কালিগঞ্জ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২’শ বোতল ফেন্সিডিল সহ উজ্জ্বল কয়াল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার সময় কালিগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে উপ পরিদর্শক চিন্ময় মন্ডল ও জুয়েল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ধলবাড়িয়া ইউনিয়নের ধামরাইল নামক এলাকা থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উজ্জ্বল কয়াল ধামরাইল গ্রামের কমল কয়ালের পুত্র। উত্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী উজ্জ্বল কয়ালের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
Category: বিশেষ সংবাদ
-

কালিগঞ্জে ২শ’ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-

কালিগঞ্জে জমি বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে জখম
মশাশ প্রতিবেদক: জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে রুহুল আমিন ওরফে কিছলু (৫৮) কে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে বাড়ি ঘর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার সময় কালিগ্ঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামে। গুরুত্বর আহত রুহুল আমিন ওরফে কিছলু বাজারগ্রামের মৃত আবুল হোসেন মোড়লের পুত্র। উক্ত ঘটনায় গতকাল রবিবার থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বাজারগ্রামের জামায়াত নেতা মৃত আদম আলী মোড়লের পুত্র আব্দুস সাত্তার মোড়লের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ কে কেন্দ্র করে শনিবার বিকাল আনুমানিক ৪টার সময় আব্দুস সাত্তারের নেতৃত্বে তার ভাই আব্দুর রউফ, তার পুত্র সাদিকুল ইসলাম, সামছুদ্দীন মোড়লের পুত্র আসাফুর রহমান ও তার চাচা আব্দুল গফফার মোড়ল সহ ৪-৫জন সন্ত্রাসী নিয়ে জোর পূর্বক জমি ঘিরে নেয়। উক্ত ঘটনা শনিবার রাত আনুমানিক ৮টার সময় জিজ্ঞাসাবাদ করিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় লোহার রড, লাঠি, শাবল নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে রুহুল আমিন কে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে দেয়। ঐ সময় তার স্ত্রী শাহানারা পারভীন বাঁধা দিতে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঐদিন রাতে তাকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। -

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিল সহ আটক -৩
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ৬৫ বোতল ফেনসিডিল সহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের রাজ উল্লাহ মোড় টু শুইলপুর বারইপাড়াগামী ইটের সলিং রাস্তার উপর অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিল সহ তিনজন মাদক চোরাকারবারি কে আটক করাহয়। আটককৃতরা হলেন, কালীগঞ্জ শুইলপুর গ্রামের মৃত আঃ জমাত আলী মোড়ল এর ছেলে সায়েম মোড়ল(৩৬) একুই এলাকার নজরুল ইসলামের ছেলে সবুজ হোসেন গাজী (৩০) ও মোক্তার গাজীর ছেলে আবু বক্কার (৩০)।
এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের আফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আলম চৌধুরী জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মোস্তফা আলম, এএসআই ইমামুল মোল্যা, এএসআই ইদ্রিস আলী সহ আশিক গালিব ও বাবুল হোসেন কে সাথে নিয়ে কালীগঞ্জের শুইলপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করাহয়। পরে তাদের মাদক মামলায় দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। -

পৈত্রিক সম্পত্তি রক্ষা ও নিরাপত্তা চেয়ে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ভুমিদস্যু ভাইয়ের কবল থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু। রোববার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাবা মারা যাওয়ার পর থেকে দীর্ঘ ১২ বছর যাবৎ আমি আমার পৈত্রিক সম্পত্তি ভোগদখল করতে পারছি না। এমনকি পৈত্রিক বাড়িতেও অবস্থান করতে পারি না। আমার সহোদর ভাই ভুমিদস্য আলতাফ ও শাফায়েত সম্পত্তির লোভে আমার পিতাকেও কয়েক বার হত্যার চেষ্টা চালিয়েছিল।
তিনি বলেন, আমার দুই ছেলে ঢাকাতে চাকুরীর সুযোগে আমার সম্পত্তি আলতাফ ও সাফায়েত অবৈধভাবে জবর দখল করে যাচ্ছে। ইতোপূর্বে আমার ৩ বিঘা পৈত্রিক সম্পত্তি কৌশলে তাদের নামে রেকর্ড করেছে। তাছাড়া আমাদের পৈত্রিক কয়েক বিঘা জমি আমাকে না জানিয়ে অন্যত্র বন্ধক দিয়েছে। জমিভাগ বণ্টন নামা না হওয়া সত্ত্বেও অস্ত্রবাজ আলতাফ ও সাফায়েত জমি বিক্রি করার জন্য পায়তারা চালাচ্ছে। যদিও আমি সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস এবং জেলা রেজিস্টারের কাছে এই বিষয় নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছি। যে কারণে রেজিস্ট্রি বন্ধ আছে। তারা আমার চাচা বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের জমির ইজারা না দিয়ে অবৈধভাবে ভোগ দখল করে যাচ্ছে এবং অনৈতিকভাবে জমি বিক্রি করতে না পেরে তারা আমার চাচা ও আমার রুদ্ধে মিথ্যাচার করে হয়রানি করে যাচ্ছে। আমার চাচা আতিয়ার রহমান তার জীবনের নিরাপত্তা ও সমাধান চেয়ে গত ২৬ আগস্ট আইজিপির কাছে আবেদন করেন। বিষয়টি অনুসন্ধান ও মিমাংসার জন্য গত ১১ অক্টোবর দেবহাটা সার্কেল কর্তৃক বাদী ও বিবাদী পক্ষকে হাজির হওয়ার জন্য লিখিতভাবে আদেশ দেওয়া হয়। কিন্তু আলোচিত অস্ত্রবাজ ও ভূমিদস্যু আলতাফ সরকারি আদেশ অমান্য করে হাজির হয়নি। বিএনপি শাসনামলে আলতাফ প্রকাশ্যে অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এমতাবস্থায় আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওই ভূমিদস্যু অস্ত্রবাজ আলতাফ ও শাফায়েতের কবল থেকে পৈত্রিক সম্পত্তির সুষ্ঠু বণ্টনসহ জীবনের নিরাপত্তার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম প্রমূখ। -

পশু পালন ও সবজি চাষে স্বাবলম্বি হচ্ছেউপকূলীয় আশাশুনির দু’ইউনিয়নের নারীরা
জহুরুল কবীর : উপকূলীয় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলারদুই ইউনিয়নের নারীরা পশু পালন ও সবজি চাষ করে স্বাবলম্বি হচ্ছে। পুরুষ প্রধান সংসারের গৃহিনীরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও আশাশুনির প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নের গৃহিনীরা সংসারের কাজের ফাঁকে (অবসর সময়ে) বাড়ির মধ্যে পশু পালন ও সবজী চাষে আত্মনিয়োগ করে জীবন মান উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। ফলে সংসারে নিজের কর্মের গুরুত্ব অপরিহার্য করার পাশাপাশি সামাজিকভাবে পরিবারকে দিন বদলের যাত্রায় সংযুক্ত করে সম্মানজনক পর্যায়ে নিতে সহযোগিতা দিয়ে আসছে এসব নারীরা।
আশাশুনি উপজেলা উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় লবণাক্ততায় ভরা। এখানের জীবন যাত্রা এখন লবণপানির মাছ চাষ ও কৃষি নির্ভর হলেও অনেক ভূমি এখনো পতিত থাকে। মানুষের একটি বড় অংশ কর্মহীন এবং অধিকাংশ গৃহিনীরা শুধুমাত্র গৃহস্থলী কাজ নিয়েই সময় কাটায়। এসব গৃহিনীদের মধ্যে একজন হলেন প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের রঞ্জন মন্ডলের স্ত্রী মলিনা ম-ল। তিনি বলেন, এনজিও ফ্রেন্ডশিপের সহযোগিতায় বাড়ির আঙিনায় সবজীচাষ করে সংসারের চাহিদা পুরনের পরও ৫/৬ হাজার টাকার সবজী বিক্রয় করেছেন। এই টাকা থেকে ১১টি হাঁসের বাচ্চা ও ২টি রাজ হাঁস ক্রয় করে ফার্ম করেছেন। ফ্রেন্ডশিপের দেয়া ছাগল লালন পালন করে গাভীন হয়েছে। খুব শীঘ্রই তিনি ছাগলের বাচ্চা পাবেন। সবজী বিক্রয়ের টাকা ও হাঁসের ডিম বিক্রয় করে তিনি সংসার খরচ নির্বাহসহ ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ যোগাচ্ছেন। পাশাপাশি তিনি টাকা সঞ্চয়করছেন।
একই গ্রামের নিরঞ্জন মন্ডলের স্ত্রী তাপসী বলেন, গৃহস্থলীর কাজের পাশাপাশি ফ্রেন্ডশিপের দেওয়া ছাগল পালন করে ২টি বাচ্চা পেয়েছে। একটি বিক্রিকওে মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দিয়েছেন। সবজী চাষ করে সংসারের চাহিদা পুরনের পর এক বছওে ৭ হাজার টাকার সবজী বিক্রি করেছেন। এই টাকা দিয়ে ২৩টি হাঁস-মুরগি কিনেছেন। প্রতিদিন ৬টি করে ডিম দিচ্ছে, সামনের সপ্তাহ থেকে আরও ৬/৭টি ডিম বেশি আসবে বলে তিনি জানান।
উপজেলার অপর ইউনিয়ন আনুলিয়ার ঘাসটিয়া গ্রামের রাজু রানী জানান, সবজী চাষের মাধ্যমে সংসারের চাহিদা পুরণ তিনি করে ৯ হাজার টাকার সবজী বিক্রি করেছেন। একটি ছাগল লালন পালন করে সেখান থেকে ৪টি বাচ্চা হয়েছে। একই গ্রামের অনুপমা রানী হালদারর ১টি ছাগল পুশে ৫টি বাচ্চা পেয়েছে। আরও একটি ছাগল তিনি ক্রয় করেছেন। সবজী চাষ করে ৫০০০ টাকা সবজী বিক্রি করেছেন।
স্বাবলম্বি এসব নারীরা বলেন, আমরা মেয়ে হিসাবে সংসারে স্বামীর মুখাপেক্ষী হয়ে ছিলাম। প্রয়োজনীয় কিছু পেতে দিনের পর দিন অপেক্ষা করতে হতো। আজ আমরা নিজেরা আয় করছি, সংসার চালানোয় অংশীদার হয়েছি। নিজেদের প্রয়োজন মেটাচ্ছি, সন্তানদের লেখাপড়া শেখানোয় ব্যয় করছি। আমরা সবাই ফার্ম তৈরি করতে আগ্রহী। মেয়েরা এখন সংসারে বোঝা নয়, তারাও সংসারের হাল ধরতে পারে এ আত্মবিশ্বাস সংসার ও সমাজে প্রমাণিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পর্যায়ে অলাভজনক ও অরাজনৈতিক বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ চর ও উপকূলীয় এলাকায় সুবিধা বঞ্চিত জনগণের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমমর্যাদাসহ পূর্ণ জীবনমান প্রতিষ্ঠার লক্ষ্যে এসব মানুষদের নিয়ে কাজ করছে। ঞৎধহংরঃরড়হ ঋঁহফ চৎড়লবপঃ (অঝউ) এর মাধ্যমে সংস্থাটি আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের ঘাসটিয়া, ভোলানাথপুর, নয়াখালী, নাকনা, দরগাতলা আইট গ্রামে প্রত্যেক কমিটিতে ৩০ সদস্য বিশিষ্ট ৬টি ডিএমসি কমিটি গঠন করেছে। এদেরকে নিয়ে কমিটি প্রতি সপ্তাহে একটি করে মিটিং করে থাকে। এদেরকে পশু পালন ও সবজী চাষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব অসহায় দুস্থ সদস্যদের প্রত্যেককে একটি করে ছাগী ছাগল বা ভেড়া এবং মৌসুম ভিত্তিক উন্নতমানের ২১ প্রকারের বীজ, কীটনাশক ফাঁদ ও ঔষধ বিনামূল্যে দেওয়া হয়েছে। আয় রোজগার নিয়মিতকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সম্পদবৃদ্ধি এবং সমাজে সুশাসন যেমন- বাল্য বিবাহ, যৌতুক, পারিবারিক নির্যাতন বন্দ, জাতীয় সংসদ ও সংবিধান সম্পর্কে ধারণা, জিডি করার নিয়মসহ বিভিন্ন শিক্ষা মূলক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসব প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার ও মৎস্য কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। প্রজেক্ট ম্যানেজার শহীদুল ইসলামের ব্যবস্থাপনায় প্রজেক্টের ফ্যাসিলেটেটর আঃ মান্নান, আসাদুল হাসানের সহযোগিতায় আঞ্চলিক সমন্বয়কারী ইউনুস আলীর তত্ত্বাবধানে এলাকার ১৮০ জন সদস্য পারিবারিক শিক্ষা প্রহণ এবং পশু পালন ও সবজী চাষ করে নিজেদের খাদ্য চাহিদা ও পুষ্টি পুরণে সক্ষম হয়েছেন। সাথে সাথে আর্থিক লাভবান হয়ে নিজের ও পরিবারের জন্য ভিত তৈরিতে এগিয়ে এসেছেন। তাদের দেখাদেখি এলাকার অনেক পরিবারের নারীরা একাজে স্বেচ্ছায় এগিয়ে আসতে শুরু করেছে। ফলে এলাকার নারী সমাজ স্বাবলম্বি হচ্ছে। -

মৃত্যুবার্ষিকীতে আইয়ূব বাচ্চুর গান সরকারী ব্যবস্থাপনায় সংরক্ষণ
অনলাইন ডেস্ক : আজ দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। প্রথমবারের মতো এই লিজেন্ড শিল্পির গান সংরক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে সরকারী ব্যবস্থাপনায়।
২০১৮ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগের দিন জানা গেছে আইয়ূব বাচ্চুর গান সরকারী ব্যবস্থাপনায় সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোন শিল্পীর যার গান সংরক্ষণ করা হচ্ছে সরকারী উদ্যোগে। কপিরাইট রেজিস্টার জাফর রাজা চৌধুরী।
তিনি বলেন, ‘বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে আইয়ুব বাচ্চু স্মরণে এই প্রথম একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে ২৭২টি গান সংরক্ষিত আছে। পাশাপাশি আইয়ুব বাচ্চুর নামে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এই প্রথম কপিরাইট অফিসের উদ্যোগে আমরা তার নানা স্মৃতি, গান রক্ষার উদ্যোগ নিয়েছি। থাকছে তার নামে ওয়েবসাইট ও একটি ইউটিউব চ্যানেল। এই ওয়েবসাইটে ঢুকে আইয়ুব বাচ্চু সম্পর্কে জানতে পারবেন অনেক তথ্য।’
ডিজিটালী আইয়ুব বাচ্চুর গান সংরক্ষন ও ওয়েবসাইট নির্মাণসহ পর্যবেক্ষণ করছেন কণ্ঠশিল্পী সঙ্গীত পরিচালক জুয়েল মোর্শেদ। তিনি বলেন,‘ এটা বাংলা গানের জন্য বিরাট এক গর্বের বিষয়। বাচ্চু ভাই জীবিত অবস্থাতেই অনেকদিন ধরে চাইছিলেন এভাবে সরকারী উদ্যোগে গানগুলো সংরক্ষিত হোক। সেটিই আজ বাস্তবায়ন হলো।’
আজ ভার্চুয়ালি গান ডিজিটাল আর্কাইভিং-এর শুভ উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী কে এম খালিদ এমপি। এছাড়াও সংযুক্ত হবেন আইয়ুব বাচ্চু কন্যা শাফরা। একই সাথে আইয়ুব বাচ্চুর সকল গানের মেধাস্বত্ত্বও সংরক্ষণের কাজ শুরু হবে আগামীকাল থেকেই।
রক আইকন আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এমন খবর সত্যিই শিল্পী ও শিল্পের প্রতি সম্মান প্রদর্শনের দারুণ এক দৃষ্টান্ত হয়ে রইল।
-

চিত্রনায়িকা পূর্ণিমা হঠাৎ অসুস্থ
স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা হঠাৎ শুটিং-এ অসুস্থ হয়ে পড়েন। ১৭ অক্টোবর ‘গাঙচিল’ ছবির কাজের সময় অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল একথা জানান।
এ ব্যাপারে পরিচালক জানান, ‘এখনও পূর্ণিমার অবস্থা আগের মতোই রয়েছে। আজকে পর্যন্ত অপেক্ষা করবো, সুস্থ হলে আগামীকাল শুটিং করবো। নইলে কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।
এ ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। এতে আরও অভিনয় করছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনুসহ অনেকে।
-

উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিএনপির
অনলাইন ডেস্ক: সদ্য শেষ হওয়া উপনির্বাচন প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে- আগামীকাল (১৯ অক্টোবর) সারাদেশে মহানগর ও জেলায় এবং ২০ অক্টোবর থানা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ।
সংবাদ সম্মেলনে গত শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হয়।
পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল ও সরকারের প্রশাসনের ভোট কারচুপির অভিযোগ আনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে ওরা (ক্ষমতাসীন) জাল ভোট দিয়ে ভোট ডাকাতি করেছে, ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন ইভিএম দিয়ে ভুয়া ফলাফল তৈরি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছে।’এ সময় তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেন এবং পুনরায় নির্বাচনের দাবি জানান
নির্বাচন কমিশন সরকারের ‘বংশবদ ক্রীড়ানক’ হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের অনুষ্ঠিত উপ-নির্বাচনের ভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যে প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ‘তিনটি উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও সরকারদলীয় সন্ত্রাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে এবং ভোট ডাকাতি করে জাল ভোট মেরে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করেছে। নির্বাচন কমিশন নির্বিকার দর্শকের ভুমিকা পালন করেছে। রিটার্নিং অফিসার ধানের শীষের প্রার্থীদের অভিযোগ গ্রহণ করেনি।’
তিনি বলেন, ‘অবলীলায় কালকে মিথ্যা কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো অভিযোগ নাকি তারা (বিএনপি প্রার্থীরা) দেন নাই। ঢাকা থেকেই ১৬২টা অভিযোগ দেয়া হয়েছে। বিনা ভোটের স্বঘোষিত সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নীলনকশা বাস্তবায়নের জন্য ভোট ডাকাতির কৌশলে জনগণকে আবারো প্রতারিত করল। অযোগ্য এবং সরকারের বংশবদ নির্বাচন কমিশন ক্রীড়ানকের এই ভূমিকা পালন করছে।’
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘এই অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে একদিকে নজিরবিহীন দুর্নীতি ও দুঃশাসন, অন্যদিকে জনগণের সাংবিধানিক অধিকার হরণ করে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছে। সুপরিকল্পিভাবে নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।’
-

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪
অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী দুইজন। সবাই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬৬০ জনে।
করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১২ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৮৬৬টি পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৭৪ জন।
ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮টি।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ তিন হাজার ৯৭২ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ২৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩৫৭ জন (৭৬ দশমিক ৯৮ শতাংশ) ও নারী এক হাজার ৩০৩ জন (২৩ দশমিক ০২ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১০ জন।
বিভাগ অনুযায়ী, ১৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে একজন, রাজশাহী দুইজন, খুলনা দুইজন, বরিশাল একজন, সিলেট একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
-

সাড়ে তিন বছর পর আত্মঘাতী হামলাকারী নিহত জঙ্গি শামীমের মরদেহ আঞ্জুমানে হস্তান্তর
অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় আশকোনা এলাকায় র্যাবের ক্যাম্পের নির্মাণাধীন ভবনের ব্যারাকে আত্মঘাতী হামলায় নিহত জঙ্গি শামীমের (২৫) মরদেহ অবশেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
সাড়ে তিন বছর পর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে তার লাশ আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়।
পরে দুপুরে তার লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। র্যাব জানায়, প্রথমে অজ্ঞাত হিসেবে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। পরে নিহতের পরিচয় নিশ্চিত হবার পর যোগাযোগ করা হলে পরিবার মরদেহ গ্রহনে রাজি হয়নি।
তাই এতদিন মর্গের হিমাগারে থাকার পর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১ উপস্থিতিতে তার মরদেহ দাফনে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। র্যাব-১-এর আইন কর্মকর্তা সিনিয়র এসপি মোঃ নজমুল হক জানান, ওই আতœঘাতী জঙ্গি শামীমের গ্রামের বাড়ি নরসিংদীতে। তার বাবার নাম সাইদুর রহমান। নিহত শামীম একটা সময় বিদেশে ছিলেন। নব্য জেএমবির সদস্য শামীম ২০১৭ সালের ১৭ মার্চ হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে আশকোনায় র্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা চালালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সিনিয়র এসপি মোঃ নজমুল হক জানান, নিহতের পাসপোর্টের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করে র্যাব।
তবে নিহতের পরিবার মরদেহ গ্রহনে অস্বীকৃতি জানালে যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনে আজ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। হামলার পরপরই তৎকালীন সংস্থাটির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, র্যাব ক্যাম্পে হামলাকারী ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় দু’জন র্যাব সদস্য সামান্য আহত হয়। দুপুর দেড়টার দিকে নিহত ব্যক্তিটি দেয়াল টপকে ক্যাম্পের ভেতরে প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে তার সঙ্গে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটায়।
-

কলারোয়ায় চারজন কে কুপিয়ে ও জবাই করে খুনের ঘটনায় নিহতের ভাই রায়হানুলের ৫দিনের রিমান্ড মঞ্জুর –
জহুরুল কবীর: সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও জবাই করে খুনের দায়ে গ্রেফতার হওয়া নিহত শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে সাতক্ষীরা আমলী আদালতের বিচারক ইয়াসমিন নাহার এই আদেশ দেন।
গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় সিআইডি। আজ রোববার শুনানির জন্য তাকে আদালতে হাজির করাহয়।এর আগে বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল।
সাতক্ষীরা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান জানান, রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাবে না। আদালতে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা খলসি গ্রামে শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে কুপিয়ে ও জবাই করে খুন করে দুর্বৃত্তরা। তবে, ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের ৪ মাস বয়সী শিশু কন্যা মারিয়া। বৃহস্পতিবার রাতেই নিহত শাহিনুরের শ্বাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা (নং ১৪) দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। -

সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা পন্ড
ব্যানার ছিড়ে হট্টগোল; সম্পাদক শাহাজান লাঞ্ছিত
জহুরুল কবীর : দ্বিধাবিভক্ত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবানকৃত রোববারে বর্ধিত সভা পন্ড হয়ে গেছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জেলা শিল্পকলা একাডেমিতে আজ সকাল সাড়ে দশটায় সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। সাধারণ সম্পাদক শাহাজান আলী কর্তৃক আহবানকৃত বর্ধিত সভায় সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলামের কযেক’শ অনুসারী ঢুকে পড়ে শুরুতেই। এ সময় সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী সভা শুরু করার চেষ্টা করলে কয়েকশ নেতাকর্মীর তোপের মুখে পড়েন। প্রতিবাদকারীরা মঞ্চের ব্যানার ছিড়ে ফেলে চেয়ার ভাংচুর করে। তারা জানতে চায় ব্যানারে কেন উপজেলা চেয়ারম্যানের নাম নেই। অবৈধ পন্থায় কেন শেখ আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত সভাপতি বানানো হয়েছ? এসব প্রশ্ন করেই হট্টগোল শুরু করে মোঃ শহিদুল ইসলামের অনুসারীরা। এক পর্যায়ে তোপের মুখে সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী আহবানকৃত সভা স্থগিত ঘোষণা করেন।
উপজেলা আওয়ামী লীগের ৩নং সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোরশেদ জানান, জনরোষের মুখে সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী বর্ধিত সভা স্থগিত করেছেন। এ ব্যাপরে ২ নং সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ জানান, ব্যানার ছিড়ে চেয়ার ভাংচুর করে সন্ত্রাসী স্টাইলে বর্ধিত সভা পন্ড করা হয়েছে। তারা সাধারণ সম্পাদক শাহাজান আলীকে ধাক্কাও দেয়, বিষয়টি দুঃখজনক।
উল্লেখ্য, বিগত সম্মেলনে প্রয়াত আবুল খায়েরকে সভাপতি এবং মোঃ শহিদুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করেন কেন্দ্র থেকে আসা নেতারা।
এ ঘটনার পর সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পদত্যাগ করেন। কিন্তু গঠনতন্ত্রের আলোকে জেলা কমিটির পূর্ণাঙ্গ সভায় পদত্যাগ পত্র উপস্থাপন ও সিদ্ধান্ত না নিয়ে তা পাঠানো হয় প্রয়াত সভাপতি আবুল খায়েরের কাছে। তিনি মোঃ শহিদুল ইসলামকে ৩নং সদস্য এবং শেখ আব্দুর রশিদকে সিনিয়র সহ-সভাপতি করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করেন। এতেই ঘটে বিপত্তি। পরে শহিদুল ইসলাম কেন্দ্রের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চান। -

বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
অনলাইন ডেস্ক ॥ ২০২১ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। তালিকায় ১০০১ নম্বর অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি ভালো থেকে খারাপের সূচিতে বিশ্বের ৯৩টি দেশের ১৫শ’ বিশ্ববিদ্যালয়ের তালিকা করে টাইমস হায়ার এডুকেশন। চারটি মানদণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়েছে। তা হলো: শিক্ষা প্রদান, গবেষণা, জ্ঞান বিতরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড। বিশ্বের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের ৮টিই যুক্তরাষ্ট্রে। নিচে সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলো।
১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
টানা পাঁচ বছর ধরে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়।
২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয় গত বছর চার নম্বরে ছিল। এবার তালিকার দুই নম্বরে স্থান করে নিলো।
৩. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
গতবার যুক্তরাষ্ট্রের এ বিশ্ববিদ্যালয় সাত নম্বরে ছিল। এবার তিন নম্বরে জায়গা করে নিলো।
৪. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
গত বছর দ্বিতীয় অবস্থানে ছিল ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৫. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশ বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবারের সূচিতে পাঁচ নম্বরে রয়েছে।
৬. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
গতবারের তালিকায় তিন নম্বরে ছিল যুক্তরাজ্যের এই নামকরা বিশ্ববিদ্যালয়। এবার তিন ধাপ নিচে নেমে এর অবস্থান ছয় নম্বরে।
৭. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
গতবার শীর্ষ দশে জায়গায় না পাওয়া অ্যামেরিকার এই বিশ্ববিদ্যালয় এ বছর সাত নম্বরে পৌঁছে গেছে।
৮. ইয়েল বিশ্ববিদ্যালয়
ইয়েল ইউনিভার্সিটি গতবারের অবস্থানেই আছে।
৯. প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন ইউনিভার্সিটি গতবার ছয় নম্বরে ছিল। এবার নেমে গেছে নয় নম্বরে।
১০. ইউনিভার্সিটি অব শিকাগো
ইউনিভার্সিটি অব শিকাগোর অবনতি হয়েছে। গতবার ৯ নম্বরে ছিল। এবার ১০ নম্বরে নেমে গেছে।
সূত্র: টাইমস হায়ার এডুকেশন
-

আইপিএল: রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় পেল আরসিবি
অনলাইন ডেস্ক ॥ অসম্ভবকে সম্ভব করে ১৯ তম ওভারে ২৫ রান নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরকে ৭ উইকেটে জয় এনে দিলেন এবি ডি ভিলিয়ার্স । এই জয়ের ফলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর তিন নম্বরেই রইল । ২২ বলে হাফ ডজন ছক্কা হাঁকিয়ে ৫৫ রানের অপরাজিত ইনিংসে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় এনে দিলেন এই ‘সুপারহিউম্যান’৷
শেষ দুই ওভারে জয়ের জন্য ৩৫ রান দরকার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্সের। ১৯তম ওভারে উনাদকটকে তিন ছক্কাসহ ২৫ রান নিয়ে আরসিবিকে ম্যা্চে ফেরান এবি ডি ভিলিয়ার্স। শেষ ওভারে জোফরা আর্চারের প্রথম চারটি বলেই ম্যাচ জিতে নেয় আরসিবি। ম্যাচের সেরা এবি ডি ভিলিয়ার্স।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স। দেবদূত পারিক্কাল ও অ্যারন ফিঞ্চ আক্রমণাত্মক শুরু করলেও ব্যক্তিগত ১৪ রানে শ্রেয়স গোপাল ফেরান অ্যারন ফিঞ্চকে। এরপর পারিক্কাল ও কোহলি ৭৯ রান যোগ করে রয়্যাল চ্যালেঞ্জার্সকে ম্যাচে ফেরান। ৩৭ বলে ৩৫ রান করে রাহুল তেওটিয়ার বলে আউট হন পারিক্কাল।
এরপর ক্রিজে বিরাট ও এবডি জুটির দাপট শুরু হওয়ার আগেই তেওটিয়ার এক দুরন্ত ক্যাচে ডাগ-আউটে ফেরেন রয়্যাল অধিনায়ক। ৩২ বলে ৪৩ রান করেন কোহলি। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারির ধারে তেওটিয়ার হাতে ধরা পড়েন বিরাট। এরপর শুরু হয় এবি ডি’র ব্যাটিং তাণ্ডব। ২২ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান এবি। স্ট্রাইক রেট ২৫০। এছড়া ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন গুরকীরত সিং৷ ৪ ওভারে ৪৬ রান দিয়ে একাই রাজস্থান রয়্যালকে হারান উনাদকাট। আর্চারও এদিন ৩.৪ ওভারে ৩৮ রান দেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন রাজস্থানের রবিন উথাপ্পা ও বেন স্টোকস। দুইজনের ওপেনিং জুটিতে আসে ৫০ রান। স্টোকসকে (১৫) সাজঘরে ফিরিয়ে এই জুটি ভাঙেন ক্রিস মরিস। এরপর দলীয় ৬৯ রানে উথাপ্পা (৪২) ও সাঞ্জু স্যামসনকে (৯) হারিয়ে বিপদে পড়ে রাজস্থান।
কঠিন মুহুর্তে দলের হাল ধরেন অধিনায়ক স্মিথ। অস্ট্রেলিয়ান ব্যাটাসম্যান ৩৬ বলে করেন ৫৭ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ১ ছক্কায়। এছাড়া জস বাটলারের ২৪, জোফরা আর্চারের ২ এবং অপরাজিত থাকা ব্যাটসম্যান রাহুল
তেওয়াতিয়ার ১৯ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৭৭ রান করে রাজস্থান। ব্যাঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে মরিস একাই নেন ৪ উইকেট। বাকি উইকেট ২টি নিয়েছেন যুজুবেন্দ্র চাহাল।
-

ভর্তি পরীক্ষার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি
স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে নয়, বরং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমেই নতুন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। তবে সেই পরীক্ষা অনলাইনে গ্রহন করা হবে, নাকি সাভাবিক প্রক্রিয়ায় হবে সেই সিদ্ধান্ত পরবর্তীতে চুড়ান্ত করা হবে।
করোনাকালে এবারের ভর্তি পরীক্ষা নিয়ে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক বিশ^বিদ্যালয়ের উপাচার্যরা। সভা শেষে পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম জনকণ্ঠকে বলেছেন, সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমেই নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ ভর্তি পরীক্ষা হবে। কিন্তু সেই পরীক্ষা অনলাইনে গ্রহন করা হবে, নাকি সাভাবিক প্রক্রিয়ায় হবে সেই সিদ্ধান্ত পরবর্তীতে চুড়ান্ত করা হবে। সভায় বিভিন্ন প্রক্রিয়া নিয়েই আলোচনা হয়েছে। তবে সিদ্ধান্ত হবে পরে।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ভার্চ্যুয়াল ওই সভায় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করেন। সভায় অনলাইনে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উদ্ধাবন করা একটি সফটওয়্যারের কার্যকারিতা উপাচার্যদের কাছে উপস্থাপন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর তাদের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার পদ্ধতি ও তার সুবিধা তুলে ধরলে সকলেই তাতে সন্তোষ প্রকাশ করেন। তাদের উদ্ভাবিত ‘প্রক্টরড রিমোট এক্সাম সিস্টেম’র মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকায় থেকেও একজন শিক্ষার্থী কেবল একটি ডিজিটাল ডিভাইজ ব্যবহার করেই অনলাইনে পরীক্ষায় অংশ নিতে পারবে।
গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি ড. অধ্যাপক মীজানুর রহমান বলেছেন, বৈঠকে সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে করোনার কারনে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের পর জিপিএ’র ভিত্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবি উঠেছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শশরীরে পরীক্ষা না নিয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার পক্ষে মত আছে।
-

নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করেছে ॥ সেতুমন্ত্রী
অনলাইন ডেস্ক ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করেছে।
আজ রবিবার রাজধানীর বনানী কবরস্থানে পনেরোই আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে এদিন শ্রদ্ধা জানানো হয়।
ওবায়দুল কাদের বলেন, কারবালার প্রান্তরের চেয়েও ভয়াবহ ছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিরা শেখ রাসেলকেও ছাড়েনি।
এর আগে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় কবরস্থান প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে
-

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ডিসেম্বরের শেষ সপ্তাহেই প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ।
প্রসঙ্গত, চলমান মহামারী করোনার কারণে সম্প্রতি বাতিল করা হয়েছে এ বছরের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত ৭ অক্টোবর দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন ছাত্রী সম্ভব নয়। এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই।
এ বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমেই সম্পূর্ণ করা হবে। তবে কোন পদ্ধতিতে এ পরীক্ষা সম্পূর্ণ হবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিষদ। শনিবার বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সফটওয়্যার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে চলতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’। আর এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ইতিবাচক সাড়া পাওয়া গেলে তা বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন উপাচার্যরা।
-

শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটলেন এমপি রবি

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। নিজস্ব প্রতিবেদক: বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামীলীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটেন এমপি রবি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।’
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের উর্দ্ধতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, গণেশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস.এম শওকত হোসেনসহ সদর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কেক কাটা অনুষ্ঠানে অংশ নেয়।