শ্যামনগরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলা সদরে সোনারমোড় ও কাশিমাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনাখালী গ্রামে ময়জুদ্দীন কাজীর মেয়ে ও সোনাখালী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী আয়শা মনি (৯) ও কাশিমাড়ী বল্লারটোপ গ্রামের মৃত ফকির মিস্ত্রীর ছেলে ওম্বল মিস্ত্রী (৭৫)।
উভয়ের পারিবারিক সূত্র মতে, মামার বাড়িতে বেড়াতে আসার সময় সকাল সাড়ে ৯টার দিকে সোনার মোড়ে পৌছালে ইট ভর্তি ড্যাম্পার গাড়ি আয়শা মনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। অপরদিক সকাল সাড়ে ১০টার সময় স্ত্রীকে সাথে নিয়ে কাশিমাড়ী বাজারে আসার সময় আবুল ঠিকাদারের বাড়ির সামনে মটরসাইকেলের ধাক্কায় ওম্বল মিস্ত্রী গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক মৃত ঘোষণা করেন।
Category: শ্যামনগর
-
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ও শিশু নিহত
-
শ্যামনগরে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা
শ্যামনগর ব্যুরো: দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপকে কেন্দ্র করে শ্যামনগরের ফুটবল প্রেমীরা ভাসছে আনন্দের জোয়ারে। পথ প্রান্তরে, মাঠ-ঘাট, চায়ের দোকনসহ প্রায় সব স্থানে একটাই আলোচনা বিশ্বকাপ ফুটবল। পছন্দের দলটিকে নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনার শেষ নেই। সাইকেল-মটর সাইকেল, গাছে ও বাড়ির ছাদে সমর্থকরা পতাকা উড়িয়ে নিজেদের সমর্থন জানিয়ে দিচ্ছে। এমনকি সড়কেও বড় বড় হরফে সমর্থক দলটির নাম লেখা হচ্ছে। নিজ-নিজ পছন্দের দলকে জিতিয়ে রাখতে তর্কের শেষ নেই। স্ব-স্ব দলের জার্সি গায়ে পরিবেশ মুখরিত করছে উঠতি বয়সের তরুনরা।
বিভিন্ন সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, আসন্ন রাশিয়া বিশ্বকাপে প্রতিটা খেলা সন্ধ্যায় শুরু হওয়ায় তারা বেশ খুশি। অধিক রাতে খেলা শুরু হলে ঠিকমত তারা ঠিকমত খেলা উপভোগ করতে পারেন না। ইতিমধ্যে বিভিন্ন শো-রুম ও ইলেকট্রিক সামগ্রী দোকানগুলোতে টিভি, মনিটর কেনার হিড়িক পড়ে গেছে। -
সুন্দরবনে বাটুলিয়া নদী থেকে দেড় লক্ষাধীক টাকার নিষিদ্ধ জাল জব্দ
শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বাটুলিয়া নদী থেকে লক্ষাধীক টাকার অবৈধ্য জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে এ জাল জব্দ করা হয়। এসময় জেলেরা দ্রুত পালিয়ে যায়।
আংটিহারা কোস্টগার্ড অফিসার মো. আব্দুল মান্নান বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় ঘটনাস্থল থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়েছে।
সুন্দরবনে বাটুলিয়া নদী থেকে দেড় লক্ষাধীক টাকার নিষিদ্ধ জাল জব্দ
শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বাটুলিয়া নদী থেকে লক্ষাধীক টাকার অবৈধ্য জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে এ জাল জব্দ করা হয়। এসময় জেলেরা দ্রুত পালিয়ে যায়।
আংটিহারা কোস্টগার্ড অফিসার মো. আব্দুল মান্নান বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় ঘটনাস্থল থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়েছে। -
কালিগঞ্জ, শ্যামনগরে যায়যায়দিন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে যায়যায়দিন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জাতীয় দৈনিক পত্রিকা যায়যায়দিনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩ তম বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শ্যামনগরের আয়োজনে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় দৈনিক যায়যায়দিন জননন্দিত জাতীয় পত্রিকা। প্রকাশনার শুরু থেকেই পত্রিকাটি পাঠকের মন কেড়েছে। যায়যায়দিনের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হোক।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীরের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ জাবের হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যায়যায়দিন পত্রিকার শ্যামনগরের প্রতিনিধি রনজিৎ বর্মন।কালিগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
কালিগঞ্জ বিশেষ প্রতিনিধি: যায়যায় দিন ১৩তম বর্ষে পদারপর্ণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ ফ্রেসন্ড ফোরামের আয়োজনে ৬ জুন বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রাবান্ধীক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায় দিন উপজেলা প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, কালিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, সংঙ্গীত শিল্পী ও শিক্ষক কনিকা সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালী বাহির হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, কবি, সাহিত্যিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। -
শ্যামনগর ফুটবল একাডেমী ও দুর্বার সংঘের ভিত্তি প্রস্তর স্থাপন
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর ফুটবল একাডেমী ও দুর্বার সংঘের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোকনুজ্জামান রোকনের ব্যবস্থাপণায় শ্যামনগর ফুটবল একাডেমীর কার্যালয় ও শ্যামনগর দুর্বার সংঘের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট জহুরুল হায়দার (বাবু)।
সোমবার বিকালে নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেটের উত্তর পার্শে শ্মশান ঘাটের প্রাচীর সংলগ্ন দুর্বার সংঘের ভিত্তি প্রস্তর ফিতা কেটে উদ্বোধন করেন এবং একই সাথে তার পাশে ফুটবল একাডেমীর কার্যালয়ে নির্মাণ কাজ উদ্বোধন করেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাড: জহুরুল হায়দার (বাবু) ।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন , প্রভাষক আব্দুল্লা আল ফারুক , ঠিকাদার সমিতির সভাপতি শেখ জাবের হোসেন , প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন , রোকনুজ্জামান রোকন, ইউপি সদস্যা দেলোয়ারা বেগম , বেবী এছাড়াও সাধারণ জনগণ উপস্থি ছিলেন।
-
শ্যামনগরে সোলার প্যানেল, ঢেইটিন বিতরণ করছেন এমপি জগলু
শ্যামনগরে সোলার প্যানেল, ঢেইটিন বিতরণ করছেন এস এম জগলুল হায়দার এমপি
-
শ্যামনগরে পুশ বিরোধী অভিযান
শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িতে ভেজাল মেশানোর অপরাধে শনিবার সকাল ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাশিমাড়ী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার। এসময় শ্যামনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, উপজেলা স্যানিটারি ইন্সপেকটর বিকাশ সরকার, র্যাব ৬ এর সদস্যগণ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে পূর্ব কাশিমাড়ীতে অবস্থিত চিংড়ী আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিংড়ী মাছে অপদ্রব্য পুশকালে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে ১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া প্রায় ৪০০ কেজি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি মাছ উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়।
-
নারায়নগঞ্জ জেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা ফুটবল দল
নিজস্ব প্রতিনিধি: প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলায় ঢাকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ জেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা ফুটবল দল। শনিবার ঢাকা কমলাপুর স্টেডিয়ামে মুখো মুখি হয় সাতক্ষীরা জেলা দল বনাম নারায়নগঞ্জ জেলা ফুটবল দল। খেলার প্রথমােের্ধর খেলা গোল শুণ্য শেষ হয়।
দ্বিতঅয়ার্ধের খেলার প্রথমে সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। পরে দ্বিতীয়ার্ধের খেলার শেষের দিকে সাতক্ষীরা জেলা দলের ১১ নং জার্সি পরিহীত খেলোয়াড় ইউছুফ আলী দ্বিতীয় গোল করে। সেই সুবাধে সাতক্ষীরা জেলা দল ২-০ গোলে ঢাকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ জেলা দলকে পরাজিত করে। সাতক্ষীরা জেলা দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় আলামিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে।
এর আগের খেলায় সাতক্ষীরা জেলা দল নীলফামারী জেলা দলের সাথে গোল শুণ্য ড্র করে। আজ রবিবার ০৩ জুন ঢাকা কমলাপুর স্টেডিয়ামে সিলেট জেলা দলের মুখো মুখি হবে সাতক্ষীরা জেলা দল।
সাতক্ষীরা জেলার পক্ষে জি-ফুল বাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসার ছাত্ররা ভালো খেলা উপহার দিয়ে ক্রীড়াঙ্গণে জেলার সাফল্য ও সুনাম ধরে রাখায় জেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি।
-
জেলায় মাদক বিরোধী ৯ মাদক ব্যবসায়ীসহ ৪৫ জনকে আটক
সাতক্ষীরা প্রতিনিধি: জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি ও বেশ কিছু মাদক দ্রব্য।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। -
শ্যামনগরের ফ্রেন্ডশীপ হাসপাতালের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশীপ হাসপাতালের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সোয়ালিয়া গ্রামে হাসপাতালটির সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জমি দাতা পরিবার ও শ্যামনগরবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জমিদাতা আলহাজ্ব আব্দুল হামিদ, মোকছেদ আলী গাজী, আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক ও আব্দুর রহিম প্রমুখ। মানববন্ধনে সোয়ালিয়া, দেবীপুর, যাদবপুর ও গোপালপুর গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রেন্ডশীপ হাসপাতালের কর্তৃপক্ষ তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে জমিদাতাদের অবমূল্যায়ন করেছে। ট্রেনিং সেন্টারের নাম মরহুম শহিদুজ্জামান সৈকত এর নামে নামকরণ করার কথা থাকলেও তা করা হয়নি। জমিদাতা পরিবারসহ স্থানীয় জনবল না নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা মামলার ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ফ্রেন্ডশীপ প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান ও ঠিকাদার ইঞ্জিনিয়ার এহসানুল হক রতন জমিদাতাদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে জনবল নিয়োগের জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা এসব দুর্নীতির তীব্র প্রতিবাদ জানায়। তবে, এ ব্যাপারে ফ্রেন্ডশীপ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। -

ঝুকি কম, লাভ বেশি হওয়ায় কাঁকড়া চাষে ঝুঁকছে চাষিরা
বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরায় চিংড়ির পরিবর্তে কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। বাগদা চিংড়িতে ভাইরাস, রপ্তানি হ্রাস ও দাম কমে যাওয়ায় জেলায় চিংড়ি চাষিরা কাঁকড়া চাষে ঝুঁকছেন।
আন্তর্জাতিক বাজারে কাঁকড়ার ব্যাপক চাহিদা থাকায় মাত্র কয়েক বছরের ব্যবধানে সাতক্ষীরাতে ‘কাঁকড়া চাষ’ চাষিদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করেছে। চিংড়ির চেয়ে কাঁকড়াতে লাভ বেশি হওয়ায় চাষিরা বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ শুরু করেছেন। এমনকি বেকার যুবকরা সরকারিভাবে কাঁকড়া চাষের উপর বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজি বিনিয়োগ করে কাঁকড়া চাষে ব্যাপক সফলতা পাচ্ছেন।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ১১২টি সরকারি ও ৩৪০টি বেসরকারি কাঁকড়া মোটাতাজাকরণ খামার গড়ে উঠেছে। তৈরির কাজ চলছে আরো কয়েকটি খামার।

জানা যায়, ২০১৬-১৭ মৌসুমে সাতক্ষীরা জেলায় কাঁকড়া চাষ হয়েছে ৮৪ দশমিক ২ হেক্টর জমিতে, ২০১৫-১৬ অর্থবছরে ৬৩ দশমিক ৮৭ হেক্টর জমিতে, ২০১৪-১৫ অর্থবছরে ৫৩ দশমিক ৩৯ হেক্টর জমিতে কাঁকড়ার চাষ হয়েছে। এছাড়া জেলায় ২০১৩ সালে দুই হাজার তিনশ’ মেট্রিক টন, ২০১৪ সালে দুই হাজার চারশো’ মেট্রিক টন, ২০১৫ সালে দুই হাজার আটশ’ ১৪ মেট্রিক টন, ২০১৬ সালে তিন হাজার মেট্রিক টন, ২০১৭ সালে তিন হাজার চারশো’ মেট্রিক টন কাঁকড়া উৎপাদন হয়। যার প্রায় সবটাই রপ্তানি যোগ্য। এর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায়।জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলাতে মোট ৪৫২টি কাঁকড়ার ঘের রয়েছে। প্রতিবছর এসব ঘেরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১৪-১৫ সালে জেলায় কাঁকড়ার ঘের ছিল ৩৬৪টি, ২০১৫-১৬ সালে তা বেঁড়ে দাঁড়ায় ৩৮০টিতে এবং ২০১৬-১৭ সালে এসে তা দাঁড়ায় ৪৫২টিতে। এভাবে অব্যাহত রয়েছে কাঁকড়া ঘেরের সংখ্যা বৃদ্ধি।
বিদেশে কাঁকড়ার চাহিদা এখন আকাশছোঁয়া। রপ্তানি তালিকায় অপ্রচলিত এই পণ্যই বদলে দিচ্ছে লাখো মানুষের ভাগ্য। যে হারে চাহিদা বাড়ছে তাতে ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত গলদা চিংড়িকে অদূর ভবিষ্যতে হার মানাতে পারে।কাঁকড়া চাষিরা জানান, সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে যে পরিমাণ কাঁকড়া ধরা পড়ে তা প্রাকৃতিক ভাবে রেণু থেকে বড় হয়। এ অঞ্চলের লবণাক্ত পানি ১২ মাস কাঁকড়া চাষের জন্য বিশেষ উপযোগী। তাছাড়া চিংড়ি চাষের জন্য প্রচুর জমি ও অর্থের প্রয়োজন হলেও কাঁকড়া চাষের জন্য জমি ও অর্থ দুটোই কম লাগে। যে কারণে চাষিরা কাঁকড়া চাষে ঝুঁকে পড়ছেন।

চাষিরা জানান, বাজার থেকে কাঁকড়া কিনে ছোট ছোট খাঁচায় রেখে মোটাতাজা করা হচ্ছে। ২০ থেকে ২২ দিনেই একবার খোলস পরিবর্তন করে প্রতিটি কাঁকড়া। এতে প্রতিটি কাঁকড়ার ওজন বেড়ে দ্বিগুণের চেয়ে বেশি হয়। পরে এই কাঁকড়া রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। আর এতে লাভ বেশি ও রোগবালাই কম হওয়ায় সাতক্ষীরায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে খাঁচায় কাঁকড়া চাষ পদ্ধতি।সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কলবাড়ি ব্রিজ সংলগ্ন খাস জমিতে বিশেষ এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের আওতায় শ্যামনগর উপজেলা প্রশাসন গড়ে তুলেছে কাঁকড়া মোটাতাজাকরণ খামার। দুই বিঘা জমির এই খামারে সাড়ে পাঁচ হাজার খাঁচায় কাঁকড়া মোটাতাজা করা হচ্ছে। যার ব্যবস্থাপনায় রয়েছে স্থানীয় বাগদী সম্প্রদায়ের আদিবাসীরা।
চাষিরা জানান, খাঁচায় চাষকৃত কাঁকড়ার খোলস নরম থাকে। এ কারণে বাজার চাহিদাও বেশি। সাতক্ষীরায় উৎপাদিত এসব কাঁকড়া প্যাকেটজাত করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। দামও পাওয়া যায় ভালো, কেজি প্রতি ৮শ’ থেকে ১২শ’ টাকা পর্যন্ত। ভাইরাস সংক্রমণের আশঙ্কা না থাকায় অনেকেই ঝুঁকে পড়েছেন কাঁকড়া চাষে। যার ফলে সরকারি-বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে জেলায় ৪৫২টি কাঁকড়া মোটাতাজাকরণ খামার গড়ে উঠেছে। আর এ খাত থেকে ক্রমেই বাড়ছে রপ্তানি আয়।

দেবহাটার বদরতলা এলাকার কাঁকড়া চাষি মানিক চন্দ্র জানান, তিনি একশ’ খাঁচা নিয়ে কাঁকড়ার চাষ শুরু করেন। বর্তমানে তার ঘেরে ১৫শ’ খাঁচায় কাঁকড়া চাষ হচ্ছে। ২২ শতক জমিতে তিনি কাঁকড়া চাষ করছেন। তিনি জানান, চিংড়ির চেয়ে কাঁকড়া চাষে খরচ কম লাভ বেশি। তাই তিনি চিংড়ির পরিবর্তে খাঁচায় কাঁকড়া চাষ করেন। এ বছর তিনি কাঁকড়া বিক্রি করে লক্ষাধিক টাকা লাভও করেছেন। এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র থেকে কাঁকড়া চাষে প্রশিক্ষণ নিয়ে তিনি এই কাঁকড়া চাষ করছেন বলে জানান।
সরকার কাঁকড়া চাষিদের বিনামূল্যে প্রশিক্ষণ ও মূলধন দিচ্ছে বলে জানালেন মনিকা রানী। যিনি বর্তমানে একজন উদ্যোক্তা। দেবহাটার নোড়ারচক এলাকার কানাই লাল ম-লের স্ত্রী। তিনি স্থানীয় মহিলা সমিতির সভানেত্রী। তার নেতৃত্বে ৫৫ জন নারী পুকুরে খাঁচা পদ্ধতিতে কাঁকড়া চাষ করেন। সরকার তাদেরকে ১৫০টি খাঁচা দিয়েছে।সরকারিভাবে এ উদ্যোক্তা কাঁকড়া চাষে প্রশিক্ষণ নিয়ে নারীদের মাঝে কাঁকড়া চাষের অভিজ্ঞতা বিনিময় করেন। এতে তার দল কাঁকড়া চাষে সুফল দেখছে। তিনি খুব আনন্দিত। এবার নতুনভাবে কাঁকড়া চাষে সফলতা পাবেন বলে তিনি আশা করছেন।
এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, কাঁকড়া চাষিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারি খরচে প্রতিদিন কাঁকড়া চাষিদের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। সম্ভাবনাময় এ খাতকে এগিয়ে নিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার জানান, লাভ বেশি হওয়ায় জেলায় কাঁকড়া চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। দেশের মোট রপ্তানির একটি বড় অংশ সাতক্ষীরা থেকে যায়। এছাড়া রপ্তানি আয় বৃদ্ধির জন্য সরকার এই খাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতাও দিয়ে যাচ্ছে।
-
কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন
কাশিমাড়ী প্রতিনিধিঃ গতকাল কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টয় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম মহসীন উল-মুলক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, অবঃপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি টি এম সোহরাব হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকবর হোসেন, কাশিমাড়ী ৪নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি মো. হাবিবুল¬াহ পাড়, সুশীলন নবযাত্রা প্রকল্পের উপজেলা কো-অডিনেটর এস এম জাকির হোসেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কাশিমাড়ী ইউপি সচিব মো. আব্দুস সবুর ও কাশিমাড়ী গ্রাম আদালত সহকারি মো. মহসীন আলম।
-

জেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৪৭
নিজস্ব প্রতিনিধি: জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ৪৭ জনকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ১১১ বোতল ফেন্সিডিল, ৭০ পিচ ইয়াবা ও ৫’শ গ্রাম গাজা।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। -
নুরনগরে পুশ বিরোধী অভিযান
নুরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগরে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী অভিযান চালানো হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ এই অভিযানে অংশ নেন। শ্যামনগর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সুজন সরকার এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর এর নির্দেশে এই অভিযান চালানো হয়। গত ২৬শে মে উক্ত কর্মকর্তাগন নুরনগরে পুশ বিরোধী অভিযান চালান। এবং বিভিন্ন মৎস্য আড়ৎকে আর্থিক জরিমানা করেন। অভিযানে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ করার ময়দার বস্তা, ময়দা জালানো হাড়ী, সিরিন্সসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী অভিযান পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় জনগন।
-
বুড়িগোয়ালিনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি: শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পরিষদ মাঠ চত্তরে ২০১৮-২০১৯ অর্থ বছরে ২,২৪,৫০,৩৩০ টাকার প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে সভাপত্বিত করেন ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহাসীন-উল-মুলক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিডার্স এর সহ-সভাপতি মাষ্টার নজরুল ইসলাম, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেশ কুমার হালদার, জলবায়ু পরিষদ সদস্য রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ ক্রেল প্রকল্পের সমন্বয়কারী শহীদুল ইসলাম, সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি আযুব আলী প্রমুখ। বাজেট ঘোষণা করেন সচিব কার্ত্তিক চন্দ্র মন্ডল। -
মুন্সীগঞ্জ ইউনিয়নে প্রকাশ্য বাজেট ঘোষণা
বিশেষ প্রতিনিধি: গত ২৮ এপ্রিল সকাল ১০টায় শ্যামনগর উপজেলার ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। উক্ত বাজেট অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরে নতুন পরিকল্পনা ও ২০১৭-২০১৮ অর্থবছরের বাস্তবায়িত প্রকল্পের নাম বরাদ্দের পরিমাণ উল্লেখ করে বাজেট বই বিতরণ করা হয়। চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কাশেম মোড়ল বাজেটের উপর বক্তব্যের পরে ইউপি সচিব অরবিন্দু কুমার সরকার ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাঠ করে শুনান। তিনি =৩,৫১,৮৫,৮০০/-টাকার বাজেট ঘেষণা করেন। এছাড়া ২০১৭-২০১৮ সালের =৩,৪৫,৬৮,৮০০/-টাকার সংশোধিত বাজেট ও পেশ করেন। উক্ত অনুষ্ঠানে শ্যা¥নগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন উল মুলক, ইউপি সদস্য/সদস্যা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংক্ষক জনসাধারণ উপস্থিত ছিলেন।
-

জলবায়ু পরিষদ শ্যামনগরের উদ্যোগে আইলা দিবস পালিত
শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগর জলবায়ু পরিষদের উদ্যোগে আইলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে প্রগতি’র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদ সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি শেখ হারুনর রশিদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, অধ্যাপক দেব প্রসাদ মন্ডল, জাসদ নেতা আলতাফ হোসেন, প্রগতির সমন্বয়কারী রফিকুল ইসলাম, সাংবাদিক আবু সাইদ, সাংবাদিক রনজিৎ বর্মন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আইলার আটটি বছর পেরিয়ে গেলেও এখনও আইলার ক্ষত কাটিয়ে উঠা সম্ভব হয়নি। উপজেলার নদী সংলগ্ন ইউনিয়ন গাবুরা, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, কৈখালী, আটুলিয়া, কাশিমাড়ি রমজাননগসহ উপজেলার প্রায় সবকটি ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের সংস্কার করা হয়নি। এখনও আইলার দুর্গত অনেক পরিবার বেড়ী বাঁধে রয়ে গেছে। আসন্ন জাতীয় বাজেটে বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ইউপিতে বাজেট বরাদ্দ করতে হবে।
উল্লেখ্য, ২৫ মে ২০০৯ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস আইলার আঘাতে বাংলাদেশের সবচেয়ে বেশী ক্ষতি হয় উপকুলীয় এলাকা। উপকুলীয় এলাকার মধ্যে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় মারাতœক ক্ষতি হয়। বিশেষ করে উপজেলার গাবুরা ইউনিয়ন তলিয়ে যায় পানির নিচে। অর্ধশত মানুষ মারা যায়। হাজার হাজার মৎস্য প্রকল্প, পুকুর, ফসলের মাঠ পানির নিচে তলিয়ে যায়। জলচ্ছাসে কাঁচা ও আধা পাকা ঘর বিদ্ধস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ। -

পুনর্বাসিত হয়নি ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনপদের হাজার হাজার পরিবার
আজ ভয়াল ২৫ মে। সর্ব গ্রাসী আইলার ৯ বছর পেরিয়ে গেলেও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলজুড়ে ক্ষতিগ্রস্ত আইলা কবলিত হাজার হাজার পরিবার এখনও পূর্নবাসিত হয়নি। আশ্রয়হীন জনপদে এখনও চলছে অন্ন, বস্ত্র,বাসস্থান ও খাবার পানির জন্য তীব্র হা-হা-কা-র। সর্বগ্রাসী আইলা আজও উপকুলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত হাজার, হাজার মানুষকে কুরে কুরে খাচ্ছে।
জানা যায়, ২০০৯ সালের ২৫ মে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট সর্বনাশা ‘আইলা’ আঘাত হানে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদে। মুহুর্তের মধ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি ও খুলনা জেলার কয়রা ও দাকোপ উপজেলার উপকুলবর্তী বিস্তীর্ণ এলাকা ল-ভ- হয়ে যায়। স্বাভাবিকের চেয়ে ১৪-১৫ ফুট উচ্চতায় সমুদ্রের পানি এসে নিমিষেই ভাসিয়ে নিয়ে যায় নারী ও শিশুসহ কয়েক হাজার মানুষ, হাজার হাজার গবাদী পশু আর ঘরবাড়ি। ক্ষণিকের মধ্যে গৃহহীন হয়ে পড়ে লাখো পরিবার।
লক্ষ লক্ষ হেক্টর চিংড়ি আর ফসলের ক্ষেত তলিয়ে যায়। ধ্বংস হয়ে যায় উপকুল রক্ষা বাঁধ আর অসংখ্য ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। সর্বনাশা ‘আইলা’র আঘাতে শুধু সাতক্ষীরায় নিহত হয় ৭৩ জন নারী, পুরুষ ও শিশু আর আহত হয় দুই শতাধিক মানুষ। প্রলংয়করী আইলা আঘাত আনার ৯ বছর পেরিয়ে গেলেও উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও আশশুনির প্রতাপনগর এলাকায় মানুষের হাহাকার এতটুকু থামেনি। দু‘মুঠো ভাতের জন্য জীবনের সাথে রীতিমত লড়াই করতে হচ্ছে তাদের। আইলার পর থেকে এসব এলাকায় সুপেয় পানি সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। খাবার পানির জন্য ছুটতে হচ্ছে মাইলের পর মাইল।
আইলা কবলিত এ অঞ্চলের রাস্তাঘাট, উপকূলীয় বেড়িবাঁধ এখনও ঠিকমত সংস্কার হয়নি। ফলে উচ্চ বিত্ত থেকে শুরু করে নিম্মবিত্ত সবাই চালাচ্ছে বেঁচে থাকার সংগ্রাম। ক্ষতিগ্রস্ত আইলা কবলিত এ বিশাল জনপদে খুবইকম সংখ্যক সাইক্লোন সেন্টার রয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই কম।
আইলা’র ভয়াবহতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে বসবাসরত মানুষের চোখে মুখে এখনও ভয়ংকর সেই স্মৃতি। আইলার আঘাতের পর থেকে গোটা এলাকা উদ্ভীদ শুন্য হয়ে পড়ে।
কৃষি ফসল ও চিংড়ী উৎপাদন বন্ধ থাকায় গোটা এলাকাজুড়ে তীব্র কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। কর্মহীন মানুষ অনেকেই এলাকা ছেড়ে কাজের সন্ধানে বাইরে চলে গেছে। অপরদিকে, বনদস্যুদের অত্যাচারে সুন্দরবন, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর উপর নির্ভরশীল এ এলাকার মানুষের জীবন যাপন দূর্বিসহ হয়ে পড়েছে।
ফলে বিকল্প কর্মসংস্থানের কোন ব্যবস্থা না থাকায় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছেননা উপকূলীয় এ জনপদের প্রায় ৮০ হাজার মানুষ। আইলার পরপরই কিছু সরকারি-বেসরকারি উদ্যোগে কাজের বিনিময় খাদ্য প্রকল্পের কাজ হলেও এখন আর কোনো কাজ হচ্ছে না। আর এ কারণেই ক্রমে ক্রমে বাড়ছে দরিদ্র ও হত দরিদ্রের সংখ্যা।
এদিকে, আইলার ৯ বছর অতিবাহিত হলেও পানি উন্নয়ন বোর্ডের উপকূল রক্ষা বেড়িবাঁধগুলোর ভয়াবহ ফাঁটল দেখা দেয়ায় এবং সংস্কার না করায় সামান্য ঝড় কিম্বা বৃষ্টিতে ঝূঁকির মধ্যে থাকতে হচ্ছে এ জনপদের কয়েক লাখ মানুষের। তাই উপকূলীয় এ জনপদের মানুষের সরকােেরর কাছে দাবি টেকসই উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও বেকার জনগোষ্ঠির কর্মস্থানের ব্যবস্থা করা।