Category: সাতক্ষীরা
-

মানবাধিকার দিবসে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা
বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১০ ডিসেম্বর (মঙ্গলবার) সাতক্ষীরা মুন্সিপাড়া আল আমিন ট্রাস্ট মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সাতক্ষীরা জামায়াতের মানবাধিকার বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুলের সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এড আবু তালেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে জেলা শুরা সদস্য এড. আজিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, সদর জামায়াতের কর্মপরিসদ সদস্য আনিছুর রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, সাংবাদিক শাহজান মিঠুন প্রমুখ বক্তব্য রাখেন।সভায় প্রধান অধ্যাপক ওবায়দুল্লাহ বলেন, কোন মানব রচিত সংবিধান দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, মানব রচিত মতবাদ শুধু পৃথিবীতে মারামারি, খুনাখুনি অস্ত্রের ঝংকার , দুর্ভিক্ষ এবং বিশৃঙ্খলাই সৃষ্টি করে। এর প্রমান ফিলিস্তিন সিরিয়া আফগানিস্তান কাশ্মীর সহ সর্বশেষ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। অথচ রাসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম আল কুরআনের রাজ কায়েমের মাধ্যমেই অশান্ত বিশৃংখল জাতিকে একটি সুন্দর জাতিতে পরিণত করেছিলেন। -

সুজন- সুশাসনের জন্য নাগরিক সদর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় সুজন- সুশাসনের জন্য নাগরিক
সাতক্ষীরা সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা শাখা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ
রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের আব্দুল ওহাব
আজাদ, মোঃ মনিরুজ্জামান মনির, আব্দুল জলিল, এ্যাড মোঃ আব্দুল
রাশেদ, মোঃ নাজিরুল ইসলাম, মোঃ খাইরুল বাসার, মোঃ ইউসুফ আলী,
মোঃ আব্দুুল মজিদ, প্রশান্ত কুমার পাল, মোঃ রফিকুল বারী, এস এম
আছাদুজ্জামান, রেবেকা সুলতানা, মোঃ ইনজামামুল হক, মোঃ আব্দুল
জলিল, মোঃ রমেত উল্লাহ, গুলশান আরা, মোঃ আব্দুল হামিদ প্রমুখ। সভায়
সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার জন্য সুজন- সুশাসনের জন্য
নাগরিক, সাতক্ষীরা সদর উপজেলা কমিটি, জেলা কমিটি কর্তৃক
অনুমোদিত হওয়ায় সুজন-এর জেলা কমিটির সভাপতি, সাধারণ
সম্পাদক সহ জেলা কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংগঠনের কিছু কুচক্রী মহল সংগঠনের ভাবমু্িধসঢ়;র্ত নষ্ট করার অপচেষ্টা
করায় সভায় উপস্থিত সকলেই এহেন কার্যকলাপে তিব্র নিন্দা জানান।
সভায় নবগঠিত কমিটির অভিষেক এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরনের
সিদ্ধান্ত এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে
সংগঠনের সদস্য ফরম পূরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র সভা
পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।
প্রেস বিজ্ঞপ্তি। -

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর অবরুদ্ধ থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক
অবরোধ করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে ইমিগ্রেশনের কার্যক্রম। এতে পণ্য
পরিবহনে স্থবিরতাসহ যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়। বাংলাদেশে
সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে দু’দেশের মধ্যে
বানিজ্য বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয় পশ্চিমবঙ্গ বিধান
সভার বিরোধী দলীয় নেতা ও বিজিপি’র বিধায়ক শুভেন্দু অধিকারী
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, এ বন্দর দিয়ে গড়পড়তায় ২৫০ ট্রাক
পণ্য আমদানি-রপ্তানি হয়। বর্তমানে পাথর,চাউল ও পেঁয়াজের ট্রাক
বেশি আমদানি হচ্ছে। আর অল্প পরিমানে রপ্তানি হচ্ছে জুস,কুড়োর
তেল ও গার্মেন্টস সামগ্রী ।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, বাংলাদেশের সাথে
আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে মঙ্গলবার ঘোজাডাঙ্গা অবরোধের
ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা।
এর অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে
সমাবেশ হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
হয়ে যায়।
এদিকে ইমিগ্রশনের কার্যক্রম বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আগত
ভারতগামী যাত্রীরাও পড়েছেন বিপাকে। ঘোজাডাঙ্গা অবরোধের খবর
তাদের কাছে না থাকায় বাড়ি থেকে ভারতের উদ্দেশ্যে বের হয়েছেন
তারা।
এবিষয়ে পাটকেলঘাটার আবেদ আলী জানান,‘‘ ঘোজাডাঙ্গা
অবরোধের খবরতো আমার জানা ছিলনা। তাই এসেছি। ভোমরাতে
এসে দেখি ইমিগ্রেশন বন্ধ। ফেরত যাওয়া ছাড়া পথ নেই। ’’
ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি অহিদুল
ইসলাম বলেন,‘‘ অবরোধ উঠে যাওয়ার আশা করছি আজ বিকেলেই।
তখন হয়ত আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। ’’ -

সাতক্ষীরা’র শহীদ আব্দুর রাজ্জাক পার্ক-এ দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন
তথ্যই শক্তি: জানবো জানাবো দুর্নীতি রুখবো- এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন সাতক্ষীরার সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা’র আয়োজনে ১০ ডিসেম্বর ২০২৪ সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক- এ শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা ২০২৪। কর্মসূচির অংশগ্রহণ সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক দুর্নীতিবিরোধী র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাক পার্ক-এ সমাপ্ত হয়। র্যালিশেষে সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) বিষ্ণুপদ পাল ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসু দেব বসুসহ অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তথ্যমেলা’র এর উদ্বোধন করেন।
সকাল সাড়ে ১০টায় সনাক সভাপতি হেনরী সরদার এর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ। জেলা প্রশাসক জারুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু। আলোচক হিসেবে ছিলেন টিআইবি’র কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। আলোচনাশেষে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম উপস্থিত সকলকে টিআইবির দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। সভা সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য তৈয়েব হাসান সামসুজ্জামান ও জেসমিন আক্তার। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি সদস্য, সাংবাদিক, সাধারণ জনগণ, সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দুইদিনব্যাপী তথ্য মলায় ২০টি সরকারি ও ৬টি বেসরকারি প্রতিষ্ঠান অংগ্রহণ করেছে এবং সেগুলো হলো- জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন এর কার্যালয়, বিআরটিএ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উপজেলা ভূমি অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবার পরিকল্পনা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা সমবায় অফিস, জেলা নির্বাচন অফিস, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইন্সস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন, শিশু একাডেমি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডাক বিভাগ, ব্র্যাক, অগ্রগতি সংস্থা, উত্তরণ, স্বদেশ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও সূর্যের হাসি ক্লিনিক।
দুইদিন ব্যাপী তথ্যমেলায় রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান হতে তথ্য প্রদান, আলোচনা সভা, তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক অরিয়েন্টেশন, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৬:০০টায় মেলার সমাপনী অনুষ্ঠান। -

সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
সাতক্ষীরা॥ ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশের মত যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও প্রতিবছর ১০ ডিসেম্বর পালিত হয়ে আসছে। ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বরকে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস ঘোষনা করা হয়। এছাড়াও, সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষনাকে বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখ নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষনা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরুপে সুষ্ট জাতিসংঘের অন্যতম বুহৎ অর্জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানবাধিকার সুরক্ষা ও উন্য়নের লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে। একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে এ কমিশন মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় “ Our Rights, Our Future, Right Now” “আমাদের অধিকার,আমাদের ভবিষ্যত, এখনই” এই প্রতিপাদ্যকে ধারন করে সঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠনের অংশগ্রহনে মানবাধিকার সংগঠন স্বদেশ, এমএসএফ, উত্তরন, সুশিলন, সিডো,ক্রীসেন্ট,বাংলাদেশ মহিলা পরিষদ, ব্যেকিং দ্য সাইলেন্স,হেড এইচআরডি নেটওয়ার্ক সাতক্ষীরা, সুজন, আইনও সালিশ কেন্দ্র –আসক ঢাকা,জেন্ডার ইন এমারজেন্সি এলায়েন্স সাতক্ষীরা-এইচআরডিএফ, সিএসও মানবাধিকার বিষয়ক কোয়ালিশন সাতক্ষীরা’র আয়োজনে নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং মানবধিকার পক্ষের সমাপনি দিনে বিশ^ মানবাধিকার দিবসে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক এবং এমএসএফ সাতক্ষীরা জেলা আহবায়ক এড.আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন,বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুপা বসু, সুশিলন সহকারি পরিচালক জিএম মনিরুজ্জামান,,উত্তরন প্রতিনিধি এড, মনিরুদ্দিন, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, যুব নেতা বিপ্লব হোসেন, সালহউদ্দীন রানা, রুবেল হাসান, এড, দিলিপ দেব, গৌর পদ দাশ, মফিজুর রহমান, আব্দুস ছামাদ. এড. বদিউজ্জামান. প্রবীন শিক্ষক ফজলুল করিম, মোজাম্মেল হক, শিক্ষাবিদ্ আঃ হামিদ, আশেক ইলাহি ,মুনসুর রহমান, প্রফেসর ইদ্রিস আলী, আবুল কালাম প্রমুখ।বক্তারা বলেন দেশের মানুষ এখন পরিবর্তীত পরিস্থিতির মধে দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশে নারী প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে শিশু নির্যাতন। বক্তারা এ সকল নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন। বিজয়ের মাসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের মানুষের বাক স্বাধীনতা, নিরাপদ চলাচল, জন নিরপত্তা, দুর্নিতী বন্ধ, বিচার বর্হিভুত হত্যা, গুম, ধর্ষন, বেনামি ও ভুয়া মামলা নিরসন সহ বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষা, বিশেষ করে সংখ্যা লঘু জনগনের জান-মালের নিরাপত্তার বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দফতরকে অনুরোধ জানিয়ে বলেন, সাতক্ষীরাসহ সারা দেশের অবহেলিত, নির্যাতিত, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণের মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। বক্তারা সকল মানবাধিকার সুরক্ষককে দৃঢ় ভাবে কাজ করা ও মানবধিকার সংস্কৃতি চর্চার আহবান জানান। মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্বদেশ, বরসা, হেড, উত্তরন, সুশিলন, সুনাম সাতক্ষীরা, মুক্তি ফাউন্ডেশন,ক্রীসেন্ট, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, সার্ক সার্বজনীন মানবাধিকার সংস্থা, উই ক্যান, সুপ্র, আইন ও সালিশ কেন্দ্র-ঢাকা আসক সহ বিভিন্ন উন্নয়য় সংগঠনের প্রতিনিধি।
-

সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরগণের শপথ
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টায় সাতক্ষীরা আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ বাক্য পাঠ করান। এসময় জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলাম সহ কর্মপররিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২৫ ও ২০২৬ সেশনের জন্য উপজেলা আমীর হিসাবে যারা শপথ গ্রহন করেন তারা হলেন.. ১) মাওলানা মফিদুল্লাহ—( তালা উপজেলা), ২) মাওলানা কামরুজ্জামান (কলারোয়া উপজেলা), ৩) মোঃ জাহিদুল ইসলাম—(সাতক্ষীরা শহর), ৪) তারিকুজ্জামান তুষার—(আশাশুনি উপজেলা), ৫) মাওলানা অলিউল ইসলাম—(দেবহাটা উপজেলা), ৬) মাওলানা আব্দুল ওহাব—( কালিগঞ্জ উপজেলা) এবং ৭) মাওঃ আব্দুর রহমান—( শ্যামনগর উপজেলা)প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহন করে ঈমানদারীর সাথে পালন করা আমাদের কর্তব্য। দেশ,জাতি সৎ ও যোগ্য মানুষ খুঁজে বেড়াচ্ছে। জামায়াত সেই মানুষ তৈরীর কাজ করে যাচ্ছে। আমাদের গণপ্রত্যাশা পুরনে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
-

সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা
সাতক্ষীরা সংবাদদাতাঃ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। ৯ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার।
সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলাম সহ কর্মপররিষদ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ আসিবের পরিবারসহ ৪৮ জন শহীদ পরিবারের মাঝে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পাঠানো আর্থিক সহযোগীতার চেক তুলে দেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আমরা অধিকার ফিরে পেয়েছি। হাসিনা সরকার যদি এখনো ক্ষমতায় থাকতো তাহলে গ্রামগঞ্জে, রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় লাশ আর লাশ দেখতে পেতাম। এই জালিম স্বৈরাচারী হাসিনা চুড়ান্ত পরিনতি বুঝতে পেরে পালিয়ে গেছে। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এই সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি। তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে তান্ডব চালিয়েছিলো তা পৃথিবীর ইতিহাসে কোন হায়ওয়ান জানোয়ারও এই আরচন করতে পারে না। তারা সেদিন লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো। এছাড়া তারা বিডিআর এর ৬৪ জন চৌকস সেনা অফিসারকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করেছিলো। শাপলা চত্তরে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে নির্মমভাবে হামলা ও গুলি চালিয়ে ছিলো। কত লোক সেখানে মারা গিয়েছে তা আজ পর্যন্ত উদঘাটন করতে পারেনি। দিগন্ত টিভির কাছে সেই তথ্য ছিলো বলে তারা সেদিন দিগন্ত টিভিও বন্ধ করে দিয়েছিলো।
সভায় কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘জুলাইয়ের ৩৬ দিন বাংলাদেশের ইতিহাসে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর তা হায়েনার মতো স্বৈরাচারী সরকার ও তার পেটুয়া বাহিনী মানুষ হত্যা করার জন্য যে অভিযান চালিয়েছে তা বিশ্ববাসী দেখেছে। ১৬ শতাধিক মানুষ সারা দেশে তারা হত্যা করেছে। তাদের পৈশাচিকতায় ৩২ হাজারের উপরে মানুষ আহত হয়েছে। কেউ চোখ হারিয়েছে, অনেকে হাত ও পা হারিয়েছে। তারা যে গণহত্যা চালিয়েছে এবং বাংলাদেশে যে পরিমান ক্ষতি হয়েছে তা আগামী ৫০ বছরেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছে তারা জাতির শেষ্ঠ সন্তান। এরাই আমাদের প্রেরণার উৎস। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন এবং শহীদদের পরিবারের সদস্যদেরকে সবর করার তৌফিক দেন এবং কুরআন সুন্নাহ্ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পারি সেই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা বলেন ‘২৮ অক্টোবর থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত কত লোক তারা হত্যা করেছে গুম করেছে তার কোন হিসাব নেই। তারা ১৭ বছর ধরে নির্মম জুলুম নির্যাতন চালিছে জনগণের উপর। তারা বিগত ১৭ বছর ধরে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল সহ বিবিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে গুম ও হত্যা করেছে। তাদের সেই অপরাধের বিচার একদিন এদেশের জনগণ করবে। ’
অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা—কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট ও সমাধানে করণীয় বিষয়ক সংলাপ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট ও সমাধানে করণীয় বিষয়ক এক সংলাপে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা। সংলাপে উঠে আসে পৌরসভার বস্তি এলাকাগুলোতে প্রায় ৭০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। আবাসন মানুষের মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও এই জনগোষ্ঠীর জন্য এখনো কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব কথা বলেন।
সংলাপে ধারণাপত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান।
এতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভায় ৪৭টি বস্তি রয়েছে। যেখানে প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করে। যা পৌর এলাকার মোট জনসংখ্যার ৩৫ শতাংশ। এই জনগোষ্ঠীর বেশিরভাগই বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সর্বস্বান্ত হয়ে গ্রাম থেকে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এতে তাদেরকেও যেমন নানা সংকটের মধ্যদিয়ে জীবনযাপন করতে হচ্ছে, তেমনি কোনো পরিকল্পনা না থাকায় সংকট আরও বাড়ছে।
সংলাপে বক্তারা বলেন, বস্তিগুলোতে পয়নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল, নেই বর্জ্য ব্যবস্থাপনার কোন সঠিক পরিকল্পনা। বস্তিতে প্রতিটি টয়লেট একাধিক পরিবার ব্যবহার করে, যা কোনভাবেই স্বাস্থ্যসম্মত নয়। পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ও ঘিঞ্জি।
সংলাপে অংশগ্রহণকারীরা নগরের নি¤œ আয়ের মানুষের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল বাসস্থান নিশ্চিতকরণ, বস্তির শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও কারিগরি শিক্ষা প্রদান, দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বিশেষ ঝুঁকি ভাতা ও প্রণোদনা প্রদান এবং সবার জন্য বাসযোগ্য নগর পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করেন।
সংলাপে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মানবাধিকার কর্মী অধ্যাপক পবিত্র মোহন দাস, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক মিজানুর রহমান, গোলাম সরোয়ার, বস্তিবাসীদের মধ্যে রাজারবাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার, ইসলামপুরের ইসরাফিল হোসেন, আতির বাগানের আশরাফ আলী, কাজীপাড়ার এরশাদ আলী, ইটাগাছার খাদিজা খাতুন ও মুহিনুর ইসলাম, শিক্ষা, সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মন্ডল প্রমুখ।
-

সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে কেয়ার গিভিং কোর্সের ওরিয়েন্টেশন
সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার
কার্যালয়ের এনএসডিএ- এর অধিনে কেয়ার গিভিং (বেসিক নার্সিং)
কোর্সের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়েছে। ০৯ ডিসেম্বর
সকালে কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে উদ্বোধনী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট এর পরিচালক ও বাংলাদেশ
টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান। উদ্বোধনী
অনুষ্ঠানে আলহাজ্ব এম এ হান্নান বলেন, বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট
সুনামের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেকার ও শিক্ষার্থীদের জন্য দক্ষ মানুষ
গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা
শিক্ষা গ্রহণ করে শহর ও গ্রামে চিকিৎসা সেবার মাধ্যমে কর্মজীবন শুরু করছে।
তিনি আরো বলেন, স্বাস্থ্যের উপর বড় সম্পদ আর নেই। চিকিৎসা সম্পর্কীয় শিক্ষা
গ্রহণ করে মানুষ নিজেদের সেবায় নিয়োজিত হতে পারে। কেয়ার গিভিং নতুন
হওয়ায় বিদেশে এই কোর্সের ব্যপক চাহিদা আছে। -
সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে ১০ জনকে জয়িতাকে সম্মাননা প্রদান
বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১০ জনকে জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনসাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, নারী নেত্রী খুরশিদ জাহান শিলা, জোস্না দত্ত, লিলি খাতুন, সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন, শাকিবুর রহমান বাবলা, ফারহা দিবা খান সাথী প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।জেলা ও উপজেলা পর্যায়ে ১০ জন জয়িতারা হলেন, আফরোজা খাতুন, নাহিদাল আরজিন, মমতাজ খাতুন, জুলেখা খাতুন, প্রিয়াঙ্কা বিশ্বাস, নুরুন্নাহার, স্বর্ণলতা পাল। -

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ অনুষ্ঠিত
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন,বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৯ই ডিসেম্বর (সোমবার) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার সহকারি পরিচালক মো. রকিবুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. সজীব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মাদ ফেরদৌস আরেফিন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, অজোপাডিকো নির্বাহী প্রকৌশলী মোঃ সোয়াইব হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামান, বি আর টি এর সহকারি পরিচালক মাহবুব কবির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, প্রভাষক আব্দুল ওহাব আজাদ, সাকিবুর রহমান, অ্যাডভোকেট নাজমুল আরিফ, এনামুল কবির খান, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।এসময় দিনব্যাপী অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রধান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের দাবী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার দ্বি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ডিসেম্বর) সকালে সাতক্ষীরা মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে এই দ্বি—বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আগামী ২০২৪—২৬ সেশনের জন্য জেলা সভাপতি নির্বাচিত হন অধ্যাপক গাজী সুজায়েত আলী এবং অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ—সভাপতি ও খুলনা অঞ্চল সভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত সাবেক কাউন্সিলর মাষ্টার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা।
সম্মেলনে অধ্যাপক গাজী সুজায়াত আলী সভাপতি, সহ—সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, ও মাওলানা আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার, সহ সাধারণ সম্পাদক মোঃ আবু হোরায়রা ও মোঃ ফিরোজ আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল কুদ্দুস , সহ— সাধারণ সম্পাদক (মহিলা) মোছাঃ জেবুন্নেছা, সহ— সাংগঠনিক সম্পাদক হলো মাস্টার আমিনুর রহমান, কোষাধ্যক্ষ মাওঃ মশিউর রহমান, সহ—কোষাধ্যক্ষ মাওঃ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক মাস্টার মেহেরউল্লাহ, সহ দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ট্রেড ইউনিয়ন সম্পাদক মো: আইয়ুব হোসেন, সহ ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ আনওয়ারুল ইসলাম, প্রচার ও প্রযুক্তি সম্পাদক মাস্টার সালাউদ্দিন, সহ—প্রচার ও প্রযুক্তি সম্পাদক মাওঃ হাবিবুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক শাহাজান, সহ—শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মাস্টার আব্দুর রশিদ, সহ—পাঠাগার ও প্রকাশনা সম্পাদক হাঃ মাওঃ আব্দুল মালেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাও রুহুল আমিন , সহ—ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, আইন আদালত সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সাহায্য পুনঃবাসন সম্পাদক মেম্বর আব্দুর হাকিম, সহসাহায্য পুনঃবাসন সম্পাদক মাহামুদ হোসেন, কর্মসংস্থান সম্পাদক হাফেজ আব্দুর রব,সহ—কর্মসংস্থান সম্পাদক মাও মিজানুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম খান চৌধুরী, সহ—চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম খান চৌধুরী নির্বাচিত হন।
সম্মেলনে নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ—সভাপতি ও খুলনা অঞ্চল সভাপতি মাষ্টার শফিকুল আলম। এরপর সব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী ।
সম্মেলনে প্রধান অতিথি মাষ্টার শফিকুল আলম বলেন, দেশে যত পেশা আছে সব পেশায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের অংশগ্রহণ থাকতে হবে। কোনে পেশায় যেন শ্রমিকরা হয়রানির শিকার না হয় সেটির প্রতি সজাগ থাকতে ফেডারেশনের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকরা দেশের মূল চালিকা শক্তি। শ্রমিকদের সম্মান দেওয়ার পাশাপাশি তাদের বিপদে আপদে সবাইকে পাশে থাকতে হবে। -
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে সাতক্ষীরা জেলা সভাপতি হলেন অধ্যাপক গাজী সুজায়েত আলী সম্পাদক আব্দুল গফ্ফার
২০২৫-২০২৬ সেশনের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে অধ্যাপক গাজী সুজায়েত আলীকে সভাপতি ও মোঃ আব্দুল গফ্ফারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েদ আলী’র সভাপত্বিতে ও আব্দুল জিলিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাষ্টার শফিকুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল ও শেখ নুরুল হুদা, অধ্যাপক আলফিদা হোসেব প্রমুখ।২০২৫-২০২৬ সেশনের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শাখার কমিটিত যারা রয়েছে তাঁরা হলেন সভাপতি হলেন অধ্যাপক গাজী সুজায়াত আলী, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, ও মাওঃ আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক হলেন মোঃ আব্দুল গফ্ফার,সহ- সাধারণ সম্পাদক মোঃ আবু হোরায়রা ও মোঃ ফিরোজ আওয়াল ও সহ- সাধারণ সম্পাদক (মহিলা) মোছাঃ জেবুন্নেছা, সাংগঠনিক সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, সহ- সাংগঠনিক সম্পাদক হলো মাস্টার আমিনুর রহমান, কোষাধ্যক্ষ মাওঃ মশিউর রহমান, সহ-কোষাধ্যক্ষ মাওঃ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক মাস্টার মেহেরউল্লাহ, সহ দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ট্রেড ইউনিয়ন সম্পাদক মো: আইয়ুব হোসেন, সহ ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ আনওয়ারুল ইসলাম, প্রচার ও প্রযুক্তি সম্পাদক মাস্টার সালাউদ্দিন, সহ-প্রচার ও প্রযুক্তি সম্পাদক মাওঃ হাবিবুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক শাহাজান, সহ-শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মাস্টার আব্দুর রশিদ, সহ-পাঠাগার ও প্রকাশনা সম্পাদক হাঃ মাওঃ আব্দুল মালেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাও রুহুল আমিন , সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, আইন আদালত সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সাহায্য পুনঃবাসন সম্পাদক মেম্বর আব্দুর হাকিম, সহসাহায্য পুনঃবাসন সম্পাদক মাহামুদ হোসেন, কর্মসংস্থান সম্পাদক হাফেজ আব্দুর রব,সহ-কর্মসংস্থান সম্পাদক মাও মিজানুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম খান চৌধুরী, সহ-চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম খান চৌধুরী।কার্যকরী সদস্য হলেন যারা মোঃ ইউসুফ আলী, মাও ইমামুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম,মোঃ আমিনুল ইসলাম ও ক্বারী রফিকুল ইসলাম। -

ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে চলছে টানাপোড়ন। সাম্প্রতিক সময়ের এই বৈরী সম্পর্কের সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে দু’দেশের বাণিজ্যিক আদান-প্রদান। তবে ভোমরা স্থলবন্দর দিয়ে দু’দেশের বৈদেশিক বাণিজ্য রয়েছে স্বাভাবিক।
ভোমরা স্থলবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গত চার দিনে ভারত থেকে এ বন্দর দিয়ে ৯০০ ট্রাক পণ্য আমদানি হয়েছে। যেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে ১০ দশমিক ২৯ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৭ লাখ ৮৭ হাজার ৮৯৬ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এ সময় রাজস্ব আয় হয়েছে ৫১৯ দশমিক ৭৮ কোটি টাকা। তুলনামূলকভাবে, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ১০ লাখ ৯৮ হাজার ৭০১ মেট্রিক টন পণ্য আমদানি হলেও রাজস্ব আয় ছিল ৩৪১ দশমিক ৯০ কোটি টাকা। অর্থাৎ, এই বছর পণ্য আমদানি কম হলেও রাজস্ব আদায় বেড়েছে ১৭৭ দশমিক ৮৭ কোটি টাকা।
অন্যদিকে, গত নভেম্বর মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তিন কোটি সাত লাখ ৫০ হাজার ৯৭৫ মেট্রিক টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে। এসব পণ্য পরিবহনে ব্যবহৃত হয়েছে দুই হাজার ৮৪টি ট্রাক।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আব্দুল গফুর সরদার বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে ভারত- বাংলাদেশের মধ্যে বৈরী অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে দুই দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে বেশ উদ্বিগ্ন। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়ালেও তার কোনো প্রভাব পড়েনি বন্দরের কার্যক্রমে। আমরা বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।
-

সাতক্ষীরায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।০৫ ডিসেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, বৈকারী, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক করে।সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ী নামক স্থান হতে ১৮ বোতল ভারতীয় মদ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৬/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা নামক স্থান হতে ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন সুলতানপুর ইটের ভাটা নামক স্থান হতে ০১ বোতল ভারতীয় এলএসডি (LSD-100ml), ০১ বোতল (100ml) ভারতীয় ইনজেকশন ড্রাগ এবং ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান হতে ৮৪,০০০ টাকা মূল্যের বাংলাদেশী রশুন আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতানী নামক স্থান হতে ২,৪০,০০০ টাকা মূল্যের বাংলাদেশী বন্যপ্রানী (মুখপোড়া হনুমান) আটক করে। কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী এবং গেড়াখালী নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।সর্বমোট ১,১৬,৫৫,০০০/- (এক কোটি ষোল লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করে।চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। -
সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে জাস্টির ফর জুলাই সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দের মতবিনিময়
মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে মতবিনিময় ও স্মারক লিপি প্রদান করেছে জাস্টির ফর জুলাই সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ।৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে মতবিনিময় ও স্মারক লিপি প্রদান করা হয়।মতবিনিময়ে জেলা প্রশাসকের সাথে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান, সাতক্ষীরা সংস্কার ও উন্নয়ন ভাবনাতে তরুণদেরকে সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় হয়।এসময় তারা জেলা প্রশাসক মহদ্বয়ের নিকটজুলাই গন অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান,আহতদের চিকিৎসা ও পুনর্বাসন,সাতক্ষীরার খুলনা রোডস্থ মোড়কে শহীদ আসিফ চত্তর নাম করণ, সাতক্ষীরা সংস্কার ও উন্নয়ন ভাবনা বিষয়ক স্মারক লিপি প্রদান ও জুলাই গন অভ্যুত্থানের ‘‘জুলাই স্মারক ক্যালেন্ডার ১-৩৬ জুলাই ’’ সম্বলিত দেয়ালিকা হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন জাস্টিস ফর জুলাই সাতক্ষীরার আহব্বায়ক ইখতেয়ারউদ্দীন, যুগ্ম আহব্বায়ক সায়েম রহমান সিয়াম,সোহাগ হোসেন,ইমরান বাসার , সদস্য সচিব ঝুমা মারিয়াম,সদস্য সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম, রত্মা পারভীন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জিল্লুর রহমান,আনিসুর রহমান,মাছুদুর রহমান,নাজমুস সাকিব,সাব্বির হোসেন,জুবায়ের,নাহিদ হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ । -

২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি :‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ প্রতিপাদ্যে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩রা ডিসেম্বর (মঙ্গলবার) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীরসাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। এসময় বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান,জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসার মুর্শীদুল হক, সাতক্ষীরা প্রতিবন্ধী সবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মো. তরিকুল ইসলাম,সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।উল্লেখ্য ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে ১৪ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমীন। -

যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় কর্তৃক পরিচালিত ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং, বিউটিফিকেশন, ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক), ওয়েল্ডিং ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।০৩ ডিসেম্বর(মঙ্গলবার) যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার প্রশিক্ষক কম্পিউটার মো. আব্দুল মতলেব’র সঞ্চালনায়বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. মো. আব্দুল মাজেদ, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ। এবার প্রশিক্ষণে ১২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।