Blog

  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত

    সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত

    এম আফজাল হোসেন: শনিবার শহরে সড়ক দুর্ঘটনায় নওশীন আরা ঈশিতা নামে এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সে পার মাছখোলা গ্রামের ঠিকাদার নুরুল ইসলামের কন্যা। ঘটনা সূত্রে যানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে ভ্যানযোগে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে শহরের পোস্ট অফিস এলাকায় ইজি বাইকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যান চালক আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় সে পরীক্ষায় অংশ নেয়। ঈশিতার মা ঐশি জানান, প্রতিদিনের মত আমার মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলাম। পোস্ট অফিস মোড় এলাকায় ইজিবাইক ট্রাক-মাহিন্দ্রার প্রচ- জ্যাম থাকে ছিল। এসময় পিছন থেকে একটি ইজি বাইকের ধাক্কায় আমরা পড়ে যাই।’
    প্রকৃতপক্ষে এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতেই আছে। শহরের ব্যাটাচালিত ভ্যান এত বেশি যে, মেইন সড়কসহ শহরের প্রধান প্রধান সড়কে ভ্যানের এত বেশি চলাচল এবং অসাভাবিক চলাচল যে বড় যানবহনগুলো চলাচল করতে অনেক বেশি যামে পড়ে। মহাসড়কে অতিরিক্ত ভ্যান এবং ইজি বাইকের কারণে যানজট এবং দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতেই আছে। অতিদ্রুত এর বিরুদ্ধে অভিযান পরিচালনা না করলে মহা সড়কে অতিরিক্ত ভ্যান এবং ইজিবাইক চলাচল এর কারণে দুর্ঘটনা এবং যানজট লেগেই থাকবে। এর জন্য জেলা প্রশাসকসহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন পৌরবাসী।

  • অসময়ে বৃষ্টি, সাতক্ষীরায় ইটভাটায় ব্যাপক ক্ষতি, দিশেহারা মালিকেরা

    অসময়ে বৃষ্টি, সাতক্ষীরায় ইটভাটায় ব্যাপক ক্ষতি, দিশেহারা মালিকেরা

    নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যয় সাতক্ষীরায় সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টিতে ইটভাটাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে জেলার শতাধিক ইটভাটার পাড়ান। এতে করে নষ্ট হয়েছে পাড়ান ও খাড়ির প্রস্তুতকৃত লাখ লাখ কাঁচা ইট। মাথায় হাত উঠেছে ইটভাটা মালিকদের। উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভাটা মালিকরা।
    সাতক্ষীরা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম জানান, নিম্নচাপের ফলে গত সপ্তাহের রবিবার থেকে বৃহষ্পবিার ভোর পর্যন্ত থেমে থেমে বা টানা বৃষ্টিপাত হয়েছে। কোথাও বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস ও শিলা লক্ষ্য করা গেছে। এর ফলে বিশেষ করে কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে ফসল, ঘরবাািড় ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ইটভাটাগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ভাটাগুলোর চাতান নষ্ট হয়ে যাওয়ায় পাড়ান ও খাঁড়ির উপর রাখা কাচা ইট সম্পূর্ণ ক্ষতি হয়ে পোড়ানোর অনুপযোগী হয়ে উঠেছে।
    মৌসুম শুরুতেই ভাটা প্রতি ২৫ থেকে ৩০ লাখ টাকার কাচা ইট নষ্ট হওয়ায় জেলার শতাধিক ইটভাটা মালিকের মাথায় হাত উঠেছে। বিশেষ করে যারা ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ইট কাটাতে গিয়েছেন তাদেরকে দুর্গতির শেষ নেই। লাভ তো দূরের কথা শ্রমিকদের কিভাবে মজুরি দেবেন তা নিয়ে তাদের সংশয়ের শেষ নেই।
    ভাটা মালিকরা জানান, হঠাৎ বৃষ্টির ফলে জেলার সরকারি-বেসরকারি উন্নয়নমূলক কর্মকা-ে ইটের সংকট দেখা দিতে পারে। তাতে দেখা দিতে পারে রাজস্ব আদায়ে ঘাটতি।
    এদিকে ইট তৈরির কাজে নিয়োজিত শ্রমিকরা জানালেন, হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে যে ইটগুলো তৈরি করা হয়েছিল তা সম্পূর্ণ ভিজে নষ্ট হয়ে গেছে। প্রতি হাজার কাচাঁ ইট তৈরিতে খরচ এক হাজার টাকা। আবার নষ্ট ইট গুলো সরাতে খরচ হবে হাজারে এক হাজার টাকা। সব মিলিয়ে মালিক পক্ষের সঙ্গে তারাও পড়েছেন উভয় সংকটে।
    তারা আরো জানান, বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণরূপে আমাদের কাজ বন্ধ রয়েছে। কয় দিন বন্ধ থাকবে তাও জানা নেই। এতে করে যে কয়দিন কাজ বন্ধ থাকবে সে দিনগুলোতে কোন বেতন পাবনা।

  • সাতক্ষীরার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু

    শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ(১ম) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহুরুল হায়দার ‘বাবু’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ইউপি ২ শাখা কর্তৃক ২৬ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত ২০১৮-১৯ অর্থবছরের গেজেটে এ তথ্য প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রকৃতপক্ষে বিভিন্ন কাজের মধ্যে দিয়েই সর্বস্তরের মানুষের মনে স্থান করে নিয়েছে এ্যাড: জহুরুল হায়দার তারই ধারাবাহিকতায় সর্বশেষ স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত অর্থের সর্বত্তম ব্যবহারের মাধ্যমে যথার্থ পুরস্কার জিতে নিলেন এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু।

  • কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ক্রমশঃ জোরদার হচ্ছে

    কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ক্রমশঃ জোরদার হচ্ছে

    নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমানকে মনোনীত করলেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী ও সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান এর ছেলে শেখ মেহেদী হাসান সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। তবে ক্লিন ইমেজ থাকায় শেখ আতাউর রহমানের গ্রহণ যোগ্যতা অনেক বেশী বলে মনে করছেন সাধারণ ভোটাররা। এ নিয়ে চায়ের স্টল থেকে রাস্তার মোড়ে মোড়ে শুরু হয়েছে চুল চেরা বিশ্লেষণ।
    কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছদরউদ্দিন বলেন, দলের পক্ষ থেকে শেখ আতাউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ দলীয় রীতি নীতি উপেক্ষা করে সাঈদ মেহেদী ও শেখ মেহেদী হাসানর সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।
    তারা আরো বলেন, শেখ আতাউর রহমান ১৯৬৮ সালে খুলনা সিটি কলেজে পড়াশুনা করাকালিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ গঠণে ভূমিকা রেখেছিলেন। ওই বছরের ৮ মার্চ কালিগঞ্জে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও বকুলতলায় প্রথম শহীদ মিনার নির্মাণে অনন্য ভূমিকা রেখেছিলেন। ১৯৭২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত পুলিশে কর্মরত থাকাকালিন ভাল কাজে অবদান রাখার জন একবার রাষ্ট্রপতি পদক, জাতিসংঘে পুলিশ পদকসহ শতাধিক বিভিন্ন পদকে ভূষিত হন সেক্টর কমা-ার ফোরাম সদস্য ও বাংলাদেশ ওয়ার কাউন্সিলর ফাউ-েশন এর আজীবন সদস্য শেখ আতাউর রহমান। তিনি বৃহত্তর খুলনা সমিতির কোষাধ্যক্ষ ও ঢাকাস্থ সাতক্ষীরা সমিতির আজীবন সদস্য ছাড়াও উত্তরা মডেল ক্লাবের সদস্য নির্বাচিত হন। উপজেলার উত্তর শ্রীপুর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও আতাউর রহমান বিএম টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন ওই প্রবীন মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান। কর্মময় জীবনে বিভিন্ন নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার অবদান রয়েছে ওই মুক্তিযোদ্ধার। নির্বাচনে জয়লাভের জন্য বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাঁচাই বাছাই এর পর তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের গলায় মালা পরিয়ে নির্বাচনে জয়লাভের লক্ষে আশীর্বাদ চান।
    কালিগঞ্জের মুক্তিযোদ্ধারা বলেন, আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নীতি নির্ধারকদের সিদ্ধান্ত উপেক্ষাকারী ও কোন ধর্ষণ মামলার আসামীকে ভোট না দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহবান জানাচ্ছেন। একইসাথে মাদকাসক্ত ও চাঁদাবাজদের আশ্রয়দাতা, সাংবাদিক হাফিজুর রহমানকে হাতুড়িপেটা করার নেপথ্য নায়ককেও ভোট না দেওয়ার জন্য আহবান জানাচ্ছেন। জঙ্গীমুক্ত, সন্ত্রাসমুক্ত, জামায়াতমুক্ত, মাদকমুক্ত, যৌতুক বিরোধী বিবাহ, বাল্য বিবাহ মুক্ত কালিগঞ্জ গড়তে ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার দাবি জানান তারা।

  • সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস উদযাপন

    সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস উদযাপন

    নিজস্ব প্রতিনিধি: ‘ভোটার হবো, ভোট দেবো’ এ শ্লোগানে সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশসকের কার্য়লয় চত্বর থেকে বিভন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে একটি র‌্যালি বের করা হয় যা শহরের নিউ মার্কেট চত্বর, প্রেসক্লাব হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে জেলা নির্বাচন অফিসার নাজমুল করিম সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এনডিসি দেওনয়ান আকরামুল হক, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দল কাদের, উপজেলা নির্বাচন অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম। ১৯৭১ সালের এই মার্চ মাসেই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয়। তখন দেশ প্রেমিক লাখো শহীদদের আত্মদানের বিনিময়ে জাতীয় জীবনে একটি গৌরবময় অধ্যায়ের শুভ সূচনা হয়। শহীদদের রক্তে রাঙানো এই মাসটি মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় ও পবিত্রতম হওয়ায় ১ মার্চ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেওয়া হয়। উল্লেখ্য, ভারতে প্রতি বছর ২৫ জানুয়ারি, পাকিস্তানে ৭ ডিসেম্বর, শ্রীলংকায় ১ জুন, নেপালে ১৯ ফেব্রুয়ারি, ভুটানে ১৫ সেপ্টেম্বর এবং আফগানিস্তানে ২৬ সেপ্টেম্বর নানা তাৎপর্যের মাধ্যমে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়।

  • রক্ষণাবেক্ষনের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে পাটকেলঘাটায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাঁশ ও বেত শিল্প

    রক্ষণাবেক্ষনের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে পাটকেলঘাটায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাঁশ ও বেত শিল্প

    পাটকেলঘাটা প্রতিনিধি: আধুনিকতার ছোঁয়ায় পাটকেলঘাটা থেকে হারিয়ে যেতে বসেছে পরিবেশবান্ধব গ্রাম-বাংলার ঐতিহ্য বাঁশ ও বেত শিল্প।
    গ্রামীণ বাংলায় আবহমানকাল থেকে নিত্য প্রয়োজনীয় বাঁশ ও বেত দিয়ে প্রস্তুতকৃত শিল্প সামগ্রী ঐতিহ্যের সঙ্গে প্রতিনিয়ত ব্যবহার করে আসছে। কালের গর্ভে এবং আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গিয়েছে সর্বত্র গ্রাম বাংলার চিত্র। দিন দিন বাঁশ ও বেত শিল্পের কদর কমে যাচ্ছে, পাশাপাশি চরম দূর্দিন নেমে এসেছে শিল্পটির সাথে জড়িতদের। প্লাস্টিক সামগ্রীর জিনিস পত্র ব্যবহারই এ শিল্প ধংসের কারন কারন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
    সরেজমিনে জানা গেছে, পাটকেলঘাটা থানায় এক সময় বাঁশ ও বেত দিয়ে তৈরি নানা প্রকার শিল্প সামগ্রীর বেশ কদর ছিল। বাঁশ ও বেত দিয়ে বিশেষভাবে প্রস্তুতকৃত সামগ্রীর মধ্যে; ঝুড়ি, ডালা, কুলা, চাঙ্গারী, মুড়া, ঢুষি, হাতপাখা, চালোন, টোকা, বাঁশি, গোলা, ডোলা, আউড়ি, চাঁচ, ধামা, পাতি, চেয়ার, টেবিল, বই রাখার তাক সহ বিভিন্ন প্রকার শিল্প সামগ্রী ব্যবহার করা হত। ধনী-গরীবসহ সকল পেশার মানুষ কম বেশি অনায়াসেই বাঁশ ও বেত জাত সামগ্রী ব্যবহার করত। পাশাপাশি এ শিল্পের সাথে জড়িত মানুষ তাদের জীবন-জীবিকা চালাতো অনেক সুন্দরভাবে। বর্তমানে সময়ের ব্যবধানে আধুনিক ষ্টীল, প্লাষ্টিকের তৈরি নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সামগ্রী খুব সহজে অনেক কম মূল্যে হাতের নাগালে টেকসই হওয়ার কারণে এবং প্রচুর পরিমানে এ সামগ্রী ব্যবহারের কারণে বাঁশ ও বেত দিয়ে প্রস্তুতকৃত শিল্প সামগ্রী সকলের কাছে গ্রহণ যোগ্যতা হারিয়ে ফেলছে বলে অনেকেই জানায়। সাথে সাথে এ শিল্পের কারিগররা সীমাহীন কষ্টের মধ্যে থেকেও পূর্ব পুরুষের ঐতিহ্য এখনো ধরে রেখেছে। অনেকে পেশা বদল করে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে জড়িত হয়েছে। পাটকেলঘাটার আশেপাশের বাঁশ ও বেত শিল্পের সাথে যারা জড়িত তাদের প্রায় সবাই ঋষি সম্প্রদায়ের। এরা শুধু সমাজে অবহেলিত বঞ্চিতই নয়, পাশাপাশি সরকারের দেওয়া প্রায় সকল প্রকার সাহায্য সহযোগিতা থেকেও অনেকটা বঞ্চিত বলে তাদের অভিযোগ। সাথে তাদের তৈরি শিল্প সামগ্রীর চাহিদা কালেরগর্ভে হারিয়ে যাবার কারণে অনেকে করছে মানবেতর জীবন-যাপন। থানার তৈলকুপি, যুগিপুকুরিয়া, কাশিপুর, ধানদিয়া, মিঠাবাড়ি, কাশিয়াডাঙা গ্রামসহ এ শিল্পের সাথে সংশ্লিষ্ট রবিন দাস, প্রশান্ত দাস, আরতি দাসী, অনিমা দাসী, ভারতী রানী দাসী, হরিপদ দাস, কালীদাসসহ একাধিক কারিগররা বলেন, বাঁশ ও বেত সংগ্রহ করে বাড়িতে পরিবারের সবাই মিলে প্রস্তুত করে বাজারে বিক্রয় করে বেশি লাভ থাকে না। বাজারে একটি ধামা ৩৫০-৮শ, পাতি ৭০-২৫০, ঝুড়ি ৮০-১০০, দোলনা ২০০-২৫০, কুলা ৫০-৮০, মুরগী ঢাকা ঝুড়ি ৮০-১০০, মাপার জন্য পাল্লা ২শ থেকে ৪শ টাকায় বিক্রয় করা হয়ে থাকে। তৈলকুপী গ্রামের বৃদ্ধা তপন দাস বলেন, পূর্বপুরুষদের পেশা ধরে রেখে অনেক কষ্টে জীবন যাপন করছি। আমাদের এ কাজের উপর কেহ ঋন দেয় না। সেই পূর্ব পুরুষের ঐতিহ্য ধরে রেখে আজও বিভিন্ন এলাকা থেকে বাঁশ ও বেত সংগ্রহ করে ঝুড়ি, ডালা, ধামা, পাতি, চাঁচ, কুলা সহ বিভিন্ন প্রকারের সামগ্রী তৈরি করে থাকি। এলাকায় ঝোপ-ঝাড় না থাকায় বেত অনেকাংশে পাওয়া যায় না। শিল্পের সামগ্রী জোগাড় করতে অনেক সময় ও অর্থ লেগে যায়। মহিলারা গৃহস্থলির কাজের পাশাপাশি বাঁশ ও বেতের তৈরি সকল জিনিস তৈরিতে পুরুষের সমান পারদর্শী। মহিলারা পরিবারের বাড়তি আয় হিসেবে প্রতিদিন এই কাজ করে প্রায় পুরুষের কাজের পাশে বাড়তি আয় ১০০-১৫০ টাকা যোগ করে।
    সর্বপরি বাঁশ ও বেত শিল্পের সাথে সংশ্লিষ্ট কারিগর ও সর্ব মহলের ধারণা: আধুনিক সরঞ্জমের ব্যবহার কমিয়ে সরকারি, বে-সরকারিভাবে কারিগরদের বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে বাঁশ ও বেত শিল্প অর্থাৎ আমাদের দেশের হস্তশিল্প টিকিয়ে রাখা এবং সংশ্লিষ্ট কারিগরদের স্বাভাবিক জীবন-যাপনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

  • পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে দেবহাটা থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

    পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে দেবহাটা থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

    দেবহাটা প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে নানা সময়ে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে অনুষ্ঠিত পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯ উপলক্ষে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশ মেমোরিয়াল ডে’র কর্মসূচীতে পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নেতৃত্বে অংশগ্রহন সহ পুষ্পস্তবক অর্পন করেন দেবহাটা থানার পুলিশ সদস্যরা। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র,সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী,উপ-পরিদর্শক মনিরুল ইসলাম সহ দেবহাটা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ৩ সীমান্তে বিজিবির অভিযানে মালামাল জব্দ, আটক-১

    ৩ সীমান্তে বিজিবির অভিযানে মালামাল জব্দ, আটক-১

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তিনটি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৩১ হাজার ১’শ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে। শুক্রবার ভোরে কাকডাঙ্গা, তলুইগাছা ও হিজলদি সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে, চা পাতা ২৮৪ কেজি, দুটি বাইসাইকেল, ইদুর মারা বিষ ৩৮ কেজি ও পোস্তদানা ১৬ কেজি।
    এ সময় বিজিবি এক চোরাকারবারীকে আটক করেছে। আটক চোরাকারবারীর নাম ইয়ারুল ইসলাম (৪৩)। সে কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের সোকিকাঠি গ্রামের মৃত হজরত আলী সরদারের ছেলে। বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৯৯ কেজি ভাতীয় চাপাতাসহ চোরাকারবারী ইয়ারুলকে আটক করে। পরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করে। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা ও হিজলদি সীমান্তে স্ব-স্ব বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চাপাতা ১৮৫ কেজি, দুটি বাইসাইকেল ও ৩৮ কেজি ইদুর মারা বিষ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য ১ লাখ ৩১ হাজার ১’শ টাকা বলে বিজিবি আরো জানায়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বিভিন্ন স্থানে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আকতারের গণসংযোগ

    বিভিন্ন স্থানে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আকতারের গণসংযোগ

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা কাজী আকতার হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবার দিনভর তিনি সদর উপজেলার বৈকারি বাজার, ঘোনা বাজার, তুজুলপুর বাজার, ঝাউডাঙ্গা বাজার, মাধবকাটি বাজার ও কাথন্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে সাথে ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবিব অয়ন, মকবুল হোসেন, মাসুদ, পেলে, বাবু, বিপ্লব, মাহিন, পলাশ প্রমুখ।
    সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শেষে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আক্তার হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের জোয়ারে ভাসছে গোটা দেশ। উন্নয়নের ছোঁয়া ইতোমধ্যে সাতক্ষীরার প্রতিটি অঞ্চলে লেগেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করতে, উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

  • পিআইবি মহাপরিচালক সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

    পিআইবি মহাপরিচালক সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন



    প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)র মহাপরিচালক জ্যেষ্ঠ সাংবাদিক মো.
    শাহ আলমগীর আর নেই (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
    বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক
    হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি
    শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    তিনি রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, ডায়াবেটিসসহ নানা ধরনের রোগে
    ভুগছিলেন। গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি
    করা হয়। ২২ ফেব্রুয়ারি তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।  তার চিকিৎসার
    জন্য সেখানে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল।
    শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দেন। সরকার
    ২০১৮ সালের জুলাই মাসে তার চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।
    উপমহাদেশের প্রথম শিশু-কিশোর পত্রিকা সাপ্তাহিক কিশোর বাংলায় যোগ দেওয়ার
    মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এই সাংবাদিক। এখানে তিনি ১৯৮০ সাল থেকে
    ১৯৮৪ সাল পর্যন্ত সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন।
    এরপর তিনি কাজ করেন দৈনিক জনতা, বাংলার বাণী, আজাদ ও সংবাদ-এ। প্রথম আলো
    প্রকাশের সময় থেকেই তিনি পত্রিকাটির সঙ্গে জড়িত ছিলেন এবং ১৯৯৮ সালের
    নভেম্বর মাস থেকে ২০০১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যুগ্ম
    বার্তা-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
    পরে তিনি চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশনে হেড অব
    নিউজ, যমুনা টেলিভিশনে পরিচালক (বার্তা) এবং মাছরাঙা টেলিভিশনে বার্তা
    প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
    শাহ আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব
    পালন করেছেন।
    সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘কবি আবু জাফর
    ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার ২০০৬, ‘চন্দ্রাবতী স্বর্ণপদক ২০০৫ ’,
    ‘রোটারি ঢাকা সাউথ ভকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০০৪’ এবং ‘কুমিল্লা
    যুব সমিতি অ্যাওয়ার্ড ২০০৪’ পেয়েছেন।
    শাহ আলমগীরের পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হলেও বাবার চাকরি
    সূত্রে বৃহত্তর ময়মনসিংহে জীবনের বড় একটি সময় কাটে। ময়মনসিংহের গৌরীপুর
    কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলা
    সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেন।
    পারিবারিক জীবনে শাহ আলমগীর এক ছেলে ও মেয়ের জনক। তার স্ত্রী ফৌজিয়া বেগম
    একটি ওষুধ কোম্পানিতে কর্র্মরত। ছেলে আশিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের
    আইবিএ থেকে বিবিএ পাস করে কর্র্মরত রয়েছেন এইচএসবিসি ব্যাংকে। মেয়ে অর্চি
    অনন্যা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে অধ্যয়নরত।

    তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। একই সাথে তার
    বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন গভীর শোক জ্ঞাপন করেছেন সাতক্ষীরা
    প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী,
    সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস
    সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন,
    সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম
    খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন,
    জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের
    সকল সদস্যবৃন্দ।

  • ঘূর্ণিঝড়ে মুন্সিগঞ্জ কলেজের পাঠদান ভবনসহ ছাত্রী মিলনায়তন বিধ্বস্ত

    ঘূর্ণিঝড়ের আঘাতে সাতক্ষীরার মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী মিলনায়তনসহ একটি পাঠদান ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি সোমবার শেষ রাতে প্রচণ্ড শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দক্ষিণ-পশ্চিম উপকুলীয় জনপদের শিক্ষা প্রতিষ্ঠানের ওই ক্ষয়ক্ষতি হয়।

    সরেজমিনে গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ কলেজ ক্যাম্পাসে পৌঁছে দেখা যায় বাংলা ও ইংরেজী বিষয়ে পাঠদানের জন্য নির্ধারিত হলরুমের উপরিভাগের এ্যাজবেসটস ও টিনের ছাউনি পাশের মাঠের মধ্যে পড়ে আছে। এছাড়া ভবনের পাঁকা দেয়ালের উত্তর পাশ ধসে যাওয়ার পাশাপাশি যথাক্রমে পুর্ব ও পশ্চিম পাশের দেয়ালে ভয়ংকরভাবে ফাটল দেখা দিয়েছে।

  • বিশিষ্ট শিক্ষাবীদ  অধ্যাপক আব্দুল করিম মারা গেছেন

    বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আব্দুল করিম মারা গেছেন

    বিশিষ্ট শিক্ষাবীদ নওয়াপাড়া (যশোর)মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধাপক আব্দুল করিম আজ বৃহস্পতিবার দুপুরে হৃদক্রীয়া বন্ধ হয়ে মৃত্য বরণ করেন (ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি ৩ ছেলে, এক মেয়ে ও স্ত্র্রী রেখে যান। মরহুমের গ্রামের বাড়ী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের সম্ভ্রান্ত গাজী পরিবারে তার জন্ম। অত্যান্ত মেধাবী ছিলেন তিনি। ভালো ফুটবল খেলতেন।

  • সুন্দরবন: র‌্যাবের সাথে বনদস্যু বাহিনীর গুলি বিনিময়:বাহিনী প্রধান সহ নিহত-২

    সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি এলাকায় বনদস্যু সাহেব আলী বাহিনীর সাথে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটছে। এ ঘটনায় বাহিনী প্রধান সাহেব আলীসহ দুইজনকে গুরুতর আহত অবস্থায় আটক করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

    ঘটনা স্থল থেকে র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলার কলাগাছিয়া খালে এ ঘটনাটি ঘটে। এদিকে, গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন কনস্টেবল আরিফ ও শাকিল।
    নিহত বনদস্যুরা হলেন, বাহিনী প্রধান সাহেব আলী (৩৫) ও তার সেকেন্ড ইন কমান্ড হাবিবুর রহমান (২৮)।

    র‌্যাব -৬ এর লে. কমান্ডার জাহিদুল কবির জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে বনদস্যু সাহেব আলী বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তিনি ও অপারেশন অফিসার এ.এসপি তোফাজ্জেলের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবের উপর গুলি বর্ষণ করে। র‌্যাব ও পাল্টা গুলি বর্ষণ করে। প্রায় ঘন্টাব্যাপি বন্দুকযুদ্ধে সাহেব আলী বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বাহিনী প্রধান সাহেব আলীসহ দুইজনকে আটক করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার করা হয়েছে এবং র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

  • উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়ন যাচাই বাছাই : চেয়ারম্যান পদে সদর- ২, শ্যামনগর-৩, তালা-২, কলারোয়া-২, দেবহাটা-৫, আশাশুনি-২, কালিগজ্ঞ-৩ বৈধ্য

    https://dakshinermashal.com/

    সাতক্ষীরায় ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০১৯ চেয়ারম্যান ও ভাইস চেয়াারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামনগরে একজন ও তালা উপজেলায় একজনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান সাতক্ষীরা সদর,আশাশুনি,কালিগঞ্জ ও দেবহাটা এই ৪ উপজেলার প্রর্থীদের মনোয়ন পত্র যাছাই বাছাই করেন।

    সাতক্ষীরা সদরে উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু ও বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে দু’জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধতা ঘোষণা পেয়েছেন।

    আশাশুনিতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ে চুড়ান্ত ভাবে বৈধতা পেয়েছেন,

    আশাশুনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও বিদ্রহী প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু। এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সাহেব আলি (উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি), জি এম আক্তারুজ্জামান (উপজেলা আ’লীগ সহ-সভাপতি), এমডি ফিরোজ আহমেদ (ব্যবসায়ী), মতিলাল সরকার (উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা কৃষকলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান স. ম সেলিম রেজা সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান: মহিলা আওয়ামীলীগ ইউনিয়ন আহবায়ক ও উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য মোছাঃ হেনা গাজী ও ইউনিয়ন যুব মহিলালীগ সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন।

    কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। কালিগঞ্জে বৈধ প্রার্থী হলেন যারা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক সহকারী পুলিশ সুপার মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতাউর রহমান, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন।

    পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উজ্জীবনী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহাছান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জি,এম, জাহাঙ্গীর কবির, থানা আওয়ামীলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক ডি,এম,সিরাজুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী আব্দুল হামিদ সরদার, জি,এম, আব্দুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নাহার জেবু, ধলবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি দিপালী ঘোষ, আফসানা বেগম, এবং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারহানা।

    দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী বৈধ ঘোষীত হয়েছেন। প্রর্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনি, সাইদ মাহফুজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড. সম গোলাম মোস্তফা, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন।

    ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, জাতীয় পার্টির (জাপা) আনিছুর রহমান বকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস আমেনা রহমান, প্রিয়াংকা রানী, জিএম স্পর্শ এবং আফরোজা পারভীন।

    এদিকে জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান সকাল ১০ টা থেকে তালা,কলারোয়া ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই করেন।

    তালায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন মনোনয়ন পত্র ৩টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী জমা দিলেও চেয়ারম্যান পদপ্রার্থী থেকে বাদ পড়েছেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এসএম ফজলুল হক ।
    জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান জানান, উপজেলা চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

    ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বৈধতা পেয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আমিনুজ্জামান ।
    ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, খেশরা ইউনিয়ন আওয়ামলীগের সদস্য মুরশিদা পারভীন পাপড়ি ও সাংবাদিক সাকিলা ইসলাম জুই ।

    কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন (আওয়ামী লীগ মনোনীত) ও আমিনুল ইসলাম লাল্টু।এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে মো. আরাফাত হোসেন, রবিউল আলম মল্লিক ও কাজী আসাদুজ্জামান শাহজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না, শাহনাজ নাজনীন খুকু ও রোজিনা সুলতানা দুলালী।

    শ্যামনগর উপজেলায় যে সকল প্রার্থী বৈধতা পেয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে আতাউল হক দোলন (আওয়ামী লীগ মনোনীত), বিএনপির জিএম সাদিকুর রহমান সাদেম ও জিএম ওসমান গনি বৈধ প্রার্থী ঘোষনা করলেও আয়কর দাখিল না করার কারণে চেয়ারম্যান পদ থেকে অবৈধ ঘোষীত হলেন জিএম আজিবর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন জিএম কামরুজ্জামান, মো. শহিদুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. শাহজালাল ও স. ম আবদুস সাত্তার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নাদিজা সুলতানা, পাপিয়া হক ও নুরজাহান পারভীন।

    উল্লেখ্য আসন্ন উপজেলা পরিষদ নির্বচনে প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৭ই মার্চ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ই মার্চ বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান।

  • টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রচারভিযান সভা

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রচারভিযান সভা

    নিজস্ব প্রতিনিধি: গতকাল রবিবার বিকেলে প্রগতির কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রচারভিযানের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম. আবুল হোসেন- সেতু বাংলাদেশ, মাধব চন্দ্র দত্ত- স্বদেশ, দিপঙ্কর সাহা- রিলিফ ইন্টারন্যাশনাল, মোঃ শরিফুল ইসলাম- ব্রেকিং দি সাইলেন্স, মোঃ আবু জাফর সিদ্দিক- ক্রিসেন্ট, নাজমুল আলম মুন্না- বরসা, এসকে আফজাল হোসাইন- সুন্দরবন ফাউন্ডেশন, জোসনা দত্ত- মহিলা পরিষদ, মহুয়া মঞ্জুরী- অর্জন ফাউন্ডেশন, এম ডি আক্তারুল আলম- উন্নয়ন কনসালটেন্ট, মৃনাল কুমার সরকার- উন্নয়ন কর্মী, শম্পা গোস্বামী- প্রেরণা, সুপ্রকাশ- প্রগতি, পাপিয়া আহমেদ-প্রগতি, মোঃ শরিফুল ইসলাম খান- উন্নয়ন কর্মী ও এম আফজাল হোসেন-সাংবাদিক। আলোচনা সভায় বলা হয় সরকার ইতোমধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে দেশকে উন্নত দেশে উন্নীত করার লক্ষ্যে ডেলটা পরিকল্পনা করেছে। কিন্তু বাস্তবাতায় দেখা যায় সবচেয়ে ঝুঁকিতে থাকা দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল উন্নয়নের ক্ষেত্রে ন্যায্য দৃষ্টি ভঙ্গি থেকে বঞ্চিত থাকে। এহেন প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ গুরুত্ব ও নজরদারির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

  • শ্যামনগরে ইঞ্জিনভ্যান উল্টে এক স্কুল ছাত্র নিহত

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিন ভ্যান উল্টে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার বিকালে উপজেলার চিংড়িখালি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম রাম পরেশ মন্ডল (১০)। সে চিংড়িখালি গ্রামের সজ্ঞয় মন্ডলের ছেলে ও পশ্চিম চিংড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, বিদ্যালয় ছুটির পর বিকালে একটি ইজ্ঞিনভ্যান যোগে বাড়িতে ফিরছিলো পরেশ মন্ডল। ভ্যান চালকের কাছ থেকে পরেশ ভ্যানটি নিয়ে সে নিজেই সেটি চালাচ্ছিলো। পথিমধ্যে রাস্তার উপর অসাবধান বশতঃ ভ্যানটি উল্টে গিয়ে সে এর নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • কলারোয়ায় স্থানীয় ওয়াস উদ্যোক্তা ও বীমা কোম্পানী প্রতিনিধিদের নিয়ে লিংকেজ স্থাপন বিষয়ক সভা

    কলারোয়ায় স্থানীয় ওয়াস উদ্যোক্তা ও বীমা কোম্পানী প্রতিনিধিদের নিয়ে লিংকেজ স্থাপন বিষয়ক সভা


    নিজস্ব প্রতিনিধি: হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) বাংলাদেশ এনজিও ব্যুরো থেকে নিবন্ধিত ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা আশা’র একটি সহযোগী প্রতিষ্ঠান। বিগত ৬ বছর সংস্থাটি আপনাদের সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভায় গরিব প্রান্তিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য ওয়াস প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে আগামী ২ বছর সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প কাজের ধারাবাহিকতায় কলারোয়া পৌরসভা হল রুমে ওয়াশ ব্যবসায়ী ও বীমা কোম্পানী প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার মধ্যে দিয়ে বীমা কোম্পানীর পক্ষ থেকে সেবা সমুহ তথা জীবন বীমার পাশাপাশি ওয়াস ব্যবসায়ীদের পণ্য বীমার আওয়াতায় নিয়ে আসা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হয়। জীবন বীমা কর্পোরেশন প্রতিনিধি বলেন যে আমরা ওয়াস ব্যবসায়ীদের পণ্য বীমার বিষয়টি আমরা আমাদের প্রতিনিধির নিকট তুলে ধরব এবং পরবর্তীতে ওয়াস ব্যবসায়ীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে নূন্যতম ফি কী হতে পারে ও ওয়াস উদ্যোক্তাদের কোন প্রকার প্রকার অঙ্গহানীকে বীমার আওয়াতায় নিয়ে আসা যায় কী না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওয়াস ব্যবসায়ীদের পক্ষে জীবন বীমা কর্পোরেশন প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, পদ্মা লাইফ ইন্সুরেন্স প্রতিনিধি মোঃ আঃ রশিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অপরদিকে পণ্য বীমা ও জীবন বীমা বা অঙ্গহানী সংক্রান্ত বিষয়ে বীমার আওয়াতায় নিয়ে আসার চাহিদা তুলে ধরেন শেখ মমিনুল ইসলামসহ অন্যান্য ওয়াস উদ্যোক্তাবৃন্দ। আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ শাহজাহান আলী ও আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোঃ রবিউল ইসলাম বক্তব্য রাখেন। প্রাকটিক্যাল বাংলাদেশ প্রতিনিধি শাহনাজ পারভিন ও উত্তরণ প্রতিনিধি রাহুল দে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন হোপ ফর দি পুওরেষ্ট’র প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ সেলিনা খাতুন, ধন্যবাদ জ্ঞাপন করেন মোছাঃ রোকসানা পারবভীন ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার।

  • বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভোমরাস্থল বন্দর শাখার আহবায়ক কমিটি গঠন


    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভোমরাস্থল বন্দর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ ফেব্র“য়ারি ২০১৯ তারিখে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী স্বাক্ষরিত একপত্রে বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফার কে আহবায়ক, মুক্তিযোদ্ধা সুকুমার, বেল্লাল হোসেন, মোনাজাত আলী মুক্তিযোদ্ধা জাবেদ আলী গাজী ও মুক্তিযোদ্ধা জুলমাত আলীকে যুগ্ম আহবায়ক এবং রিয়াজুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভোমরাস্থল বন্দর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।