Blog

  • ১৬ জুনের আগেই হাজিরা দিতে হবে শেখ হাসিনাকে? জারি হলো পরোয়ানা!

    ১৬ জুনের আগেই হাজিরা দিতে হবে শেখ হাসিনাকে? জারি হলো পরোয়ানা!

    জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১ জুন (রোববার) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    এই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক রয়েছেন। আদালত আগামী ১৬ জুনের মধ্যে তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে।

    উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠামো পুনর্গঠন করা হয় এবং এরপরই এই ঘটনায় প্রথম একটি বিবিধ মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা এখন একটি পূর্ণাঙ্গ মামলায় রূপ নিয়েছে। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

    এই মামলার তদন্ত প্রতিবেদন গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। প্রচলিত বিধি অনুযায়ী, তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয়, যা তিনি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন।

    পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে মোট তিনটি মামলা চলছে। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে। এছাড়া, তাঁর শাসনামলে গুম ও হত্যার অভিযোগ এবং হেফাজতে ইসলামের মতিঝিল শাপলা চত্বরে সমাবেশে প্রাণহানির ঘটনায় আরও দুটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে।

  • এবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষনা করবে সরকার

    এবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষনা করবে সরকার

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলতি বাজেটের চেয়েও ছোট বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী ২০২৫–২৬ অর্থবছর সরকারি ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

    আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় কিছু কর্মসূচিতে ভাতার পরিমাণ ও উপকারভোগী বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানে সুযোগ তৈরির উদ্যোগ থাকবে গ্রামীণ পর্যায়ে। এজন্য উজ্জীবিত করা হবে রাস্তাঘাট নির্মাণ, সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযজ্ঞকে।

    জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। আগামী সোমবার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

    আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ওইদিন বিকেল ৪টায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকে ‘ফিড’ নিয়ে অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারে একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে তথ্য বিবরণীতে।

    এর আগে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। সেদিনও ছিল সোমবার। বেলা ৩টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়েছিল মির্জ্জা আজিজুল ইসলামের বাজেট বক্তব্য।

    তারপর আওয়ামী লীগের চার মেয়াদে সাড়ে ১৫ বছরে আবুল মাল আবদুল মুহিত টানা ১০ বার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং আবুল হাসান মাহমুদ আলী একবার জাতীয় বাজেট উপস্থাপন করেন। নির্বাচিত সরকারের আমলের এসব বাজেট জাতীয় সংসদেই উপস্থাপন করা হয়। পরে মাসজুড়ে সেই প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হত সংসদে। জুন মাসের শেষ দিকে সংসদে পাস হত নতুন অর্থবছরের বাজেট।

    এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। তবে বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের নিকট মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে। এরপর আগামী ২৩ জুনের পর যেকোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে।

    সবশেষ ২০২৪-২০২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জুলাইয়ে নতুন অর্থবছর শুরুর পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এবার বাজেটের আকার সামান্য ছোট হয়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় কমছে।

  • আশাশুনিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে এলজিইডির পিচের রাস্তা সঠিকভাবে কাজ

    আশাশুনিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে এলজিইডির পিচের রাস্তা সঠিকভাবে কাজ

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গার ছমিল মোড় টু তেতুলিয়ার ব্রীজের এলজিডির মেইন পিচের রাস্তা সঠিকভাবে কাজ করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় আশাশুনিতে কর্মরত ক্যাম্প কমান্ডার লে. লাবিব ঘটনাস্থলে পৌঁছে চলমান রাস্তার কাজের জটিলতা সৃষ্টি হলে বড়দল ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, আল আমিন যুব সংঘের সভাপতি ও সাংবাদিক এস এম শরিফুল ইসলাম শরীফ সহ এলাকাবাসী ও এলজিডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপ্পি এবং মেসার্স সরদার এন্টার প্রাইজের কন্টাকটার মুকুল সরদারের প্রতিনিধি সবাইকে এক জায়গায় করেন। সবাইর কথা শুনে বুঝে তাদের উপস্থিতিতে সরকারি এস্টিমিটেট অনুযায়ী মাপ জরিপ করে পূর্বের ন্যায় সঠিকভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য শুক্রবার সকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ রাস্তার কাজটি তিন ফুট ছোট করে এজিং বসিয়ে নির্মাণ করায় এলাকাবাসী উপস্থিত হয়ে কাজটি বন্ধ করে দেয়। এরিপ্রেক্ষিতে বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ প্রকাশ হওয়ায় শনিবার সন্ধ্যায় ক্যাম কমান্ডার ঘটনাস্থলে পৌঁছে সেটি সমাধান করে দেওয়া হয়েছে। সঠিকভাবে কাজ করার দিকনির্দেশনা প্রদান করায় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
  • সাতক্ষীরায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

    সাতক্ষীরায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় সীমান্তবর্তী জনসাধারণর স্বাস্থ্যসেবার নিমিত্তে মেডিকেল ক্যাম্পেইন করেছে বিজিবি।
    শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ব্যবস্থাপনায় ঘোনা বিওপিতে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
    মেডিকেল ক্যাম্পেইনে ঘোনা বিওপির আওতাধীন বসবাসকারী গবীর, দুস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ নির্ণয় করতঃ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ১৪১ জন  (পুরুষ-৪৮ জন, মহিলা-৬৯ এবং শিশু  রোগী-২৪ জন) জনসাধারণকে চিকিৎসা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়েছে।
    সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।
  • সন্ত্রাসী আনসার মিস্ত্রীর বিরুদ্ধে জবেদ আলী মুকুলের নামে অপপ্রচারের অভিযোগ

    সন্ত্রাসী আনসার মিস্ত্রীর বিরুদ্ধে জবেদ আলী মুকুলের নামে অপপ্রচারের অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি:
    শ্যামনগরে আনসার মিস্ত্রীর বিরুদ্ধে ব্যবসায়ী জবেদ আলী মুকুলের নামে অনলাইনে নানারকম কুৎসা ছড়ানো এবং হুমকির অভিযোগ উঠেছে।
    শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত জবেদ আলী মুকুল তার অভিযোগে বলেন, একই উপজেলা ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত হোসেন আলী মিস্ত্রি ছেলে আনসার মিস্ত্রী ও তার চাচা মৃত ফকির মিস্ত্রিথ ছেলে হামিদ মিস্ত্রি মুকুলের বিরুদ্ধে অনলাইনে নানারকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
    জাবেদ আলী মুকুল বলেন, তার বিরুদ্ধে আনসার মিস্ত্রি তাকে ব্যবসায়িক ক্ষতি করতে, সামাজিকভাবে হেও করতে এবং এবং রাজনৈতিকভাবে ক্ষয়ক্ষতি করতে অনলাইনে ভুয়া পেজ খুলে বিভিন্ন প্রচার চালাচ্ছে। ইতিমধ্যে আনসার মিস্ত্রি ভুয়া পুলিশ নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করেছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
    উল্লেখ্য: আনসার মিস্ত্রী ও তার চাচা হামিদ মিস্ত্রী এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিতি। আনসার মিস্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, অস্ত্র মামলা, গরু চুরি মামলা, মাদক মামলা, ঘের দখল, জাল দলিল তৈরির অভিযোগ রয়েছে। এসব মামলায় আনসার মিস্ত্রী জেল খেটেছে। শ্যামনগরের একজন জনপ্রতিনিধির আশ্রয়ে-প্রশ্রয়ে বিগত দশ বছর সে এলাকায়
    ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
    ভুক্তভোগী জাবেদ আলী মুকুল ও তার পরিবার সন্ত্রাসী আনসার মিস্ত্রী ও তার চাচা হামিদ মিস্ত্রির এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং নিরাপত্তা দাবি করেছেন।
    এই রিপোর্ট লেখার সময় ভুক্তভোগী জাবেদ আলী মুকুল সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
  • যশ-নুসরাত থাকছেন আলাদা , মাঝে তৃতীয় ব্যক্তির গুঞ্জন

    যশ-নুসরাত থাকছেন আলাদা , মাঝে তৃতীয় ব্যক্তির গুঞ্জন

    বিনোদন বক্স : টালিউড তারকা যশ দাশগুপ্ত এবং এবং নুসরাত জাহান কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় রয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ তারকা দম্পতি তাদের মধ্যে নাকি দূরত্ব বেড়েছে। তৃতীয় ব্যক্তির কারণেই নাকি তাদের এমন দূরত্ব তৈরি হয়েছে। এর সূত্র ধরেই টালিউডে ব্যাপক জল্পনা-কল্পনা যশ এবং নুসরাতের আলাদা থাকা নিয়ে।

    সম্প্রতি লক্ষ্য করা হয় যে ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করে দিয়েছেন যশ এবং নুসরাত। শুধু তাই নয়, নুসরাত একের পর এক ইঙ্গিতবহ পোস্ট করায় সেই আলোচনা আরও জোড়াল হতে থাকে। এমন সময় একদিকে যশ তার বড় ছেলেকে (প্রথম পক্ষের) নিয়ে থাইল্যান্ড বেড়াতে যান, আর নুসরাত বাবা মা, ছেলেকে নিয়ে দার্জিলিং বেড়াতে যান। এ কারণে সব কিছু মিলিয়েই তাদের অনুরাগীদের মধ্যে থেকে টলিউডের অন্দর, সর্বত্রই গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা নাকি আলাদা হয়েছেন।

  • কলারোয়ায় ছাগল-রাজহাস পুরষ্কারের ৮দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    কলারোয়ায় ছাগল-রাজহাস পুরষ্কারের ৮দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    ➤খেলায় চ্যাম্পিয়ন আখড়াখোলা বল্লী ইউনিয়ন দলকে একটি ছাগল পুরষ্কার।
    ➤রানার্সআপ নগরঘাটা কালীবাড়ি দলকে একটি রাজহাস পুরষ্কার দেওয়া হয়।
    সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ধানদিয়া মিশন যুব সংঘের উদ্যোগে ৮দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শক্রুবার সকাল ১১ঘটিকায় খেলাটি উদ্ধোধন হয়ে সন্ধ্যার আগ পর্যন্ত গড়ায়। খেলা শেষে চ্যাম্পিয়ন দল আখড়াখোলা বল্লী ইউনিয়ন কে একটি ছাগল ও রানার্সআপ নগরঘাটা কালীবাড়ি দলকে একটি রাজহাস পুরষ্কার দেওয়া হয়।
    উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী ছিদ্দিকুর রহমান গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান হাসান, আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আলোর সন্ধান পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা ও ক্যামেরাম্যান রবিউল ইসলাম, রনি সরকার প্রমুখ।
    খেলায় চ্যাম্পিয়ন আখড়াখোলা বল্লী ইউনিয়ন ও নগরঘাটা রানার্সআপ কালীবাড়ি। চ্যাম্পিয়ন দলকে একটি ছাগল ও রানার্সআপ দলকে একটি রাজহাস পুরষ্কার দেওয়া হয়।
    খেলাটি সার্বিকভাবে পরিচালনায় করেন, শাওন, সরোজিত, অন্তর, বিকাশ, সনজিত প্রমুখ।
  • ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের

    ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের

    বর্তমান সভ্যতা ধ্বংসের দিকে এগোচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন, পৃথিবীকে রক্ষায় ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার জন্য। শুক্রবার (৩০ মে) জাপানের টোকিওতে সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যে সভ্যতা তৈরি করছি, তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করে দেবে।

    ড. ইউনূস বলেন, বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানবজাতির টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, কারণ বিশ্বজুড়ে পরিবেশের ওপর ধ্বংসাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।

    ড. ইউনূসের ‘থ্রি জিরো ক্লাব’ ধারণা মূলত তিনটি শূন্যের ভিত্তিতে গড়ে তোলা- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। তার মতে, ভবিষ্যৎ প্রজন্মকেই এ লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে আসতে হবে। এখন সবাই কেবল তাদের মুনাফা সর্বাধিক করতে চাচ্ছে।

    বিশ্বের সম্পদের সিংহভাগ এখন খুব অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত, যাকে তিনি এক অভিশাপ হিসেবে উল্লেখ করেন।

    অধ্যাপক ইউনূস বেকারত্বের সমস্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জগুলোর দিকেও আলোকপাত করেন।

    ‘থ্রি জিরো ক্লাব’ সম্পর্কে তিনি বলেন, পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না।

    তরুণ প্রজন্মকে নতুন এক বিশ্ব গড়তে সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে এই নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বলেন, চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে।

    মানুষের সহজাত উদ্যোক্তা হওয়ার ক্ষমতার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘যদি তোমার মধ্যে সৃজনশীলতা না থাকে, তবে তুমি কিছুই নও…প্রত্যেক মানুষের মধ্যেই সৃজনশীলতা আছে।’

    তিনি উদ্যোক্তা তৈরি করতে সামাজিক ব্যবসায় ক্লাব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

    ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি নতুন পৃথিবী কল্পনা করো, কারণ কল্পনা তোমাকে নিজেকে উন্মুক্ত করার ক্ষমতা দেয়।’

    ড. ইউনূস অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জানান কীভাবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক থাকাকালে পাশের একটি ছোট গ্রামে ক্ষুদ্রঋণের যাত্রা শুরু করেন।

    অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয় থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন।

  • সাতক্ষীরায় দু:স্থদের খাবার বিতরণে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

    সাতক্ষীরায় দু:স্থদের খাবার বিতরণে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুর ১২ টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্ত্বরে এই খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

    সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। এ সময় বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, কৃষি ও শিল্পে বিপ্লব, খাল খনন ও বৃক্ষরোপণ, শিক্ষা ও প্রশাসন সংস্কার, আইনের শাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা, সরকারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কারে গণআকাঙ্ক্ষার প্রতিফলন প্রতিটি ক্ষেত্রে শহীদ জিয়া রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত, এক অমোচনীয় চিহ্ন। মাত্র চার বছরে তিনি বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন চার দশকের চেয়েও বেশি যা আজও ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায় হয়ে আছে।

    এদিকে জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের সঙ্গীতা মোড়ে দুপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, মো. ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক মো. শাহাদাত হোসেন, জেলা ইমরত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, জাতীয়তাবাদী ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিকদল ভি.আই.পি সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজীসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।

  • যুক্তরাষ্ট্র দেশে পাঠালো ১০৮০ ভারতীয়কে

    যুক্তরাষ্ট্র দেশে পাঠালো ১০৮০ ভারতীয়কে

    চলতি বছর ১ হাজার ৮০ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়সওয়াল বলেছেন, অভিবাসন সংক্রান্ত বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। যাদেরকে প্রত্যাবর্তন করা হয়েছে, তারা হয় সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন অথবা অবৈধভাবে ভ্রমণ করছিলেন।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প প্রশাসন সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাই জোরদার করার বিষয়টি বিবেচনা করছে। এ কারণে বুধবার বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকারের সময়সূচি না দেয়ার নির্দেশ দেন তিনি।

  • বাঁচা-মরার ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

    বাঁচা-মরার ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

    জয়ের নেই কোনো বিকল্প, তাই হারলে সিরিজ শেষ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আজ শুক্রবার (৩০ মে) বাংলাদেশের জন্য বাঁচা-মরার। এমন ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ।

    বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘সিরিজ এখনও শেষ হয়নি। আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ছেলেরা। আশাকরি আমরা ফল বের করতে পারব। উইকেট বেশ ভালোই মনে হচ্ছে।’

    পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘আমরা ছন্দে আছি। ছেলেরা সিরিজ জিততে মুখিয়ে আছে। উইকেট দেখে আলাদা মনে হয়নি। বাংলাদেশ ভালো দল, তবে আমরা জয়ের জন্যই খেলব।’

  • বিসিবির নতুন সভাপতি বুলবুল

    বিসিবির নতুন সভাপতি বুলবুল

    বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল । মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

    সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ শুক্রবার বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন বুলবুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

    তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

    জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলামের সভাপতি হওয়ার পথ পরিস্কারই ছিল। বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

    এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

    গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

  • তালায় রিব’র ফোকাস গ্রুপ ডিসকাশন সভা

    তালায় রিব’র ফোকাস গ্রুপ ডিসকাশন সভা

    তালা প্রতিনিধি : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত জনজীবনে সৃষ্ট প্রভাব, জেন্ডার ন্যায্যতা, দলিত জনগোষ্ঠী সামাজিক-আর্থিক সমস্যা এবং নারী ও শিশুদের সমস্যাসমূহ চিহ্নিত করার লক্ষে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে সাতক্ষীরার তালায় বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৭ মে থেকে ২৯ মে ২৫ পর্যন্ত ধারাবাহিক ভাবে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, পরিত্রাণ, অগ্রগতি সংস্থা, ভূমিজ ফাউন্ডেশন এবং উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিং স্ব স্ব সংস্থার সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

    ফোকাস গ্রুপ ডিসকাশনে রিইব-এর পরিচালক ও প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম এবং প্রকল্পের প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান সহ এনজিও প্রতিনিধি, দলিত প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    আলোচনায় উঠে আসে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের চলমান কর্মকাণ্ডে জেন্ডার জাস্টিস ও ক্লাইমেট জাস্টিসকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তারা স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, এবং পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে একটি ন্যায্য ও টেকসই সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

  • আশাশুনিতে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    আশাশুনিতে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে পরিষদের সহ-সভাপতি এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
    সাধারণ সম্পাদক জিএম আল ফারুক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের উপদেষ্টা বড়দল কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা মনছুর রহমান, পরিষদের সহ-সভাপতি খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি হাসান ইকবাল মামুন, সহ-সভাপতি প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক শরফুদ্দীন, সাহিত্য সম্পাদক আলাউল ইসলাম, অর্থ সম্পাদক প্রসাদ বৈরাগী, প্রচার সম্পাদক কুতুব উদ্দিন, কার্য নির্বাহী সদস্য এম এ হাদি, ডাঃ শাহজাহান হাবিব প্রমুখ। সভায় জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় রচিত “ক্ষণজন্মা এক আদর্শবান সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান” প্রবন্ধটি সকলের মাঝে বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান।
  • সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

    সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

    সাতক্ষীরা প্রতিনিধি  :  জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল ৩টায় সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সার্কিট হাউজ মোড়ে এই খাবার বিতরণ করা হয়। সাতক্ষীরা পৌরসভার ৯নং ওর্ডের সভাপতি প্রার্থী ইলিয়াস হোসেন বকুলের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।এ সময় দুইশত অসহায় দুস্থদের মাঝে এই খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সাবেক যুগ্ন-আহবায়ক আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম,সদর থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সামাদ আলী, শ্রমিক দলের নেতা রেজাউল ইসলাম রেজা, নাসির খান, আজিবারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • আশাশুনিতে এলজিইডির পিচের রাস্তা সংস্কার পূর্বের ন্যায় করার দাবি এলাকাবাসির

    আশাশুনিতে এলজিইডির পিচের রাস্তা সংস্কার পূর্বের ন্যায় করার দাবি এলাকাবাসির

    আশাশুনিতে এলজিইডির পিচের রাস্তা ১৫ ফুট কিন্তু নতুন করে সংস্কার হচ্ছে ১২ফুট! রাস্তাটি পূর্বের ন্যায় ১৫ ফুট করার দাবি এলাকাবাসি

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গার ছমিল মোড় টু তেতুলিয়ার ব্রীজের এলজিডির মেইন সড়ক পূর্বে পিচের রাস্তা ছিল ১৫ ফুট কিন্তু নতুন করে সংস্কার হচ্ছে ১২ ফুট। রাস্তাটি পূর্বের ন্যায় ১৫ ফুট করার জোর দাবি এলাকাবাসীর। এমতাবস্থায় শুক্রবার সকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ কাজটি বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বড়দল ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, গোয়ালডাঙ্গা আল-আমিন যুব সংঘের সভাপতি ও সাংবাদিক এস এম শরিফুল ইসলাম শরীফ, হাফেজ রুহুল আমিনসহ স্থানীয়রা জানান, দীর্ঘদিন রাস্তাটি অবহেলিত ভাবে পড়ে ছিলো। এই রাস্তা দিয়ে সাতক্ষীরা জেলার আশাশুনির দক্ষিণ অঞ্চল প্রতাপনগর, খুলনা জেলার তালা, পাইকগাছা ও কয়রা উপজেলার যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। রাস্তাটি দক্ষিন অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই রাস্তাটি পূর্বে ছিল ১৫ ফুট। নতুন করে এজিং এর কাজ করা হচ্ছে ১২ফুটের। টার্নিং রাস্তাটিতে একটি ট্রাক গেলে দুই পাশ দিয়ে একটা মানুষ চলাচল করার অনুপযোগী। এ ব্রীজের টার্নিং রাস্তায় ইতিপূর্বে বড় বড় সড়ক দুর্ঘটনাও কয়েকটা তরতাজা প্রাণ ঝরে গেছে। তাই স্থানীয়দের দাবি পূর্বের মতো ১৫ ফুটের কাজ করার জন্য। মানুষের জান মাল রক্ষার্থে ১৫ ফুটের নিচে কাজ করলে যে কন্ট্রাক্টার আসুক না কেন তাকে কাজ করতে দেব না এমনটা দাবি এলাকাবাসীর।
    মেসার্স সরদার এন্টার প্রাইজের কন্টাকটার মুকুল সরদার জানান, গোয়ালডাঙ্গার ছমিল মোড় হতে তেতুলিয়ার ব্রিজ পর্যন্ত ৬৫০ মিটার রাস্তা সহ কাদাকাটি হলদেপোতা মোট আড়াই কিলোমিটার রাস্তার কাজের বরাদ্দ ১ কোটি ৬৫ লক্ষ টাকা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ৩.৭ অর্থাৎ ১২ ফুট ২ ইঞ্চি কাজ করার কথা কিন্তু আমার মিস্ত্রীরা মনে হয় ব্রিজের ওখানে রাস্তাটি একটু ছোট করে ফেলেছে। স্থানীয় লোকজন এসে রাস্তার কাজটি বন্ধ করে দিয়েছে। আমি আমার মিস্ত্রীদের বলে দিয়েছি ব্রিজের ওখানে একটু রাস্তা চওড়া করে কাজ করার জন্য। রাস্তাটির কাজ আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে শেষ করার কথা। সেখানে এত প্রতিবন্ধীকতা আসলে আমি কিভাবে ওই তারিখের মধ্যে কাজ শেষ করব। উপজেলা এলজিইডি কর্মকর্তা অনিন্দ্য দেব জানান, গোয়ালডাঙ্গা টু হলদেপোতা রোডের আড়াই কিলোমিটার রাস্তা ৩.৭ অর্থাৎ ১২ ফুট ২। ইঞ্চি চওড়া করার কথা সরকারিভাবে এস্টিমেটেল করা। স্থানীয় লোকজন কাজটিকে প্রতিবন্ধীকতা করা ঠিক না। তবুও যখন প্রতিবন্ধীকতা এসেছে আমি ওই কন্টাকটার কে বলে দেব টার্নিং রাস্তাটুকু চওড়া করে দেওয়ার জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত এস্টিমেটল পরিবর্তন করে নতুন বরাদ্দ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনঃ গুরুত্বপূর্ণ রাস্তাটি ১৫ ফুট চওড়া করতে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
  • সাতক্ষীরায় র‌্যাব এর অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

    সাতক্ষীরায় র‌্যাব এর অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিনিধি:  র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতক্ষীরার তালা থানা এলাকায় ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    বৃহস্পতিবার (২৯ মে) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি দল তালা থানার আটারই (খাঁ পাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আজগর সরদার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-মৃত ছকিনা বেগম, সাং-হিজলদী, ইউনিয়ন-চন্দনপুর, থানা-কলারোয়া এবং মোসাঃ হাসিনা বেগম (৩৫), স্বামী- মোঃ আমজাদ হোসেন খান, সাং-আটারই, থানা-তালা, উভয়েই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, তালা থানাধীন আটারই এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হেফাজত থেকে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়।

    পরে জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিদের তালা থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

    র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে র‌্যাব-৬ সর্বদা তৎপর রয়েছে।

  • ঈদ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যাব এর বাড়তি নিরাপত্তা, চেকপোস্ট বসিয়ে জনসচেতনতা বৃদ্ধি

    ঈদ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যাব এর বাড়তি নিরাপত্তা, চেকপোস্ট বসিয়ে জনসচেতনতা বৃদ্ধি

    সাতক্ষীরা প্রতিনিধি:
    পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ তৎপরতা শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। এরই অংশ হিসেবে র‍্যাব -৬ এর সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকা বিনেরপোতা, লাবসা জিরো পয়েন্ট, কদমতলা বাজারসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

    বুধবার (২৮ মে) রাতভর র‍্যাব সদস্যরা যানবাহন ও পথচারীদের তল্লাশি চালান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। অপরাধ দমনের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে র‌্যাব সদস্যদের এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

    এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: এহতেশামুল হক খান বলেন, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সাতক্ষীরার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি আমরা মানুষের সঙ্গে কথা বলছি, যেন তারা নিজেরাও সচেতন থাকেন এবং যেকোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতিতে আমাদেরকে দ্রুত অবহিত করেন। র‌্যাব সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।”

    র‍্যাব সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জঙ্গি তৎপরতা, মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যদের পাশাপাশি মোবাইল টিম ও টহল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে।