Blog

  • বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

    বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

    সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় শিশুসন্তানসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও আরেক সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক কুমিরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মা ও শিশু হলো রিতা সাধু (৩২) ও ছেলে সৌরভ সাধু (৩)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিতার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে। তাঁরা খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পরিবারসহ যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে যাচ্ছিলেন তাঁরা। কুমিরা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে সবাই সড়কে ছিটকে পড়েন। চালক না থেমে বাসটি রিতা সাধু ও তাঁর শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।

    পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। তাঁকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

  • তালায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দুর্যোগে ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রনয়ণ পূর্বক বাজেটে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক এডভোকেসি সভা

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি \
    সাতক্ষীরার তালা উপজেলায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রনয়ণ পূর্বক বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা প্রাণী সম্পদ অফিসে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাসুম বিল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক  নাজমুন্নাহার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম,প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিব প্রসাদ মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রশিদ, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, ভুমিজ ফাউন্ডেশন সমন্বয়কারী অচিন্ত সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, আমার বন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাহিদ হাসান প্রমূখ। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন এক্টিভিস্টা শ্রেয়া গেøারিয়া।
    উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুপ্তি দাশ চৈতী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দর কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো লিপি চৌধুরী প্রমুখ।

    এডভোকেসির উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে ঝুঁকি বিশ্লেষণ কর্মসূচি বাস্তবায়নের সময় জলবায়ূ পরিবর্তন সম্পর্কিত ঝুঁকি চিহ্নিত করা এবং বাজেটে বরাদ্দ রাখা ও জলবায়ূ অভিযোজন, প্রশমন, দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা সৃষ্টি অনুদান জলবায়ূ সহনশীল কাঠামো তৈরী নারী সংবেদনশীল আশ্রয়কেন্দ্র তৈরী বেরিবাঁধ নির্মানের জন্য বাজেটে অন্তভর্‚ক্তকরণ। উপস্থিত অতিথিবৃন্দ বলেন আগামী অর্থবছরে বাজেটে যুবদের চাহিদা অনুযায়ী স্থানীয় ঝুঁকি নিরসনে ইউনিয়ন পরিষদ ও সরকারী দপ্তরের বাজেটে জলবায়ূ পরিবর্তন বিষয়ে নিচের খাতগুলো বরাদ্দের জন্য ইয়ূথরা প্রস্তাবনা দেন।
    দুর্যোগ কবলিত যুব ও নারীদের মাঝে হাইজিন কিডস (ন্যাপকিন প্যাড, হ্যান্ড ওয়াশ, টিস্যু) বিতরণ। জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সহায়ক উপকরন বিতরন। দূর্যোগকালীণ জরুরী সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়নে থোপ বরাদ্দ নিশ্চিত করা ও বৃক্ষ বিতরণ করা। মোবাইল ফোনের অপব্যবহার এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ/ বিভিন্ন উপকরণ দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা। লবণাক্ততা মোকাবেলায় কৃষি বরাদ্দ বৃদ্ধি। বন্যা ও জলোচছাস প্রতিরোধে বাঁধ নির্মান ও সংস্কারে বাজেট রাখা। স্থানীয় জলাবদ্ধতা নিরসনে বাজেটে বরাদ্দ রাখা। জলাবদ্ধতায় বিকল্প চাষের ব্যবস্থা করা। জলবায়ূ অভিযোজনমুখি শিক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণে বাজেট রাখা। নারী নেতৃত্বে অভিযোজন প্রকল্পে বরাদ্দ। গ্রামে গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন, উদ্ধার সামগ্রী বিতরণ এবঙ মহড়া আয়োজন বাজেটে অন্তর্ভুক্ত করা। ক্ষতিগ্রস্থ পরিবারগেুলোর জন্য জলবায়ূ সহনশীল ঘর তৈরীতে অনুদান বা লোন বরাদ্দ। লবণাক্ততা বা দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বিকল্প জীবিকা প্রশিক্ষণ ও ক্ষুদ্র্রিন বরাদ্দ। বাজে্েট নতুন আশ্রয়কেন্দ্র নির্মান (প্রয়োজনে) ও পুরাতনগুলোর সংস্কারে বরাদ্দ বাড়াতে হবে। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লাইমেট ইনফরমেশন সেন্টার চালু এবং আগাম সতর্কতা বার্তা প্রচারে বাজেট বরাদ্দ। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে জলবায়ূ পরিবর্তনজনিত কারণে বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ। যুব উন্নয়ন অধিদপ্তর ও কৃষি অধিদপ্তর কর্তৃক পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ (সবুজ ব্যবসা, কম্পোস্টিং, রিনিউয়েবর এনার্জি ব্যবহার নিশ্চিত করার জন্য বাজেট দেওয়া)
    উপস্থিত অতিথিবৃন্দরা উপরোক্ত বিষয়গুলো আগামী অর্থ-বছরের বরাদ্দ রাখার ব্যাপারে সুপারিশ করেন।

  • এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে সংবর্ধনা

    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে সংবর্ধনা

    ফারুক রহমান
    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের আহবায়ক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
    সংবর্ধনা সভায় কলেজের আহবায়ক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজকে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে কর্মরত শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানান।
    সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের আহবায়ক কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইন আহমেদ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা সভায় সংবর্ধনা অনুষ্ঠানে মতবিনিময় করেন কলেজের সকল শিক্ষকবৃন্দ, কর্মরাচারিগণ এবং শিক্ষার্থরা।
    সংবর্ধনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের আব্দুল মজিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুনির আহমদ খান, যুক্তিবিদ্যা বিভাগের শামিম উল আলম, পাল শুভাশীষ, জাহাঙ্গাীর হোসেন, আব্দুল কাদের। এ সময় কলেজের শিক্ষকবৃৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
  • সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

    সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

    স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    ১৯ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান হাসান, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদ, দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি রাহাত রেজা, গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান, দৈনিক লাখ কণ্ঠের জেলণা প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজান মিঠু, দৈনিক সোনালি কন্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, মানবাধিকার প্রতিদিন পত্রিকার খুলনার বিভাগীয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ, প্রতিনিধি দেশ বুলেটিন পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক সংগ্রাম পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টর সাইদুল বাশার, দৈনিক পরিবর্তন পত্রিকার আন্তর্জাতিক সম্পাদক জাহিদুল বাশার,পাটকেলঘাটা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি নাজমুল হক খান, দৈনিক জবাবদিহি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি মোঃ আঃ আলিম, দৈনিক রানার পত্রিকার দেবহাটা উপজেলার প্রতিনিধি মোঃ সিদ্দিক, জবাবদিহি পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আঃ রাজ্জাক, চ্যানেল এ ওয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোকাররাম বিল্লাহ, বিশ্ব বাংলা চ্যানেলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু জাফর,এখন টিভির ক্যামেরা পারসন মনা,কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার গাজী হাবিব, ক্রাইম বার্তার স্টাফ রিপোর্টার সাইদুল হোসেন ও মিজানুর রহমান নন্দিত টিভির বার্তা সম্পাদক দেলোয়ার হোসেন, কর্মসূচিতে কয়েকশ সাংবাদিক অংশ নেয়।

    মানবন্ধনে বক্তরা বলেন, আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এস আই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে দফায় দফায় কৈফিয়েত তলব, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করেন স্থানীয় যুবনেতা আবু জাহিদ সোহাগ ও সাবেক যুবনেতা সাদিক আনোয়ার ছোট্টু । প্রতিকার চেয়ে সাংবাদিক আরিফুল আশাশুনি থানায় সাধারণ ডায়রী (নং ৪১৯, তাং ১১/৩/২৫) করেন। এঘটনার জের ধরে মাজেদা খাতুন নামে কথিত এক নারী সাতক্ষীরা কোটে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত কোন প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে আশাশুনি থানাকে এফ আই আর’র গ্রহণের নির্দেশ দেন। সাংবাদিক নেতারা বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি মূলক মামলার বাদী মাজেদা এবং মদদ দাতা কথিত আবু জাহিদ সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

  • ধরা’র আয়োজনে “হাওর অঞ্চলে বৈষম্য ও অব্যবস্থাপনা” বিষয়ক আলোচনা সভা

     
    ফারুক রহমান:
    ১৯ এপ্রিল ২০২৫, শনিবার সকাল ১১:০০ টায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা),’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “হাওর অঞ্চলে বৈষম্য ও অব্যবস্থাপনা” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    ধরা’র আহ্বায়ক রাশেদা কে. চৌধুরী’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ জামিল-এর সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
    সভায় নির্ধারিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর নির্বাহী পরিচালক ড. এম মোখলেসুর রহমান, হাওর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, হাওর সংস্কৃতি অধ্যয়ন এবং গবেষণা একাডেমি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সজল কান্তি সরকার, বারসিক এর পরিচালক পাভেল পার্থ এবং হাওর অঞ্চলবাসীর সমন্নয়ক জাকিয়া শিশির।
    সভায় আরো বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বরুণ চন্দ্র বিশ্বাস, সাবেক মৎস্য কর্মকর্তা সৈয়দ আলী আজহার, হাওরের ভূক্তভোগী আহ্লাদ খান, অঞ্জনা রাণী বিশ্বাস, বোরহান উদ্দিন, মেনন চৌধুরী প্রমুখ। আলোচনা সভার শুরুতে ধারনা বক্তব্য উপস্থাপন করেন এসোসিয়েটস ফর ইনভেটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এআইআরডি) এর পরিচালক আব্দুল হাই চৌধুরী।
    সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, হাওর বাংলাদেশের সম্পদ। হাওরের সম্ভাবনা অনেক বেশি। আমরা জেনেছি, হাওর অঞ্চলে প্রতি তিন জনে একজন মানুষ গরীব। এ অঞ্চলে বৈষম্য টিকিয়ে রাখার কারণেই এই দারিদ্র তৈরি হয়েছে। ইজারা প্রথার কারণেই প্রকৃত দরিদ্র মৎসজীবীরা বঞ্চিত হচ্ছে। আমরা মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকৃত মৎসজীবীদের তালিকা তৈরি করছি। হাওরে অভয়াশ্রমের ঘোষণা দিতে পারলে আর পরিবেশকে রক্ষা করতে পারলে মৎস্য সম্পদ রক্ষা করা যাবে। প্রাকৃতিক মাছের উপর নির্ভরশীলতা বাড়াতে হাওরে প্রকৃতিবান্ধব ব্যবস্থাপনার বিকল্প নেই। প্রাণ-প্রকৃতিকে রক্ষা করেই এটা করতে হবে। শুষ্ক মৌসুমে কৃষিকাজের সময় কীটনাশকের ব্যবহারের কারণেও মাছ ধ্বংস হচ্ছে। হাওরে কৃষিকাজে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। আমরা চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে ব্যবস্থা গ্রহণ করবো। হাওর হলো মানুষের অধিকার। হাওরে ইজারা প্রথা বন্ধ করা প্রয়োজন।
    রাশেদা কে. চৌধুরী বলেন, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে হবে। আমরা ইটনা-মিঠামইন সড়কের শেষ দেখতে চাই। পরিবেশ এবং হাওর ধ্বংসকারী এমন প্রকল্প যাতে আর না হতে পারে সেদিকে নজর দিতে হবে। হাওরে নারীর নিরাপত্তার কথা আমাদের ভাবতে হবে। দরিদ্র হাওরাঞ্চলবাসীকে বাঁচাতে সোস্যাল সেফটিনেটের আওতায় ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, উপবৃত্তি ইত্যাদির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। হাওরে গবেষণার ক্ষেত্রে বিদেশী কনসালটেন্টের পরিবর্তে ইন্ডিজেনাস নলেজ এবং দেশীয় গবেষকের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক গবেষণা করতে হবে। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আন্ত:মন্ত্রণালয়ের সমন্বয়।
    ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, প্রকৃত মৎসজীবীদের অধিকার রক্ষা করতে হবে। আমরা জানি এজন্য আমাদেরকে রাজনৈতিক প্রভাব মোকাবেলা করতে হতে পারে। হাওর ও জলমহাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত নতুন আইনে নাগরিক সমাজের মতামত গ্রহণ ও জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে আইনের খসড়াটি অনলাইনে উন্মুক্ত করতে হবে। রাষ্ট্রী সম্পদকে সরকারি জলমহাল বলে উল্লেখ করে ইজারা দেওয়াটা সাংঘর্ষিক। এটা পাবলিক প্রোপার্টি। তাই পাবলিক প্রোপার্টির ইজারা দেওয়া বন্ধ করতে হবে।
    ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, আমাদের একটা সমতাভিত্তিক উন্নয়ন প্রয়োজন। জলমহাল ব্যবস্থাপনা যদি সঠিকভাবে না থাকে তাহলে এই সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না। কৃষি মন্ত্রণালয় গতবছর ৩৭,১৫৪ কোটি টাকা কৃষিঋণ হিসেবে বিতরণ করেছে। কৃষি মন্ত্রণালয় প্রকৃত মৎসজীবীদের উন্নয়নে অংশগ্রহণ করতে চায়। প্রয়োজনে ইজারার টাকা কৃষি মন্ত্রণালয় পরিশোধ করবে যাতে ধনীরা জলমহাল ইজারা নিয়ে গরীব মৎসজীবীদের বঞ্চিত করতে না পারে। হাওরের উন্নয়নে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রয়োজন। কৃষি এবং কৃষকের উন্নয়নে ২৫ বছর মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা করবে কৃষি মন্ত্রণালয়। সেখানে হাওরের বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হবে।
    শরীফ জামিল বলেন, হাওরের মৎসজীবীদের বাঁচাতে জলমহালভিত্তিক সমবায় সমিতি গঠন করতে হবে। হাওর এবং জলমহালকে অবশ্যই প্রকৃত মৎসজীবীদের ব্যবস্থপনায় আনতে হবে। তিনি আরো বলেন, হাওরের ভেতর দিয়ে তৈরি করা বাঁধ এবং রাস্তা বাতিল করতে হবে। আমরা জেনেছি, সীমান্তের ওপারে ইউরেনিয়াম মাইনিং হয় যার ফলে আমাদের জাদুকাটা নদীর মাছ মরে যায়। উজানের তেজস্ক্রিয় দূষণ বন্ধ করতে আমাদেরকে কাজ করতে হবে। ইজারা প্রথা পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে তিনি বলেন, মাত্র একশত কোটি টাকা রাজস্ব লাভের আশায় হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট করার কোন যুক্তি নেই।
    নির্ধারিত আলোচনায় ড. এম মোখলেসুর রহমান বলেন, হাওরে টেকসই উন্নয়নের জায়গাতে বৈষম্য রয়েছে। হাওরে বৈষম্য দূরীকরণে টেকসই জলাশয় ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করতে হবে। হাওর ও জলমহালকে বাঁচাতে ওয়েটল্যান্ড ইনভেনট্রি করতে হবে।
    অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, জলমহালগুলো আগের মতো আর নাই। সমস্ত নদীগুলো শুকিয়ে যাচ্ছে। হাওরকে বাঁচাতে নদী-নালা-খাল-বিলকে বাঁচিয়ে রাখতে হবে।
    সজল কান্তি সরকার বলেন, হাওরকে যারা লালন করেন আর যারা পালন করেন তাদের মধ্যে সমন্বয় জরুরি। বাংলাদেশ যদি মানব শরীর হয় তাহলে হাওর হলো তার কিডনি। এই কিডনি না বাঁচলে না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না।
    পাভেল পার্থ বলেন, হাওর একটি বিশেষ প্রতিবেশ ব্যবস্থা। সীমান্ত অতিক্রমকারী নদীগুলোর পানি ভারতের উত্তর-পূর্ব থেকে এসে হাওরে প্রবেশ করে। এই পানির সাথে আসে উজান থেকে ভেসে আসা মেঘালয় পাহাড়ের কারখানার দূষণ। উজানে বাঁধ তৈরি করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে ভারত। তাই যৌথ নদী কমিশনের আলোচনায় হাওর অঞ্চলকে রাখতে হবে। হাওরের মাছকে বাঁচিয়ে রাখতে সোয়াম্প ফরেস্টকে বাঁচিয়ে রাখতে হবে।
    জাকিয়া শিশির বলেন, হাওরে ইজারা প্রথা রয়েছে। প্রকৃত মৎসজীবীরা ইজারা নিতে পারেন না। তারা মাছ ধরতে গেলে হামলা মামলার শিকার হচ্ছেন। মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আর হাওর হারাচ্ছে তার বৈশিষ্ট্য ও চরিত্র। তিনি হাওরে নারী ও শিশুর অবস্থা উল্লেখ করে বলেন, হাওরের নারী ও শিশুরা নাজুক অবস্থার মধ্যে রয়েছেন। তারা মাঠে কৃষি কাজ করেন কিন্তু তাদের কোন স্বীকৃতি নাই। তাদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
    এসময় আরো উপস্থিত ছিলেন, ধরা’র সহ-আহ্বায়ক এমএস সিদ্দিকী, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়ক মো. নূর আলম শেখ, চুনতি রক্ষায় আমরা’র সমন্বয়ক সানজিদা রহমান, ইআরডিএ এর নির্বাহী পরিচালক মনির হোসেন চৌধুরী, রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।
    আলোচনা সভায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে হাওর এবং হাওরাঞ্চলের জলমহালগুলোকে বাঁচাতে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়।
  • আশাশুনি সরকারি কলেজে ৬  শিক্ষককে এডহক নিয়োগ

    আশাশুনি সরকারি কলেজে ৬  শিক্ষককে এডহক নিয়োগ

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি সরকারি কলেজে আরও ৬ শিক্ষককে এডহক নিয়োগ প্রদান করা হয়েছে। এনিয়ে ৬১ জনের এডহক নিয়োগ প্রদান করা হলো।
    কলেজটি ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয়করণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৬২ পদ সৃজন হয়। ৬২জন শিক্ষকের মধ্যে বিভিন্ন ধাপে ৫৫ জন এডহক নিয়োগ প্রাপ্ত হন। অবশেষে বাকি ৬ জনকে গত ১৬ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক ৩৭.০০.০০০০.০৮৫.১৫.১০৭.১৯ (খন্ড -১)-৩১১ মোতাবেক এডহক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পরে গত ১৭ এপ্রিল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নজরুল ইসলাম ৬জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। এডহক নিয়োগ প্রাপ্তরা হলেন, মো: জাহিদুল ইসলাম (প্রভাষক গণিত), নিপা দাস (প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান), বাকী বিল্লাহ (প্রভাষক ইসলামী শিক্ষা), আসমাতুল্লাহ (প্রভাষক ইসলামী শিক্ষা), বন্দনা বালা সরকার (প্রভাষক দর্শন) ও আনন্দ মণ্ডল (প্রভাষক দর্শন)।
  • রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

    রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন বলেছেন, মার্কিন কর্মকর্তাদের স‌ঙ্গে আলোচনায় শুল্কের প্রসঙ্গ এসেছে এবং বলেছি, আমরা চেষ্টা করছি বাণিজ্য বাধা কমিয়ে আনতে। শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস দিবস উপলক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান উপদেষ্টা।

    তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, আমি আরেকটি পয়েন্ট বলেছি যে, দুপক্ষের মধ্যে যতটা তফাত বলা হয়, সেটি ততটা নয়। কারণ সেবা খাতে আমরা প্রচুর আমদানি করি।

    উপদেষ্টা ব‌লেন, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে শক্তভাবে জানানো হয়েছে যে, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফেরত আসবে না।

    তি‌নি ব‌লেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না। আবার তাদের এড়িয়েও এ সংকট সমাধান সম্ভব নয়।

    মিয়ানমার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে যুদ্ধ শেষ হয়ে গেলেও শান্তি আসবে না। এটি আমি শক্তভাবে বলেছি। আমি এটাও বলেছি যে, আমরা এখন একটি নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা এখন নতুন প্রতিবেশীর মুখোমুখি; যারা আবার নন-স্টেট অ্যাক্টর। কাজেই তাদের সঙ্গে আমরা না পারছি সরাসরি আচরণ করতে, না পারছি উপেক্ষা করতে। এটি একটি কঠিন পরিস্থিতি।

    উপদেষ্টা ব‌লেন, আমি বলেছি যে, হয়ত একটা সময় সমস্যাটি থিতিয়ে আসবে এবং সমাধানের দিকে যাবে। তখন যারা আমাদের বন্ধু ও শক্তিশালী রাষ্ট্র আছে, তাদের সেখানে চাপ সৃষ্টি করতে হবে। যেন সেখানে যারা ক্ষমতায় আসবে, তারা রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করে তাদের অধিকার ফিরিয়ে দেয়।

    মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন।

  • মাদকসহ বিএনপি নেতার স্ত্রী আটক

    সাতক্ষীরায় বাড়ীর সিলিং ফ্যানের ভিতর লুকিয়ে রাখা ২শ পিস ইয়াবাসহ শাহানারা খাতুন (৪৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় তার স্বামী কৌশলে পালিয়ে যায়।

    আটক শাহানারা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের হারুনার রশীর ওরফে হারুনের স্ত্রী। হারুন ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

    সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিজ বাড়ীতে মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘরের সিলিং ফ্যান ও টেবিলের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবাসহ শাহানারা খাতুনকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত নারীকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, হারুনার রশিদ ওরফে হারুন ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওর্য়াড বিএনপির সভাপতি ছিলেন। বর্তমানে ইউনিয়নে কোন কমিটি নেই। জেলায় বিএনপির সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

  • ফলোআপ নিউজ তালায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন বিলকিস বেগমের!

    ফলোআপ নিউজ তালায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন বিলকিস বেগমের!

    নিজস্ব প্রতিনিধি :
    সাতক্ষীরার তালায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিচালিত সেচপাম্পের তারে জড়িয়ে বিলকিস বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।
    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার আড়ংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় তাছকিয়া জান্নাত নামে ১ বছরের শিশু আহত হয়েছে।
    মৃত্যু বিলবিস বেগমের স্বামী মিজানুর ইসলাম গাজী বলেন, আমি ভোর ৬ টায় ৫ জন শ্রমিক সাথে নিয়ে আড়ংপাড়া বিলে ধান কাঁটতে যাই। সকাল সাড়ে ৬ টার দিকে আমার স্ত্রী পুনতি কে সাথে নিয়ে মাঠে আমাদের ধান কাঁটা দেখতে যায়। দেখা করে ফেরার পথে পাশে আড়ংপাড়া গ্রামের কাদের শেখের ছেলে জাহিদ শেখের বৈদ্যুতিক মটরের তারে জড়িয়ে যায়। আমরা উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে রাস্তায় সে মারা যায়।
    আড়ংপাড়া গ্রামের মহাসি হোসেন, রাজু হোসেন সহ অনেকেই বলেন, জাহিদ শেখ ইরি বøক করতে আড়ংপাড়া গ্রামের হজরত কারিগরের বাড়ির মিটার থেকে অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে মটর টালাতো। ইরি ক্ষেতে পানি দেয়া শেষ হলেও সে সংযোগ বিচ্ছিন্ন করেনি। এলাকায় ঘেরে মাটি কাঁটার এস্কেভেটরে বেঁধে বিদ্যুতের তার ছিড়ে গেলে সে কভার বিহীন সাদা তার দিয়ে পূণঃরায় সংযোগ চালু করে। সকালে সেই তারে জড়িয়ে একজন মহিলা মারা যায় এবং একজন শিশু আহত হয়।
    হযরত কারিগরের মেয়ে তহুরা ও তন্নি বলেন, আমরা পিতা ভাটায় কাজ করেন। তিনি এখন ভাটায় আছেন। আমাদের মিটার থেকে জাহিদ মটরের সংযোগ নিয়েছিলো। আজ বৃহস্পতিবার সকালে একজন লোক মারা গেলে সে মিটার থেকে তার খুলে নিয়ে গেছে।
    অভিযুক্ত জাহিদ শেখ বলেন, আমি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছিলাম ঠিক তবে সেই তারে মানুষ মারা যায়নি। আর্থিনের তারে কারেন্ট হয়ে গিয়েছিলো। সেই তারে জড়িয়ে মারা গেছে।
    পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান বলেন, এমন কোনো সংবাদ আমার কাছে আসেনি। এখন যেহেতু জানতে পারলাম, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
    তালা থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনার পরে তালা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্ত একটি ইউডি মামলা হয়েছে।

  • কুল্যায় ফিলিন্তিনদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    কুল্যায় ফিলিন্তিনদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার কুল্যায় ফিলিস্তিনসহ বিশ্বের মুসলিমদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
    কুল্যা পূর্ব পাড়া বায়তুল আমান (সুন্নি) জামে মসজিদ এর মুসল্লি ও এলাকাবাসীর আয়োজনে মনজিদের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। মানবন্ধন চলাকালে বক্তাগণ ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিমদের উপর জুলুম, হত্যা, অত্যাচার ও নীপিড়নের প্রতিবাদ জানিয়ে আলোচনা রাখেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশ থেকে ফিলিস্তিনের সহায়তার জন্য বাজারে থাকা পণ্য ব্যবহার না করা, বিক্রয় না করার শফথ গ্রহন করা হয়।
  • আনুলিয়ায় একশত পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    আনুলিয়ায় একশত পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের বিছট গ্রামের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
    VSO Bangladesh এর স্বেচ্ছাসেবক National Youth Forum  ও সাতক্ষীরা জেলা যুব ফোরাম এর স্বেচ্ছাসেবকদের  সহযোগিতায় ছওয়াব এর অর্থায়নে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় যুব ফোরামের জয়েন্ট সেক্রেটারি ইবনুল নাসিফ, সাতক্ষীরা জেলা যুব ফোরাম এর অন্যান্য সদস্যবৃন্দ ও বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলি ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
  • আশাশুনির খাজরা হাট বাজারের  ইজারা গ্রহিতার সাব ইজারা হস্তান্তর

     আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার খাজরা হাট বাজারের ইজারা গ্রহিতা নিয়ম ভঙ্গ করে অন্যের কাছে বাজারের ইজারা ডিড করে হস্তান্তর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
    জানাগেছে, উপজেলা পরিষদ থেকে চলতি বাংলা ১৪৩২ সনের জন্য খাজরা হাট বাজারের ইজারা প্রদানের জন্য টেন্ডার আহবান করা হয়। খাজরা ইউনিয়নের মৌজা গদাইপুর গ্রামের মৃত খোদা বখস মোল্যার ছেলে শাহিনুর ইসলাম সর্বোচ্চ ইজারা মূল্য প্রদানের মাধ্যমে ইজারা প্রাপ্ত হন। ইজারা শর্ত ভঙ্গ করে ইজারা গ্রহিতা গত ১৪/৩/২৫ তাং হাটটি পিরোজপুর গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে নূর ইসলাম গাজী এর নিকট ১ লক্ষ ২২ হাজার টাকা মূল্যে ইজারা হস্তান্তর করেন। ১০০ টাকার দুটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষীদের ও দাতা গ্রহিতার স্বাক্ষর সম্বলিত লিখিত ইজারা হস্তান্তর নামা সম্পাদন করা হয়। স্বাক্ষীদের স্বাক্ষরসহ ডিড সম্পাদনের পর নূর ইসলাম গাজী বাজারে খাজনা আদায় শুরু করেন। বৃহস্পতিবার বিকালে বাজারে গিয়ে দেখা যায় নূর ইসলাম ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করছেন।
    এব্যাপারে ইজারা গ্রহিতা নূর ইসলাম গাজী জানান, আমি শাহিনুরের কাছ থেকে হাটের ইজারা নিয়েছি। আমি গরীব মানুষ, খুব কষ্টে আছি। খাজনা আদায় করে ডাকের টাকা তুলে লাভ পাওয়া কষ্টসাধ্য হলেও, নিয়মিত খাজনা আদায়ের মাধ্যমে সংসার চালানোর চেষ্টা করে যাচ্ছি। মূল ইজারা গ্রহিতা শাহিনুর ইসলাম সাব ইজারা হস্তরের অন্তরের স্বীকার করে জানান, উপজেলা থেকে সর্বোচ্চ ডাকে আমি হাটের ইজারা পাই। আমার বাড়ি খাজরা বাজার থেকে দুরবর্তী হওয়ায় এক লক্ষ বাইশ হাজার টাকায় বিক্রি করে দেয়। এর আগে আমি অনেকবার বিক্রি করেছি। কেউ কোন সময় ঝামেলা করেনি। গোয়ালডাঙ্গা বাজার ও আমার ইজারা ছিলো, অফিসের সাথে কথা বলে বিক্রি করে দিয়েছি।
  • সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব-গঠিত কমিটির অভিষেক

    সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব-গঠিত কমিটির অভিষেক

    (সাতক্ষীরা প্রতিনিধি)  : সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল ) বিকাল ৫ ঘটিকায় পুরাতন সাতক্ষীরা নাথ মন্দির প্রাঙ্গণে জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ।
    এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, উপদেষ্টা ডা. প্রশান্ত কুমার কুন্ডু , গোবিন্দ প্রসাদ ঘোঘ, এ্যাড তপন কুমার কুন্ডু, রঘুজিৎ গুহ প্রমুখ।
    জেলা মন্দির সমিতির নবগঠিত কমিটির সদস্যরা হলেন -সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী, সহ-সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী, স্বপন কুমার শীল, দাশ সোনাতন চন্দ্র, এ্যাড. তারক মিত্র, সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুগ্ন-সম্পাদক বলাই দে, সহ- সম্পাদক সঞ্জীব কুমার ব্যানার্জী, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার সাধু, সাহিত্য সম্পাদক অসীম কুমার দাশ সোনা, সাংস্কৃতিক সম্পাদক পলাশ দেবনাথ, অডিটর রায় দুলাল চন্দ্র, প্রচার সম্পাদক কার্তিক চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক করুনাময় ঘোষ করু, সহ-সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর কুমার ঘোষ, শঙ্কর কুমার ঘোষ, কেশব সাধু, দীপাসিন্ধু তরফদার, প্রদীপ কুমার বাছাড়, অজয় ঘোষ ও বিকাশ চন্দ্র ঘোষ , কার্যনির্বাহী সদস্য শঙ্কর কুমার রায়, বিকাশ চন্দ্র দাস, দেবাশিস বসু শেখর, সুধীর কুমার নাথ, গোপাল চন্দ্র ঘোষ, শিবপ্রসাদ ঘোষ, প্রবীর পোদ্দার, হারাধন দফাদার, গংগাধর দফাদার, তরুণ কুমার গুহ, বিশ্বজিৎ বাছাড়,  তাপস কুমার সোম, মোহন্ত কুমার দাস, উজ্জল দে,  সনজিত কুমার দেবনাথ, সুনিল রায়, বিশ্বজিৎ মাখাল, সৌমেন ঘোষ, তরুণ কুমার রায়, শম্ভু ঘোষ।
    অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও নব-গঠিত কমিটির সকলকে ফুল ও উত্তোরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।
  • বহুকাঙ্খিত পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন 

    বহুকাঙ্খিত পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন 

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাবাসীর বহুকাঙ্খিত সাতক্ষীরা পৌরসভার পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে সিআরআইএম প্রকল্পের আওতায় জার্মানি কেএফ ডব্লিউ এর অর্থায়নে সাতক্ষীরা পৌরসভার বাস্তবায়নে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরুবা ফেরদৌস।
    এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, জেলা কৃষক দলের আহসানুল কাদির স্বপন, স্বেচ্ছাসেবক দলের মোঃ আব্দুল সেলিম, সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. লিয়াকত আলী, জার্মানি কেএফ ডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মোহব্বাত হোসাইন, বিএনপি নেতা ইয়াছিন আলী ও ঠিকাদার প্রতিনিধি শিহাবুজ্জামান প্রমুখ।
    সিআরআইএম প্রকল্পের আওতায় ৩ কোটি টাকা ব্যয়ে জার্মানি কেএফ ডব্লিউ এর অর্থায়নে সাতক্ষীরা পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত ১৮১৫ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ উদ্বোধনকালে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ ও জার্মানি কেএফ ডব্লিউ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মোসলেমা আদর্শ একাডেমীর মানববন্ধন

    ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মোসলেমা আদর্শ একাডেমীর মানববন্ধন

    সাতক্ষীরা সংবাদদাতাঃ মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মোসলেমা আদর্শ একাডেমীর ছাত্রছাত্রীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মোসলেমা আদর্শ একাডেমীর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি পুরাতন সাতক্ষীরা হয়ে  বিশাল র্যালী ও মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মোসলেমা আদর্শ একাডেমীর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেহেদী হাসান বলেন ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়ীত্ব। ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আরো বক্তব্য রাখেন কাজী সাইদুর রহমান, আলাল হোসেন, মাওলানা হাফিজুর রহমানসহ অনেকে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, মোঃ আল আমিন, মোঃ আশরাফুল ইসলাম,ফারিহা তাসনিম, আতিয়া ফারজানা, জাকির হোসেন,  নাজিফা তাবাসসুম, আমির হামজা,  রুহানি মাহজাবিন, প্রমুখ।
  • আশাশুনি জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির

    আশাশুনি জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে জামায়াতে ইসলামীর ইউনিট, সভাপতি সেক্রেটারী ও বায়তুলমাল সেক্রেটারীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবারন সকাল ১০টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আঢোজন করা হয়।
    আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাই’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।
  • বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের মতবিনিময় সভা 

    বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের মতবিনিময় সভা 

    আশাশুনি প্রতিনিধি:

    বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলার দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যাপক শেখ দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি’র অবঃ উপ-পরিচালক রুস্তম আলী হাওলাদার, অবঃ ব্যাংক কর্মকর্তা হাবিব উল্লাহ খান, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দীকি ফিরোজ, দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জুলফিকার হায়দার, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ মতলুবর রহমান, অবঃ শিক্ষক আলহাজ্ব শেখ উকিল উদ্দীন, প্রেসক্লাবের উপদেষ্টা শেখ হিজবুল্লাহ, প্রভাষক শেখ আইনুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ হিলাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ইয়াছিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক এমএম হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ এসএম সাইদুল ইসলাম, সদস্য আহম্মদ আলী বাঁচা, শেখ জুবায়ের আলী, মীর রেজাউল করিম কাজল, ক্বারী ওবায়দুল্লাহ, সুদেব ঘোষসহ দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম নুর আলম।
  • সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

    সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

    সাতক্ষীরায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকে নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধ- সব বয়সী মানুষের ঢল নামে সাতক্ষীরার কালেক্টরেট চত্বরের ভেষজ উদ্যানে। সেখানে অনুষ্ঠিত হয় বর্ষবরণের সূচনা সংগীত।

    এরপর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মিলিত হয়। এরপর পার্কে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। বৈশাখী মেলা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমুখ।

    বৈশাখী মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক বাংলোতে পান্তা ভাতের আয়োজন করা হয়। এছাড়া সাতক্ষীরার মুক্তমঞ্চে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    সমগ্র আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা।