Blog

  • সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

    সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

    বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার (১৩ মার্চ) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

  • সাতক্ষীরায় ২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

    সাতক্ষীরায় ২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

    জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরায় ২ লাখ ৫৩ হাজার ৯৬০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়।

    সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভার ১৯৩৮ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিস আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, সিভিল সার্জন অফিসের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট বাকী বিল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও রাশেদ উদ্দিন মৃধা, সিভিল সার্জন অফিসের এম ওসিএস ডাঃ ইসমত জাহান সুমনা প্রমুখ।

    প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভিটামিন এ শুধু অপুষ্টি জানিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমা এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়।

    জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি১৫ মার্চ একদিন চলবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সকাল ৮ টা থেকে শুরু হয়ে চলবে বেলা ৪টা পর্যন্ত। এসময় জেলার মোট ১ হাজার ৯৩৮ টি টিকাদান কেন্দ্রে ৯০৫ জন সরকারী ও ৩৮৬৭ জন বেসরকারী স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

    সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম বলেন, শিশুর জন্মের পর পরই মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে। জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাস পর থেকে দুই বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক খাবার খাওয়াতে হবে।

    তিনি বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নির্দিষ্ট বয়সের একটি বাচ্চাকে মাত্র একটি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একটি বাচ্চাও যাতে এই ক্যাপসুল খাওয়া থেকে বাদ না যায় সেজন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচার অভিযান অব্যাহত রাখা হয়েছে। এই মহা কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

    প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল

    সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল

    বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ৬০ দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

    বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবি-তে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাসহ) এ ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    গত ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে নভেম্বরের মাঝামাঝিতে তার মেয়াদ দুই মাস বাড়িয়েছিল সরকার।

    এরপর জানুয়ারিতে আরও দুই মাস বাড়ানো হয়েছিল। আজ এ মেয়াদ আরও আরও দুই মাস বাড়ল

  • মাহমুদউল্লাহর অবসর নিয়ে যা বলছে বিসিবি

    মাহমুদউল্লাহর অবসর নিয়ে যা বলছে বিসিবি

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার তার পথেই হাঁটলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। গতকাল (বুধবার) নিজের ফেসবুক পেজে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রিয়াদ।

    মাহমুদউল্লাহর অবসর ঘোষণার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মোঃ মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন।’

    ‘বিভিন্ন ফরম্যাটে সব মিলিয়ে মাহমুদউল্লাহ ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে রান করেছেন ১১,০৪৭ রান এবং উইকেট নিয়েছেন ১৬৬টি। আইসিসি ইভেন্টে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সর্বাধিক সেঞ্চুরি (৪) করার গৌরব তার রয়েছে এবং ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ এবং টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তিনি ছয়টি টেস্ট ম্যাচ এবং ৪৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন।’

    মাহমুদউল্লাহর অবদানের প্রশংসা করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত, কারণ মাহমুদউল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে। তার নিষ্ঠা এবং পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

    বিসিবি সভাপতি বলেন, ‘মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ব্যাটিং হোক বা বোলিং, যখন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই তিনি সেরাটা করে দেখিয়েছেন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার শান্ত আচরণ এবং মাঠে তার নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে তার মর্যাদাকে সুদৃঢ় করেছে।’

    ফারুক আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, আমরা মাহমুদউল্লাহর অসাধারণ ক্যারিয়ার উদযাপন করছি এবং দল এবং খেলাধুলার প্রতি তার অমূল্য সেবার জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তার ভবিষ্যতের সকল প্রচেষ্টায় তার সাফল্য কামনা করি এবং আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতার ভান্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে।’

  • সাত দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণের বিচার শুরু: আইন উপদেষ্টা

    সাত দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণের বিচার শুরু: আইন উপদেষ্টা

    মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় ৭ দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

    এসময় তিনি বলেন, মাগুরার ধর্ষণের শিকার শিশুটির পোস্টমর্টেম বিশেষ ব্যবস্থায় আজই শুরু করা হয়েছে। সাত দিন মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে আশা করি। হেলিকপ্টার যোগে মাগুরা নিয়ে যাওয়া হবে দেহ। উপদেষ্টা ফরিদা আখতার দাফন পর্যন্ত সাথে থাকবেন।

    তিনি জানান, ধর্ষণ ও নারী সহিংসতা রোধ করতে রোববার বা সোমবার নারী ও শিশু নির্যাতন দমন বিষয়ে সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি হবে। শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে।

    উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সরকার বরদাস্ত করবে না।

  • তালায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে র‌্যালী মানববন্ধন অনুষ্ঠিত

    তালায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে র‌্যালী মানববন্ধন অনুষ্ঠিত

    সাতক্ষীরার তালায় দলিত পরিষদের উদ্যোগে দেশব্যাপী ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০.৩০ টায় তালা উপজেলা পারিষদের সামনে মানব বন্ধনে বাংলাদেশ দলিত পরিষদ তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি কংকনা দাসের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, জুলফিকার রায়হান।
    পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক পলাশ দাস, স্বপ্না দাস, সাবিহা খাতুন প্রমুখ।
    এসময় বক্তারা বলেন, এ বছরের গত জানুয়ারী ও ফেব্রæয়ারী এই দুইমাসে ২৯৪ নারী ও শিশু বিভিন্ন ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৯৬ জন নারী ও শিশু ধর্ষন ও সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে যা বিবেকবান মানুষ হিসেবে সহ্য করতে পারে না। ধর্ষনকারীরা বিভিন্ন আইনের ফাঁক ফোঁকড় ও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে, ফলে ধর্ষন ও নারী নির্যাতনের মত ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সরকারের নিকট ধর্ষনের আইন সংস্কার ও অবিলম্বে কার্যকর করার দাবী জানান এবং দ্রæত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
    তারা বলেন, যদি নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ না হয় তাহলে নারীর বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ ও উন্নয়ন অগ্রযাত্রা বাঁধাগ্রস্থ হবে। তাই অবিলম্বে নারী ও শিশুদের নিরাপত্তা ও তাদের প্রতি ঘটে যাওয়া সকল অন্যায়ের ন্যায়বিচার প্রাপ্তীর জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।
    এর আগে একটি র‌্যালী তালার দলিত অফিস থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • সাতক্ষীরায় ‘ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও অনলাইনে আয়’ বিষয়ক ফ্রি সেমিনার: যুক্ত হতে পারবেন আপনিও!

    Kind Regards,
    image
    Md. Mushfikur Rahman
    Web Developer
    image
    +8801719-716070
    image
    +8801919-716070
    image
    rizvynews24@gmail.com
    image
    Satkhira-9400, khulna, Bangladesh
    facebook twitter instagram website

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ‌’ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও অনলাইনে আয়’ বিষয়ক ফ্রি সেমিনারের আয়োজন করেছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। শুক্রবার (১৪ মার্চ) বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্মরণী রোডের পাকাপোল সংলগ্ন অর্ঘ্য প্লাজার দ্বিতীয় তলায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সাতক্ষীরা শাখার কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

    সেমিনারে ‘ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও অনলাইনে আয়’ বিষয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দেশসেরা মেন্টর ও ফ্রিল্যান্সার আশিকুর রহমান অরন্য, মোঃ জাওয়াদ হাসান, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আব্দুল্লাহ আল-মামুন ও গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট আহমেদ রাইয়ান।

    ফ্রি সেমিনারের বিষয়ে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড সাতক্ষীরা শাখার কো-অর্ডিনেটর আজিজুল হাকিম বলেন, বর্তমানে বিশ্বে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের প্রসার বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে কাজ করার সুযোগও তৈরি হচ্ছে। সাতক্ষীরায় ফ্রিল্যান্সিং কাজের জন্য মানুষ আগ্রহী হচ্ছে কিন্তু সেই অনুযায়ী দক্ষ ফ্রিল্যান্সার গড়ে উঠেনি। সেক্ষেত্রে দরকার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সঠিক গাইডলাইন। তাছাড়া আরও জানা প্রয়োজন অনলাইনে আয়ের নির্ভুল ধাপগুলো যা আপনাকে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য সহায়তা করবে। তাই সাতক্ষীরাবাসীকে এই সঠিক দিক নির্দেশনা দিতে আমাদের এই সেমিনারের আয়োজন।

    তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সাতক্ষীরাসহ দেশের ৬৪ জেলাতেই ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স করাচ্ছে। এই প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো ফি লাগবে না, এবং সরকারের পক্ষ থেকে ২০০ টাকা দৈনিক যাতায়াত ভাতা, দুপুরের খাবার, এবং দুইবার নাস্তা দেওয়া হবে। ফ্রি কোর্স ছাড়াও আমাদের রয়েছে বিষয়ভিত্তিক প্রিমিয়াম ফ্রিল্যান্সিং কোর্স। যেখানে ভর্তি হওয়ার মাধ্যমে অনলাইন থেকে নিশ্চিত আয়ের গ্যারান্টি পাবে প্রশিক্ষণার্থীরা।

    এসময় সাতক্ষীরা জেলার বেকার যুবক-যুবতীদের ‘ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও অনলাইনে আয়’ বিষয়ক ফ্রি সেমিনারের অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান তিনি।

  • বাউলসম্রাট ফকির লালন শাহ স্মরণোৎসব আজ শুরু

    বাউলসম্রাট ফকির লালন শাহ স্মরণোৎসব আজ শুরু

    মারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

     দোল পূর্ণিমা তিথিতে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী সাড়ম্বরে উদযাপিত হয় বাউলসম্রাট ফকির লালন শাহ স্মরণোৎসব। সাধু-গুরু, লালনভক্তদের সরব উপস্থিতি, গান ও গ্রামীণ মেলায় জমজমাট হয়ে ওঠে আখড়াবাড়ি প্রাঙ্গণ। তবে এবার রমজানের কারণে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এক দিনই উদযাপিত হবে লালন স্মরণোৎসব। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। কেবল আলোচনা অনুষ্ঠান ও বাউলদের আপ্যায়নের মধ্য দিয়েই কাল শুক্রবার শেষ হবে আয়োজন। তবে সাধুসঙ্গ চলবে রীতি অনুসারে।

    আজ সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন লেখক-চিন্তক ফরহাদ মজহার। উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মুখ্য আলোচকও তিনি। এ ছাড়া আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। গতকাল বুধবার ছেঁউরিয়ার আখড়াবাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক ও লালন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুর রহমান। এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান, কুমারখালীর ইউএনও মিকাইল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এই স্মরণোৎসবের আয়োজন করেছে।

    এদিকে উৎসব উপলক্ষে কয়েক দিন আগে থেকেই আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন লালন ভক্ত বাউল ফকিররা। কান পাতলেই শোনা যাচ্ছে লালনের গান। উৎসবে আসা শহীদুল সাধু বলেন, সারাবছর এই দিনের অপেক্ষায় থাকি। দোল উৎসবে দেশ-বিদেশের বাউল ও সাধুরা আখড়াবাড়িতে আসে। একে অপরের মধ্যে ভাব বিনিময় হয়।

    কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাজারসংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য। আগত বাউল সাধক, ভক্ত, অনুরাগী এবং দর্শনার্থীদের সহযোগিতার জন্য গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক দল এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। (সৗজনে –  দৈনিক সমকাল)।
  • আশাশুনিতে শিক্ষণ ও অভিজ্ঞতা  বিনিময় সভা অনুষ্ঠিত

    আশাশুনিতে শিক্ষণ ও অভিজ্ঞতা  বিনিময় সভা অনুষ্ঠিত

    এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় সভায় মূল আলোচনা উপস্থাপন করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনা ও প্রস্তাবনামূলক আলোচনা রাখেন, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, জার্নালিম ফর সুন্দরবন এর জেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সামাজিক বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম, আশাশুনি বাজার জামে মসজিদের ইমাম প্রভাষক বাকী বিল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, জার্নালিজম ফর সুন্দরবন যুগ্ম আহবায়ক এস কে হাসান, যুব কমিটির সদস্য আশরাফ হোসেন, পবিত্র সরকার, কেডি, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। সভায় দায়িত্ব ও কর্তব্য কর্মে উল্লেখযোগ্য অবদান রাখায় ইয়্যুথ ফর সুন্দরবন সদস্য নাইমকে পুরস্কৃত করা হয়।
  • তালার শীর্ষ চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাট ও অজ্ঞান পার্টির মূল হোতা আটক রিয়াজুলকে ছাড়াতে থানা ঘেরাও, আতঙ্কিত পুলিশ!

    তালার শীর্ষ চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাট ও অজ্ঞান পার্টির মূল হোতা আটক রিয়াজুলকে ছাড়াতে থানা ঘেরাও, আতঙ্কিত পুলিশ!

    সাতক্ষীরার তালায় শীর্ষ চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাটের মূল হোতা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা রিয়াজুল ইসলাম মোড়ল কে আটক করেছে তালা থানা পুলিশ। সে উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত্য বাসতুল্ল মোড়লের ছেলে। এঘটনায় তাকে মুক্ত করার জন্য তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায় সাইদুর রহমানের নেতৃত্বে সৈয়দ আজম হোসেন, নাজমুল ইসলাম খান ও মোড়ল আব্দুর রহিম ওরফে সার্জেন্ট রহিম সহ ২ শতাধিক লোক থানা ঘেরাও করে। এসময় থানা এলাকায় থমথমে ভাব বিরাজ করে। ওসি সহ সকল পুলিশ সদস্যদের আতঙ্কিত থাকতে দেখা যায়। খবর পেয়ে সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার (এসপি সার্কেল) হাসানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তার সার্থে আটক রিয়াজুল কে ডিবি কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন।

    রবিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে তালার শেখের হাট বাজার থেকে একাধিক চুরি ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলা ও ৫ আগষ্ট জেল পলাতোক আসামী রিয়াজুল মোড়লকে গ্রেফতার করে পুলিশ।

    প্রাপ্ত তথ্যে জানা যায়, আটক রিয়াজুল কে ছাড়াতে রাত ৯ টার দিকে যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের নেতৃত্বে তালা থানা ঘেরাও করে। এসময় ওসি সহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে হুমকিসহ বিভিন্ন ভাবে বল প্রয়োগ করার ফলে পুলিশের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানান, রিয়াজুল দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। চুরি, ডাকাতি, ছিনতাই মামলায় একাধিক বার পুলিশ র‌্যাবের হাতে আটক হয়েছে সে। এসব মামলা সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন আদালতে চলমান রয়েছে।
    তারা বলেন, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে সাতক্ষীরার জেল ভেঙ্গে পালিয়ে এলাকায় ফিরে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতেই স্বদেশ ঘোষ, তুষার কান্তি ঘোষ, পঞ্চানন ঘোঘের দোকান ভাংচুর ও লুটপাট করে। তাদের দোকানে থেকে শত শত বস্তা গোখাদ্য, মাছের ফিড, ওষধ, কেরোসিন, ডিজেলের ব্যারেল ব্যারেল তেল লুটপাট করে। এরপর থেকে লুটপাটের ভয় দেখিয়ে এলাকার প্রভাবশালী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অংকের টাকা চাঁদা আদায় করে সে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ভয় ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে। মোটা অংকের টাকা চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

    ঘটনার সময় উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান আমাদের থানায় আসতে বলেন। আমরা থানায় হাজির হয়ে দেখি পুলিশের সাথে তাদের ঝগড়া হচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমরা চলে আসি।

    তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, রিয়াজুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ থাকায় পুলিশের একটি টিম তালার শেখেরহাট বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ছাড়াতে যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের নেতৃত্বে রাত ৯ টার দিকে দুই শতাধিক দুষ্কৃতিকারী থানার চারিদিকে ঘিরে রেখে থানা ও পুলিশ অবরুদ্ধ করে। আইনের সকল নিয়ম কানুন ভঙ্গ করে থানায় জোরপূর্বক ঢুকে আসামীর ভিডিও সাক্ষাৎকার গ্রাহণ করেছে। এসময় থানা পুলিশের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে উদ্ধোর্তন কতৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং আসামি রিয়াজুলকে সার্কেল স্যারের উপস্থিতিতে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।

  • সাতক্ষীরায় ১ কেজি ৮শ’ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আটক ১

    সাতক্ষীরায় ১ কেজি ৮শ’ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আটক ১

    সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে এক কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে একটি ইজিবাইকে থাকা ওই স্বর্ণ আটক করা হয়।

    আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মো. সোহেল উদ্দিন (৫৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের মোঃ হামেজ উদ্দিন এর ছেলে।

    বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবিধার এম এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযানীর দল রোববার সন্ধ্যায় ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে একটি ইজিবাইক নিয়ে সীমান্তর দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা সোহেল উদ্দিনকে আটক করে।

    পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের সামনের ইষ্টিয়ারিংয়ের নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

    আটককৃত ইজিবাইকসহ স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার দুইশত টাকা।

    সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লে: কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

    এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করত: স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্লট দুর্নীতি : হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    প্লট দুর্নীতি : হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারে সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সোমবার (১০ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন হওয়ার পর আদালতে দাখিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল। চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

    আসামিদের বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    চার্জশিটের আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক।

    অন্যদিকে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পুরাতন ১৪ আসামিরা হলেন- ওই মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন)কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান।

    অভিযোগে রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতাবলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দের অভিযোগ ছিল।

    শেখ হাসিনাসহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়ার কথা গত ২৭ ডিসেম্বর জানিয়েছিল দুদক। দেড় দশক দেশ শাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি।

    দুদক গত বছরের ২২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা ৩০০ মিলিয়ন ডলার (৩০ হাজার কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। তার আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে। একই দলকে নতুন করে আসা ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগটি অনুসন্ধানের নির্দেশ দেয় কমিশন। সবগুলোই অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

  • সাংবাদিক ফারুক রহমানের পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক  

    সাংবাদিক ফারুক রহমানের পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক  

    আজকের বিজনেস পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: ফারুক রহমানের পিতা গোলাম রহমান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
    শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত ১ মার্চ কালীগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
    সাংবাদিক ফারুক রহমানের পিতার মত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে
    সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
    একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, নাগরিক টিভি ও প্রতিদিনের বাংলাদেশের কৃষ্ণ ব্যানার্জী, এখন টিভির আহসান রাজীব, বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, দৈনিক রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের জিএম নাজমুস সাদাত জাকির, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সংবাদ প্রকাশের রিজাউল করিম, বার্তাটুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, ভয়েস অব টাইগারের মিলন বিশ্বাস, হৃদয় বার্তার আলী মুক্তদা হৃদয়, আমাদের সময়ের বিলাল হোসেন (শ্যামনগর), দ্য এডিটরস ও খবরের কাগজের সুলতান শাহাজান (শ্যামনগর), দ্য এডিটরসের এম জুবায়ের মাহমুদ (শ্যামনগর) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
  • পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষদের সাথে  প্রতারণা গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির কথা বলে ৬৮০ টাকা মূল্যে বিক্রি

    পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষদের সাথে  প্রতারণা গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির কথা বলে ৬৮০ টাকা মূল্যে বিক্রি

    নিজস্ব প্রতিনিধি : দুধ ও ডিম বিক্রির তো খবরই নাই গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির কথা বলে ৬৮০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে।  সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয় গত শনিবার (১ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। মাসব্যাপী ৬৫০টাকা কেজি দরে গরুর মাংস, বিক্রি করা হয় এতে রমজান মাসে নির্ণয়ের মানুষগুলো একটু হলেও স্বস্তি পেয়েছিল। কিন্তু দুইদিন না যেতেই গরুর মাংস, ৬৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। শুক্রবার (৭ মার্চ) সকালে সরজমিনে গিয়ে দেখতে পায়। ক্রেতারা এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছে  সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি হচ্ছে এ ব্যাপারে শহরে মাইকিং হয়েছে কিন্তু মূল্যবৃদ্ধ হওয়ার পরে মাইকিং করা হয়নি। মাংস কিনতে এসে সিরিয়াস দিয়ে দীর্ঘ লাইনে বিড়ম্বনায় পড়েছি এমনটি জানান, চিফ জুডিশিয়াল কোর্টের পেশকার মোঃ আনারুল ইসলাম, রমণী টেইলার্স স্বত্বাধিকারী সাহিদ ইমাম , ইলেক্ট্রিক্যাল মিস্ত্রি আবুল কালাম। দোকান মালিক জানান, এ কার্যক্রমের উদ্বোধনের দুইদিন পরে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এ মূল্যবৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষের দাবি পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষদের সাথে এটা প্রতারণা ছাড়া আর কিছুই হতে পারে না।
    উল্লেখ্য,সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
    এসময় জানানো হয়, মাসব্যাপী ৬৫০টাকা কেজি দরে গরুর মাংস, ৭০টাকা কেজি দরে দুধ ও ৯টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে পারে। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০টাকার মাংসও কেনা যাবে

  • বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে খ্রিস্টান ধর্মীয় শিক্ষক চাই

    বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে খ্রিস্টান ধর্মীয় শিক্ষক চাই

    আশাশুনি প্রতিনিধি:
    খ্রীষ্টিয়ানদের ধর্মীয় ইতিহাস রক্ষার্থে ঈশ্বরীপুরে সরকারি ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে একটি তীর্থ কেন্দ্র/মডেল গীর্জা নির্মাণ করতে হবে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে খ্রীষ্টান ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করছে, সেখানে তাদের ধর্মশিক্ষার জন্য খ্রীষ্টান ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে। জাতীয় কর্মসূচীতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনকে সাংগঠনিক ভাবে নিমন্ত্রণ করতে হবে ও অনুষ্ঠানের শুরুতে অন্যান্য ধর্মীয় গ্রহন্তের ন্যায় পবিত্র বাইবেল পাঠের ব্যবস্থা করতে হবে।
    প্রত্যেক জেলা ও উপজেলায় সরকারিভাবে খ্রীষ্টানদের কবর স্থানের ব্যবস্থা করতে হবে। সাতক্ষীরা সুলতানপুর/ বাটকেখালীস্থ খ্রীষ্টরাজার গীর্জার নিজস্ব সম্পত্তি চালতেতলাস্থ খ্রীষ্টান কাথলিক কবর স্থানের সামনে (পূর্ব ও দক্ষিণ দিকে) রাস্তার ধার দিয়ে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করে কবর স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। সেই কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে ও কবর স্থানের উন্নয়ন কল্পে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
    খ্রীষ্ট রাজার গীর্জার ফাদারদের বাস ভবনের পূর্বপার্শ্বে রাস্তার ধারে পৌরসভা কর্তৃক নির্মিত ডাষ্টবিনটি দুর্গন্ধ মুক্ত রাখার জন্য অন্যত্র স্থাপন (অপসারণ করতে হবে)।
    সাতক্ষীরা জেলায় অন্তত দুইটি সরকারিভাবে মডেল গীর্জা নির্মাণ করতে হবে। ধর্মীয় উৎসব ইষ্টার সানডেতে সরকারিভাবে সাধারণ ছুটির ব্যবস্থা করতে হবে। “ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের বার্ষিক সভা ও প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বললেন, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১ টায় বড়দল সেন্ট জেভিয়ার চার্চের হলরুমে বার্ষিক সমন্বয়ে সভা ও প্রতিনিধি সমাবেশে শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। খ্রিস্টান এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার জুয়েল ম্যাকফিল্ড। খ্রীস্টান এসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার সভাপতি পিউস হালদার ও সাধারণ সম্পাদক লালন সরকারের ব্যবস্থাপনায় সভায় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার প্রেসিডেন্ট রোটারিয়ান স্বপন বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা, কলারোয়ার পালক ডেবিট গনেশ বিশ্বাস, ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভাঃ ফাদার মার্টিন শঙ্কর মন্ডল প্রমুখ। সবশেষ উপস্থিত অতিথিবৃন্দ সহ খ্রীস্টান এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দদের নিয়ে স্টার সানডে তিন এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি সহ মোট নয়টি দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
  • ধূমপান নিষিদ্ধের দাবিতে নারীদের মশাল মিছিল

    ধূমপান নিষিদ্ধের দাবিতে নারীদের মশাল মিছিল

    ন্যাশনাল ডেস্ক : প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেন শতাধিক নারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় এ মিছিল হয়।
    মিছিলে ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধূমপান নিষিদ্ধ কর, করতে হবে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে মিছিলে সংহতি জানিয়ে যোগ দেয় লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা।
    এ সময় স্থানীয়রা বলেন, কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। লালমাটিয়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। তাদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। এর প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়েছে।
    মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, ধূমপানের কারণে নানাবিধ ক্ষতি হচ্ছে। প্রকাশ্যে ধূমপান শিশুসহ অধুমপায়ীদের বেশি ক্ষতি করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই সারা দেশে ধুমপান ও মাদক নিষিদ্ধ করা হোক।

  • রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ অর্ধেক কমিয়ে দিল জাতিসংঘ

    রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ অর্ধেক কমিয়ে দিল জাতিসংঘ

    ন্যাশনাল ডেস্ক : আগামী এপ্রিল মাস থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ (রেশন) অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ। বুধবার সংস্থাটির সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) লিখিতভাবে বাংলাদেশকে এ কথা জানিয়েছে।
    শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, ডব্লিউএফপি গত মঙ্গলবার মৌখিকভাবে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন কমানোর কথা জানিয়েছিল। রেশন কমানোর বিষয়টি নিশ্চিত করে আজ (বুধবার) সংস্থাটি চিঠি দিয়েছে। ফলে আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে ৬ ডলার পাবে রেশন হিসেবে।
    তহবিলের ঘাটতির কারণে ডব্লিউএফপি রোহিঙ্গাদের জন্য রেশন কমানোর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, চিঠিতে সংস্থাটি জানিয়েছে, তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে সাড়ে ১২ ডলার বরাদ্দ রাখার চেষ্টা করছে; কিন্তু তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।
    কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) তহবিল বাতিলের নেতিবাচক প্রভাব এসে পড়েছে রোহিঙ্গাদের ওপর। কারণ, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবিরে ডব্লিউএফপির অর্থসহায়তার প্রায় ৮০ শতাংশের জোগান আসত যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তবে গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ইউএসএআইডির তহবিল বন্ধের ঘোষণা দেন। এতে ডব্লিউএফপি তহবিল–সংকটে পড়েছে।

  • কয়রায় ৮ কেজি হরিণের মাংসসহ আটক ২

    কয়রায় ৮ কেজি হরিণের মাংসসহ আটক ২

    নিজস্ব প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
    বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বসত বাড়ি থেকে ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করে পুলিশ।
    আটককৃতরা হলেন হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাশ মন্ডল (৪৮) ও অসিত কুমার সানার পুএ দেবদাস সানা (২০)।
    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে আমাদী পুলিশ ক্যাম্পের এসআই মনির হাওলাদার ও এএসআই মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করে।
    আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনির হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় বন আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করার প্রস্তুতি চলছে।