Blog

  • সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের গাছ কর্তন করে ভূমি দখলের অভিযোগ

    সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের গাছ কর্তন করে ভূমি দখলের অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নওয়াঁেবকী খেয়াঘাটের দক্ষীন পাশে বন বিভাগের বনায়নের গাছ কর্তন করে ভূমি দখলের অভিযোগ করছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগরে ১০ নং আটুলিয়া ইউনিয়ন নওয়াবেঁকী বাজার সংলগ্ন ফেরিঘাটের পাশে একটি বনায়ন কর্মসূচী গড়ে উঠছে ৭-৮ বছর আগে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই বনায়ন কর্মসূচী পরিচালনা করেন সাতক্ষীরা বন বিভাগ। সেই বনায়নের জায়গায় গাছগুলো নষ্ট করে সেখানে বালি ভরাট করে পরবর্তীতে সেই জায়গাটি দখল করবে বলে পায়তারা চালাচ্ছে একটি মহল।

    এই বিষয়ে নওয়াবেঁকী বিএনপির নেতা আবুল কালাম হাজী বলেন,স্কুল শিক্ষক রতন বন বিভাগের এনজিও প্রকল্পের সাথে যুক্ত হয়ে এই বনায়ন নিধনের পাইতারা করছে আমরা এর তিব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করছি।স্কুল শিক্ষক রতন তার ভাই ফ্যাসিস্ট সরকারের কর্মি ছিলো এখন নব্য বিএনপির বড় নেতা সেই প্রভাব খাটিয়ে রতন বন বিভাগের জায়গা দখলের চেষ্টা চালাছে।

    স্থানীয় বাসিন্দা মো: সৌরভ হোসেন জানান, আমাদের এলাকায় বনায়নের গাছ কর্তন করে বন বিভাগের জায়গা দখলের পায়তারা করছে স্থানীয় একটি দখলদার বাহিনী আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

    স্থানীয় পদ্দপুকুর এলাকার মোঃ আয়্যুব আলী বলেন, বনায়ন জায়গা দখল করে গাছ কর্তন করতে দেওয়া হবে না আমরা স্থানীয়রা এটাকে প্রতিহত করবো এবং আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক বিসিএস (বন) প্রিয়াংকা হালদারের কাছে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

  • আশাশুনিতে দপ্তরী কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

    সভাপতি- মাজেদ, সম্পাদক-শাহজালাল 
     আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে দপ্তরী কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সাধারণ সভায় পুরনো কমিটি বিলুপ্ত করে ২৫ নম্বর দক্ষিণ চাপড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুল মাজেদকে সভাপতি ও ৯নং গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি মোঃ শাহজালালকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যদের মধ্যে মোঃ আল মামুন হোসেন সিনিয়র সহ সভাপতি, মোঃ শরিফুল ইসলাম, বাপ্পী কুমার সানা ও মোঃ জাহিদুল ইসলাম সহ সভাপতি, মোঃ শহিদুল ইসলাম সিনিয়র সাধারণ সম্পাদক, মোঃ শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহিনুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ ফরহাদ হোসেন দপ্তর সম্পাদক, মোঃ মোজাম্মেল হোসেন কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল আলীম প্রচার সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে। কমিটির কার্যকরী সদস্যরা হলেন ইমরান হোসেন, মোঃ ইমদাদুল হক, গৌতম কুমার, মোঃ ফিরোজ রুমি , মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আল মুজাহিদ, দেব প্রসাদ রায় মিজানুর রহমান, নিরান কুমার মন্ডল এবং এস এম আক্তারুজ্জামান (পিন্টু), বিধান চন্দ্র মন্ডল, শংকর কুমার দাশ ও মোঃ শরিফুল ইসলাম কে কমিটির উপদেষ্টা করা হয়েছে।
  • তালায় ভিডব্লিউভি  চাল কার্ড এর তালিকায় অনিয়মের অভিযোগ

    তালায় ভিডব্লিউভি  চাল কার্ড এর তালিকায় অনিয়মের অভিযোগ

    তালা উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভিডব্লিউভি (চাল) তালিকায় ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলামের স্ত্রী সহ ধনী ও নিকট আত্মীয়ের নাম তালিকা ভ‚ক্তির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে তালা উপজেলা নাগরিক কমিটি উপজেলা নির্বাহী কর্তকর্তা বরাবরে অভিযোগ করেছেন।

    বুধবার (১৮ জুন) এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে  নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

    অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৪ জুন তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ প্যানেল চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে যাচাই বাছাই এ ৮২ জনের স্বাক্ষাতকার গ্রহণ করা হয়। তবে জনসংখ্যানুপাতে এই ওয়ার্ডে ৪২ জন কে ভাতা প্রদান করা হবে। সরকারী পরিপত্র অনুযায়ী কোন চাকুরীজিবীর পরিবারের সদস্য, চলমান কোনো ভাতাভোগী হলে, দুইটি সন্তানের অধিক সন্তান হলে, অপেক্ষাকৃত ধনী পরিবারের সদস্যরা এই ভাতার আওতায় আসবে না। তবে সরকারী পরিপত্র উপেক্ষা করে ৯ নং ইউপি সদস্য মফিজুল ইসলাম ৪২ নং ক্রমিকে তার স্ত্রী জুলিয়া খাতুনের সহ ১১৬ নং পপি খাতুন, ৭৭ নং লিপিয়া খাতুন, ৮৮ নং সুরাইয়া বেগম, ০৩ নং তহমিনা বেগম, ৭২ নং আসমা খাতুন, ৫৮ নং ইয়াসমিন, ১১১ নং ফতেমা খাতুন, ৬১ নং ইতি খাতুন, ১১৩ নং জান্নাতুল খাতুন ও ১০ নং বৃষ্টি খাতুনের নাম অর্ন্তভ‚ক্ত করেছেন। এই সকল পরিবার ধনী শ্রেণীর। অধিকাংশের পাঁকা বাড়ি এবং কোনো না কোনো ভাতা চলমান আছে।উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, ভিডবিøউবি কার্ড যাচাই বাছাই এর সময় আমি উপস্থিত ছিলাম। আমরা চলে আসার পরে ইউপি সদস্যরা যোগসাজসে ইউপি সদস্য মফিজুল ইসলাম তার স্ত্রী সহ চলমান ভাতাভোগী ও ধণী পরিবারের সদস্যদের অর্ন্তভ‚ক্তি করেছেন। যা সরকারী পরিপত্রের চরম লংঘন। এ বিষয়ে প্রতিকার চেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি।ইউপি সদস্য মফিজুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তিনি স্বাক্ষাতে কথা বলবেন বলে জানান।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিয়য়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়ার পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণ

    শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণ

    সিসিডিবি-এনগেজ প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ জুন ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী দুই ব্যাচে এবিসিডি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নীলিমা রানী, সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সুজন বিশ্বাস এবং সিসিডিবি-সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ব্যাচে সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ৪০ জন সদস্য প্রমূখ।

    প্রশিক্ষণ শেষে কাজল বেগম বলেন, “আমি নিজে কি করতে পারি তা খুঁজে বের করতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে আমরা উন্নতি করতে পারবো না।”

    অমৃতা রানী বলেন, “আমাদেরকে আপনাদের সাহায্য ছাড়া কিছু করার চেষ্টা করতে হবে। সিসিডিবি না থাকলেও যেন আমরা আমাদের কাজ চলমান রাখতে পারি এই বিষয়টা আমরাই প্রশিক্ষণ থেকে শিখলাম। ”

    নিলু সরদার বলেন, “আমরা আজ কিছু নতুন নতুন বিষয় শিখতে পেরেছি, যেমন- লিকি বাকেট বিষয়টা আমাদের জানা ছিল না।”

    স্বপ্না আক্তার বিউটি বলেন, ” আমাদের একটি ভুল ধারণা ছিল আমরা ভাবতাম আমাদের ব্যয় বেশি আয় কম। কিন্তু আজ আমরা বুঝলাম যে, আমাদের আয় আছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। । এই প্রশিক্ষণ থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি।” এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য  সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

  • আশাশুনির বামনডাঙ্গায় পাউবোর ওয়াপদায় ঘোগা আতঙ্কে এলাকাবাসী

    আশাশুনির বামনডাঙ্গায় পাউবোর ওয়াপদায় ঘোগা আতঙ্কে এলাকাবাসী

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে পাউবোর ওয়াপদায় ঘোগা, আতঙ্কে এলাকাবাসী। বুধবার সন্ধ্যায় আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা স্লইচ গেটের পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি-বাঁধে ঘোগা হয়ে ওয়াপদা রাস্তা ঝুঁকিপূর্ণ। ঘোগা হয়ে পানি ঢোকার সঙ্গে সঙ্গে স্থানীয়দের উদ্যোগে চলছে বাঁধ নির্মাণের কাজ। ইউনিয়ন যুবদলের শরিফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য প্রসেনজিৎ কুমার সরকার জানান, ওয়াপদায় ঘোগা থেকে ভাঙ্গন সৃষ্টি হওয়ার মত। খবর শুনে স্থানীয় লোকজন নিয়ে প্রাথমিকভাবে বাঁধ নির্মাণের কাজ চলছে। রাতে জোয়ারের পানি ঠেকানোর জন্য যেমন তেমন ভাবে করা হচ্ছে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের এস আলমগীর হোসেন জানান, একটা ঘোগা হয়েছে। আমাদের লোক সেখানে জিও ব্যাগ নিয়ে পৌঁছে গিয়েছে। উদ্বোধন কর্তৃপক্ষ আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবে।
  • ডা. জুবাইদা’র জন্মবার্ষিকীতে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা 

    ডা. জুবাইদা’র জন্মবার্ষিকীতে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা 

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও সুনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৮ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা পিপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড মোঃ আকবর  আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জজকোর্টের  পিপি এ্যাড শেখ আবদুস সাত্তার।
    সাতক্ষীরা  জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের  সদস্য সচিব এ্যাড আলহাজ্ব নুরুল আমিন পরিচালনায়  আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাড এবিএম সেলিম, এ্যাড আবু সাইদ রাজা, এ্যাড শহিদ হাসান, এ্যাড শাহারিয়ার হাসিব, এ্যাড জিএম ফিরোজ আহমেদ, এ্যাড সিরাজুল ইসলাম ৫, এ্যাড এবিএম ইমরান হোসেন শাওন, এ্যাড মিজানুর রহমান বাপ্পি, এ্যাড শিহাব মাসুদ সাচ্চু, এ্যাড আব্দুল জলিল ৩, এ্যাড নজরুল ইসলাম, এ্যাড আজিজুল হক, এ্যাড রফিকুল ইসলাম, এ্যাড অপু, এ্যাড জিকু, এ্যাড মনির হোসেন, এ্যডা আবুল হাসান, এ্যাড রেজাউল ইসলাম, এ্যাড শাহানাজ ইমরোজ, এ্যাড রুপা, এ্যাড আকরাম হোসেন এছাড়া আরো অনেকে। সভা আলোচনা শেষে কেক কাটেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড শেখ আবদুস সাত্তার প্রমুখ।
  • সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

     সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বুধবার বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
    সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, সদস্য কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ, সরদার আসাদুজ্জামান মধু, নতুন সদস্য মশিউর রহমান ফিরোজ, এড. এবিএম সেলিম, প্রভাষক আমিনুর রহমান, আবু সাঈদ, তৌফিকুজ্জামান লিটু, রেজাউল ইসলাম বাবলু, মুনসুর রহমানসহ অন্যান্যরা।

    আলোচনা সভা শেষে সকল সংবাদকর্মীদের প্রেসক্লাবে যাওয়ার সিদ্ধান্ত হলেও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের মাধ্যমে পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রেসক্লাবের সংকট নিরসনে দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলে সেই কর্মসূচি আগামী ৭দিনের জন্য স্থগিত করা হয়। তবে এই সময়ের মধ্যে বিষয়টির সুষ্ঠু সমাধান করা না হলে পরবর্তী সভা ৭দিন পর সাতক্ষীরা প্রেসক্লাবেই অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবকে কতিপয় ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে রাখার পায়তারা চালাচ্ছেন। সাতক্ষীরার সংবাদকর্মীরা সেটি হতে দেবে না। প্রেসক্লাব কখনো রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে না। প্রেসক্লাব সাতক্ষীরার গণমানুষের আশ্রয়স্থল। যারা বিগত সময়ে জনপ্রতিনিধিদের ম্যানেজ করে প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল, বর্তমানে তারাই কতিপয় ব্যক্তিকে ভুল বুঝিয়ে প্রেসক্লাব দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • ইরানে ইসরাইলি হামলার সময় রেডিও ভবনে ছিল আট বাংলাদেশি

    ইরানে ইসরাইলি হামলার সময় রেডিও ভবনে ছিল আট বাংলাদেশি

    ইরান-ইসরাইল চলমান সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা রয়েছেন চরম ঝুঁকিতে। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) রাতে ইসরাইলের চালানো বিমান হামলায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় ওই ভবনে কর্মরত ছিলেন আটজন বাংলাদেশি নাগরিক। তবে ভাগ্যক্রমে তারা সবাই অক্ষত রয়েছেন।

    মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব (ভারপ্রাপ্ত) রুহুল আলম সিদ্দীকী এ তথ্য জানান। তিনি বলেন, “গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের আটজন বাংলাদেশি সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”

    তবে ইরানে ব্যাংকিং চ্যানেল ও বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ থেকে অর্থ পাঠানো ও পুনর্বাসন কার্যক্রমে কিছুটা জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সচিব। তিনি বলেন, “রিলোকেশনের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠাতে বিলম্ব হচ্ছে। তবে সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

    এ ঘটনায় বাংলাদেশ সরকার ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ কামনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানাচ্ছি, যেন যুদ্ধ বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়।”

  • ইসরাইলে মোসাদের কার্যালয়ে ইরানের হামলা

    ইসরাইলে মোসাদের কার্যালয়ে ইরানের হামলা

    তেল আবিবে অবস্থিত ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি প্রধান কেন্দ্রে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এ ঘোষণা করেছে। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

    এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ইউনিট মঙ্গলবার ভোররাতে মোসাদের বিরুদ্ধে একটি কার্যকর সামরিক অভিযান পরিচালনা করে।

    আইআরজিসি আরও জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত ঐ কেন্দ্রটিতে বর্তমানে আগুন জ্বলছে।

    ১৩ জুন ইসরাইল ইরানের উপর আঘাত হানার পর থেকে তেহরান তেল আবিবের লক্ষ্যবস্তুতে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

    আইআরজিসি অভিযোগ করেছে, ইসরাইল যে আগ্রাসনমূলক বিমান হামলা চালিয়েছে, তা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে করা হয় এবং এতে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানীসহ সাধারণ নাগরিক, এমনকি নারী ও শিশুরও নিহত হয়েছেন।

  • শ্যামনগরে দুই বন দস্যু আটক, উদ্ধার একনলা বন্দুক

    শ্যামনগরে দুই বন দস্যু আটক, উদ্ধার একনলা বন্দুক

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টা ও ১১টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক দুই বনদস্যুর দেয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করে পুলিশ।

    আটক দুই বনদস্যু হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর এলাকার মৃত নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৫৫) ও খুলনা জেলার কয়রা উপজেলার বৈকারী এলাকার শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৩৮)।

    স্থানীয় আকবর আলী, সিদ্দিক হোসেন ও ইসমাইল হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে অপরিচিত পাঁচ/সাত জন ব্যক্তি সুন্দরবন তীরবর্তী যতীন্দ্রনগর বাজারে আসে। এসময় নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য এসব ব্যক্তি মাইক্রো বা ভাড়ায় চালিত মোটর সাইকেলের সন্ধান করতে থাকে।

    একপর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে নাম-পরিচয়সহ সুন্দরবন এলাকায় আসার কারণ জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় যতীন্দ্রনগর বাজারে উপস্থিত লোকজন ধাওয়া করে দিদারুলকে আটকের পর পুলিশকে খবর দেয়। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দিদারুলকে থানায় নিয়ে যায়। পরে মীরগাং এলাকা থেকে অপর বনদস্যু নজিরকে আটক করে স্থানীয়রা এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের ব্যবহৃত মাছ শিকারের নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়।

    আটক নজির গাজী জানায়, সে সুন্দরবনের কুখ্যাত বনদুস্য জোনাব বাহিনীর সদস্যদের লোকালয়ে তুলে দেয়া এবং সুন্দরবনে নামিয়ে দেয়ার কাজ করেন। সোমবার ১০ হাজার টাকার চুক্তিতে জোনাব বাহিনীর দুই সদস্যকে যতীন্দ্রনগর বাজার পর্যন্ত পৌঁছে দেয়ার দায়িত্বে ছিলেন।

    আটক অপর বনদস্যু দিদারুল জানায়, তিনি নজির গাজীর শ্রমিক হিসেবে সুন্দরবনে যাওয়া জেলেদের জিম্মি করাসহ মুক্তিপণ আদায়ের কাজ করেন।

    এদিকে ইসমাইল হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফ হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, জোনাব বাহিনী এখন সুন্দরবনে খুব বেশী তৎপর না। বরং নজির ও তার ছেলে আব্দুর রহিম, দিদারুলসহ মুন্সিগঞ্জ এলাকার কয়েকজনকে নিয়ে জোনাবের নামে সুন্দরবনে দস্যুতা করে। পরিবহন ব্যবসার সাথে জড়িত মুন্সিগঞ্জের এক ব্যক্তির নৌকার জেলে হিসেবে দিদারুল সুন্দরবনে প্রবেশ করে বলেও তাদের দাবি।

    তারা আরও জানান, প্রায় প্রতিটি জেলে নৌকা একাধিকবার জলদস্যুদের কবলে পড়লেও অজ্ঞাত কারণে ওই পরিবহন ব্যবসায়ীর কোন নৌকা থেকে জেলে উঠিয়ে নেয়ার ঘটনা কখনো শোনা যায়নি।

    এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা মাছ শিকারীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন বলে প্রাথমিক তথ্য মিলেছে।

  • দেবহাটায় সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর গণবিক্ষোভ

    দেবহাটায় সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর গণবিক্ষোভ

    সাতক্ষীরার এল্লারচর থেকে পারুলিয়া পর্যন্ত তিন উপজেলার সংযোগস্থলে কলকাতা খালের দুই পাশের ভাঙা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন করেছে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকার সাধারণ মানুষ । মঙ্গলবার (১৭ জুন) বিকাল সাড়ে তিনটায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

    প্রবীণ নাগরিক নেতা ও শিক্ষক নিরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভদ্রকান্ত বাছাড়, মোহাম্মদ মোস্তফা মোল্লা, আব্দুস সাত্তার, বিজন বাছাড়, অমল সরকার, ছালেক রেজা, আলমগীর হোসেন, সবিতা রাণী, মো. আব্দুল্লাহ, কানাই সরকার, আজিজ মোড়ল, মহাদেব সরকার, বিন্দা সরকার, রাজ্জাক গাজী, জিতেন সরকার প্রমুখ।

    মানববন্ধনে দেবহাটার কদমখালী গ্রামের অবসপ্রাপ্ত স্কুল শিক্ষক নিরঞ্জন মন্ডল বলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালি, শশাডাঙ্গা ও আশপাশ এলাকার ভুক্তভোগী জনগণ, অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে দেখছি বাগমারী ব্রিজ থেকে শশাডাঙ্গা পর্যন্ত রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বর্তমানে রাস্তাটির দুই পাশে ভেঙে গিয়ে কলকাতা খালের দিকে ধসে পড়ছে। ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী শত শত মানুষ, বিভিন্ন যানবাহন ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এর ফলে এলাকাবসীর মধ্যে এক ধরনের জনক্ষোভ তৈরি হয়েছে। এর সমাধান হলো দ্রুত রাস্তাটি সংস্কার করা। তিনি এবিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

    কদমখালী গ্রামের গৃহবধু সবিতা রাণী বলেন, রাস্তাটির এই অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় জনগণের নিত্য প্রয়োজনীয় কাজ, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে মারাত্মক বাঁধার সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যদি দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার না করা হয় তাহলে পুরোপুরি ভাবে সেটি কলকাতা খালে ধসে পড়বে এবং পরবর্তীতে সংস্কার করতে গেলে কয়েকগুণ বেশি খরচ হবে। এজন্য জরুরী ভিত্তিতে এখনই সড়কটি সংস্কার করা প্রয়োজন।

    শশাডাঙ্গা গ্রামের মো. আব্দুল্লাহ বলেন, মরিচ্চাপ নদীতে জোয়ার বৃদ্ধি পেলে স্রোতের টানে ভেঙে পড়ে তিন উপজেলার সংযোগ রাস্তাটির পাশের মাটি। কলকাতা খাল সংযুক্ত আরেকটি খালে বাঁধের কারণে নদীর স্রোতের টানে এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা এখন ক্রমশঃ পূর্ণাঙ্গ ভাঙনের কবলে পড়েছে। যে কারণে কদমখালী-শশাডাঙ্গা এলাকার মানুষ দ্রুত সংস্কারের দাবিতে এলাকায় গণবিক্ষোভ ও মানববন্ধন করেছে। তিনি এলাকার মানুষের প্রাণের দাবি হিসাবে রাস্তাটি দ্রুত সংষ্কারের জন্য এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডেও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

  • শ্যামনগরে দুই মিষ্টির দোকানকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তি

    শ্যামনগরে দুই মিষ্টির দোকানকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তি

    সাতক্ষীরার শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে দুইটি দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় প্রমিজ সুইটস এবং মিষ্টি মহল অ্যান্ড সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামের দুটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে দেখা যায়, দোকানগুলোতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এতে প্রত্যেক দোকানমালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। তিনি জানান, স্বাস্থ্যসম্মত পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে খুলনা সশস্ত্র বাহিনীর মতবিনিময় সভা

    আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে খুলনা সশস্ত্র বাহিনীর মতবিনিময় সভা

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে খুলনা সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা প্রাক্তন সৈনিক সংগঠনের সভাপতি কর্পোরাল আসাবুর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি খুলনা সশস্ত্র বাহিনী বোর্ড সচিব অবঃ মেজর আনিস উপস্থিত থেকে আশাশুনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাদের পরিবারকে নিয়ে দুঃখ কষ্ট ও সমস্যা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। এসময় তিনি বর্তমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের চিকিৎসা, ওষুধসহ ৬ জটিল রোগের চিকিৎসা সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃক প্রদান করা হবে। এছাড়া যেকোনো ধরনের সমস্যায় পড়লে সোলজার বোর্ড কর্তৃক সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি। এ সময় উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
  • বৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতে শহরে ফাস্টফুড ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমান

    বৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতে শহরে ফাস্টফুড ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমান

    নিজস্ব প্রতিনিধি : অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা শহরে নাজমুল সরণি মিনি মার্কেট এলাকায় দক্ষিণা ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকালে  অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ও সাইফুল ইসলাম জানান, সবকিছু পরীক্ষা করে দেখা গেছে এ প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩ থেকে ৪ মাস অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে। বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান মালিক জান্নাতুল ফেরদৌস কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপনকারী  ইলেকট্রিশিয়ান শাহিনুর রহমান কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ সোয়াইব হোসেন জানান, এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছে এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ছাড়াও সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিস থেকে আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের ইঞ্জিনিয়ার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় মাদকসহ ভারতীয় নাগরিক আটক

    দেবহাটায় মাদকসহ ভারতীয় নাগরিক আটক

    দেবহাটায় মাদকসহ কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন (৩৯) এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে আটক করেছে যৌথবাহিনি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল ১৬ জুন সোমবার গভীর রাতে অভিযান চালান দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘোলকান্দা গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওনের বাগানবাড়ীতে।অভিযান পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় চেয়ারম্যান আসাদুল হকের (আ. লীগ নেতা) ছেলে শাওন (৩৯) এবং ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার পানিতর গ্রামে মৃত করিম গাজীর ছেলে কামানুর গাজী(৩৩) দুজনকে কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে বাসা থেকে ইয়াবা, ধারালো অস্ত্র, মদের বোতল, নগদ অর্থ এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। খবর নিয়ে যানা যায় দেলোয়ার হোসেন শাওন একজন বড় ধরনের মাদকের ডিলার হিসাবে পরিচিত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির মূলহোতা।
    এছাড়া শাওন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত আছে বলে জানা যায়। দেলোয়ার হোসেন শাওন ও ইন্ডিয়ান নাগরিক কামানুর গাজী দীর্ঘদিন এক সাথে মাদকের ব্যবসা করে আসছে। আটককৃত মাদক ও মালামাল হলো ইয়াবা-৭৯১ পিস, গ্যাস লাইট ২ টি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, গোল্ড লিফ সিগারেট ৬ প্যাকেট, আধার কার্ড- ১টি, অ্যান্ড্রয়েড ফোন ৫ টি, বাটন ফোন- ১ টি, বৈদেশিক মুদ্রা, মালদিপ -১০ রুপাইয়া, ইন্ডিয়ান- ৭০ রুপি, আমেরিকান ৫ ডলার, নগদ ১ লক্ষ ২৯ হাজার টাকা, রাম দা-১টি, কাটারি-১টি, চাইনিজ কুড়াল- ১টি, চাকু-৩টি, মদের বোতল ৫টি, সিম কার্ড ৮টি, পাসপোর্ট ১টি জব্দ করে।
    এ বিষয়ে দেবহাটা থানার ওসি জানান, আসামি দুজনকে দেবহাটা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৯।

  • অতি ভারী বৃষ্টির আভাস, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

    অতি ভারী বৃষ্টির আভাস, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

    সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  • তালায় অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    তালায় অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    তালা প্রতিনিধি
    মঙ্গলবার (১৭ জুন) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও খ্রীষ্টান এইডের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। এতে সভাপতিত্ব করেন অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস। উপজেলা অন্ত্যজ পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের গিয়াস উদ্দিন আহম্মেদ, খ্রীষ্টান এইডের মুসফিকুর রহমান, অন্ত্যজ পরিষদের উপদেষ্টা রুপালী পরিচালক সফিকুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান,  অন্ত্যজ পরিষদের সোমা সরকার, সন্ধ্যা রানী দাস, মোঃ আব্দুল্লাহ, ভূমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার, মহাদেব দাস,তারেক সরকার, বিলকিস আক্তার প্রমুখ।
    সভায় অংশগ্রহণকারীরা তালা উপজেলায় অন্ত্যজ এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তা সমাধানের পথ খুঁজ বের করেন। এছাড়া অন্ত্যজ জনগোষ্ঠির অধিকার,মানবাধিকার মানুষের সরকারী-বেসরকারী সেবায় অর্ন্তভূক্ত করার পরিকল্পনা তুলে ধরেন।
  • সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

    সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

    সাতক্ষীরায় মাছ চুরিরোধে ঘেরের বাঁধে টানিয়ে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গ্রামে এই ঘটনা ঘটে।

    বিদ্যুৎ স্পৃষ্টে নিহত স্কুল ছাত্রের নাম মো.মাহফুজ আলী (১৫)। সে সাতক্ষীরার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের মহব্বত আলীর ছেলে। সে স্থানীয় কুমিরা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

    নিহাতের পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্র মাহফুজ আলী দুপুরে বাড়ি কাছাকাছি এলাকায় একটি মাছের ঘেরের পাশে বিলে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে মাহফুজ আলী ওই ঘেরের পানিতে গোসল করতে যায়। এ সময় ঘেরের বেড়ি বাঁধের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।

    তালা উপজেলা সুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।