Blog

  • কালিগঞ্জে সাইক্লোন বা ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া

    কালিগঞ্জে সাইক্লোন বা ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে উপজেলার দক্ষিনশ্রীপুর ইউনিয়নে সাইক্লোন বা ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় নবযাত্রার সহযোগীতায় ও দক্ষিনশ্রীপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় শ্রীকলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়র মোঃ আশরাফুল হাসান, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু সহ ইউপি সজিচ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার শত শত নারী পুরুষ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ঈমাম, এনজিও প্রতিনিধি, সুধী ও সাংবাদিক বৃন্দ। আলোচনা সভা শেষে সাগর পাড়ের গল্পের নাটক দেখানো হয়।

  • শ্যামনগরে জলবায়ু পরিষদের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

    শ্যামনগর ব্যুরো: জলবায়ু পরিষদের উদ্যোগে শ্যামনগর উপজেলার ১২ টি ইউনয়নের সংগৃহিত তথ্য সমূহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবদের উপস্থিতিতে পর্যালোচনা করার লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় শ্যামনগর বিআরডিবি-এর কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদের সভাপতি নাজিম উদ্দীন। কর্মশলারউদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হোসেন মিয়া। কর্মশালায় মূল সহায়কের ভূমিকা পালন করেন সিএসআরএল এর কর্মকর্তা সোয়েব চৌধুরী। জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনায় সংগৃহীত তথ্যগুলো পর্যালোচনামূলক সংশোধনী ও প্রস্তাবনাপূবক উপাস্থাপন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আঃ রউফ, কৈখালী ইউপি চেয়ারম্যান আঃ রহিম, বুড়িগোয়ালিনীর চেয়ারম্যান ভবতোষ মন্ডল, আটুলিয়ার চেয়ারম্যান আবু সালেহ বাবু, গাবুরার চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাসুদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভুরুলিয়া, শ্যামনগর, নুরনগর, রমজানননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, পদ্মপুকুর এর ইউপি সচিব ও সদস্যবৃন্দ। কর্মশালায় প্রতিটি ইউনিয়নের প্রধান প্রধান ঝুঁকি, ঝুঁকি জনিত প্রভবসমূহ, অগ্রাধিকার ভিত্তিতে কি কি প্রকল্প গ্রহণ করা যেতে পারে এবং প্রকল্পে জনগণের সক্রিয় অংশগ্রহণ কিভাবে করা যায় এসকল বিষয়ে আলোচনা করা হয়।

  • সাতক্ষীরার কাথন্ডা সীমান্ত থেকে কাভার্ডভ্যান ভর্তি ফেন্সিডিলসহ আটক-২

    সাতক্ষীরার কাথন্ডা সীমান্ত থেকে কাভার্ডভ্যান ভর্তি ফেন্সিডিলসহ আটক-২

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কাথন্ডা সীমান্ত থেকে কাভার্ডভ্যান ভর্তি ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার কাথন্ডা বাজার থেকে তাদের আটক আটক করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতর তল্লাশী চালিয়ে ৫৯০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়।
    আটককৃতরা হলেন, মাগুরা জেলার শালিখা গ্রামের আবু সাঈদের ছেলে স্বপন মিয়া (৩৪) ও বগুড়া জেলার শিবগঞ্জ গ্রামের তোসাদেক হোসেনের ছেলে খসরু পারভেজ (৫০)।
    ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমদ হাশেমি জানান, সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা ভারত থেকে অবৈধ পথে ফেন্সিডিলের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাথন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতরে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং আটক করা হয় উক্ত দুই মাদক ব্যবসায়ীকে। তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • পাটকেলঘাটা অঞ্চলের আম গাছগুলোতে মুকুলে ভরে যেতে শুরু করেছে : চলছে পরিচর্যার কাজ

    পাটকেলঘাটা অঞ্চলের আম গাছগুলোতে মুকুলে ভরে যেতে শুরু করেছে : চলছে পরিচর্যার কাজ

    পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা অঞ্চলের আম গাছগুলোতে মুকুলে ভরে যেতে শুরু করেছে। নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুলও। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মৌমাছির দল গুন গুন শব্দে, মনের আনন্দে আহরণ করে মধু। মৌমাছির এ গুন গুন সুরও কেড়ে নেয় অনেক প্রকৃতি প্রেমীর মন। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন। এখন থেকেই গাছে মুকুল দেখা দিতে শুরু করেছে। এখন সময়ের ব্যবধানে তা আরো বাড়ছে। এ বছর গাছে মুকুলের পরিমাণ বেশি। আমচাষী এবং সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদফতর এবার আমের বাম্পার ফলনের আশা করছেন। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বক্তব্য, প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং সময়মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ভালো ফলন হবে। আর এ কারণেই আশায় বুক বেধে আমচাষিরা শুরু করেছেন পরিচর্যা। তাদের আশা, চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। পাটকেলঘাটা থানাসহ উপজেলার প্রায় সব এলাকাতেই রয়েছে আমবাগান। লাভজনক হওয়ায় প্রতি বছরই আম বাগানের সংখ্যা বাড়ছে। তবে গড়ে ওঠা নতুন আম বাগানগুলোর প্রায়ই বনেদি জাতের। বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, গোবিন্দ ভোগ, লতা, বোম্বায় লতা, ফজলি, হিমসাগর, আম্রপালি, কাঁচা মিঠা, আশ্বিনা জাতেরই গাছ বেশি হচ্ছে। পাটকেলঘাটার সরুলিয়া এলাকায় আম বাগানের সংখ্যা বেশি। ওই এলাকার আমচাষী পলাশ খান জানান, এ বছরের আবহাওয়া আমের জন্য অনুকূলে রয়েছে। গত বছরের চেয়ে টানা শীত ও কুয়াশার তীব্রতা এ বছর অনেক কম। গতবারের মতো মৌসুমের শুরুতে শিলাবৃষ্টিও হয়নি। এরই মধ্যে অনেক গাছে মুকুল আসতে শুরু করেছে। আশা করা যাচ্ছে, ফালগুনের মধ্যে পাটকেলঘাটাসহ উপজেলার আম গাছগুলোতে পর্যাপ্ত মুকুল আসবে। পরিস্থিতি অনূকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে জানান তিনি। আমচাষী ব্যবসায়ী কুমিরার গফ্ফার ও তালার শামিম হোসেন জানান, কৃষি অফিসারদের পরামর্শে গাছে মুকুল আসার ১৫ থেকে ২০ দিন আগেই তারা পুরো গাছ সাইপারম্যাক্সিন ও কার্বারিল গ্রুপের কীটনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে গাছ ধুয়ে দিয়েছি। এতে গাছে বাস করা হপার বা শোষকজাতীয় পোকাসহ অন্যান্য পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। যদি সঠিক সময়ে হপার বা শোষক পোকা দমন করা না যায় তাহলে আমের ফলন কমে যাবে বলে জানান। এলাকার আম ক্রেতা আব্দুল লতিফ, নজরুল ইসলাম, হাদিউজ্জামান জানান, কৃত্রিমভাবে বিশেষ করে ফরমালিন যুক্ত আম মানুষের স্বাদ মিটালেও নানান অসুখ বিসুখে আক্রান্ত হয়। সর্বপরি আশা করা যায়,বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে এ অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন হবে।

  • সাতক্ষীরা মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

    সাতক্ষীরা মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ডাঃ গাজী নাসির উদ্দীন, সাংস্কৃতিক সপ্তাহের আহবায়ক ডঃ হরষিৎ চক্রবর্তী, ডাঃ কামরুজ্জামান, ডাঃ শংকর প্রসাদ বিশ্বাস, ডাঃ কাজী আরিফ আহমেদ, ডাঃ খান গোলাম মোস্তফা, ডাঃ রুহুল কুদ্দুস, ডাঃ আরিফুজ্জামান, ডাঃ সঞ্জয় সরকার, ডাঃ নাজমুস সাকিব, ডাঃ শামীমা আক্তার, ডাঃ জাহিদুল ইসলাম সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডাঃ সুতপা চ্যাটার্জী। এসময় প্রধান অতিথি বলেন, মেডিকেলের লেখাপড়া অনেক কঠিন। শিক্ষার্থীদের মনের খোরাক মেটাতে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একান্ত প্রয়োজন। এখানে জয় বিজয়ী বড় কথা নই। অংশগ্রহণ করায় বড় কথা। লেখাপড়ার পাশাপাশি এগুলোও শিক্ষার্থীদের জন্য প্রয়োজন।

  • শ্যামনগরে জবর দখলকারীদের অস্ত্রের আঘাতে আহত বৃদ্ধ স্বামী-স্ত্রী

    শ্যামনগরে জবর দখলকারীদের অস্ত্রের আঘাতে আহত বৃদ্ধ স্বামী-স্ত্রী

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাপখালী গ্রামের ৬৮ বছরের বৃদ্ধ নহর আলী ও তার ৫৮ বছরের বৃদ্ধা স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে জবর দখলকারীরা। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায়, সাপাখালী গ্রামের নহর আলী কৈখালী মৌজায় জেএল নং- ৭৫, খতিয়ান নং- ১২৭১, দাগ নং- ২৭৮, জমির পরিমান- ১ একর, রেজিঃ ও কোবলাকৃত সম্পত্তিতে পুকুর কেটে ঘরবাড়ি করে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে বসবাস করেছে। এলাকার জবর দখলকারী ও পরসম্পদ লোভীরা দলবদ্ধ হয়ে গত শুক্রবার জোরপূর্বক নহর আলীর পুকুরে মাছ ধরতে থাকে। নহর আলী বাধা দেওয়ায় জবর দখলকারীরা ধারালো দায়ের কোপে নহর আলীকে জখম করে। নহর আলীর স্ত্রী ঠেকাতে গেলে লাঠি দিয়ে নহর আলীর বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বেগমের পা ভেঙ্গে দেয়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা আনোয়ারার অবস্থা খারাপ হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় দখলকারী সাপখালী গ্রামের নওশাদ কয়াল, নওশাদ কয়ালের পুত্র জাফর, জাহার আলী, রফিকুল, শফিকুল, মোরশেদ কয়ালের পুত্র মিজানুর ও ইব্রাহিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৫৪, ১১৪, ৫০৬ ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৫।

  • সাতক্ষীরায় যুবলীগ নেতা বাড়ির ছাদে অস্ত্র ফেনসিডিল


    সাতক্ষীরা সীমান্তের দক্ষিন তলুইগাছায় এক যুবলীগ নেতা বাড়ির ছাদের ওপর থেকে একটি পাইপ গান ও ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাঁশদহা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানাকে। মাসুদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।
    তলুইগাছা বিজিবি ক্যাম্প অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান গোপন সূত্রে খবর পেয়ে মাসুদ রানার বাড়িতে সোমবার রাতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় তার বাড়ির ছাদের ওপর থেকে জব্দ করা হয় একটি পাইপ গান , নয় রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেনসিডিল।
    এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

  • নারী উদ্যোক্তা হতে পারে অর্থনীতির মূল চালিকা শক্তি

    আর্ন্তজাতিক বানিজ্য কেন্দ্রের নির্বাহী পরিচালকের মতে, নারীদেরকে উদ্যোক্তা হবার জন্য কারিগরি ও আর্থিক সুবিধা প্রদান করলে পুরুষ সহকর্মীদের থেকে সমাজ অনেক বেশী সুবিধা পায় । একজন নারী সফল উদ্যোক্তা হলে পরিবার নানাভাবে উপকৃত হয় যেমন ছেলে-মেয়েদের শিক্ষার ব্যয়ভার বহন, পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত, পরিবারের চিকিৎসার খরচ যোগান এবং পরিবারের বয়স্ক ব্যক্তিরা ভরসার জায়গা খুজে পান।
    খাদিজা [ছদ্মনাম] দিন মজুর ৪ সন্তান পরিবারের বড় মেয়ে হওয়ায় স্বপ্নকে বাস্তবতায় আনতে পরিবার থেকে সমাজের সাথে তিনি অনেক সংগ্রাম করেছেন। পরিবার ও আত্মীয় স্বজন তাকে বিয়ে দেবার জন্য অনেকবার উদ্যোগ নিয়েছিল এবং প্রতিবারই খাদিজা সবিনয়ে প্রস্তাব ফিরে দিয়ে বাবা-মাকে তাঁর স্বপ্নের কথা বলেছেন, পড়া লেখা এবং ব্যবসা করে নিজের পায়ে দাড়াতে চেয়েছেন। অনেকের কটূক্তি, আত্মীয় স্বজনের দূরে সরে যাওয়া, বাবা-মা’র বিরক্ত খাদিজাকে হার মানাতে পারেনি।
    খাদিজা এখন সফল নারী উদ্যোক্তা। পরিবারে আগের মত অভাব-অনটন নেই। বাবা-মা এখন খাদিজার ব্যবসার সহযোগী। ছোট ভাই-বোনেরা পড়ালেখা করছে। খাদিজা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এমনকি জাতীয় বিভিন্ন গুরত্বপূর্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পান। নিজ এলাকায় খাদিজা সবার আর্দশ এবং অনেকে তাকে অনুসরন করে।
    আজকের খাদিজা হবার পেছনে পরিবার, সমাজ ছাড়াও তাকে অনেক কষ্ট করতে হয়েছে। দিনমজুর পরিবারের সন্তান হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান হতে আর্থিক সুবিধা পেতে তাকে অনেক কাঠখড় পোহতে হয়েছে। ব্যবসা সংক্রান্ত কোন জ্ঞান না থাকায় অন্যের সঙ্গে এ বিষয়ে আলোচনার কোন সুযোগ পাননি কটূক্তির ভয়ে।
    একজন উদ্যোক্তাকে সফল হতে হলে নিজের আত্মবিশ্বাস থাকা জরুরী। খাদিজা প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সবসময় মনে করেন মনোযোগ দিয়ে কাজ করলে সব বাধা অতিক্রম করা সম্ভব।
    বাংলাদেশে নারী উদ্যোক্তা হবার জন্য সুযোগের পাশাপাশি কিছু সমস্যাও রয়েছে। সমস্যা হিসাবে প্রথমে আসে ব্যবসা শুরুর অর্থায়নের প্রসঙ্গ। আমাদের সমাজ ব্যবস্থায় নারীদের সম্পদের অংশীদারি থাকলেও বাস্তবতায় তা যৎসামান্য দেখা যায়। সামাজিক দৃষ্টিভঙ্গিতে [অনেকাংশে পরিবর্তন হচ্ছে] নারীরা স্বামী সংসার নিয়ে গৃহে কাজ করবে। এরুপ পরিবেশে নারীরা সবচেয়ে ভীত থাকে যদি ব্যবসা করতে গিয়ে তারা ব্যর্থ হন।
    একটি পরিবারে স্বামী এবং স্ত্রীর অবদান অপরিসীম। যদি অর্থনৈতিক কার্যক্রমে স্বামী ও স্ত্রীর সমান অংশগ্রহণ থাকে তাহলে পরিবারের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশী হবে। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী এবং এ বিশাল জনগোষ্ঠির নারীদের যদি অর্থনৈতিক কার্যক্রমে অর্ন্তভূক্ত করা যায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বর্তমান অর্জনের চেয়ে বেশী হবে বলে ধারনা করা যায়। একটি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে বর্তমান নারীর অবদান ১০% এবং উদ্যোক্তার মাধ্যমে নারীর ক্ষমতায়ন করা হলে তাদের জিডিপিতে অবদান হবে ২৫%.
    নারীদের উদ্যোক্তাদের সুযোগ হচ্ছে পরিবারকে সময় দিয়ে নিজে ব্যবসা পরিচালনা করতে পারে। অর্থায়নের ক্ষেত্রে দেশে কিছু প্লাটফরম তৈরী হয়েছে এবং বিশেষ করে সরকারের প্রচেষ্টায় কিছু ব্যাংক নারীদের উদ্যোক্তা হবার পিছনে লগ্নি করছে।
    নারী উদ্যোক্তা হতে হলে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। প্রত্যেক উদ্যোক্তাকে নিজের ব্যবসা সর্ম্পকে স্বচ্ছ ধারণা এবং এলাকা ভিত্তিক চাহিদা নিরুপণ করতে হবে। উদাহরন স্বরুপ বলা যেতে পারে দেশের উত্তরাঞ্চলে যে পণ্যের চাহিদা থাকবে দক্ষিণাঞ্চলে উক্ত পণ্যের চাহিদা নাও থাকতে পারে। ক্রেতা সর্ম্পকে ভাল ধারণা রাখতে হবে যেমন তাদের পেশা, আয়, পরিবারের জীবনমান ইত্যাদি বিষয় কারন ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যের মান নির্ধারন করতে হবে।
    দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তা বৃদ্ধির জন্য সরকার, বেসরকারী সংস্থা ও সুশীল সমাজের গুরত্বপূর্ন ভূমিকা আছে। সরকারে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নারীর অগ্রগতির জন্য। কিন্তু সরকারকে দেখতে হবে গৃহীত পদক্ষেপের সহিত নারীর অংশগ্রহণ আশাব্যঞ্জক কিনা। যদি প্রত্যাশিত হারে নারীর অংশগ্রহণ না হয় তাহলে ক্ষতিয়ে দেখতে হবে কারনগুলো কি এবং তা নিরসনের উপায় বের করতে হবে।
    দেশের বেসরকারী সংস্থাসমূহকে নারী উদ্যোক্তা বৃদ্ধির জন্য অনুকুল পরিবেশ তৈরী করতে সহায়তা করতে হবে। বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন এলায়েন্স, প্রশিক্ষণের সুযোগ প্রদান করতে হবে। সুশীল সমাজকে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে ব্যক্তি, পরিবার ও সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাড়াতে হবে, তাদের বিকাশের জন পথ প্রস্বস্ত করে দিতে হবে।
    দেশের অর্থনীতি বির্নিমানে নারীদের অংশগ্রহন বৃদ্ধি পাক এবং অর্থনীতির মূলচালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হোক এটাই আগামীর বাংলাদেশ।

    মোঃ মাহিউল কাদির
    উন্নয়ন কর্মী

  • চুকনগরে পিকনিকের বাস খাদে পড়ে এক কিশোরী নিহত : আহত ৩০

    চুকনগরে পিকনিকের বাস খাদে পড়ে এক কিশোরী নিহত : আহত ৩০

    নিজস্ব প্রতিনিধি: খুলনার চুকনগরে পিকনিকের বাস খাদে পড়ে এক কিশোরী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১১টায় খুলনা-মহাসড়কেরডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া মাদ্রাসার সন্নিকটে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ, ও আহতরা জানায়, সোমবার সকালে যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (প্রস্তাবিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজ) থেকে শিক্ষক, শিক্ষার্থী সহ ১৯৮ জন যাত্রী তিনটি বাস যোগে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে শিক্ষা সফরে রওয়ানা হয়। এর মধ্যে দুটি বাস কিছুটা আগে চলে যায়। শেষ বাসটি (ঢাকা মেট্রো-ট-১৪-০০৯৫) চুকনগর বাসষ্ট্যান্ড থেকে খুলনা অভিমুখে দুই কিলোমিটার দুরে চাকুন্দিয়া জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সামনে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে সম্পূর্ণ উল্টে যায়। এ ঘটনায় ৯ম শ্রেণীর ছাত্রী মেঘলা (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। সে যশোর সদর উপজেলার সদর উদ্দিনের কন্যা বলে জানা যায়। দূর্ঘনায় প্রায় ৩০ জনের মত আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ১৫জনকে মুমুর্ষ অবস্থায় প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে তাৎক্ষনিকভাবে ৪জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা হলেন, ওই বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম (৪০), রেশমা বেগম (৩০), শিক্ষার্থী আব্দুল্লাহ (১১) এবং জেবা খাতুন (১৬)। এছাড়া ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১১জন হলেন, আয়া আমেনা বেগম (৪৫), শিক্ষার্থী রিমা (১৪), লাবনী (১৪), খাদিজা (১৫), জিনিয়া (১৩), টুম্পা (১২), মাসুরা (১৩), সুমাইয়া (১৪),মমতাজ (১৫) নিলা (১৩) এবং আফরোজা (২০)। এ ছাড়াৗ শিরিনা, রাফিয়া, নিলা সহ আরও ১২/১৩ জন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক রামকৃষ্ণ বিশ্বাস এবং সহকারী গ্রন্থাগারীক মোঃ রহমত আলী জানান, পিকনিকের তিনটি বাসের মধ্যে দুটো কিছুদুর আগে চলে গেছে। আর এই বাসে শিক্ষক ও শিক্ষার্থী মিলে মোট ৬৯জন যাত্রী ছিল। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। দূর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসের ভিতর থেকে যাত্রীদেও উদ্ধার করতে শুরু করে। পরে ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে গাড়ি এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মেঘলার লাশ চুকনগর হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা ছিল।

  • শ্যামনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় পালিয়েছে ২ মাদক সেবী

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালি গ্রামে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপ পরিহিত দু’মাদক সেবী পালিয়ে গেছে। হামলায় রক্তাক্ত জখম হয়েছেন শ্যামনগর থানার এ.এস.আই আব্দুল হাই। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। স্থানীয়রা জানান, জয়াখালি গ্রামে সরস্বতী পূজা উপলক্ষ্যে সামাজিক যাত্রাপালা আয়োজন করা হয়। ওই যাত্রাপালা চলাকালে সেখানে গাজা সেবন করছিল তারানীপুর গ্রামের সোহাগ ও আব্দুল্লাহ। এসময় পুলিশের এ.এস.আই আব্দুল হাই, এ.এস.আই মিজান ও কনস্টেবল শাহজালাল তাদের আটক করে। পরে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী সেখানে গিয়ে তারা যুবলীগের ছেলে বলে দাবী করে তাদের ছেড়ে দিতে বলে। এক পর্যায়ে সোহাগ ও আবাদুল্লাহর অন্যান্য সতীর্থরা সংঘবদ্ধভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় পালিয়ে যায় সোহাগ ও আব্দুল্লাহ। উক্ত হামলায় মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এ.এস.আই আব্দুল হাই। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্যামনগর থানার সেকেন্ড অফিসার এস.আই রাজ কিশোর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহজনক দুই জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, পলাতক অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান আব্যাহত রয়েছে।

  • দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা

    দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা

    দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান নিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, বিজিবি প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাগুলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

  • শ্যামনগরে অবৈধভাবে বালি উত্তোলন করায় এক ব্যক্তির জেল

    শ্যামনগর ব্যুরো : অবৈধবাবে বালি উত্তোলন করায় ভ্রাম্যামান আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক ব্যক্তিকে ১ মাসের কারাদনন্ড প্রদান করেন। সোমবার বেলা ১০ টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুজজামান। এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনকারী রবিউল ইসলাম খোকন (৪৫) নামের ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় তিনি স্থানীয়দেরকে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সচেতন করেন।

  • কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

    কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান চালিয়ে অবৈধ ১১জন ইট ভাটা মালিকের নিকট হইতে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার সময় সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে মুকুন্দ মধুসুদনপুর গ্রামে পাল পাড়ায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ও জরিমানার টাকা আদায় করে। আগামী ১০ দিনের মধ্যে অবৈধ ইট ভাটার ব্যবসা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল মোল্লা উপস্থিত অবৈধ ভাটা মালিকদের নির্দেশ দেন। গতকাল অভিযান চালিয়ে অবৈধ ভাটা গুড়িয়ে দিয়ে প্রত্যেক কে ১০ হাজার টাকা করে ১১ জন ভাটা মালিকের নিকট হইতে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অবৈধ ভাটা মালিকরা হল মুকুন্দ মধুসুদনপুর গ্রামের মৃত কানাই লাল বিশ্বাসের পুত্র নিরাপদ বিশ্বাস (৪৫), রাধা পদ পালের পুত্র সম্ভু পাল (৪০), নিতাই পালের পুত্র বসুদেব পাল (৫৫), দিজেন্দ্রনাথ পালের পুত্র প্রভাত পাল (৪৬), নিতাই পালের পুত্র গোবিন্দ পাল (৪২), বাসুদেব বিশ্বাস (৪৮), দাউদ কারিকরের পুত্র আনারুল কারিকর (৪০), মোহর আলী মোড়লের পুত্র মোজাম্মেল হক (৩৫) এবং নৌবাজপুর গ্রামের মোসলেম আলী সরদারের পুত্র সবুজ (৩৫), এরা বছরের পর বছর মাটির হাড়ি পাতিল তৈরীর নাম করে গ্রামের ভিতর অবৈধ ভাবে ভাটার ইট পুড়িয়ে বাণিজ্যিক ভাবে ব্যবসা করে আসছিল। মাঝে মধ্যে তাদের নিকট থেকে বন বিভাগের কর্মকর্তা কর্মচারী পরিচয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করে এই ব্যবসা করার সুবিধা দিয়ে আসছিল। এছাড়াও স্থানীয় প্রশাসন কে মৌসুমী উপঢৌকন নিয়ে বহাল তবিয়াদে ব্যবসা চালিয়ে আসছিল। মুকুন্দপুর পাল বাড়ি ছাড়াও কালিগঞ্জ উপজেলার পাওখালী, কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়া ডাঙ্গা গ্রাম সহ রতনপুর, তেঁতুলিয়া, কুশুলিয়া, মৌতলা, ধলবাড়িয়া, ভাড়াশিমলা সহ বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে শত শত অবৈধ ইটের ভাটা। আর এই অবৈধ ইটের ভাটা গড়ে ওঠার কারণে এলাকায় পরিবেশ হুমকির মুখে।

  • সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

    সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড-২০১৮) এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শহরের সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিক (এইউএইচসি) এর উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিশুদের মুখে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড-২০১৮) এর উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
    এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশনারা জামান, সূর্যের হাসি নেটওর্য়াক ক্লিনিক (এইউএইচসি) এর মেডিকেল অফিসার ডা. সাবেরা সুলতানা, মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিক (এইউএইচসি) ক্লিনিক ম্যানেজার মো. মফিকুল ইসলাম প্রমুখ।
    এবার সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মোট ২হাজার ৩১টি টিকাদান কেন্দ্রে ২ লক্ষ ৩৪হাজার ৩শ ৩৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ২৫ হাজার ১১ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ১৫ মাস বয়সি ২ লক্ষ ৩৪ হাজার ৩শ ৩৮ জন শিশুকে একটি করে লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

  • শ্যামনগরে সংসদ সদস্যকে বিজয় সংবর্ধনা

    শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা-৪ শ্যামনগর+কালিগঞ্জ (আংশিক) আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে বিজয় সংবর্ধনা জানালো শ্যামনগরের প্রত্যান্ত এলাকার ৪ গ্রামের মানুষ। ১০ম জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলার প্রত্যান্ত এলাকা কল্যানপুর, মানিকপুর, সৈয়দআলীপুর ও চিংড়াখালী এ ৪ গ্রামের মানুষ আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জ্ঞাপন করেছেন। শনিবার সকাল ১১ টায় কল্যানপুর হাটখোলায় এ সংসর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, নূরনগর ইউনিয়ন আওয়ামলীগের ৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন, এলএলবি (এডি) শিক্ষানুবিষ, কল্যানপুর মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গাজীরাম পাড়–ই, ৩ নং শ্যামনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য সম্ভু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন- রীনা পারভীন, দাউদ বয়াতী, ফারুক বয়াতী ও তাদের দল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-এ্যাডঃ লিয়াকত হোসেন।

  • তালায় ধানের ক্ষেতে আগাছানাশক বিষ প্রয়োগ করেছে দুর্বত্তরা

    তালায় ধানের ক্ষেতে আগাছানাশক বিষ প্রয়োগ করেছে দুর্বত্তরা

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির এক বিঘা রোরো ধানের ক্ষেতে আগাছানাশক বিষ প্রয়োগ করেছে দুর্বত্তরা। ফলে ক্ষেতের ধান গাছ মরতে শুরু করেছে। শুক্রবার রাতে উপজেলার শিরাশুনী গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমির মালিক আলমগীর শেখ বিচারের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আলমগীর শেখ জানান, এক বিঘা জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি । জমিটিতে ঘের করতে প্রস্তাব দেন একই এলাকার আবুল কাশেম সরদারের ছেলে মানজুর সরদার। কিন্তু ঘের করার জন্য জমি না দেওয়ায় তারই জের ধরে শুক্রবার রাতে হিংসাত্বক ভাবে আমার রোপনকৃত বোরো জমিতে উচ্চমাত্রার ঘাস মারা বিষপ্রয়োগ করে পুড়িয়ে দেয়। এঘটনায় বিচারের দাবীতে প্রশাসনের উদ্ধর্তন মহলের হসক্ষেপ কামনা করেছেন ভুক্তুভোগী আলমগীর শেখ। অভিযুক্ত মানজুর শেখের সাথে যোগাযোগ হলে তিনি বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

  • সাতক্ষীরায় বাষিক বিচার বিভাগীয় সম্মেলন

    সাতক্ষীরায় বাষিক বিচার বিভাগীয় সম্মেলন

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯ অুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জজশীপের আয়োজনে শনিবার সকাল ১০ টায় জজ আদালতের সম্মেলন কক্ষে উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার ) মোঃ ইলতুৎ মিশ, এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জজ কোটের পিপি তপন কুমার দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যডভোকেট আবুল হোসেন সাধারন সম্পাদক আ,ক,ম রেজওয়ান উল¬াহ সবুজ, সিনিয়র আইনজীবী আলাউদ্দিন আহম্মেদ, গোলাম মোস্তফা প্রমুখ।
    জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদার এ সময় বলেন, বিচারক ও আইনজী্িরা নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ন্যায় বিচার নিশ্চিত সহজ হবে এবং সাতক্ষীরার ২২ লাখ মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটবে। তিনি আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে মামলার জট কমাতে হবে। মামলার স্বাক্ষীরা আদালতে এসে যাতে ফিরে না যায় সেজন্য সরকারী কৌশলীদের তিনি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

  • আশাশুনিতে মটরসাইকেল চালকের লাশ উদ্ধার : আটক-৪

    আশাশুনিতে মটরসাইকেল চালকের লাশ উদ্ধার : আটক-৪

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভাড়ায় চালিত মটর সাইকেল চালককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম ও মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনার ২২ ঘণ্টার মধ্যে লাশ উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা দাখিল মাদরাসার লেট্রিনের সেফটি ট্যাংকির মধ্য থেকে বৃহস্পতিবার রাত্র ২ টার দিকে লাশ উদ্ধার করা হয়। আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের খোকন গাজীর ছেলে নিহত জাহাঙ্গীর হোসেন (২৪) ভাড়ায় চালিত মটর সাইকেল চালক। গ্রেফতারকৃতরা হলো, আশাশুনি উপজেলার মধ্যম একসরা গ্রামের আব্দুল্লাহ কারিকরের ছেলে রবিউল ইসলাম(৩০), বশির সানার ছেলে আব্দুল আজিজ সানা (৫০), সালামুদ্দিন (খোকন) কারিকরের ছেলে আল আমিন কারিকর(৩০) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের বাদল গাজীর ছেলে শফিফুল ইসলাম (৪০)। নিহতের স্ত্রী সাথী খাতুন জানান, গত ৬ ফেব্রুয়ারি রাতে মধ্যম একসরা গ্রামের আব্দুল আজিজ, আল আমিন কারিকর ও রবিউল ইসলাম একসরা লঞ্চঘাটে যাওয়ার কথা বলে জাহাঙ্গীরের মটর সাইকেল ভাড়া করে নিয়ে যায়। তারপর থেকে আমার স্বামী বাড়ি না ফেরায় পরদিন সন্ধ্যায় স্বামীর কোন খোঁজখবর না পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ আ. সাত্তারকে জানালে, যাত্রী রবিউলকে ডেকে ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের কাছে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে রবিউল হত্যার কথা স্বীকার করে। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে তাদেরকে গ্রেফতার করেন ও সেফটি ট্যাংকির মধ্য থেকে লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের সময় আটককৃত রবিউল ইসলাম শতাধিক জনতার সম্মুখে তাদের ছিনতাই ও হত্যার ঘটনা স্বীকার করেন। ছিনতাইকৃত রেজিস্ট্রিশন বিহীন মোটর সাইকেল হিরো ডিলাক্স ১০০সিসি যার ইঞ্জিন নং এইচএ-১১ই জেজেজিএইচ-০০৭২৮ ছিনতাই ও হত্যার সাথে জড়িত শফিকুল ইসলামের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন যার মামলা নং ০৭ (০২) ১৯। আটককৃতদের স্বীকাররোক্তি অনুযায়ী জানা গেছে, ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় রাজাপুর গ্রামের জনৈক বিল্লাল শেখের দোকানের সামনে থেকে তারা জরুরি কাজ দেখিয়ে মোটর সাইকেলটি ভাড়া করেছিলেন ছিনতাইকারীরা। বেশ কয়েক ঘণ্টা এদিক সেদিক ঘুরাঘুরির এক পর্যায় ওই দিন রাত আনুমানিক ১১টার সময় মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সামনে ইটের সোলিং রাস্তার উপর উপস্থিত হলে পূর্ব পরিকল্পিতভাবে আজিজ গাজী গাড়ীটি গতিরোধ করে তার হাতে থাকা দড়ি দিয়ে তার গলায় ফাঁস আটকে দেয়। এরপর রবিউল ও আজিজ দুদিক থেকে দড়ি টেনে তার মৃত্যু নিশ্চিত করে। এ সময় আলামিন চালক জাহাঙ্গীরকে জাপটে ধরে রাখে। এরপর জাহাঙ্গীরের লাশ মাদ্রাসার সেফটি ট্যাংকের মধ্যে ফেলে রাখে। ততপর রবিউল ছিনতাইকৃত মটরসাইকেলটি শফিকুলের বাড়িতে নিয়ে রেখে আসে। নিহত চালকের ভাই আলমগীর হোসেন জানান, আমিসহ আমরা আমার ভাইয়ের হত্যাকারিদের ফাঁসি চাই। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।