Blog

  • জুলাই সনদ ঘোষণার আগে  নির্বাচনের তারিখ ঘোষণা নয়: নাহিদ ইসলাম

    জুলাই সনদ ঘোষণার আগে  নির্বাচনের তারিখ ঘোষণা নয়: নাহিদ ইসলাম

    জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না- এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয়, তাহলে সংস্কারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে এ কথা বলেন নাহিদ ইসলাম।

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেন, ‘আমরা আহ্বান জানিয়েছি, ১৬ বছর আমরা অপেক্ষা করেছি, এরপর ১০ মাস অপেক্ষা করেছি, আরও দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে। দুই মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা, শাসনব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে। সেই জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচনে তারিখ ঘোষণা করে, সে আহ্বান আমরা জানিয়েছি। জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাব যে আমরা কখন নির্বাচন চাচ্ছি।’

    নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়ায় চলছে, তার ওপর আস্থা রাখতে পারছেন না বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নির্বাচনী ব্যবস্থা সংস্কার। নির্বাচন–সংক্রান্ত ও নির্বাচন কমিশন–সংক্রান্ত যে আইনগুলো রয়েছে, সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি।’

    জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তিনটি বিষয় নিয়ে কথা বলেছেন বলে জানান নাহিদ ইসলাম। বিষয়গুলো হলো, ৩০ কার্যদিবসের মধ্যে সরকার যে জুলাই সনদ ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিল, সেটির অগ্রগতি জানতে চেয়েছেন এবং ৩০ কার্যদিবসের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, সে আহ্বান জানিয়েছেন।

    ‘কারণ, আমরা এর আগেও দেখেছিলাম, জানুয়ারি মাসে একটা ডেট দেওয়া হয়েছিল, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আরেকটি প্রতিশ্রুতি দিয়েছে। এবার যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না হয়। জুলাই মাসের মধ্যে সবার সাক্ষ্য নিয়ে জুলাই সনদ যাতে কার্যকর করা হয়, সে বিষয়ে দাবি জানিয়েছি,’ বলেন তিনি।

    প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস; জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

  • জুলাই সনদ করব এটাই আমাদের লক্ষ্য : প্রধান উপদেষ্টা

    জুলাই সনদ করব এটাই আমাদের লক্ষ্য : প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দ্বিতীয় পর্বের আলোচনায় যেটুকুই আলাপ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে ঘুচিয়ে এনে যাতে জুলাই সনদের বর্তমানে যত ঐকমত্যের বিষয় আছে, তার সঙ্গে আরও কিছু যোগ করতে পারি। দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেক বিষয়ে আমরা একমত হতে পেরেছি, গর্বিত জাতি হিসেবে আমরা যাতে দাঁড়াতে পারি। আমরা তো বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য। দেশের মঙ্গলের জন্য। সোমবার (২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

    ড. ইউনূস বলেন, আমি সারা দিন যত মিটিং করি, সব থেকে আনন্দ পাই আপনাদের সঙ্গে এরকম বসে আলাপে। কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায়, এরকম একটা কাজে আমি নিজেকে যুক্ত করতে পেরেছি। শুধু আপনাদের কথা শোনার জন্য এটাকে আপনারা কীভাবে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা তো বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করবো। প্রথমেই নানা আলাপের মধ্যে ঠিক হলো, আমরা কিছু কমিশন করে দেই। তারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। এটা দীর্ঘ প্রক্রিয়া, শেষ পর্যন্ত আমরা লোক জোগাড় করলাম।
    প্রথমে ছয়টি, পরবর্তী সময়ে আরও ছয়টি কমিশন করা হলো। দ্রুতগতিতে কাজ করার জন্য তাদের ৯০ দিন সময় দিয়েছিলাম। তারা করতে পেরেছে, কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে, তাতে অসুবিধা নেই। কমিশনের রিপোর্ট আসার পর এখন আমরা যে ঐকমত্য গঠন করতে চাচ্ছি, এটা কীভাবে হবে। সেখান থেকে আইডিয়া হলো আলাদা একটা কমিশন করি। আমি কমিশনের সঙ্গে যখনই বৈঠক করি, আমাকে জানানো হয় আলোচনা ফলপ্রসূ হয়েছে। শুনে আমি অত্যন্ত আনন্দিত হই, যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, কারণ আমার মনে হয়েছিল কারও আগ্রহ হবে, পাশ কাটিয়ে যাবে। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি, কত গভীরভাবে আপনারা এর ভেতরে গিয়েছেন।

    তিনি বলেন, এরকম আগ্রহ নিয়ে যদি আমরা নিজে থেকে বসি তাহলে নিশ্চয়ই ভালো কিছু আসবে। আজকে প্রথম পর্ব শেষ হলো, সেটাও আনন্দের দিন। সবাই কোন বিষয়ে একমত হলাম, সেসব মিলিয়ে সবাই মিলে আমরা জুলাই সনদ করবো। এটি আমাদের লক্ষ্য। এটি ছিল প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে তাহলে কী হবে। অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কাছাকাছি এসেছি, আরেকটু একমত হলে আমাদের তালিকাটি আরেকটু সুপারিশযুক্ত হয়। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।

  • দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং, সাজা প্রদান

    দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং, সাজা প্রদান

    দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং এর দায়ে ১ ইভটিজারকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান। জানা গেছে, উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে শাহিনুর ইসলামের ঈদগাহ বাজারে ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকান আছে। সে ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে ইভটিজিং করতো। বিষয়টি গত কয়েকদিন যাবৎ একাধিক শিক্ষার্থী তাদের অভিভাবক ও স্কুলের শিক্ষকদেরকে জানাই। পরে অভিভাবক ও শিক্ষকরা প্রাথমিকভাবে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার অফিসার ইনচার্জকে জানালে সোমবার ২ জুন সকাল ১১টার দিকে শাহিনুরকে পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী অভিযুক্ত শাহিনুরকে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের দন্ড প্রদান করেন। পুলিশ আসামীকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরন করেছে।

  • তালায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক মতবিনিময় সভা

    তালায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক মতবিনিময় সভা

    তালা প্রতিনিধি
    সোমবার (২ জুন) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের স্কোপ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ,  সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ভূমিজ ফউন্ডেশন পরিচালক অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আক্তার স্বপন, দিলীপ কুমার সানা, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান,  নারী সংগঠক গুলশানারা বেগম, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, কৃষক তফেজ আলী, মোবারক হোসেন, শিক্ষক রুহুল আমিন, জেসমিন খাতুন, মানছুরা খাতুন, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, মোঃ আফজাল হোসেন প্রমুখ।
    সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো তুলে ধরা হয় এবং সমস্যা সমাধানের উপর নানাবিধ আলোচনা হয়। এছাড়া বৃক্ষরোপণ কার্যক্রমসহ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়।
  • সাতক্ষীরায় সন্ত্রাসী মাজেদ গংয়ের অত্যাচার ও নির্যাতনের হাত থেকে গ্রামবাসীর রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

    সাতক্ষীরায় সন্ত্রাসী মাজেদ গংয়ের অত্যাচার ও নির্যাতনের হাত থেকে গ্রামবাসীর রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

    সাতক্ষীরা প্রতিনিধি
    সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের আব্দুল মাজেদ ও তার ছেলে শরিফুল ইসলাম এর বিরুদ্ধে সাধারণ মানুষদের হয়রানি করার মানসে বিভিন্ন প্রকার মিথ্যে মামলা দিয়ে ব্রজবাকসা ও রঘুনাথপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে। সোমবার (২জুন) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে মোঃ জুলফিকার আলী মিস্টার এই অভিযোগ করেন।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ইরি মৌসুমে তিন গ্রামের অধিবাসীরা ২টি গভীর নলকূপের পানি সেচের মাধ্যমে ফসল উৎপাদন করে থাকেন। ডিপ পরিচালনার নিয়ম হলো একজন ব্যক্তি কয়েক বছর একাধারে ডিপের সেচ পরিচালনা করতে পারবে না। এলাকার মানুষের দাবী ডিপ নিয়ম অনুসারে চলবে। কিন্তু আব্দুল মাজেদ এই নিয়ম মানতে নারাজ। সে অর্থ এবং গায়ের জোরে তার পোষ্য লাঠিয়াল ও সন্ত্রাসী বাহিনী দিয়ে ২টি গভীর নলকূপ ভাংচুর চালিয়ে ক্ষতিগ্রস্ত করে। ফলে গেল মৌসুমে সেচের কার্যক্রম চরমভাবে ব্যহত হয়। যার ফলে তিন গ্রামের মানুষ আর্থিকভাবে দারুন ক্ষতির সম্মুখীন হয়েছে। এঘটনায় এলাকার জনগণ কোর্টে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। যার নং-৭৩/২৫ এবং ৭৪/২৫। যেটা চলমান।
    জুলফিকার আলী মিস্টার আরো বলেন, এঘটনার জের ধরে আব্দুল মাজেদ ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীদের নামে চাঁদাবাজী, ছিনতাই সহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করে। যার আদৌ কোনো ভিত্তি নেই। এই সুযোগে আইন শৃঙ্খলা বাহিনীর এক-শ্রেণির তদন্ত কর্মকর্তা সঠিক তদন্ত না করে মাজেদের অর্থের কাছে বিক্রি হয়ে এলাকাবাসীদের বিভিন্ন ভাবে হয়রানি করে চলেছে। আব্দুল মাজেদ ও তার ছেলে শরিফুল ইসলামের দৌরাত্ম ও টাকার অহংকারের কাছে সবাই জিম্মি হয়ে পড়েছে। বর্তমানে মাজেদ এবং তার ছেলের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ দিশেহারা হয়ে মানবেতর জীবন যাপন করছে। থানার তদন্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে এলাকার মানুষের মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
    তিনি আরো বলেন, মাজেদ এলাকাবাসীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সি আর ৬/২৪, কলারোয়া, সি.আর ৩১/২৫, কলারোয়া, সি আর ২৬/২৪, কলারোয়া, পিটিশন ২০৯৮/২৪, পিটিশন ৩৭৬/২৫, পিটিশন ১৭৮/২৪, কলারোয়া, পিটিশন ১৭৯/২৪, কলারোয়া, পিটিশন ৮৯০/২৪, সহ বিভিন্ন মিথ্যে মামলা করেছে। প্রতিটি মামলায় এলাকা থেকে ২০/২৫ জন ব্যক্তিদেরকে আসামী করা হয়েছে। তার মিথ্যে মামলা থেকে এলাকার বৃদ্ধ মানুষেরাও রেহাই পায়নি। এলাকার মানুষ সন্ত্রাসী, গডফাদার, ভূমিদস্যু ও চোরাকারবারী মাজেদের হাত থেকে নিষ্কৃতি পেতে চায়।
    তিনি চোরাকারবারী মাজেদ ও তার ছেলের হাত থেকে এলাকাবাসীর নিষ্কৃতির দাবিতে স্থানীয় প্রশাসনসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

  • আশাশুনি সরকারি কলেজে  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আলোচনা রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অবঃ প্রফেসর এম এম রিয়াজ উদ্দীন, সমাবেশের আহবায়ক মেজর মোঃ এছহাক আলী, আশাশুনি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক ছহিল উদ্দীন, প্রভাষক সজল কুমার আঢ্য, প্রভাষক রবিউল ইসলাম,  অভিভাবকদের মধ্যে আরিফুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, মোশাররফ হোসেন, নিখিল মন্ডল ও শিপ্রা মন্ডল। সংগীত পরিবেশন করেন, শিক্ষার্থী সুতপা মন্ডল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, প্রভাষক আছমাতুল্লাহ ও গীতা থেকে পাঠ করেন, প্রভাষক নিলেন্দু মুখার্জী। সবশেষে প্রশ্নোক্তর পর্বে অভিভাকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং কলেজকে ঢেলে সাজানোর পাশাপাশি শিক্ষার সার্বিক পরিবেশ উন্নত করতে পরিকল্পনা ও প্রত্যাশার কথা উল্লেখ করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
  • আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়লগ মিটিং অনুষ্ঠিত

    আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়লগ মিটিং অনুষ্ঠিত

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়লগ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকাল ১০ টায় আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আশ্বাস প্রকল্পের সাতক্ষীরা জেলার প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়। তিনি প্রকল্পের কার্যক্রম আলোচনা ও সারভাইভারদের সুরক্ষায় সরকারী বেসরকারী সেবা প্রাপ্তির প্রয়োজনীয়তা বিষয়ে অবহিত করেন। এ সময় মানব পাচার রোধে করণীয় বিষয়ে সরকারি দপ্তরগুলো থেকে তাদের কার্যক্রম ও সেবা প্রদান বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, আশাশুনি থানার  সাব ইন্সপেক্টর মোঃ ফিরোজ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক। এ সময় সাতক্ষীরা জেলার সিটি আই পি সদস্য মনিরুজ্জামান টিটু ও আসমাউল হুসনা মানব পাচার রোধে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ও সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
  • আশাশুনি ও শ্রীউলা ইউনিয়ন পরিষদে বাজেট সভা 

    আশাশুনি ও শ্রীউলা ইউনিয়ন পরিষদে বাজেট সভা 

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন ও শ্রীউলা ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে স্ব স্ব ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তরের গোফর ইম্প্যাক্ট প্রজেক্ট এর মাধ্যমে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের বাজেট সভা শেষে শ্রীউলা ইউনিয়ন পরিষদে বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায়। শ্রীউলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্ট্যান্ডিং কমিটি, ইউ ডিসিসি কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ জনগণের প্রতিনিধি বৃন্দ ও রূপান্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ মিনহাজুল হক এবং সৌমিক দত্ত, পরিষদের সচিব মোঃ খাইরুল ইসলাম প্রমোখ।
  • ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে একটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব

    ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে একটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব

    সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার নামক একটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৬।
    মঙ্গলবার দুপুর ৩টায় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: পলাশ আহমেদ।
    এ সময় অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিন উদ্দীন মো: জিয়াদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    র‍্যাব সূত্রে জানা গেছে, কারখানাটিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। মিষ্টির উপকরণ ও তৈরি পণ্যের আশপাশে সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থাই ছিল না। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির আশঙ্কা দেখা দেয়।
    অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ দ্রুত পরিষ্কার করে মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তিনি সাংবাদিক দের আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  • দেখে নিন ঈদের দিন আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা

    দেখে নিন ঈদের দিন আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা

    আগামী ৭ জুন ২০২৫, ঈদের দিন, বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (BMD) পূর্বাভাস অনুযায়ী, এদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

    নিচে বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাতের তথ্য দেওয়া হলো:

    বিভাগ সম্ভাব্য বৃষ্টিপাতের মাত্রা
    রংপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি
    ময়মনসিংহ হালকা থেকে মাঝারি বৃষ্টি
    সিলেট হালকা থেকে মাঝারি বৃষ্টি
    রাজশাহী হালকা বৃষ্টি
    ঢাকা হালকা বৃষ্টি
    খুলনা হালকা বৃষ্টি
    বরিশাল হালকা বৃষ্টি
    চট্টগ্রাম হালকা বৃষ্টি

     

    উল্লেখ্য, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এই অঞ্চলে ৭ জুন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, অন্যান্য বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে ৫০ থেকে ১০০ মিলিমিটার এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৩০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    সুতরাং, ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই অঞ্চলের বাসিন্দাদের বৃষ্টির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

    বি.দ্র: উক্ত আবহাওয়ার পূর্বাভাসটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরিকৃত সুতরাং নিয়মিত আপডেট জানতে ফলো করুন : https://www.facebook.com/dmnews.sat/

  • পরবর্তী অর্থবছরের বাজেটে যেসব পরিবর্তন আসছে

    পরবর্তী অর্থবছরের বাজেটে যেসব পরিবর্তন আসছে

    ছাত্রজনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট। ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে, তা স্বাধীনতা-পরবর্তী সময়ের সবচেয়ে ব্যতিক্রমী একটি বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে—এটি হবে চলতি অর্থবছরের তুলনায় ছোট এবং সংসদের বাইরে ঘোষণা করা হবে।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা বিদায়ী আওয়ামী লীগ সরকারের প্রণীত ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

    বিশেষজ্ঞদের মতে, এ বাজেটের মূল লক্ষ্য হবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্বল্প আয়ের মানুষকে সুরক্ষা দেওয়া।

    সাংবিধানিক কাঠামোর ব্যত্যয় এবং সংসদ না থাকায় এবার সংসদে বাজেট উপস্থাপন করা সম্ভব নয়। ফলে আসন্ন বাজেটটি সরকারি টেলিভিশন বিটিভিসহ বেসরকারি গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ সোমবার বিকেল ৪টায় জাতির উদ্দেশে বাজেট বক্তব্য দেবেন।

    রাজস্ব ও ব্যয়ের খসড়া চিত্র

    • মোট আয়: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
    • এনবিআর থেকে: ৪ লাখ ৯৯ হাজার কোটি
    • এনবিআর বহির্ভূত: ১৯ হাজার কোটি
    • কর বহির্ভূত আয়: ৪৬ হাজার কোটি
    • অনুন্নয়ন ব্যয়: ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি
    • উন্নয়ন ব্যয় (এডিপি): ২ লাখ ৩ হাজার কোটি
    • বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

    এই ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ঋণ থেকে ১ লাখ ২১ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে।

    মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা

    • মূল্যস্ফীতি: ৬.৫ শতাংশে সীমিত রাখার লক্ষ্য
    • জিডিপি প্রবৃদ্ধি: ৫.৫ শতাংশ

    সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান
    বাজেট পরিকল্পনায় গ্রামীণ অবকাঠামো, রাস্তা-ঘাট সংস্কার, নির্মাণ কাজে জোর দিয়ে কর্মসংস্থান তৈরির কথা বলা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে বলেও জানা গেছে।

    মতামত চাওয়া হবে নাগরিকদের কাছ থেকে
    এই ব্যতিক্রমী বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয় নাগরিকদের কাছে মতামত চাইবে, যা যাচাই-বাছাই করে ২৩ জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য পেশ করা হবে। সেখানে অনুমোদিত বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর করা হবে।

  • নতুন নোট বিতরণ শুরু

    নতুন নোট বিতরণ শুরু

    জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বিতরণ করছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস।

    আজ বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সকল শাখা অফিস থেকে সীমিত পরিসরে মিলবে নতুন নোট। এছাড়া ১০টি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও টাকা বিতরণ করা হবে। নতুন ডিজাইনের নোটের পাশাপাশি প্রচলনে থাকা অন্য সব নোট চলবে।

    বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে আজ যে ১০টি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ্-বাংলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ও ব্র্যাক ব্যাংক। এসব ব্যাংকের লোকাল অফিসকে টাকা দেওয়া হয়েছে।

  • ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া

    ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া

    বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত এলাকাকে ‘মিলিটারি অপারেশনস জোন’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে এমন সংবাদ ভারতীয় অনলাইন গণমাধ্যম ‘Northeast News’-এ প্রকাশিত খবরকে সরাসরি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    আইএসপিআর জানায়, এই প্রতিবেদনটি শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানো এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে প্রতিবেদনে সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দেয়ার মতো গুরুতর ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা একেবারেই অসত্য এবং বিদ্বেষমূলক অপপ্রচার।

    আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনে যে ধরনের অসত্য ও প্রমাণবিহীন দাবি তোলা হয়েছে, তা এক ধরনের কল্পনাপ্রসূত ষড়যন্ত্র এবং বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা।

    আইএসপিআর আরও জানিয়েছে, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রের কাছে আপস না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

    প্রতিবেদনে সেনাবাহিনীকে ঘিরে যেভাবে সন্দেহের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনীর মতে তা কোনোভাবেই সাংবাদিকতার মানদণ্ডে পড়ে না। বরং এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ, যা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি এবং বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টারই বহিঃপ্রকাশ।

    বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় জানিয়ে দিয়েছে-দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত এবং এ ধরনের অপপ্রচারে তারা ভীত কিংবা বিচলিত নয়।

  • শ্যামনগর সীমান্তে বিজিবি’র বিওপির উদ্বোধন

    শ্যামনগর সীমান্তে বিজিবি’র বিওপির উদ্বোধন

    অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় একটি নতুন বিওপির উদ্বোধন করা হয়েছে। রোববার (১ জুন) সকালে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের দায়িত্বপূর্ণ এলাকায় নবনির্মিত এই ‘ছুটিপুর বিওপি’র উদ্বোধন করেন।

    এসময় বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহারিয়ার রাজীব প্রমূখ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিজিবির ছুটিপুর বিওপির উদ্বোধন শেষে সেক্টর কমান্ডার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ ও দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

    পরে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অস্বচ্ছল রোগীদের জন্য বিজিবি কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচী পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

    সাতক্ষীরার নীলডুমরস্থ বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহরিয়ার রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • সারজিসকে সেনাবাহিনী : মবের নামে আর কাউকে ধ্বংস করার সুযোগ নেই!

    সারজিসকে সেনাবাহিনী : মবের নামে আর কাউকে ধ্বংস করার সুযোগ নেই!

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর শনিবার রাতভর সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় খবর পেয়ে সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন।

    ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সারজিস আলমকে বলেন,
    “শরীরে যতক্ষণ রক্ত আছে, আমরা দেশের বিরুদ্ধে কোনো অপকর্ম প্রচার করব না। আপাতত যারা জনগণের অসুবিধা সৃষ্টি করে, নাশকতা করে, মবের নামে আগুন জ্বালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে, তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে যে, এ ধরনের কাজের সুযোগ আর নেই।”

    গত বৃহস্পতিবার রাতে রংপুরের সেনপাড়া ‘দ্য স্কাই ভিউ’ বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলার সময় জিএম কাদের বাসায় ছিলেন।

    শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম নগরীর পায়রা চত্বর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন। পরে স্থানীয় বিএনপির নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

    সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সারজিস আলম বলেন,
    “যে কোনো সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত কিংবা এনসিপির কাউকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তবে রাতে দেরিতে এ ধরনের কাজ দৃষ্টিকটু। আশা করছি, ভবিষ্যতে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে সহযোগিতার জন্য সবাই প্রস্তুত থাকবে।”

  • ৩০ বছরের নিচে কোটি তরুণের দেশে বিনিয়োগের ইতিহাস তৈরি করতে চায় চীন!

    ৩০ বছরের নিচে কোটি তরুণের দেশে বিনিয়োগের ইতিহাস তৈরি করতে চায় চীন!

    বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের দেশের শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    রোববার রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ও চীন সরকার।

    ড. ইউনূস বলেন, “বাংলাদেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট এবং তথ্য প্রযুক্তিসহ বহু সম্ভাবনাময় খাত রয়েছে। এসব খাতে চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে বাংলাদেশকে একটি কার্যকর ম্যানুফ্যাকচারিং হাবে রূপ দেওয়া সম্ভব।”

    তিনি আরও বলেন, “বাংলাদেশের মোট জনশক্তির প্রায় অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণ কর্মশক্তি কাজে লাগাতে চীনা ব্যবসায়ীরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।”

    চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, বাজার বিশ্লেষণ ও খাতভিত্তিক দিকনির্দেশনা দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চীনের ১০০টির বেশি কোম্পানি থেকে প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

    সম্মেলনে আরও বক্তব্য দেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারা উভয়েই বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

  • শেষ ম্যাচেই চমক! বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন, মাঠে নামছে নতুন মুখ!

    শেষ ম্যাচেই চমক! বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন, মাঠে নামছে নতুন মুখ!

    টানা দুই সিরিজে হারের পর বেশ চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের। তবে হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।
    রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
    তবে আজকের ম্যাচে দলে কিছু পরিবর্তন আসতে পারে। চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। মাত্র ১৪ জনের স্কোয়াডে বড় পরিবর্তনের সুযোগ না থাকলেও অভিষেক হতে পারে খালেদ আহমেদের। স্পিন বিভাগে রিশাদ হোসেনের জায়গায় দেখা যেতে পারে তানভীর ইসলামকে। আবার দলে ফিরতে পারেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।
    সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং লাইনআপ। দুই-একটি ঝলক ছাড়া পুরো সিরিজেই ব্যর্থ টপ অর্ডার। পাকিস্তানের দ্বিতীয় সারির পেস আক্রমণের বিপক্ষেও দাঁড়াতে পারেননি ব্যাটাররা। আজকের ম্যাচে দলে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত, যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন স্থানে খেলানো হবে তা নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে হৃদয়, জাকের এবং শামীম পাটোয়ারির ফর্ম নিয়েও রয়েছে উদ্বেগ।
    লাহোরে সাম্প্রতিক তিনটি টি-টোয়েন্টিতে ব্যাটাররাই রাজত্ব করেছেন। যার মধ্যে রয়েছে পিএসএল ফাইনালও। তাই লিটনের লক্ষ্য থাকবে, টানা পাঁচ ম্যাচ পর যেন টসটা জেতা যায়। আগে ব্যাটিং পেলে হয়তো চাপে না পড়ে লড়াইটা আরও জমিয়ে তুলতে পারবে টিম বাংলাদেশ।
    টাইগারদের সামনে আজ শুধু একটি ম্যাচ নয়, একটি সম্ভাবনার লড়াই। হোয়াইটওয়াশ এড়ানো এবং একই সঙ্গে পাকিস্তানের মাটিতে প্রথম জয় তুলে নেয়ার।
    বাংলাদেশের সম্ভাব্য একাদশ
    নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

  • ফের সীমান্তে রক্ত! বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ

    ফের সীমান্তে রক্ত! বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়ে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে এবং পরে তার মরদেহ নিয়ে গেছে। শনিবার (৩১ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম প্রদীপ বৈদ্য। তিনি কুলাউড়ার দত্তগ্রাম এলাকার বাসিন্দা এবং শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজে যুক্ত ছিলেন।

    শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানান, সীমান্তের কাঁটাতারের কাছে বিএসএফ তাকে গুলি করে এবং পরে মরদেহ নিয়ে যায়। বর্তমানে নিহতের পরিবার থানায় অবস্থান করছে। তারা একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন তিনি।

    এ বিষয়ে কুলাউড়া থানার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

    ঘটনার বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, এটি ভারতের ভেতরে সংঘটিত হয়েছে। নিহতকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।