Blog

  • হামজা চৌধুরী ফিরছেন পুরোনো আস্তানায়

    হামজা চৌধুরী ফিরছেন পুরোনো আস্তানায়

    স্পোর্টস ডেস্ক। : শেফিল্ডকে বিদায় জানিয়ে আবারো তার ক্লাব লেস্টার সিটিতে ফিরছেন হামজা চৌধুরী। সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলতে গিয়েছিলেন এই মিডফিল্ডার। হামজার লক্ষ্য ছিল শেফিল্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে তুলে আনা। তা আর সম্ভর হয়ে উঠেনি।

    অনেকটা বেদনা নিয়েই শেফিল্ড ছেড়েছেন হামজা। চলতি মৌসুম শেষ হলো শিরোপা ছাড়াই। আবারো শেফিল্ড ছেড়ে লেস্টারের ক্যাম্পে যোগ দেবেন এই ফুটবলার। শেফিল্ড ছাড়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায় বার্তা দিলেন এই শেফিল্ড তারকা।

    হামজা চৌধুরী লিখেছেন, ‘শেষটা সত্যিই কষ্টদায়ক। কয়েক দিন ধরে ভাবছি, কথাগুলো কীভাবে বলব। আমরা বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলাম। কিন্তু ভাগ্য সহায় ছিল না।’

    শেফিল্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামজা লেখেন, ‘শেফিল্ড ইউনাইটেডের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। কোচ ও তার সহকারী স্টাফদের, আমার সতীর্থদের, এবং সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা। যারা আমার সময়টা এখানে এতটা স্মরণীয় করে তুলেছেন তাদেরকে আমি মিস করব।’

    ক্লাব ফুটবলে অভিজ্ঞতার পর হামজা এখন নজর রাখছেন জাতীয় দলের দিকে। সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে দেশের মাটিতে অভিষেক হওয়ার কথা হামজার। গত মার্চে ভারতের বিপক্ষে খেলেই জাতীয় দলে তার অভিষেক হয়েছিল এই ফুটবল তারকার।

  • ফারুক বাতিল, নতুন বিসিবি কাউন্সিলর বুলবুল

    ফারুক বাতিল, নতুন বিসিবি কাউন্সিলর বুলবুল

    স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। বৃহস্পতিবার (২৯ মে ) রাতে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজাপনে ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে। কারণ হিসেবে দেখিয়েছে ৮ পরিচালকের তার প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন।

    ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হলেও তিনি পরিচালকদের দ্বারা নির্বাচিত ছিলেন। ফারুক আহমেদ সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চাননি। তিনি যেহেতু পদত্যাগ করতে চাননি এবং সভাপতি অপসারণের বিষয়টি গঠনতন্ত্রে স্পষ্টত নেই ফলে একটা অস্পষ্টতা কাজ করছে। আবার বিসিবি সভাপতি হওয়ার অন্যতম শর্ত পরিচালক হওয়া। ফারুক পরিচালক না থাকলে তার সভাপতি পদে থাকারও যৌক্তিকতা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।

    ফারুকের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এমন গুঞ্জন রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আজ তাকে কাউন্সিলরও করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি বলেন,’ শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনয়ন দেয়া হয়েছে। ‘

    শেখ হামিম হাসান জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক প্রশাসন৷ তিনি গত বছর চাকরি থেকে অবসরে যান৷ তিনি ২০২১ সালে বিসিবি নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর ছিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ পাচ জন কাউন্সিলর মনোনয়ন করতে পারে।

    জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন প্রত্যাহার করায় এখন সেই পদে বুলবুলকে পরিচালক মনোনয়ন দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তন বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়। আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিল হিসেবে স্বীকৃতির জন্য বোর্ড সভা কে সভাপতিত্ব করবেন সেটাই দেখার বিষয়।

  • কপোতাক্ষ নদের ভেঙ্গে যাওয়া রিং বাঁধ স্বেচ্ছাশ্রমে আটকানো হয়েছে 

    কপোতাক্ষ নদের ভেঙ্গে যাওয়া রিং বাঁধ স্বেচ্ছাশ্রমে আটকানো হয়েছে 

    আশাশুনি প্রতিনিধি:

    আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সুবিদখালী স্লুইস গেইট সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ে ভেঙে যাওয়া রিং বাঁধ স্বেচ্ছাশ্রমে আটকানো হয়েছে। বুধবার এলাকার মানুষ দীর্ঘ পরিশ্রমে বাঁধ আটকাতে সক্ষম হন।

    স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক এবং শ্রমিক বুধবার রাত ৮টার দিকে বাঁধ আটকানোর কাজ শুরু করেন। রাত দুইটা পর্যন্ত জোয়ার হওয়ার আগ পর্যন্ত একটানা কাজ করে ভাঙ্গনের ৭০ ভাগ কাজ সম্পন্ন করা হয়। পরদিন বৃহস্পতিবার ভাটা শুরু হওয়ার পর সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পুনরায় কাজ করা হয় এবং বাঁধের শতভাগ কাজ সম্পন্ন করা হয়। এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

    বাংলাদেশ সেনাবাহিনীর আশাশুনি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লে. মোঃ রাবীব বাঁধ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেন। বাঁধ তৈরি হওয়ায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। বাঁধ তৈরিতে রামনগর, দক্ষিণ দরগাহপুর গ্রামের জনগণ অগ্রণী ভূমিকা পালন

    করে।

  • গুম হওয়া সাতক্ষীরার  বিএনপি নেতা আবু সেলিমকে ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

    গুম হওয়া সাতক্ষীরার  বিএনপি নেতা আবু সেলিমকে ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

    সাতক্ষীরা প্রতিনিধি:
    আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া সাতক্ষীরা আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রউফের একমাত্র পুত্র সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সেলিমকে ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  হয়েছে।
    সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার(২৯ মে) বিকালে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে  খুলনা রোডস্থ মোড়  শহীদ আসিফ চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
    জেলা যুবদলের সাবেক সমন্বয়ক  আইনুল ইসলাম নান্টা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন  সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুর হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ,  আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, আলিপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান বাদশা,জেলা যুবদলের নেতা আলিমুজ্জামান আলীম ও ফরিদ হোসেন, শ্রমিক নেতা রেজাউল ইসলাম রেজা,প্রভাষক শহিদুল ইসলাম, আবু  সেলিম, শিক্ষক শাহিনুর রহমান, আবু  সেলিমের বড় ছেলে সামির সোয়েদ রাদমীম ও ছোট ছেলে আব্দুল্লাহ সিয়াম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ উপস্থিত।
    বক্তারা বলেন, বিএনপিকে দমিয়ে রাখতে হাসিনা সরকার আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আজও তাদের খুঁজেও পাওয়া যায়নি। তাদের জন্য পরিবারের লোকজন অপেক্ষায় রয়েছে। ২০১১ সালের ২৯ শে মে এই দিনে ঢাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাতক্ষীরার যুবদল নেতা আবু সেলিমকে  তুলে নিয়ে যাওয়া হয়। আজ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরের পদার্পণ হচ্ছে তার কোন সন্ধান মেলেনি। সাতক্ষীরার আবুল সেলিম গুমের পিছনে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা শওকত হোসেন জড়িত আছে, তাকে গ্রেফতার করে রিমান্ড  নিলে আবু সেলিমকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে বক্তারা জানান ।
     শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়নাঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। আমরা সাতক্ষীরার যুবদলের নেতা আবু সেলিমসহ বাকিদেরও ফেরত চাই।
    সমগ্র সমাবেশ পরিচালনা করেন জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন।
  • আশাশুনির বড়দল ইউনিয়ন পরিষদে বাজেট সভা অনুষ্ঠিত

    আশাশুনির বড়দল ইউনিয়ন পরিষদে বাজেট সভা অনুষ্ঠিত

    আশাশুনি প্রতিনিধি:

    আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ২০২৫ এর বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তরের গোফর ইম্প্যাক্ট প্রজেক্ট এর মাধ্যমে প্রাক বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান। এ সময় বড়দল ইউপির সচিব জয়দেব কুমার মল্লিক, রূপান্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহিদ হাসান উদয়, মোঃ ইউনুচ আলী, ইউপি সদস্যবৃন্দ, স্ট্যান্ডিং কমিটি ও ইউডিসিসি কমিটির সদস্যবৃন্দ, সাধারণ জনগণের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
  • সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা

    সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা

    সুন্দরবনে প্রবেশে তিন (০৩)মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে সুন্দরবনের পশ্চিম বনবিভাগ। পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত উক্ত বিধিনিষেধ বলবৎ থাকবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এসময়ের মধ্যে কোন বনজীবিকে সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র (পাস) দেয়া হবে না। একইভাবে উক্ত নির্দিষ্ট সময়ে কোন পর্যটকও সুন্দরবনে প্রবেশ করতে পারবে না।
    জীব ও প্রাণ বৈচিত্র্য রক্ষার জন্য সুন্দরবনকে বিশ্রাম দিতে এমন সিদ্ধান্ত বলে দাবি বনবিভাগের। ইতিপুর্বে দুই মাস বা ৬০দিনের জন্য সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা ছিল। তবে ২০২১সালে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে নিষেধাজ্ঞার সময়সীমা আরও ৩০দিন বা এক মাস বৃদ্ধি করা হয়।
    সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান জানান জুন, জুলাই ও আগস্ট মাস সুন্দরবন থেকে সব ধরনের সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম বন্ধ থাকবে। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান স্বাক্ষরিত এতদসংক্রান্ত একটি লিখিত নির্দেশনা তারা গত ২৩ মে তারিখে হাতে পেয়েছেন। যার প্রেক্ষিতে বনবিভাগের সকল অফিস হতে ২৬ মে থেকে সুন্দরবনে প্রবেশের পাশ (অনুমতিপত্র) প্রদান বন্ধ করা হয়েছে। একই সাথে আগে পাশ নিয়ে এখনো যারা সুন্দরবনে অবস্থান করছে তাদের ৩১ মে তারিখের মধ্যে লোকালয়ে ফিরতে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও জানান, সারা বছর হাজার হাজার বনজীবি সুন্দরবন থেকে মাছ, কাঁকড়াসহ গোলপাতা ও মধু আহরণ করেন। তাই সুন্দরবনের বিশ্রাম দেয়ার মাধ্যমে সেখানকার প্রকৃতি প্রতিবেশসহ জীব-প্রাণ বৈচিত্র্য রক্ষার জন্য প্রতি বছর তিন মাস এ ধরণের নিষেধাজ্ঞা দেয়া

  • সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ আটক-১

    সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ আটক-১

    সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ রুহুল আমিন (৬৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। আটক রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির পুত্র।

    বৃহস্পতিবার (২৯ মে) ভোরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-এর সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বারসহ তাকে আটক করে।

    বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এরুপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

    এ সময় আভিযানিক দল ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা নামক স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন (৬৮)কে আটক করে।

    পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ০১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম যার মূল্য ছেষট্টি লক্ষ আশি হাজার আটশত পঁচাশি টাকা।

    এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

  • ঈদের আগে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট

    ঈদের আগে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট

    ন্যাশনাল ডেস্ক  : আগামী ১ জুন থেকে নতুন ডিজাইনের এক হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে আসছে। ইতোমধ্যে নতুন নোটের ছবিও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে ব্যাংকের অন্য শাখায় নতুন নোট ইস্যু করা হবে।

    বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র (চলতি দায়িত্ব) মহুয়া মহসীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে নতুন নোটের ছবিসহ ওই বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের এসব নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোটও (বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

  • সাগরে গভীর নিম্নচাপ, বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ৮০ কিলোমিটার বেগে

    সাগরে গভীর নিম্নচাপ, বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ৮০ কিলোমিটার বেগে

    বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। বৃহস্পতিবার(২৯ মে) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

    এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

    এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটারে পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

    বিশেষ এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর ২ থেকে ৪ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তরের এর আগের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

    মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, যা পরে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়। বৃহস্পতিবার সেটি গভীর নিম্নচাপে রূপ নিল। আর এর প্রভাবেই এ বৃষ্টি থাকতে পারে সারাদিন।

    আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আজ থাকতে পারে সারাদিন। আগামীকাল শুক্রবারও বৃষ্টি ঝরতে পারে। দেশের চার বিভাগেই বর্ষণের সতর্কবার্তা ইতিমধ্যেই দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

    ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের চার বিভাগের নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে আসতে পারে; বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় বেলা ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝড়ের আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

    অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ: বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসাথে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

    বিআইডব্লিউটিএ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে। বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল থেকে বরিশাল নদী বন্দরে একটিও লঞ্চ ছেড়ে যায়নি বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। বৃহস্পতিবার সকাল থেকে দমকা বাতাস, বৃষ্টি এবং নদী কিছুটা উত্তাল থাকায় বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে পুনরায় লঞ্চ চলাচল শুরু হ‌বে। তবে এ সময়, ফেরি চলাচল স্বাভা‌বিক আছে।

  • আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা করা হবে

    আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা করা হবে

    আগামী ২ জুন জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

    পূর্ব রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে।

    জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করার অনুরোধ করা হয়।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, এবারের বাজেট হবে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বাজেট। সরকারের লক্ষ্য হলো ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা। যেখানে বাজেটের একটি বড় অংশ শুধু ঋণ ও সুদ পরিশোধেই খরচ হয়।

    সরকার আগামী অর্থবছরে মোট ব্যয় জিডিপির ১২ দশমিক ৭ শতাংশে সীমাবদ্ধ রাখতে চায়। যা চলতি অর্থবছরের মূল বাজেটে ছিল ১৪ দশমিক ২ শতাংশ। বাজেটের আকার তুলনামূলকভাবে ছোট হলেও, এটি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিকে সামনে রেখে তৈরি করা হচ্ছে।

  • সাতক্ষীরায় কোবলা সূত্রে প্রাপ্ত জমি আপন ৩ ভাই কর্তৃক অন্য ভাইদের সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা অভিযোগ

    সাতক্ষীরায় কোবলা সূত্রে প্রাপ্ত জমি আপন ৩ ভাই কর্তৃক অন্য ভাইদের সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা অভিযোগ

    সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

    সাতক্ষীরা প্রতিনিধি :
    সাতক্ষীরায় অবৈধ লোভের বশবর্তী হয়ে কোবলা সূত্রে প্রাপ্ত সম্পত্তি ৩ ভাই কর্তৃক অন্য ভাইদের সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অন্য ভাইদের পক্ষে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মৃত দাউদ আলী বিশ^াসের ছেলে মো: খায়রুল আলম।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ৭ ভাই। সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়নের মাদারতলা মৌজায় জে এল ৯৫. এস এ ৮৬ নং খতিয়ানে ৩ একর ২৪ শতক সম্পত্তির মধ্যে ৪৬.৩৩ শতক সম্পত্তি কবলা সূত্রে ৭ ভাইয়ের মধ্যে সমভাবে বণ্টন করা হয়। সেখানে মৎস্য ঘের পরিচালিত হয়ে আসছে। সে অনুযায়ী আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি ৭ ভাইয়ের মধ্যে ৩ ভাই শহিদুল ইসলাম, আব্দুল রশিদ ও নুরুল ইসলাম আমাদের ৪ ভাইয়ের সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা শুরু করে। একপর্যায়ে গত ২৩/৫/২৫ তারিখ সন্ধ্যা ৭টার দিকে শহিদুল ইসলাম, আব্দুল রশিদ ও নুরুল ইসলামসহ ২৫ থেকে ৩০ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের মৎস্যঘেরের মধ্যে অনাধিকার প্রবেশ করে জাল দিয়ে মাছ ধরতে থাকে। ঘেরের ভেড়ী কেটে দিয়ে লুটপাট চালায়। সেখানে থাকা ঘের কর্মচারী জীবন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে আমিসহ অন্য ভাইসহ তাদের পরিবারের সদস্যরা সেখানে গেলে আমাদের মারপিট করে গুরুতর আহত করে। একপর্যায়ে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যাওয়ার সময় খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে। এ বিষয়ে আমি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে থানায় বসাবসি হলেও কোন সমাধান হয়নি। এরপর থেকে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
    তিনি আরো বলেন, আমি খায়রুল আলম, খায়রুল বাশার ও শামসুর এবং প্রয়াত কবির আহমেদ এর সম্পত্তি তারা অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে ঐ পর সম্পদলোভী তিন ভাই শহিদুল ইসলাম, আব্দুল রশিদ ও নুরুল ইসলাম। আমি নিজে অসুস্থ্য, আমাদের ছোট ভাই কবির মারা গেছেন এবং অপর বিবাদী ভাইরা অবস্থাশালী। ফলে তাদের বাহিনীর কাছে আমরা ধরাশয়ী হয়ে পড়েছি। কাগজপত্র থেকে শুরু সকল কিছু আমাদের পক্ষে রয়েছে। কিন্তু তারপরও আইন আদালতের তোয়াক্কা না করে সম্পূর্ণ গায়ের জোরে ওই তিন ভাই নামের পর সম্পদ লোভীরা দখলের পায়তারা চালাচ্ছে।
    তিনি ওই লোভীদের কবল থেকে কোবলা সম্পত্তি রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • তালায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

    তালায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

    তালা প্রতিনিধি
    বৃহস্পতিবার (২৯ মে) সকালে তালা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  সাপোটিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত উক্ত  প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ও  স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার। কর্মশালায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ন-সচিব (উন্নয়ন) ডঃ প্রকাশ কান্তি চৌধুরী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায় ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ কামাল হোসেন। কর্মশালায় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোমেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক কর্মকর্তা গোবিন্দ সাধুসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায়  ৩২ জন মহিলার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ করা হয়।
  • বিএটি’র সিগারেট ফ্যাক্টরী অপসারনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

    বিএটি’র সিগারেট ফ্যাক্টরী অপসারনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

    ন্যাশনাল ডেস্ক: ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটি’র অবৈধ সিগারেট ফ্যাক্টরী অপসারণ, বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের। বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

    এসময় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ এবং জেলা প্রশাসকের নেতৃত্বে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানান শ্রমিকরা।

    বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিড়িতে কোনো শুল্ক ছিল না। কিন্তু দেশি-বিদেশী কিছু এনজিও এবং বিদেশী বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়ি কারখানা গুলো ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে। ফলে শিল্পটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এবং বেকারত্বের আশঙ্কায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ অসহায় নারী ও পুরুষ শ্রমিক। বিড়ি শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ২০২২৫-২৬ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বাড়ানোর কোনো পরিকল্পনা থাকলে সারাদেশের ১৮ লাখ বিড়ি শ্রমিক নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব। এছাড়া নকল বিড়ি উৎপাদন এবং বিক্রি বন্ধে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

    সাধারণ সম্পাদক হারিক হোসেন বলেন, ঢাকা সেনানিবাস আবাসিক এলাকায় বিএটি’র সিগারেট ফ্যাক্টরী পরিবেশ ও জনস্বাস্থের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিএটি আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাসিক এলাকায় অবৈধ সিগারেট ফ্যাক্টরী পরিচালনা করছে। আমাদের প্রশ্ন হলো, বিএটি কি সরকারের চেয়েও ক্ষমতাশালী? সুতরাং অতি দ্রুত বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরী অপসারন, শুল্ক ফাঁকিসহ তাদের সকল প্রকার আগ্রাসন বন্ধ করতে হবে।বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমূখ।

  • বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি : ড. ইউনূস

    বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি : ড. ইউনূস

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্রে মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

    বৃহস্পতিবার জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বিভিন্ন দেশে সংঘাত তিনি বলেন, এশিয়া এবং এর বাইরেও একের পর এক সংঘাত হচ্ছে, যার ফলে শান্তি এখন অধিকাংশ ক্ষেত্রেই অধরা হয়ে উঠেছে। ইউক্রেন, গাজা ও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশে যুদ্ধ ও মানবসৃষ্ট সংকটে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা ধ্বংস হচ্ছে।

    ড. ইউনূস বলেন, যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, অথচ সেই অর্থের অভাবে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। মিয়ানমারে গৃহযুদ্ধ এক নৃশংস রূপ নিয়েছে এবং সাম্প্রতিক ভূমিকম্প সেই সংকটকে আরও গভীর মানবিক বিপর্যয়ে পরিণত করেছে।

  • সাতক্ষীরায় পিকআপ উল্টে আম ব্যবসায়ি নিহত

    সাতক্ষীরায় পিকআপ উল্টে আম ব্যবসায়ি নিহত

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আম ভর্তি পিকআপ উল্টে গাড়ির নিচে চাপা পড়ে এক আম ব্যবসায়ি নিহত হয়েছে। বুধবার (২৮ ম) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘারিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আম ব্যবসায়ির নাম মো. শহিদুল ইসলাম (৪৫)। তিনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের সীমান্তবর্তী রুদ্রপুর গ্রার মো. আব্দুল মজিদ এর ছেলে।

    পুলিশ জানায়, আম ব্যবসায়ি শহিদুল ইসলাম সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের আড়ৎ থেকে আম কিনে পিকআপে করে যশোর নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় শহিদুল ইসলাম পিকআপের উপর বসে ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া মোড় এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি পরিবহন সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় উপরে বসে থাকা আম ব্যবসায়ি শহিদুল ইসলাম গাড়ির নিচো চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে শহিদুলের মরদেহ উদ্ধার করে।

    সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সাতক্ষীরায় পুশইনকৃত ২৩ বাংলাদেশীকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে

    সাতক্ষীরায় পুশইনকৃত ২৩ বাংলাদেশীকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে

    সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে পুশইন করা নারী ও শিশুসহ ২৩ বাংলাদেশীকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ইমরান হোসেন সদর থানা থেকে তাদেরকে একটি বাসে উঠিয়ে দেন।

    এসব বাংলাদেশী নাগরিকরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের জাবেদ আলী, জাবেদ আলীর স্ত্রী শিউলী বেগম, জাবেদের পুত্র সুমন হোসেন, নুর আলী ও সজীব, সুমন মিয়ার স্ত্রী খুশি বেগম, নুর আলমের স্ত্রী সম্পা খাতুন, একই জেলার ভুরুঙ্গামারী উপজেলার আঙারিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র মোশাররফ হোসেন, মোশারফ হোসেন স্ত্রী লাইলি বেগম, মোশাররফের কন্যা মোর্শেদা খাতুন ও মিম খাতুন, মোশাররফের পুত্র লুৎফর রহমান লাবিব, একই জেলার মোক্তারকুটি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের স্ত্রী আনজুয়ারা, কন্যা সুমাইয়া খাতুন, পুত্র আব্দুল্লাহ, বড়ভিটা গ্রামের মমিন আলীর পুত্র মজিবর রহমান, মজিবর রহমানের স্ত্রী মোর্শেদা বেগম, চন্দ্রখানা গ্রামের তাজুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম, তাজুল ইসলামের কন্যা শাফিরানা, দুলালী ও পুত্র শাকিল এবং ঝালকাঠি জেলার দারকী গ্রামের আব্দুল গফফারের পুত্র আব্দুল কাইয়ুম।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৭ মে) ভোর রাত ৫ টার দিকে ভারতীয় বিএসএফ কইজুরী ক্যাম্পের সদস্যরা খলিশা ও সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২৩ বাংলাদেশীকে পুশইন করে। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৯ জন শিশু। এসময় কুশখালী সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে সকালে তাদেরকে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ান সদর দপ্তরে পাঠায়। বিকালে তাদেরকে সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের কাছে হস্তান্তরের জন্য একটি বাসযোগে তাদের সবাইকে কুড়িগ্রাম পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে।

    সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, ভারতীয় বিএসএফ কর্তৃক পুশইনকৃত ২৩ বাংলাদেশী নাগরিককে ২৭ মে বিকালে সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করে দেখা যায় তারা সবাই বাংলাদেশী নাগরিক। তাদের মধ্যে ২২ জনের বাড়ি কুড়িগ্রাম ও ১ জনের বাড়ি ঝালকাটিতে। কুড়িগ্রাম যেহেতু সাতক্ষীরা থেকে অনেক দূরে এজন্য একটি বাসে করে তাদেরকে কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হচ্ছে। সেখান থেকে কুড়িগ্রাম পুলিশের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

    এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক ও সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • মোংলার ২৩০ কি.মি. দূরে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা বাড়ছে

    মোংলার ২৩০ কি.মি. দূরে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা বাড়ছে

    বিশেষ ডেস্ক  : বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ২৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় (২০.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৫° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই আবহাওয়াবিদ জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

    এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

  • তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধ কে পিটিয়ে হত্যা, আহত ১!

    তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধ কে পিটিয়ে হত্যা, আহত ১!

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

    সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামে গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে মুড়াগাছা গ্রামের মৃত্যু ওমর আলী শেখের ছেলে। সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান ও তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
    বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার মুড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
    প্রাপ্ত তথ্যে জানা যায়, দুপুরে মোকসেদ আলী ধান ঝাড়ার সময় চাচাতো বোন রুপবানের গরু এসে ধান খাচ্ছিল। তাদের গরু আটকাতে বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় মুড়াগাছা গ্রামের আনিস শেখের স্ত্রী রুপবান (৫৫), ছেলে আক্তারুল শেখ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৮) সহ কয়েক জন মিলে মোকসেদ আলী কে বেধড়ক মারপিট করে এবং পাশে থাকা ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
    নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানান, আজ গরুতে ধান খাওয়া কে কেন্দ্র করে আক্তারুল, তার মা রুপবান, স্ত্রী সুমি বেগম ও চাচাতো ভাই সুমন শেখ মিলে মোকসেদ আলী কে পিটিয়ে হত্যা করেছে। মারামারির একপর্যায়ে পাশে থাকা ইট দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এঘটনায় আক্তারুল পালাতোক রয়েছে বলে জানান তারা।
    এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিলো।