সংবাদ বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে সাতক্ষীরা প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে। আগামীতে তাকে সাতক্ষীরা প্রেসক্লাবের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না ।
বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবের এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। একই সাথে চাঁদাবাজির রিপোর্ট করায় সাতক্ষীরা প্রেসক্লাব ও স্থানীয় দুটি পত্রিকায় হামলা ও ভাংচুর করার হুমিকি দেওয়ায় ছাত্রলীগের বিরুদ্ধে থানায় জিডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে এক বিশেষ সাধারন সভায় এই সিদ্ধান্ত ঘোষনা করা হয়। সভায় জানানো হয় ঢাকার একটি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে প্রধান অতিথি করা হয়। তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কয়েকজন সাংবাদিকের নাম ধরে অশোভন ভাষায় মন্তব্য করেন। এর কিছুদিন আগে তিনি একইভাবে প্রেসক্লাবের অপর এক অনুষ্ঠানে অশালীন মন্তব্য করেন। এসবের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা তাকে এখন থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেন। তারা তাকে সাতক্ষীরা প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষনা করেন। একই সাথে বিষয়টি অভিযোগ আকারে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারক লিপি দেওয়ারও সিদ্ধান্ত নেন সাংবাদিকরা। অপরদিকে চাঁদাবাজি বিষয়ক রিপোর্টর্ করায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ স্থানীয় দুটি পত্রিকা অফিস ও প্রেসক্লাব গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় তাদের বিরুদ্ধে থানায় জিডি এবং বিষয়টি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রিয় ছাত্রলীগকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারন সভায় আরও বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী , সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ , সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি আনিসুর রহিম, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস , অধ্যক্ষ আশেক ই এলাহী, ইয়ারব হোসেন, রামকৃষ্ণ চক্রবর্তী, আবুল কাসেম, আবদুল জলিল, দিলীপ কুমার দেব, শেখ মাসুদ হোসেন, কাজী শওকত হোসেন ময়না ,এম জিল্লুর রহমান প্রমূখ সাংবাদিক।
Blog
-

সংসদ সদস্য রবি সাতক্ষীরার প্রেসক্লাবে অবাঞ্ছিত
-

সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন করার প্রতিবাদে এবং পৌর এলাকায় সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে উক্ত মাবনন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ সুভাষ সরকার, ক্যাব সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জাসদ নেতা শেখ ওবায়েদুস সুলতান বাবলু, মক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা যে পানি সরবরাহ করছেন তা খাওয়ার অযোগ্য। যে পানি সাতক্ষীরা পৌর কর্তৃক সরবরাহ করেন সেই পানি পৌরসভার মেয়র কাউন্সিলররা নিজেরাই পান করেন না। তারা নিজেরা জারের পানি ক্রয় করে খান। অথচ নাগরিকদের খাওয়ার জন্য ময়লাযুক্ত খাওয়ার অনুপযোগি পানি সরবরাহ করছেন।আবার অধিকাংশ সময়ই পানি থাকেই না। এছাড়া ইচ্ছেমত আবার সাতক্ষীরা পৌর কর্তৃক পানির বিল দ্বিগুন করেছেন। বক্তারা আগামী ২৮ মার্চের মধ্যে ওই দ্বিগুন বিল প্রত্যাহার না করলে সাতক্ষীরা পৌরসভার সকল পানি গ্রাহকদের পানির বিল পরিশোধ না করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা। এখানে মশা-মাছি নিধনের জন্য বরাদ্দ থাকলেও গত কয়েক বছরে একবারও মশা-মাছি নিধনের জন্য ফগার মেশিন ব্যবহার করা হয়নি। বক্তারা অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে সাতক্ষীরা পৌরসভা ঘেরাওসহ পৌর সভার সকল জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে জানান।এদিকে একই দাবীতে আগামী কাল শুক্রুবার সকাল ১০ টায় নাগরিক কমিটির এক সভা আহ্বান করা হয়েছে
-
সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ ইয়ং বলাকা ক্রীড়া চক্র ৩উইকেটে জয়ী
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং সিবি হসপিটাল লিমিটেড, সাতক্ষীরার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ এর আজকের খেলা ইয়ং বলাকা ক্রীড়া চক্র বনাম গফফার স্মৃতি সংসদের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা ইয়ং বলাকা ক্রীড়া চক্র টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। গফফার স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৩৮.১ ওভার ৭উইকেট হারিয়ে ১৪১ রান করে। ফলে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ৩উইকেটে জয়লাভ করে।
আগামী কাল ইউনুছ আলী স্মৃতি সংসদ বনাম রসুলপুর ক্রীড়া সংস্থার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। -
ভোমরায় পচা পেঁয়াজের ঝাঁজে মরছে গাছ: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের নবাতকাটি এলাকায় ভারত থেকে আমদানি করা পচা পেঁয়াজ ফেলা হচ্ছে সড়কের পাশে গাড়ের গোড়ায়। পচা পেঁয়াজের ঝাজে মরছে মহাসড়কের পাশে পরিবেশ বান্ধব শতাধিক গাছ। দীর্ঘদিন ভোমরার ব্যবসায়ীদের পচা পেঁয়াজে দূষিত পরিবেশে স্থানীয়দের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষটি আকর্শণ করেছে সচেতন মহল।
সূত্রে জানা গেছে, ভারতের নাসিকে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। কলকাতা থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুরুত্ব সবচেয়ে কম হওয়ার কারণে ব্যবসায়ীরা পেঁয়াজ এই বন্দর দিয়ে আমদানি করে থাকে।
ভারতীয় কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নি¤œমানের পেঁয়াজ বাংলাদেশে পাঠায়। এছাড়াও দুই দেশের কিছু অসাধু ব্যবসায়ীর যোগ সাজসে কমিশন ব্যবসার আড়ালে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে প্রতিদিন ঢুকছে শতশত টন ভারতীয় পঁচা পেঁয়াজ। কমিশনের বিনিময়ে বিক্রির সময় তাদের বাংলাদেশি এজেন্টরা পড়েন বিপাকে। বেশিরভাগ সময়ে ওই পেঁয়াজ কোন গোডাউন মালিকের কাছে বিক্রি করতে হয় অথবা নিজদায়িত্বে কোন গোডাউনে আনলোড করে নিতে হয়। গোডাউনে পচা পেঁয়াজ আলাদা বাছাই করে ভাল পেঁয়াজ বিক্রি করতে হয়। আবার অনেকে বিক্রি করতে না পেরে এই পঁচা পেঁয়াজ প্রতিদিন ফেলছে ভোমরা-সাতক্ষীরা মহাসড়কের পাশে। একই সাথে চলছে পরিবেশ দূষণ এবং মূল্যবান বৃক্ষ-নিধন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সিএন্ডএফ ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজ পচনশীল পণ্য। কলকাতা থেকে ভোমরা স্থলবন্দরের দূরুত্ব কম হওয়ায় এই বন্দর পছন্দ ব্যবসায়ীদের। ভারতে নাসিক পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। সেখান থেকে ভোমরা স্থল বন্দর পর্যন্ত র্দীঘ পথ পাড়ি দিয়ে পেঁয়াজ আনা হয়। অনেক সময় ভোমরা বন্দরে বিপরীততে ভারতীয় অংশে সিরিয়ালের সমস্যায় ৩/৪ দিন আটকেও থাকে। সেক্ষেত্রে ভাল পেঁয়াজও প্রায় অর্ধেক পচে যায়। ভোমরা বন্দরে বর্জ্য-ব্যবস্থাপনা না থাকায় ভোমরা স্থল বন্দরের কমিশন এজেন্ট এবং গোডাউন মালিকরা পচা পেঁয়াজ ফেলছেন ভোমরা-সাতক্ষীরা মহাসড়কের নবাতকাটি এলাকার বিভিন্ন গাছের গোড়ায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোমরা-শাঁখরা রাস্তার ঘোষ পাড়া পর্যন্ত এবং ভোমরা-সাতক্ষীরা সড়কে বিজিবি বাঁশকল পর্যন্ত কয়েকশত ছোট-বড় গোডাউন গড়ে উঠেছে। অনেক নারী শ্রমিক এসব গোডাউনে পচা পেঁয়াজ বাছাইয়ের কাজ করেন। দিনের বেলায় চলে পচা পেঁয়াজ বাছাই করে। রাতের অন্ধকারে পচা পেঁয়াজের বস্তা ভ্যানে অথবা ট্রলিতে লোড দিয়ে নবাতকাটি এলাকায় ফেলে দেওয়া হয়। রাস্তার ধারে যে গাছগুলোর গোড়ায় পচা পেঁয়াজ ফেলার কারণে পেঁয়াজের ঝাঁজে মাটি ও বায়ু দুষণ হয়ে গাছগুলোর আগা শুকিয়ে মারা যাচ্ছে। এখানে প্রায় শতাধিক গাছ মারা গেছে। যে গাছগুলো আছে তা ধীরে ধীরে মারা যাচ্ছে। ভোমরা বিজিবি বাঁশকল থেকে নবাতকাটি প্রাইমারী স্কুল থেকে গাংনিয়া ব্রীজ এলাকা পর্যন্ত পচা পেঁয়াজের গন্ধে পরিবেশ দূষিত। পথচারীরা অতিষ্ঠ। বেশি বিপদে পড়ছেন মহিলা ও শিশুরা। চলচলের সময় সবাইকে নাক ধরে চলতে হয়। অনেকে পচা পেঁয়াজের দুগন্ধে বমি করে ফেলে।
১৯৯৬ সাল থেকেই ভোমরা স্থল বন্দরের কার্যক্রম শুরু হলেও বন্দরে বর্জ্য-ব্যবস্থাপনার কোন উদ্যোগ এখনও পর্যন্ত গ্রহণ করেনি বন্দর কর্তৃপক্ষ।
সাতক্ষীরা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক আ. ন. ম গাউছার রেজা বলেন, প্রতিটা বৃক্ষ মাটি থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে। মাটিতে গাছের খাদ্য উপাদানের মধ্যে প্রচুর পরিমাণ উপকারি ব্যাকটেরিয়া এবং জৈব উপাদান আছে। মাটি বিষাক্ত হয়ে গেলে গাছের উপকারি উপদান ও ব্যাকটেরিয়া মারা যায়। তখন যাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করতে না পারার ফলে বৃদ্ধি ব্যাহত হয়ে গাছ মারা যায়। মাটিতে দুষিত পদার্থ মাটির সাথে মিশে খারাপ পচনশীল দ্রব্য দ্রুত পচে যেয়ে মাটির উপকারী অনুজীবকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এতে করে বৃক্ষের মৃত্যু হয়। পচা পেঁয়াজ পরিবেশ ও বৃক্ষের জন্য ব্যাপক ক্ষতিকর।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, পঁচা পেঁয়াজের ঝাঝে কারণে এই রাস্তা চলাচলা কষ্টকর হয়ে গেছে। এই রাস্তায় চলাচলের সময় অবশ্যই নাক ধরে যেতে হয়। ভারত থেকে আমদানিকৃত পচা পেঁয়াজের কারণে পরিবেশ দুষণ হচ্ছে এবং রাস্তার পাশে থাকা সব গাছ মারা গেছে। পচা পেঁয়াজের কারণে এলাকার অনেকে অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে এই রাস্তায় দিয়ে কয়েক শিক্ষার্থী স্কুলে যাতায়ত করে। শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ছে। ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশন এবং ভোমরা ইউনিয়ন কাউন্সিল পৃথক বা যৌথভাবে কোন উদ্যোগ এখনও পর্যন্ত গ্রহণ করেননি। ভোমরা স্থলবন্দরের আবর্জনা ফেলার উদ্যোগ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
সাতক্ষীরা জলবায়ু পরিষদের সদস্য সচিব আশেক-ই-এলাহী বলেন, বিভিন্ন কারণে এই এলাকার অনেক গাছ কেটে উজাড় করা হচ্ছে। গাছ মরার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। ভোমরা-নবাতকাটি এলাকার পচা পেঁয়াজের কারণে বাতাস দুষিত হচ্ছে। আর পচা পেঁয়াজ গাছের গোড়ায় থাকলে গাছ তো মারা যাবে। গাছ মরার কারণে অবহাওয়া জলবায়ুর উপর প্রভাব পড়বে। ইতোমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমঞ্চলের আবহাওয়া জলবায়ুর ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হচ্ছে না। অসময়ে বৃষ্টি হচ্ছে এতে ফলস, সম্পদ ও জানমালের ক্ষতি হচ্ছে।
ভোমরা স্থলবন্দর কাষ্টমসের সহকারী কমিশনার নিয়ামুল হাসান বলেন, ব্যবসায়ীদের পচা পেঁয়াজ পেলার কারণে গাছ মারা এই বিষয়টি আমার জানা ছিলো না। স্থলবন্দর এলাকার আমাদের কোন কিছু করার অধিকার থাকে না। তাপরও আমাদের সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করবো।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। এটা অবশ্যই পরিবেশ অধিদপ্তরের কাজ। জেলায় কোন পরিবেশ অধিদপ্তরের অফিস নেই। ভোমরা-নবতাকাটি সড়কের পেঁয়াজ ফেলার কারণে গাছ মারা এবং পরিশেষ দুষণ হচ্ছে এটা দু:খজনক। যাদের কারণে এটা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
-
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি: ‘মাদককে না বলুন, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ ও পথসভা করেছে জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের সভাপাত্বিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন আলম সাদ্দাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি,কাজী সাহেদ পারভেজ ইমন, সাধারণ সম্পাদক আবুল কালামসহ জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন মাদক ও চোরাচালান বন্ধের জন্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। আমরা প্রধানমন্ত্রীর অঙ্গিকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখতে ও সাতক্ষীরা জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করতে দিন রাত কাজ করে যাবে। পুলিশ প্রশাসন যদি মাদক ও চোরাচালানীদের সাথে কোন রকম আপোষ করে তাহলে ছাত্রলীগ রাজপথে নেমে কাজ করবে।
এসময় সাতক্ষীরার মাদক ও চোরাচালানী বড়বাজারের আমিনুর ও তার ছোটভাই মতিনুরের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়ার জোর দাবি জানায় জেলা ছাত্রলীগ।
hdr -
বঙ্গবন্ধুর উন্নত চেতনা থেকেই আজকের ডিজিটাল বাংলাদেশ – আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, এড. শাহনওয়াজ পারভীন মিলি, এসএম আসাদুর রহমান সেলিম, মো. মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তার উন্নত চেতনা থেকেই ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ও জাতীয় পতাকা। বঙ্গবন্ধু ছিলেন শ্রেষ্ঠ বাঙালী ও অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতোনা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালী জাতিসহ বিশ^বাসী জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করবে।’ এসময় জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান।

-
আশাশুনিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তৃতীয় লিঙ্গের প্রার্থী হেনা গাজী
আশাশুনিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে লড়ছেন দুইজন। এরমধ্য একজন মোসলেমা খাতুন মিলি লড়ছেন কলস প্রতীক নিয়ে তার বিপক্ষে লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গ হেনা গাজী।
তবে স্থানীয়রা জানান, বর্তমানে প্রচার ও প্রচারণায় ও জনপ্রিয়তার শীর্ষে আছেন হেনা গাজী। ফুটবল প্রতীক নিয়ে তিনি প্রথম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেও এর আগে ইউপি সদস্য হিসেবে এলাকা বাসীর কাছে প্রিয়। ফলে ইতোমধ্যে মানুষের হৃদয়ের মনি কোঠায় জায়গা করে নিয়েছে তৃতীয় লিঙ্গের হেনা গাজী।
নিজের স্বার্থের দিকে না তাকিয়ে সব সময় গরীব দুখী মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা ধারা নিয়েই তিনি উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করছেন। ইতিমধ্যে উপজেলা নির্বচনে এলাকাবাসীর হৃদয়ের মণি কোঠায় জায়গা করে নিয়ে নির্বাচনী প্রাচারনা চালিয়ে যাচ্ছে হেনা গাজী।
স্থানীয় তরুণ ভোটার কামরুল ইসলামসহ কয়েকজন বলেন, হেনা গাজী তৃতীয় লিঙ্গের হলেও এর আগে সে তিনবার ইউপি সদস্যর দায়িত্ব পালন করেছেন তার সুমিষ্টি আলাপ,গরীব দুখীর প্রতি ভালবাসা সকলকে মুগ্ধ করেছে। এজন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সাধারণ ভোটাররা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান।নির্বাচনে জয়ের আশাবাদী হেনা গাজী বলেন, তিনি তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু তার ইচ্ছা শক্তি তাকে মানুষের সেবা করা থেকে দুরে রাখতে পারেনি। উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য তাকে উচ্চ আদালতের অনুমতি নিয়ে নির্বাচনে লড়তে হচ্ছে। সে তৃতীয় লিঙ্গের বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে তিনি জনসাধারণের ভোটে নির্বাচিত হতে পারলে সারা বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করবেন। আশাশুনি উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে আশাশুনিবাসীকে উপহার দিয়ে তিনি বুঝিয়ে দিবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
-

সাতক্ষীরায় ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় কাজ করা হবে -প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু ৭মার্চের ভাষনে স্বাধীনতার চুড়ান্ত ডাক দিয়েছেন। তবে অনেক আগে থেকে তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছিলেন। তিনি সোমবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সাতক্ষীরায় চার দশক আগে বেক্সিমকো গ্রুপের ফিসারিজ লি: নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল বলে এ জেলার প্রতি তার আন্তরিকতা রয়েছে উল্লেখ করে সালমান এফ রহমান আরো বলেন, তিনি সাতক্ষীরায় এগ্রোবেজড ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ প্রমুখ। এসময় প্রধান অতিথি সালমান এফ (ফজলুর) রহমান সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধি স্কুলের উন্নয়নে ব্যক্তিগতভাবে দশ লাখ টাকার অনুদানের ঘোষানা দেন।শ্যামনগর ব্যুরো: বেসরকারী সংস্থা ওয়াল্ড ভিশনের শ্যামনগর উপজেলা শাখা (জোবেদা সোহরাব মডেল স্কুল সংলগ্ন) অফিসে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ১৭ মার্চ দিনগত গভীর রাতে এ অগ্নিকান্ড ঘটেছে বলে অফিস কতৃপক্ষ জানায়। অগ্নিকান্ডে ২৩ টি মটর সাইকেল, ১ টি মাইক্রো, ২ টি এসি, ৬টি বাই সাইকেল, সম্পূর্ন পুড়ে যায়, এছাড়াও বিদ্যুতের মিটার সহ বিল্ডংয়ের সম্মুখ ভাগ আসবাব পত্র পুড়ে আনুমানিক ১ কোটি টাকার মূল্যের আসবাবপত্র নষ্ট হয়। অগ্নিকান্ডের কারন জানতে চাইলে ওয়াল্ড ভিশনের ফিল্ড অফিস ম্যানেজার রবার্টসন সরকার সাংবাদিকদের জনান- “রাত ২ টার সময় এ অগ্নিকান্ড ঘটে”। তিনি জনান- “ঝড়ের কারনে বিদ্যুত ছিলোনা তারপরেও কীভাবে আগুন লাগলো সেটি সঠিকভাবে আমি জনিনা,আমাদের তদন্ত টিম আসছে তারপর বিস্তারিত আপনাদের জানাতে পারবো”। রবার্টসন সরকার জানান- “অগ্নিকান্ড ঘটার ২৫ মিনিটের মধ্যে ফায়ার সার্বিস এসে আগুন নিয়ন্ত্রন করে”। নাইট গার্ড ওয়াহিদুজ্জামান ও তরুন হালদার জনান” রাত ২টার সময় হঠাৎ একটা বিকট শব্দ শোনা যায় তারপর দেখি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে”। এদিকে ইতিমধ্যে ঘটনা স্থল সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপদেষ্টা আবু সাঈদ, শেখ আফজালুর রহমান, ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগম।নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু ৭মার্চের ভাষনে স্বাধীনতার চুড়ান্ত ডাক দিয়েছেন। তবে অনেক আগে থেকে তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছিলেন। তিনি সোমবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সাতক্ষীরায় চার দশক আগে বেক্সিমকো গ্রুপের ফিসারিজ লি: নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল বলে এ জেলার প্রতি তার আন্তরিকতা রয়েছে উল্লেখ করে সালমান এফ রহমান আরো বলেন, তিনি সাতক্ষীরায় এগ্রোবেজড ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ প্রমুখ। এসময় প্রধান অতিথি সালমান এফ (ফজলুর) রহমান সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধি স্কুলের উন্নয়নে ব্যক্তিগতভাবে দশ লাখ টাকার অনুদানের ঘোষানা দেন।শ্যামনগর ব্যুরো: বেসরকারী সংস্থা ওয়াল্ড ভিশনের শ্যামনগর উপজেলা শাখা (জোবেদা সোহরাব মডেল স্কুল সংলগ্ন) অফিসে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ১৭ মার্চ দিনগত গভীর রাতে এ অগ্নিকান্ড ঘটেছে বলে অফিস কতৃপক্ষ জানায়। অগ্নিকান্ডে ২৩ টি মটর সাইকেল, ১ টি মাইক্রো, ২ টি এসি, ৬টি বাই সাইকেল, সম্পূর্ন পুড়ে যায়, এছাড়াও বিদ্যুতের মিটার সহ বিল্ডংয়ের সম্মুখ ভাগ আসবাব পত্র পুড়ে আনুমানিক ১ কোটি টাকার মূল্যের আসবাবপত্র নষ্ট হয়। অগ্নিকান্ডের কারন জানতে চাইলে ওয়াল্ড ভিশনের ফিল্ড অফিস ম্যানেজার রবার্টসন সরকার সাংবাদিকদের জনান- “রাত ২ টার সময় এ অগ্নিকান্ড ঘটে”। তিনি জনান- “ঝড়ের কারনে বিদ্যুত ছিলোনা তারপরেও কীভাবে আগুন লাগলো সেটি সঠিকভাবে আমি জনিনা,আমাদের তদন্ত টিম আসছে তারপর বিস্তারিত আপনাদের জানাতে পারবো”। রবার্টসন সরকার জানান- “অগ্নিকান্ড ঘটার ২৫ মিনিটের মধ্যে ফায়ার সার্বিস এসে আগুন নিয়ন্ত্রন করে”। নাইট গার্ড ওয়াহিদুজ্জামান ও তরুন হালদার জনান” রাত ২টার সময় হঠাৎ একটা বিকট শব্দ শোনা যায় তারপর দেখি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে”। এদিকে ইতিমধ্যে ঘটনা স্থল সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপদেষ্টা আবু সাঈদ, শেখ আফজালুর রহমান, ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগম।
-
জলবায়ু পরিবর্তনের ঝুকিতে পদ্মপুকুর : বর্ষা পূবেই বিলিন হতে পারে বেড়ী বাঁধ
সংবাদদাতা প্রেরিত: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর ইউনিয়নের দু ধাঁর দিয়ে তৈরী খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ । বর্তমানে এ বেড়ীবাধে দিয়েছে ভয়াবহ ভাঙন । আবার অনেক স্থানে বাঁধ বসে গেছে। ফলে সৃষ্টি হয়েছে স্থানীয় জনগনের মধ্যে আতংক। যে কোন সময়ে বাধ ভেঙ্গে তলিয়ে যেতে পারে স্থানীয় বাসিন্দাদের সম্পদ ও জমি।
স্থানীয় বাসিন্দাদের শঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমের আগেই সংস্কার করা না হলে যে কোন সময় প্লাবিত হতে পারে গোটা ইউনিয়ন। এমনিতেই এবার বর্ষা মৌসুমের আগেই শুরু হয়ে গেছে ঝড় , জলোচ্ছাস।
উপকূলীয় দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর ইউনিয়ন খোলপেটুয়া ও কপোতাক্ষ দ্বারা বেষ্টিত । ৩৪ বর্গকিলোমিটার আয়তনের পদ্মপুকুর ইউনিয়নটি প্রায় পুরোটাই বেড়ীবাঁধ দিয়ে ঘেরা। আর এখানে বসবাস প্রায় ৩৫ হাজার মানুষের। সাম্প্রতিক কালের প্রলয়ঙ্করী জলোচ্ছাস আইলায় লন্ডভন্ড হয়ে যাওয়া পদ্মপুকুর ইউনিয়নের সবহারা মানুষ এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে লিপ্ত।
পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা, পশ্চিম পাতাখালি, কামালকাটি ও বন্যতলা এলাকাযসহ অধিকাংশ খোলপেটুয়া ও কপোতাক্ষ’র বেড়িবাঁধে সৃষ্ট হয়েছে ভয়াবহ ভাঙন। যে কোন সময় বেড়িবাঁধ ধসে নদীগর্ভে বিলীনের শঙ্কা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এখানকার মানুষজন। দীর্ঘদিন জীর্ণশীর্ণ হয়ে পড়ে থাকা বেড়িবাঁধ সংস্কারের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। ফলে স্থানীয় বাসিন্দারা খুবই হতাশ। -
শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশনের অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অফিসে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে একটি মাইক্রোবাস, ২৩টি পালসার মোটরসাইকেল, ২৩টি হেলমেট, ৬টি বাইসাইকেল, দুটি এসি ও আসবাবপত্র পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফুলতলায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শ্যামনগর এরিয়া প্রধান মি. রবার্টসন নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে বলেন, রাত দুইটার দিকে হঠাৎ স্পার্কের শব্দ শুনতে পায় তারা। পরে বিকট শব্দ হয়। কিন্তু কিভাবে এ ঘটনা ঘটলো কেউই নিশ্চিত নয়, তখন বিদ্যুৎও ছিল না। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এতে প্রায় দেড় কোটি টাকার সম্পদ ভস্মীভুত হয়েছে। আমাদের ঊর্ধ্বতন একটি টিম আসছে। তারাই ঘটনাটি তদন্ত করবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। -

সাতক্ষীরায় বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি: ‘বই কিনুন, বই পড়ুন ও প্রিয়জনকে বই উপহার দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মমাস ও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ১১দিন ব্যাপি বই মেলার সমাপনী, আলাচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বই মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মিসেস লাভলী কামাল, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ। বই মেলায় ৭০টি স্টল স্থান পেয়েছে। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন। -
বুড়িগঙ্গা দখলমুক্ত হচ্ছে, প্রাণ সায়ের কপোতাক্ষ বেতনাও হবে: নৌ সচিব আবদুস সামাদ

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বলেন, ভোমরা স্থল বন্দর এ এলাকার উন্নয়নের সূতিকাগার। তিনি বলেন, বন্দরের উন্নয়নের সাথে সাথে রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে। একই সাথে আমদানি রপ্তানি বাণিজ্য আরও গতি লাভ করবে। সাতক্ষীরায় নদী খাল দখলদারদের উচ্ছেদ করা জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় বুড়িগঙ্গাকে দখলদারমুক্ত করার অভিযান চলছে। তিনি সাতক্ষীরার প্রাণ সায়ের খাল উন্মুক্ত করা এবং কপোতাক্ষ ও বেতনা নদী দখলমুক্ত করে খনন করার উপর গুরুত্ব আরোপ করেন। চিংড়ি, হিমায়িত মৎস্য, আম ও কৃষি ফসল উৎপাদনে সাতক্ষীরা দেশের শীর্ষে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নৌ পরিবহন সচিব শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক অনির্ধারিত মত বিনিময় সভায় এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী সহ সাংবাদিকবৃন্দ।
তিনি আরও বলেন, স্বপ্নের পদ্মা সেতু ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। এই সেতু নির্মাণ সমাপ্ত হলে সাতক্ষীরায় আরও উন্নয়ন হবে। তিনি বলেন, সুন্দরবন সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। সুন্দরবনকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে সাতক্ষীরা জেলা উন্নয়নের ¯্রােতোধারায় আরও বেগবান হবে। এছাড়া রেল লাইন নির্মাণের বিষয়টিও সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে। সরকার সারা দেশে রেলের সম্প্রসারণ ঘটাতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। সচিব বলেন, দক্ষিণ জনপদ সাতক্ষীরার উন্নয়নের জন্য জন প্রতিনিধিদের আরও সোচ্চার হতে হবে। তারা অগ্রসর হলে সরকারও পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণের এই জেলা উন্নয়ন মহাসড়কে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। নৌ সচিব আবদুস সামাদ পরে ভোমরা স্থল বন্দর, সাতক্ষীরা পিএন বিয়াম উচ্চ বিদ্যালয়, শিশু হাসপাতালসহ কয়েকটি স্থান পরিদর্শন করেন।
বিকালে তিনি সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে চলমান ঐতিহাসিক ৭ মার্চ বই মেলা’ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বই আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। বইই আমাদের সঠিক পথে পরিচালিত করে। শিখতে পড়তে বই, জানতে জানাতেও বই উল্লেখ করে তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে বই পড়া শিখাতে হবে। এ জন্য বাবা মা ও স্কুলের শিক্ষকরা অগ্রনী ভূমিকা নিতে পারেন। নৌ সচিব আরও বলেন, দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। দুর্নীতিরোধে সকলকে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ রেহাই পাবেনা বলে মন্তব্য করেন তিনি। -
জাতির পিতার জন্মদিন আজ
ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; একটি নাম, একটি চেতনা। তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা। আজ তাঁর ৯৯তম জন্মদিন। তিনি সমগ্র জীবনব্যাপী একটিই সাধনা করেছেন— বাংলা ও বাঙালির মুক্তির জন্য নিজের জীবন উত্সর্গ করা। তাঁর জন্মদিনেই পালিত হয়ে থাকে ‘জাতীয় শিশু দিবস’। দিনটিকে ঘিরে সাতক্ষীরাসহ দেশের সকল জেলায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৯২০ সালের ১৭ মার্চ বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্ম নেওয়া মুজিব পরবর্তীতে আবির্ভূত হন নির্যাতিত-নিপীড়িত বাঙালির নেতা হিসেবে। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে। তাঁর জন্যই বাংলাদেশ নামক একটি দেশের জন্ম হয়। তাঁর ডাকেই বাঙালিরা অস্ত্র ধরে পাক শাসন থেকে মুক্ত করে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম দেয়। দুঃখী মানুষের প্রতি ভালোবাসা ও তাদের মুক্তির পথ দেখাতে রাজনীতিতে আসেন মুজিব। কিশোর বয়স থেকেই তাঁর মধ্যে মানবিক মূল্যবোধ জন্ম নেয়। আর এতে করেই তাঁর মধ্যে সৎসাহস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার জন্ম নেয়।দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের জাঁতাকল থেকে মুক্তি পেয়ে যখন পাকিস্তানের জন্ম হয় তখনই তিনি বুঝতে পারেন এই রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালিরা নির্যাতিত-নিষ্পেষিত হবে। তাই তিনি নতুন রাজনৈতিক চিন্তাচেতনা নিয়ে ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেন। ১৯৪৮ থেকে ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন, ১৯৫৮-এর আইয়ুব সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬২-এর শিক্ষা আন্দোলন এবং পরবর্তী সময়ে ১৯৬৬-এর ঐতিহাসিক ৬ দফা, ১৯৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও সত্তরের নির্বাচনসহ প্রতিটি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান। আর এ কারণে তাঁকে বারবার কারাবরণ করতে হয়। ১৯৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়। ১৯৭০-এর নির্বাচনে বাঙালি বঙ্গবন্ধুর ৬ দফার পক্ষে জানায় অকুণ্ঠ সমর্থন।সত্তরের নির্বাচনে মুজিবের বিজয়কে মেনে নিতে পারেনি পাকিস্তানি শাসকগোষ্ঠী। অবশেষে একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু এক ভাষণে বাঙালিদের জাগিয়ে তোলেন। এরমাত্র কয়েকদিন পরই ২৫ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। আর শেখ মুজিবের ডাকে বাঙালি জাতি যুদ্ধে নামে। দীর্ঘ নয় মাস পরই যুদ্ধ জয়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যুদ্ধের সময় পাকিস্তানে কারাবন্দি থাকেন শেখ মুজিবুর রহমান। ১৯৭২-এর ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরেই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন। কিন্তু সেই সুযোগ বেশিদিন পাননি। ১৯৭৫-এর ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের তপ্ত বুলেটে সপরিবারে নিহত হন বাঙালির এই অবিসংবাদিত নেতা। শুরু হয় দেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত দিকে নিয়ে যাওয়ার পালা। ১৯৭৫-পরবর্তী ইতিহাসে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অনেক চক্রান্ত ষড়যন্ত্র অপচেষ্টা হয়েছে। কিন্তু সবই ব্যর্থ হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস
বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দিতে হবে আজকের শিশুদেরই। তাই শিশুরা যেন সৃজনশীল মুক্তমনের মানুষ হিসেবে গড়ে ওঠে- তিনি সব সময়ই সেটা চাইতেন। তাই জাতির জনকের জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন খুবই তাৎপর্যপূর্ণ। ৭৫- এর পর বাংলাদেশে অপশাসনের এক অন্ধকার জগতে প্রবেশ করে। এরপর কেটে যায় প্রায় দুদশক। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ফের ক্ষমতাসীন হয় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের সরকার। শেখ হাসিনার প্রথম মেয়াদে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। আর এর পরের বছরই অর্থাৎ ১৯৯৭ সালের ১৭ মার্চ দিবসটি পালন শুরু হয়। কিন্তু ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন বন্ধ থাকে। ২০০৯ সালে শেখ হাসিনা আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে তখন থেকে ১৭ মার্চে আবার রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস। প্রতি বছরের মতো এবারও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। দিনটি উপলক্ষে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনটিকে ঘিরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।এছাড়াও দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব জেলা ও উপজেলায় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি এবং জেলা ও উপজেলার সব দপ্তর বা সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হবে।
-

দুই চিকিৎসক তোপের মুখে সাতক্ষীরা শিশু হাসপাতলের বেহাল দসা
নিজস্ব প্রতিনিধি: সময়মত হাসপাতালে না আসায় এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন দুইজন চিকিৎসক। শনিবার সকালে সাতক্ষীরা শিশু হাসপাতালের এ এঘটনা ঘটে। খোজখবর নিয়ে জানা য়ায়, জেলার দূর দূরান্ত থেকে অসুস্থ শিশুদের নিয়ে আসে সাতক্ষীরা শিশু হাসপাতালের । শ্বাসকষ্ট,নিমিউনিয়া, ডায়রিয়া, গলাফোলা, জ্বর সহ নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে উৎকন্ঠিত তাদের অবিভাবকরা। কষ্টে থাকা সন্তানদের ডাক্তার দেখিয়ে একটু চিকিৎসা সেবা নেয়ার জন্য অপেক্ষায় থাকলেও ডাক্তার, স্টাফ, টিকিট ম্স্টাার কারো দেখা মেলে না । এই চিত্র জাতীয় অধ্যাপক ডা: এম আর খান প্রতিষ্ঠিত সাতক্ষীরা শিশু হাসপাতালের। তবে কমিটির আহবায়ক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, তিনি কমিটির সভাপতি হলেও তার কাছে এ বিষয়ে কোন অভিযোগ নেই। কমিটির নির্বাচন প্রশ্নে তিনি বলেন, উপজেলা নির্বাচনের পরেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালটি এখন নানা সমস্যায় জর্জরিত। সম্পূর্ণ বেসরকারি ভাবে এবং নিজস্ব অর্থায়নে এই হাসপাতালটি চললেও এখানে এখন অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছে। পরিচালনার জন্য টানা ৯ মাস ধরে আহবায়ক কমিটিতে চলছে হাসপাতালটি। জেলা প্রশাসক এই আহবায়ক কমিটির সভাপতি । বাকি ৮ সদস্যদের একাধিক সদস্য বলেন গত ৯ মাসে তারা এক থেকে দুইবার এই কমিটির বৈঠকে বসেছেন। পরিচালনা কমিটির জন্য নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন কয়েকবার । কিন্তু নির্বাচন হয়নি। ফলে হাসপাতালের সামগ্রিক কর্মকান্ড পরিচালনা ও তদারকি হচ্ছেনা। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ জমা হচ্ছে বিভিন্ন দফতরে। হাসপাতাল পরিচালনা ও অনিয়ম বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে দেখতে গেলে এই সব চিত্র চোখে পড়ে। আশাশুনি উপজেলার উত্তর চাপড়া থেকে ২০ মাস বয়সের মেয়ে হানিফাকে নিয়ে প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে এসেছেন মা আছিয়া সকাল ৮টায়। কিন্ত ডাক্তারের দেখা নেই। ৩১দিন বয়সের হুসমা কে নিয়ে প্রায় ৪০ কিলোমিটার দূর তেতুলিয়া থেকে এসেছেন নানী শাহিনা বেগম। অপেক্ষা করছেন কখন ডাক্তার আসবে। সর্দি, জ্বর, গলায় লালা ইত্যাদি রোগে আক্রান্ত নাতিকে নিয়ে হাসপাতালে তার অপেক্ষা প্রায় দেড় ঘন্টা। ১৮ মাস বয়সের ছেলে ওয়ালিদ কে নিয়ে তালা উপজেলার খলিল নগর থেকে বাবা গফ্ফার দ্বিতীয় দিনের মত এসেছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেসরকারি হাসপাতাল ও প্যাথলজিতে করা রিপোর্ট দেখাতে। ৮শ’ ৫০ টাকা খরচ করে বুধবার প্যাথলজি রিপোর্ট করা হলেও রাত হওয়ার কারণে আবার তাকে আসতে হয়েছে হাসপাতালে । এমন চিত্র প্রায় প্রতিটি রোগীর স্বজনদের। হাসপাতালে প্যাথলজি বিভাগ থাকলেও বেশিরভাগ রোগীর স্বজনদের শহরের একটি বেসরকারি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষা করতে হয় বাধ্যতামূলক ভাবে। হাসপাতালের এই অনিয়ম, অব্যবস্থাপনা বিষয়ে অকপটে স্বীকার করলেন আহবায়ক কমিটির সদস্য প্রবীন চিকিৎসক ডা: সুশান্ত কুমার ঘোষ। তিনি জানান আহবায়ক কমিটির মেয়াদ ৩ মাস হলেও গত ৯ মাসে দুই ডিসির সময়ে দুইবার মিটিং হয়েছে। নির্বাচনের বিষয়ে সমস্ত কাগজপত্র জেলা প্রশাসনে জমা দেয়া হলেও নির্বাচন হয়নি। আহবায়ক কমিটির সদস্য সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ বলেন হাসপাতালের অনিয়মের বিষয়ে তিনি ২ মাস আগে অভিযোগ পেয়েছেন। অব্যবস্থাপনা আর অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন শক্তিশালী কমিটি। হাসপাতালের সাবেক সাধারণ সম্পাদক জামান খান বলেন, নিয়ম না থাকলেও এডহক কমিটি ৩ লাখ টাকার বৈশাখী ভাতা দিয়েছে ডাক্তারসহ স্টাফদের। আহবায়ক কমিটির মেয়াদ ৩ মাসের বেশি থাকতে পারেনা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের কথা ডিসিকে বলা হলেও নির্বাচন হয়নি। হাসপাতালের নানা অনিয়মের অভিযোগ রয়েছে চিকিৎসকসহ অন্যান্য স্টাফদের বিরুদ্ধে। হাসপাতালে প্যাথলজি বিভাগ থাকলেও রোগীদের একপ্রকার বাধ্য করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করতে। তবে হাসপাতালে একাধিক বার আসা রোগীর স্বজনদের বাধ্য করা হয় ডাক্তারদের ব্যাক্তিগত চেম্বারে যেতে। মেডিকেল অফিসার ও কনসালটেন্ট এর মধ্যে সমন্বয় হীনতার অভিযোগ ও রয়েছে। একজনের ভর্তি রোগী অন্যজন দেখতে চাননা এমন অভিযোগ ওপেন সিক্রেট। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে হাসপাতালের কনসালটেন্ট ডা: জাকির হোসেন বলেন, তাকে হাসপাতালে ২ বার আসতে হয়। সকালে এসে তিনি ইনডোর ভিজিট করে আউটডোরে বসেন। বিকালে আসেন ভর্তি রোগী দেখতে। হাসপাতালের এই সমস্যা দীর্ঘ দিনের উল্লেখ করে তিনি বলেন,স্থানীয় স্টাফ হওয়ার কারনে বেশি সমস্যা । এখানে দুইজন মেডিকেল অফিসার তার সিনিয়র উল্লেখ করে তিনি বলেন, তারা টানা ২৩ বছর ধরে এই হাসপাতালে রয়েছেন। ইচ্ছা করলেই ডাক্তার পাওয়া বা পরিবর্তন করা যায় না। হাসপাতালের সামনের কিছু ওষুধের দোকানীরা হাসপাতালে ঢুকে প্রেসক্রিপসন পরিবর্তনের জন্য চাপ দেয় বলে তিনি অভিযোগ করেন। তিনি হাসপাতালে যোগদানের পর হাসপাতালের অর্থনৈতিক পরিবর্তন এনেছেন বলে তিনি দাবি করেন। এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন কিনা এবিষয়ে তিনি বলেন, ইনপেস্টা কোম্পানির জেলা ম্যানেজার আঃ জলিলের বাইকে করে তিনি হাসপাতালে গেলে সেখানে উপস্থিত থাকা মনি, মেহেদী ও বিঠুখানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে কোম্পানির জেলা ম্যানেজার আঃ জলিলকে মারপিট করে এবং তাকে সম্মান হানি করে। সে সময় ডা: আব্দুর রাজ্জাক সাহেব হাসপাতালে ঢুকতে দেননি। যে কারণে তিনি ঘটনাস্থল থেকে চলে আসেন। সেখানকার পরিবেশ ভালো না থাকার কারণে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
-

সাতক্ষীরায় নৌ সচিব আবদুস সামাদ, বুড়িগঙ্গা দখলমুক্ত হচ্ছে, প্রাণ সায়ের কপোতাক্ষ বেতনাও হবে
নিজস্ব প্রতিনিধি: নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বলেন ভোমরা স্থল বন্দর এ এলাকার উন্নয়নের সূতিকাগার। তিনি বলেন, বন্দরের উন্নয়নের সাথে সাথে রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে। একই সাথে আমদানি রফতানি বাণিজ্য আরও গতি লাভ করবে। সাতক্ষীরায় নদী খাল দখলদারদের উচ্ছেদ করা জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় বুড়িগঙ্গাকে দখলদারমুক্ত করার অভিযান চলছে। তিনি সাতক্ষীরার প্রাণ সায়ের খাল উন্মুক্ত করা এবং কপোতাক্ষ ও বেতনা নদী দখলমুক্ত করে খনন করার ওপর গুরুত্ব আরোপ করেন। চিংড়ি , হিমায়িত মৎস্য, আম ও কৃষি ফসল উৎপাদনে সাতক্ষীরা দেশের শীর্ষে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। নৌ পরিবহন সচিব শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক অনির্ধারিত মত বিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরও বলেন স্বপ্নের পদ্মা সেতু ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। এই সেতু নির্মান সমাপ্ত হলে সাতক্ষীরায় আরও উন্নয়ন হবে। তিনি বলেন সুন্দরবন সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। সুন্দরবনকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে সাতক্ষীরা জেলা উন্নয়নের স্্েরাতোধারায় আরও বেগবান হবে। এ ছাড়া রেল লাইন নির্মাণের বিষয়টিও সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে। সরকার সারা দেশে রেলের সম্প্রসারন ঘটাতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। সচিব বলেন, দক্ষিণ জনপদ সাতক্ষীরার উন্নয়নের জন্য জন প্রতিনিধিদের আরও সোচ্চার হতে হবে। তারা অগ্রসর হলে সরকারও পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণের এই জেলা উন্নয়ন মহাসড়কে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। নৌ সচিব আবদুস সামাদ পরে ভোমরা স্থল বন্দর, সাতক্ষীরা পিএন বিয়াম উচ্চ বিদ্যালয়, শিশু হাসপাতালসহ কয়েকটি স্থান পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদসহ সাংবাদিকরা। বিকালে তিনি সাতক্ষীরার শহিদ রাজ্জাক পার্কে চলমান ‘ঐতিহাসিক ৭ মার্চ বই মেলা’ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বই আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। বইই আমাদের সঠিক পথে পরিচালিত করে। শিখতে পড়তে বই, জানতে জানাতেও বই উল্লেখ করে তিনি বলেন আমাদের নতুন প্রজন্মকে বই পড়া শিখাতে হবে। এ জন্য বাবা মা ও স্কুলের শিক্ষকরা অগ্রনী ভূমিকা নিতে পারেন। নৌ সচিব আরও বলেন দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। দুর্নীতিরোধে সকলকে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি।
-
শ্যামনগরে স্কুল ছাত্র-ছাত্রীদের বৈশ্বিক জলবায়ু অবরোধ র্যালি ও মানববন্ধন
শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে শনিবার সকাল ১০টায় বে-সরকারি সংস্থা লিডার্স এর আয়োজনে আইইউএফও ইয়থ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর সহযোগিতায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ও শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার দাবিতে বৈশ্বিক জলবায়ু অবরোধ, র্যালি ও মানববন্ধন করেন। জলাবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বের সকল উন্নয়নের পদক্ষেপকে বিঘিœত করছে। উন্তত দেশ গুলি গ্রীন হাউজ গ্যাস নির্গমন করে জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করেছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে কোন ভূমিকা না রেখেও বেশি ক্ষতির সম্মুক্ষিন হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকা অধিক ঝুঁকির মধ্যে রয়েছে এবং বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন ধ্বংসের মুখে পড়েছে। সারা বিশ্বের স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীরা জলবায়ু নায্যতার দাবীতে ১ঘন্টার জন্য ক্লাস বর্জন করে পথে নেমেছে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের স্কুলের শিশুরাও জলবায়ূ নায্যতা দাবি ও পৃথিবীকে বাসযোগ্য রাখার দাবীতে পথে নেমেছে। এরই ধারা বাহিকতায় শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও র্যালী ও মানববন্ধন করে। মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্জ্ব জি, এম, আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, দশম শ্রেণির ছাত্র সামিউল ইসলাম ও শামিন রওনক, আইইউএফ প্রতিনিধি গোলাম সরোয়ার প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্কুল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
-

ক্রাইস্টচার্চে হামলা করে এবা হত্যার ‘প্রতিশোধ’ নিলো বন্ধুকধারী
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আল নূর ও লিনউড মসজিদে হামলা চালানোর আগে হামলাকারীর ব্রেন্টন টেরেন্ট (২৮) ৭৩ পৃষ্ঠার ঘোষণাপত্রে ১৬ হাজার ৫০০ শব্দে এ হামলার কারণ ব্যাখ্যা করেন। সেখান বলা হয়েছে, এবা আকারলাউন্ড নামের ১২ বছরের সুইডিশ শিশুর কথা। ২০১৭ সালে স্টকহোমে ট্রাক হামলার সময় মারা যায় এবা। তিনি লিখেছেন, দুই বছর আগের এ ঘটনা নাটকীয়ভাবে আমার চিন্তায় পরিবর্তন নিয়ে আসে। সময়টা ছিল ২০১৭ সালের এপ্রিল থেকে মে। ২০১৭ সালের ৭ এপ্রিল ওই হামলার ঘটনা ঘটে। আমি এ সহিংসতার পর আর চুপ থাকতে পারিনি। কারণ পরিস্থিতি বদলে গিয়েছিল আর সে বদল এনেছিল এবা… স্কুল ছুটির পর এবা তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের সময় দুইটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে মসজিদে জুমার নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়ে। এতে অন্তত ৪৯জন নিহত হন, নিহতদের মধ্যে তিন বাংলাদেশিও রয়েছেন।
-

গ্যাসের দাম বাড়ালে কঠোর আন্দোলন : ড. কামাল
ডেস্ক রিপোর্ট: গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ হুমকি দেন। বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘সরকারের এমন সিদ্ধান্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে। শিল্পকারখানা, পরিবহন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও যাতায়াত খরচের ওপরও পড়বে। তিনি আরও বলেন, গণশুনানির নামে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এ দিকে ঐক্যফ্রন্টের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুও এক বিজ্ঞপ্তির মাধ্যমে একই কথা বলেছেন। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।