বিশেষ প্রতিনিধি: বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে জেলেরা বিনা অনুমতিতে অনুপ্রবেশ করে কাঁকড়া ধরার সময় ৫টি নৌকা আটক করেছেন। গতকাল সোমবার ভোরের দিকে কদমতলা স্টেশন কর্মকর্তা এম,এ সাঈদ ও মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের হাড়িভাঙা নদী ও টেরকাটির খাল থেকে নৌকাগুলি আটক করার সময় জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। এসময়ে জেলেদের ব্যবহৃত ৫টি নৌকা, ১ হাজার মিটার জাল ও দা সহ আনুসাঙ্গিক জিনিষ পত্র জব্দ করা হয়। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জেলেরা সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার সময় তাদের ব্যবহৃত মালামাল আটক করা হয়। তবে জেলেরা পালিয়ে যায়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।
Category: শ্যামনগর
-
পশ্চিম সুন্দরবনে ৫টি নৌকা আটক ও জাল জব্দ
-

শ্যামনগরে আরও তিনজনের করোনা পজেটিভ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নুতন করে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। এ নিয়ে উপকূলকর্তী শ্যামনগর উপজেলায় মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানিয়েছে মঙ্গলবার নুতন করে যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছে তারা হলেন বংশীপুর গ্রামের আব্দুস সামাদ ঢালীর ছেলে আব্দুল্লাহ আল ফারুক সবুজ, হরিতলা এলাকার শংকর কুমার পাল ও মাহমুদ গ্রামের আবু সাইদ। তিনজনের মধ্যে আব্দুল্লাহ আল ফারুক ঈশ^রীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত। এছাড়া শংকর কুমার পাল উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সের ষ্টোকিপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্থা অজয় সাহা জানান শংকর কুমার হাসপাতালেল প্রয়োজনীয় ঔষধ নেয়ার জন্য সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন। সম্ভবত সেখান থেকে তিনি করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে আসার কারনে শ্যামনগর হাসপাতালে ফিরতেই তার অন্য সহকর্মীরা করোনা আক্রান্ত হয়ে থাকতে পারে। ইতিপুর্বে রবিউলি ইসলাম নামের বংশীপুর কমিউনিটি ক্লিনিকের আরও এক স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। নুতন করে আক্রান্তদের মধ্যে তিন জনের বয়স যথাক্রমে ৩৭, ২৮ ও ৫৫ বছর। তারা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নেয়ার তথ্য দিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
এদিকে আফছার আলী ও আব্দুল মান্নানসহ কয়েকজন অভিযোগ করেছে করোনা পজেটিভ হওয়া সবুজ গত রোববার সোনার মোড় মাছের সেটে মাছ বিক্রয় গিয়েছিলেন। হাজার হাজার মানুষের ভিড় থাকা মাছের সেটে তার যাওয়ার কারনে হঠাৎ তার করোনা পজেটিভ হওয়ার খবরে অনেকের মধ্যে আতংক ভর করেছে।
একইভাবে গত তিনদিন আগে করোনা পজেটিভ হওয়া অপর স্বাস্থ্য কর্মী রবিউল ইসলামের সংস্পর্শে আসা তার কয়েক বন্ধু নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছে বলেও তাদের প্রতিবেশীরা জানিয়েছে। -

শ্যামনগরে বিএনপির ত্রান বহরে ছাত্রলীগ যুবলীগের হামলা, গাড়িভাংচুর, আহত-১০
স্টাফ রিপোটার ঃ শ্যামনগরে বিএনপির ত্রান বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা। রোবববার সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে এ হামলা চালানো হয়। এতে বিএনপির কমপক্ষে ১০ জন নেতা কর্মীরা আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল। আহতরা হলেন, উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাবেক ছাত্র নেতা মাসুদ, ছাত্রদল কর্মী রাসেল, যুবনেতা আনিছ, মিঠু, জহিরুল, মোস্তফা মিন্টু, রবিউল, মামুন ও ছালাম।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী জানান, তার নেতৃত্বে জেলা বিএনপির যুগ্নআহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদল সভাপতি আহসানুল কাদির স্বপন, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ বিএনপি নেতাকর্মীরা বেলা ১১টার দিকে শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করতে যাওয়ার সময় পথিমধ্যে কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের নিকট পৌছালে উপজেলা যুবলীগের যুগ্নআহবায়কের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের উপর দুই দফায় অতর্কিত হামলা চালায়। হামলাকারী এ সময় তাদের কমপক্ষে ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। একই সাথে ভাংচুর করা হয় তাদের একটি প্রাইভেটকারসহ ৮/১০ টি মোটরসাইকেল। তিনি আরো জানান, হামলাকারীরা তাদের ভয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
তবে উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ঘটনা স্থলে ছিলেন না এবং বিষয়টি জানেন না বলে দাবী করে বলেন, পরে শুনেছি যে, যারা ত্রান দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে কি ঝামেলা হয়েছে।
এদিকে, এ ঘটনায় জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী দুপুরে তার সাতক্ষীরা শহরের কামলনগরের বাড়ির সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের দাবি জানান। -

শ্যামনগরের হরিনগর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেড কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাহফুজুর রহমান তালেব: অবশেষে গত ২০ জুন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেডের নির্দেশে হরিনগর বাজারের অবৈধ নির্মাণাধিন পাকা স্থাপনা ভেঙে দেওয়া হলো। দক্ষিণ কদমতলা গ্রামের মৃত আব্দুল গফুর মোল্যার পুত্র মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুস সাত্তার হরিনগর বাজারের সরকারি পেরিফেরি ভূক্ত সম্পত্তিতে প্রায় ৮০ বর্গ মিটার জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছিলো। মুন্সীগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: আয়নুল হক তাদেরকে নোটিশ দিয়ে সরকারি জায়গা হতে নির্মানাধিন বিল্ডিংএর মালামাল অপসরণ করে নিতে নোটিশ প্রদান করেন। কিন্তু, বিবাদিগণ উহা উপেক্ষা করেন। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকটি দৈনিকে খবর প্রকাশিত হওয়ার পর বিগত ১৩ জুন সহকারি কমিশনার ভূমি সরেজমিনে ঘটনা স্থল পরিদর্শণ করেন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পরের দিনেই কেস দায়েরসহ উক্ত ঘর উচ্ছেদের জন্য জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু, নানা কারণে বিষয়টি নিয়ে কালক্ষেপন হতে থাকলে অবশেষে ২০ জুন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, পুলিশ এবং লেবার নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন এবং উক্ত স্থাপনা ভেঙে দেন। এছাড়া বাক্কার মোল্যার নির্মানাধিন ঘরটিও ভেঙে দেন। এসময়ে মুন্সীগঞ্জ ইউনিয়ন ভূমিকর্মকর্তা, স্থানীয় সংবাদিকবৃন্দসহ অনেক এলাকাবাসী উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবন এলাকা হিসেবে ঘোষণার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি : ঘুর্নিঝড় আম্পান দুর্গত এলাকাকে দুর্যোগ প্রবণ
এলাকা ঘোষনা, উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মান, ঝড়-জলোচ্ছাস,
নদীর বেড়িবাঁধ ভাঙন, লবনাক্ততা ও জলাবদ্ধতায় বিপন্ন উপকূলীয় এলাকার মানুষকে
রক্ষার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে
জেলা নাগরিক কমিটি। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা কালেকটরেট চত্বরে
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে
বক্তব্য রাখেন, অধ্যাপক আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, মমতাজ আহমেদ বাপী,
এড. শেখ আজাদ হোসেন বেলাল, সুধাংশু শেখর সরকার, আবুল হোসেন, আব্দুল
বারী, এম কামরুজ্জামান, এড. খগেন্দ্র নাথ ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, ঝড়-জলোচ্ছাস ছাড়াও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার মানুষ নদীর বাঁধ
ভেঙে প্লাবিত হওয়া, লবণাক্ততা বৃদ্ধি এবং জলাবদ্ধতা সমস্যার সাথে প্রতিনিয়ত
যুদ্ধ করে চলেছে। এক সময় অন্য জেলা থেকে লোক না এলে এ এলাকার ধান কাটা
হতো না সেই এলাকার লাখ লাখ মানুষ এখন কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকায়
যেতে বাধ্য হচ্ছে। সরকারের নানামুখি উদ্যোগ নেয়ার সত্বেও এই এলাকায় দারিদ্র
পরিস্থিতির আশানুরূপ উন্নতি হচ্ছে না। শিক্ষাসহ অন্যান্য সূচকেও এই এলাকা
পিছিয়েই থাকছে কেবলমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে।
মানববন্ধন থেকে সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ
প্রবন এলাকা হিসেবে ঘোষণা, এলাকার উন্নয়নে পৃথক অথরিটি গঠন এবং
সেই অথরিটিকে পর্যাপ্ত বরাদ্দসহ বিভিন্ন দাবী-দাওয়া পেশ করা হয় এবং বিভিন্ন
দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর
প্রদান করা হয়। -

সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা করোনা আক্রান্ত
অনলাইন ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পাটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বিকল্প ধারার কেন্দ্রীয় নেতা এইচএম গোলাম রেজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে তাঁর ঢাকার বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
-

শ্যামনগর হরিনগর বাজারে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের মহোৎসব
মশাল ডেক্স,
হঠাৎ করে শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে আইন অমান্য করে প্রকাশ্যে অবৈধ ভাবে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ মহোৎসব চলছে। জানা যায়, স্থানীয় কিছু স্বার্থন্বেষী ব্যক্তি মহল বিশেষকে ম্যানেজ করে অবৈধ দখলদারিত্বে মেতে উঠেছে। সরেজমিনে দেখা যায়, দক্ষিণ কদমতলা গ্রামের মৃত আব্দুল গফুর মোল্যার পুত্র প্রাথমিক শিক্ষক আব্দুর রাজ্জাক ও তার ভ্রাতা আব্দুস সাত্তার মোল্যা হরিনগর চাউল বাজারে সরকারি জায়গা দখল করে পাকা চাউলের গোডাউন নির্মাণ করছে। নৌ পুলিশ ফাঁড়ির পিছনে ফজলু রহমান সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছে। হরিনগর বাজারে দুর্গা মন্দিরের পিছনে বাক্কার মোল্লা সরকারি জায়গায় পাকাঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। হরিনগর কাঁকড়া বাজারের পিছনে আর সি সি পিলার দিয়ে স্থানীয় প্রভাবশালী নুর ইসলাম গাজী সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছে। ইতোপূর্বে হরিনগর বাজারে অধিকাংশই সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের প্রমাণ রয়েছে। আইন অমান্য করে সরকারি জায়গা দখল করে সরকারের বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করছে। বিষয়টি সম্পর্কে মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হককে নিষ্কৃয়তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। আমি জানার পর পরেই নোটিশ প্রদানের প্রস্তুতি গ্রহন করেছি।
-
পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে আম্পান ক্ষতিগ্রস্তদের নগদ টাকা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি: আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর আলহাজ্ব হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদরেজাউল করীম,পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে আম্পান ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানুষের মাঝে নগদঅর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর অধ ̈ক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়ালসাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সভাপতি অধ্যপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় যুগ্মসাধারন সম্পাদক অধ অধ্যপক আব্দুল করীম শাহিন, ইসলামীযুব আন্দোলনকেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক খুলনা বিভাগ ডাঃ কাজী মো: ওয়েজকুরণী।প্রধান অতিথি তার বক্তবে ̈বলেন- সাতক্ষীরাতে মজবুত, টেকশই ও স্থায়ী বাঁধের বিকল্প নেই। সাতক্ষীরা জেলাকে বন্যা মুক্ত রাখতে সরকারকে দ্রুত বাঁধ নির্মাণের আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা ছদর (সভাপতি) আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান, সেক্রেটারী মো: ছারোয়ার আলম, কৃষি বিষয়ক সম্পাদক তোছাদ্দেক হোসেন খোকা, ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দীন আল ফারুক, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মো: কবিরুল ইসলাম, মাওঃ আব্দুল হান্নান, মাওঃ আবু বক্কর সিদ্দিক, হাফেজ মোখলেছুর রহমান, মো: মনিরুল ইসলাম সহ শ ̈ামনগর উপজেলার নেতৃবৃন্দ। ইসলামী আন্দোনল বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ঘূর্ণীঝড় আম্পানে দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত জনগনের পাশে দাড়ানোর জন্য সংগঠনের নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। সেই সাথে সরকারকে দুর্গত মানুষের জন্য জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থথা গ্রহনের দাবি জানানো হয়েছে।
-
শ্যামনগর থেকে নিঁখোজ এক যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরার শ্যামনগর থেকে আহসান সরদার (২০) নামে নিঁখোজ এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভুরুলিয়া গ্রামের আলভি সরদারের পুকুর হতে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামের আমিরুল সরদারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্যা নার্গিস পারভীন জানান, গত সোমবার রাত ৯টার দিকে আহসান বাড়ী থেকে বাহিরে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এরপর আজ দুপুরে ভুরুলিয়া গ্রামের আলভি সরদারের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার হয়।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আলভি সরদারের পুকুর থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে, কি কারনে তার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে তা জানা যায়নি। তার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে। -
শ্যামনগরে বিদ্যুতের তার ছিড়ে নিহত-১, আহত-২
শ্যামনগরে বিদ্যুতের তারে জড়িয়ে আল-আমিন (৩২) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মুজিবর রহমান গাজীর পুত্র। এ ঘটনায় একই গ্রামে একই গ্রামে আনিছুর গাজীর ছেলে ফয়সাল (১২) এবং সফিকুল সরদারের ছেলে সুমন (৯) মারাত্মক আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী নিহতের মামা আইয়ুব আলী জানান, ফয়সাল ও সুমন বাড়ি সংলগ্ন মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ পল্লী বিদ্যুতের তার ছিড়ে মাঠে পড়ে উভয়ে বিদ্যুতায়িত হয়। এ ঘটনা আল-আমিন দেখতে পেয়ে তাদের উদ্ধার করতে যেয়ে নিজেও তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পার্শ্ববর্তীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আল-আমিন কে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক নিশ্চিত করেন মৃত্যু ঘোষণা করেন এবং আহত ফয়সাল ও সুমনের অবস্থা আশংকাজনক বলে জানান। -
লিডার্সের পক্ষ থেকে ১৬০০ পরিবারে সবজিবীজ ও জৈবসার বিতরণ শুরু
করোনা পরিস্থিতিতে জনসমাবেশ এড়িয়ে লিডার্সের মাঠ পর্যায়েসংগঠিত ৭৮ টিজলবায়ুসহনশীল দলের দলনেতারনিকট ১৬০০ পরিবারেরজন্য সবজিবীজ ও জৈবসারবিতরণকার্যক্রম শুরুহয়েছে।দলনেতাগন দলের সকল সদস্যেরবীজ ও জৈবসারএকত্রে গ্রহনকরেছেনএবংতিনিতার দলের মধ্যে তালিকাভূক্ত সদস্যদেরকেতাদেরনিদিষ্টপরিমানবীজ ও সার প্রদাননিশ্চিতকরবেন।
করোনাপরবর্তীপরিস্থিতি মোকাবেলাকরারজন্য গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারেরমাননীয়প্রধানমন্ত্রীখাদ্য উৎপাদনের উপরজরুরীব্যবস্থা গ্রহনেরনির্দেশ দিয়েছেন। এরই প্রেক্ষিতেলিডার্স কোভিট-১৯ মোকাবেলায়বাড়ীরআঙিনায়সবজিউৎপাদনবৃদ্ধিরলক্ষ্যে আন্তর্জাতিক দাতাসংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায়উপকূলীয়সাতক্ষীরা জেলারশ্যামনগরউপজেলার৪ টিইউনিয়ন ও আশাশুনিউপজেলার ২ টিইউনিয়নএবংখুলনা জেলারকয়রাউপজেলার দক্ষিণ বেদকাশিইউনিয়নে“জলবায়ুপরিবর্তনে ঝুঁকিপূর্ন জনগনেরজীবন-জীবিকানিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম”আওতাধীনসর্বমোট১৬০০ দরিদ্র কৃষকপরিবারেসবজিবীজ(ঢেড়স, চালকুমড়া, লাউ, মিস্টিকুমড়া, তরুল, ঝিঙে, করলা ও শশা) ও জৈবসারবিতরণকরছে। -
লকডাউন পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় লিডার্স-এর উদ্যোগে শ্যামনগরে ভ্রাম্যমান সবজি বাজার উদ্বোধন
১২ মে ২০২০ সকাল ১০টায় লিডার্স পরিচালিত“ওয়েভিংলাইভ্স”প্রকল্পেরআওতায়“খ্রিষ্টান এইড” এর আর্থিক সহায়তায় সাতক্ষীরা জেলারশ্যামনগরউপজেলারবুড়িগোয়ালিনীও মুন্সিগঞ্জইউনিয়নে দুইটিভ্রাম্যমানসবজিবাজার আরম্ভ হয়েছে। ভ্রাম্যমানসবজিবাজার উদ্যোক্তাগণ হলেনআবাদচন্ডীপুরগ্রামেরবাঘবিধবাসীতামন্ডল ও হরিনগরগ্রামেরবাঘবিধবাসবিতামন্ডল। তারাভ্যানে করে বিক্রয়ের উদ্দেশ্যে সবজীনিয়েযাবেনপ্রত্যন্তএলাকায়গ্রাম থেকে গ্রামে। এই উদ্ভাবনীমূলকভ্রাম্যমানসবজিবাজার উদ্যোগেলিডার্স প্রতিজনসদস্যকে১০,০০০টাকা আর্থিক সহযোগিতাকরেছে। আর এই অর্থ বিনিয়োগেরমাধ্যমেইতারাভ্যান, সবজী ক্রয় করে এই লকডাউনপরিস্থিতিতেব্যবসাপরিচালনা করে নিজেরা অর্থ উপার্জনকরবেন, পাশাপাশিঘরেবন্দি মানুষেরবাড়িতে পৌঁছে দিবেনখাদ্য সামগ্রী।
ভ্রাম্যমানসবজিবাজারউদ্বোধনকরেনবুড়িগোয়ালিনীইউনিয়নের চেয়ারম্যানভবতোষকুমারমন্ডল। উপস্থিত ছিলেনলিডার্স এর নির্বাহীপরিচালক মোহনকুমারমন্ডল, প্রোগ্রামম্যানেজার সুলতানুজ্জামান, বুড়িগোয়ালিনীইউপিসদস্য কৃষ্ণপদ মন্ডল ও মলিনারানীরপ্তান।
-

করোনা সংক্রমন থেকে শ্যামনগরের জনগোষ্ঠিকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’
স্টাফ রিপোটার ঃ বিশে^র অন্যান্য দেশের মত গেল কয়েক মাসে বাংলাদেশেও বেড়েছে করোনা ভাইরাস সংক্রমন। করোনা (কোভিড-১৯) প্রতিরোধে সাতক্ষীরার উপকূলীয় জনগনের মাঝে সচেতনতা ও সক্ষমতা বাড়াতে এগিয়ে এসেছে দেশের অন্যতম উন্নয়ন সহযোগি সংস্থা ফ্রেন্ডশিপ। জেলার শ্যামনগর উপজেলার প্রায় ২০ হাজার মানুষকে করোনাকালে বিশেষ স্বাস্থ্যসেবা দিচ্ছে সংস্থাটি। ‘কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় দাতা সংস্থা ‘ইউকে এইড’ এবং ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর সহযোগিতায় চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় ফ্রেন্ডশিপের এই বিশেষ স্বাস্থ্যসেবা।
ফ্রেন্ডশিপের স্বাস্থ্য বিভাগ পরিচালক ডাঃ কাজী গোলাম রসুল জানান, করোনা প্রতিরোধ যুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরাসহ দেশের মোট ১১ জেলার ১৫টি উপজেলার ৪৭টি ইউনিয়নে চলছে ফ্রেন্ডশিপের বিশেষ কর্মসূচী। এসব এলাকায় তুলনামূলক বেশি বিপদের মুখোমুখি এমন পরিবারের সুস্বাস্থ্যে বিতরণ করা হয়েছে সার্জিক্যাল মাস্ক, সাবান, ডিটারজেন্ট, বালতি, মগ-সহ বিভিন্ন সামগ্রী। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে মাইকিং এর পাশাপাশি লিফলেট বিতরণ করেছেন ফ্রেন্ডশিপ কর্মীরা। ছাপানো হয়েছে কয়েক হাজার সচেতনামূলক পোস্টার। উপকূলীয় জনগোষ্ঠির মাঝে কর্মসূচী পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে নিয়োজিত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথেও কাজ করছে ফ্রেন্ডশিপ। শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সেবাদানকারীদের মাঝে ফ্রেন্ডশিপ বিতরণ করেছে উন্নতমানের ‘ব্যক্তিগত প্রতিরক্ষামূলক উপকরণ-পিপিই (পার্সনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) এবং মেডিকেল সামগ্রী।
সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান বলেন, উপকূলের জনগনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব সময় কাজ করছে ফ্রেন্ডশিপ। দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এখানকার জনগনের সুস্বাস্থ্য নিয়ে সচেতন হয়েছে সংস্থাটি। এজন্য সরকারের বিভিন্ন কর্মসূচী সফল করতে উপজেলা প্রশাসন, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করছে ফ্রেন্ডশিপ। -

জাসদ নেতার উপর হামলা, গ্রেফতার দাবি
নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, শ্যামনগর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান এক বিবৃতিতে জানান, গতকাল শ্যামনগর উপজেলা কমিটির সদস্য প্রবীণ জাসদ নেতা রমজাননগর গ্রামের মো. হামজার আলী গাজী (৬০) ও তার ছেলেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবদুস সাত্তার গাজী, জাহাঙ্গীর গাজী ও আলম গাজীসহ আরো কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে মারত্মকভাবে আহত করে। গুরুতর আহত অবস্থায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।বিবৃতিতে সাতক্ষীরা জেলা জাসদ নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
-

লকডাউন পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বাঘবিধবা ও স্বামী পরিত্যক্তা পরিবারে সবজির বীজ বিতরন
৭মে ২০২০ সকাল ১০টায় “খ্রিষ্টান এইড” এর আর্থিক সহায়তায় লিডার্স পরিচালিত“ওয়েভিংলাইভ্স”প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে বাঘবিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে সবজিবীজ (ঢেড়স, মিষ্টিকুমড়া, চালকুমড়া, মেনকা, লাউ, শশা) বিতরণ করা হয়। বিতরণ শেষে সকলকে বীজ লাগানো কৌশল সম্পর্কে জানানো হয় এবংবাড়ির আঙিনা ও পতিত জায়গা সবজীচাষের আওতায় নিয়ে আসার জন্য বলা হয়। উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়াদিয়ে করোনা লকডাউন পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। -

আবারও লোকালয়ে চিত্রা হরিন, পরে সুন্দরবনে অবমুক্ত করন
স্টাফ রিপোটার ঃ আবারও পথভুলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে লোকালয়ে প্রবেশ করেছে একটি চিত্রা হরিণ। পরে তাকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। বুধবার ভোরে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া নামক গ্রামে হরিনটি পথ ভুলে চলে আসে। পরে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন ও কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীীদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান। পরে সিপিপি ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় হরিণটি ধরে তারা তাকে আবারও সুন্দর বনে অবমুক্ত করেন।
এ ব্যাপারে ষ্টেশন কর্মকর্তা আবু সায়ীদ জানান, হরিণটি উদ্ধার করে তৎক্ষণাৎ তার স্বাস্থ্য পরীক্ষা শেষে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বিপরীতে গহীন সুন্দরবনের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল সোমবার কোবাদক স্টেশন থেকে লোকালয়ে আসা একটি হরিণও উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনে অবমুক্ত করা হয়। -
শ্যামনগরে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় লিডার্স এর শ্যামনগর সদর ইউনিয়নে খাদ্য উপহার বিতরণ
২০ এপ্রিল দুপুর ১১ টায় শ্যামনগর উপজেলা যুবফোরাম এর আয়োজনে লিডার্স এর বাস্তবায়নাধীন সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোতিায় শ্যামনগর সদর ইউনিয়নে প্রকল্পের ১২৫ জনদরিদ্র যুবদের মাঝে শ্যামনগর পাইলট হরিচরণ মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে সামাজিক দুরত্ব বজায় রেখে করনো ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরী খাদ্য উপহার প্রদান করা হয়। লিডার্স এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস.এম আতাউল হক দোলন, উপজেলা চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদ, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহন কুমার মন্ডল, নির্বাহী পরিচালক লিডার্স। প্রধান অতিথি বলেন, লিডার্স এর সামান্য এই খাদ্য উপহারটি আপনারা গ্রহন করেন এবং প্রয়োজন ছাড়া বাহিরে আসবেন না যদি আসা লাগে তাহলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করবেন। বাহিরে গেলে অবশ্যই মাক্স ব্যবহার করবেন। বাড়িতে এ সময় আপনারা সবজি চাষ করেন। তাহেলে আপনাদের খাদ্য চাহিদা কিছুটা কমবে। প্রতিটি পরিবারের মাঝে ৭ কেজিচাউল, ১ কেজি মুশুরীর ডাউল, ৩ কেজিআলু ও ২ টি হুইল সাবান প্রদান করা হয়। উল্লেখ্য যে লিডার্স শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় মোট ৫০০ দরিদ্র যুব পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করল। -

উত্তরণের পক্ষ থেকে শ্যামনগর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, ফ্লো মিটার, নেবুলাইজার ও সার্জিক্যাল মাস্ক প্রদান
তালা প্রতিনিধি
মরণব্যাধি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ব্যাপক আকারে বিস্তৃতি রোধে সাতক্ষীরার শ্যামনগর হাসপাতালে ২টি অক্সিজেন সিলিন্ডার, ২ টি ফ্লো মিটার, ২ টি নেবুলাইজার ও ২০০ পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে বে-সরকারি সংস্থা উত্তরণ। সোমবার (২০ এপ্রিল) সকালে উত্তরণ “স্টার্ট ফান্ড এবং ইউকেএইড বাংলাদেশ”এর সহযোগিতায়“ ঊসবৎমবহপু জবংঢ়ড়হংব ভড়ৎ ঈঙঠওউ ১৯ রহ ঝধঃশযরৎধ ধহফ ঔধংযড়ৎব উরংঃৎরপঃ.” প্রকল্পের মাধ্যমে মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় জরুরী পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদাসের অংশ হিসেবে উক্ত সামগ্রী প্রদান করা হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা, উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহসহ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উত্তরণের কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।