Category: শিক্ষব প্রতিঁষ্ঠান

  • বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সৈয়দ আমিনুর রহমান বাবু

    বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সৈয়দ আমিনুর রহমান বাবু


    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আমিনুর রহমান বাবু। শনিবার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ মমতাজুর রহমান পেয়েছেন ৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার শেখ মারুফ আহমেদ পেয়েছেন ০ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাখন লাল, শিক্ষক প্রতিনিধি মিসেস আঞ্জুমানয়ারা, শেখ মোস্তাফিজুর রহমান, মো. কামরুজ্জামান, অভিভাবক সদস্য শেখ কৌরাইশী, মো. দোলন হোসেন, শেখ শামীম হোসেন, মুনসুর আলী, মিসেস রাশিদা বেগম প্রমুখ। নবনির্বাচিত সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, তিনি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।

  • সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

    সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


    মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নারগিস এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, লেখা-পড়ার পাশা পাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতে হবে। আগামী প্রজন্মকে সুশিক্ষা ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভবনের অভাবে শিক্ষার পরিবেশ যেন নষ্ট না হয় সেজন্য আগামীতে নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে।”
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু,,বিদ্যালয়ের প্রাক্তণ অভিভাবক সদস্য রতন খান, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভবতোষ কুমার শানা, সহকারী শিক্ষক নাদিরা পারভীন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিজয় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান।

  • ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক আনন্দ আয়োজন

    ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক আনন্দ আয়োজন

    স্টাফ রিপোর্টার: ল স্টুডেন্টস ফোরাম, সাতক্ষীরার বার্ষিক আনান্দ আয়োজন করা হয়েছে। ১ এপ্রিল সাতক্ষীরা ল কলেজে অনুষ্ঠিত আনন্দ আয়োজনে সভাপতিত্ব করেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি এস এম বিপ্লব হোসেন। সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল কলেজের প্রভাষক এড. হোসনে আরা, এড. শহীদ হাসান, এড. মুনির উদ্দীন, এড. লাকী ইয়াসমিন, এড. আজমীর হোসেন রোকন, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দীন সাজু, এড. সাইদুর রহমান সাঈদ, প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ওয়াসিম হায়দার রোকন, সালাউদ্দীন রানা, হাবিবা সুলতানা রুমি, শারমিন সুলতানা, পাপিয়া সুলতানা, ফাতেমা খাতুন, সুরঞ্জন, ইলোরা পারভীন, শাম্মি সুলতানা, রিজভি প্রমুখ।

  • সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেয়েদের চারদলীয় ভলিবল প্রতিযোগিতায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

    সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেয়েদের চারদলীয় ভলিবল প্রতিযোগিতায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন


    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় মেয়েদের চারদলীয় ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে শহরের চালতেতলা কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকালে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর।
    খেলায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আকবর হোসেন।

  • এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যেগে কলেজের বার্ষিক শিক্ষা সফর ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপী ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ কলেজ স্টাফদের সমন্বয়ে শিক্ষা সফরের নির্ধারিত স্থান ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালি ইকো পার্ক মিলন মেলায় পরিণত।
    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের নেতৃত্বে কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্ত, শিক্ষক বীরেন্দ্র নাথ সরকার, মো: জাহাঙ্গীর হোসেন,পাল শুভাষিষ, উজ্জল কান্তি স্যার্নাল, শাহাজাহান কবির, সমর পাল, নির্মল চন্দ্র বৈরাগী, সুরায়া সুলতানা, আবু জাফরসহ ছাত্র-ছাত্রী ও কলেজ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
    শিক্ষা সফরের বিভিন্ন প্রতিযোগীতা, দর্শনীয় স্থান পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কলেজের সকল শিক্ষক কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিতে এক উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়।

  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ এবং নবীন বরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


    নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আমাদের অনেক কষ্টে অর্জিত এ স্বাধীনতা। ভারত আমাদের প্রতিবেশি রাস্ট্র। যুক্তিযুদ্ধে তারা আমাদের অনেক সহযোগিতা করেছে। তাদের এ ঋণ কখনও শোধ করা যাবেনা। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে নিয়ে গিয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পিতার অসমাপ্ত কাজ শেষ করে আজ বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন। আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। যারা দেশের স্বাধীনতা চাইনি সেই স্বাধীনতা বিরোধী চক্র আজো চক্রান্ত করে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে।” বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, চীফ ইন্সট্যাক্টর (ননটেক) ড. এম.এম নজমুল হক, চীফ ইন্সট্যাক্টর ইলেকট্রনিক্স প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, চীফ ইন্সট্যাক্টর আরএসি প্রকৌশলী কল্লোল রায়, কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, বিপ্লব কুমার দাস, লাবসা ইউনিয়ন আ.লীগের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ট্যুরিজম বিভাগীয় প্রধান এবিএম সিদ্দিক আলী। সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে খেলা-ধূলার পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


    নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসান, মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, শেখ মোস্তাফিজুর রহমান, মো. আব্দুর রউফ, কাবিজুল ইসলাম, আলতাফ হোসেন, গাজী মোমিন উদ্দিন, কানাই লাল মজুমদার প্রমুখ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ডিসপ্লে-তে প্রথম স্থান এবং মার্চপাস্ট-এ দ্বিতীয় স্থান অধিকার করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দিন।

  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


    নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে ক্বিরাত, রচনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি.এম.জুলফিকার আব্দুল্লাহ, শিক্ষক আবু সাঈদ, মাওলানা মো. আবুল খায়ের, মো. রবিউল ইসলাম, হাবিবুল্লাহ, আলাউদ্দিন, মমতাজ উদ্দিন, বাবলু স্বর্ণকার, আব্বাস আলী, ফাতেমা নাসরিন, হেদায়েত উল্লাহ পলাশ, জাহিদুল হাসান প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনিছুর রহমান। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ পালিত

    নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ পালিত

    নিজস্ব প্রতিনিধি : নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২৬ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানের পর বিকালে মো. মিজানুর রহমান এবং নগরঘাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সভাপতি মো. শাহজাহানের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  সাবেক ইউপি সদস্য মো. আব্দুস সামাদ সরদার। 
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল গাজী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম, খলিলুর রহমান, সহকারি শিক্ষক হাসিনা খাতুন, আহারুন নেছা, মো. মুরাদ হোসেন, মো. ইসরাইল হোসেন, সাংবাদিক মো. জাবের হোসেন, সাংবাদিক মো. শাহিন হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থ, অভিভাবক এবং গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ।

  • এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যেগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যেগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন


    সংবাদ বিজ্ঞপ্তি: এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যেগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ চত্তরে আলোচনা সভা, ক্রীড়া ও রচনা প্রতিযোগীতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্তের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন মো: মকসুদুর রহমান। বক্তব্য রাখেন প্রভাষক আবু সাঈদ, পাল শুভাষিষ, মুনীর আহম্মেদ খান, অধ্যাপক আব্দুল মজিদ, কমলেশচন্দ্র মন্ডল, বীরেন্দ্র নাথ সরকার, মো: জাহাঙ্গীর হোসেন, সমর পাল, গৌরাঙ্গ মন্ডল, উজ¦ল কান্তি, বন্ধনা ভট্টাচার্জ।
    আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ শিক্ষক মন্ডলী। এসময় কলেজের সকল শিক্ষক কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা সিটি কলেজে স্বাধীনতা দিবস উদযাপন

    সাতক্ষীরা সিটি কলেজে স্বাধীনতা দিবস উদযাপন

    সাতক্ষীরা সিটি কলেজে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ আবু সাঈদ এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলতাফ হোসেন, শিক্ষক প্রতিনিধি কাশেম আলী গাজী, ইতিহাস বিভাগের পলাশ কুমার মল্লিক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা সুলতানা শীলা, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হারিরা খানম, ব্যবস্থপনা বিভাগের বিভাগীয় প্রধান তরুন কান্তি প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান সহকারি আব্দুল ওহাব আজাদ।
    বক্তারা বলেন, স্বাধীনতা দিবস আজও তরুণদের এগিয়ে যাওয়ার প্রেরণা। শুধু একটি দিবস হিসেবে নয়, এর বর্ণচ্ছটায় বদলে যায় জীবনের গতিপথ, সাহস যোগায় নতুন শপথ নেওয়ার। এ কারণেই স্বাধীনতা দিবসের তাৎপর্য এত বেশি। স্বাধীনতা অর্জনের পর জনগণের মনে তৈরি হয় সমাজ নতুনভাবে গড়ে তোলার গভীর আকাংখা। সেই সময় ভিন্ন সাংস্কৃতিক এবং রাজনৈতিক চর্চা প্রবর্তনের মাধ্যমে নাগরিকদের মনেও সম্পূর্ণ নতুন চেতনা সৃষ্টি করা জরুরি।  তবে স্বাধীনতা রক্ষায় অধিক সতর্ক, সচেতন এবং সৃষ্টিশীল হতে হয়। বক্তারা আরও বলেন, স্বাধীনতা মানবজীবনের অমূল্য সম্পদ। কিন্তু আমাদের স্বাধীনতা শুধু কোনোরকমে বেঁচে থাকার জন্য করা হয়নি। আমরা স্বাধীনতা চেয়েছিলাম, মুক্তি চেয়েছিলাম, মর্যাদা চেয়েছিলাম, সাম্য চেয়েছিলাম, ন্যায়বিচার চেয়েছিলাম। ১৯৭১ নিয়ে আমাদের গৌরব আছে, আমাদের গল্প আছে, কিন্তু ৭১ পরবর্তী গল্পগুলো খুব বেশি এগোতে পারছে না। পরাধীন জাতি পশুর চেয়েও অধম। তাই স্বাধীনতা এত আনন্দের, এত গৌরবের। স্বাধীনতা দিবসের আনন্দ জাতীয় জীবনে নতুন প্রাণের সঞ্চার করুক। স্বাধীনতাকে রক্ষা করার শপথই হোক স্বাধীনতা দিবস উদযাপনের মূলমন্ত্র।

  • তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


    নিজস্ব প্রতিবেদকঃ তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বনভোজন অনুষ্ঠিত হয়। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য মো. মনিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক  বনভোজনে উপস্থিত ছিলেন  প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল  মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি নজরুল ইসলাম, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান স্বজল, সাবেক ছাত্রলীগনেতা এড. তামিম আহমেদ সোহাগ, ম্যানেজিং কমিটির সদস্য মহসিন হাবিব মিন্টু,আলতাফ হোসেন, আনিসুর রহমান,মুনসুর আলী সহকারী প্রধান শিক্ষক আশরাফুর রহমান, শিক্ষক এস এম মর্তুজা আলমসহ সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থীগন।

  • সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন

    সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন

    আব্দুল্লাহ আল মামুন, :
    মুজিববর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে সাংস্কৃতিক সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় কলেজের হল রুমে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সপ্তাহ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাক আহমেদ, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার বিশ্বাসসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ক্রীড়া শিক্ষক তৈয়ব হাসান বাবু। অনুষ্ঠানে নির্ধারিত রচনা, নির্ধারিত কবিতা আবৃত্তি, নির্ধারিত সংগীত এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ মহান বিজয় দিবসে কলেজর আলোচনা সভায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। 

  • আ: করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

    আ: করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন


    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আ: করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় প্রীতিলতা ভবনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার উপ পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য জ্যোৎ¯œা আরা, শিক্ষক আমিনুর রহমান উল্লাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সহ সভাপতি মুর্শিদা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য ডা. আবুল কালাম বাবলা, মো. আব্দুর রব ওয়ার্ছী, শেখ মোসফিকুর রহমান মিল্টন, অধ্যক্ষ রেজাউল করিম, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
    আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি। বক্তারা বলেন, সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের পণ্য ক্রয়ের পর ক্যাশবাক্সে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। এখানে কোন বিক্রয় কর্মী থাকবে না। এর মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যবোধ ও সততার বিকাশ ঘটবে। এ বিদ্যালয়ের সততা স্টোরে শিক্ষার্থীদের জন্য খাতা, অফসেট কাগজ, রাবার, পেন্সিল, কলম, ফাইল, বিস্কুট, চিপস্, টকলেট, পানীয়সহ প্রয়োজনীয় সকল প্রকার পণ্য পাওয়া যাবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেন।

  • এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যেগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যেগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

    সংবাদ বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহষ্পতিবার সকালে এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যেগে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ,রচনা প্রতিযোগীতা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্তের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন মো: মকসুদুর রহমান। বক্তব্য রাখেন প্রভাষক আবু সাঈদ, পাল শুভাষিষ, অধ্যাপক আব্দুল মজিদ, বীরেন্দ্র নাথ সরকার, মনির আহম্মেদ খান, মো: জাহাঙ্গীর হোসেন।
    আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মধ্যে স্থান নির্ধারণ করা হয়। শেষে কেক কেটে জাতির জনকের ১০২ তম জন্মদিন পালন করা হয়। এসময় কলেজের সকল শিক্ষক কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে আলোচনা সভা, কেক কাটা, পুষ্পমাল্য অর্পণ

    বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে আলোচনা সভা, কেক কাটা, পুষ্পমাল্য অর্পণ


    প্রেস বিজ্ঞপ্তি:
    স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে আলোচনা সভা, কেক কাটা, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়েছে। কলেজ প্রশাসনের আয়োজনে কলেজের অধ্যক্ষ একেএম সফিকুজ্জামানের সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক পরিষদ সম্পাদক মোস্তাক আহমেদ, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদ্যু্ৎ কুমার বিশ্বাস প্রমূখ। কলেজের শিক্ষক তৈয়ব হাসান বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১০২ তম জন্মদিন উদযাপনের কেক কাটা এবং বঙ্গবন্ধু, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়

  • মাদকাসক্তির কারণে সবাই ভোগান্তি পোহায়: ডিআইজি

    মাদকাসক্তির কারণে সবাই ভোগান্তি পোহায়: ডিআইজি


    সংবাদ বিজ্ঞপ্তি
    খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট (ডিআইজি) মহা: আশাফুজ্জামান বলেছেন, “আমাদের মূল সমস্যা মাদক নিয়ে নয়, বরং এর আসক্তি নিয়ে। কারণ আমরা মাদক উৎপাদনকারি দেশ নই। বাইরের দেশ থেকে মাদক আসে। মাদক নেয়ার ফলে কোনো সমস্যার সমাধান হয়না। বরং নতুন সমস্যা তৈরি হয়। মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র সবাই ভোগান্তি পোহায়।”
    মাদক ও কোভিড মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহা: আশরাফুজ্জামান। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিমে “শেখ নুরুল ইসলাম হোসনে আরা (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন ও হাফিজিয়া মাদ্রাসা”র সহযোগীতায় আয়োজিত “মাদক ও কোভিড মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। প্রধান আলোচক ছিলেন এনইউবিটি খুলনার উপ-উপাচার্য প্রফেসর এটিএম জহিরউদ্দিন।
    অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের লক্ষ্য করে মহা: আশরাফুজ্জামান আরো বলেন, “মাদকের সমাধানে আমরা তিনটি পদক্ষেপ নিতে পারি। প্রথমত, সাপ্লাই বন্ধ করা। যেটা পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনীর দায়িত্ব। দ্বিতীয়ত, ডিমান্ড বন্ধ করা। যেটা আপনাদের দায়িত্ব। আর তৃতীয়ত, মাদকের মূল জায়গাগুলো বন্ধ করা। যেটা সমাজের দায়িত্ব। কেউ মাদকে আসক্ত হলে সমাজের সবাই মিলে তাকে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, পারিবারিক মূল্যবোধ বড় ভূমিকা পালন করে।”
    অনুষ্ঠানে প্রধান আলোচক ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপ-উপাচার্য প্রফেসর এটিএম জহিরউদ্দিন বলেন, “মাদকের কথা উঠলেই শিক্ষার্থীদের কথা আসে মূলত তিনটি কারণে। প্রথমত, বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী শিক্ষার্থী। দ্বিতীয়ত, অন্য পেশার লোকজনের চেয়ে শিক্ষার্থীরা মাদকাসক্ত হলে বেশি ক্ষতি। এবং তৃতীয়ত, একটি দেশের ভবিষ্যত নির্ভর করে তাদের শিক্ষার্থীদের উপর। তাই শিক্ষার্থীরা মাদকাসক্ত হলে দেশের ভবিষ্যত হুমকির মুখে পড়ে।” তিনি আরো বলেন, “যেহেতু মাদকাসক্তির কারণে অমিত সম্ভাবনার একটি প্রজন্ম জড়পদার্থে রূপান্তরিত হয়, তাই সর্বনাশা এই আসক্তি থেকে আমাদের নিজ নিজ জায়গা ও সামাজিক জায়গা থেকে সতর্ক থাকতে হবে।”
    অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মাদকাসক্তি অনেকটা বন্দুকের গুলির মতোই। বন্দুকের গুলি যেমন একবার বেরিয়ে গেলে আর ফেরে না। তেমনি মাদকাসক্তির কারণে এখন যে মূল্যবান সময় অপচয় করছে আমাদের যুবসমাজ, এই সময় আর ফিরে আসবে না। এমনকি এখন সরকারি চাকরির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা হচ্ছে। তাই শিক্ষার্থীসহ সমাজের সকলকেই সতর্ক হতে হবে।
    এনইউবিটি খুলনার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর আনোয়ারুল হক জোয়ার্দারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, সোনালী ব্যাংকের ডিজিএম শেখ শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল ইসলাম এবং এডভোকেট শেখ ওয়ালিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনইউবিটি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান।

  • প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ কর্তৃক সাতক্ষীরা জেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ কর্তৃক সাতক্ষীরা জেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


    সাতক্ষীরার কৃর্তি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর প্রফেসর, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। প্রতি বছরের ন্যায় এবারও তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের প্রত্যন্ত এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। গত ১০ই এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২১ (০৩ দিন) পর্যন্ত সাতক্ষীরা জেলার ৩টি উপজেলার প্রায় ৪০০০ হাজার পরিবারের মাঝে সংস্থাটির কো-অডিনেটর মিজানুর রহমান এর সার্বিক তত্ত্ব¡াবধানে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, স্থানীয় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়।