Blog

  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং এসডিজি কর্নারের উদ্বোধন

    সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং এসডিজি কর্নারের উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং এসডিজি কর্নারের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
    এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সাতক্ষীরাস্থ উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায় চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, জেলা শিক্ষা মাধ্যমিক অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ প্রমুখ।
    এসময় জেলা প্রশসিক এস.এম মোস্তফা কামাল বলেন, ‘বাঙালীর গৌরব উজ্জল ইতিহাসের সাথে আজকের শিক্ষার্থীদের পরিচিতি করাতে হবে। যাতে তারা ইতিহাসের প্রতি সুবিচার করতে পারে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুর্দ্ধ করতে হবে। তাহলে এই উদ্যোগের তাৎপর্য় উপলব্ধি করবে এবং শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সমৃদ্ধি বিকাশে সক্রিয় ভুমিকা রাখবে। শিক্ষার্থীরা আত্ম প্রত্যয়ে, কর্ম ও অধ্যাবসয়ের হাত ধরে এগিয়ে যাবে শেকড় থেকে শিখরে।’ এরপর একে একে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সীমান্ত কলেজ ও আগরদাঁড়ি কামিল মাদ্রাসাসহ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং এসডিজি কর্নারের উদ্বোধন করা হয়।

  • কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

    কলারোয়া সংবাদদাতা: কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। গুরুত আহত অবস্থায় পথচারীরা ওই বৃদ্ধকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে যশোর থেকে ছেড়ে আসার দ্রুত গতির একটি যাত্রীবাহি বাস নং-যশোর-জ-১১-০০৪৬ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন চালিত করিমন কে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ যাত্রী মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। নিহত ওই যাত্রী হলেন কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের ইয়ার আলীর ছেলে আলতাফ হোসেন (৬০)। পরে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে যাত্রীবাহি বাস ও বাসের ড্রাইভার যশোরের শার্শা উপজেলার সামটা-জামতলা এলাকার আঃ জলিলের ছেলে ফরহাদ হোসেন (২০)কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে উভয় পক্ষ বিষয়টি মিমাংশা করে নিয়েছে বলে থানা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।

  • দেবহাটায় পুলিশের অভিযানে ১৭ লক্ষ টাকা মূল্যের ২ তক্ষক সাপ আটক

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের অভিযানে ১৭ লক্ষ টাকা মূল্যের ২টি তক্ষক সাপ আটক হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ও ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী জানান, বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের আনারুলের বাড়ির পাশ থেকে ২টি তক্ষক সাপ (যার একটির দৈর্ঘ্য ১৩ইঞ্চি, মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা আর অপরটির দৈর্ঘ্য ১২ ইঞ্চি, মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা) আটক করেন। কিন্তু আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে এসআই মামুনুর রহমান ধোপাডাঙ্গা গ্রামের আনারুল ও নোড়ারচক গ্রামের সিরাজুল নামের ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনের নামে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১২। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা তক্ষক সাপ আটকের বিষয়ে মামলা হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, এ ধরনের আইন বিরোধী কাজের প্রকৃত আসামিদের গ্রেফতার করে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আশাশুনিতে আওয়ামীলীগের বর্ধিত সভা

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আশাশুনি আলিয়া মাদ্রাসার হলরুমে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
    সাবেক সংসদ সদস্য ডাঃ আলহাজ্ব মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান এস এম শাহজাহান আলী, আশাশুনি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, আশাশুনি শেখ রাসেল পরিষদের সভাপতি দিবাকর সেন, শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আশাশুনি উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি হুময়ন কবীর সুমন প্রমুখ। বর্ধিত সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

  • জেলা প্রশাসকের শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিতদের

    জেলা প্রশাসকের শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিতদের

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ-সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও জিএম আদম শফিউল্লাহকে ফুলের শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সাতক্ষীরাস্থ উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কলারোয়ায় ২ ফেব্রুয়ারি থেকে ১০ ইউপিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

    কলারোয়াসংবাদদাতা: পৌরসভা, ১নং জয়নগর ও ২নং জালালাবাদ ইউনিয়ন বাদে কলারোয়ার বাকি ১০টি ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি কার্ড) বিতরণ শুরু করা হবে আগামি ২ফেব্রুয়ারী থেকে। উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন থেকে শুরু করে পর্যায়ক্রমে ১২নং ইউনিয়ন পর্যন্ত স্মার্ট এনআইডি বিতরণ করা হবে। তবে যান্ত্রিক ও সার্ভারজনিত ত্রুটির কারণে পৌরসভা, জয়নগর ইউনিয়ন ও জালালাবাদ ইউনিয়নের স্মার্ট এনআইডি বিতরণ সাময়িক স্থগিত রয়েছে, সেখানে বিতরণের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান। তিনি জানান-২১জানুয়ারী পৌরসভা এলাকা থেকে পর্যায়ক্রমে উপজেলাব্যাপী স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদানের কথা থাকলেও যান্ত্রিক ও সার্ভারজনিত ত্রুটির কারণে সাময়িক স্থগিত করা হয়েছিলো। পৌরসভা, ১নং জয়নগর ও ২নং জালালাবাদ ইউনিয়ন বাদে ত্রুটি কাটিয়ে সিডিউল অনুযায়ী উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন থেকে শুরু করে পর্যায়ক্রমে ১২নং যুগিখালী ইউনিয়ন পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। সিডিউল অনুযায়ী ৩নং কয়লা ইউনিয়নে ২-৩ ফেব্রুয়ারী, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে ৪-৫ ফেব্রুয়ারী, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে ৬-১০ ফেব্রুয়ারী, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নে ১১-১৪ ফেব্রুয়ারী, ৭নং চন্দনপুর ইউনিয়নে ১৬-১৯ ফেব্রুয়ারী, ৮নং কেরালকাতা ইউনিয়নে ২০-২৫ ফেব্রুয়ারী, ৯নং হেলাতলা ইউনিয়নে ২৬-২৮ ফেব্রুয়ারী, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে ২-৪ মার্চ, ১১নং দেয়াড়া ইউনিয়নে ৫-৭ মার্চ ও ১২নং যুগিখালী ইউনিয়নে ৯-১১ মার্চ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পৌরসভা, জয়নগর ও জালালাবাদ ইউনিয়নে কার্ড বিতরণের সিডিউল পরবর্তীতে জানানো হবে। তিনি আরো জানান-নিজেদের কার্ড নিজেদের গ্রহণ করতে হবে। ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিয়ে স্মার্টকার্ড গ্রহণ করতে হবে বিধায় একজনের কার্ড অন্যজন কোনভাবেই গ্রহণ করতে পারবেন না। স্মার্ট এনআইডি কার্ড বিতরণ ও গ্রহণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন অফিসার মাসুদুর রহমান।

  • দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অনগ্রসর ও প্রতিবন্ধি জনগোষ্টির জন্য অবহতিকরণ কর্মশালা

    দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অনগ্রসর ও প্রতিবন্ধি জনগোষ্টির জন্য অবহতিকরণ কর্মশালা

    নিজস্ব প্রতিনিধি: দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অনগ্রসর ও প্রতিবন্ধি জনগোষ্টির জন্য অবহতিকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কন্ফারেন্স কর্নারে অনুষ্ঠিত উক্ত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জামাল আহমেদ অতিরিক্ত সচিব ও প্রকল্প নির্বাহী পরিচালক সেইপ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও পায়াকট্ এর সহযোগিতায় দিনব্যাপী উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ও প্রকল্প নির্বাহী পরিচালক জামাল আহমেদ বলেন, দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) বাস্তবায়ন করছে। ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে পাঁচ লক্ষ দুই হাজার দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, সম্পুর্ন সরকারী খরচে এ প্রশিক্ষন দেয়া হচ্ছে এবং প্রশিনার্থীদের মধ্যে ৭০ শতাংশ চাকরীর সুযোগ রাখা হয়েছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহন বৃদ্ধি করার জন্য প্রশিক্ষন কার্যক্রমে কমপক্ষে ৩০ শতাংশ নারীর অংশগ্রহন নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া সুবিধা বঞ্চিত মানুষ যেমন ক্ষুদ্র নৃ-গোষ্টি, চর ও হাওড়সহ দুর্গম এলাকার অধিবাসি, বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ও প্রতিবন্ধি জরগোষ্টীর কমপক্ষে বতে লক্ষ জনকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তা করা হচ্ছে। শুধু তাই নয় প্রশিক্ষন চলাকালে এসব জনগোষ্টীকে প্রশিক্ষন ভাতার পাশাপাশি বিশেষ বৃত্তি দেয়া হচ্ছে।
    সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মাদ ওয়ালিদ হোসেন উপ-সচিব ও সহাকরী নির্বাহী পরিচালক সেইপ্ অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়, শাহ্ আব্দুল সাদী, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা, তহমিনা খাতুন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবু আহমেদ সভাপতি সাতক্ষীরা প্রেসক্লাব, মো. আনিছুর রহমান পরিচালক চায়না বাংলা গ্রুপ সাতক্ষীরা, জিএম নুরুল ইসলাম(রনি) পরিচালক রনি প্লাউড বিসিক সাতক্ষীরা, গোলাম সরোয়ার যুগ্ন-সাধারন সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাব, মো. সামছুর রহমান চেয়ারম্যান ফিংড়ি ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা ও ফারহানা দিবা সাথী মহিলা কাউন্সিলর সাতক্ষীরা পৌরসভা প্রমুখ। কর্মশালায় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরাতে প্রতিবন্ধি জনগোষ্টীর সংখ্যা বেশি। তবে অনেক বেসরকারী প্রতিষ্টান এসব প্রতিবন্ধিদের নিয়ে ভালো কাজ করছে। তাছাড়া দক্ষিন পশ্চিমাঞ্চলের জেলা হিসেবে উন্নয়নেও বেশ বঞ্চিত সাতক্ষীরা। তিনি আরো বলেন, বর্তমান সরকারের এই মহতি উদ্যোগের সাথে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসতে হবে। সল্প শিক্ষিত ও সুবিধা বঞ্চিত বেকার ছেলে মেয়েরা সরকারী খরচে প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠান সমুহে কর্মসংস্থানের সুযোগ পাবে।

  • দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এডিশনাল এসপির মতবিনিময়

    দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এডিশনাল এসপির মতবিনিময়

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা দেবহাটা থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা থানা পুলিশের আয়োজনে রবিবার থেকে শুরু হওয়া “সুখে দুঃখে দিবানিশ, মানবতার পাশে বাংলাদেশ পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে সফল হোক পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুধীমহলের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার এডিশনাল এসপি মোঃ ইলতুতমিশ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সার্বিক সঞ্চালনায় এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, এসআই হেদায়েত হোসেন, এসআই মামুনুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি সাধারন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং সবার নিরাপত্তা নিশ্চিতকরনে পুলিশ সর্বদা তৎপর বলে উল্লেখ করে বলেন, জনগনকে সেবা দেওয়াই পুলিশের কাজ। যদি কেউ কোন ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • তালায় পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি: তালায় ইসমাইল হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ইসমাইল হাজরা পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও এনায়েতপুর গ্রামের শাহাবুদ্দীন গাজীর ছেলে। স্থানীয়রা জানান,হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় ইসমাইল হোসেন পড়াশুনা করতো এবং মাদ্রাসার বোর্ডিংয়ে থাকতো। তার মৃগী রোগ ছিল বলে জানিয়েছে তার সহপাঠীরা। তারা জানায়, ভোরে পুকুরে ওজু করতে গিয়ে সে পানিতে পড়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ মাদ্রাসার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খলিশখালী ক্যাম্প ইনচার্জ হাফিজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • তালায় বৃদ্ধাকে কুপিয়ে জখম

    তালায় বৃদ্ধাকে কুপিয়ে জখম

    নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ধারালো দা’য়ের কোপে শেফালী ঘোষ (৬৫) নামের এক বৃদ্ধা রক্তাক্ত জখম হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃদ্ধার ছেলে মহেশ্বর ঘোষ জানায়, উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শুকুর আলী মোড়লের ছেলে গফুর মোড়ল আমাদের মুশরি ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল । এসময় আমার মা তাকে জমির আইল দিয়ে যাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধ মাকে তার হাতে থাকা ধারালো দা দিয়ে মুখে কুপিয়ে জখম করে। এসময় মায়ের ডাকচিৎকারে এলাকাবাসি ঘটনাস্থল এসে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। মহেশ্বর ঘোষ আরও জানায়, আব্দুল গফুর একজন উগ্র মানসিকতার মানুষ। এরকম ঘটনা এর আগেই সে কয়েকবার ঘটিয়েছে।
    এদিকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ঐ পরিবার কোথাও কোন মামলা বা অভিযোগ করতে পারেনি। হামলাকারী নিজেই হাসপাতালে এসে মামলা করলে জীবননাশের হুমকি দিয়ে গেছে বলে জানিয়েছে অসহায় পরিবারটি। এব্যাপারে ভুক্তভোগী অসহায় পরিবার ও এলাকাবাসী আব্দুল গফুরকে তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এঘটনায় কোন অভিযোগ পায়নি।

  • আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আখতার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ ব্যানার্জী, সমাজসেবা অফিসার ইমদাদুল হক, কৃষি কর্মকতা (ভারপ্রাপ্ত) রাজিবুুল হাসান, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমবায় কর্মকর্তা আনছারুল আজাদ, নির্বাচন কর্মকর্তা সাইফুর রহমান, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না প্রমুখ।

  • কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আজীবন বহিষ্কার

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান ও জেলা যুবলীগের অন্যতম সদস্য গাজী আব্দুল মজিদ-এর যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের বিতর্কিত সভাপতি স.ম রেজাউল ইসলাম কে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সম্বিলতি ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছেড়ার অপরাধে ও নৌকা প্রতীকের নিবেদিত আওয়ামীলীগ কর্মীদের হুমকি দেওয়া অপরাথে স.ম রেজাউল ইসলামকে যুবলীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। সাথে সাথে ২ নং কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। আরও নির্দেশ দেওয়া হয়েছে স.ম রেজাউল যুবলীগের নাম ভাঙ্গিয়ে কোন কার্যক্রম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শ্যামনগর ভুরুলিয়া সিরাজপুর স্কুল এ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

    শ্যামনগর ভুরুলিয়া সিরাজপুর স্কুল এ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

    শ্যামনগর ব্যুরো: ইউএসএইড, ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, উইনরক-এর সহযোগিতায় শ্যামনগর ভুরুলিয়া সিরাজপুর স্কুল এ্যান্ড কলেজ-এর আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মুল ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক-মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১ টায় সিরাজপুর স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানে অধ্যক্ষ আজিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সভাপতি ও শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রতিষ্ঠানে বিদ্যোৎসাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম, দাতা সদস্য জাহিদুর রহমান, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সুশীলনের উপজেলা সমন্বয়কারী জাকির হোসেন, সুশীলনের টেকনিক্যাল অফিসার জেন্ডার আসাদুর রহমান রিপন, জেন্ডার অফিসার মমতাজ বেগম, অভিভাবক মা’দের পক্ষ থেকে সাজিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সকল শিক্ষক ছাত্র-ছাত্রী ৩শতাধিক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আলমগীর হোসেন।

  • বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

    বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

    কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১২টার সময় উপজেলা অফিসার্স ক্লাবে কালিগঞ্জ উপজেলা প্রস্তুতি কমিটির আয়োজনে এ সম্মেলন সম্পন্ন হয়। উক্ত সম্মেলনে সর্ব সম্মতি ক্রমে গাজী জাহাঙ্গীর কবির কে সভাপতি এবং অধ্যাপক জি,এম,আতিয়ার রহমান কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি সাবেক ইউপি এ্যাডঃ ওসমান গণি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শেখ আবজাল হোসেন, অধ্যাপক গাজী আজিজুর রহমান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, জি,এম, সাইফুল ইসলাম প্রমূখ। কালিগঞ্জ উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা হলো নির্বাহী সভাপতি গোবিন্দ লাল সরদার, সিনিয়র সহ সভাপতি শাহাজান সিরাজ খান, সহ সভাপতি গাজী হাফিজুর রহমান, অজয় কুমার সরকার, শহিদুল ইসলাম, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ফারুকুজ্জামান, যতিন্দ্রনাথ বর্মন, শহিদুজ্জামান, সুকুমার দাশ, অধ্যাসম্পাদক সুভাস বিশ্বাস, যুগ্ম অর্থ সম্পাদক আবু সোলাইমান মামুন, সাংগঠনি সম্পাদক জি,এম, আনোয়ারুস শাহাদাত, শেখ মোনজাত হোসেন, জি,এম,সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক জি,এম আবু আব্দুল্লাহ হাসান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, মহিলা সম্পাদক রেহেনা পারভীন, সমাজ কল্যান শেখ শহিদুর হরমান, দপ্তর দেবদাশ ঘোষ, সহ দপ্তর ফিরোজ আহমেদ, সাংস্কৃতিক পঙ্গজ সরকার, সদস্য খান ফয়জুল হক, হাবিব ফেরদাউস শিমুল, হাফিজুর রহমান, সুদিপ সরকার, শেখ আনারুল কবির লিটু, অমিতোষ গাইন, নরেন্দ্রনাথ মন্ডল, নিরঞ্জন মন্ডল, সমীর মন্ডল, গোপাল চক্রবর্তী, গোপাল ব্যানার্জী, কিংকর দেবনাথ, রিনা ব্যানার্জী, ফাতেমা ইসলাম রিক্তা, দিন বন্ধু অধিকারী মন্টু, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, মোতালেপ হোসেন, শারমিন নাছিমা, মাসুদুর রহমান, নাজমুল শাহাদাত, খান মামুদ নবী, রনজিত কুমার সরকার, জুলফিকার আলী, আহমাদ উল্যাহ, শেখ আব্দুল্লাহ। উক্ত কমিটি আগামী ২ বছরের জন্য সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি এ্যাডঃ ওসমান গণি এবং সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন স্বাক্ষরিত অনুমোদন প্রদান করেন।

  • শ্যামনগরে পুলিশের সেবা সপ্তাহ পালিত

    শ্যামনগরে পুলিশের সেবা সপ্তাহ পালিত

    শ্যামনগর ব্যুরো: মাদক, জঙ্গি ও দুর্নীতিমুক্ত শ্যামনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালন উৎযাপন করেছে শ্যামনগর থানা পুলিশ। এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ টায় থানা চত্ত্বর হতে সংশ্লিষ্ট আসনের এমপি এস এম জগলুল হায়দারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় শ্যামনগর থানা পুলিশের ওসি হাবিল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন, মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ ওসমান গনি, প্রেসক্লাব সভাপতি জি,এম আকবর কবীর ও সাধারন সম্পাদক জাহিদ সুমনসহ পুলিশ বাহিনী, আনসার বাহিনী, স্কাউট দল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে ওসি হাবিল হোসেনের নেতৃত্বে পুলিশ দল সদর চৌরাস্তা মোড়ে বিভিন্ন ধরনের যানবহনের চলাচলে বৈধতাপত্র যাচাই করে। বৈধ মালিকদের ফুল ও লজেন্স দিয়ে শুভেচ্ছা জানায় পুলিশ দল। অপরদিকে অবৈধ যানবাহনের মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।

  • তালা উপজেলা পরিষদ নির্বাচন : প্রার্থী বাচাইয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

    তালা উপজেলা পরিষদ নির্বাচন : প্রার্থী বাচাইয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

    নিজস্ব প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামীলীগের নির্বাচনে চুড়ান্ত প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় দিনেও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ লাঠিচার্জ করে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার (২৭ জানুয়ারি) দুপুর দুই টার দিকে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এঘটনা ঘটে।
    দলীয় একাধিক সূূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই পর্বের দ্বিতীয় দিন (রবিবার) সকালে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকায় ভোট ছাড়াই সমঝোতায় বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামকে ৩জনের চুড়ান্ত তালিকা নিয়ে রেজুলেশনে কাউন্সিলরদের স্বাক্ষর করা হয়। পরবর্তীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী উপস্থিত থাকায় আলোচনার মাধ্যমে সাবেক ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ারের নাম ১ নং রাখার প্রস্তাব উঠলে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন সমার্থকরা ক্ষিপ্ত হয়। দুই গ্রুপের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মশিয়ার সমর্থক সাবেক ছাত্রলীগ নেতা শিমুল আহত হন। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে।
    উল্লেখ্য, শনিবার (২৬ জানুয়ারি) সকালে তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচনের প্রার্থী নির্ধারণের লক্ষ্যে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভার একপর্যায়ে সভাপতি শেখ নূরুল ইসলাম তার বক্তব্যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন তৃণমূলের ভোট নয়, জেলা নেতৃবৃন্দের মতামতকে সর্বাধিক গুরুত্বের কথা জানালে সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও নেতা-কর্মীদের মধ্যে হই-হট্টগোল ও ধাক্কা-ধাক্কি শুরু হয়ে যায়। এক পর্যায়ে সভার অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক দ্রুত সভাস্থল ত্যাগ করে গাড়িতে উঠলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল সহকারে তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে। রবিবার (২৭জানুয়ারী) ছিল কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্ধারনের দিন। দ্বিতীয় দিনেও আবারও এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

  • শ্যামনগরে প্রতিপক্ষের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ আহত ৫

    শ্যামনগরে প্রতিপক্ষের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ আহত ৫

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার ভৈরবনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে ১ জন মহিলাসহ ৫ জন গুরুতর জখম হয়েছে। বর্তমানে তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ। এঘটনায় থানায় মামলা হয়েছে মামলা নং-২২।
    মামলার নথি সূত্রে জানা যায়, মামলার বাদী ভৈরবনগর গ্রামের মৃত মাদার গাজীর পুত্র মোঃ জিয়াদ আলী গাজী শ্যামনগর থানায় মামলার অভিযোগে উল্লেখ করেছেন শুক্রবার সকাল ১০ টায় তাদের রেকর্ডিয় সম্পত্তিতে কাজ করার সময় প্রতিপক্ষ একই গ্রামের আনছার গাজীর পুত্র সোহরাব, আশরাফ, আফছার, নুর আলী গাজীর পুত্র মোস্তফা, ফারুখ ও আমিনুর সহ ১৫ জন দলবদ্ধ হয়ে জিয়াদ গাজীদের কাজে বাধা দেয় এবং জবর দখল করার চেষ্টা করে। এসময় জিয়াদ গাজী পক্ষ বাধা দিলে জবর দখলকারীরা জিয়াদ গাজী, জিয়াদ গাজীর পুত্র আনারুল, সাত্তার গাজীর স্ত্রী মনোয়ারা বেগম, ভাদ্দর সরদারের পুত্র বেল্লাল, বেল্লালের পুত্র সাইফুল, কেরামত গাজীর পুত্র মিজানুরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তাদের মাথায়, হাত ও পায়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাদের শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এঘটনায় জবর দখলকারীদের বিরুদ্ধে শ্যামনগর থানায় ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ১১৪, ৫০৬ ধারায় মামলা হয়েছে, মামলা নং-২২।

  • দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

    দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

    দেবহাটা প্রতিনিধি: দেশব্যাপী চলমান পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে রবিবার সকালে দেবহাটায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, উপ-পুলিশ পরিদর্শক দরবেশ আলী,উপ-পুলিশ পরিদর্শক আব্দুল গনিসহ পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ স্বতষ্ফূর্তভাবে অংশগ্রহন করেন।