শ্যামনগর উপজেলার নুরনগরে গতকাল ৬ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা আগত সময়ে নিজের প্রতিষ্ঠান সামনে একজন দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবি পরিহিত মাজবয়সি মানুষটিকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করেন, চাচা বাড়ি কোথায়? এরপর কিছু সময় কথোপকথন এর মধ্য দিয়ে সে বুঝতে পারে মানুষটি লেখাপড়া জানা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। এছাড়া ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন হলেও অতি সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করছিলেন। এক পর্যায়ে তার কাছ থেকে ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করা হলে। সে নিজের নাম বলে আব্দুল জলিল মালী পিতা মোঃ ইসহাক মালী, গ্রামঃ ডাঙ্গা নলতা, থানাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা। তাৎক্ষণিক রবিউল ইসলাম মুকুল উক্ত বিষয়টি তালা থানার অফিসার ইনচার্জ মহোদয় কে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন এবং অফিসার ইনচার্জ মুকুলকে জানান, এই মর্মে অত্র থানায় একটি মিসিং ডায়েরী নথিভূক্ত আছে যার নং-১০৬১/তাং-৩১/০৮/২০ ইং। তালা থানার ওসি মহাদয়ের প্রচেষ্টায় মিসিং ডায়েরীতে প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগের মাধ্যমে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন মানুষটির পরিবারের সদস্যদের অবগত করলে। গতকাল রাত্র বারোটার দিকে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন আব্দুল জলিলকে, রবিউল ইসলাম মুকুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে তার পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর ক্ষণে রবিউল ইসলাম মুকুলের কাছে তার অনুভূতি জানতে চাইলে সে বলেন, আমাদের চারপাশে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন মানুষগুলো কোন না কোন পরিবারের সদস্য তাই তাদের প্রতি সবসময়ই মানবিক আচরণ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
Category: শ্যামনগর
-
আশাশুনিতে পুলিশী অভিযানে সাত জন গ্রেফতার
আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলা-১(৮)২০২০, ২(৮)২০২০ এবং ৩(৮)২০২০ এর আসামী কল্যানপুর গ্রামের সৈয়দ আলি সানার পুত্র মোঃ মনিরুজ্জামান (মনি) মধ্যম বড়দল গ্রামের মৃত আক্কাজ সরারের পুত্র কামরুল সরদার (৪২), রবিউল ইসলামের পুত্র সাইফুল মোল্যা (২০), মৃত কদু গাজীর পুত্র খানজি গাজী (৫২), খানজির পুত্র জাফর মোল্যাকে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই নাজিম উদ্দীন অভিযান চালিয়ে সিআর-১০০/১৬ (ওয়ারেন্ট) আসামী রাজাপুর গ্রামের মৃত নূর হোসেনের পুত্র সাহেব আলীকে, এএসআই মোকাদ্দেস হোসেন সিআর-১১৩/১৯ (ওয়ারেন্ট) আসামী কচুয়া গ্রামের মেসকের সানার পুত্র আকুল সানাকে গ্রেফতার করেন। -

জয়নগরে সৈনিক জুলফিকার মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর মাদরাসা সংলগ্ন নুরুল হক মাওলানা বড় ছেলে সাবেক সেনাবাহিনীর সৈনিক আবু তাহের জুলফিক্কার (মজনু) (৩৫) বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে শ্বাসকষ্ট জনিত কারণে
ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন) তার অকাল মৃত্যুতে পরিবার শোকাহত। বৃহস্পতিবার খুলনা থেকে আগত বাংলাদেশ সেনাবাহিনীর একটা দল রাষ্ট্রীয় মর্যাদায় ইশার নামাজ বাদ তার দাফন সম্পন্ন করেন। -

গাবুরায় ক্ষতিগ্রস্থদের মাঝে পানির ট্যাংকি বিতরণ
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা পরিষদের সহযোগিতায় ২০১৯-২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী’র (এডিপি) অর্থায়নে ১২নং গাবুরা ইউনিয়নে ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে সুপেয় পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি বিতরণ করা হয়। শুক্রবার ৪ টা সেপ্টেম্বর ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম. মাছুদুল আলমের সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন- শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, শ্যামনগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা, এছাড়া আরও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল বারী, সাধারন সম্পাদক এস.এম. রবিউল ইসলাম, জি.এম.আব্দুর রউফ,মেহেদী হাসান মারুফ প্রমুখ।
-

শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের শুকুর আলী ছেলে রমজান আলী (১৬) বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল সকাল ৭টার দিকে শ্রীফলকাঠি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে মৌতলা গ্রামের সোহরাব মোড়লের ছেলে সামিউল আলম এর মৎস্য প্রকল্প মোড়ল ফিসের পানিতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে রমজান (১৬) মমর্মান্তিক মৃত্যু হয়। জানা যায়, পূর্ব হতে ঘের মালিকরা ইচ্ছাকৃত ভাবে ফেলে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনা স্থলে রমজানের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে ঘেরের রাস্তায় ইমরান নামের একজন গরুর খাওয়ার জন্য ঘাস কাটতে গেলে বিদ্যুতে তারে শক খেয়ে সে মাটিতে পড়ে যায়। কিছু দিন পুর্বে একই গ্রামের শিখা রানি(৪০) স্বামী সুবোল মন্ডল ঐ ঘেরের বিদ্যুতের তারে শক খায়। তার অবস্থা খারাপ হলে হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেক টাকা খরচ করে এ যাত্রায় বেচে যায়। তার চিকিৎসা খরচ দিতে চাইলেও পরে দেয়নি।
একই ঘেরের বিদ্যুতের তারে পিষ্ট হয়ে আবু নামক একজনের গরু মারা যায়। এমন জঘন্য অপরাধ করে বারবার পার পেয়ে যাচ্ছে ঘের মালিক সামিউল আলম। এ বিষয়ে জানতে ঘের মালিক সামিউল আলম এর মুঠোফোনে জানতে চাইলে তার ব্যবহৃত নাম্বার টি বন্ধ পাওয়া যায়। ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী । এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শুকুর আলী, শ্যামনগর থানার এসআই খবির উদ্দিন সহ ইউপি সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। -

গাবুরার ৬টি পয়েন্ট বাধার পর আরো ৭টি বিলীন
সংবাদ দাতা প্রেরিত: বৃহস্পতিবার বিকাল ও শুক্রবার সকালে ভাঙন কবলিত উপকূল রক্ষা বাঁধের ১৫ নং পোল্ডারের নেবুবুনিয়া অংশে ছয়টি পয়েন্ট বাধার পর তিন ঘন্টা পার না হতেই পাশর্^বর্তী আরও সাতটি পয়েন্টের বাঁধ নদীতে বিলীন হয়েছে। ভাঙন কবলিত এসব অংশ দিয়ে অব্যাহতভাবে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় শুক্রবার দুপুরের পর নুতন করে খলিশাবুনিয়া ও লক্ষীখালীসহ গাবুরার চারটি গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বুড়িগোয়ালীনির দাতিনাখালী অংশের রিং বাঁধের উপর দিয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশের পাশাপাশি পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর অংশের বাঁধ ভেঙে তাৎক্ষণিকভাবে গ্রামের অর্ধেকটা প্লাবিত হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ভেঙে যাওয়া গাবুরা ইউনিয়নের ১৫ নং পোল্ডারের নেবুবুনিয়া এলাকার বাঁধের ছয়টি পয়েন্ট স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার বেলা এগারটার মধ্যে বেঁধে ফেলা হয়। তবে দুপুরের দিকে নদীতে আবারও জোয়ারের পানি বৃদ্ধির কারনে বেলা দুইটার দিকে পাশর্^বর্তী আরও সাতটি পয়েন্ট এর রিং বাঁধ নদীতে বিলীন হয়। যার ফলে আগের দিন প্লাবিত নেবুবুনিয়া ও গাবুরা গ্রামের পাশাপাশি খলিশাবুনিয়া ও লক্ষীখালী গ্রাম দুটি নুতন করে প্লাবিত হয়।
জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ অব্যাহত থাকায় শুক্রবার বেলা চারটা পর্যন্ত প্লাবিত চার গ্রামের পাঁচ শতাধিক চিংড়ি ঘের ও প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। নদীতে জোয়ার এর পানির চাপ বেশী থাকার পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত থাকার কারনে ভাঙন কবলিত রিং বাঁধ মেরামত করা যাচ্ছে না বলেও জানান স্থানীয়রা।
এদিকে বৃহস্পতিবার দুপুরের ন্যায় শুক্রবার দুপুরে নদীতে জোয়ারের পানি মারাত্মকভাবে বেড়ে যাওয়ার কারনে বুড়িগোালীনি ইউনিয়নের দাতিনাখালী মোড়লপাড়া এলাকার উপকূল রক্ষা বাঁধ ছাপিয়ে পানি লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। একই সময়ে উপজেলার পদ্মপুকুরের গড়কোমরপুর অংশের ৭/১ নং পোল্ডারের উপকূল রক্ষা বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে।
এছাড়া পাশর্^বর্তী আশাশুনি উপজেলার চাকলা এলাকার ভাঙন কবলিত অংশ দিয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় ধীরে ধীরে গড়কোমরপুর গ্রামের অন্যান্য অংশেও নদীর পানি ঢুকছে বলে জানান দফাদার আব্দুল জলিল।
গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, ভাঙন কবলিত অংশে রিং বাঁধ নির্মাণের তিন ঘন্টার মধ্যে নুতন সাতটি পয়েন্ট ভেঙে নুতন দুটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী পরিবারগুলো চরম অসহায়ত্বের মধ্যে দিনাতিপাত করছে উল্লেখ করে তিনি বলেন, বাঁধ আমাদের সর্বনাশ করেছে। মাত্র তিন মাস আগে এসব এলাকায় রিং বাঁধ নির্মাণ করা হয়- দাবি করে তিনি জানান টেকসইভাবে বাঁধ নির্মাণ ছাড়া গাবুরা ইউনিয়নকে রক্ষার বিকল্প নেই।
পাউবোর সংশ্লিষ্ট পোল্ডারের সেকশন অফিসার মাসুদ রানা জানান, জোয়ার এর চাপ আর বৃষ্টির কারনে কাজ করা যাচ্ছে না। পুর্ব নির্ধারিত ঠিকাদারকে প্রস্তুত রাখা হয়েছে। সুযোগ পেলেই সেখানে রিং বাঁধ নির্মাণের চেষ্টা করা হবে। তবে নুতন করে বাঁধ নির্মাণ করতে হবে- উল্লেখ করে এ পাউবো কর্মকর্তা বলেন, বার বার ভাঙনের বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
-
শ্যামনগরে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে করোনা আক্রান্ত শ্যামনগরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপজেলা সদরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ৫৫, পদাতিক ডিভিশন। বিকাল ৩ টা পর্যন্ত পরিচালিত মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দীন আহম্মেদ।
উপজেলার ১২ টি ইউনিয়ন হতে আগত তিন শতাধিক রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা সহায়তা করেন লেঃ কর্নেল ডাঃ রেজওনুল হক, লেঃ কর্নেল ডাঃ ফাতেমা জেরিন খান, ক্যাপ্টেন ডাঃ সাবরিনা শারমিন বৃষ্টি ও ক্যাপ্টেন ডাঃ রুবানা সাঈদ। এসময়ে চিকিৎসা সেবাসহ রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
-

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভা অনুষ্ঠিত
শ্যামনগর ব্যুরো ঃ
১২ আগষ্ট সকাল ১১টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি শ্যামনগর উপজেলা শাখার এক সভা বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক শেখ আবু সাঈদের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফ। সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মম হত্যাকান্ডে নিহত জাতির পিতা শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বংগমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক জি, এম, আয়ুব আলী, ব্রজেন মন্ডল, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, অসিত মন্ডল, তাপস মন্ডল, প্রাক্তন মেম্বর আবুল কাশেম, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, মুজিবর রহমান, সাজিদা খাতুন, জোৎøা রানী, আদম আলী মাঝি, সুখপদ হালদার, আফছার আলী প্রমুখ। সভায় পরিপত্র অনুযায়ী মৎস্যজীবি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে টাক্সফোর্স কমিটির মাধ্যমে যাচাই বাছাই পূর্বক মৎস্যজীবি জেলে তালিকা দ্রুত হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানো হয়। এছাড়া, মৎস্যজীবি জেলেদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। নির্বাচিত জেলে পল্লীগুলোতে দ্রুত কার্য্যক্রম পরিচালনার জন্য এস, ডি, এফ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানো হয় এবং মৎস্য আইন মেনে চলার জন্য সকল মৎস্যজীবি জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। -
শ্যামনগরের ভূমিদস্যু গোলাম মোস্তফা কারাগারে
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বহুলআলোচিত ভূমিদস্যু শেখ গোলাম মোস্তফা,পিতাঃ গোলামরসুল, শশুর আতিয়ার রহমানের নামে ১৯৫৮-৫৯, ১৯৬০-৬১ সালের ৭৪৫ নংসার্টিফিকেট কেস তঞ্চকী ভাবে সৃষ্টি করিয়া মাহমুদপুর মৌজায়এস,এ ২৫৫ নং খতিয়ানে সৃষ্ট হাল ১/১ নং খতিয়ান, এস,এ ৪৬০ নং দাগে সৃষ্টহাল ৮২১,৮২২,৮২৩,৮২৪,৮২৫,৯৬০,৯৬৪ নং দাগে ৫.২৬ একরজমি ১৫ ও ১৬/২০১৮-২০১৯ নংনামজারী কেসে অফিসকে ভুল বুঝিয়ে তঞ্চকী রেকর্ড হাসিল করেন তাহারই প্রেক্ষিতে দীর্ঘ ৫০/৬০ বৎসরের নিয়মিত ২০ জন কৃষকের ভোগ দখলীয় বর্ণিত সম্পত্তি শেখ গোলাম মোস্তফাতার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে গত ০৩/০৮/২০২০ তারিখ বিকাল ৪ টায়জবর দখল করতে যায় তখন প্রকৃত মালিক পক্ষ বাধা দিলে গোলাম মোস্তফা তার ক্যাডার বাহিনী দ্বারা ব্যাপক মারপিটসহ তান্ডব চালায়। এ সংক্রান্তে গোলাম মোস্তফাকে ১ নং আসামীকরে ৭ জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় এজাহার দিলে শ্যামনগর থানায় মামলা নং ০৫ তাং-০৩/০৮/২০২০ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/১১৪ পেনাল কোডে রুজু হয়। বর্ণিত মামলায় গত ০৯/০৮/২০২০ তারিখ গোলাম মোস্তফা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
গোলাম মোস্তফা কারাগারে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং আনন্দে গতকাল সন্ধ্যায় এলাকার বিভিন্ন যায়গায় মিষ্টি বিতরণ করেছে।
আরওজানা যায় যে ভূমিদস্যু গোলাম মোস্তফা ইতিপূর্বে একই ভাবে তঞ্চকী করে ধূমঘাট মৌজায় ১৮০ বিঘা, মুন্সিগঞ্জ মৌজায় ১৬ বিঘা জমি গ্রাস করেছে। তার দাপট ও তার বাহিনীর দাপটে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত। -
অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় ৬ জেলে আটক
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৪৮ নং কম্পার্টমেন্টের চরের খালে অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় মালামাল সহ ৬ জেলেকে আটক করেছে কাচিকাটা বন টহল ফাঁড়ির সদস্যরা। রোববার সকালে কাচিকাটা টহল ফাঁড়ির ওসি সুলুজ কুমার দীপের নেতৃত্বে জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার মড়গাং গ্রামের আজগর শেখের ছেলে আলম শেখ, মোফাজ্জল শেখের ছেলে আদম শেখ ও আজিবর শেখ, কুরবার গাজীর ছেলে কওছার গাজী এবং ভেটখালী গ্রামে মৃত অছির সরদারের শাহাদৎ সরদার ও জিয়াদ গাজীর ছেলে মুজিবর রহমান গাজী।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে ২টি নৌকা, বৈঠা ও কাঁকড়া ধরা কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামাল সহ ৬ জেলেকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি জানান। -

কোস্ট গাডের্র অভিযানে ইয়াবাসহ আটক ১
সংবাদ বিজ্ঞপ্তি: গত ০৮ আগষ্ট ২০২০ তারিখ আনুমানিক ২০০৫ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশান কয়রা এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত পাইস্যামারী খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ পিস ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৩২)। পরবর্তীতে আটককৃত ইয়াবা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহমুদ সাব্বির জানান, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। -

শ্যামনগরে নকশীকাঁথার উদ্যোগে ডিগনিটি কীট বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি; ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যমনগর উপকূলের কাশিমাড়ি ইউনিয়নের ৫০০ জন নারীর মধ্যে নকশীকাঁথার উদ্যোগে ইউএনএফপিএ এর অর্থায়নে একশন এইডের সহযোগিতায় নারীর মর্যাদা সুরক্ষার উপকরণসমূহ (ডিগনিটি কীট) বিতরন করা হয়েছে। ৩০ ও ৩১ জুলাই ২দিন ব্যাপী কাশিমাড়ী সাইক্লোন শেল্টারে এই ডিগনিটি কীট সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে নারীর মর্যাদা সুরক্ষার উপকরণসমূহ- সুতী শাড়ী, টুথপেষ্ট, প্যান্টি, মাসিকের কাপড়, চিরুনি, স্যান্ডেল, টুথব্রাশ, মশা তাড়ানোর ঔষধ, গামছা, বালতি, তেল, স্যানিটাইজার, কাপড় ধোয়া ও গোসলের সাবান, জিবিডি সেবার বার্তা, কিটিং ব্যাগ ইত্যাদি নারীদের হাতে তুলে দেন কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক খোকণ সানা, শ্রমিক লীগের সভাপতি এস.এম শাহাজাহান কবীর, ইউপি সদস্য- জহুরুল ইসলাম মোল্যা, রওশানারা বীথি প্রমুখ। -

শ্যামনগরের আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কাশিমাড়িতে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে এগিয়ে এলো মিশন হিউম্যানিটি আর অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসোইটি কানাডা (ওবিসিএস) যৌথ প্রকল্প শেয়ারিং হোপ ‘পাশে আছি’ এবং শহীদ কামরুজ্জামান এন্ড জাঁহানারা ফাউন্ডেশন। গত ২০শে মে ঘুর্নিঝড় আম্পান আঘাত হেনেছিল দেশের উপকূলবর্তী শ্যামনগরের কাশিমাড়ীর ঘোলা, ঝাপালী সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। হাজার হাজার মানুষ কয়েক মাস পানি বন্দী থাকে। জোয়ারের পানিতে বাধঁ ভেঙ্গে ঐ এলাকার মানুষগুলো খুবই মানবেতর জীবন কাটাচ্ছিল। মিশন হিউম্যানিটি আর অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসোইটি কানাডা (ওবিসিএস) যৌথ প্রকল্প শেয়ারিং হোপ ‘পাশে আছি’ এবং শহীদ কামরুজ্জামান এন্ড জাঁহানারা ফাউন্ডেশন উদ্যোগে শ্যামনগরের কাশিমাড়ীতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১জুলাই) সকাল ১০টায় জয়নগর মোল্ল্যা কমপ্লেক্স থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর প্রতিনিধি উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি ডিএম মফিজুর রহমান, সমাজসেবক আজিজুল হক সরদার, আলহাজ্ব আলী আফসার, মাস্টার সওকাত হোসেন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী, উক্ত, রজব হাজ্বী, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, রবিউল ফকির, আব্দুল মান্নান সানা, গাজী শাহীনুর রহমান প্রমুখ। এসময় কয়েক শতাধিক ব্যক্তির মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
তালা উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ২০ জনকে পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণসহ ৮টি মসজিদের উন্নয়নে টাকা বিতরন করা হয়।তালা উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ২০ জনকে পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণসহ ৮টি মসজিদের উন্নয়নে টাকা বিতরন করা হয়। -

শ্যামনগরে অসুস্থ রোগীদের মাঝে চেক বিতরন :উদ্বোধন করলেন এম,পি জগলুল হায়দার
বিশেষ প্রতিনিধি: শ্যামনগরে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস স্ট্রোকে প্যারালাইসড ও জন্মগত হৃদ রোগীদের মাঝে চেক বিতরন উদ্বোধন করেন এম.পি এস,এম, জগলুল হায়দার। সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার। উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ প্রমুখ। এ সময় ২৫ জন রোগীর মাঝে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের রুমে বিকেএসপিতে সুযোগ পাওয়া ৪ জন দুস্থ ক্ষুদে খেলোয়ারের মাঝে উপজেলা প্রশাসনের সহযোগীতায় চেক বিতরন করেন এম.পি এস, এম, জগলুল হায়দার। -
আম্পান কবলিত কাশিমাড়ীতে সাতক্ষীরা পুলিশ সুপারের ত্রান বিতরন
বিশেষ প্রতিনিধি, শ্যামনগর: করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড় আম্পানে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হত দরিদ্র্য ৮ শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় সাতক্ষীরা পুলিশ সুপারের উদ্যোগে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। শ্যামনগর থানা পুলিশের মাধ্যমে ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। বিভিন্ন সময়ে কাবিখা প্রকল্পে আটককৃত টি,আর এর গম বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী দূর্গত এলাকায় বিতরণের কর্মসূচীর অংশ হিসাবে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে এ ত্রাণ বিতরন করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিশেষ উদ্যোগে সুপার সাইক্লোন আস্পানে অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্থ কাশিমাড়ী ইউনিয়নের জনগনের মাঝে খাদ্য সহায়তা বিতরনের সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, ওসি তদন্ত ইয়াসিন আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান এস,এম আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আলহাজ্ব জি,এম আকবর কবীর, কাশিমাড়ী ইউপি সচিব আব্দুস সবুর। -
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীর মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনার উপসর্গে মারা যাওয়া অবসরপ্রাপ্ত ওই স্বাস্থ্য কর্মীর নাম আমজাদ হোসেন (৬৫)। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের গোলাম সরদারের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, মঙ্গলবার দুপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আমজাদ হোসেন। বুধবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান এই চিকিৎসক। তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের প্রস্তুতি চলছে। এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
-

সুন্দরবন ভারতীয় পন্য চোরাচালানের রুট
বিশেষ প্রতিনিধি,শ্যামনগর: শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভারতীয় গরু আটক করেছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বংশীপুর গ্রামের গাইন বাড়ী সংলগ্ন লতিফ গাজীর বাড়ী থেকে পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) খবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গরুগুলো আটক করে। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী লতিফ ও তার সহযোগীরা পালিয়ে যায়।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ পাচারকারি চক্র সুন্দরবনের ভিতর দিয়ে ট্রলারে করে ভারতীয় গরু শ্যামনগরে এনে বিক্রির খবর গোপনে নিশ্চিত হয়ে পুলিশ লতিফ গাজীর বাড়ীতে হানা দেয়। এসময়ে গোয়ালে রক্ষিত সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ১৩ টি ভারতীয় গুরু আটক করে। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। পুলিশ পাচারকারী চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে ওসি জানান।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে সুন্দরবনের মধ্যে দিয়ে নদী পথে ট্রলারে করে ভারতীয় গরু পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে সরবরাহ করে আসছে। চিহ্নিত ওই পাচারকারী চক্রটি বারবার প্রশাসনের চোখে ধুলো দিয়ে গরু সহ অন্যান্য ভারতীয় আমদানি নিষিদ্ধ পন্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করে দেশের অর্থনীতি ধ্বংস করে চলেছে। প্রভাবশালী হওয়ায় পাচারকারী চক্রটির বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রশাসন এ ব্যার্থতার দায়ভার এড়াতে পারে না। করোনা কালে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক। সরকার নিরলস পরিশ্রম করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আসন্ন কুরবানী ঈদ উপলক্ষে ভারতীয় গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে। যাতে দেশীয় গরু খামারিরা লাভবান হয়। কিন্তু সবকিছু উপেক্ষা করে ওই চক্রটি ভারতীয় গরু পাচার করে দেশে এনে অর্থনীতিকে ব্যাপক ক্ষতির মুখে ফেলছে। স্থানীয় সুধী সমাজ পাচারকারী চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছে। -
শ্যামনগরে দুই মুক্তিযোদ্ধার মাসিক সম্মানি ভাতা স্থগিত
বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় তালিকা ভুক্ত দুই মুক্তিযোদ্ধার মাসিক সম্মানি ভাতা সাময়িক ভাবে স্থগিত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়। গত ১৫ জুন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে বাজেট অধিশাখা হতে ৪৮/০০/০০০০/০০৬/৯৯/০০৫/১৮/১৭ নং স্মারকে ওই দুই মুক্তিযোদ্ধার মাসিক সম্মানি ভাতা স্থগিত করা হয়। তাহারা হলেন-মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক (মুক্তিযোদ্ধা গেজেট নং-৭০৩৯, বাতিলকৃত সিরিয়াল নং-৩৩৯) এবং মুক্তিযোদ্ধা নওশের আলী (মুক্তিযোদ্ধা গেজেট নং-৬৫৩৪, বাতিলকৃত সিরিয়াল নং-৩৪৮) এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা সহ অন্যান্য প্রয়োজনীয় সনদপত্র না থাকার কারনে তাদের মাসিক সম্মানি ভাতা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে ।