Blog

  • কুয়েটে নিষিদ্ধ রাজনীতি

    কুয়েটে নিষিদ্ধ রাজনীতি

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিষিদ্ধই থাকছে রাজনীতি। একইসঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠনসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনলাইনে অনুষ্ঠিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৮তম (জরুরি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া যায়।

    বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, কুয়েটে ২০২৪ সালের ৮ আগস্ট ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশটি বহাল থাকবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তা কঠোরভাবে অনুসরণ করা হবে।

    এ ছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর ধারা ৪৪(৫) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ আইন অমান্যকারীর বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী চাকরিচ্যুত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ছাড়া রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্তসাপেক্ষে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

    এদিকে গতকাল মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং একইসঙ্গে সরাসরি জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হবে। প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করাসহ পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবে।

    কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, সদস্য শহীদ স্মৃতি হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ ও সদস্যসচিব সহকারী পরিচালক (ছাত্রকল্যাণ) শাহ মুহাম্মদ আজমত উল্লাহ।

    খুলনা বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

    এদিকে উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর তারা তালা লাগিয়ে দেন।

    শিক্ষার্থীরা বলেন, দুপুর ১টা পর্যন্ত আমাদের আল্টিমেটাম ছিল। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবিদাওয়া মেনে নেওয়া হয়নি। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন, বিভিন্ন একাডেমিক ভবন ও বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছি।

    এদিকে পাঁচ দফা দাবিতে আজ সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নেন। এই চিকিৎসাকেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন আছেন ভিসি মুহাম্মদ মাছুদ। মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে আছেন।

    অপরদিকে বুধবার দুপুর ১২টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পরে সাড়ে ১২টার দিকে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা কুয়েটে হামলা ও উসকানিতে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

    প্রসঙ্গত, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে শিববাড়ি মোড়ে মুখোমুখি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

  • তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ও গাঁজা উদ্ধার!

    তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ও গাঁজা উদ্ধার!

     নিজস্ব প্রতনিধি :
    সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে এলাকার শীর্ষ মাদক স¤্রাট মেহেদী হাসান প্রিন্স এর বাড়ি থেকে ১ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উাদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে  উপজেলার হাজরাকাটি গ্রামের রহমত সরদারের ছেলে।
    বুধবার (১৯ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার হাজরাকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদার জানান, তালা উপজেলার হাজরাকাটি  গ্রামের রহমত সরদারের বাড়িতে গাঁজা ও ইয়াবা সংরক্ষিত আছে। তার ছেলে প্রিন্স মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় একটি কক্ষ থেকে ১ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রিন্স পালাতক ছিলো। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
    তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান  বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • নবীন বরণ করল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখা

    নবীন বরণ করল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখা

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখার আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    ১৯ শে ফেব্রুয়ারি ( বুধবার) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে দুপুর ১২ টায় ইসলামী ছাত্র শিবিরের পলিটেকনিক সভাপতি আশিক হাসান শোভনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাসনিম আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর ,উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান।
    প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, মেধাবীদের আস্থার ঠিকানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের দ্বারা কলেজ ক্যাম্পাস গুলো সুষ্ঠু, সুশৃংখল এবং পড়ালেখা বান্ধব সম্ভব। এজন্য তোমরা ছাত্রশিবিরের সুশীতল ছায়াতলে এসে আগামীর বৈষম্যহীন দেশ ,জাতি এবং আদর্শিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে ।
    বিশেষ অতিথি মাওঃ হাবিবুর রহমান উপস্থিত ছাত্রদেরকে ছাত্রশিবিরের আহ্বানে সাড়া দিয়ে, তাদের রঙে রঙিন হয়ে জীবনকে গঠন করার আহ্বান জানান।
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী

    পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী

    পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  হয়েছে। বুধবার(১৯ ডিসেম্বর)  সকালে বিদ্যালয় চত্বরে এ বার্ষিক  ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা  হয়। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম শামীম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ  সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।
    পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইসরাইল আলম ‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং  কমিটির সাবেক সদস্য তোহিদুর রহমান মধু ,সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান,সিনিয়র সহকারী  শিক্ষক মাওলানা আনারুল হাসান, সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোছাঃ কানিজ ফাতেমা, রেহেনা খাতুন, আফতাবুজ্জামান, হেমনাথ সরকার, ফ্লোরা আক্তার, তানিয়া আক্তার, সোহরাব হোসেন, মৃত্যুঞ্জয় হালদার, সাবিনা খান চৌধুরীর প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ১৭ টি ইভেন্টে সর্বমোট  ৭৭ টি পুরস্কার প্রদান করা হয়।
  • বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা র‍্যালি,আলোচনা সভা 

    বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা র‍্যালি,আলোচনা সভা 

    নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর দোতলার হলরুমে বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোন কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, প্রত্যেক ভূমিহীনদের ভূমি তাদের ন্যায্য অধিকার এ অধিকার সংরক্ষণে ভূমি আইন মেনে সকল ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।
    সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন ঢাকা সভাপতি মোঃ বদরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও জেলা ভূমির কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুজ্জামান রাসেল, বাংলাদেশ কৃষাণী দল সাতক্ষীরা জেলার শাখার সভানেত্রী মোছাঃ হোসনেয়ারা খুকু, কেন্দ্রীয় সদস্য পিনাকি আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, বাকিবিল্লাহ, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, আমানুল্লাহসহ সকল নেতা কর্মী বৃন্দ।
     আলোচনা সভা পরবর্তী জেলা ও সদর উপজেলার সকল নেতাকর্মীর উপস্থিতিতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।
    ক্যাপশন: বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভায় বক্তব্য রাখছেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা।
  • সাতক্ষীরায় বিনাহলুদ-১ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস

    সাতক্ষীরায় বিনাহলুদ-১ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস

    সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় উচ্চ ফলনশীল বিনাহলুদ-১ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার আড়ংপাড়া গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

    মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্ভিদ দেহতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: বাবুল আকতার, তালা উপজেলা কৃষি অফিসার হাজেরা খাতুন, উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামান, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ বলেন, বিনাহলুদ-১ স্থানীয় অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি ফলন দিতে সক্ষম। এই জাত চাষের মাধ্যমে কৃষক অধিকতর লাভবান হতে পারে।

    ড. মো: বাবুল আকতার বলেন, সাথী ফসলের সাথে বিনাহলুদ-১ চাষ করে কৃষক একই অনেক লাভবান হচ্ছেন। এই জাত স্বল্প জায়গায় অধিক ফলানো সম্ভব।

    কৃষক আমিনুর রহমান বলেন, বিনাহলুদ-১ চাষ করে আমি অন্যান্য স্থানীয় জাতির চেয়ে প্রায় দ্বিগুণ ফলন পেয়েছি।

  • কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

    কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে নগরীর রেলিগেট, তেলিগাতিসহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় ৩০ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের কুয়েটে মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    বর্তমানে কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নিয়েছে। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা ক্যাম্পাস সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে আছে। পুরো এলাকা ঘিরে রেখেছে সেনা  ও নৌবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা।

     

    প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরে কুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন ম্যাসেনজার গ্রুপে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া চলছিল। সোমবার তারা ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে। মঙ্গলবার সকালে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করে। পরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতন্ডা হয়।

    বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। তারা  ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটায়, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌছালে ছাত্রদল নেতাকর্মীরা তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তা কুয়েটের বাহিরেও ছড়িয়ে পড়ে।

    দুপুর আনুমানিক দুইটার দিকে কুয়েট পকেটগেটের বাইরে বিএনপি সমর্থিত বহিরাগতরা একজন ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাম্পাসের ভিতর ফেলে দেয়। এরপর থেকে সাধারণ ছাত্রদের ভেতর চরম উত্তেজনা দেখা দেয়।

    পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মী একজোট হয়ে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দেয়। রেলিগেট, তেলিগাতিসহ আশপাশ এলাকার বিএনপি নেতাকর্মীরা  ছাত্রদলের সঙ্গে যোগ দেয়। বিকাল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে প্রায় ৩০ জন আহত হন। সংঘর্ষে আহতদের কুয়েটের অ্যাম্বুলেন্সে করে একের পর এক হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। এ পর্যন্ত চারটি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে গেছে।কুয়েট সিভিল ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে ভিসির কাছে গেলে ছাত্রদলের ছেলেরা আমাদের হুমকি দেয়। তারা সিনিয়রদের লাঞ্চিত করে। আমরা ভিসির কাছে এই বিচার দিয়ে বের হয়ে আসার পর বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালায়। আমরা তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি। পরে আশপাশের এলাকার বিএনপির লোকজন সঙ্গে নিয়ে তারা আবার হামলা চালায়। এতে অসংখ্য ছাত্র আহত হয়েছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন বলেন, বিনা উস্কানিতে ছাত্রদলের কর্মীরা ছাত্রদের রক্ত ঝড়িয়েছে। তারা কুয়েটের সদস্য সচিব জাহিদ ভাইকে রামদা দিয়ে ১০টা কোপ দিয়েছে,  জেলার আহ্বায়ক তাসনিম  ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাতুলে পা ইট দিয়ে থেকলে দিয়েছে। অসংখ্য ছাত্র আহত। সব তথ্য পরে দিতে পারবো।

    খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি দাবি করেন, ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা তাদের বাঁধা দেয়। পরে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

    তবে অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসাইন মিলন বলেন, কুয়েটের ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে অনেককে আহত করেছে বলে শুনেছি। আমরা হামলার নিন্দা ও জড়িতদের বিচার চাই।

    খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৫ জন আটক করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

  • দুর্নীতি কমাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    দুর্নীতি কমাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি সমূলে ধ্বংস করা না গেলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে না। তিনি বলেন, সব স্তর থেকে দুর্নীতি কমানোর উদ্যোগ নিতে হবে, এবং এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কার্য-অধিবেশনে মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি বাড়ানো, নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশ বৃদ্ধি এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকাসহ শিল্প পুলিশের জনবল বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও উন্নতির আরও সুযোগ রয়েছে। এ লক্ষ্যে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হচ্ছে, যা আইনশৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখবে।

    মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্য-অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএমসহ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং সীমান্ত ও নৌপথ নিরাপত্তা জোরদারের পাশাপাশি কৃষি খাতের অগ্রগতিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

  • প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই মাস্কের

    প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই মাস্কের

    যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইলন মাস্কের নেই, তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) এর প্রশাসনিক কর্মকর্তা নন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

    প্রশাসনিক কার্যালয়ের পরিচালক জোশুয়া ফিশারের এক নথি অনুসারে, ইলন মাস্কের ভূমিকা ট্রাম্প প্রশাসনে একজন হোয়াইট হাউজ কর্মী ও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নির্ধারিত। তিনি সরকারি ডিওজিইর কোনো কর্মচারী নন ও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না।

    অন্যান্য সিনিয়র হোয়াইট হাউস উপদেষ্টাদের মতো মাস্কের নিজে সরকারি সিদ্ধান্ত নেওয়ার কোনও বাস্তব বা আনুষ্ঠানিক কর্তৃত্ব নেই। তিনি কেবল রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে এবং রাষ্ট্রপতির নির্দেশাবলী জানাতে পারেন।

    ইলন মাস্কের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের করা মামলার নথিতে ফিশার এসব কথা বলেন।

    উল্লেখ্য, ট্রাম্প নভেম্বরে ঘোষণা করেছিলেন যে “গ্রেট ইলন মাস্ক… ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেবেন।”

  • বড়দলে ইউনিয়ন ভি‌ত্তিক মার্কেট লিং‌কেজ ও ভ‌্যালু চেইন নেটওয়ার্ক গঠন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

    বড়দলে ইউনিয়ন ভি‌ত্তিক মার্কেট লিং‌কেজ ও ভ‌্যালু চেইন নেটওয়ার্ক গঠন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার বড়দলে সরকারী-বেসরকারি উদ্যো‌গের মাধ‌্যমে ইউনিয়ন ভি‌ত্তিক মার্কেট লিং‌কেজ ও ভ‌্যালু চেইন নেটওয়ার্ক গঠন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গ্রীন ক্লাইমেট ফান্ড (জি‌সিএফ) এবং ইউএন‌ডি‌পি এর অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রজেক্ট অ‌ফিসার মোঃ র‌বিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছিলেন বড়দল ইউনিয়নের দা‌য়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ আক্তার ফারুক বিল্লাহ, উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা নাজমুন শা‌কিব শাওন, মধুম‌তি ব‌্যাংক আশাশু‌নি শাখার কর্মকর্তা নয়ন ইসলাম, সংর‌ক্ষিত ম‌হিলা ইউপি সদস‌্য রেহেনা খাতুন, বাজার ব‌্যবস্থা ক‌মি‌টির সদস‌্য, প্রসেন‌জিত সরকার, প্রকল্পের ওয়ার্ড ফ‌্যা‌সি‌লিটেটর তাহেরা খাতুন এবং রেখা সানা প্রমুখ। কর্মশালায় বাজার ব্যবস্থাপনার প্রতিটি ধাপের সাথে যুক্ত সকল প্রতিনিধিগণের সাথে নারী জীবিকায়ন দলের সদস্যদের সংযোগ স্থাপনের মাধ্যমে মার্কেট লিংকেজ তৈরী করে আর্থিকভাবে সক্ষমতা বৃদ্ধি করা।উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু প‌রিবর্তন জ‌নিত লবানাক্ততা মোকাবেলায় সক্ষমতা বৃ‌দ্ধিকরণ (জি‌সিএ) প্রকল্প‌টি মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
  • আজহারুলের মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

    আজহারুলের মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

    সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিবন্ধন পূর্নবহালের দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা ছয়আনি মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি ওমর ফারুখ, আব্দুর ওয়ারেছ, মাস্টার হাবিবুর রহমান,মাওলানা আনিছুর রহমান,  মাস্টার আশরাফুজ্জামান সাতক্ষীরা জেলা জামায়াতের  ও বিভিন্ন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
    জামায়াত নেতারা অবিলম্বে কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও দ্রুত নিবন্ধন পূর্নবহালের দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
  • আশাশুনিতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ

    আশাশুনিতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ হল রুমে এ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। শীর্ষক প্রশিক্ষণে সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী উপ-পরিচালক রোকনুজ্জামান। ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন সম্পর্কে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্ণকার, সেলিম শাহরিয়ার, আইডিয়াল এনজিওর সুব্রত বাছাড়। উপকারীদের মধ্যে বক্তব্য রাখেন আনুলিয়া ইউনিয়ন সমাজকর্মী আফরোজা খানম। এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
  • মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

    মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

    শহর  প্রতিনিধি:
    মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি- নাট্যকার আব্দুল ওহাব আজাদ’র সঞ্চালনায়  সভায় সংগঠনকে  আরও বেগবান করার লক্ষ্যে ও মৌচাক সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সদ্যপ্রায়াত আব্দুস সোবহানের জীবন ও কর্মের উপর আলোকপাত করে  বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ড. মোঃ আব্দুল বারী, উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি,অধ্যাপক মোজাম্মেল হোসেন , তৃপ্তিমোহন মল্লিক,মৌচাক সাহিত্য পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মছরুর রহমান, সহ সাহিত্য সম্পাদক মো. রফিকুল বারী,সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম,সংস্কৃতিক সম্পাদক মো. মুসা করিম, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশান আরা,কার্যনির্বাহী  সদস্য মনিরুজ্জামান মুন্না,মো. শফিকুল ইসলাম, সদস্য এম আলমগীর আলম, শফিউল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
     উক্ত সাধারন সভায় মৌচাক পত্রিকা প্রকাশনা, সাহিত্য সম্মেলন, নতুন সদস্য অন্তর্ভুক্ত করন,পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল, বাৎসরিক পরিকল্পনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত  হয়। সাধারণ সভা শেষে মৌচাক সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সদ্যপ্রায়াত আব্দুস সোবহানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের  কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ।
    ক্যাপশন :মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি ডা: আবুল কালাম বাবলা।
  • বন্ধুত্ব চাইলে ভারতকে তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে: ফখরুল

    বন্ধুত্ব চাইলে ভারতকে তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে: ফখরুল

    বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিস্তা রক্ষার আন্দোলন বাঁচা-মরার লড়াই। জনগণ লড়াই-সংগ্রামের মাধ্যমে তিস্তাকে রক্ষা করবে।

    আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের কাউনিয়ায় তিস্তাপারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এর আগে তিনি ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগান সামনে রেখে সমাবেশ উদ্বোধন করেন। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপ্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তাপারে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

    উদ্বোধনকালে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে বিভিন্ন দলের নেতারা বলেন, সীমান্ত হত্যা বন্ধ করার পাশাপাশি পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারতে সম্পর্ক গড়তে হবে। ভারতের আগ্রাসীনীতি জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা।

    সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এসেছে এই সমাবেশে। একই দাবিতে তিস্তার বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার তিস্তার দুই পাশে ২৩০ কিলোমিটার অংশের ১১টি স্পটে একযোগে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি যোগ দিতে আসছে তিস্তা তীরবর্তীতে বসবাসরত মানুষজন।

    দাবি আদায় অংশ নেওয়া মানুষজনের রাত্রী যাপনের জন্য বানানো হয়েছে শত শত তাঁবু। ব্যবস্থা করা হয়েছে রাতের খাবার।

  • সাতক্ষীরা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

    সাতক্ষীরা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

    সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের রাজপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

    আটক দুই ভারতীয় নাগরিক হলো, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কল্যাণী জেলার কল্যাণী গ্রামের মহেন্দ্র সরকারের ছেলে সুধীর সরকার (৫৭) ও নদিয়া জেলার দানতলা থানার ডৌলা পশ্চিম পাড়া গ্রামের বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায় (৫১)।

    বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপির নায়েব সুবেদার মো. কাজী বদরুল আলমের নেতৃত্ব একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ১০ হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর স্থান থেকে দুই ভারতীয় নাগরিক সুধীর সরকার ও নারায়ণ চন্দ্র রায়কে আটক করে। তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটককৃত ভারতীয় নাগরিকদ্বয়কে তল্লাশী করে ১টি মোবাইল ফোন পাওয়া যায়।

    সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, আটককৃত ভারতীয় নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে।

  • আশাশুনিতে শহীদ ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

    আশাশুনিতে শহীদ ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সমেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০ ফেব্রুয়ারী রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২১ ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকালে প্রভাত ফেরী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং মসজিদে দোয়া অনুষ্ঠান, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
  • আশাশুনিতে পরিবেশ অধিদপ্তরের  মোবাইল কোর্ট পরিচালনা

    আশাশুনিতে পরিবেশ অধিদপ্তরের  মোবাইল কোর্ট পরিচালনা

    ৩ ভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা

    বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ইট ভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নে অবস্থিত ৩ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস সোমবার বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জ্বালানী হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ও টায়ারের গুড়া ব্যবহার করতে দেখতে পান। অপরাধ প্রমানিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা নির্মান আইন ২০১৩ এর ৭ ধারায় ইরামনি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা, আঁখি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা ও এসএবি ব্রিক্স মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।