Blog

  • সরকারি-বে-সরকারি সংস্থাসমূহের সাথে নেটওয়ার্কিং সভা

    সরকারি-বে-সরকারি সংস্থাসমূহের সাথে নেটওয়ার্কিং সভা

    শ্যামনগর ব্যুরো: ইউএসএআইডি‘র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলন এর যৌথ উদ্যোগে নবযাত্রা প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা সম্মেলন কক্ষে শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপত্ত্বিতে সরকারী-বেসরকারী সংস্থাসমূহের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ওয়ান স্টপ ক্রাইসেস সেল, প্রোগ্রাম অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার, উপজেলা সংগঠক, জাতীয় মহিলা সংস্থা, ফিল্ড অফিস ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্যামনগর। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বত্তব্য প্রদান করেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার রবার্টসন সরকার। তিনি বলেন, নবযাত্রা প্রকল্প সরকারের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে তৃনমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। সরকারের একান্ত প্রচেষ্ঠায় এটা একটা সামাজিক আন্দোলনে পরিনত হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিবন্ধকতা আছে তবে সবাই এক সাথে কাজ করলে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। সব শ্রেনি পেশার মানুষকে সচেতন করতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সভাপতি সাইদুর রহমান বলেন, নবযাত্রা প্রকল্প নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তৃর্ণমূল পর্যায়ে বিভিন্ন পর্যায় কাজ করে যাচ্ছে। তারই উদ্দেশ্যে আজকের এ নেটওর্য়াকিং মিটিংয়ের আয়োজন। উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস, বাল্যবিবাহের ক্ষেত্রে এভিডেভিড কোন বিয়ের অনুমতি নয়। এভিডেভিডের মাধ্যমে কোন বিবাহ অনুষ্ঠিত হলেও আমরা সেটা বন্ধ করব। বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সকলে মিলে বাল্যবিবাহ প্রতিরোধে নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে যাতে বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধি দুর করা যায়। তিনি সকলকে বাল্যবিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে জরুরি ও দ্রুত সেবা পেতে ১০৯ নম্বরে কল করার জন্য আহবান করেন। আলী ইমরান সাধারন সম্পাদক উপজেলা এনজিও সম্বন্বয় বলেন, যে কোন সমস্যা শেকড় থেকে উৎঘাটন করতে হবে। বাল্যবিবাহের ক্ষতিকর দিক উঠান বৈঠকের মাধ্যমে বুঝাতে হবে। বাল্যবিবাহ হলে যে কোন উপায়ে সংশ্লিষ্ট দোষি ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের সম্বন্বয়ে ইউনিয়ন পর্যায়ে এ্যাভোকেসি সভা আায়োজন করতে হবে। উক্ত সভায় ব্র্যাক, ফ্রেন্ডশীপ, নকশীকাথা, প্রগতি, রুপান্তর, দলিত, ডেরা সহ শ্যামনগর উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং নবযাত্রা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবযাত্রা এবং জেন্ডার কার্যক্রমের অগ্রগতি সকলে সম্মুখে উপস্থাপন করা হয় এবং জেন্ডার কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য সহযোগীতা কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার লিটন বিশ্বাস।

  • আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন কিনেছেন ১৫ জন

    আশাশুনি প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশায় এরিপোর্ট লেখা পর্যন্ত আশাশুনির ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। যার মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান (সাধারণ) ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। উপজেলার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করছেন। সেখানে আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির লক্ষ্যে মনোনয়নপত্র ক্রয় ও জমাদান করা হয়। এ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন ও জমা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের সাবেক চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ শাহ নেওয়াজ ডালিম। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, পূজা উদযাপন পরিষদের নেতা সাংবাদিক অসীম কুমার চক্রবর্তী, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আঃ সামাদ বাচ্চু, কৃষকলীগ জেলা নেতা এন এম বি রাশেদ সরোয়ার শেলী, আ’লীগ নেতা জি এম আক্তারুজ্জামান, কৃষকলীগ সাধারণ সম্পাদক মতিলাল সরকার, ফিরোজ আহম্মেদ ও মিহির কান্তি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক পারভিন নাসিমা আক্তার শিল্পী, মহিলা আ’লীগ নেতা ও মহিলা মেম্বার হেনা গাজী, মোসলেমা খাতুন মিলি ও ইউপি সদস্য মজিদা খানম।

  • চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি

    চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি

    নিজস্ব প্রতিনিধি: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী করা হয়েছে। চ্যানেল আই দর্শক ফোরাম সাতক্ষীরার ব্যবস্থাপনায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেস ক্লাব থেকে এ র‌্যালী বের করা হয়। র‌্যালী টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
    চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিসতি, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, এম. কামরুজ্জামান ও মানবাধিকার কর্মি মাধব চন্দ্র দত্ত প্রমুখ।

  • আগামীকাল থেকে শুরু নলতায় ৫৫তম বার্ষিকী ওরছ শরীফ

    আগামীকাল থেকে শুরু নলতায় ৫৫তম বার্ষিকী ওরছ শরীফ

    নিজস্ব প্রতিনিধি: পীরে সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৫৫তম বার্ষিক ওরছ শরীফ ২৬,২৭,২৮ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ এবং ৮,৯,১০ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ শুক্র, শনি ও রবিবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ৩ দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আগত পীর কেবলার হাজার হাজার ভক্তবৃন্দের আবাসন, খাওয়া, এবাদত বন্দেগীসহ নানা বিষয়ে পাক রওজা শরীফের খাদেম এবং ওরছ শরীফ উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্জ্ব মৌলভী আনছার উদ্দিন আহমদ’র বিশেষ দিক নির্দেশনায় ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তাদের তত্ত্বাবধানে নলতা শরীফসহ আশপাশের এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ ও সাজ সাজ রব বিরাজ করছে। এরইমধ্যে বিভিন্ন স্থান থেকে হজরত পীরকেবলার ভক্তবৃন্দের আগমনে নলতা শরীফে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ি, আসন্ন ৫৫তম বার্ষিক ওরছ উপলক্ষে প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদীসের আলোকে ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন। তা হলো- ২৬ মাঘ, ৮ ফেব্রুয়ারি শুক্রবার: আলহাজ্জ হাফেজ তোফাজ্জেল হোসেন ভৈরবী (আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভৈরব, চাঁদপুর), মাওলানা ক্বারী মোঃ আমিনউদ্দীন (আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, ভারত), মুফতী শাইখ মোহাম্মাদ ওসমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফীজম্, ঢাকা), মুফতি মাওলানা মো. আলমগীর হুসাইন সাইফী (খতিব, বায়তুল আমান জামে মসজিদ, হবিগঞ্জ)। ২৭ মাঘ, ৯ ফেব্রুয়ারি, শনিবার: হজরত মাওলানা আল্লামা আলহাজ্জ্ব আবু ছুফিয়ান খান আবেদী আল কাদেরী (আর্ন্তজাতিক ও সকল দেশে ইসলাম প্রচারক, আওলাদে অলি খলিফায়ে গাওছুল আযম বাগদাদ শরীফ (ইরাক), চাঁদপুর, বাংলাদেশ), আলহাজ্জ্ব হাফেজ মোখলেছুর রহমান বাঙ্গালী (আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া), আলহাজ্জ মাওলানা মোঃ আবু সাঈদ রংপুরী (মুফাস্সির ও মুহাদ্দিস, খতিব- নলতা শরীফ শাহী জামে মসজিদ), আলহাজ্জ্ব হজরত মাওলানা আল্রামা মুফ্তী আব্দুল মজিদ পিরিজপুরী (হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক) প্রমূখ। ২৮ মাঘ, ১০ ফেব্রুয়ারি, রবিবার : সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ৩দিন ব্যাপী নলতা শরীফের ৫৫ তম বার্ষিক ওরছের পরিসমাপ্তি ঘটবে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ওরছ শরীফের উক্ত ৩ দিনে অন্যান্য যে সমস্ত কর্মসূচী পালিত হবে তা হলো : ২৬ মাঘ, ৮ ফেব্রুয়ারি, শুক্রবার- বাদ ফজর হতে সকাল ৯ টা পর্যন্ত পাক রওজা শরীফে খতমে কুরআন মজিদ, মিলাদ শরীফ ও হজরত শাহছুফী সৈয়দ গফুর শাহ্ আল্ হোচ্ছামী (র:) এঁর রুহের উপর ছওয়াব রেছানী, সকাল ৯.৩০ হতে বেলা ১০.৩০ পর্যন্ত পাক রওজা শরীফে হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র:) এঁর বেছাল শরীফ উপলক্ষে কলেমাখানি, কুলখানি ও আলোচনা সভা, বেলা ১১.৩০ টা, বাদ আছর ও বাদ এশা পাক রওজা শরীফে চাঁদর পেশ, বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা, রাত ১১টা হতে ভোর ৪.৩০ টা পর্যন্ত হজরত রাসূলে করিম (সঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা, ভোর ৪.৩০ টা হতে সকাল ৬টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত। ২৭ মাঘ, ৯ ফেব্রুয়ারি, শনিবার- বাদ ফজর হতে সকাল ১০টা পর্যন্ত পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ, কলেমাখানি, মিলাদ শরীফ ও কুতুবুল আকতাব হাজী হাফেজ হজরত সৈয়দ ওয়ারেছ আলী শাহ (রঃ) এঁর রুহের উপর ছওয়াব রেছানী এবং পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও আলোচনা সভা, বেলা ১১.৩০টা, বাদ আছর ও বাদ এশা পাক রওজা শরীফে চাঁদর পেশ, বিকাল ৩.৩০টা হতে ভোর ৪টা পর্যন্ত হজরত রাসূলে করিম (সঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা, ভোর ৪.৩০টা হতে সকাল ৬.৩০টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত। ২৮ মাঘ, ১০ ফেব্রুয়ারি রবিবার- বাদ ফজর হতে সকাল ৯টা পর্যন্ত পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ, কলেমাখানি, মিলাদ শরীফ ও হজরত শাহ্ছুফী আলহাজ্জ্ব খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পাক রুহের উপর ছওয়াব রেছানী, বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়ার অনুষ্ঠান ও আখেরী মোনাজাত। আখেরী মোনাজাতের পূর্বে সরকারি চাঁদর পেশ। বেলা ১০.৩০ টা হতে বেলা ১২.৩০টা পর্যন্ত নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা ও ২০১৯-২০২১ সালের কার্যকরি পরিষদ গঠন। উক্ত ৫৫তম বার্ষিক ওরছ শরীফের সকল পর্ব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে উপভোগ করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ আব্দুল মজিদ এবং ওরছ শরীফ উদযাপন কমিটির আহবায়ক ও নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ্ব মৌলভী আনছার উদ্দিন আহমদ সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি উক্ত ৩ দিন ওরছ শরীফের সকল অনুষ্ঠান পূর্বের ন্যায় সাতক্ষীরা ভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে বিশিষ্ট সমাজসেবক ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের সার্বিক ব্যাবস্থপনায় ৫৫তম বার্ষিক ওরছ শরীফের সমগ্র অনুষ্ঠান সাতক্ষীরা ভিশন ক্যাবল অপারেটরে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

  • তালায় যাত্রীবাহী বাস খাদে : আহত ২৫

    তালায় যাত্রীবাহী বাস খাদে : আহত ২৫

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে খুলনা-পাইকগাছা সড়কে তালা উপজেলা ধাপুরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নং (ঢাকা মেট্রো-ড-৮০৭৫) তালা-পাইকগাছা সড়কের ধাপুরপুকুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এ সময় খুলনা টুটপাড়ার নগেন ভদ্রের ছেলে ফটিক ভদ্র (৫৬) ও পাইকগাছা দরগামহল গ্রামের রওশনারা বেগম (৫৪) সহ ২৫ যাত্রী আহত হয়। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • বাংলা ইশারা ভাষা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

    বাংলা ইশারা ভাষা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিনিধি: ‘ইশারা ভাষা সকলের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার যৌথ আয়োজনে শহরের পোষ্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার সহকারি পরিচালক হারুন অর-রশিদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক দেবাশিস সরদার।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. হাবিবুর রহমান, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নবজীবনের প্রতিনিধি ডি.এম কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মো. হাবিবুল্লাহ, ঋশিল্পি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান।

  • মানুষের আশারস্থল জননেত্রী শেখ হাসিনা


    অধ্যক্ষ আশেক-ই-এলাহী: সম্ভবনার অনেক দ্বার উম্মোচিত হচ্ছে। দেশ এখন অনেক উন্নয়নের সুচক স্পর্ষ করেছে বা করার দিকে এগুচ্ছে। সাধারণ মানুষ অন্য যে কোন সময় অপেক্ষা অর্থনৈতিক নিরাপত্তার মধ্যে আছে। নানান ধরনের কর্মসুচির মাধ্যমে সমাজের নীচের দিকের মানুষদের হাতে অর্থ যাওয়ার পথ তৈরী করেছে সরকার। কর্মসৃজন কর্মসূচিরমত কার্যক্রম দরিদ্র মানুষদের অথনৈতিক নিরাপত্তার বলয় তৈরী করেছে। বিদ্যুৎ ব্যবস্থার সার্বক্ষনিক প্রাপ্তি এখন অনেকাংশে বাস্তব হিসেবে পরিগনিত হয়েছে।

    রাজনৈতিক অঙ্গন থেকে প্রায় বিতারিত মুক্তিযুদ্ধের বিরুদ্ধপক্ষ ও তাদের সহযোগি এবং আশ্রয়দাতারা। নূতন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস বিষয়ে অন্য যে কোন সময়ের চেয়ে অনেক বেশী জ্ঞাত। মুক্তিযুদ্ধের ঘোষনা নিয়ে বিভ্রান্তির পথ বন্ধ হয়ে গেছে। সকল যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসা এখনও সম্ভব না হলেও প্রায় সকল প্রধান প্রধান যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন ও বিচারের রায় কার্যকর হয়েছে। আদালতের রায়ে সামরিক শাসনের সময় জারিকৃত সকল অধ্যাদেশ বাতিল হয়েছে। রুদ্ধ হয়েছে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলের পথ।

    যোগাযোগ ব্যবস্থায় তৈরী হয়েছে অভুতপূর্ব সম্ভবনা। দেশব্যপি সড়ক পথের সংস্কার, প্রস্তস্থকরণ কার্যক্রম শুরু হয়েছে জোরেসোরে। প্রায় সকল অঞ্চলের সড়ক ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। গ্রামাঞ্চলেও এখন কাঁচা রাস্তার দেখা খুব কমই মেলে। পদ্মা সেতুর তৈরীর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ সহজতর হওয়ার সম্ভবনার তৈরী হয়েছে। আর এ সেতু নির্মানের মাধ্যমে সম্ভনার নূতন দিগন্ত সুচিত হবে। একই সংগে মোংলা নৌ-বন্দর, বেনাপোল ও ভোমরা স্থল বন্দরের গুরুত্বও বেড়ে যাবে বহুগুনে। রেলপথও এখন অনেক বেশী ক্রিয়াশীল। পদ্মা সেতুতে রেল লাইনের সংযোগ আরও গুরুত্বপূর্ণ করে তুলবে এ অঞ্চলকে।

    নারীর ক্ষমতায়ন এখন অনেক দৃশ্যমান। রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে নারীর অবস্থান অনেক বেড়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারন মানুষের আস্থায় নারী নেতৃত্ব বেশী। সামাজিক কুসংস্কার পিছে ফেলে নারীর এগিয়ে আসার পথ বর্তমান সরকারের নারীবান্ধব কর্মপন্থার গ্রহনের কারনে সহজতর হয়েছে। বিচার ব্যবস্থায়ও নারীর অবস্থান অনেক শক্তিশালি হয়েছে।

    হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়ে মূলধারার সাথে যুক্ত করা সরকারের অত্যান্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। চাকুরীসহ সকল পর্যায়ে হিজড়াদের অংশগ্রহনের পথ উমুক্ত হয়েছে। যে কষ্টকর অমানবিক জীবনধারার মধ্যদিয়ে হিজড়া জনগোষ্টিদের চলতে হতো তার অবসান আস্তে আস্তে ঘটবে।

    সামাজিক বৈষম্যহীন সমাজের দিকে এখন এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। সকল উন্নয়ন ও অগ্রগতির ছোয়া সকল মানুষদের গায়ে লাগতে হলে সকল স্তর হতে দুর্নীতিকে বিতাড়িত করা খুবই জরুরী। গড়ে তোলা দরকার সকল স্থরে জবাবদিহি ব্যবস্থা। যার সুস্পষ্ট অঙ্গিকার বর্তমান সরকারের নির্বাচনী ঘোষনায় রয়েছে। মানুষ বিশ^াস করে বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা কে। মানুষের একমাত্র আস্থারস্থল হলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। যাঁর নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত।

  • শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হকের বিদায় সংবর্ধনা

    শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হকের বিদায় সংবর্ধনা


    শ্যামনগর ব্যুরো :
    শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক এর অবসারত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারী শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসারবৃন্দ আজহারুল ইসলাম, তপন কুমার দেবনাথ, সোহাগ হোসেন, ওয়াসিম উদ্দীন, সোহাগ আলম, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, শ্যামনগর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, প্রধান শিক্ষক শফিউল আযম মিন্টু, প্রধান শিক্ষিকা সেলিনা কাজল, প্রধান শিক্ষিকা জেসমিন নাহার প্রমুখ।

  • কাঁকড়া শিল্প হুমকির মুখে : নিষেধাজ্ঞা সত্ত্বেও সুন্দরবনে চলছে কাঁকড়া আহরণ

    কাঁকড়া শিল্প হুমকির মুখে : নিষেধাজ্ঞা সত্ত্বেও সুন্দরবনে চলছে কাঁকড়া আহরণ


    শ্যামনগর ব্যুরো :
    প্রজনন মৌসুমে সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকলেও চলছে কাঁকড়া আহরণ। এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কাঁকড়া শিল্প রক্ষা করা কঠিন হবে। প্রতিবছরের ন্যায় চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২৮ ফেব্র“য়ারী পর্যন্ত সুন্দরবনে কাঁকড়া আহরণ সরকারী ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। বন বিভাগ ও প্রশাসনের দায়িত্ব অবহেলার কারণে অসাধু বনজীবিরা ও কাঁকড়া ব্যবসায়ীরা কাঁকড়া প্রজননকে বাধাগ্রস্থ করছে। নির্ভর যোগ্য সূত্রে জানাগেছে, পারুলিয়া ও শ্যামনগর কাঁকড়া ব্যবসায়ী সমিতি আনুমানিক ৭লক্ষাধিক টাকা উঠিয়ে সংশ্লিষ্ট বন-বিভাগ, স্থানীয় সাংবাদিক ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে কাঁকড়া আহরণ ও ক্রয়-বিক্রয় অব্যহত রেখেছে। তথ্যনুসন্ধানে জানাগেছে, সুন্দরবনে নদ-নদী ও জলাভূমিতে বেড়ে উঠা সব জাতের কাঁকড়া শুকনা মৌসুমে জানুয়ারী ও ফেব্র“য়ারী দুই মাসের জন্য আহরণ, মজুদ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করা হয়। বনবিভাগের মতে নদ-নদী ও জলাভূমিতে বেঁড়ে ওঠা দেশের রপ্তানী পন্য শীলা কাঁকড়া সহ সব জাতের কাঁকড়ার প্রজনন মৌসুম। এ সময়ের মধ্যে মা কাঁকড়ার ডিম থেকে অসংখ্যক ছোট ছোট কাঁকড়া জন্ম নেয়। তাই মা কাঁকড়া রক্ষার জন্য প্রতি বছর সুন্দরবনে জানুয়ারী ও ফেব্র“য়ারী এ দুইমাস কাঁকড়া আহরণ সরকারী ভাবে নিষিদ্ধ। মৎস্য বিশেষজ্ঞদের মতে কাঁকড়া নদী ও খালে বেড়ে উঠলেও এর প্রজনন হয় গভীর পানিতে। বিশেষ করে সাগরের মোহনায়। তাই এই সময় মা কাঁকড়ার ডিম দেওয়ার জন্য সাগরের দিকে যায়। সাগরের দিকে বা গভীর পানিতে যাওয়ার সময় কেউ ধরতে না পারে সেজন্য সুন্দরবনের অভয়ারণ্যে মা কাঁকড়া রক্ষায় নিষেধাজ্ঞা জারী করে বন বিভাগ। কাঁকড়া যখন ডিম দেয় তখন তাদের ধরা খুবই সহজ। ওই মুহুর্ত্বে কাঁকড়া গুলো ক্ষুধার্ত ও দূর্বল থাকে। তাদের সামনে যে কোন খাবার দেওয়া হলে তা দ্রুত ক্ষেতে আসে। অপরদিকে সুন্দরবন সংলগ্ন এলাকায় অসাধু কাঁকড়া ব্যবসায়ীরা চোরাই কাঁকড়া ক্রয় করে হ্যাচারীতে কিছুদিন রেখে অধিক মুনাফায় বিক্রি করছে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হয় না কোন আইনগত ব্যবস্থা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর বলেন, কাঁকড়া প্রজনন মৌসুমে কাঁকড়া ধরা বন্ধ না হলে এ শিল্প রক্ষা করা কঠিন হবে। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মোঃ রফিক আহম্মেদ বলেন, কাঁকড়া আহরণ একেবারেই হচ্ছেনা বলবনা। কিছু অসাধু বনজীবিরা বেশি লাভের আশায় চুরি করে কাঁকড়া আহরণ করছে। তবে ধরতে পারলে তাদের বিরুদ্ধে বন মামলা দেওয়া হচ্ছে।

  • সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’র সমাপনী

    সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’র সমাপনী

    নিজস্ব প্রতিবেদক :
    সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক আ.ন.ম গাউছার রেজা।
    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ¦ নজরুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের মন সতেজ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়।
    অনুষ্ঠানে ক্বেরাত, গীতাপাঠ, বাংলা কবিতা, ইংরেজি কবিতা, উপস্থিত বক্তৃতা (বাংলা), নির্ধারিত বক্তৃতা(ইংরেজি), হামদ/নাত- ই- রাসুল, ইসলামী সংগীত, ভক্তিগীতি, দেশাত্ববোধক গান, লোক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, কৌতুক/একক অভিনয়, দলীয় অভিয়ন, বিতর্ক প্রতিযোগিতা ও জ্ঞান জিজ্ঞাসা বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন

  • কৃষ্ণনগরে পল্লীতে রাতের আঁধারে কৃষকের লাউ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

    কৃষ্ণনগরে পল্লীতে রাতের আঁধারে কৃষকের লাউ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা


    কৃষ্ণনগর(কালিগঞ্জ)প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে হোসেনপুর গ্রামে এক লাউচাষীর লাউ গাছ রাতের আঁধারে কর্তন করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর গ্রামের বেলায়েত মোল্যার পুত্র আরশাদ আলী পার্শ্ববর্তী নজরুলর ইসলামের ২ বিঘা জমি বর্গা নিয়ে ১৬০০ লাউয়ের চারা রোপণ করেন। কয়েকদিন যেতে না যেতেই লাউ গাছ গুলো ফুলে ফলে ভরে যায়। কিন্তু হায়রে কপাল! কে বা কাহারা রাতের আঁধারে লাউযুক্ত গাছগুলো উপড়ে বিনষ্ট করে দেয়। ভোর না হতেই আরশাদ আলী ক্ষেতে যেয়ে এ ক্ষতিকারক দৃশ্য দেখতে পায়। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের বিষয়টি জানালে এদৃশ্য দেখার জন্য ক্ষেতে আসেন এবং এ ঘটনার জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। ঘটনার তদন্ত করে দুর্বৃত্তদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার জন্য উর্ধতন কর্তৃপক্ষের ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী কৃষক সহ এলাকাবাসী।

  • রোহিঙ্গা সংকট: হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ক্যাম্পে গিয়ে যা বললেন

    রোহিঙ্গা সংকট: হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ক্যাম্পে গিয়ে যা বললেন


    • ৫ ফেব্রুয়ারি ২০১৯

    বিবিসি: বাংলাদেশ সফররত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আজ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে তাদের সাথে কথা বলেছেন।

    প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে তিনি এসেছেন মূলত জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়ে রোহিঙ্গাদের অবস্থা দেখতে।

    কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে সাক্ষাতের পর তার ঢাকায় এসে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে।

    কক্সবাজার থেকে বিবিসি সংবাদদাতা শাহনেওয়াজ রকি জানাচ্ছেন, রোহিঙ্গা ক্যাম্পে আজ ব্যস্ত সময় কাটিয়েছেন বলিউড অভিনেত্রী।

    পরে গণমাধ্যমকে জানিয়েছেন যে, যারা নির্যাতিত হয়েছে মিয়ানমারে তাদের সাথে তার কথা হয়েছে।

    “নির্যাতিতরা বলেছেন যে হয় আমাদের বাংলাদেশে রাখো নাইলে গুলি করো। কিন্তু রাখাইনে ফেরত দিয়ো না।”  

  • আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার মানোন্নয়নে বহুতল ভবনসহ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে – এমপি রবি

    আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার মানোন্নয়নে বহুতল ভবনসহ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে – এমপি রবি


    নিজস্ব প্রতিনিধি ঃ আজ বুধবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হয়েছে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি । বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানেসভাপতিত্¦ করেন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।
    সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ভিত্তিপ্রস্তর স্থাপন কালে বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন এসেছে।’
    এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত সহকারি প্রকৌশলী এম.এম.এ জাহেদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, খন্দকার আলী হায়দার ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি খন্দকার মোস্তফা বিন হায়দার , সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারি শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সিরাজুল ইসলাম, গাজী মোমিন উদ্দীন, শেখ মুস্তাফিজুর রহমান, কানাইলাল মজুমদার, মাহমুদুল হাসান খান, শ্যামল কুমার দাশ, মতিউর রহমান প্রমুখ।
    উল্লেখ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা পৌরসভায় ওয়াস কার্যক্রম পরিদর্শনে বিদেশী প্রতিনিধিবৃন্দ

    সাতক্ষীরা পৌরসভায় ওয়াস কার্যক্রম পরিদর্শনে বিদেশী প্রতিনিধিবৃন্দ


    সাতক্ষীরা পৌরসভা বাংলাদেশের দূর্যোগ আক্রান্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম। উন্নত জীবন ব্যবস্থার আশায় দূর্যোগ আক্রান্ত মানুষদের প্রতিনিয়ত আগমন পৌরসভার ধারণ ক্ষমতার অধিক হওয়ায় বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা যথাযথ ছিলনা। পৌরসভার যোগ্য নেতৃত্ব, সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি এবং উন্নয়নশীল সহযোগী সংস্থাদের আন্তরিক প্রচেষ্টায় আজ সাতক্ষীরা পৌরসভা একটি মডেল পৌর সভায়পরিনত হয়েছে।
    বিশ্বের বৃহৎক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা’র সমাজ উন্নয়নশীল সহযোগী প্রতিষ্ঠান হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) ডাচ ওয়াস এলায়েন্স (সিমাভী) এর আর্থিক সহযোগিতায় দীর্ঘ দিন ধরে ওয়াস বিষয়ে সাতক্ষীরা পৌর সভায় কাজ করছে। এইচপি’র প্রকল্প বাস্তবায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওয়াস সংক্রান্ত সমস্যার টেকসইসমাধান। ওয়াস উদ্যোক্তা তৈরীর মাধ্যমে নি¤œ আয়ের মানুষের কর্মসংস্থান তৈরী এবং সুবিধাভোগীদের মধ্যে সেবাসহজলভ্য করা।
    ওয়াস উদ্যোক্তা কার্যক্রমের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করায় দাতাসংস্থার প্রতিনিধিগণ সন্তুষ্টি প্রকাশ করেএবং নেপালে উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য নেপাল সরকারের জন প্রতিনিধি, বিভিন্ন উন্নয়নশীল সংস্থার প্রতিনিধি ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ এইচপির প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
    এইচপি’র প্রকল্প থেকে শিক্ষা গ্রহণকরে নেপালে বাস্তবায়ন করলে অনুরুপ সমস্যার সমাধান করা যাবে বলে মত প্রকাশ করেন দাতা সংস্থার প্রকল্প দেখ ভাল বিভাগের প্রধান। পৌরসভার মেয়র মোঃ তাজকিন আহমেদ চিশতী এইচপি’র প্রকল্পবাস্তবায়নে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংস্থাটিকে বৃহৎ পরিসরে কাজ করার আহবান জানান।

  • শ্যামনগর উপজেলা পরিষদে প্রার্থীতা নির্বাচন সম্পন্ন:এ্যাড এস এম জহুরুল হায়দার বাবুর পক্ষে রেকর্ড  ভোট

    শ্যামনগর উপজেলা পরিষদে প্রার্থীতা নির্বাচন সম্পন্ন:এ্যাড এস এম জহুরুল হায়দার বাবুর পক্ষে রেকর্ড ভোট


    শ্যামনগর ব্যুরো ঃ
    তৃণমূলে জনপ্রিয়তার শীর্ষে থাকা শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার বাবু শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল এর বিশেষ কাউন্সিল অধিবেশনে রেকর্ড ৪৯% ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রথম পছন্দের প্রার্থী নির্বাচিত হয়েছেন।শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে উক্ত তৃণমূল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি শেখ মোশতাক রবি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক হারুনুর রশিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,জেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক আব্দুল মান্নান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। প্রথম অধিবেশনে দিক নির্দেশনা বক্তব্য শেষে দ্বিতীয় অধিবেশন এ গোপন ব্যলটের মাধ্যমে ২৪২ জন কাউন্সিলর এর মধ্যে ২৩৩ কাউন্সিলরগণ ভোটাধিকার প্রয়োগ করেন।প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা পোষণকারী সাতজন প্রার্থীর মধ্যে রেজাউল করিম অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম জহুরুল হায়দারকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন।বাকি ছয় জন প্রার্থীর মধ্যে এস এম জহুরুল হায়দার ১১৪,এস এম আতাউল হক দোলন ৭৮,জি এম শফিউল আযম লেনিন ২০,অসীম কুমার মৃধা ১২,অসীম কুমার জোয়ার্দার ০৪, গাজী আনিছুজ্জামান ০৫ ভোট পেয়েছেন।সরেজমিন বিশেষ কাউন্সিল অধিবেশন ভেন্যু জেসি কমপ্লেক্স মিলনায়তনে উপস্থিত কাউন্সিলর ও সাধারণ নেতাকর্মীদের মাঝে এস এম জহুরুল হায়দার এর পক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

  • জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

    জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


    শ্যামনগর ব্যুরো :
    উপজেলা প্রশাসন ও পাবলিক লাইব্রেরী এর আয়োজনে গতকাল শ্যামনগরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে গতকাল সকাল ১০টায় একটি র‌্যালী প্রশাসন চত্ত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মুখে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন পাবলিক লাইব্রেরীর সম্পাদক প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদ সুমন। পাবলিক লাইব্রেরীর সভাপতি বলেন, শ্যামনগর পাবলিক লাইব্রেরীর অবকাঠামো সহ পাঠকদের সার্বিক সুবিধার জন্য পর্যাপ্ত পুস্তক ও সকল প্রকার সুযোগ সুবিদার ব্যবস্থা খুবই জরুরী ভাবে করা হবে।

  • কিশোরীদের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে মতবিনিময় সভা

    কিশোরীদের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে মতবিনিময় সভা


    শ্যামনগর ব্যুরো :
    বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর ও গণস্বাক্ষরতা অভিজানের আয়োজনে এবং উকে এর সহযোগিতায় কিশোরীদের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করে গণ স্বাক্ষরতা অভিজানের পরিচালক তাসমি আক্তার। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, বেসরকারী প্রতিষ্ঠান রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, প্রেসক্লাব সেক্রেটারী জাহিদ সুমন, উপজেলা মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদ, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল, জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ প্রমুখ। আর উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ও ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া কিশোরীদের পরামর্শ ও সুরক্ষায় প্রয়োজনে পাশে থাকার জন্য “হেল্প ডেক্স” এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। ২৪ ঘন্টা এ হেল্প ডেক্স নং-০১৭৩৩ ২২৪৮৬২ খোলা থাকবে এবং শ্যামনগর উপজেলার যে কোন কিশোরী যে কোন সময় তাদের নিরাপত্তার জন্য এ নাম্বারে ফোন করে সহযোগিতা পেতে পারবে। অনুষ্ঠানে মতবিনিময় সভার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।

  • রিলিফ ইন্টারন্যাশনাল উদ্যোগে আদিবাসি মুন্ডা সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষায় মতবিনিময়

    রিলিফ ইন্টারন্যাশনাল উদ্যোগে আদিবাসি মুন্ডা সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষায় মতবিনিময়


    শ্যামনগর প্রতিনিধি: মঙ্গলবার রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় মুন্ডা আদিবাসিদের মানবাধিকার সুরক্ষায় উন্নয়ন সংগঠন প্রগতির সাথে সম্পৃক্তকরণ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
    প্রগতির সেমিনার কক্ষে আয়াজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রগতির প্রধান নির্বাহী ও জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সভায় প্রধান অতিথি ছিলেন রিলিফ ইন্টারন্যাশনাল সিনিয়র প্রোগ্রাম অফিসার দিপংকর সাহা। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামসের হিউমান রাইটস প্রোগ্রাম অফিসার দিপংকর বিশ^াস, সামসের সহ-সভাপতি ও এইচআরডি শ্রীফলকাটির সভাপতি রামপ্রসাদ মুন্ডা, জলবায়ু পরিষদ সদস্য শেখ রফিকুল ইসলাম, সিএসআরএলের ফিল্ড কর্মকর্তা সুপর্ণা কর্মকার ও নিরাপদ মুন্ডা, জলবায়ু পরিষদের স্বেচ্ছাসেবক ও মুন্ডা মানবাধিকার কর্মি বাপী মুন্ডা, এইচআরডি গাবুরার সদস্য অজ্ঞলি বালা মুন্ডা, এইচআরডি কদমতলার সদস্য বিথিকা মুন্ডা, এইচআরডি শ্রীফলকাটির সদস্য সমজীত মুন্ডা, এইচআরডি ভেটখালীর সদস্য মনালোস কুমার মুন্ডা, প্রগতির সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার রোকসানা পারভিন পাপিয়া, এইচআরডি কৈখালীর সদস্য খুকুমনি মুন্ডা, প্রগতির ফিল্ড অফিসার কমোলেশ মন্ডল প্রমুখ।
    সভায় বলা হয় গত দুবছর ধরে রিলিফ ইন্টারন্যাশনাল এর পক্ষ হতে ৩ শত জন হিউম্যান রাইট ডিফেন্ডার (এইচআরডি) সদস্য তৈরী করা হয়েছে। এর মধ্য থেকে ১ শত জনকে আরো বেশী দক্ষতা তৈরী করা হয়েছে। যারা মুন্ডা সম্প্রদায়ের মানবাধিকার রক্ষায় ইতোমধ্যে উল্লেখ যোগ্য দায়িত্ব পালন করেছে।