বি. সরকার॥ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছার দেলুটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাকাকে হারিয়ে ভাইপো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার উপ-নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচিত ভাইপো চম্পক কুমার বিশ্বাস (মোরগ) ৪৯২ ও কাকা বিদ্যুৎ কুমার বিশ্বাস (ফুটবল) ৪৬৭ ভোট পেয়েছেন। বেসরকারী ফলাফলে ২৫ ভোটের ব্যবধানে ভাইপো চম্পক নির্বাচিত হয়েছেন। মোট ১ হাজার ১৬৫ ভোটারের মধ্যে ৯৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে রিটার্ণিং অফিসার মোঃ কামাল উদ্দীন ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মীর নূরে আলম সিদ্দিকী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, দাকোপ সার্কেল শেখ আব্দুল্লাহ আবুল কালাম আজাদ, থানার ওসি এমদাদুল হক শেখ, এস,আই নাজমুল হক, এস,আই আল-ইমরান, এএসআই আব্দুল কাদের, কামরুজ্জামান সহ অর্ধশতাধিক আইনশৃংখলা বাহিনী দ্বায়িত্ব পালন করেন। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য দীপক মন্ডলের মৃত্যুতে ১৯ মে এ পদটি শূন্য হয়।
Category: পাইকখাছা
-

পাইকগাছায় উপ-নির্বাচনে কাকাকে হারিয়ে ভাইপো ইউপি সদস্য নির্বাচিত
-

খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টনের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও খুলনা সংবাদ পত্র পরিষদের সদস্য মিজানুর রহমান মিল্টনকে হয়রানীমূলক গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা বাজার চৌরাস্তা মোড়ে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক। ফোরামের যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, কয়রা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, ফোরামের সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক রবিউল ইসলাম, এইচএম শফিউল ইসলাম, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, জহুরুল হক, বাস মিনিবাস মালিক সমিতি পাইকগাছা রোড কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল গফফার মোড়ল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, পার্থ প্রতিম চক্রবর্তী, নিসচা দক্ষিণাঞ্চল শাখার সহ-সভাপতি শংকর সাধু, পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব, বদিউজ্জামান ও নূরুজ্জামান টিটু। কর্মসূচীতে বক্তারা অবিলম্বে খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টনের মুক্তির দাবী জানান এবং মুক্তি না দিলে আগামীতে সাংবাদিক সংগঠন থেকে কঠোর কর্মসূচী ঘোষণার হুশিয়ারী দেন।
-

পাইকগাছার খবর
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত
বি.সরকার।। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা একে অপরের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে দেশ ও জাাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির কারনে বুধবার সকাল ৮টায় পৌর সদরের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় গড়ইখালী আলমশাহী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। নামাজ শেষে এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি বাবু। কর্মক্ষেত্রেই ঈদ উদযাপন করেন ইউএনও জুলিয়া সুকায়না। থানা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি ইমদাদুল হক শেখ, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। অপরদিকে ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে জমঈয়তে আহলে হাদিসের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বান্দিকাটি আহলে হাদিস জামে মসজিদে মহিলাদের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দুপুরে থানার ওসি ইমদাদুল হক শেখ সুধী সমাজের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করেন। সবমিলিয়েই ্উৎসবমুখর পরিবেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হয়।
পাইকগাছায় সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার মরহুম শেখ রাজ্জাক আলীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২দিন ব্যাপী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুরআনখানী, মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান ও শনিবার সকালে এনতাজ আলী স্মৃতি সংসদ পাঠাগারের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় ১০জন মেধাবী ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাঠাগারের সহ-সভাপতি এ্যাডঃ জি,এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদান করেন, শেখ রাজ্জাক আলীর কন্যা ডাঃ সাহানা রাজ্জাক, ডাঃ লীনা রাজ্জাক, এফসিএ জনা রাজ্জাক, দৌহিত্র মেহেদী আহসান অনিক। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শেখ ফারুক উদ্দীন, নুর আলী মোড়ল, অঞ্জলী রাণী শীল, শেখ আসাদুল হক, শেখ সিদ্দিকুর রহমান মুক্ত, শেখ আব্দুল আজিজ, জিয়াউল হক, গ্রন্থাগারিক কল্লোল মল্লিক, শেখ সায়মান হোসেন, নাফিজ আহমেদ, কাজী শান্ত ইসলাম, বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের মধ্যে সানজিদা ইসলাম, লামিয়া আক্তার, নুসরাত জান্নাতি, নুরুন্নাহার খাতুন, নাজিয়া ফেরদৌস। অনুষ্ঠান শেষে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এনতাজ আলী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে ২টি ফ্যান প্রদান করা হয়।পাইকগাছায় মঠবাটী, ঘোষাল, চেঁচুয়া মহাশ্বশ্মানের বিশ্রামাগারের ছাদের উদ্বোধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছার গদাইপুর ইউপির মঠবাটী, ঘোষাল, চেঁচুয়া মহাশ্বশ্মানের বিশ্রামাগারের ছাদের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু। শ্বশ্মান কমিটির সভাপতি বিকাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক সুশান্ত সরকার, সন্তোষ সরকার, কল্লোল মল্লিক, অনুপম বিশ্বাস, প্রশান্ত রায়, অধীর বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, প্রজিৎ কুমার রায়, বিপ্লব সরকার ও প্রীতিশ বিশ্বাসের পরিচালনায় উপস্থিত ছিলেন, পার্থ সারথী সরকার, পার্থ প্রতীম সরকার, প্রমথেশ রায়, হিরক বিশ্বাস, দিলিপ ঢালী, সৈকত সরকার, জীবন সরকার, হিল্লোল রায়, প্রকাশ সরকার, সবুজ, জয় সরকার, শিশির মিস্ত্রী, ভক্ত মন্ডল, বাবু সরকার, শিবপদ রায়, গৌরপদ মন্ডল, প্রণব মন্ডল, সুজিত রায়, সিদ্ধার্থ মল্লিক, প্রভাত বিশ্বাস, উৎপল বিশ্বাস, শুভংকর মন্ডল, বিশাল রায় প্রমুখ। -

শহীদ এমএ গফুর একজন সাদা মনের মানুষ ছিলেন-এমপি বাবু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার মাটি অত্যান্ত সমৃদ্ধ। এই মাটিতে বিজ্ঞানী, সু-সাহিত্যিক ও উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পীসহ অসংখ্য গুনীব্যক্তি জন্মগ্রহণ করেছেন। যাদের মধ্যে শহীদ এমএ গফুর অন্যতম। এমপি বাবু বলেন এমএ গফুর ছিলেন একজন সাদা মনের মানুষ, তিনি বঙ্গবন্ধুর কাছের মানুষ হওয়া সত্বেও সাধারণ জীবন যাপন করতেন। এমএ গফুর একাধারে বঙ্গবন্ধুর একান্ত সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,ভাষা সৈনিক ও সাবেক এমএনএ ছিলেন। তিনি একদিকে যেমন ৫২’র ভাষা আন্দোলনে খুলনায় নেতৃত্ব দিয়েছেন, তেমনি জীবনেরর ঝুঁকি নিয়ে ব্যাংক অপারেশন করে মহান মুক্তিযুদ্ধে আর্থিক সহযোগিতা করেছেন। মহান এই ব্যক্তি স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর পরই বঙ্গবন্ধুর মাধ্যমেই পাইকগাছা থেকে সুখী-সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার শুভ সুচনা করেন। তার শূন্যতা কখনো পূরণ হবার নয় উল্লেখ করে এমপি বাবু আরো বলেন বঙ্গবন্ধু ও শহীদ এমএ গফুরের জীবন আদর্শ ভবিষ্যত প্রজন্মের মাঝে তুলে ধরা প্রয়োজন। এজন্য এলাকায় বঙ্গবন্ধু ও এমএ গফুরের স্মৃতি বিজড়িত স্থান রয়েছে সেসব স্থান সংরক্ষন করা হবে। তিনি মঙ্গলবার বিকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ এমএ গফুরের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শহীদ এমএগফুর স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শহীদুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম, শহীদ এমএগফুর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এসএম সাইফুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, উদযাপন কমিটির আহবায়ক এমএম আজিজুল হাকিম, সদস্য সচিব সাংবাদিক আব্দুল আজিজ, কমরেড শেখ আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, ডাঃ আওরোঙ্গজেব প্রিন্স। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রইসুল ইসলাম। উল্লেখ্য ১৯৭২ সালের ৬ জুন আততায়ীর গুলিতে এমএ গফুর শহীদ হন। -

পাইকগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে কোন পদের বিপরীতে একাধিক কোন প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক। ঘোষিত ফলাফল অনুযায়ী এফএমএ রাজ্জাক সভাপতি, তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ সহ-সভাপতি, এম মোসলেম উদ্দীন আহমেদ সাধারণ সম্পাদক ও এন ইসলাম সাগর যুগ্ম-সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ইমদাদুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিভাসেন্দু সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রমথ রঞ্জন সানা ও নির্বাহী সদস্য রবিউল ইসলাম। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সহ দুটি সদস্য পদে কোন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন নাই। -

আওয়ামী লীগ একটি আদর্শীক রাজনৈতিক দল: এমপি বাবু
বি.সরকার।। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী গণতান্ত্রীক আন্দোলনে নিহত সকলের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, আওয়ামী লীগ একটি আদর্শীক রাজনৈতিক দল। দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য নিজের আরাম আয়েশকে উপেক্ষা করে নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অতিদ্রুত বাংলাদেশ উন্নত দেশ হিসাবে পরিচিতি লাভ করবে। নেত্রীর এ পরিশ্রম সফল হওয়ার ক্ষেত্রে অনেকটাই নির্ভর করে দলীয় নেতাকর্মীদের কার্যক্রমের উপর। এমপি বাবু বলেন, ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুঃসময়ে দলের জন্য যাদের অবদান রয়েছে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে। তিনি জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, রাজনীতি চিরস্থায়ী, রাজনীতি ক্ষমতায় আনে। এ জন্য কেউ ক্ষমতায় বিশ্বাসী না হয়ে রাজনীতিতে বিশ্বাসী হয়ে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করুন। তিনি ইফতার মাহফিল শতস্ফুর্ত অংশগ্রহণকে প্রস্ফুটিত একটি ফুল বাগান উল্লেখ করে বলেন, পৃথক কোন ভবনে আর কখনো আওয়ামী লীগ পরিচালিত হবে না। আওয়ামী লীগ সকলের মতামতের ভিত্তিতে দলীয় শৃংখলা বজায় রেখে পরিচালিত হবে। আগামী সেপ্টেম্বরের দিকে দলীয় কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে কোন পকেট কমিটি ও কোন নেতাকে খুশি করা কমিটি হবে না। দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে প্রতিটি নেতাকর্মীকে আওয়ামী লীগের নীতি ও আদর্শকে ধারণ করে রাজনীতি করতে হবে। তিনি শনিবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখ, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোরার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী, কাজল কান্তি বিশ্বাস, এসএমএ মাজেদ, জিএম ইকরামুল ইসলাম, আনন্দ মোহন বিশ্বাস, আরশাদ আলী বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগনেতা জসিম উদ্দীন বাবু, শামীম আহসান, শেখ আনিছুর রহমান মুক্ত, পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধু, মাসুমা বেগম ও ময়না খাতুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ রইসুল ইসলাম। -

পাইকগাছার সংবাদ
পাইকগাছায় চিংড়ীতে পুশ ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেই
চিংড়ী শিল্প ধংসের দ্বার প্রান্তে!!পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছায় প্রকাশ্যে চিংড়ীতে পুশ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকার সর্বোচ্ছ রাজস্ব পেয়ে থাকে সাদা সোনা নামে খ্যাত চিংড়ী থেকে। দেশের মধ্যে সুন্দরবন সংলগ্ন খুলনা থেকে এ খাতে বেশী টাকা রাজস্ব হিসাবে সরকারের কোষাগারে জমা হয়ে থাকে। কিন্ত আজ সাদা সোনা নামীয় চিংড়ী, বিশেষ করে বাগদা চিংড়ী শিল্প খ্যাতটি ধংসের দ্বার প্রান্তে।
পাইকগাছায় মৎস্য অফিস সুত্রে জানা গেছে, উপজেলার সব মিলিয়ে ৫শতাধীক স্থায়ী মৎস্যডিপো এবং ৫শতাধীক ভ্রাম্যমান মৎস্যডিপো বা ব্যবসায়ী আছে। চিংড়ী বা কাঁকড়ার বাজারজাত করতে হলে সরকারী নিয়মনীতি মোতাবেক ডিপো তৈরী করতে হয়। আর ডিপো তৈরীতে সরকারী ভাবে ২৯টি শর্ত পরিপুর্ন বা বাস্তবায়ন করার পরে তারপর তাকে সরকারী ভাবে ডিপোর লাইসেন্স দেয়া হবে। এধরনের কঠোর নির্দেশনা রয়েছে সরকারের। এছাড়া নিয়মনীতির মধ্যে থেকে প্রতিবছর ডিপো মালিকদের লাইসেন্স সরকারী নির্দিষ্ট ফি দিয়ে নবায়নও করতে হয়। আর এর দেখভাল করার দ্বায়িত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বা তার অফিস। গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, বেশীরভাগ মৎস্যডিপোই সরকারী নিয়মনীতির মধ্যে নেই। ২৯টি শর্ত থাকলেই বা পূরণ হলেই সেই ব্যক্তি ডিপোর লাইসেন্স পাবেন এর আগে নয়। অথচ বেশীরভাগ মৎস্যডিপোই লাইসেন্স বিহীন। কিভাবে বা কি কারনে এই মৎস্যডিপোগুলি চিংড়ি কেনাবেচা করছে তারও কোন ব্যাখ্যা নাই। এদিকে ২০১৯ সালের অর্ধবর্ষ শেষ হতে চললেও অনেক ডিপো মালিক তাদের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সেটাও কিভাবে হচ্ছে সচেতন মহল জানতে চায়।
এসকল ডিপোতে প্রকাশ্যে চিংড়ীতে পুশ করা হচ্ছে। আবার ভ্রাম্যমান মৎস্যডিপো বা ব্যবসায়ীরা স্ব স্ব আবাসস্থলেই চিংড়ীতে পুশ করে দীর্ঘ দিন অব্যহত ভাবে চিংড়ি কেনাবেচা করছে। বর্তমান কোন অভিযান নেই। ইতিপূর্বে প্রায়ই অভিযান চালিয়ে জরিমানা সহ লাইসেন্স বন্দের জোরালো নোটিশ দেয়া হতো। বর্তমানে মৎস্যডিপো ছাড়াও বসত বাড়ীতে ও মৎস্যঘেরের বাসায় বসেও চিংড়ীতে চলছে লাগামহীন পুশিং। কিন্তুু ব্যবস্থা গ্রহনের অভাবে থেমে নেই চিংড়ীতে পুশ। এদিকে বিষয়টি নিয়ে শুধু আইন শৃংখলা নয়, উপজেলা মাসিক সম্নয় সভায়ও ব্যাপক আলোচনা হয়। কিন্ত কোন ডিপোতে হানা দিয়ে তাদের অবৈধ কাজে বাধা দেয়া হয়নি। সম্প্রতি সরজমিনে উপজেলার বিভিন্ন বাজার এলাকায় ও বাড়িতে গিয়ে দেখা গেছে প্রকাশ্যে চিংড়ীতে পুশ করছে মৎস্য ব্যাবসায়ীরা। তারা দুর-দুরন্ত থেকে মহিলা ও শিশুদের দিয়ে চিংড়ীতে পুশ করাচ্ছেন মর্মে একাধিক অভিযোগও রয়েছে।
খুলনার সবচেয়ে বড় প্্রাকৃতিক সম্পদ হলো চিংড়ী। আর এ চিংড়ী শিল্পটি সকলের চোখের সামনেই ধংস হতে চললেও কারোর কোন মাথা ব্যাথা নেই রহস্যজনক ভাবে এর কোন প্রতিকারও হচ্ছেনা।
কোন ডিপো মালিক পুশ করলে বা হাতে নাতে ধরতে পারলে তার লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়ার এবং পুশকারীদের বিরুদ্ধে প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা প্রদান করার দাবি সচেতন মহলের। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এ বিষয় এলাকার সচেতন মহলকে চিংড়ীতে পুশিং রোধে সহযোগীতা এবং এগিয়ে আসার আহবান জানান।পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে পাঁচ ব্যাবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়নার নেতৃত্বে শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাইকগাছা পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে সর্বমোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময়ে বিভিন্ন অপরাধে মুদি দোকানদার শ্রীপদ সানাকে পাঁচশ টাকা, নিত্যানন্দ মন্ডলকে ১ হাজার, প্রশান্ত সাধুকে ১ হাজার পাঁচশ, উত্তম সাধুকে ১ হাজার পাঁচশ ও সুকুমার সাধুকে ১হাজার টাকাসহ সর্বমোট পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক ও পাইকগাছা থানা পুলিশ। -

তালায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি ॥
সাতক্ষীর তালায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনর (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি ও উপজেলা সহকারি কমিশনর (ভূমি) অনিমেষ বিশ্বাস।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজকর্মী, এনজিওকর্মী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাংবাদিকরা অংশ নেন।
প্রধান অতিথি বলেন, দেশের স্বার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে চলেছেন সরকার। বর্তমান সরকার এরই মধ্যে দেশের টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন করতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। -

পাইকগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক øেহেন্দু বিকাশ, ক্রীড়া সম্পাদক এসএম বাবুল আক্তার, প্রমথ রঞ্জন সানা, নজরুল ইসলাম, আলাউদ্দীন রাজা ও রবিউল ইসলাম।