকাল ৪ টার দিকে হ্যান্ড মাইকে আগামীকাল রোবার সকাল ১১টায় ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই হবে এ সিদ্ধান্ত  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কতৃক ঘোষনা দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।

  • ১৪ দলের উদ্যোগে ফুল, ক্রেস্ট ও সুরের মূর্ছনায় ৪ সারথী সংসদ সদস্যবৃন্দের নাগরিক সংবর্ধনা

    ১৪ দলের উদ্যোগে ফুল, ক্রেস্ট ও সুরের মূর্ছনায় ৪ সারথী সংসদ সদস্যবৃন্দের নাগরিক সংবর্ধনা

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটি ১৪ দলের উদ্যোগে ফুল, ক্রেস্ট ও সুরের মূর্ছনায় সাতক্ষীরার চার সারথী সংসদ সদস্যবৃন্দের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটি ১৪ দলের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। এসময় সংবর্ধিত সংসদ সদস্যরা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দূর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রায় সাতক্ষীরার চার এমপি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ যেন বাঁধাগ্রস্থ করতে না পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।’
    সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। অনুষ্ঠানে বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বাংলাদেশের ওয়ার্র্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তরিকুল ইসলাম ও ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশিসহ ১৪ দলের নেতৃবৃন্দসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপÍর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

  • দেবহাটায় দিনমজুরকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা : আটক স্ত্রী ও প্রেমিকের রিমান্ড আবেদন করেছে পুলিশ

    দেবহাটায় দিনমজুরকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা : আটক স্ত্রী ও প্রেমিকের রিমান্ড আবেদন করেছে পুলিশ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার আলী হোসেন (২৬) কে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের হয়েছে। এঘটনায় আটক আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও তার প্রেমিক কালীগঞ্জের নলতা গ্রামের রমজান আলীর ছেলে জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বৃহষ্পতিবার ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার সকালে দেবহাটার চিনেডাঙ্গা বিলের একটি ঘের থেকে আলী হোসেনের গলা কাটা লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। নিহত আলী হোসেন উপজেলার মাঝ সখিপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে ও পেশায় একজন কংক্রিট মিস্ত্রী ছিলেন। স্ত্রীর পরকিয়ার কারণে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে সন্দেহ করে ঐদিনই নিহত আলী হোসেনের স্ত্রী আছমা ও তার প্রেমিক জাকিরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় নিহত আলী হোসেনের ভাই জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (নং-৭/১) দায়ের করেছে। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জানান, হত্যাকান্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও তার প্রেমিক জাকির হোসেনের থেকে গুরুত্বপূর্ন তথ্য পেয়েছে পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে এখনই সব প্রকাশ করা সম্ভব হচ্ছেনা উল্লেখ করে তিনি বলেন,পুলিশের পক্ষ থেকে আটককৃত আছমা খাতুন ও জাকিরের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তাছাড়া হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে পুলিশের সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলীর ২১তম মৃত্যু বার্ষিকী

    সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলীর ২১তম মৃত্যু বার্ষিকী

    নিজস্ব প্রতিনিধি: প্রবীন রাজনীতিবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এ এফ এম এন্তাজ আলীর ২১তম মৃত্যু বার্ষিকী আগামীকাল শনিবার। সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৯৮ সালের ২৬ জানুয়ারি পবিত্র শবে কদরের রাতে মৃত্যুবরণ করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং ৭১ এর যুদ্ধকালীন সময় মুজিব বাহিনীর সাতক্ষীরার (তৎকালীন সময় সাতক্ষীরা মহকুমা) প্রধান ছিলেন। এড. এ এফ এম এন্তাজ আলী ঢাকায় ৬ দফা আন্দোলনে (প্রথম দিনের আন্দোলনে) রাজধানীতে টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই আন্দোলনে সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মৃত আব্দুর রাজ্জাক, সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক অর্থ মন্ত্রী মৃত শাহ এস এম কিবরিয়া, সাতক্ষীরার এড. এ এফ এম এন্তাজ আলী অন্যতম ছিলেন। পরে বঙ্গবন্ধুর নির্দেশে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে আন্দোলন জোরদার করতে এড. এ এফ এম এন্তাজ আলী সাতক্ষীরায় চলে আসেন। এছাড়া তিনি ঘাতক দালাল নির্মুল কমিটির সাতক্ষীরা জেলার সভাপতি ছিলেন এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি ছিলেন। স্বৈরাচারী এরশাদ সরকারের সময় ১৯৯০ সালে সর্বদলীয় ও ১৯৯৬ সালে জেলার আহবায়কের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি সাতক্ষীরার সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মরহুম এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ৭১সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের সাথে যোগাযোগ রেখে অস্ত্র দেশে এনে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে তাদের কে সংগঠিত করেছিলেন। তিনি ৭০সালে বীরমুক্তিযোদ্ধা খসরু আলমগীর কে সাতক্ষীরার (পুরাতন কোর্ট) হাজতখানা হতে পালাতে ও ৭১সালে সাবেক পানি সম্পদ মন্ত্রী মৃত আব্দুর রাজ্জাক কে ভারতে যেতে সাহায্য করেছিলেন। তাছাড়া ৭৫সালে বঙ্গবন্ধু কে স্ব-পরিবারে হত্যার পর তিনি বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের কে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সহযোগীতা করেন। এ নেতা আজীবনকাল দেশ ও দশের জন্য কাজ করে গেছেন। এদিকে এড. এন্তাজআলীর পরিবার অভিযোগের সুরে বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী এড. এন্তাজআলীর মৃত্যুর পর প্রায় ২ সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে তার সাতক্ষীরা শহরের পলাশপোলস্থ নিজ বাস ভবনে আসেন পরিবারকে সান্তনা জানাতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রবীণ এ নেতার মৃত্যুর পর থেকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আজ পর্যন্ত সময় কোন শোক ও স্মরণ সভাও করা হয়নি। এমনকি এ নেতার নামে আজ পর্যন্ত সাতক্ষীরার কোন জায়গা তার নামে নামকরণ করা হয়নি। সাতক্ষীরা শহরের বিভিন্ন অলিগলির বিভিন্ন সড়ক সহ বিভিন্ন স্থানের নামে নাম করণ করা হয়েছে। এমনকি এক সময়ের মুসলিম লীগ নেতার নামে নামকরণ করা হয়। সাতক্ষীরা শহরের পলাশপোল প্রাণসায়ের খালের পাশের রাস্তাটি (পাকাপোল থেকে কাটিয়া বাজার ব্রীজ পর্যন্ত) এড. এন্তাজ আলীর নামে নামকরণ করার কথা থাকলেও তৎকালীণ পৌর মেয়র তা না করে ওই মুসলিম লীগ নেতার নামে নামকরণ করে। যেখানে দেশ থেকে জামায়াত-শিবিরের চিহৃ মূছে ফেলতে চাইলেও সাতক্ষীরা শহরের এ সড়কটির নামকরণ একজন নামকরা মুসলিম লীগ নেতার নামে করা হয়েছে। সেখানে কেন একজন আ’লীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করা হবেনা এ আক্ষেপ ওই পরিবারের। বীরমুক্তিযোদ্ধা এড. এন্তাজ আলী স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, যেখানে বীরমুক্তিযোদ্ধা এড. এন্তাজ আলীর নামে ওই সড়কটি করার কথা থাকলেও ওই মুসলীম লীগ নেতার নামে সড়কটির নামকরণ করা হয়েছে। কিন্তু জেলা আ’লীগ ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের কোন সংগঠনের কেউ এ ব্যাপারে আজও পর্যন্ত কোন প্রতিবাদ করেনি। যেখানে দেশব্যাপী যুদ্ধাপরাধী ও তাদের স্বপক্ষের নেতাকর্মীদের নামে যেসব ফলক আছে তাও তুলে ফেলা হচ্ছে। সাথে সাথে মুক্তিযোদ্ধা সংসদও মূখে কলুপ মেখে আছেন। এমনকি জেলা আওয়ামীলীগের কোন দলীয় ও বিভিন্ন অনুষ্ঠানেও এ নেতার কথা কেউ স্মরণ করেনা। তবে গত ২০১৭সালের ১২ডিসেম্বর শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক জনসভায় এড. এন্তাজ আলীকে স্মরণ করেন। এদিকে, এ নেতার স্মৃতি ও আদর্শ ধরে রাখতে সাতক্ষীরা ষ্টেডিয়াম এড. এন্তাজ আলীর নামে নামকরণের দাবী জানিয়েছে। এব্যাপারে এড. এন্তাজআলীর পরিবার ও বীরমুক্তিযোদ্ধা এড. এন্তাজ আলী স্মৃতি সংসদ জেলা আ’লীগ, সদর এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদ ও পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন।

  • শ্যামনগর উপজেলা মটর সাইকেল ওয়ার্কসপ শ্রমিক সমিতির আলোচনা সভা

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা মটর সাইকেল ওয়ার্কসপ শ্রমিক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে বাৎসরিক আলোচনা সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠানে সমিতির সভাপতি অজিয়ার রহমান অজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডি.এম দায়ানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু। প্রধান অতিথির বক্তব্যে সমিতির সকল সদস্যকের সমিতির গঠনতন্ত্র মেনে চলার নির্দেশ দেন। তিনি আরও বলেন, গঠনতন্ত্র বর্হিভূত কোন কার্যক্রমকারী ব্যক্তির বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলী, প্রাইমেক্স কোম্পানীর পরিচালক মোঃ কামাল হোসেন, আলোচনা পর্বের পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। যার প্রথম পুরস্কার ১টি ফ্রিজ পুরস্কার প্রাপ্তির টিকিট নং-৩৫৩২, ২য় পুরস্কার ১টি ২১ ইঞ্চি রঙ্গিন টিভি, পুরস্কার প্রাপ্তির টিকিট নং- ৬৩৫৮ সহ ৫২টি পুরস্কার সৌভাগ্যবান ব্যক্তিদেরকে প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি আলমগীর কবীর, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল গাজী, লাইন সেক্রেটারী হাফিজুর রহমান সকল সদস্য গন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল ওয়ার্সি বাবু।

  • সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করছে : নজরুল ইসলাম

    সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করছে : নজরুল ইসলাম

    শহর প্রতিনিধি: নব-দিগন্ত সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মুকন্দপুর ঈদগাহ ময়দানে প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আজহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা সিরাজুল প্রসারী, নব-দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক, মো. বজলুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আফছার উদ্দীন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে কাজ করছে। মানুষ মানুষের জন্য। একেকজন ব্যক্তি ৩টি করে কম্বল অসহায় মানুষকে দিলে দেশের সকল শীতার্থ মানুষ শীতের কষ্ট থেকে রক্ষা পাবে। বঙ্গবন্ধু সোনার দেশ গড়তে যে স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন শেখ হাসিনা সরকারের সময় দেশের দারিদ্রের হার কমে গেছে। নব দিগন্ত সংস্থা যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে তেমনি অন্যান্য সংস্থাকে দেশ গড়তে মানুষের পাশে দাড়াতে হবে।

  • শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমিদস্যু কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জবর দখলের অভিযোগ

    শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমিদস্যু কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জবর দখলের অভিযোগ

    সংবাদ বিজ্ঞপ্তি: শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী ভূমিদস্যু কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে কোন প্রতিকার পায়নি ক্ষতিগ্রস্থরা। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলার শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ মন্ডলের ছেলে গোবিন্দ কুমার মন্ডল।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চী মৌজার জে.এল, নং-১১৪, এস.এ ১১৫,৩৮ সহ অন্যান্য খতিয়ানের এস,এ ৮২৪,৮০২সহ অন্যান্য দাগে মোট ১৮ একর জমি সাতক্ষীরা সদর থানার বাটকেখালী গ্রামের আব্দুল গফুর গং এর সাথে এওয়াজ সূত্রে গত ৩৭ বছর ধরে ভোগ দখল করে আসছেন। উল্লেখিত তপশীল সম্পত্তি দখলদার আব্দুল গফুর গং অংশের সম্পত্তি নিয়ে কালিঞ্চী গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে ভুবেন্দ্র নাথ মন্ডল, কিরন মন্ডল ও শীবপদ মন্ডল গফুর গংয়ের সাথে মামলা করে। উক্ত মামলা ভূমি আপিল বোর্ড ৪-১৭১/২০১৮(সার্টিঃ) রিভিশন মামলায় ভুবেন গংয়ের বিরুদ্ধে গত ১৮/০৯/২০১৮ তারিখে স্থগিত আদেশ প্রদান করেন। তথাপি ভুবেন গংরা রমজাননগর ইউনিয়নের প্রভাশালী আ’লীগ নেতাদের ভুল বুঝিয়ে তাদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের শান্তিপূর্ন দখলে থাকা জমি জবর দখলের চেষ্টা করলে আমি নিজে বাদি হয়ে আদালতে ৭৭/১৯ নং পিটিশন মামলা করি। আদালত দ্বিতীয় পক্ষকে কারণ দর্শানোর নোঠিশ প্রদান করেন এবং ওসি শ্যামনগর থানাকে তপশীল জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশে থানার এ,এস,আই মাজহারুল ইসলাম গত ২২ জানুয়ারি ২য় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ প্রদান করেন। নোটিশ জারি হওয়ার পর শ্যামনগর থানার ওসি উভয় পক্ষকে থানায় ডেকে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে দ্বিতীয় পক্ষকে আমাদের জমিতে জবর দখল না করতে মৌখিক নির্দেশ দেন।
    তিনি অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা এবং ওসির মৌখিক নির্দেশ থাকা স্বত্বেও তা অমান্য করে ভুবেন গংরা প্রভাবশালী স্বার্থন্বেষী ব্যক্তিদের প্রকাশ্য মদদে গত ২৩ জানুয়ারী রাতে দা, লাঠি, কোদালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে আমাদের শান্তিপূর্ন দখল বিঘœ সৃষ্টি করে জমিতে ভেড়িবাঁধ দিয়েছে। তারা এসময় আমাদের দখলীয় ৬টি চিংড়ি ঘেরের বাঁধ কেটে দখল করে নিয়েছে। বাধা দিতে গেলে তারা আমাদেরকে শারিরীকভাবে লাঞ্চিত করে। বিষয়টি মোবাইল ফোনে এ,এস,আই মাজহারুল ইসলামকে জানালে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। পরে ঘটনা ওসিকে জানালে তিনি দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে থানায় মামলা দিতে বলেন। প্রভাবশালী স্বার্থন্বেষী ব্যক্তিদের সহায়তায় ভুবেন গংরা আমাদের স্বত্ত দখলীয় সম্পত্তি জবর দখল করে ক্ষ্যান্ত হয়নি আমাদেরকে ভারতে পাঠিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে। অদালতের নির্দেশ থাকার পরও পুলিশ আমাদের সহায়তা করছে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিযুষ কুমার বিশ^স, প্রভাষ মন্ডল, কিরণ চন্দ্র মন্ডল, বিনয় কৃষ্ণ মন্ডল, বিকাশ চন্দ গায়েন, উপেন্দ্র নাথ গায়েন, চিত্তরঞ্জন গায়েন, আব্দুল হালিম, গোলাম মোস্তফা, খলিলুর রহমান প্রমুখ।
    তিনি এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

  • হরিনগরে ভাঙন কবলিত পরিদর্শন করলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি

    হরিনগরে ভাঙন কবলিত পরিদর্শন করলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি

    মুন্সিগঞ্জ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর স্লুইজ গেট সংলগ্ন কর্মকার বাড়ীর সামনে পাউবোর উপকূল রক্ষাকারী বাঁধে মারাত্মক ধরনের ফাটল দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে সম্পূর্ণ বাঁধটি নদী গর্ভে বিলিন হয়ে যাবে। ফলে, যে কোন সময়ে বিস্তীর্ণ এলাকা লবণ পানিতে প্লাবিত হয়ে শ্যামনগর উপজেলার ৬টি ইউনিয়নের কৃষি ফসল, খাওয়ার পানি, মৎস্য সম্পদ, রাস্তা-ঘাটসহ যাবতীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হবে। সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার জানতে পেরে গত ২৪ জানুয়ারি সকালে ঘটনা স্থল পরিদর্শন করতে আসেন। এলাকাবাসী সংসদ সদস্যকে যানমালে ক্ষয়ক্ষতি ও নিরাপত্তার কথা জানালে তিনি অতি শিঘ্রই ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোর কর্মকর্তাকে মোবাইল ফোনে নির্দেশ দেন। তিনি পার্শ্ববর্তী নির্মাণাধিন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরেও পরিদর্শন করেন। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

  • রামেরডাঙ্গায় সরকারি ১৬টি গাছ কাটা

    নিজস্ব প্রতিবেদক :
    সদর উপজেলার রামেরডাঙ্গায় সরকারি ১৬টি গাছ ভাগবাটোয়ারার ঘটনায় আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সাতক্ষীরা জেলা পরিষদের সার্ভেয়ার হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করলেও ওই গাছগুলো তাদের আয়াত্তে না থাকায় জেলা পরিষদের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
    এঘটনায় গত বুধবার সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন এবং সদর সহকারী কমিশনার(ভূমি) রনি আলম নুরকে বিষয়টি অবহিত করা হলে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এখনো পর্যন্ত ওই গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে বা গাছ উদ্ধারের বিষয়টি কোন দৃশ্যমান পদক্ষেণ গ্রহণ করা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ২০১৩ গাছ কেটেছিলো জামায়াত আর তার বিক্রয় করে অর্থআত্মসাথ করেছিল কতিপয় প্রভাবাশালীরা। সম্প্রতি আবারো সেই চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। এখানে গাছ কাটার নেতৃত্বে থাকা আব্দুর রাজ্জাক নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করলেও তিনি পূর্বে ছিলেন রাজাকার। যুদ্ধের পরে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পন করে মুক্তিযোদ্ধা হন। যা জেলার প্রত্যক্ষ মুক্তিযোদ্ধারা অবগত আছেন। এলাকাবাসী অবিলম্বে ওই রাজ্জাকের শাস্তি এবং সরকারি গাছ উদ্ধারের দাবি জানিয়েছেন।
    এবিষয়ে সাতক্ষীরা সহকারি কমিশনার (ভূমি) রনি আলম নুর বলেন, নায়েবকে পাঠানো হয়েছিল। নায়েব প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • তালায় ইথিলিন এসিড ও শ্যাম্পুযুক্ত কুল বাজারজাত হচ্ছে

    তালায় ইথিলিন এসিড ও শ্যাম্পুযুক্ত কুল বাজারজাত হচ্ছে


    নিজস্ব প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালা উপজেলা মৌসুম শুরু হতে না হতেই লেভনীয় কুল বাজারজাত করতে বাগানেই ইথিলিন এসিড ব্যবহারপূর্বক তা সংগ্রহ করে শ্যাম্পু দ্বারা চকচকে করা হচ্ছে। ফলে কুলের গুণগত মান তো থাকছেই না বরং জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে পড়ছে। কৃষির অন্যতম অর্থনৈতিক জোন হিসাবে সাতক্ষীরার খ্যাতি ধরে রাখতে প্রশাসনিক তদারকির দাবী জানিয়েছেন সাধারণ ভোক্তারা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরার তালার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আম ও কুলের চাষ। অনেক ক্ষেত্রে সমন্বিতভাবে মৎস্যঘেরের ভেড়িতে এ দুই ফলের চাষ হচ্ছে। অত্যান্ত লাভজনক হওয়ায় প্রান্তিক কৃষকদের নিকট থেকে সরাসরি ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরীণ রুটের ব্যবসায়ীরা ফল পাড়ার সাথে সাথে আবারো গাছ ক্রয় করে। এরপর গাছ থেকে মাত্রাতিরিক্ত ফলন পেতে রাসায়নিকের সাথে বিভিন্ন পদের হরমোন ব্যবহার করে। যা মানবদেহের ক্যান্সার থেকে শুরু করে লিভার, কিডনি, চর্ম এমনকি মানসিক বিকাশ বাধাগ্রস্থ করে। তথ্যানুসন্ধানে দেখা গেছে, কুল পাকার মোক্ষম সময় শুরু না হলেও কুল পাড়তে শুরু করেছে ব্যবসায়ীরা। তারা অপক্ক কুলে ইথিলিন এসিডের সংক্রমন ঘটিয়ে একসাথেই বাগানের কুল পাকিয়ে বাজারজাত করছে। প্রাকৃতিকভাবে কুল পাকার সঠিক সময় গাছের দু একটি কুল পাকলে তা থেকে ইথিলিন এডিস পুরো গাছে ছড়িয়ে পড়ে। এতে কুল পাকতে একটু সময় লাগে। তাই ব্যবসায়ীরা একবারেই কুল বাজারজাত করতে ইথিলিন এসিড ব্যবহার করছে। গাছ থেকে কুল সংগ্রহ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে প্যাকেট করছে। এমন একটি ঘটনা অনুসন্ধানের সময় দেখা যায় জেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে। যেখানে আড়ৎদারের আড়তেই ব্যবসায়ীরা প্রান্তিক কৃষকের নিকট থেকে কুল ক্রয় করে প্রাকৃতিক সৌন্দর্য না রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে তা প্যাকেট করছে। এসময় তাদের নিকট শ্যাম্পু দিয়ে কেন ধোয়া হচ্ছে তা জানতে চাইলে তারা জানায়, সবাই ধুচ্ছে তাই আমরাই ধুচ্ছি। এটা মারাত্মক অপরাধ জানালেও তারা বলে, আমাদের প্রশাসনের সবাইকে ম্যানেজ করা। কিছুই হবে না।
    তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনকে জানানো হলে, তিনি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে এ প্রতিবেদক জানান।

    #