Category: শ্যামনগর

  • শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে মাথায় রেখে ১৫ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে শুরু  হয়ে এলাকা ঘুরে আবার পরিষদে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আলচনা সভা দিয়ে শেষ করা হয় । আলোচনায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন “ বুড়িগোয়ালিনী বাংলাদেশের একটি দক্ষিন-পশ্চিম অঞ্চলের উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপুর্ণ এলাকা। এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ঘটে। যার পরিমাণ ও মাত্রা দিন দিন বেড়েই চলছে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিক ভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে ” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ শহিদুল ইসলাম। এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে স্বেচ্ছায় মাটির রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্চন্নতা প্রতিযোগিতা এবং কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বূড়িগোয়ালিনী এবং গাবুরাতে প্রায় ২৭০ জন লক্ষিত জনগোষ্ঠী সহ অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

  • পিতার বকুনি খেয়ে আত্মহত্যা

    পিতার বকুনি খেয়ে আত্মহত্যা

    সাতক্ষীরার শ্যামনগরে পিতার বকুনি খেয়ে আসমা আক্তার নামে (২২) এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রমজাননগর গ্রামে ঘটনাটি ঘটে।

    আত্মহননকারী আসমা আক্তার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের মুজিবর গাজীর মেয়ে ও একই উপজেলার সোনামোড় এলাকার আবুজার হোসেনের স্ত্রী। ইয়াছিন আরাফাত নামে সাড়ে তিন বছরের একটি ছেলে রয়েছে তার।

    মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামীর সাথে মনোমালিন্যের জেরে গত তিন মাস ধরে পিতার বাড়িতে ছিল আসমা। শনিবার বিকালে পিতা মুজিবর রহমান শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মেয়েকে বকাঝকা করেন। একপর্যায়ে রাতে পরিবারের সদস্যরা অন্য কক্ষে অবস্থানের সুযোগে আসমা শোবার ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

    মুজিবর রহমান জানান, পারিবারিক কারণে মেয়েকে সামান্য বকাঝকা করেছিলেন তিনি। তবে মেয়ের আত্মহত্যার জন্য তার স্বামী আবুজার দায়ী। পূর্বে তালাক দেয়া প্রথম স্ত্রীকে আবারও সংসারে ফিরিয়ে আনার ঘটনায় কষ্ট পেয়ে তার মেয়ে গত তিন মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে আমার এখানে চলে এসেছিল। এসব কারণে আসমা মানসিক কষ্টে ভুগছিল বলেও দাবি করেন তিনি।

    আবুজার হোসেন জানান, তার প্রথম স্ত্রীর বিষয়ে আসমা সবকিছু জানতো। পরবর্তীতে পিতা মাতার প্ররোচনায় সে রাগ করে বাবার বাড়িতে চলে যায়। তিন মাস ধরে সে সেখানে ছিল।

    স্থানীয় ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর আলম জানান, স্বামীর প্রতারণার পর পিতার বকুনি পেয়ে অভিমানে আসমা আত্মহত্যা করে।

    শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • উপ‌দেষ্টা আসিফ মাহমুদের পরিদর্শনের পর যশোরেশ্বরী মন্দিরে হাতাহাতি

    উপ‌দেষ্টা আসিফ মাহমুদের পরিদর্শনের পর যশোরেশ্বরী মন্দিরে হাতাহাতি

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে, তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করার পরপরই মন্দির কর্তৃপক্ষের সাথে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

    শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনে যান উপদেষ্টা আসিফ মাহমুদ।

    এসময় দর্শনার্থীদের উদ্দেশ্যে কথা বলে মন্দির ত্যাগ করার পর মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

    হাতাহাতির বিষয়ে মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি জয়দেব বিশ্বাস বলেন, নিরাপত্তাজনিত দুর্বলতার কারণে মুকুট চুরির ঘটনা ঘটেছে। এতো গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ন্যূনতম দায়িত্ববোধের পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করায় পূর্বপরিকল্পিতভাবে জ্যোতি চট্টোপাধ্যায় ও তার লোকজন আমাদের উপর চড়াও হয়।

    এ বিষয়ে জানতে চাইলে মন্দির কর্তৃপক্ষের পক্ষে জ্যোতি চট্টোপাধ্যায় বলেন, এখানে এমন কোন ঘটনা ঘটেনি। তবে ভিডিও ফুটেছে দেখা গেছে বিশৃঙ্খলা হয়েছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বহিরাগতরা এমন ঘটনা ঘটাতে পারে।

    এ ঘটনায় শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুল ইসলাম বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা মহোদয় মন্দির পরিদর্শন করে বেরিয়ে যাওয়ার পর মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়।পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

    এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চুরির সাথে জড়িতকে দ্রুততম সময়ের মধ্যে সনাক্ত করে স্বর্ণের মুকুট উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

    উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মন্দিরে চুরির ঘটনা দুঃখজনক। আমরা খবর শোনা মাত্রই ঢাকা থেকে প্রশাসনকে নির্দেশনা দিয়েছি চুরি হওয়া মুকুট যেন দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্যামনগর নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ, জামায়াতের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

    এদিকে, মন্দির পরিদর্শন শেষে উপদেষ্টা মুন্সীগঞ্জে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম হয়ে সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমণে যান।

  • মোদির দেওয়া মুকুট উদ্ধার করতে পারলেই পুরস্কার

    মোদির দেওয়া মুকুট উদ্ধার করতে পারলেই পুরস্কার

    সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে। এ ঘটনায় চোর ধরিয়ে দিতে পারলে সন্ধানকারীকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

    শুক্রবার (১১ অক্টোবর) ফেসবুকে দেওয়া পোস্টে এই পুরস্কারের ঘোষণা দেন তিনি।

    ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি: চোরকে ধ‌রি‌য়ে দিতে বা কোনো সন্ধান বা শনাক্তে সাতক্ষীরা জেলা পু‌লি‌শকে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে পু‌লিশ সুপার সাতক্ষীরা মহোদয় মুকুটের সন্ধানকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত ক‌রিবেন।

    এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে স্বর্ণের মুকুটটি চুরি হয়। এ ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়।

    জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি সেখানে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়ি যান। এ সময় মন্দির প্রাঙ্গণে রেখাসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।

    সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার বলেন, দুপুরে একটি অন্নপ্রাশনের পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য পাশের টিউবওয়েলে যাই। পরে সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি প্রতিমার মাথার মুকুটটি নেই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে বিষয়টি জানাই।

    শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় জড়িতকে ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।

  • যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট চুরি; থানায় মামলা

    যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট চুরি; থানায় মামলা

    সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া সেই সোনার মুকুট চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মন্দিরের সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শনিবার (১২ অক্টোবর) বেলা ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে মুকুট চুরির ঘটনায় কালী মন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জীসহ আটজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার পর থেকে পুলিশ, সেনাবাহিনী ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। চুরি যাওয়া মুকুটটি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছে। তবে মন্দিরের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে মুকুট চুরির সঙ্গে জড়িত ওই যুবককে সনাক্ত করা যায়নি। ওই যুবক স্থানীয় কেউ নয় বলেই ধারণা এলাকাবাসীর।

    অপরদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর আগে প্রতিমার মাথার সোনার মুকুট চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোনার মুকুটটির বিষয়ে যে কোনো তথ্য কিংবা কোনো ব্যক্তি এটি বিক্রয় অথবা কোনো স্বর্ণের দোকানে গলানো/ধরন পরিবর্তন করতে গেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক সাতক্ষীরা (০১৭১৫-২১২২৭৭) ও পুলিশ সুপার সাতক্ষীরাকে (০১৩২০-১৪২১০০) জানাতে অনুরোধ জানানো হয়েছে।

    বাংলাদেশে হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার অহবায়ক অনাথ মন্ডল বলেন, নিরাপত্তাজনিত দুর্বলতার সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। এত গুরুত্বপূর্ন ও মল্যবান সম্পদ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ন্যুনতম দায়িত্ববোধের পরিচয় দিতে পারেনি। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এমন ঘটনা ঘটানো হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

    কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, মুকুট চুরির ঘটনায় মন্দিরের সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে শনিবার শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মন্দিরের পুরোহিত ও পরিচ্ছন্নতাকর্মীসহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    উল্লেখ্য, যশোরেশ্বরী কালীমন্দির সনাতন ধর্মেও ৫২ পিটের এক পিট। ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে এসে নিজ হাতে কালীপ্রতিমার মাথায় সোনার মুকুটটি পরিয়ে দিয়েছিলেন।

    এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭মিনিট থেকে ২টা ৫০মিনিটের মধ্যে কালী প্রতিমার মাথা থেকে মুকুটটি চুরি হয়। এ ঘটনার পর মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে স্বর্ণের মুকুটটি খুলে নিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

  • শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট চুরি, সন্দেহভাজনের ছবি প্রকাশ

    শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট চুরি, সন্দেহভাজনের ছবি প্রকাশ

    শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে।
    বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এটি চুরির ঘটনা ঘটে।
    এ ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত এক সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ করা হয়েছে।
    জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়িতে যান। এসময় মন্দির প্রাঙ্গণে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে। সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, দুপুরে পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি তার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর তিনি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য পাশের টিউবওয়েলে যান। পরে সেখান থেকে ১-২ মিনিটের ব্যবধানে ফিরে এসে দেখেন প্রতিমার মাথার মুকুটটি নেই। পরে মন্দিরের সবাইকে বিষয়টি জানান তিনি।
    এ বিষয়ে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় জড়িতকে ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।
  • সাতক্ষীরার মন্দির থেকে নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি

    সাতক্ষীরার মন্দির থেকে নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে।

    গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটির দাবি। চুরির ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে একটি যুবককে মন্দিরের মুখোশ ছিনিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

    জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে মন্দিরে একটি মানতের অন্নপ্রাশনের পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়ি যান।

    এ সময় মন্দির প্রাঙ্গণে রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।রেখা সরকার বলেন, দুপুরে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে চলে যান। আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য অসাবধানবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়েলে যাই।

    সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুটটি নেই। পরে মন্দিরে থাকা সবাইকে বিষয়টি জানাই।এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজসহ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত চলছে।

  • প্রগতির আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

    প্রগতির সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রগতির সভাপতি প্রবীর শিক্ষাবিদ অধ্যাপক শাহানা হামিদ। সভায় বক্তব্য রাখেন প্রগতির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, শিক্ষক সাংবাদিক রনজিৎ বর্মন, এডভোকেট মুনসুর রহমান, ডাঃ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, আব্দুল্লাহ আল বাকি, উন্নয়ন কর্মি আব্দুল হান্নান, তৃষ্ণা মন্ডল, রেহেনা খাতুন প্রমুখ।
    সভায় বক্তাগন প্রবীণদের মর্যাদার সাথে বেঁচে থাকার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ ও প্রবীণদের মেধা কাজে লাগানো জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

  • বিএনপি নেতা হাবিবের জামিন পাওয়ার খবরে শ্যামনগরে আনন্দ মিছিল

    শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতা-কর্মীর জামিন পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
    মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শ্যামনগর চৌরাস্তা থেকে উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জে.সি কমপ্লেক্স গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।
    শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সহ-সভাপতি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অন্যরা।
  • আক্তারুজ্জামানের মুখে এখন সুদিনের হাসি

    আক্তারুজ্জামানের মুখে এখন সুদিনের হাসি

    শৈশব থেকেই দারিদ্রের সাথে লড়াই করে বড় হয়েছে মোঃ আখতারুজ্জামান। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাপালী গ্রামের আমিনুর রহমানের পুত্র।  ৪ সন্তানের মধ্যে আখতারুজ্জামান  সবার ছোট। মাত্র ৫শতক জমির উপর তাদের বসবাস। ৯ সদস্যের পরিবারের খাবার, পোষাক, সন্তানের লেখাপড়া ও অন্যান্য খরচ ঠিকমত পরিচালনা করতে পারেন না দিনমজুর বাবা। এহেন প্রতিকূল পরিবেশে আখতারুজ্জামান স্কুলে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় ঝাপালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ার পর ১০ বছর বয়সে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। সেখান থেকে সে তার বাবা ও বড় ভাইদের সাথে দিনমজুরের কাজ করে এবং নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতো।
    এলাকায় গিয়ে জানা যায়, ২০২১ সালে স্কুল থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষিত করার জন্য এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় উত্তরণ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে একটি ব্রীজ স্কুল চালু করে। তখন আখতারুজ্জামান আবার এই স্কুলে ভর্তি হয়। তার ভাই কাশিমাড়ী নতুন বাজারে সাইকেল, মটরসাইকেল ও ইজিবাইক মেরামতের জন্য একটি ছোট দোকান খোলেন। আর সে ব্রীজ স্কুলে পড়ার পাশাপাশি ঐ দোকানে কাজ শুরু করে। ২০২২ সালে যখন তার বয়স ১৫ বছর তখন সে উত্তরণের সহায়তায় ডিজেল, পেট্রোল ইঞ্জিন মেকানিক এবং ইজিবাইক মেরামতের উপর তিন মাসের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণ করেছিল। প্রশিক্ষণের পর থেকেই সে নিজে দোকান চালানোর স্বপ্ন দেখছিল কিন্তু টাকার আভাবে তা করতে পারেনি। সে তার ভাইয়ের দোকানে কাজ করে সঞ্চয় শুরু করে।
    বর্তমানে আখতারুজ্জামান তার স্বপ্ন পূরনের পথে অনেক দূর এগিয়েছে। নিজের সঞ্চয় ও ভাইয়ের সাহায়তা এবং একটি ক্ষুদ্র  ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে কাশিমাড়ী পুরান বাজারে একটি দোকান ভাড়া নেয়। প্রতি মাসে এক হাজার টাকা ভাড়া দিতে হয়। মোটরসাইকেল গ্যারেজ পরিচালনার জন্য ৩৫ হাজার টাকার মালামাল ক্রয় করা হয়। বর্তমানে মাসে তার প্রায় ১০ হাজার টাকা আয় হচ্ছে। আক্তারুলের ইচ্ছা টাকা জমা করে একটি মোটরসাইকেল ওয়াশ এবং একটি মোটরসাইকেল ও ইজিবাইক ওয়েল্ডিং মেশিন কিনবে।
    আখতারুজ্জামান জানান, ‘উত্তরণ ও এডুকো বাংলাদেশের সহযোগিতায় আজ আমি এই ব্যবসা করার সুযোগ পেয়েছি। তাই আমি এই ব্যবসার প্রসার ঘটাবো এবং এলাকার অন্যান্য বেকার ছেলেদের কাজের সুযোগ তৈরী করবো।’
    উত্তরণের এডুকো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার বলেন, শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়নে এডুকো প্রকল্পের বাস্তবায়নে চারটি ব্রিজ স্কুলে ৩৫০ জন শ্রমজীবী শিশুর শিক্ষাদান কার্যক্রম চলমান রয়েছে। এই শিশুরা নিয়মিত ব্রিজ স্কুলে এসে লেখাপড়া করছে। এছাড়া ২০২৩ সালে ৫০ জন প্রশিক্ষাণার্থী ইন্ডাষ্ট্রিয়াল সুইং মেশিন ও টেইলরিং, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন সার্ভিসিং এবং ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও সোলার সিষ্টেম বিষয়ে তিন মাসের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে ব্যবসাসহ আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন কাজে যুক্ত রয়েছে। আখতারুজ্জামান ব্রীজ স্কুলে পড়ালেখার পাশাপাশি উত্তরণের সহায়তায় ডিজেল, পেট্রোল ইঞ্জিন মেকানিক এবং ইজিবাইক মেরামতের উপর তিন মাসের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণ করে। বর্তমানে মটরসাইকেল গ্যারেজ থেকে মাসে প্রায় ১০ হাজার টাকা আয় হচ্ছে তার।
    শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, মূলত ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত স্কুল বহির্ভূত শিশুদের শিক্ষার মূল স্রোতে আনার জন্যই এ ব্যবস্থা। এটি দুর্গম ও পিছিয়ে পড়া উপকূলীয় এলাকায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
    কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ বলেন, উত্তরণের এডুকো প্রকল্পের এই কার্যক্রম উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। আখতারুজ্জামানের মতো অনেকেই পড়ালেখার পাশাপাশি কাজ করে কিছু উপার্জন করছে।

  • সাতক্ষীরার শ্যামনগরে কৃষকলীগ নেতা আবুল কাশেম হত্যা ঘটনায় এজাহারভুক্ত আসামী আটক

    সালাহউদ্দিন নামে আরো এক আসামী র‌্যাব এর হাতে
    আটক

    রঘুনাথ খাঁ, সাতক্ষীরা ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা
    ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে কৃষকলীগ নেতা আবুল
    কাশেমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত
    আসামী সালাহউদ্দিন গাজীকে (২৫) আটক করেছে র‌্যাব। রবিবার
    রাতে তাকে সাতক্ষীরার একটি স্থান থেকে আটক করা হয়।
    আটককৃত সালাহউদ্দিন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের
    খোলপেটুয়া গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে।
    মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক সরল
    বিশ্বাস জানান, অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-৬ এর
    সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত র‌্যাব সদস্যরা রবিবার রাতে সাতক্ষীরার
    একটি স্থান থেকে গোপন খবরের ভিত্তিতে আটক করে। পরে তাকে
    পুলিশে সোপর্দ করা হয়। তাকে সোমবার বিকেলে আদালতে
    পাঠানো হবে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্টেশনে না থাকায় তার
    সঙ্গে মোবাইলে পরামর্শ করে রিমা- আবেদন করা হবে কিনা তা
    পরবর্তীতে জানানো হবে। তবে তিন দিনের রিমা- মঞ্জুর হওয়া
    আসামী আবু মুসা গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার
    কারাগার থেকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
    তবে স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গাবুরার
    চাঁদনিমুখায় বোন সেলিনার বাড়ি থেকে সালাহউদ্দিনকে আটক
    করা হয়েছে রবিবার রাতে।
    মামলার বিবরনে জানা যায়, খোলপেটুয়া গ্রামের চিংড়ি ঘেরের
    ২৫ বিঘা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৪ জুলাই দিবাগত
    রাত ১২টা ১০ মিনিটে চিংড়ি ঘেরের ডিঙি নৌকায় স্ত্রী
    ফিরোজাকে বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি
    আবুল কাশেম কাগুচীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ
    ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা খাতুন বাদি হয়ে আবু মুসা
    গাজী, লোকমান গাজী, আব্দুর রহিম, শুকুর আলী সরদার, মিজান
    গাজী, সালাহউদ্দিন গাজী, সেকেন্দার গাজী ও আবু শ্যামা
    গাজীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ জনের বিরুদ্ধে ৫ জুলাই
    শ্যামনগর থানায় হত্যা মামলা(৫নং) দায়ের করেন। গত ১০ জুলাই
    বুধবার মামলার প্রধান আসামী আবু মুসাসহ সন্ধিগ্ধ পাঁচ
    আসামীকে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা
    হয়। রুধবার রাতে আবু মুসা গাজী ও জয়নালকে এলাকায় নিয়ে
    মুসার বাড়ি থেকে দা, কুড়াল, বল্লভ উদ্ধার করা হয়। জয়নালের
    দেখানো মতে নিহত আবুল কাশেমের নিয়ন্ত্রণাধীন ঘেরের পূর্ব
    দিকের বেড়িবাঁধের নদীর পাশ থেকে কেওড়া গাছের নীচে পুতে
    রাখা হত্যাকা-ে ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ। তবে মামলার
    এজাহারভুক্ত অপর ছয় আসামী পলাতক রয়েছেন।#

  • শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারী সদস্যদের নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

    শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারী সদস্যদের নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

    শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

    সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে কাজ করছে।সেই লক্ষ্যে ৯ ও ১০  জুলাই  মঙ্গলবার ও বুধবার  শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ১০ জুলাই বিকাল ৪ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা ।প্রধান অতিথি বলেন, নারীদেরকে নেতৃত্ব দিতে হবে। নারী নেতৃত্বের মাধ্যমে নারীদেরকে এগিয়ে নিতে হবে। সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নেতৃত্বের বিকাশ ঘটবে, তারা সংগঠন পরিচালনার জন্য দক্ষ হবে। নারীদের এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।অংশগ্রহণকারী অর্পণা মল্লিক বলেন, ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে আমি নারী নেতৃত্ব উন্নয়ন, নেতার গুনাবলী ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে অনেক কিছু শিখেছি। নারীদের জন্য এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

  • কৈখালীতে শ্যামনগর কৃষি অফিসের উদ্যোগে নারিকেলের চারা বিতরণ। 

    কৈখালীতে শ্যামনগর কৃষি অফিসের উদ্যোগে নারিকেলের চারা বিতরণ। 

    শ্যামনগর প্রতিনিধি :  সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী উত্তর পাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠ চত্বরে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার বিকালে শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৈখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠানে নারিকেলের চারা বিতরণ করা হয়।শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নুরুজ্জামানের তত্ত্বাবধানে, এসময় উপস্থিত ছিলেন,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক সহ
    (বিসিআইসি) সার ডিলার মোঃ আমিনুর ইসলাম (আমিন) দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আলফাত হোসেন ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাংবাদিক জি,এম,আমিনুর রহমান,দৈনিক কালের চিত্র পত্রিকার সাংবাদিক শাহীন আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু দিলীপ কুমার মন্ডল,সরদার আবু দাউদ প্রমুখ।
  • শ্যামনগরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরা জেলা কৃষক লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    শ্যামনগরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরা জেলা কৃষক লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    প্রেসবিজ্ঞপ্তি

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাশেম কাগুজিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কাশেম কাগুজিকে হত্যার তীব্র নিন্দা ও ঘাতকদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবি ও শোকআহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সম্মানিত সভাপতি মাহফুজা সুলতানা রুবিসহ সাতক্ষীরা জেলা কৃষকলীগের সহ-সভাপতি এ্যাড. আল মাহমুদ পলাশ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাংবাদিক সেলিম রেজা মুকুল, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, আবুল হোসেন মোল্যা, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ হেদায়তুল ইসলাম, স,ম সেলিম রেজা, ও মাষ্টার মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, তথ্য ও গবেশনা সম্পাদক শেখ আফজাল হোসেন, স্থানীয় সরকার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ত্রান সম্পাদক আকবর আলী, দপ্তর সম্পাদক শাহাজাহান কবির, ধর্মবিষয়ক সম্পাদক মাস্টার আব্দুল খালেক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক ইয়ারর হোসেন, মহিলা সম্পাদক মোস্তারি সুলতানা পুতুল, সহ-মহিলা সম্পাদক শাহানাজ নাজনীন খুকু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মারুফ হোসেন, কার্যনির্বাহী সদস্য ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, ইউপি সদস্য আসমত আলী, আসাদুজ্জামান লাভলু, জেলা কৃষকলীগের নির্বাহী সদস্য, প্রভাষক শেখ আব্দুল হালিম টুটুল, নির্বাহী সদস্য আব্দুল মুহিত, আসাদুজ্জামান লাভলু, খন্দকার আনিসুর রহমান, ফরিদা পারভিন, জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা সদর থানা কৃষকলীগের সভাপতি স.ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক আবু রাহায়ান, পৌর কৃষকলীগ নেতা পৌর কৃষক লীগের রাশিদ হাসান চৌধুরী বাবু, আব্দুর রহমান, আনারুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক মো. আবুল কালামসহ জেলা, সদর ও পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ।

  • শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ।

    শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ।

    মোঃ আলফাত হোসেন শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা সহ আটুলিয়া ও রমজাননগর ইউনিয়নের ৬৬ টা পরিবারের মাঝে ৩ লক্ষ ৯৬ হাজার টাকা চেক বিতরণ করে এ্যাকশন এইড বাংলাদেশ। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ,রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন ও এ্যাকশন এইড বাংলাদেশ এল আর পি- ৫৪ শ্যামনগর প্রোগ্রাম অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম,ফোরাম সিভি প্রজেক্ট প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সেলিম হোসেন,একশান এইড বাংলাদেশ ফাইন্যান্স অফিসার তাপস কুমার সরদার প্রমুখ। এসময়,ঘূর্ণীঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬০০০ টাকা করে চেক বিতরণ করা হয়।

  • বিকল্প জীবিকায়নের উদ্দেশ্যে শ্যামনগরে ক্ষুদ্র ব্যবসায়িদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ

    বিকল্প জীবিকায়নের উদ্দেশ্যে শ্যামনগরে ক্ষুদ্র ব্যবসায়িদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ

    শ্যামনগরের মুন্সীগঞ্জে বে-সরকারি  উন্নয়ন সংস্থা সিসিডিবি এর কার্যালয়ে গাবুরা ইউনিয়নের বিশ জন সুবিধাভোগীদের (নারী-৭ ও পুরুষ-১৩) মধ্যে  ক্ষৃদ্র ব্যবসা পরিচালনায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং পরবর্তিতে তাদের উপকরণ সহায়তা প্রদান করা হবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়।

    ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মান প্রকল্প (স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প) এর সহযোগিতায় এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এবং তিনি উক্ত প্রশিক্ষণটি সহায়ক হিসেবে পরিচালনা করেন । আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন,  সহযোগিতা প্রদান করেন ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া, ও অন্যান্য মাঠ সংগঠক প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, “ক্ষুদ্র ব্যাবসায়িদের দক্ষতা উন্নয়নে সিসিডিবি প্রশিক্ষণ দিয়েছে । এই প্রশিক্ষণ  জ্ঞানের মাধ্যমে তারা ক্ষুদ্র ব্যবসাকে আরও সামনে এগিয়ে নেবে। পরবর্তীতে উপকরণ সহযোগিতা তাদের ব্যবসা ক্ষেত্রে আরও উৎসাহ যোগাবে। এমন যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।”

    প্রশিক্ষাণার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজ নিজ পরিসরে ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের মাধ্যমে তাদের জীবন মান পরিবর্তন করতে পারবে এবং  ব্যবসাকে আরও সামনে এগিয়ে নিতে পারবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

  • শ্যামনগরের খোলপেটুয়া নদীর গাবুরায় বেড়িবাঁধে আবারও  ভাঙন

    শ্যামনগরের খোলপেটুয়া নদীর গাবুরায় বেড়িবাঁধে আবারও  ভাঙন

    শ‍্যামনগর উপজেলার  দ্বীপ ইউনিয়ন গাবুরায় খোলপেটুয়া নদীর  ৯ নং সোরা মালী বাড়ী সংলগ্ন বেড়িবাঁধে শনিবার বিকেলে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে।
    স্থানীয়রা জানান, গাবুরা ইউনিয়নে হাজার কোটি টাকার মেঘা প্রকল্প চলমান থাকলে ও ৯ নং সোরা এলাকার মালীবাড়ীর সামনে আজো পযর্ন্ত কোন ভাবে কাজ শুরু হয়নি।  ফলে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ২০০ ফুটের বেশি  বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। রাতের জোয়ারে ভাঙন বেড়ে যায়।
    গাবুরা ইউনিয়নে ৪৭ টি প‍্যাকেজের মাধ্যমে চলছে মেঘা প্রকল্পের কাজ, তবে ৯ নং সোরা ২৬নং প‍্যাকেজ চালু না করায় এভাবেই নদী ভাঙনে ভেঙে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
    স্থানীয়রা আরোও বলেন গাবুরার ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ৯নং সোরা মালীবাড়ীর সামনের বেড়িবাঁধের অংশটি। তবে এই অংশ টি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে ও সেখানে বাঁধের কাজ হচ্ছে না কেনো। বেড়িবাঁধে ভাঙন এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন শনিবার বিকেলে গাবুরা ৯নং সোরা মালীবাড়ী সংলগ্ন বেড়িবাঁধে হঠাৎ নদী ভাঙনে বাঁধের বেশ কিছু অংশ ভেঙেছে।
    তবে রবিবার দুপুর থেকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু ভর্তি জিও বস্তুা ফেলানোর কাজ চলছে। জরুরী ভাবে সেখানে রাতেই বস্তা ফেলানোর কাজ চলমান রয়েছে, তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী গণ গাবুরার এ ভাঙন বিষয়ে খোঁজ খবর রাখছেন।
  • বাঘ সংরক্ষণে সুন্দরবনে কেল্লা ও মিষ্টি পানির উৎস বাড়ানো হবে

    বাঘ সংরক্ষণে সুন্দরবনে কেল্লা ও মিষ্টি পানির উৎস বাড়ানো হবে

    বাঘ সংরক্ষণে সুন্দরবনে কেল্লা ও মিষ্টি পানির উৎস বাড়ানো হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।
    মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় সাতক্ষীরার শ‍্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বাঘ সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
    তিনি আরো বলেন, বনের ভিতরে পশুপাখিদের আশ্রয়ের জন্য বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় কেল্লার সংখ্যা বাড়ানো হবে। মিষ্টি পানির উৎসের সংখ্যা বাড়ানো হবে। চোরা শিকারিদের নির্মূল করতে সকল ধরণের পদক্ষপ গ্রহণ করা হবে।
    ‌‌সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওকায় ‘বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ‍্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, রমজানগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালি ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, বুড়িগোয়ালীনি প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, নীলডুমুর বিজিবির সুবেদার সুবেদার আরজুল, কোস্টগার্ডের পেটি অফিসার রফিক উদ্দিন, বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম, কদমতলা স্টেশন কর্মকর্তা আসাদুসজ্জামান, সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম প্রমুখ।