Blog

  • জেল খানার এক কয়েদীকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু


    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেল খানার এক কয়েদীকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনাটি ঘটে। তবে, জেল কতৃপক্ষের দাবী হাসপাতালে নেওয়ার পথে তিনি স্ট্রোকে মারা গেছেন। মৃত্য ব্যক্তির নাম মাজহারুল ইসলাম নামে। তিনি সাতক্ষীরা শহরের নাহার মটরস’র মালিক ও শহরের পলাশপোল এলাকার বাসিন্দা।

    সাতক্ষীরা জেল সুপার আবু তাহের জানান, মাস দুয়েক আগে একটি মাদক মামলায় তিনি জেলে আসেন। আজ মঙ্গলবার বিকালে জেলখানায় তিনি অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্ট্রোক জনিত রোগে তার মৃত্যু হয়েছে।

  • জেলায় ৬৩ জন আসামি গ্রেফতার ও ৪ শত ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

    সংবাদ বিজ্ঞপ্তি ঃ জেলায় ৬৩ জন আসামি গ্রেফতার ও ৪ শত ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
    প্রকাশ, সাতক্ষীরা সদর থানায় ১৪ জন আসামি ও ৪ শত ২৫ বোতল ফেনসিডিল, কলারোয় থানায় ৬ জন আসামি, তালা থানায় ৭ জন, কালিগজ্ঞে ৭ জন, শ্যামনগরে ১০ জন, আশাশুনিতে ৮ জন, পাটকেলঘাটাতে ৭ ও দেবহাটা থানা থেকে ৪ জন আসামি গ্রেফতার করে পুলিশ।

  • পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য আমাদের সুস্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় নিয়ামক : জেলা প্রশাসক

    পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য আমাদের সুস্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় নিয়ামক : জেলা প্রশাসক

    নিজস্ব প্রতিনিধি: ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সুলতানপুর বড় বাজারস্থ খাদ্য গুদামে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সহকারি পুলিশ সুপার ইলতুত মিশ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা উপ-পরিচালক অরবিন্দ বিশ^াস, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন ও পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ। এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য আমাদের সুস্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় নিয়ামক। অনিরাপদ খাদ্য ক্যান্সার, কিডনি রোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি। বর্তমান সরকার জনস্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ২ ফেব্রুয়ারি ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ ঘোষণা নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যসহ কর্মক্ষম করে গড়ে তুলতে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রাপ্তির বিকল্প নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম কার্যকর ভূমিকা রাখতে হবে।’ হোটেল রেস্তোরা, বেকারী, বাজারসহ সকল খাদ্য নিরাপত্তার জন্য ভেজাল বিরোধী অভিযান জেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার আব্দুল্লাহ, সুলতানপুর মৎস্য ব্যবসায়ী সমিতির আহবায়ক শেখ নাসেরুল হক, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সুলতানপুর মুদী বাজার সমিতির সভাপতি মো. সিরাজুল হক, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মিহির সাহা, সঞ্জীব পাল, সুলতানপুর কাঁচা বাজার সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক রওশন আলী প্রমুখ। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা, কর্মচারী, ডিলার ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুলতানপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আ.স.ম আব্দুর রব।

  • সাতক্ষীরায় ১ম দিনের এস. এস. সি পরীক্ষা সম্পন্ন : অনুপস্থিত ১৪৭

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিনের এস.এস.সি পরীক্ষা শেষ হয়েছে। জেলায় ৪২টি কেন্দ্রের অধীনে প্রথম দিনের পরীক্ষায় ২৬ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ১৪৭ জন অনুপস্থিত ছিল। তবে কোন শিক্ষার্থী বা শিক্ষক বহিস্কার হয়নি। শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুলসহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি এস এস. সি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা সম্পর্ন্নের নির্দেশ দেন।’ এবারের এস. এস. সি পরীক্ষায় জেলার ২৪টি কেন্দ্রে ১৬ হাজার ৭০৮জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৬ হাজার ৬৬২ জন এবং অনুপস্থিত ছিল ৪৬ জন। দাখিল ১১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৪ হাজার ৮৫১ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৭৫৭ জন এবং অনুপস্থিত ছিল ৯৪ জন। ভোকেশনাল শাখায় ৭টি কেন্দ্রে ১ হাজার ৩৬ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। এস.এস.সি পরীক্ষা কেন্দ্রের ৫০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সাতক্ষীরা প্রশাসন। এছাড়াও পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা প্রশাসন অনেক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষায় সংশ্লিষ্ট কোন ব্যক্তি পরীক্ষার নীতিমালার বাইরে কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ ও দেয়া হয়েছে। সে জন্য কোন শিক্ষক ও শিক্ষার্থী বহিস্কারের খবর পাওয়া যায়নি।

  • তালায় জনবসতিপূর্ণ ও মাদ্রাসা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ : অজানা কারণে প্রতিকার চাইনা মাদ্রাসা সুপার

    তালায় জনবসতিপূর্ণ ও মাদ্রাসা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ : অজানা কারণে প্রতিকার চাইনা মাদ্রাসা সুপার

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা ও যশোরের কেশবপুর উপজেলার নোমান্সল্যান্ডে অবস্থিত বগা শাহকারারীয়া রহঃ সিনিয়র মাদ্রাসার ১০ ফুট দুরে ইটভাটা নির্মাণ হওয়ায় ব্যাপক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ঐ এলাকার জনসাধারণ। বর্তমানে ইট ভাটার চিমনির পোড়া ধোয়া ও ব্যবহৃত কাঁচা ইট, পাকা ইট ও মাটি বহনে যন্ত্রদানবের যেমন শব্দ দূষণ হচ্ছে তেমনিভাবে বায়ু দূষণ ব্যাপক আকার ধারণ করেছে। ফলে পাঠগ্রহণে মাদ্রাসার ৩শ ছাত্র-ছাত্রী ব্যাঘাত ঘটছে সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। কিন্তু অজানা কারণে এসব সমস্যার কোন প্রতিকার চাইনা সংশ্লিষ্ট মাদ্রাসার সুপার আবুল হাসান।
    ঘটনার সত্যতা নিশ্চিতে গিয়ে দেখা যায়, পাটকেলঘাটা হতে কেশবপুর অভিমুখী মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়কের বগা নামক স্থানে মাদ্রাসাটির অবস্থান। মাদ্রাসার দক্ষিণ প্রান্তে সীমানা কপোতাক্ষ নদের একটি সংযোগ খাল। খালটির প্রস্থ ১০-১২ ফুট। খালের ওপারেই গত ৪ বছর যাবত তালা উপজেলার সেনপুর গ্রামের আব্দুল হাকিম সরদার মেসার্স বিএসবি ব্রিকস নামের একটি ইটভাটা গড়ে তুলেছে। ইটভাটা মালিক ও তার পুত্র ইমরান বর্তমান সৌদি আরবে অবস্থান করছেন। দায়িত্বরত ম্যানেজার প্রতিবেদককে নাম জানাতে অসংকোচবোধ করে বলেন, ‘আমাদের কাগজপত্র সবই আছে।’
    বাংলাদেশ ইট ভাটা নির্মাণ ও ইট প্রস্তুত আইনে ২০১৩ সংশোধনীয় উল্লেখ আছে যে, ফলজ ও বনজ বাগান, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকায় ইট ভাটা গড়ে তোলা যাবে না। কিন্তু এখানে ইটভাটা মালিকরা এতটাই প্রভাবশালী যে, আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইটভাটা পরিচালনা করছে। ইট ভাটার বিরুদ্ধে অভিযোগ করার মতো অনেকেই থাকলেও তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে। যে টাকার সবচেয়ে মোটা উৎকোচ গ্রহণ করার অভিযোগ উঠেছে ঐ মাদ্রাসার সুপার আবুল হাসানের বিরুদ্ধে। মাদ্রাসার উত্তর প্রান্তে মাত্র ৩০ গজের মধ্যে সেনপুর বাজার। বাজারের পাশেই একই গ্রামের বাবলুর রহমান (পোল্ট্রি বাবলু) আরো একটি ইটভাটা গড়ে তুলে ফসলী জমি, ফলজ ও বনজ বাগান নষ্ট করে আরো একটি ইট ভাটা গড়ে তুলেছে। এসব ভাটার বৈধ কোন কাগজপত্র না থাকলেও মালিকপক্ষের দাবি বৈধ কাগজপত্র আছে। ভাটা দু’টির পাশ দিয়ে বহমান সড়কে নিয়মিত চলাচলকারী বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইসহাকুল ইসলাম, গরু ব্যবসায়ী আব্দুল হামিদ গাজী, সবজি ব্যবসায়ী দিদারুল ইসলাম, মাছ ব্যবসায়ী আব্দুল মজিদসহ একাধিক ভুক্তভোগী জানান, রাস্তার পাশে ইটভাটা। যার ১ কিলোমিটারের মধ্যে কমপক্ষে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি বাজার, তারই মধ্যে চলছে অবৈধ ভাটা। পাকা রাস্তায় রৌদ্রে ধুলা, বৃষ্টিতে কাদা, মাটি বহনের দানবযন্ত্রের শব্দ দূষণে অতিষ্ঠ। সড়কে চলাচলই যেন জীবনের ঝুঁকি। একইভাবে কথা হয় মাদ্রাসার হাফিজিয়া শাখার ছাত্র মাছুম বিল্লাহর সাথে। তার বাড়ি খুলনার কয়রা উপজেলায়। সে সেনপুর গ্রামের আবু হেনা আলম এর বাড়িতে থেকে পড়াশুনা করে। সে জানায়, ভাটার ধুলাবালি মাদ্রাসার বাতাসে লেগেই থাকে। চিমনির ধোয়ায় নাক জ্বালা করে। সবসময় অস্বস্তিবোধ করলেও কোন প্রতিকার হচ্ছে না। সেনপুর বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল মালেকের দাবি ভাটা দুটির মালিক সেনপুর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ধনী ব্যক্তি। তাদের অর্থের দাপটে অসহায় হয়ে পড়েছে এলাকার মানুষ। রাস্তার ধারে ভাটার চিমনির ধোয়ার গন্ধ ও ধুলাবালিতে খাবার তৈরি করলে কেউ হোটেলে খাবার খেতে চায় না। বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার মতো। এসময় হোটেল ব্যবসায়ী সাংবাদিককে পেয়ে আনন্দের সাথে সমস্যার কথা জানালেও কিছুক্ষণ পর তাকে বিচলিত দেখা যায়। অনেকটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলেন, ‘আমি আপনাদেরকে এসব বলেছি যদি জানতে পারে তাহলে আমার উপর বিভিন্ন চাপ আসতে পারে। আপনারা কি দেখবেন আমাকে ! সাধারণ মানুষের এমন চাওয়া পাওয়া কি সাংবাদিক পূরণ করতে পারে ?’ মাদ্রাসার সুপার আবুল হাসান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ইটভাটার মালিকদের কাছ থেকে উৎকোচ গ্রহণের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, তা আদৌ সত্য নয়। তার এমন উত্তরে আবারো জানতে চাওয়া হয় ৪ বছর যাবৎ মাদ্রাসার ১০ ফুটের মধ্যে ইট ভাটা পরিচালনা হচ্ছে আপনি সংশ্লিষ্ট কোন কোন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। এমন প্রশ্নে তিনি কুপোকাত, পরে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এবিষয়ে কেশবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সেলফোনে যোগাযোগ করা হলে ফোনটি কিছুক্ষণ সংযোগ থাকলেও পরবর্তীতে বন্ধ পাওয়া যায়। তবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন সাংবাদিকদের জানিয়েছেন, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  • জলাবায়ু পরিবর্তন ক্ষতি রোধে জলাভূমি সুরক্ষা প্রয়োজন

    জলাবায়ু পরিবর্তন ক্ষতি রোধে জলাভূমি সুরক্ষা প্রয়োজন

    নিজস্ব প্রতিনিধি: ধ্বংসের মুখে পড়েছে দেশের জলাভূমি। এর ফলে বিভিন্ন প্রজাতি অস্তিত্ব সংকটে রয়েছে। জলাভূমি ধ্বংসের কারণে কমে যাচ্ছে বনভূমিও। এসবের বিরুপ প্রভাব পড়ছে জলবায়ুর ওপর। অথচ জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষয় ক্ষতি মোকাবেলায় জলাভুমি সুরক্ষা জরুরি হয়ে পড়েছে। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে বিশ^ জলাভূমি দিবস পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আয়োজকরা। তারা বলেন জলাভূমি রক্ষায় এখনই ব্যবস্থা না নেওয়া হলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি আরও বেড়ে যাবার আশংকা রয়েছে। বেসরকারি সংস্থা এনসিআরবি (নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বলা হয় জাতিসংঘ প্রণীত জলাভূমি সনদ ১৯৭৫ সাল থেকে কার্যকর হয়। বাংলাদেশ এই সনদে স্বাক্ষরকারী দেশগুলির অন্যতম। ১৯৭১ এর ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে এ বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৯২ সালে রামসার সনদের স্বাক্ষর করে সুন্দরবন এবং টাঙগুয়ার হাওড় এই দুই জলাভূমিকে এর অন্তর্ভক্ত করে। আয়োজকরা বলেন জলাভূমি আমাদের প্রাণিকূলকে পানি যোগায়। বন্যা খরা ও নানা দুর্যোগ থেকে আমাদের সুরক্ষা দেয়। প্রতিবেশ থেকে অধিকতর কার্বন ধরে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদান রাখে জলাভূমি। এসব জলাভূমি নিঃশেসিত হলে প্রচুর গ্িরণ হাউস গ্যাস নিঃসরণ ঘটবে। এরই মধ্যে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডেরে পরিমান আগের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ^ব্যাপী দুর্যোগও বেড়েছে ৩৫ ভাগ। সংবাদ সম্মেলনে বলা হয় জলাভূমির সংখ্যা হ্রাস পাওয়ার কারণে প্রাণিকূল সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে। এর কারণে দুর্যোগের সংখ্যা বেড়ে গেছে। তারা আরও বলেন নদী নালা খাল বিল প্রকৃতির পানি ধরে রাখে। শুস্ক মওসুমে এই পানি কৃষি খামারে ব্যবহৃত হয়। বর্তমান সময়ে জলাভূমিসমূহ অস্তিত্ব সংকটে পড়ায় অতিবৃষ্টির পানি স্থলভূমিতে ছড়িয়ে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি করে। বাংলাদেশের ২০ হাজার বর্গ কিলোমিটার উপকূলীয় জলাভূমি অর্থনৈতিক , বানিজ্যিক এবং পরিবেশ ও প্রতিবেশবান্ধব ভূমিকা পালন করে আসছে। এসব জলাভূমিতে দেড় হাজার প্রজাতির মেরুদন্ডি প্রাণি, ৭৫০ প্রজাতির পাখি এবং ৫০০ প্রজাতির মাছ পাওয়া যায়। এরই মধ্যে দেশের ২১ লাখ হেক্টর জলাভূমির বিলুপ্তি ঘটেছে জানিয়ে তা রোধকল্পে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। এ জন্য কয়েকটি দাবিও তুলে ধরেন আয়োজকরা। এর মধ্যে রয়েছে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় ক্ষতিকর প্রকল্প ও শিল্প স্থাপনা বন্ধ করে দেওয়া, দেশের সকল জলাভূমিকে রামসার সনদের তালিকায় অন্তভূক্ত করা , জলাভূমির ইজারা বন্ধ, জলাভূমি সংরক্ষনে আইন প্রনয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি অপরেশ পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ আফজাল হোসেন, খুরশীদ জাহান শীলা, রিয়াজুল ইসলাম, শংকর মন্ডল, উত্তম মজুমদার প্রমুখ।

  • শ্যামনগরে নিরাপদ খাদ্য দিবস পালিত

    শ্যামনগরে নিরাপদ খাদ্য দিবস পালিত

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে “সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই”- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নিরাপদ খাদ্য দিবস-২০১৯ পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামানের নেতৃত্বে উপজেলা খাদ্য অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, নকিপুর খাদ্য গুদামের কর্মকর্তা কর্মচারী, উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যগণের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অফিস চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় নকিপুর খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, নকিপুর বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ ফিরোজ হোসেন প্রমুখ।

  • কালিগঞ্জে এস.এস.সি পরীক্ষার প্রথম দিনে ভুলক্রমে পুরাতন প্রশ্ন দেওয়ায় কেন্দ্র সচিবসহ ৩ জন সাময়িক বরখাস্ত

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আচর্য প্রফুল্য চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ভুলক্রমে ২০১৮ সালের প্রশ্ন দেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ ৩ জনকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    শনিবার জেলা প্রশাসকের নির্দেশে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন তাদেরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। সাময়িক বরখাস্ত প্রাপ্ত কর্মকর্তারা হলেন, কেন্দ্র সচিব সুখপদ বাইন, কালিগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও অফিস সহকারি ইয়াসিন আলী। একই সাথে ওই কেন্দ্রের সহকারি সচিব আশাশুনির কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে চাম্পাফুল আচর্য প্রফুল্য চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানায়, তাদের ৩১ জন শিক্ষার্থীকে প্রথমে ২০১৮ সালের প্রশ্ন দেওয়া হয়। বিষয়টি এক ঘণ্টা পরে জানাজানি হলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে পরামর্শ ক্রমে তাদের খাতা ও প্রশ্নপত্র নিয়ে পুনরায় নতুন খাতা ও ২০১৯ সালের প্রশ্ন দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, পুরাতন প্রশ্ন পাওয়া শিক্ষার্থীদের পরে নতুন খাতা ও প্রশ্ন দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।

  • সাতক্ষীরায় মৎস্যজীবী দল নেতা আমান হত্যার বিচার দাবি করলেন মেয়ে নিশাত তাছনীন

    সাতক্ষীরায় মৎস্যজীবী দল নেতা আমান হত্যার বিচার দাবি করলেন মেয়ে নিশাত তাছনীন

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরার চাঞ্চল্যকর জেলা মৎস্যজীবী দলের নেতা আমান হত্যার বিচার দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। এই হত্যার সাথে জড়িতরা এখন নানাভাবে তাদের হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। শনিবার এক মানববন্ধন ও সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন নিহত আমানুল্লাহ আমানের মেয়ে নিশাত তাছনীন। এ সময় তার দাদী ফাতেমা খাতুন, চাচা আবদুল কাদের এবং ইসমত আরাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ইসমত আরা বলেন ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা বিএনপির বর্ধিত সভা চলাকালে দলের দুই পক্ষের সংঘর্ষের জেরে জেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক আমানুল্লাহ আমান নিহত হন। এ ঘটনায় ৮৯ জনকে আসামি করে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ ৫৪ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়। ঘটনার পর তেকে আসামিরা মামলাটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমান কন্যা নিশাত তাছনীন প্রশ্ন তুলে বলেন আর কতকাল দেরি করলে তার বাবার হত্যার বিচার পাবেন তিনি। সংবাদ সম্মেলনে বলা হয় আসামিরা এখন তাদের হুমকি দিচ্ছে। এমনকি যারা মামলার সাক্ষি হয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাদের জমিও দখল করে নিচ্ছে তারা। এসব অভিযোগ নিয়ে তারা প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাত করার আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে আমান হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

  • এসএসসি ও সমমানের পরীক্ষা শনিবার : সাতক্ষীরায় পরীক্ষার্থী প্রায় ২৭ হাজার

    এসএসসি ও সমমানের পরীক্ষা শনিবার : সাতক্ষীরায় পরীক্ষার্থী প্রায় ২৭ হাজার

    নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও শনিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যশোর বোর্ডের অধীনে এসএসসি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
    সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে,এবছর সাতক্ষীরা জেলায় ২৪ টি কেন্দ্রের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১৪ জন, দাখিল পরীক্ষায় ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭৫১ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ১৯৭জন।
    সাতক্ষীরা সদর উপজেলা ঃ এসএস পরীক্ষায় সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮৯ জন, সাতক্ষীরা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭১৭ জন, নবারুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৮০ জন, সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৩৪ জন, এসএসসি (ভোকেশনাল) সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ৩১১ জন,দাখিল পরীক্ষায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এক হাজার ২শত ৬৮ জন পরীক্ষা দিচ্ছে।
    কলারোয়া উপজেলা ঃ কলারোয়া জি, কে, এম, কে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৫৩ জন, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৭৩ জন, খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৭০ জন, কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯১৭ জন। এসএসসি (ভোকেশনাল) কলারোয়া জি, কে, এম, কে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩৫ জন ও দাখিল পরীক্ষায় কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭২৪ জন পরীক্ষা দিচ্ছে।
    তালা উপজেলা ঃ এসএসসি পরীক্ষায় তালা সরকারি বি, দে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৪৯৯ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৭৬ জন, খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে ৬৮২ জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ ৩৫জন,ভোকেশনাল পরীক্ষায় কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৭৪জন। দাখিল পরীক্ষায় তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৪৫২ জন ও পাটকেলঘাটা আল আমিন ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৪১৯ জন পরীক্ষা দিচ্ছে।
    আশাশুনি উপজেলা ঃ এসএসসি পরীক্ষায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮২ জন, দরগাপুর এস,কে, আর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬১৩ জন, বুধহাটা বি, বি, এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৫৬ জন, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৬১৫ জন। দাখিল পরীক্ষায় আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৫৪০ জন, গুনাকরকাটি আজিজিয়া খাইরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৩৩ জন পরীক্ষা দিচ্ছে।
    কালিগঞ্জ উপজেলা ঃ এসএসসি পরীক্ষায় কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৬৫৭ জন, নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে৭৪৪ জন, চাম্পাফুল আ. প্র. চ. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৮১ জন। (ভোকেশনাল) কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৫ জন। দাখিল পরীক্ষায় কালিগঞ্জ নাছরুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৪৩৩ জন, নলতা মাদ্রাসা কেন্দ্রে ২৭১ জন পরীক্ষা দিচ্ছে।
    দেবহাটা উপজেলা ঃ এসএসসি পরীক্ষায় দেবহাটা সরকারি বি, বি, এম, পি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৯৩ জন, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৯৫ জন। (ভোকেশনাল) আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৭ জন। দাখিল পরীক্ষায় সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে ২৮৮ জন পরীক্ষা দিচ্ছে।
    শ্যামনগর উপজেলা ঃ নকিপুর সরকারি এইচ, সি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ১১০জন, নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৬৬ জন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৭৭ জন। (ভোকেশনাল) নকিপুর পাইলট মাধ্যমিক বালিবা বিদ্যালয় কেন্দ্রে ৯৯ জন, দাখিল পরীক্ষায় শ্যামনগর কেন্দ্রিয় ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭০৭ জন, নওয়াবেকী বিড়ালক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৪১৬ জন পরীক্ষা দিচ্ছে।
    এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায় বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশিত সব ধরনের প্রস্তুতি সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

  • দেবহাটায় শালিসের নামে মেম্বর কর্তৃক বৃদ্ধাকে মারপিট: অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা

    দেবহাটায় শালিসের নামে মেম্বর কর্তৃক বৃদ্ধাকে মারপিট: অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শালিসের নামে ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের মধ্যযুগীয় কায়দায় বাঁশ দিয়ে পেটানোর নির্মম শারিরীক নির্যাতন-অপমান সইতে না পেরে আয়রা বেগম (৭৫) নামের এক অসহায় বৃদ্ধা মহিলা শালিস মজলিশেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করছে। এসময় বৃদ্ধা আয়রা বেগমের ছেলে আয়ুব হোসেন ও মেয়ে মাফুরা খাতুনকেও পিটিয়ে জখম করে ইউপি সদস্য নির্মল। এঘনার পর বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী বৃদ্ধা আয়রা বেগমকে তার পরিবারের সদস্যরা সখিপুর হাসপাতালে ভর্তি করতে গেলে অভিযুক্ত ইউপি সদস্য তার অপকর্ম ঢাকতে সরকারি হাসপাতালে না নিয়ে স্থানীয় ঈদগাহ বাজারের গ্রাম্য ডাক্তার ইসলামের চেম্বারে মূমুর্ষূ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের কাজীমহল্যা গ্রামে এঘটনা ঘটে। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৃদ্ধা মহিলা আয়রা খাতুন। তিনি সখিপুরের কাজীমহল্যা গ্রামের পঙ্গু দলু গাজীর (৮৫) স্ত্রী। এঘটনায় সখিপুরের কামটা গ্রামের কানাই লাল মন্ডলের ছেলে ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ও কাজীমহল্যা গ্রামের বাবর আলীর ঘর জামাই শাহিনকে আসামি করে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিম বৃদ্ধার ছেলে আয়ুব হোসেন। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বৃদ্ধার ছেলে আয়ুব হোসেন ও তার স্ত্রীর মধ্যকার পারিবারিক গোলযোগ সৃষ্টি হয়। এঘটনায় গত রবিবার স্থানীয় কেন্দ্র করে বাবর আলীর ঘর জামাই শাহিন আয়ুব হোসেনকে নিজের বাড়ীতে ফেলে পিটিয়ে জখম করলে আয়ুব হোসেন বিষয়টি নিয়ে মেম্বর নির্মলের কাছে বিচার দেন। এরই মধ্যে মেম্বর নির্মল শাহিনের দ্বারা প্রভাবিত হয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে শাহিনের বাড়ীর উঠানে শালিস চলাকালে সুষ্ঠ বিচার না করে বরং উল্টো আয়ুব হোসেনকে বাশ দিয়ে পেটানো শুরু করে। এসময় আয়ুব হোসেনের পচাত্তর বছর বয়সী অসহায় বৃদ্ধা মা আয়রা বেগম ও বোন মাফুরা খাতুন বাঁধা দিতে গেলে শালিসের মধ্যেই মধ্যযুগীয় কায়দায় বৃদ্ধা আয়রা বেগমকে মাটিতে ফেলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি মারার পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে মেম্বর নির্মল। মারপিটের একপর্যায়ে শারিরীক নির্যাতন ও অপমান সইতে না পেরে বৃদ্ধা মহিলা আয়রা বেগম শালিসের ঐ মজলিশেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। মূমুর্ষূ অবস্থায় তাকে সরকারি হাসপাতালে ভর্তি করতে চাইলে আয়রা বেগমের ছেলে আয়ুব ও নাতি সিরাজুলকে হত্যা করার হুমকি দিয়ে বাধ্য করে স্থানীয় গ্রাম্য ডাক্তার ইসলামের চেম্বারে আয়রা বেগমকে ফেলে রেখে পালিয়ে যায় ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল। এঘটনায় দেবহাটা থানায় ইউপি সদস্য নির্মল ও শাহিনকে আসামী করে অভিযোগ দায়েরের পর থানার উপপরিদর্শক জুয়েলকে তাৎক্ষনিক তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ মূমুর্ষূ বৃদ্ধা আয়রা খাতুনকে সখিপুরস্থ সরকারি হাসপাতালে ভর্তি করে জরুরী চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। এদিকে অভিযুক্ত ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ক্ষিপ্ত হয়ে এবং নিজের অপকর্ম ঢাকতে ভিকটিম বৃদ্ধার ছেলে আয়ুব হোসেন, মেয়ে মাফুরা খাতুন ও নাতি সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।

  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অটোমেশন বাস্তবায়নে মতবিনিময়

    সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অটোমেশন বাস্তবায়নে মতবিনিময়

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অটোমেশন বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় স্থলবন্দর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
    সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. রেজাউল করিম, ভোমরা শুল্ক স্টেশনের সহকারি কমিশনার মনিরুল হক সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, ভোমরা ইমিগ্রেশন চেক পোস্টের অফিসার ইনচার্জ জুয়েল আহমেদ, ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মো. আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ।
    সভায় জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম আরো গতিশিল করার লক্ষ্যে এই অটোমেশন সিস্টেম চালু করা হলো। এতে ব্যবসায়ীরা দ্রুত তাদের পণ্যের সঠিক পরিমাপ নির্ণয় করতে পারবেন। একটি নিসন্দেহে একটি ভাল উদ্যোগ। এতে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। প্রথম দিকে একটু সমস্যা হলোও দ্রুত এটি সহজ হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ভোমরা বন্দরের ব্যবসায়ীরা যদি অটোমেশন সিস্টেম ব্যবহারে কোন অসুবিধার সম্মুখিন হন তাহলে এই পদ্ধতি আরো বাড়ানো হবে।

  • কালিগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে শতাধিক বিএনপি নেতাকর্মীর দল ছাড়ার ঘোষণা

    কালিগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে শতাধিক বিএনপি নেতাকর্মীর দল ছাড়ার ঘোষণা

    কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের নলতায় সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন উপজেলাসহ নলতা ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার রাত ৮টায় নলতা করিম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খোকন বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি দলীয় রাজনীতি করলেও দুঃসময়ে আমিসহ আমার দলের অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে দলের কেউ সাহায্য করাতো দুরের কথা কোনদিন খোঁজ খবরও নেননি। তাই আমরা নলতা ইউনিয়ন বিএনপিসহ সকল ওয়ার্ড কমিটির বিভিন্ন পদে থাকা শতাধিক নেতাকর্মী সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ছাড়ার জন্য একত্রিত হয়েছি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা-৩ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের উপর আস্থা রেখে আমরা সকলে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেয়ার ইচ্ছা পোষণ করছি। খুব দ্রুত আমরা সবাই আনুষ্ঠানিক ভাবে এলাকার উন্নয়নের রূপকার অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করবো। আজকের পর থেকে আমরা উপজেলাসহ ইউনিয়ন বিএনপির সকল পদ থেকে অব্যাহতি নিলাম। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ও নলতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওলিউর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুুকুমার দাশ বাচ্চু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক লাভলু আক্তার প্রমুখ।

  • দেবহাটায় সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

    দেবহাটায় সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্থর উদ্বোধন হয়েছে। সকাল ১০টায় চিনেডাঙ্গা এতিমখানার সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন চিনেডাঙ্গা এতিমখানার প্রতিষ্ঠা হাফেজ জিএম আব্বাস উদ্দীন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ইউসিুফ আলী, মেহেদী হাসান, আজগার সরদার, মুকুল গাজী, শাহজান সরদার, পিয়ার আলী গাজী, মেছের আলী প্রমুখ।

  • রমজাননগর ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীকে বিভ্রান্তি না হওয়ার আহবান

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন যুবলীগের সর্ব স্তরের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য জেলা ও উপজেলার যুবলীগের নেতৃবৃন্দ আহব্বান জানিয়েছেন। সম্প্রতি শ্যামনগরে জাতীয় সংসদ নির্বাচনে কিছু কুচক্রী মহল তাদের ফেসবুক আইডি ও বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখির মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় রমজাননগর ইউনিয়ন যুবলীগের বহিঃস্কৃত সাবেক সভাপতি সোহরাব হোসেন যুবলীগের নাম ব্যবহার করে ৩১/০১/২০১৯ তারিখে ফেসবুক ও বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর প্রেস বিজ্ঞপ্তি পরিবেশন করে নিজেকে সভাপতি দাবী করছে। এ বিষয়ে খোজ খবর নিলে জানা গেছে, গত ২৬/০২/২০১৮ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাবেক সভাপতিকে বহিস্কার করে রমজাননগর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এ সকল বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান সত্যতা প্রকাশ করেছে। তিনি আরও বলেন, জেলা যুবলীগের নির্দেশনায় আমার ও জেলা সদস্য আব্দুল মজিদ গাজীর নেতৃত্বে উপজেলা যুবলীগের কমিটি পরিচালিত হয়। বর্তমান সময়ে উপজেলা যুবলীগের গতিশীল সাংগঠনিক কার্যক্রমে ঈর্শ্বানিত হয়ে কিছু কু-চক্রী মহল এধরনের সংবাদ পরিবেশন করছে। তারই ধারাবাহিকতায় রমজাননগর যুবলীগের বহিঃস্কৃত সাবেক সভাপতি ইউনিয়ন নেতাকর্মীদের বিভ্রান্তি করার চেষ্টা করছে। আরও বলেন, রমজাননগর ইউনিয়ন নেতাকর্মীদের বর্তমান আহবায়ক কমিটি ও আহবায়ক জি এম আব্দুল্যাহ আল মামুনের উপর আস্থা রেখে সংঘবদ্ধ ভাবে সকল কার্যক্রম অব্যাহত রেখে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার স্বপক্ষে ও সমর্থিত প্রার্থীর পক্ষে সকল কার্যক্রম অব্যহত রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে মোবাইল ফোনে জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি তার সত্যতা প্রকাশ করে বলেন, প্রায় ১বছর পূর্বে সাংগঠনিক কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের জন্য সোহরাব কে বহিস্কার করে উক্ত কমিটি বিলুপ্ত করার নির্দেশ দেওয়া হয় এবং জেলা ও উপজেলা যুবলীগ কমিটির স্বাক্ষরিত আহবায়ক কমিটি ঘোষণ করা হয়। সোহরাব যুবলীগের কেহ নয়। ভবিষ্যতে এ ধরনের কোন প্রকার কার্যক্রমে নিয়োজিত হলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ তথ্য নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ গাজী।

  • তালায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৬১৮ জন শিক্ষার্থী

    নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ হাজার ৬শ ১৮ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের ন্যায় শনিবার (২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এবছর পরীক্ষা চলাকালীন সময়ে ফটোষ্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার ১মাস বন্ধ থাকবে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানাগেছে, এবছর তালা উপজেলার ৭টি কেন্দ্রের মধ্যে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৪৯৯ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬৭৬জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৩৩ জন, খলিশখালী মাগুরা এস,সি কলেজিয়েট স্কুলে ৭৬২জন শিক্ষার্থী অংশগ্রহন করবে। এছাড়া দাখিল পরীক্ষায় পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ৪১৯জন ও তালা ফাযিল মাদ্রাসায় ৪৫৩জন পরীক্ষার্থী অংশ নেবে। কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭৬ জন ভোকেশনাল শিক্ষার্থী অংশগ্রহন করবেন।
    এবছর এসএসসি পরিক্ষায় অংশগ্রহন শিক্ষার্থীর ২৩১৮ জন ছাত্র ও ২৩০০ জন ছাত্রী অংশগ্রহন করবেন । গত বছরে অংশগ্রহন করেছিল ৪হাজার ৬১জন শিক্ষার্থী ।
    তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান বলেন, এ বছর এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইতিপূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জনসাধারন প্রবেশে নিষিধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সকল ফটোস্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে।

  • দেবহাটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুটি ঘরে অগ্নিকান্ড

    দেবহাটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুটি ঘরে অগ্নিকান্ড

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়াতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শুরু হওয়া অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে দুটি বসত ঘরের আসবাবপত্র। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে দেবহাটার পারুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় এঘটনা ঘটে। অগ্নিকান্ডে নিশ্চিন্তপুরের ফজর আলী বিশ্বাসের পুত্র দিনমজুর জালাল বিশ্বাসের দুটি বসতঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে প্রথমে জালাল বিশ্বাসের বাড়ীর কাঠ ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী দুটি বসত ঘরে। পরে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের যাবতীয় আসবাবপত্র ও অন্যান্য মালামাল। অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

  • আশাশুনিতে অপহৃত মৌমিতা উদ্ধার : অপহরণকারী আটক

    আশাশুনিতে অপহৃত মৌমিতা উদ্ধার : অপহরণকারী আটক

    আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে অপহরণের পনের দিন পর অপহৃত মৌমিতা চক্রবর্তী (১৬) কে উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। অপহরণের সাথে জড়িত দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
    থানা সূত্রে জানা গেছে, শিশুকন্যা মৌমিতা চক্রবর্তী (১৬) অপহরণের ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১৭(০১)১৯। মামলা দায়ের পর আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার পাইকগাছা বাজার থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই অপহরণকারী কয়রা থানার তেঁতুলতলার চর এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিক এর ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মুনছুর আলীকে আটক করে। এসময় তাদের জিজ্ঞাসাবাদে আটকে রাখা অপহৃত মৌমিতা চক্রবর্তীকে উদ্ধার করে থানা পুলিশ। আসামিদের বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।