Blog

  • বাজারে উঠছে সাতক্ষীরার আম

    বাজারে উঠছে সাতক্ষীরার আম

    বাজারে উঠতে শুরু করেছে সাতক্ষীরার সুস্বাদু আম। জেলার আম ক্যালেন্ডার অনুযায়ি প্রথম পর্যায়ে সোমবার (৫ মে) থেকে বাজারে পাওয়া যাচ্ছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও দেশীয় বৈশাখী আমসহ স্থানীয় জাতের আম। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে এখানকার আম দেশের অন্য এলাকার তুলনায় অগ্রিম পরিপক্ব হয়। ফলে আগে বাজারে ওঠার কারণে বেশি দামে বিক্রিও হয় সাতক্ষীরার এই আম। পর্যায়ক্রমে আগামী ২০ মে হিমসাগর, ২৭ মে ন্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম বাজারে পাওয়া যাবে।

    সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকার জনৈক বেলাল এর গাছ থেকে আম পেড়ে জেলায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় জেলার আম চাষী ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।

    সাতক্ষীরার সুস্বাদু গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের আমের কদর আছে দেশ বিদেশে। জেলার আবহাওয়া ও মাটি এই অঞ্চলের আমকে করেছে সুস্বাদু, ঘ্রাণযুক্ত এবং দীর্ঘস্থায়ী। যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য। কাজেই সাতক্ষীরায় উৎপাদিত আম শুধু বাংলাদেশের বাজারে নয়, আন্তর্জাতিক বাজারেও বেশ জনপ্রিয়। যে কারণে প্রতি মৌসুমে দেশের গোন্ডি পেরিয়ে ২০১৫ সাল থেকেই আমেরিকা ও ইউরোপে নিয়মিত রপ্তানি হচ্ছে সাতক্ষীরার আম। যা জেলার অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

    সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে প্রায় ৫ হাজার আম বাগান রয়েছে। চলতি বছর এখান থেকে ৬২ হাজার ৮০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। যার মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে।

    সদর উপজেলার ধুলিহর এলাকার আম চাষী মোকলেছুর রহমান জানান, আমার ১৪/১৫টি বিভিন্ন জাতের আমের বাগান রয়েছে। মৌসুমের শুরুতেই অনাবৃষ্টির কারণে অনেক আম ঝড়ে পড়েছে। গাছে যা আম আছে তাতে সামনে যদি কোন প্রাকুতিক দুর্যোগ না আসে তাহলে মোটামুটি ভাল ব্যবসা হবে।

    তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সুচি মেনেই আমরা ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাস ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু করেছি। সকাল থেকে প্রায় ৮০ ক্যারেট বিভিন্ন জাতের আম পেড়ে বাজারে পাঠিয়েছি। মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম তাড়াতাড়ি পেকে যায় এবং আম খুব সুন্দর সুস্বাদু হয়। আগে পাকায় আমরা সবার আগে বাজারজাত করতে পারি। আগে বাজারজাত করায় দামও ভাল পাই।

    শহরের সুলতানপুর বড়বাজারের আম ব্যবসায়ি ফজর আলী খোকা বলেন, সোমবার সকাল থেকে বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাস ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম আসা শুরু করেছে। এবার আমের কোয়ালিটি বেশ ভাল। গোবিন্দভোগ ও গোপালভোগ আম পাইকারি ৬০ টাকা কেজি দরে ২৪০০ টাকা মন বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে আরও দাম কমতে পারে। ইতিমধ্যে জেলার বাইরের ব্যবসায়িরাও বাজারে আসতে শুরু করেছেন। জুন মাসের শেষ নাগাদ সাতক্ষীরার আমের বাজার জমজমাট থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    সুলতানপুর বড়বাজারে আম কিনতে আসা ঢাকার ব্যবসায়ি আক্তারুজ্জামান জানান, আমরা রাজশাহী, যশোর ও সাতক্ষীরার থেকে প্রতি বছর আম কিনে ব্যবসা করি। কিন্তু মৌসুমের শুরুতেই সাতক্ষীরায় আম কিনতে আসি। কারণ দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগে বাজারে আসে। এছাড়া এখানকার আম বেশ সুস্বাদু। সে কারণে দেশের প্রায় সকল বাজারেই ক্রেতাদের মাঝে সাতক্ষীরার আমের একটা আলাদা কদর ও চাহিদা রয়েছে। আগে বাজারে পাওয়া যায় বিধায় ক্রেতাদের কাছ থেকে ভাল দামও পাই। সাতক্ষীরার আম শেষ হওয়া পর্যন্ত আমরা এখানে থাকব বলে জানান ওই ব্যবসায়ি।

    সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, প্রতিটি জাতের আম পরিপক্ক হওয়ার একটি নির্দিষ্ট সময় রয়েছে। আগেভাগে পাড়লে আমের স্বাদ ও গুণগত মান কমে যায়, ফলে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ ক্ষুন্ন হয়। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে এখানকার আম অগ্রিম পরিপক্ব হয়। আগাম বাজারে ওঠার কারণে চাষীরা দামও পান বেশি।

    তিনি আরও বলেন, সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের আমের কদর আছে দেশ বিদেশে। ২০১৫ সাল থেকে সাতক্ষীরার আম ইউরোপে নিয়মিত রপ্তানি হচ্ছে, যা জেলার অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

    সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরার আমের খ্যাতি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও। সাতক্ষীরার আমের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং বিশুদ্ধ ও নিরাপদ আম বাজারজাতকরণের লক্ষে জেলায় আম সংগ্রহের একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই সময়সুচির আগে অপরিপক্ব আম সংগ্রহ, সংরক্ষণ বা বাজারজাতকরণে কোনো ছাড় দেওয়া হবে না।

    তিনি আরও বলেন, চলতি মৌসুমে সাতক্ষীরা জেলা থেকে প্রায় ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। রপ্তানিযোগ্য আম নিশ্চিত করতে গুণগতমান রক্ষায় নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বন্ধ রাখা হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি বিভাগের সহায়তায় এ বিষয়ে জেলাব্যাপি কঠোর নজরদারি থাকবে।

    প্রসঙ্গত, সাতক্ষীরার আমের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং বিশুদ্ধ ও নিরাপদ আম বাজারজাতকরণের লক্ষে সাতক্ষীরার আম সংগ্রহের একটি সময়সূচি প্রকাশ করে জেলা প্রশাসন। গত ৩০ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “নিরাপদ আম বাজারজাতকরণ” শীর্ষক এক মতবিনিময় আম সংগ্রহের এই সূচি প্রকাশ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সূচি অনুযায়ি ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও দেশীয় বৈশাখী আমসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। আগামী ২০ মে হিমসাগর, ২৭ মে ন্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

  • সাতক্ষীরার সুন্দরবন থেকে হরিণশিকারের ফাঁদসহ নৌকা উদ্ধার

    সাতক্ষীরার সুন্দরবন থেকে হরিণশিকারের ফাঁদসহ নৌকা উদ্ধার

    পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের ভিতর থেকে ৬শ’ পিস হরিণ শিকারের ফাঁদসহ ২টি নৌকা উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন টাটের খাল এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ ও নৌকা উদ্ধার করা হয়।

    বন বিভাগ সূত্র জানায়, সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে নিয়মিত টহলের অংশ হিসেবে বুড়িগোয়ালিনী স্টেশনের একটি টহল দলের সদস্যরা মঙ্গলবার দুপুরে টাটের খাল এলাকায় পৌঁছালে চোরা শিকারীরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত নৌকা ও হরিণ শিকার করা ফাঁদ ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে দুটি নৌকা ও ৬ শ’ পিস হরিণ শিকার কাজে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়।

    বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নিয়মত টহল চলাকালীন সময়ে সুন্দরবনের গহীনে টাটের খাল এলাকা থেকে হরিণ শিকারি চক্রর ফেলে যাওয়া দুইটি নৌকা ও ৬শ’ পিস ফাঁদ উদ্ধার করা হয়েছে।

  • ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ!

    ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ!

    ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে ক্রিকেটে বরাবরই সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নেয়া টাইগারদের জন্য ৫০ ওভারের ফরম্যাট এক সময় ছিল সবচেয়ে পছন্দের। তবে সময়ের পালাবদলে সেই ধারাবাহিকতায় বড়সড় ধস দেখা যাচ্ছে এখন।

    আইসিসির হালনাগাদ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে। ২০০৬ সালের পর এই প্রথমবার এতটা নিচে নেমে গেল টাইগাররা। গত এক বছরে ৯টি ওয়ানডে খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ, যার ফলে এমন অবনতি ঘটেছে র‍্যাঙ্কিংয়ে। এর মধ্যে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে টানা দুই ম্যাচে পরাজয়।

    এই র‍্যাঙ্কিং পতনের প্রভাব পড়তে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ১৪ দলের এই আসরে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এছাড়া আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলও সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে। বাকি চার দলকে খেলতে হবে বাছাই পর্বে। স্বাগতিক হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়াকে খেলতে হবে বাছাই পর্বেই।

    বর্তমানে বাংলাদেশের অবস্থান দশম হওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। আগামী বিশ্বকাপের অংশগ্রহণ নির্ধারিত হবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এই সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে উন্নতি না ঘটলে বাংলাদেশকে বাছাই পর্বে খেলতে হতে পারে।

    তবে কিছু শর্তসাপেক্ষে বাংলাদেশ দশম স্থান থেকেও সরাসরি জায়গা পেতে পারে। যেমন- যদি স্বাগতিক জিম্বাবুয়ে সেরা দশে উঠে আসে কিংবা দক্ষিণ আফ্রিকা দশের বাইরে চলে যায়, তাহলে এই হিসাব পাল্টে যেতে পারে।

    আর বাছাই পর্ব সহজ হবে না মোটেও। সেখানে থাকবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ওমান, যুক্তরাষ্ট্র, কানাডা, নেপাল, নামিবিয়ার মতো দল, যারা যে কাউকে হারানোর সামর্থ্য রাখে।

    সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের। নইলে বাছাই পর্বের কঠিন পথেই হাঁটতে হতে পারে টাইগারদের।

  • তালার ইউএনওকে বদলী

    তালার ইউএনওকে বদলী

    ‎সাতক্ষীরায় কালের কণ্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে দশদিনের কারাদণ্ড দেয়া আলোচিত ইউএনও শেখ রাসেলকে রংপুর বিভাগে বদলী করা হয়েছে।

    ‎রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ০৫.০০.০০০০. ১৩৯.১৯. ০০৯. ২৪-১৫৪ নম্বর স্মারকে সোমবার (৫ মে) এ আদেশ দেয়া হয়েছে।

    ‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের প্রায় ১১ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়।

    একপর্যায়ে সাংবাদিককে লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ফুসে উঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ।

    দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। পরদিন তালা, সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সাংবাদিকদের দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মুখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনে মুক্তি দেন।

  • এবার ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি

    এবার ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি

     

    পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। মঙ্গলবার ( ৬ মে) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়।

    বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা গণমাধ্যমকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওই উপদেষ্টা আরও জানান, ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে।

    এর আগে ১০ দিনের ছুটি ঘোষণার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

    এ বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।

    অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

  • দেবহাটা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে স্বপদে পূর্নবহালের দাবি স্থানীয় নেতকর্মীদের

    দেবহাটা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে স্বপদে পূর্নবহালের দাবি স্থানীয় নেতকর্মীদের

    সাতক্ষীরা প্রতিনিধি
    সাতক্ষীরার দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে স্বপদে পূর্নবহালের দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুররুজ্জামান।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ মে দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহসান উলাহ কলেজে ছাত্রদলের কমিটি নির্ধারণে ভোট হয়। ভোটে সভাপতি পদে রাকিব হোসেন ও ইমারন হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ও শরিফুল ইসলাম বাবু প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬২ জন ভোটারের মধ্যে ১৮৯ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে রাকিব ৮৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৮৭ ভোট পেয়ে পরাজিত হয়। কিন্তু ফলাফল ঘোষনার পর সন্দেহ হলে সাধারণ সম্পাদক প্রার্থী ইব্রাহিম হোসেন টীমের কাছে ভোট পুনারায় গণনার আবেদন করে। পরে পুনঃ গণনা শেষে সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৯৮ ভোট পান এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে সভাপতি প্রার্থী রাকিবও পুনরায় তার ভোট গণনার আবেদন জানালেও টীমের সদস্যরা সেটি গ্রহণ করেননি। এক পর্যায়ে ইমরান ফরহাদ বিষয়টি পুনবিবেচনার আবেদন জানালে টীমের নেতৃবৃন্দ খুলনায় গিয়ে ভোট গণনার কথা বলেন। এঘটনার পর কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ বা সতর্ক ছাড়াই ইমরান ফরহাদকে অব্যাহতি দিয়ে পত্র পাঠায়। যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং সংগঠনের পরিপন্থি।
    নুররুজ্জামান আরো বলেন, নির্বাচনে ভোট গণনায় কারচুপির প্রতিবাদ ও জনসম্মুখে পূনরায় ভোট গণনার দাবী জানানোর কারণে ইমরান ফরহাদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়। আমরা যতদূর জেনেছি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রকৃত বিষয়টি অবগত নন। অবগত থাকলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয় এধরনের সিদ্ধান্ত নিতেন না। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে প্রকৃতঘটনা আড়াল করে ইমরান ফরহাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে বিভাগীয় টীম। প্রকৃত ঘটনা আমরা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের কাছে তুলে ধরতে চাই। যাতে আমাদের নেতা ন্যায় বিচার পান এবং স্বপদে ফিরে আবারো দলের হাল ধরে দেনহাটা উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে দলের জন্য ভূমিকা রাখতে পারেন।
    তিনি বলেন, ইমরান ফরহাদ দেবহাটা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সর্বোচ্চ মামলার আসামী। বারবার কারাবরণকারি। সন্ত্রাসী ছাত্রলীগের হাতে নির্যাতিত। এধরনের একজন নেতাকে কোন প্রকার নোটিশ ছাড়াই অব্যাহতি প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি। ফরহাদ এর মত ত্যাগী শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের এভাবে অব্যাহতিতে দল ক্ষতিগ্রস্থ হবে। ত্যাগী নেতাকর্মীরা দলের প্রতি আস্থা হারাবে। তিনি অবিলম্বে উপজেলার ত্যাগী নেতা ইমরান ফরহাদকে পুনরায় স্বপদে বহাল করার জন্য কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানান।
    সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল, রাকিবুল, অসাদুল, কবিরুল, মিলন, রাকিব, তারিবা মনোয়ার, মুছা করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • উপজেলা কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের সাথে এ্যাডভোকেসি সভা

    উপজেলা কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের সাথে এ্যাডভোকেসি সভা

    আশাশুনি প্রতিনিধি:বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে উপজেলা  কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) খুলনার কয়রা উপজেলা মৎস্য অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।ইইউ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক অফিসার মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপিইপিপি -ইইউ প্রকল্প সমন্বয়কারি হুমায়ূন কবির। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার এবং ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস স্ব স্ব দপ্তরের কার্যক্রম ও সেবাসমুহ অবহিত করেন। সভায় সংস্থার টেকনিক্যাল ও সহকারি টেকনিক্যাল অফিসার ছাড়াও বাগালি ইউনিয়ন এর বিভিন্ন পিভিসি হতে ২০ জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ সমন্বিত কৃষির ওপর গুরুত্বারোপ করে বলেন, তৃণমূল পর্যায়ে উদ্যোক্তাদের আধুনিক বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে। তবেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

  • মেয়েদের প্রথম ম্যাচ জর্ডানের বিপক্ষে

    মেয়েদের প্রথম ম্যাচ জর্ডানের বিপক্ষে

    সব ঠিকঠাক। আগামী মে-জুনে জর্ডানে ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। কয়েকদিন আগে এই টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক হলেও ঠিক ছিল না বাংলাদেশ প্রথম ম্যাচ কাদের বিপক্ষে খেলবে। বাংলাদেশ ও স্বাগতিক জর্ডান ছাড়া অন্য দলটি ইন্দোনেশিয়া। বাংলাদেশ প্রথম ম্যাচ ৩১ মে ও দ্বিতীয় ম্যাচ ৩ জুন খেলবে এ পর্যন্ত চূড়ান্ত ছিল।

    অবশেষে জানা গেছে, বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক জর্ডানের বিপক্ষে। ৩১ মে’র ওই ম্যাচের পর দুই দিন বিরতি দিয়ে ৩ জুন ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ নারী ফুটবল দল এই প্রথম কোনো ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজ খেলবে।

    আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই মিয়ানমারে অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ গ্রুপের খেলা হবে মিয়ানমারে। অন্য দুই দল বাহরাইন ও তুর্কমেনিস্তান।

    ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবেন আফঈদারা। দ্বিতীয় ম্যাচ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ২ জুলাই। আর শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে ৫ জুলাই।

    এশিয়ান কাপ বাছাইয়ের টিকিট পেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। মিয়ানমার থাকায় বাংলাদেশের জন্য কাজটি কঠিন। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে মিয়ানমার।

    এশিয়ান কাপ বাছাইয়ের আগে দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাফুফের। সেই পরিকল্পনা থেকেই জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে মেয়েরা। জর্ডানের অবস্থান ৭৪ ও ইন্দোনেশিয়া ৯৪। বাংলাদেশ ১৩৩। এই দুই দলের বিপক্ষে ম্যাচ খেললে মেয়েরা নিজেদের অবস্থান বুঝতে পারবে। কোচ বুঝতে পারবেন দলকে কতটা প্রস্তুত করতে পেরেছেন।

  • জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন

    জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন

    জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার।

    সোমবার (২৮ এপ্রিল) অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

    সেখানে বলা হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো।

  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত মটরসাইকেল চালক

    সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত মটরসাইকেল চালক

    সাতক্ষীরায় ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-বৈকারী সড়কের আগরদাঁড়ি মহিলা মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।

    নিহত মটরসাইকেল চালকের নাম মো. নাঈম হাসান (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

    প্রতক্ষ্যদর্শী মনিরুল ইসলাম বলেন, নাঈম হাসান মটরসাইকেলে সাতক্ষীরার দিক থেকে সীমান্তের বৈকারীর দিকে যাচ্ছিলেন। এসময় তিনি হেলমেটের মধ্যে মোবাইল ঢুকিয়ে কথা বলতে বলতে মটরসাইকেল চালাচ্ছিলেন। পতিমধ্যে বেলা পৌনে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-বৈকারী সড়কের আগরদাঁড়ি মহিলা মাদ্রাসার কাছে সুলতান বাবরের মোড়ে পৌছালে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের সাথে তার মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় নাঈম হাসান। এসময় ট্রাকের গতি কম থাকলেও মটরসাইকেল চালক মোবাইলে কথা বলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

    সাতক্ষীরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সাতক্ষীরায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত

    সাতক্ষীরায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত

    ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসুচির মধ্য দিয়ে সোমবার (২৮ এপ্রিল) সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

    দিবসটি উপলক্ষে সকালে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন, কবুতর ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে সকাল ৮টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত দান এবং জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা জজ) নাসির উদ্দিন ফারাজী, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম. শাহ আলম, জি.পি. এ্যাডঃ অসীম কুমার মন্ডল, পি.পি. এ্যাড. শেখ আব্দুস সাওার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ এমদাদ হোসেন প্রমুখ।

    বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে গরিব অসহায় মানুষদের আইনগত সহায়তা দেয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীকে আইনের নিরাপত্তার বাইরে রেখে আইনের শাসন নিশ্চিত করা যাবে না। আমরা সবাইকে নিয়ে কাজ করে সাতক্ষীরায় আইনের শাসন প্রতিষ্ঠা করবো।

  • শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভোরে মোটরে পানি তোলার সময় বিদ্যুতের লিকেজ তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান।

    নিহত মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা ফজলুল হক গাজী (৫৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী তারানীপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে। ফজলুল হক স্থানীয় দরগাপুর এনডিএস ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।

    স্থানীয়রা জানান, ফজলুল হক গাজী নতুন জায়গা কিনে সেখানে বাড়ি করার জন্য চারপাশে বিম ঢালাই দিয়ে প্রাচীর নির্মাণ কাজ করছিলেন। সোমবার ভোরে নির্মাণাধীন প্রাচীরে পানি দেয়ার জন্য বাড়ির পাশে পুকুরপাড়ে বসানো মটরে হাত দিলে বিদ্যুতের লিকেজ তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়।

    এদিকে সকাল ৮টার দিকে একই গ্রামের আল আমিনের ছেলে রব খেলা করার জন্য পুকুরপাড়ে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখে তার দাদা আশরাফ গাজীকে খবর দেয়। পরে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।

    শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

  • ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

    ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

    ইউক্রেনে এককভাবে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এ সময়ের মধ্যে কিয়েভকেও হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ বাহিনী আগামী ৮ মে মধ্যরাত থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে।

    এমন এক সময় এই ঘোষণা আসল যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপে রয়েছে মস্কো।

    আগামী ৯ মে গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার এর (মহান দেশপ্রেমিক যুদ্ধ) ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ১৯৪২ থেকে ১৯৪৫ সালের সময়কালে জার্মানির বিরুদ্ধে তাদের যুদ্ধের জন্য ব্যবহৃত শব্দ। যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত।

    বিবৃতিতে ক্রেমলিন অস্থায়ীভাবে কিয়েভকে যুদ্ধবিরতিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এ সময়ের মধ্যে যদি ইউক্রেনের বাহিনী নিয়ম লঙ্ঘন করে হামলা চালায় তাহলে রুশ বাহিনীও পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

  • মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা: আইজিপি

    মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা: আইজিপি

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে ৫ আগস্ট-পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।’ সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।’

    ‘সাংবাদিকসহ বিভিন্নজনের নামে মিথ্যা মামলা হচ্ছে’—এ প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, ‘আমাদের শিক্ষিতের সংখ্যা বেড়েছে। সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন। যখন একজন বাদী নিয়ে আসেন তখন সেটি আমাদের মামলা হিসেবে রুজু করতে হয়। তখন এটা সত্য না মিথ্যা যাচাই করার সুযোগ নেই। অভিযোগ যেটা দেয়, সেটা আমার নিতে হয়। এরপর তদন্তে গিয়ে আমি দেখি আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই। এই অপরাধটা হয়েছে।’

    তিনি বলেন, ‘এখন যেটা ৫ আগস্টের পরে দেখা গেছে অনেকে অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হয়রানি করার জন্য, ভয় দেখানোর জন্য। অপরাধটা হয়তো করেছেন ৫ কিংবা ১০ জন, ওখানে আরো ৩০০ জনের নাম দিয়ে মামলা করা হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে নিশ্চিত করতে পারি শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন কোনো নিরীহ মানুষকে যেন গ্রেপ্তার করা না হয়, হয়রানি করা না হয়। তদন্তে শুধু যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অব অ্যারেস্ট চাইব। তার বিরুদ্ধেই আমরা গ্রেপ্তার কার্যক্রম চালাব।’

  • আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হককে থাপ্পড়

    আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হককে থাপ্পড়

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত থেকে কারাগারে যাওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড়থাপ্পড় মারেন এবং ধাওয়া দেন। পরে পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে আদালত থেকে কারাগারে পাঠায়।

    সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

    রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। তিনি বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি সাত দিনের আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার প্রধান জানান, ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হন। এ ঘটনায় নিহতের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন নম্বর আসামি করা হয়েছে। আদালতে সিআইডির তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আশা করি এই রিমান্ডের মাধ্যমে এ ঘটনার সঠিক তথ্য উদঘাটন হবে।

    প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদরাসাছাত্র মো. সোলাইমান নিহত হন। পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

  • আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

    আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ এপ্রিল) সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, ইন্সপেক্টর তদন্ত আব্দুল ওয়াদুদ, হিসাব রক্ষক কর্মকর্তা মমিন আহম্মেদ, বড়দল ইউপির প্রশাসক চেয়ারম্যান ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আমজাদ আললী প্রমুখ। উপজেলার আইনগত সহায়তার বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
  • সাতক্ষীরার কলারোয়ায় সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

    সাতক্ষীরার কলারোয়ায় সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

    সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (২) নামের নিজের মেয়েকে বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মা আছমা খাতুনের (৩০) বিরুদ্ধে। শুক্রবার দুপুরে কলারোয়ার বাটরা গ্রামে নিহত শিশুর নানাবাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত মেয়েকে উদ্ধার ও মাকে আটক করেছে।

    আছমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে ও কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমানের স্ত্রী।

    বাটরা গ্রামের আব্দুল মাজেদ জানান,‘‘ ১০ বছর আগে তহিদুর রহমানের সাথে আমার মেয়ে আছমা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দু’ছেলে-মেয়ে রয়েছে। বছর খানেক হলো,মেয়েটির মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। একারণে জামাই তহিদুর ছেলে-মেয়েসহ মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয়। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরের বটি দিয়ে ২ বছর বয়সী মেয়ে খাদিজা খাতুনকে গলা কেটে হত্যা করে। তাকে হত্যার পর ৫ বছর বয়সী ছেলেটাকে গলা কেটে হত্যা করতে উদ্যত হলে আমার স্ত্রী আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তাকে নিবৃত করে। ‘’

    কলারোয়া থানার ওসি আসাদুজ্জামান জানান,‘‘পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশু মেয়েটির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া নিজ সন্তানকে হত্যা করার অভিযোগে আছমা খাতুনকে আটক করা হয়েছে। ‘’ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

  • আশাশুনির কুল্যা-দরগাহপুর সড়কে পথচারী ও এলাকাবাসীর চরম দুরাবস্থা

    আশাশুনির কুল্যা-দরগাহপুর সড়কে পথচারী ও এলাকাবাসীর চরম দুরাবস্থা

    ★২বছর কাজ বন্ধ
    ★রাস্তা খুড়ে রাখায় ধুলার অত্যাচারে দিশেহারা পথচারী ও এলাকার মানুষ
    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর সড়কে ঠিকাদারের গাফিলতিতে চরম দুর্গতিতে পড়েছে পথচারী ও এলাকার মানুষ।
    খুলনার মেসার্স এসআর ট্রেডার্স সড়কের কাজটি পায়। কাজ শুরুর পর থেকে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেওয়া হলে এলাকার মানুষ ফুসে ওঠে। তখন ঠিকাদার নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর ভাইপো পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখাতে থাকেন। কখনো অস্ত্র দেখানো, কখনো প্রকাশ্য হুমকী ও চুড়ান্ত আস্ফালন করে রাম-রাজত্ব কায়েমের চেষ্টা করেন। ফলে ভয়ে এলাকার মানুষ দূরে থাক প্রশাসন পর্যন্ত থমকে যেতে দেখা গেছে। যার ফলশ্রুতিতে ইচ্ছেমত কাজ চলেছে সড়কে। দু’বছর আগে সড়কের কাজ শুরুর পর মাঝপথে এসে এক প্রকার বন্ধ হয়ে আছে। সড়কের গুনাকরকাটি ব্রীজ হতে গুনাকরকাটি বাজার পর্যন্ত, কাদাকাটি বাজার হতে কাদাকাটি পুরনো বাজার এবং শৈলমারী হতে ধাপুয়া ব্রীজ পর্যন্ত সড়কে ম্যাকাডম করে ফেলে রাখা হয়। ফলে ধুলা বালির গুড়া উড়ে এলাকা একাকার হয়ে যাচ্ছে। যানবাহন চলাচলের সময় ছোট যানবাহনের যাত্রী, পথচারী এবং সড়কের পাশের দোকানপাট, বসতবাড়ি, স্কুল-মাদ্রাসা ধুলায় ভরে যাচ্ছে। পাশের পুকুরের পানি ধুলায় একাকার হয়ে যাওয়ায় ব্যবহার করা অসম্ভব হয়ে উঠছে।
    স্থানীয় ইউপি সদস্য বছির আহমেদ টুকু জানান, গত দু’বছর রাস্তায় কোন কাজ হয়নি। ঠিকাদার ৫ আগস্টের পূর্বে হুমকী ও শক্তি প্রদর্শন করে পার পেয়ে এসেছেন। এখনো কাজ করা হচ্ছেনা। মানুষের শান্তিতে বসবাস ও পথ চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।
    সাবেক মেম্বার নুরুল ইসলাম মালী ও চা ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এলাকায় বসবাস করা, রাস্তায় চলাচল করা কষ্ট সাধ্য হয়ে উঠেছে।
    আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব জানান, কাজের জন্য ঠিকাদারকে বারবার বলা হচ্ছে, করবো করবো বলেও কাজ করা হচ্ছেনা। বলার পর কয়েকজন শ্রমিক পাঠালেও কয়েকদিন পর তাদের পাওয়া যায়না। বিষয়টি নিয়ে আমি এক্সেন স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নেব বলে তিনি জানান।