Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
প্রশাসন Archives - Daily Dakshinermashal

Category: প্রশাসন

  • সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ আটক-১

    সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ আটক-১

    সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ রুহুল আমিন (৬৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। আটক রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির পুত্র।

    বৃহস্পতিবার (২৯ মে) ভোরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-এর সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বারসহ তাকে আটক করে।

    বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এরুপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

    এ সময় আভিযানিক দল ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা নামক স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন (৬৮)কে আটক করে।

    পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ০১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম যার মূল্য ছেষট্টি লক্ষ আশি হাজার আটশত পঁচাশি টাকা।

    এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

  • সাতক্ষীরার বিষমুক্ত হিমসাগর আম আহরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

    সাতক্ষীরার বিষমুক্ত হিমসাগর আম আহরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

    নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছে সাতক্ষীরার সুস্বাদু আম হিমসাগর। ২০১৫ সালে সাতক্ষীরাকে ম্যাংগো ক্যাপিটাল হিসাবে ঘোষনা দিয়ে শুরু হয় এই আম রফতানি।১০ ই মে  বুধবার আনুষ্ঠানিকভাবে হিমসাগর আম গাছ থেকে পাড়া শুরু হলো। বুধবার  সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে শুইলপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ৫০ বিঘা জমিতে ২০০০ এর অধিক হিমসাগর আমগাছের বাগানে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে বিষমুক্ত নিরাপদ আম আহরণের শুভ উদ্বোধন করেন। 
    কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার খ্যাতি ধরে রাখার জন্য এবারও বিষমুক্ত নিরাপদ আম বাজারজাতকরন করা হচ্ছে। সম্পূর্ন পুষ্ট, মিষ্ট এই আমের কদর রয়েছে সারা বিশ্বে। আমরা এই সুনাম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কালিগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

    সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

    নিজস্ব প্রতিনিধি : সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুন্দর একটি সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। গত ইং ২৩ ০৬ – ২০২১ তারিখে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অদ্যাবধি সাতক্ষীরা জেলা প্রশাসন বাংলাদেশ সরকারের জেলা পর্যায়ের সকল নির্বাহী কাজ সুনাম ও সফলতার সাথে কাজ করে যাচ্ছে। সরকারের সকল নীতিমালা, আইন ও আদেশের আলোকে এবং রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইত্যাদির সুষ্ঠু অর্জনের লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে প্রতিনিয়ত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এর মধ্যে ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রেজারি, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জেলার কৃষির উন্নয়ন, জেলার ক্রীড়ার উন্নয়ন, জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজগুলো সততা ও নিষ্ঠার সাথে করে ইতিমধ্যে সাতক্ষীরার সর্বস্তরের মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন প্রিয় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি ‘বি’ ক্যাটাগরী সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরীর জেলা তৈরীতে জেলার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাতক্ষীরা জেলাকে তাঁর নিজের জেলা মনে করে কাজ করে যাচ্ছেন। জেলার ক্রীড়াঙ্গণ ও সাংস্কৃতিক অঙ্গণকে উন্নত করতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি সাতক্ষীরার কণ্ঠ রিয়েলিটি শো ও হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ব্যাপক সাড়া ফেলেছেন। ২০২১ সালের বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার লক্ষ্য নিয়ে এবং স্মার্ট বাংলাদেশ তৈরীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এ লক্ষ্যে সাতক্ষীরা জেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল হাজিরার আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অল্প সময়ে তার সুফল ভোগ করতে শুরু করেছে সাতক্ষীরাবাসী। স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের হাজিরার চিত্র ৩০%-৪০% থেকে ৯৫% -এ উন্নীত হয়েছে। ক্লাস চলাকালীন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কোচিং ও প্রাইভেটে ক্লাস বন্ধ হয়েছে এবং তা নিয়মিত তদারকির মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ভূমি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছে। সাতক্ষীরায় ডিজিটাল রেকর্ড রুম হয়েছে এবং ঘরে বসে অনলাইনে জমির পর্চার আবেদন করা যাচ্ছে। সাতক্ষীরার প্রতিটা ভূমি অফিস দালাল ও দুর্নীতিমুক্ত। মডেল হিসেবে সদর উপজেলা ভূমি অফিসের মত করে সকল ভূমি অফিসের রেকর্ডরুম গোছানোর কাজ চলছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সদা তৎপর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সুযোগ্য নেতৃত্বে সাতক্ষীরা জেলা প্রশাসন। খাদ্যে ভেজাল, সরকারি অফিসে দালালমুক্ত, যানজট নিরসন, নাগরিক ভোগান্তি, বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ ইত্যাদি বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১০ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভায় সাতক্ষীরা জেলা কে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। পর্যাক্রমে ৭ উপজেলা কে মাদকমুক্ত করা হবে। সর্বোপরি যে কোন সমস্যায় সাধারণ মানুষ সরাসরি অথবা হ্যালো ডিসি এ্যাপস এর মাধ্যমে জেলা প্রশাসকের সাথে শুনানীর মাধ্যমে কথা বলে দ্রুত সমাধান পাচ্ছেন জেলার নাগরিকবৃন্দ।

  • সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন

    সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন


    নিজস্ব প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, এনডিসি বাপ্পী দত্ত রনি, আরডিসি মো. মইন উদ্দিন, জেলা ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবুসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তাগন। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের মাঝে ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

  • আট মাসে সাতক্ষীরা’র চিত্র বদলে দিলেন এসপি মনিরুজ্জামান 

    আট মাসে সাতক্ষীরা’র চিত্র বদলে দিলেন এসপি মনিরুজ্জামান 


     সাতক্ষীরা প্রতিনিধি :পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা রয়েছে। সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন আট মাস আগে সাতক্ষীরা যোগদান করা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। যোগদানের পর থেকেই তিনি একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় জেলার পুলিশের সর্বস্তরে এসেছে ব্যাপক পরিবর্তন। জনসাধারণের দোরগোড়ায় আধুনিক পুলিশিং সেবা পৌঁছে দিতে রাত-দিন নিরলস কাজ করে চলেছেন তিনি।
    পুলিশের রুটিন ওয়ার্কের বাইরেও সাহসী পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান দিন-রাত কাজ করে যাচ্ছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য। পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরাবাসীর নজর কেড়েছেন, স্থাপন করেছেন অনন্য উদাহরণ।
    চলতি বছরের আগষ্ট মাসের ২৩ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের দায়িত্ব ভার গ্রহণ করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। মাত্র ৮ মাসে পুলিশ সুপারের আচার-ব্যবহারে মুগ্ধ সাতক্ষীরার সকল শ্রেনী পেশার মানুষ।

    ছবি : পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান


    পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দেখা গেছে , পুলিশ সুপারের সাথে যদি কোন ধনী লোক ও গরীব লোক দেখা করতে যান, তাহলে পুলিশ সুপার সবার আগে সিসিটিভি ক্যামেরায় দেখেন যে বৃদ্ধ লুঙ্গিপরা লোকটি দাড়িয়ে আছে তাকে আগে দেখা করার সুযোগ করে দেন পুলিশ সুপার। শুধু তাই নয়,পুলিশ সুপার চেয়ার থেকে উঠে দাড়িয়ে দাড়িয়ে ঐ অসহায় মানুষটির সমস্যার কথা শোনেন ধৈয্য ধরে।
    এছাড়া অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ সুপার সংশ্লিষ্ট সার্কেল অথবা ওসিকে বলে  তাদের সমস্যা সমাধান করে দেন। মানবিক পুলিশ অফিসার হিসাবে পুলিশ সুপার বেশ প্রশংসা অর্জন করে চলেছেন। এক মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী সাজিয়া খাতুনের লেখা পড়ার দায়িত্ব নেন পুলিশ সুপার।
    আবুল হোসেন নামক এক বৃদ্ধ বিদেশ যাওয়ার নাম করে ৩ লক্ষ ৬০ হাজার টাকা এক প্রতারক কে দিয়ে নি:স্ব হয়ে পড়ে। পরে পুলিশ সুপারের চেস্টায় প্রতারকের নিকট থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ সুপার আবুল হোসেনকে সেই টাকা ফেরত দেন।
    এছাড়া তীব্র শীতে যারা কষ্ট পাচ্ছিলেন তাদের দুঃখ  দুর্দশার চিত্র দেখে পুলিশ সুপার রাতের আধারে কম্বল নিয়ে বাস টার্মিনাল, বাইপাস সড়ক ও বিভিন্ন স্থানে ছিন্নমূল শীতাত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।
    এদিকে পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়,  যোগদানের পর বিগত ৮ মাসে জেলার আটটি থানায় পুলিশ সুপারের তদারকিতে ৬৯২ টি মামলা হয়েছে। এরমধ্যে  নাশকতা মামলা ২০ টি,  বিস্ফোরক দ্রব্য মামলা ৩ টি, অস্ত্র মামলা ১২ টি, মাদকদ্রব্য মামলা ৬১৮ টি এবং চোরাচালান মামলা ৩৯টি। 

    ছবি: পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান


    অপরদিকে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশে ও তদারকিতে হওয়া বিভিন্ন অভিযানে মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল ১’শ ৭৮ বোতল, গাঁজা ৭৬ কেজি ৮’শ১৩ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৯ হাজার ৩’শ ২৭ পিচ, ট্যাফেডাল ট্যাবলেট ৯ হাজারব ৩’শ ২০ পিচ, ভারতীয় মদ ৮৪ বোতল ও দেশী মদ ৩২ লিটার উদ্ধার করা হয়েছে। 
    এছাড়া চোরাচালানের সময় স্বর্ণের বার ২৪ পিচ, রুপা ৪৭ কেজি ৪৫ গ্রাম, ফেন্সিডিল ৫’শ ৯৯ বোতল, পাতার বিড়ি ৬৮ প্যাকেট, ভারতীয় মদ ৩ বোতল, ভারতীয় শাড়ী ২৫ পিচ,  ভারতীয় ক্রিম ১৬ পিচ, মোবাইল ফোন ৪টি জব্দ করা হয়েছে। তাছাড়া ডাকাতি মামলায় ২১ আসামী কে গ্রেফতার করা হয়েছে। 
    জেলা পুলিশের ফেসবুকসহ সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেসব পোস্ট করা হয়েছে, তার কমেন্টে গিয়ে দেখা গেছে অধিকাংশ কমেন্টটে পুলিশ সুপারকে নিয়ে বিভিন্ন প্রশংসা করা হয়েছে। 
    মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব মেহেদীআলী সুজয় বলেন, সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারণ ১৩-১৪ সালে তিনি সাতক্ষীরার সদর সার্কেল হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে তিনি ভূমিকা রেখে চলেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশবিরোধী চক্রটি বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু পুলিশ সুপারের দৃঢ় ভূমিকার কারণে এখানে তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না। একারণে পুলিশ সুপার মহোদয় সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। 
    পুলিশ সুপারের যোগদানের পর থেকে জেলার ট্রাফিক বিভাগ নড়েচড়ে বসেছে। পুলিশ সুপারের নির্দেশনায় ট্রাফিক পুলিশ শহরের প্রধান প্রধান সড়কে সিমেন্টের রিং বসিয়ে রাস্তা ক্রসিং চলাচল পথ নির্ধারন করেছে। এতে করে সড়কে আগের তুলনায় দূর্ঘটনা কম ঘটছে। তাছাড়া হেলমেট বিহীন চালক, রেজিষ্ট্রেশন বিহীন গাড়ী জব্দ করে  কোটি টাকা সরকারী রাজস্ব আদায় করেছে।
    পুলিশ সুপারের সব থেকে বড় অর্জন বলা যায়,  চলতি বছর মে মাসের ১৫ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নিরপেক্ষতায় বিনা টাকায় ৭৬ জনকে কনস্টেবল পদে চাকুর দেওয়া।
    সাতক্ষীরায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে জেলাবাসিকে সেবা দেওয়ার চেষ্টা করছি। কোন অপশক্তি যাতে সাতক্ষীরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। এছাড়া মাদক এবং চোরাচালান বন্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সকলের সহযোগিতা পেলে জেলা পুলিশের কার্যক্রম আরো এগিয়ে যাবে। 

  • সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত 

    সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত 

    শেখ আমিনুর হোসেন।। সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের  আয়োজনে জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ,সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীর, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, ট্রাফিক পুলিশের পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীর, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন টিটু, সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে ঈদের ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে, খেলাপি মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরা পৌরসভা কর্তৃক অনুমোদিত ইজিবাইক ভ্রাম্যমানভাবে পৌরসভার মধ্যে চলাচল এবং অনিবন্ধিত ইজিবাইক পৌরসভার মধ্যে চলাচল না করতে পারে, কোন মোটরযান কোন অবস্থায় খুলনা রোড মোড়ে অবস্থান না করতে পারে, কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মিনিবাস, বাস ছাড়ার পর সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ রুটের মিনিবাস, বাস সঙ্গীতা মোড়, সাতক্ষীরা থেকে আশাশুনি রুটের মিনিবাস, বাস পৌরসভার দিঘীর পাড়ে, সাতক্ষীরা থেকে খুলনা রুটের মিনিবাস,বাস নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা থেকে যশোর রুটের মিনিবাস, বাস কদমতলা বাজারে তিন মিনিট থামানো যাবে, মোটরযানে কোন অবস্থায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করা এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। 

  • সাতক্ষীরা ২০২৩ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সূচি ঘোষণা

    সাতক্ষীরা ২০২৩ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সূচি ঘোষণা

    মশাল ডেস্ক: ২০২৩ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সূচি ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ ৩০ ও ৩১ এর নির্দেশনা মোতাবেক বর্ণিত সময়সূচী অনুযায়ী ২০২৩ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা হবে বলে জানানো হয়। লাইসেন্সধারীগণকে তাঁদের লাইসেন্স নবায়নের জন্য সরকার নির্ধারিত ফি এবং ১৫% ভ্যাট নিম্নবর্ণিত কোডে চালানের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখায় জমা প্রদানপূর্বক চালানের মূলকপি, লাইসেন্স, অস্ত্র ও গোলাবারুদসহ (অস্ত্র থানায় বা আমর্স ডিলারের নিকট জমা থাকলে হালনাগাদ জমার রশিদ) নির্ধারিত ফরমে আবেদনসহ ধার্যকৃত তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ৩০৯নং কক্ষে জুডিশিয়াল মুন্সিখানার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনারের নিকট হতে অফিস চলাকালীন সময়ে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
    ২৩ নভেম্বর আশাশুনি থানার বন্দুক ও শটগান। ২৪ নভেম্বর কালিগঞ্জ থানার বন্দুক ও শটগান। ২৮ নভেম্বর শ্যামনগর থানার ২৫-০২-১৯৮৪ তারিখের পূর্বে ইস্যুকৃত বন্দুক ও শটগান। ৩০ নভেম্বর দেবহাটা থানার বন্দুক ও শটগান। ৫ ডিসেম্বর কলারোয়া থানার বন্দুক ও শটগান। ৬ ডিসেম্বর তালা ও পাটকেলঘাটা থানার বন্দুক ও শটগান। ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানার ২৫-০২-১৯৮৪ তারিখের পূর্বে ইস্যুকৃত বন্দুক ও শটগান। ১৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানার ২৫-০২-১৯৮৪ তারিখের পরে ইস্যুকৃত বন্দুক ও শটগান।
    সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ৩১১নং কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ১৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলার সকল থানার রাইফেল এবং ২০ ডিসেম্বর পিস্তল ও রিভলবার নবায়ন করা হবে।
    ব্যক্তি পর্যায়ে বন্দুক, শটগান ও রাইফেল ৫ হাজার টাকা, পিস্তল ও রিভলবার-১০ হাজার টাকা।
    আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেল ৫ হাজার টাকা। প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল-১০হাজার টাকা। ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠান ৫ হাজার টাকা। সেফ কিপিং ৩ হাজার টাকা।
    লাইসেন্স নবায়ন ফি জমা প্রদানের কোড নম্বর: ১-২২১১-০০০০-১৮৫৯। লাইসেন্স নবায়ন ফি’র উপর ১৫% ভ্যাট জমা প্রদানের কোড নম্বর : ১-১১৩৩-০০০১-০৩১১।
    সনদপ্রাপ্ত (সরকারি গেজেটে বিজ্ঞাপিত) মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তিবর্গ ও জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ ও তদুর্ধ্ব গ্রেডভূক্ত চাকুরীরত/অবসরপ্রাপ্ত সরকারি ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের পিস্তল, রিভলবার, শর্টগান, রাইফেল এর নবায়ন ফি প্রযোজ্য হবে না। লাইসেন্সধারীর বয়স ৮০ বছরের উর্ধ্বে হলে লাইসেন্স নবায়নযোগ্য হবে না। সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করা না হলে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট নবায়ন না করার সন্তোষজনক ব্যাখ্যাসহ আবেদন করতে হবে। আবেদন সন্তোষজনক বিবেচিত হলে পূর্ণ লাইসেন্স ইস্যু ফি এর সমপরিমান অর্থ আদায়পূর্বক লাইসেন্স নবায়ন করা যাবে। সন্তোষজনক বিবেচিত না হলে নবায়ন না করে লাইসেন্স বাতিলপূর্বক অস্ত্রটি বাজেয়াপ্ত করা যাবে। নবায়নের আবেদনের সাথে ২০টাকার কোর্টফিসহ জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি, পাসর্পোট সাইজের ১ কপি ছবি সংযুক্ত করতে হবে। স্বশরীরে আগ্নেয়াস্ত্রসহ হাজির হয়ে লাইসেন্স নবায়ন করতে হবে। আগ্নেয়াস্ত্র কোথাও জমা থাকলে জিডি প্রত্যয়ন দাখিল করতে হবে।
    সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

  • মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্রহ্মরাজপুরে তথ্য অফিসের মহিলা সমাবেশ

    মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্রহ্মরাজপুরে তথ্য অফিসের মহিলা সমাবেশ

    প্রেস বিজ্ঞপ্তি: মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে সোমবার বেলা ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সাতক্ষীরা সদর, মোঃ আলাউদ্দীন, চেয়ারম্যান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ, গনেশ চন্দ্র মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামীলীগ, বাবু নিলিপ কুমার মল্লিক, সভাপতি, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগ। জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারি তথ্য অফিসার, জনাব মোঃ রমজান আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ সেলের সদস্য মোঃ সাকিবুর রহমান, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান, ইউপি সচিব মোঃ আমিনুর রহমান, সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিকসহ আড়াই শতাধিক মহিলারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • সাতক্ষীরায় চাহিদার তুলনায় ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন

    নিজস্ব প্রতিনিধি :

    সাতক্ষীরা জেলায় মাছের মোট উৎপাদন ১ লক্ষ ৪৩ হাজার ৫৭০ মেট্রিক টন। জেলায় মোট ২০ লাখ ৭৯ হাজার ৮৮৪ জন জনসংখ্যার বিপরীতে মাছের চাহিদা রয়েছে ৪৭ হাজর ৮২৭ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় জেলার চাহিদা মিটিয়ে ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন করছে মৎস্য চাষী ও খামারিরা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনে সহযোগীতা এবং চিংড়ীতে অপদ্রব্য ব্যবহার প্রতিরোধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ১৮৬৩ কেজি চিংড়ী বিনষ্টসহ আইনি ব্যবস্থা গ্রহন করেছে সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর। মানবদেহে আমিষের চাহিদা পুরুনে জাতীয়ভাবে মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে সাতক্ষীরা।

    জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শনিবার বেলা ১২ টায় জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, এল্লারচর চিংড়ী প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুজ্জামান প্রমুখ। এসময় সেখানে বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
    “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে এ বছর স্বস্থ্য বিধি মেনে আজ শনিবার থেকে আগামী ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা ও সাতক্ষীরা পৌর দীর্ঘিসহ বিভিন্ন উন্মুক্ত জলাশায়ে পোনা মাছ অবমুক্তকরণ।

  • সাতক্ষীরায় বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ

    সাতক্ষীরায় বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ


    মাহফিজুল ইসলাম আককাজ : “৮০০ কোটির পৃথিবী। সকলে সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা ঢাকা, আইই এম ইউনিট’র আয়োজনে ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সাতক্ষীরার বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপপরিচালক মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সাতক্ষীরার উপপরিচালক রওশন আরা জামান, ভারপ্রাপ্ত পবিার পরিকল্পনা অফিসার ডা. জয়ব্রত ঘোষ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. লিপিকা বিশ^াস প্রমুখ।

  • আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে ৫৪জন গৃহহীন পেল ঘর ও জমির দলিল

    আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে ৫৪জন গৃহহীন পেল ঘর ও জমির দলিল


    বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তরের অংশ হিসেবে আশাশুনি উপজেলার ৫৪ জন ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমগ্র দেশব্যাপী যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ২৬ হাজার ২শ ২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে সেমিপাকা একক গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে আশাশুনি উপজেলার ৫৪জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে ২ শতক জমি ও ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের দলিল হস্তান্তর করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ানূর রহমান, উপজেলা সহকারি কমিশনের (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, পিআইও সোহাগ খান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • তালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১০০ পরিবার

    তালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১০০ পরিবার


    তালা প্রতিনিধি:
    সাতক্ষীরা তালায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে ১০০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জমির দলিল ও ঘর বুঝে পেল।
     বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধনের পর তালা শিল্পকলা হলরুমে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ১০০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের নিকট জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

    জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক, তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, তালা শহিদ মুক্তিদযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপকারভোগীরা।

  • সাতক্ষীরায় খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    সাতক্ষীরায় খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন


    নিজস্ব প্রতিনিধি : “খাদ্য শস্য লাইসেন্স নিব আইন মেনে ব্যবসা করব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে খাদ্য বিভাগ সাতক্ষীরার আয়োজনে সুলতানপুর বড় বাজারে খাদ্য গুদামের সামনে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য শস্য লাইসেন্স সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সদর সহকারি কমিশনার (ভূমি) মো. আজহার আলী, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এ.এস.এম মনজুরুল আলম, সাতক্ষীরা জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আব্দুল গফ্ফার, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. হুমায়ুন বাসিদ, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ। খাদ্য শস্য আমদানীকারক, পাইকারী ব্যবসায়ী ও আড়তদার, খুচরা ব্যবসায়ী, চালকল (অটোমেটিক রাইচ মিল, মেজর রাইচ মিল, হাস্কিং রাইচ মিল) মালিকগণ ও ময়দাকল (মেজর ও কম্প্যাক্ট ময়দাকল, রোলার ময়দাকল, আটাচাক্কি) মালিকগণ যারা সর্বনিম্ন ১ মেঃটন খাধ্য শস্য/খাদ্য সামগ্রী (এককভাবে কিংবা মিলিতভাবে) অথ্যাঃ ১ হাজার কেজি ধান/চাল/গম/গমজাত দ্রব্য মজুত বা ক্রয় বিক্রয় করেন তাদের খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ করতে হবে। ১৫ জুলাই হতে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত দেশব্যাপী খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ লাইসেন্স প্রদান কার্যক্রম চলমান থাকবে। সমগ্র অনুষ্ঠান সঝ্চালনা করেন শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচ.এম কামরুজ্জামান।
    ক্যাপশন : সাতক্ষীরায় খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

  • সাতক্ষীরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

    রিজাউল করিম: সাতক্ষীরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (০৫ জুলায়) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও ইকিউএমএস কনসালটিং এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও ইকিউএমএস কনসালটিং লিমিটেডের পরিবেশ পরামর্শক মামুন রেজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ, মেডিকেল অফিসার ডা: জয়ান্ত সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ছাইফুল করিম সাবু প্রমূখ।

    কর্মশালায় এ প্রকল্পের লক্ষ্যমাত্রা নিয়ে বলা হয়, ৬৪ জেলায় শব্দদূষণের প্রাথমিক তথ্য- উপাত্ত জরিপ করা, বিভাগীয় শহরের পূর্বে জরিপকৃত ফলাফলের সাথে নতুন জরিপকৃত ফলাফলের তুলনা করা, শব্দদূষণের উৎস চিহ্নিত করা, শব্দদূষণের বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের মতামত নেয়া ও শব্দ ধূষণ নিয়ন্ত্রণে সুপারিশ প্রনয়ণ করা এ প্রকল্পের মূল লক্ষ্য।

  • সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত  

    সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত  

    শহীদুজ্জামান শিমুল :”পুষ্টি পরিবেশ অর্থেনৈতিক উন্নয়নে দুগ্ধ শিল্প” এই প্রতিপাদ্যে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২২ উপলক্ষে  সাতক্ষীরায় র‌্যালি আলোচনা সভা ও এতিমখানা, প্রতিবন্ধী, ও স্কুলের শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়েছে। 

    সাতক্ষীরা জেলা প্রাণিসম্পাদ অধিদপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পাদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পাদ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে বুধবার (০১জুন) সকাল ১১ টায় জেলা প্রাণিসম্পাদ অফিসে সামনে থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। 
    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পাদ অফিসার ডা. এবিএম আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা বেটেরিনারী কর্মকতা ডা. বিপ্লব জিৎ কর্মকার,জেলা কৃত্রিম প্রজনন উপ-পরিচালক ডা. মাহবুবুর রহমান, জেলা প্রাণিসম্পাদ প্রশিক্ষন কর্মকতা সুব্রত কুমার ব্যানার্জী সদর উপজেলা প্রণিসম্পাদ কর্মকতা মো. নাজমুস সাকিব সুইড খাতিমুনেচ্ছা হানিফ লস্কার প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক প্রমুখ। 
    অনুষ্ঠানে বক্তারা বলেন  শিশুদের বেড়ে ওঠা মেধা শক্তির জন্য দুধের প্রয়োজনিতা অপরিসীম  দুধে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে। সাতক্ষীরা জেলা ২য় স্থানে রয়েছে। রেগুলার ২০-৩০ হাজার লিটার সংগ্রহ করে মিল্কভিটা জেলা প্রাণি সম্পাদ অধিদপ্তর নিরাপদ দুধ  উৎপাদের জন সব সময় কাজ করে যাচ্ছে। আগামীতে সাতক্ষীরা জেলা দুধ উৎপাদনে দেশের মধ্যে প্রথম হবে বলে মনে করি আমরা। 

    এর আগে সকালে সাতক্ষীরা সরকারি বালক শিশু পারিবার, সুইড খাতিমুনেচ্ছা হানিফ লস্কার বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, ইসলামিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় ও জেলা কালেক্টেড স্কুলের শিক্ষার্থীদের প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরণ করা হয়।

  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


    শেখ আমিনুর হোসেন: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে  সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এ এস এম ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার।
    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ এস এম ওয়াজেদ হোসেন পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এছাড়াও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের রামকৃষ্ণ পোদ্দার কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাদার চালকদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র অফিস সহকারি মোঃ সাইফুল ইসলাম ও সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন।
    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ৩৫ জন পেশাজীবি চালকের মধ্যে ৩৩ অংশ গ্রহণ করে।

  • একজন প্রতিবন্ধী শিশু উপযুক্ত পরিবেশ পেলে সমাজের অন্য শিশুদের মতো নিজস্ব প্রতিভার বিকাশ ঘটাতে পারে-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

    একজন প্রতিবন্ধী শিশু উপযুক্ত পরিবেশ পেলে সমাজের অন্য শিশুদের মতো নিজস্ব প্রতিভার বিকাশ ঘটাতে পারে-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


    মাহফিজুল ইসলাম আককাজ : এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও ১৫তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, নিউরো-ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণনাগরিক হিসেবে পরিচয় পত্র দিয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা তনয়া সায়মা ওয়াজেদ পুতুল অটিজম শিশুদের জন্য কাজ করে বিশে^র দরবারে অনন্য স্বীকৃতি পেয়েছেন। তিনি আরো বলেন, একজন প্রতিবন্ধী শিশু উপযুক্ত পরিবেশ পেলে সমাজের অন্য শিশুদের মতো নিজস্ব প্রতিভার বিকাশ ঘটাতে পারে। একজন প্রতিবন্ধী শিশুকে জন্ম দেয়ার জন্য কখনো একজন ‘মা’কে দায়ী করা যায় না। কিন্তু আমাদের দেশে অনেকে তাই করা হয়ে থাকে। অথচ ওই শিশুটির বেড়ে ওঠার জন্য সমাজের যেখানে সবচেয়ে বড়ো সহযোগিতার প্রয়োজন সেখানে তাকে উল্টো সকলের কাছ থেকে আলাদা করে রাখা হচ্ছে। প্রতিবন্ধীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমান নাথ।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক সাতক্ষীরা মাশরুবা ফেরদৌস, জেলা সমাজসেবা অধিদফতর’র সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) ডা. এস,এম হাবিবুর রহমান, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম, রফিক, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী পুর্নবাসন কল্যাণ সমিতির মহাসচিব মো. আবুল কালাম আজাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, এনজেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মন্জুর হোসেন প্রমুখ।
    সাতক্ষীরায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদফতর’র সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান

  • জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

    জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান


    নিজস্ব প্রতিনিধি: : সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মশু, যুদ্ধকালীন প্রশিক্ষক ও অস্ত্র প্রশিক্ষক এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা করা হয়।