Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
বিশেষ সংবাদ Archives - Page 24 of 74 - Daily Dakshinermashal

Category: বিশেষ সংবাদ

  • পাইকগাছায় ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল ইট বোঝাই ট্রলির চাপায় প্রান হারলো

    বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছায় ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল ইট বোঝাই ট্রলির চাপায় প্রান হারলো। জান্নাতুল সাতক্ষিরা জেলার কালিগজ্ঞ উপজেলার সুতা গ্রামে আল-আমীন হোসেনের মেয়ে। শনিবার সকালে উপজেলার চাঁদখালীর চককাওয়ালী গ্রামের প্রধান সড়কে ইট বোঝাই ট্রলি দ্রুত গতিতে চালিয়ে জান্নাতুলকে চাপা দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে। চাকরি সুত্রে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে খোকন গাজীর বাড়ি ভাড়া হিসাবে বসবাস কারি নিহতের পিতা আল-আমীন জানান, শনিবার সকালে তার ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় সাতক্ষীরা জেলার আশাশুনির বড়দলের আব্দুর রশিদের ইটভাটা হতে ইটবোঝাই ট্রলি দ্রুত গতিতে চালিয়ে তার কন্যকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা তাকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রলিটি আটক করেছে, এসময় চালক পালিয়ে গেছে, থানায় অপমৃত মামলা হয়েছে বলে পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান।

  • স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার পক্ষ থেকে ড.সজল রায় কে সংবর্ধনা প্রদান


    স্টাফ রিপোর্টার: The University of New South Wales এর শিক্ষক ও সাতক্ষীরার কৃতি সন্তান ড.সজল রায় এর সাতক্ষীরায় আগমন উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।শুক্রবার রাত ৮ টায় শহরের আমতলাস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক এম সুশান্ত এর সভাপতিত্বে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়ার The University of New South Wales  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক ও সাতক্ষীরার কৃতি সন্তান ড.সজল রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখারসহ-সভাপতি নয়ন কুমার সানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি সেন, অধ্যক্ষ নির্মল কুমার দাস, প্রভাষক আলী হোসেন, আব্দুর রহিম, অধ্যাপক ননীগোপাল মণ্ডল, শিক্ষক কামরুজ্জামান রিকো, মাওলানা জাফরুল্লাহ, সুকুমার রায়,  খন্দকার আনিসুর রহমান, নির্মল চন্দ্র বৈরাগী, আমিনুর রহমান, আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন, যুবলীগ নেতা বকুল।ব্যাংকার গোপাল চন্দ্র মন্ডল, উন্নয়ন কর্মী শ্যামল, প্রদীপ গাইন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ড.সজল রায় The University of New South Wales বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অভিজ্ঞতা শিক্ষক নেতাদের সাথে শেয়ার করেন।মতবিনিময় শেষে সংগঠনের পক্ষ থেকে  ড.সজল রায় কে সংবর্ধনা প্রদান করা হয়।

  • মহান বিজয় দিবস উপলক্ষে তথ্য অফিস, সাতক্ষীরা’র আয়োজনে আলোচনা সভা

    মহান বিজয় দিবস, ২০২২ উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিস, সাতক্ষীরা’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সাতক্ষীরার সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

  • সংসদ সদস্য হারুন অর রশীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি

    ন্যাশনাল ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য। এদেরমধ্যে বিদেশে থাকা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না। তাকে আবার পদত্যাগপত্র পাঠাতে হবে।

  • সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের চেতনায় ও সম্প্রীতির শীর্ষক মতবিনিময় সভা : প্রয়োজনে ৭২’র এর সংবিধান থেকে  শুরু করতে হবে

    সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের চেতনায় ও সম্প্রীতির শীর্ষক মতবিনিময় সভা : প্রয়োজনে ৭২’র এর সংবিধান থেকে শুরু করতে হবে

    নিজস্ব প্রতিনিধি :
    সাতক্ষীরায় মহান বিজয়ের ৫১ তম বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কোরাইশী ফুড পার্কে ব্যাঘ্রতট এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
    এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ বাসুদেব বসু,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি।
    মূল প্রবন্ধ উপস্থান করেন কথাসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী।

    ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, নাগরিক আন্দোলন মঞ্চের নেতা মশিউর রহমান পলাশ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, কবি স ম তুহিন, প্রভাষক শফিকুর রহমান পরাগ, এড. সালাউদ্দীন ইকবাল লোদী প্রমুখ।

    বক্তারা বলেন, বাংলাদেশ বহুকাল থেকেই সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিলো ধর্ম নিরপেক্ষতা। আজও সেই দাবি বাস্তবায়িত হয়নি। কিছু মানুষ মিথ্যা ভারত বিরোধীতা করে। কিন্তু ভারত আমাদের অপ্রীতম বন্ধু। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।
    জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ এখনো গড়ে তোলা সম্ভব হয়নি। ধর্মের নামে কিছু মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে চলেছে। বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষ উপড়ে ফেলতে হলে অবশ্যই ৭২’র সংবিধানে ফিরে যেতে হবে। প্রয়োজনে ৭২’র এর সংবিধান থেকে আমাদের শুরুটা করতে হবে। আর এ জন্য প্রয়োজন দল নিরপেক্ষ সাংস্কৃতিক বিপ্লব।

  • নানা কর্মসূচীর মধ্য দিয়ে সাতক্ষীরা মুক্ত দিবস উদযাপিত

    নিজস্ব প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। দিসটি উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধ সংসদের উদ্যোগে শহরে র‌্যালি, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

    সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে বেলা ১১টায় রাধানগরস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শহরে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

    সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু, সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, জিল্লুল করিম, এবিএম আব্দুর রাজ্জাক, এড. মোস্তফা নুরুল আলম, এম এ খালেক, আলতাফ হোসেন, আব্দুল মোমেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, ডা. সুব্রত কুমার ঘোষ, আব্দুর রহিমসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আবদুর রশিদ। এসময় সেখানে সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন।

    পরে আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধ সংসদের পক্ষ থেকে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে ও শহরের খুলনা রোড মোড়ের অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
    বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে হটিয়ে অবরুদ্ধ সাতক্ষীরাকে হানাদার মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছিলেন সাতক্ষীরার বীর সেনারা।

    প্রসঙ্গত: ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সাতক্ষীরা হানাদারমুক্ত হয়। এই দিনে সাতক্ষীরার দামাল ছেলেরা থ্রি নট থ্রি রাইফেল আর এসএলআরের ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে সাতক্ষীরা শহরে প্রবেশ করে। শহরে ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। ১৯৭১ সালের ৩ মার্চ শহরে পাকিস্তান বিরোধী মিছিলে আলবদরদের গুলিতে আব্দুর রাজ্জাকের শহীদের মধ্য দিয়ে শুরু হয় রক্তঝরা। আর এখান থেকে শুরু হয় সাতক্ষীরার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেয়া। অষ্টম ও নবম সেক্টরের অধীনে ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে ২৯ এপ্রিল দেশে ফেরে মুক্তিযোদ্ধারা। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় শুরু হয় যুদ্ধ। চলে থেমে থেমে মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা। এসব যুদ্ধের মধ্যে ভোমরার যুদ্ধ, টাউন শ্রীপুর যুদ্ধ, বৈকারী যুদ্ধ, খানজিয়া যুদ্ধ উল্লেখযোগ্য। এসব যুদ্ধে শহীদ হন ৩৩ বীর মুক্তিযোদ্ধা। এর মধ্যে ২৭ মে সাতক্ষীরার ভোমরা সীমান্তে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রথম সম্মুখযুদ্ধ হয়।

    এরপর থেকে থেমে থেমে চলতে থাকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা। ৩০ নভেম্বর টাইম বোমা দিয়ে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত পাওয়ার হাউস উড়িয়ে দিয়ে মুক্তিযোদ্ধারা ভীতসন্ত্রস্ত করে ফেলেন পাকিস্তানি সেনাদের। রাতের আঁধারে বেড়ে যায় গুপ্ত হামলা। পিছু হটতে শুরু করে পাকিস্তানি সেনারা। ৬ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের হামলায় টিকতে না পেরে বাঁকাল, কদমতলা ও বেনেরপোতা এলাকার সেতু উড়িয়ে দিয়ে পাকিস্তানি বাহিনী সাতক্ষীরা শহর ছেড়ে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর বাংলার বীর সন্তানেরা গুলি ছুঁড়তে ছুঁড়তে সাতক্ষীরা শহরে প্রবেশ করেন। তারা উড়িয়ে দেন স্বাধীন বাংলার পতাকা। জয়ের উন্মাদনায় জ্বলে ওঠে সাতক্ষীরার দামাল ছেলেরা।

  • টানা দুই ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ

    ক্রিড়া ডেস্ক: মেহেদী হাসান মিরাজ, সম্ভবত গত তিন-চারদিনে বাংলাদেশের ক্রিকেটপাড়ায় সবচেয়ে আলোচিত নাম। আর এমনটা হবে না-ই বা কেন! ভারতের বিপক্ষে গত দুই ম্যাচে কী করেননি ডানহাতি এ অলরাউন্ডার। দলের বিপদের সময় ব্যাট হাতে খেলেছেন ম্যাচজয়ী সব ইনিংস। আবার বল হাতেও প্রয়োজনের সময় এনে দিয়েছেন উইকেট। আর ২৫ বছর বয়সী এ ক্রিকেটারের অলরাউন্ড পারফরম্যান্সে ভারতকে স্তব্ধ করে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ।
    মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ১০০ রানের অপরাজিত ইনিংস এবং বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ।

  • হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী আগামীকাল

    ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২২ (বাসস) : গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল।
    তিনি ১৯৬৩ সালের এইদিনে লেবাননের রাজধানী বৈরুতে মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
    দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
    আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল সকাল ৮টায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট সংলগ্ন মরহুমের মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসামান্য অবদান রেখেছেন। 
    বিবৃতিতে তিনি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

  • দেশে ২০৩০ সালের মধ্যে তুলা উৎপাদন পাঁচ গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ

    দেশে ২০৩০ সালের মধ্যে তুলা উৎপাদন পাঁচ গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ

    ১৬ নভেম্বর, ২০২২ (বাসস) : নতুন জাত প্রবর্তন ও চাষ এলাকা সম্প্রসারণের মাধ্যমে দেশে ২০৩০ সালের মধ্যে তুলা উৎপাদন পাঁচগুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ বিশ্বে তুলার দ্বিতীয় বৃহত্তম ভোক্তা।
    তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) অতিরিক্ত পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব বাসসকে বলেন, ‘তুলা একটি অর্থকরী ফসল। বস্ত্র শিল্পে তুলার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমাদের প্রতি বছর ৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হচ্ছে।’
    সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে বর্তমানে ৮.৫ মিলিয়ন বেল তুলার বার্ষিক চাহিদার বিপরীতে বছরে ০.২ মিলিয়ন তুলা বেল (১ বেল প্রায় ৪৮০ পাউন্ডের সমান) কম উৎপাদন করে।
    অধিক চাহিদার প্রেক্ষিতে, বাংলাদেশী টেক্সটাইল ও স্পিনিং মিল এবং অন্যান্য ব্যবহারকারীরা ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আফ্রিকান ও মধ্য এশিয়ার কয়েকটি দেশ, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং পাকিস্তান থেকে তুলা আমদানি করে।
    তাবিব বলেন, নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাত ব্যবহার করে এবং কয়েকটি সমতল এলাকার কয়েকটি জেলার পাশাপাশি দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ কম উর্বর জমি ব্যবহার করে দেশীয় তুলা উৎপাদন ১০ লাখ বেলে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
    পশ্চিমাঞ্চলে ঝিনাইদহ ও যশোর জেলা সমতল এবং বান্দরবান ও রাঙ্গামাটির কিছু অংশ হল পার্বত্য জেলা যেখানে দেশে বর্তমানে তুলা উৎপাদন করা হচ্ছে।
    তুলা বোর্ড এখন তাদের উদ্যোগের অংশ হিসাবে খাগড়াছড়িকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর যশোর, বৃহত্তর কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও, ঢাকা, ময়মনসিংহ এবং তিনটি পার্বত্য জেলাকে নিয়ে ১৩টি জোনে ২৭টি খামার ভিত্তিক পরীক্ষামূলত চাষাবাদ পরিচালনা করছে।
    সিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তুলার তুর্কি জাত উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি শীর্ষক একটি প্রকল্পের অধীনে ১২টি উচ্চ ফলনশীল তুর্কি তুলার জাতের জার্মপ্লাজমের পরীক্ষা এখন গবেষণা খামারগুলিতে চলছে।
    তাবিব বলেন, “এই উদ্যোগটি প্রধান ফসল উৎপাদনের ওপর যাতে প্রভাব না ফেলে এই বিষয়টি মাথায় রেখে আমরা বরেন্দ্র ভূমি (বৃহত্তর রাজশাহী), খরা ও লবণাক্ত প্রবণ এলাকা, নি¤œাঞ্চল এবং পাহাড়ি অঞ্চলের কম উর্বর অঞ্চলে তুলা চাষের আওতা সম্প্রসারণ করছি।”
    তিনি বলেন, গত বছর সিডিবি বিজ্ঞানীরা দেশের পাঁচটি তুলা গবেষণা কেন্দ্রে একাধিক গবেষণা প্রকল্পের অধীনে দুটি চাষ পদ্ধতি উদ্ভাবনের পাশাপাশি একটি নতুন তুলার জাত উদ্ভাবন করেছেন যার নাম “সিডিবি কটন ১৯”।
    তালিব বলেন, “আমাদের গবেষণা জাত উদ্ভাবনের পাশাপাশি তুলার গুণাবলী উন্নত করেছে।”
    তুলা প্রধানত জুলাই-আগস্ট সময়কালে বপন করা হয় এবং ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ফসল তোলা হয়। বর্তমানে তুলার চাষ বিস্তৃত রয়েছে ৪৫,০০০ হেক্টর এলাকায় যা ২০০৯-২০১০ সালে ছিল ৩১,৫০০ হেক্টর।
    গত এক দশকে উৎপাদনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। ২০০৯-২০১০ সালে তুলার উৎপাদন ১০০,০০০ বেলের কম ছিল।
    সিডিবি কর্মকর্তার জানিয়েছেন, ২০০৯-১০ সালে কাঁচা বা বীজ তুলা উৎপাদন ছিল হেক্টর প্রতি প্রায় ২,০০০ কেজি যা এখন উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের প্রবর্তনের ফলে প্রতি হেক্টরে ৪,০০০ কেজিতে দাঁড়িয়েছে।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুলা উৎপাদন বাড়াতে ১৯৭২ সালে তুলা উন্নয়ন বোর্ড (সিপিডি) প্রতিষ্ঠা করেন।
    সিপিডি বোর্ড গবেষণা পরিচালনা, বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন, তুলা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের মধ্যে ঋণ বিতরণে কাজ করছে।

  • ফ্লাইট বিলম্বের কারণে অনুশীলনে দেরীতে পৌঁছালেন নেইমার

    ফ্লাইট বিলম্বের কারণে অনুশীলনে দেরীতে পৌঁছালেন নেইমার

    প্যারিস থেকে তুরিনে যাবার ফ্লাইটের সময়সূচী বিলম্বের কারনে ব্রাজিলের বিশ্বকাপ দলের অনুশীলনে দেরীতে পৌঁছেছেন নেইমার ও মারকুইনহোস। দোহার উদ্দেশ্যে রওনা হবার আগে তুরিনের পাঁচদিনের অনুশীলন ক্যাম্প করছে ব্রাজিল।
    দলের ২৬ জন সদস্যের সোমবার সকালে জুভেন্টাসের ট্রেনিং সেন্টারে রিপোর্ট করার কথা থাকলেও নেইমার ও মারকুইনহোস পিএসজি থেকে দলে যোগ দিতে দেরী করেন। যান্ত্রিক ত্রুটির কারনে তাদের ফ্লাইট বিলম্বিত হওয়ায় এই দেরী হয়েছে বলে পরবর্তীতে জানা গেছে।
    এই দুজন দুপুরে এসে দলের সাথে যোগ দেন। গত এক সপ্তাহ ধরে যে খেলোয়াড়রা ক্লাবের হয়ে মাঠে নামেননি এমন ১৪ জন খেলোয়াড় নিয়ে হালকা অনুশীলন করেছেন কোচ তিতে। মাঠের সেশনের শেষে জিমে অন্যদের সাথে যোগ নেইমার ও মারকুইনহোস।
    ব্রাজিলের টেকনিক্যাল স্টাফ সূত্রে জানা গেছে তুরিনে প্রথম দুইদিন খেলোয়াড়দের শারিরীক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এরপর ধীরে ধীরে তাদের অনুশীলনের মাত্রা বাড়ানো হবে। আগামীকাল পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করার কথা রয়েছে।
    আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল তাদের বিশ^কাপ যাত্রা শুরু করবে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

    তুরিন, ১৫ নভেম্বর ২০২২ (বাসস)

  • শুধু টাকার পেছনে ছুটলে হবে না, আন্তরিক হয়ে সেবা দিতে হবে – সাতক্ষীরায় স্বাস্থ্য সচিব ড. মু: আনোয়ার

    শুধু টাকার পেছনে ছুটলে হবে না, আন্তরিক হয়ে সেবা দিতে হবে – সাতক্ষীরায় স্বাস্থ্য সচিব ড. মু: আনোয়ার

    নিজস্ব প্রতিনিধি : বর্তমানে চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিকে বেশী সময় দিচ্ছে। শুধু টাকার পেছনে ছুটলে হবে না। রোগীদের আন্তরিক হয়ে সেবা দিতে হবে, আপনারা চিকিৎসক হওয়ার আগে সেবা করার উদ্দেশ্য নিয়েই এ পেশায় যোগ দিয়েছেন এমনটি বলেন স্বাস্থ্যসচিব ড. মু: আনোয়ার। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালটিতে জেনারেল সার্জন, নাক কান গলা, চর্ম যৌন, শিশু বিশেষজ্ঞ ছাড়াও আরও অনেক পদেই চিকিৎসক শূন্য রয়েছে। এখানে চিকিৎসক দিলে অনেকে থাকতে চান না।

    তারপরও যেসব চিকিৎসক সংকট রয়েছে সেগুলো এখানে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ সময় তিনি হাসপাতাল কতৃপক্ষকে নষ্ট সিটিস্ক্যান মেশিন মেরামত করার নির্দেশনা দেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।

    পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহম্মেদ, চিকিৎসক হাফিজুর রহমান, আসাদুজ্জামান, জয়ন্ত কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ.লীগ নেতা ডা. সুব্রত ঘোষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

  • ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফল প্রকাশ করে। গত বছরের ডিসেম্বরে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ১৩ হাজার জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
    ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। উর্ত্তীণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন।
    ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা বলা হয়।

  • বিজ্ঞপ্তি

    ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার সময় ৩০ নভেম্বর রাত ৮-৯ টার মধ্যে যেকোন ২০ মিনিট। অংশগ্রহণ করতে পারবে- গ্রুপ-ক. ৮-১২ বছর, গ্রুপ-খ. ১৩-১৮ বছর, গ্রুপ-গ. ১৯-তদুর্ধ। রেজিস্ট্রেশন চলবে ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন- innovationquiz.a2i.gov.bd পুরস্কার হিসেবে থাকছে- ল্যাপটপ, মোবাইল, ট্যাবসহ অকর্ষণীয় পুরস্কার।

    উক্ত বিষয়টি আপনার নিয়ন্ত্রণাধীন পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে/ স্যাটেলাইট চ্যানেলের স্ক্রুলবারে প্রচার করার জন্য জেলা প্রশাসক, সাতক্ষীরা’র নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • গরীব ও অসহায় মানুষদের জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেন

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক (লিগ্যাল এইড) প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।
    ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম।
    সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মো: সইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইউয়িন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল।
    গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম বলেন,
    সরকারের চলমান লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে গ্রামের গরীব, অসহায় মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহণে উদ্বুদ্ধ এবং সার্বিক সহযোগীতা করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে। আপনাদের সহযোগীতা পেলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাতক্ষীরা জেলায় তৃনমুল পর্যায়ে সকল মানুষের আইনী অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
    সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। আপনার এলাকার গরীব বা অসহায় মানুষ যে কোন সমস্যায় পড়লে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা পেলে জেলার গরীব, অসহায় ব্যাক্তিদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান এবং তাদের আইনী অধিকার নিশ্চিত হবে। এসময় তিনি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
    অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আইন সহায়তা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন ‘পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র’ প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী।
    গণশুনানী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সখিপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়নের সাধারণ মানুষ, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার মেহেদী হাসানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    • জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক (লিগ্যাল এইড) প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।
    ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম।
    সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মো: সইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইউয়িন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল।
    গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম বলেন,
    সরকারের চলমান লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে গ্রামের গরীব, অসহায় মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহণে উদ্বুদ্ধ এবং সার্বিক সহযোগীতা করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে। আপনাদের সহযোগীতা পেলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাতক্ষীরা জেলায় তৃনমুল পর্যায়ে সকল মানুষের আইনী অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
    সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। আপনার এলাকার গরীব বা অসহায় মানুষ যে কোন সমস্যায় পড়লে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা পেলে জেলার গরীব, অসহায় ব্যাক্তিদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান এবং তাদের আইনী অধিকার নিশ্চিত হবে। এসময় তিনি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
    অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আইন সহায়তা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন ‘পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র’ প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী।
    গণশুনানী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সখিপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়নের সাধারণ মানুষ, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার মেহেদী হাসানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • জেলা সাংবাদিক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

    জেলা সাংবাদিক পরিষদের আসন্ন ২৫ বছর পূর্তি এবং সংগঠনের উপজেলা কমিটিগুলো পূর্ণগঠন করা এবং আরো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্বারোপ করে গতকাল (বৃহস্থপতিবার) বিকাল ৪ টায় জেলা সাংবাদিক পরিষদের কার্যনিবার্হী কমিটির এক আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ আসাফুর রহমানের সভাপতিত্বে সভায় নির্ধারিত আলোচ্য সূচির গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন সংগঠনের মোঃ আমিরুল ইসলাম, জিএম মুজিবুর রহমান, সেলিম শাহারিয়ার, মনিরুজ্জামান মনির, নাজমুল হাসান, এস এম আল মাসুদ,মোঃ ইউসুফ আলী, আব্দুল হামিদ, গাজী মনিরুজ্জামান মনির, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ খাইরুল বাসার, রাশিদা আক্তার, প্রশান্ত কুমার পাল, এ্যাড নজরুল ইসলাম, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আজগর আলী, ইকবাল হোসেন, রিনি আক্তার, তাজেল হোসেন প্রমুখ। সভায় সংগঠনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাস্তবায়ন করা এবং উপজেলা কমিটিগুলো আগামী ৩ মাসের মধ্য ঢেলে সাজানো হবে বলে সিদ্ধান্ত নেয় হয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারনে কার্যনির্বাহী কমিটির একজনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সমস্ত সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আল- মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি

  • ঝিকরগাছা শারিরীক প্রতিবন্দ্ধি বোবা জ্যোতির  এইস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ 

    আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ

    যশোরের ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অদম্য মেধাবী, পক্ষাঘাতগ্রস্ত, শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী জ্যোতি হোসেন আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য এইস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

    তার হাত পাসহ পুরো শরীর অবশ। শুধু মুখ দিয়ে কথা বলতে পারে। শ্রুতি লেখক হিসেবে তার ছোট বোন জেবা সেই কথাগুলো খাতায় লিখে দেয়। আর এভাবেই প্রাথমিক সমাপনী, জে এস সি এবং এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রতিবারই জি পি এ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবারের পরীক্ষায়ও সে তার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদী। ঝিকরগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের আব্দুল খালেক এবং রেক্সোনা হোসেন দম্পতির বড় মেয়ে এই জ্যোতি। জন্ম ২০০২ সালে। আর দশটা শিশুর মতই স্বাভাবিক ছিলো তার জীবন।

    ২০০৭ সালে একটি দূর্ঘটনা তার সমস্ত পৃথিবীকে ওলট-পালট করে দিলো। নানাবাড়ি থেকে ফেরার পথে ভ্যানের চাকার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। শত চেষ্টার পরেও ডাক্তাররা তাকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে নি। জ্যোতির পিতা সাবেক ব্যাংকার আব্দুল কাদের বলেন, সে অসুস্থ হওয়ার পর আমি তাকে নিয়ে ঢাকা, কলিকাতা, মাদ্রাজ, ভেলোর সব জায়গায় নিয়ে গিয়েছি। কিন্তু ডাক্তাররা কোনো আশা দিতে পারেনি। জ্যোতির মা রেক্সোনা হোসেন বলেন, আমার মেয়ে ছোট বেলা থেকেই খুব মেধাবী। অসুস্থ হওয়ার পরও সে পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছে। পারবাজার প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে প্রাথমিক সমাপনী পাশ করে।

    এরপর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় কয়েকটি স্কুল তার শারীরিক প্রতিবন্ধকতার জন্য ভর্তি নিতে চায়নি। অবশেষে বাড়ি থেকে প্রায় দেড় কিমি দুরে অবস্হিত ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি করি। প্রতিদিন হুইলচেয়ার ঠেলে তাকে আমি স্কুলে নিয়ে যাওয়া আসা করতাম।

    এভাবেই ঐ স্কুল থেকে ২০২০ সালের এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজে এইস এস সি বিজ্ঞান বিভাগে ভর্তি হয়।

    আগামী ৬ তারিখ তার পরীক্ষা শুরু হবে। তিনি সকলের কাছে মেয়ের জন্য দোয়া চান। জ্যোতি জানান, আমি পড়াশোনা করে আবহাওয়াবিদ হতে চায়। এইস এস সি পাশ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আশা আছে। সে সকলের সহযোগিতা কামনা করেছেন।

    হার না মানা জয়ীতা, অদম্য মেধাবী পক্ষাঘাতগ্রস্ত জ্যোতি এবার এইস এস সিতে বসছে”।

  • শ্যামনগরের মুন্ডাপাড়ায়  নিরাপত্তা নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি

    শ্যামনগরের মুন্ডাপাড়ায় নিরাপত্তা নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মুন্ডাপাড়ায় অবস্থানরত পরিবারগুলোর জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
    রোববার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির এর কাছে সাতক্ষীরা মুন্ডা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ আন্দোলন সংগ্রাম কমিটি, সাতক্ষীরা’র পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
    একই সাথে সাতক্ষীরাতে যাতে কোন ধরনের উগ্র মৌলবাদী ও সন্ত্রাসীরা বিশৃংখলা এবং সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পারে তার জন্য জরুরি প্রশাসনিক নজরদারি জোরদার করাসহ ৫ দফা দাবিতে জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহী, সদস্য সচিব আলীনুর খান বাবুল, সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ডা: সুশান্ত ঘোষ, কল্যাণ ব্যানাজি, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, এড.মুনির উদ্দীন প্রমুখ।
    এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে অবশ্যই পাঠানো হবে। এছাড়া আমার দপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
    দাবি সমুহ : সাতক্ষীরাতে যাতে কোন ধরনের উগ্র মৌলবাদী ও সন্ত্রাসীরা বিশৃংখলা এবং সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পারে তার জন্য জরুরি প্রশাসনিক নজরদারি জোরদার করা।
    ফতেপুর-চাকলার নাশকতা মামলা, ২০১৩-১৪ সালের নাশকতা মামলাসহ ঐ সময়ে বীর মুক্তিযোদ্ধাসহ সকল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও মামালাসমূহ নিয়মিতভাবে পরিচালানা ও সকল অপরাধীদের আইনের আওতায় আনা।
    শ্যামনগরের ধুমঘাট এর আন্তাখালি গ্রামের চলতি বছরের ১৯ আগস্ট ভুমি দস্যুদের আক্রমণে নিহত নরেন্দ্র মুন্ডার হত্যার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা।
    আদিবাসীদের সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ থাকলেও এক শ্রেণির ভূমিদস্যু কর্তৃক তঞ্চকতার মাধ্যমে বেআইনী পদ্ধতিতে রেকর্ডকৃত ও দখলকৃত সকল জমি মুন্ডাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা ।
    আহমাদিয়া (কাদিয়ানী), শিয়া, বাহাই, ঋষি, বাগদী, ভগবানীয়াসহ সকল ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় আনুষ্ঠান পালনসহ সামগ্রিক নিরাপত্তা প্রদান ও ধর্মীয় সভা সমুহে উষ্কানীমূলক বক্তব্য প্রদান কঠোরভাবে নিষিদ্ধ ও প্রশাসনিক তদারকি বৃদ্ধি করা।
    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মুন্ডাপাড়ায় অবস্থানরত পরিবারগুলোর জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
    ১৯ আগস্ট’২২ শক্রবারের ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে যথাযত শাস্তি বিধান করা।
    সাতক্ষীরা জেলায় বসবাসরত আদিবাসীদের জমি কেন্দ্রিক সকল মিথ্যা ও হয়রানীমুলক মামলাগুলোকে তদন্তসহ দ্রুত নিষ্পতির মাধ্যমে আদিবাসীদের ভূমি মালিকানা নিশ্চিত করা।
    আদিবাসীদের যেসব জমি অবৈধ্য পন্থায় দলিল এর মাধ্যকে দখল করা হয়েছে সে সকল জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা।
    সরকারী খাস জমি বন্টনে আদিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রদান এবং উপজেলার ভূমি ব্যবস্থাপনা কমিটিতে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
    ১৯৫০ (৯৭) সালের রাষ্ট্রীয় প্রজাসত্ব আইন যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আদিবাসী মুন্ডাদের জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করা।
    নরেন্দ্র নাথ মুন্ডা হত্যা মামলার আসামিদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

  • সাতক্ষীরায় শীতের আগমনে গ্রামবাংলায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

    সাতক্ষীরায় শীতের আগমনে গ্রামবাংলায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

    মশাল ডেস্ক: ঋতু শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। বৈচিত্রপূর্ণ ছয়টি ঋতুর দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। এক একটি ঋতুর রয়েছে এক একটি বৈশিষ্ট্য। ঋতু বৈচিত্রে এখন রাতের শেষে কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন বার্তা। আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে প্রতিটি গ্রামে গ্রামে খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা খেজুর গাছ কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন।

    পুবালি বাতাসে অপরুপ সৌন্দর্যে সকলের মন মাতিয়ে তুলছে মিষ্টি খেজুর রসের ঘ্রাণ। কাক ডাকা ভোরে রস সংগ্রহ ও সন্ধ্যায় চলছে গাছ পরিচর্যার কার্যক্রম। এবার কিছুটা আগেই দেশের বিভিন্ন প্রান্তিক জনপদের গ্রামে গ্রামে সকালের শিশিরের সাথে অনুভূত হচ্ছে মৃদু শীত।
    আর মাত্র কয়েক দিন পর রস সংগ্রহ করে রস থেকে লালি ও গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় মাঘ মাস পর্যন্ত। খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি প্রতিটি গ্রামে চোখে পড়ছে। খেজুর রস ও গুড়ের জন্য এক সময় খ্যাতি ছিল। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খেজুরের গুড়। কিছুদিন আগেও বিভিন্ন এলাকার অধিকাংশ বাড়িতে, ক্ষেতের আইলে, ঝোপ-ঝাড়ের পাশে ও রাস্তার দুই ধার দিয়ে ছিল অসংখ্য খেজুর গাছ।

    কোন পরিচর্যা ছাড়াই অনেকটা প্রাকৃৃতিক ভাবে বেড়ে উঠতো এসব খেজুর গাছ। প্রতিটি পরিবারের চাহিদা পূরণ করে অতিরিক্ত রস দিয়ে তৈরি করা হতো সুস্বাদু খেজুরের গুড়। গ্রামীন জনপদে সাধারণ মানুষের সচেতনতার অভাবে পুকুরের পাড়ে রাস্তার ধারে পরিবেশ বান্ধব খেজুর গাছ এখন আর তেমন চোখে পড়ে না। ইট ভাটার রাহু গ্রাসে জ্বালানি হিসেবে ব্যবহার বেশি হওয়ার কারণে যে পরিমাণ গাছ চোখে পড়ে তা নির্বিচারে নিধন করায় দিনদিন খেজুর গাছ কমছেই।

    এখনও শীতকালে শহর থেকে মানুষ দলে দলে ছুটে আসে গ্রাম বাংলার খেজুর রস খেতে। এক সময় সন্ধ্যাকালীন সময়ে গ্রামীন পরিবেশটা খেজুর রসে মধুর হয়ে উঠতো। রস আহরণকারী গাছিদের প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যেত সে সময়ে। রস জ্বালিয়ে পাতলা ঝোলা, দানা গুড় ও পাটালী তৈরি করতেন।
    যার সাধ ও ঘ্রাণ ছিল সম্পূর্ণ ভিন্ন। এখন অবশ্যই সে কথা নতুন প্রজন্মের কাছে রূপকথা মনে হলেও বাস্তব। যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে খেজুর গাছ। এ গাছ ৮ থেকে ১০ বছর পর্যন্ত রস দেয়। এটাই তার বৈশিষ্ট্য। শীতের পুরো মৌসুমে চলে রস, গুড়, পিঠা, পুলি ও পায়েস খাওয়ার পালা। এ ছাড়া খেজুরর পাতা দিয়ে আর্কষনীয় ও মজবুত পাটি তৈরী হয়। এমনকি জ্বালানি কাজেও ব্যাপক ব্যবহার। কিন্তু জয়বায়ু পরিবর্তন, কালের বির্বতনসহ বন বিভাগের নজরদারী না থাকায় বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন বিলুপ্তির পথে।

    তবে যে ভাবে খেজুর গাছ কাটা হচ্ছে অল্প দিনের মধ্যেই এই দেশে আর খেজুর গুড়ের ব্যবসা হবে না বলে মনে করেন গাছিরা। বর্তমান বাজারে আখের গুড় চিনি যে মূল্যে বেচাকেনা হচ্ছে তার চেয়ে মানসম্পন্ন খেজুরের গুড়ের দাম এবছর কিছুটা বেশি হবে এমনটাই আসা করছেন গাছিরা। শীত একটু বেশি পড়তে শুরু করলে আত্মীয়-স্বজন আনা নেয়া ও পিঠা-পুলির উৎসবে খেজুর গুড়ের দাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় সে সময় আমাদের লাভ একটু বেশি হয়। যে পরিমাণে শ্রম দিতে হয় সে পরিমাণে আমরা লাভ করতে পারি না। তবুও পেশাগত কারণে চালিয়ে যাচ্ছি এই ব্যবসা।
    এ ব্যাপারে কৃষি বিভাগ জানায়, বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই খেজুর গাছ প্রায় বিলুপ্তির পথে। গাছিদের খেজুর গাছ কাটার কাজটি শিল্প আর দক্ষতায় ভরা। ডাল কেটে গাছের শুভ্র বুক বের করার মধ্যে রয়েছে কৌশল, রয়েছে ধৈর্য ও অপেক্ষার পালা। এ জন্য মৌসুমে আসার সাথে সাথে দক্ষ গাছিদের কদর বাড়ে।

    এদিকে সচেতন মহল মনে করেন, খেজুর গাছ আমাদের অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য তথা জীবনধারায় মিশে আছে। এই ঐতিহ্যকে যে কোন মূল্যে আমাদের রক্ষা করতে হবে।