Category: ত্রাণ

  • গাজায় আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা

    গাজায় আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা

    আর্ন্তজাতিক ডেস্ক : দ্রুত ত্রাণ না পৌঁছালে ফিলিস্তিনের গাজায় আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেছেন, ‘আমি যতটা পারি এই ১৪ হাজার শিশুকে রক্ষা করতে চাই’। খবর বিবিসি’র।

    তিনি বলেন, ‘আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেয়া দরকার। সেখানে আরও সহায়তা নেয়া যায় কি-না সেটাই হবে জাতিসংঘের ‘সত্যিকার পরীক্ষা’।

    আরো সহায়তা না পেলে আগামী ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশু মারা যেতে পারে- এটি জাতিসংঘ কীভাবে ঠিক করলো, বিবিসির এই প্রশ্নের জবাবে টম ফ্লেচার বলেন, ‘সেখানে আমাদের শক্তিশালী টিম আছে এবং অবশ্যই তাদের অনেকে নিহত হয়েছে। তারপরও এখনো আমাদের অনেকে লোকজন আছে সেখানে। তারা চিকিৎসা কেন্দ্রে আছে, স্কুলে আছে।…. আরও মূল্যায়নের চেষ্টা করছে।’

    এদিকে টানা তিনমাসের ইসরায়েলি অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে ত্রাণসামগ্রী বহনকারী ৫টি ট্রাক। স্থানীয় সময় সোমবার (২০ মে) কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে শিশুখাদ্যসহ জরুরি সাহায্য বহনকারী এই ট্রাকগুলো।

    জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত প্রায় ২০ লাখ গাজাবাসীর জন্য এই সহায়তাকে তিনি ‘জলাশয়ে একটি বিন্দুর মতো’ বলে মন্তব্য করেছেন।

    টম বলেন, গাজায় প্রচুর পরিমাণে সহায়তা প্রয়োজন। মার্চ মাসে ইসরায়েল যখন সাময়িক যুদ্ধবিরতি শেষ করেছিল, তখন প্রতিদিন প্রায় ৬০০ ট্রাক গাজায় প্রবেশ করত।

    তিনি জানান, জাতিসংঘের আরও চারটি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। সেগুলো মঙ্গলবার প্রবেশ করতে পারে। স্থল পরিস্থিতি বিশৃঙ্খল হওয়ায় এসব জরুরি সহায়তা সামগ্রী লুট বা চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সম্পদ দিন দিন কমে আসছে।

    গত ২ মার্চ সাময়িক যুদ্ধবিরতি নিয়ে হামাসের ওপর চাপ সৃষ্টি করার অযুহাতে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর টানা তিনমাস ধরে চলে এই অবরোধ। একটু একটু করে ফুরিয়ে আসে গাজার খাবার,ঔষধসহ জরুরি সব জিনিস। বিশেষত ক্ষুধার জ্বালায় ওষ্ঠাগত হয়ে ওঠে বাসিন্দাদের প্রাণ। এমনকি ইসরায়েলের বোমা থেকে ক্ষুধাকে বেশি ভয় পেতে শুরু করেন গাজাবাসী। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে ইসরায়েলের ওপর চাপ আসতে শুরু করে।

    এদিকে ইসরায়েলের এই পাঁচ ট্রাক সহায়তাকে ‘একদম অপ্রতুল’ বলে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। ইসরায়েলের এমন পদক্ষেপের জন্য তারা নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি গাজা উপত্যকায় নির্মম হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

  • আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না

    আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না

    তালায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ-
    আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না। বিগত দিনে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এ এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতে যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে আপনাদের আর ত্রাণ নিতে হবে না। এলাকায় যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সেতু বাজারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
    তিনি বলেন, সকলের সার্বিক সহযোগতায় ও প্রশাসনের কঠোর পরিশ্রমের কারণে এবারের হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপে যাওয়ার চেষ্টা করেছি। এই অঞ্চলে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
    সোমবার (১৪ অক্টোবর) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
    এসময় জলাবদ্ধ এলাকার পানি বন্ধি ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

  • ফিংড়ী ইউনিয়নে হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে এমপি রবির পক্ষ থেকে ইফতার বিতরণ

    ফিংড়ী ইউনিয়নে হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে এমপি রবির পক্ষ থেকে ইফতার বিতরণ


    নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজানে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা ও কাছারিবাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়া হয়। এসময় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও রোজাদাররা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে ইফতার পেয়ে বেজায় খুশি হয়ে তাঁর জন্য দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন ইউপি সদস্য মো. ইউছুফ আলী ও পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নুর মনোয়ারসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • বাদামতলায় ইফতার বিতরণ করলেন আসাদুজ্জামান বাবু

    বাদামতলায় ইফতার বিতরণ করলেন আসাদুজ্জামান বাবু

    সাতক্ষীরা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের ৯ম দিনে ভোমরা ইউনিয়নের বাদামতলা বাজার এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।
    শনিবার (পহেলা এপ্রিল ) বিকালে বাদামতলা বাজারের পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এমনিভাবে প্রতিদিন রাস্তায় দাড়িয়ে ৩’শ রোজদারের হাতে ইফতার পৌছে দিচ্ছেন তিনি।
    এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবলীগের আহয়াবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্ররীগের সাবেক সভাপতি রেজা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক ও উইপি সদস্যগন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের প্রমূখ।

    ইফতার পেয়ে বাদামতলা এলাকার রিজাউল করিম বলেন, জিসিনপত্রের যে দাম আমাদের পক্ষে ইফতার কেনা কঠিন হয়ে যাচ্ছে। সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ভাই নিজে হাতে পথচারী ও অসহায় গরীব মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছেন। ইফতারির প্যাকেট পেয়ে আমি খুবই খুশি।

    সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার মাহফিল বা পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি আমাদের গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতায় প্রতিদিন ৩’শ দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। আগামী দিনগুলোতে এই কার্যক্রম অব্যহত রাখবো।

  • ড. ইউসুফ আব্দুল্লাহর উদ্যোগে সাতক্ষীরায় ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    ড. ইউসুফ আব্দুল্লাহর উদ্যোগে সাতক্ষীরায় ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    সাতক্ষীরা সদর, দেবহাটা, আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
    প্রতিবছরের ন্যায় এবারো সাতক্ষীরার কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষাবিদ নর্দান এডুকেশন গ্রুপ ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এর ব্যাক্তিগত অর্থায়নে ইফতার সামগ্রী বিতারণ করা হয়। সকালে দক্ষিণ কুলিয়া কাব ইবনে মালেক মাদ্রাসা প্রাঙ্গণে তিনি উপস্থিত থেকে এ ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

    এ সময় তিনি বলেন, দীর্ঘ এক দশকের বেশি সময়ের ধারাবাহিকতায় এ বছরে সাতক্ষীরা জেলায় ৩০টি ইউনিয়নের অসহায় রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য।

    অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গগণ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • কালীগঞ্জে কল্যান সংস্থার খাদ্য বিতরণ

    কালীগঞ্জে কল্যান সংস্থার খাদ্য বিতরণ

    কালিগঞ্জ (শহর) প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহৎপুর কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ-উল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ মে বুধবার সকাল ১০ টায় মহৎপুর কল্যাণ সংস্থার পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব মেনে কয়েক শত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা চাল, ডাল, চিনি, সেমাই, তৈল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্যাকেজ দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপজেলার মহৎপুর কল্যাণ সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক খান ফজলুল হক এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ও সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খান আহসানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহৎপুর কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক অধ্যাপক জিএম আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সহ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ শহিদুর রহমান সৈয়দ, মমিনুর রহমান, আব্দুল্লাহ আল শাকিল প্রমূখ। উল্লেখ্য মহৎপুর কল্যাণ সংস্থা ২০১৪ সালে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, শিক্ষক সহ গণমান্য ব্যক্তিদের নিয়ে স্থাপিত হয়। এই সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এলাকার কৃতি সন্তান শেখ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন এলাকার কৃতি সন্তান বর্তমান বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ আব্দুল্লাহ আল সাঈদ। এই সংস্থার উদ্যোগে তাদের আর্থিক সহযোগিতায় প্রতিবছর ঈদ উপলক্ষে উপহার সামগ্রী শীতের সময় শীতের কাপড়, কম্বল এবং যে কোন দুর্যোগের সময় কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার হতদরিদ্র দুস্থ পরিবারের মাঝে সহযোগিতা করা হয়।

  • তুয়ারডাঙ্গা আস সাদিক যুব সংঘের খাদ্য বিতরণ

    তুয়ারডাঙ্গা আস সাদিক যুব সংঘের খাদ্য বিতরণ

    মশাল ডেস্ক: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গায় আস-সাদিক যুবসংঘ অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
    বুধবার বিকালে তুয়ারডাঙ্গা মৎস্য সেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    সংগঠনের সভাপতি মো: পলাশ সরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কবি রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তুয়ারডাঙ্গা ঈদগাহ ময়দানের সভাপতি ইব্রাহিম খলিল টুকু। বিশেষ অতিথি ছিলেন দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল। এসময় যুবসংঘের সাধারণ সম্পাদক অলিউল্লাহ, ইকবাল হোসেন, সেলিম হোসেন, সোহেল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

  • কালিগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

    কালিগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

    কালিগঞ্জ (শহর) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংগঠন সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১০ মে সোমবার সকাল ৯টায় কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় রিজাভ তহবিল হতে ঈদ উপলক্ষে ও করোনাভাইরাস এ ক্ষতিগ্রস্থ দলীয় সদস্য ও স্থানীয় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুশীলের উপ পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু । এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহরিয়ার খান রিপন, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক মাহমুদুর রহমান, সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকার, সেন্ট্রাল ম্যানেজার মহাসিন আলম, অভ্যন্তরীণ অডিট অফিসার রবীন্দ্রনাথ, সুশীলদের রফিকুল ইসলাম, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আতিকুর রহমান ও শোয়েব আহমেদ। চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

  • আশাশুনিতে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ

    আশাশুনিতে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ

    মশাল ডেস্ক: আশাশুনিতে করোনা ভাইরাস আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ করা হয়।
    উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন করোনা রোগীকে প্রত্যেককে ৩ হাজার ৫০০ টাকা করে চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রাপ্ত চেকগুলো হস্তান্তর করেন। সহকারী কমিশনার (ভুমি) শাহিন সুলতানার সঞ্চালনায় এসয় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন।

  • কলারোয়ায় অনুদানের চেক বিতরণ

    কলারোয়ায় অনুদানের চেক বিতরণ


    খোরদে (কলারোয়া) প্রতিনিধি :গতকাল সোমবার সকাল ১১ টার সময় কলারোয়া উপজেলা হল রুমে করোনায় আক্রান্ত হয়ে ৩০ জন সুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতি জনকে ৩৫০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক প্রদান করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য কমরেড এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মীর খায়রুল কবির। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম.পি বলেন, করোনা মোকাবেলায় শুধু আইন দিয়ে জনগণকে সচেতন করা যাবে না। প্রত্যেকটা মানুষের নিজ দায়িত্ব নিয়ে মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ীর বাহিরে না যাই, আজকে থেকে প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে। তাহলেই আমরা করোনা থেকে মুক্তি পেতে পারি। তা না হলে আমাদের পার্শ্ববর্তি দেশের মত পরিস্থিতি হলে কিছুই করার থাকবে না। এ জন্য তিনি সকলকে সচেতন হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।

  • দেবহাটায় মা দিবসে অসহায় মায়েদের মাঝে ত্রাণ বিতরন

    দেবহাটায় মা দিবসে অসহায় মায়েদের মাঝে ত্রাণ বিতরন

    দেবহাটা প্রতিনিধি: বিশ্ব মা দিবসে উপলক্ষে দেবহাটায় দুঃস্থ ও অসহায় মা’দের মাঝে ত্রাণ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, মহিলা বিষয়ক অফিসের হিসাবরক্ষন মিজানুর রহমান, অফিস সহকারী দিপুআর রহমান, প্রশিক্ষক বিলকিস খাতুন, শাহানার পারভীন। মা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে ১১ জন অসহায় মাকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

  • আশাশুনিতে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

    আশাশুনিতে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাসে আক্রান্ত ক্ষতিগ্রস্থদের জন্য প্রধান মন্ত্রীর পক্ষ থেকে উপহারের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নের ৩০ জন করোনা রোগীর মধ্যে ৩ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবত্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার বাছাড়, খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম.মোনায়েম হোসেন প্রমুখ।

  • আশাশুনিতে নগদ অর্থ ও সবজির বীজ বিতরণ

    আশাশুনিতে নগদ অর্থ ও সবজির বীজ বিতরণ


    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ৭৫০ পরিবারের মাঝে এ নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তকিম। জেলা রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশীদ প্রমূখ। এসময়র প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৪ হাজার ৫ শত টাকা ও সবজি বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • দেবহাটায় জলবায়ু পরিবর্তন, ইনজুরি প্রতিরোধ ও নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

    দেবহাটায় জলবায়ু পরিবর্তন, ইনজুরি প্রতিরোধ ও নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা


    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জলবায়ু পরিবর্তন, ইনজুরি প্রতিরাধ, নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্য সম্মত খাদ্য সম্পর্কে সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে”র সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা সিনিয়র স্বাস্থ শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তীর উপস্থাপনায় চিত্র প্রদর্শনীসহ জলাবায়ু পরিবর্তনের কারন, এর প্রভাবে ক্ষতি এবং এর থেকে উত্তরনের বিভিন্ন পন্থা, বিভিন্ন ইনজুরিতে ক্ষতি সাধনের ঝুকি কমানো, ছাড়াও নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত খাদ্য শির্ষক আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, স্বাস্থ্য কমপ্লেক্সে”র আরএমও ডাঃ বিপ্লব মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা তাওফিক ইলাহী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শওকাত ওসমান, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তরায়ন কর্মকর্তা শফিউল বশার, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর অমল চন্দ্র মন্ডল, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, সার্সের প্রতিনিধি শামীম হোসেনসহ সরকারী বেসনকারী সংস্থায় বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

  • মা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রি বিতরণ

    মা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রি বিতরণ

    আমিরুল ইসলাম: মা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রি ও হতদরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইডেট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ ঈদ সামগ্রি ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
    মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইডেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল আহাদ প্রমুখ।
    এসময় ৪০০ অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রি বিতরণ করা হয় এবং দুটি হত দরিদ্র পরিবারকে সাবলম্বী করার উদ্দেশ্যে দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

  • কালিগঞ্জে মানবিক সহায়তার চেক বিতরণ

    কালিগঞ্জে মানবিক সহায়তার চেক বিতরণ


    কালিগঞ্জ (শহর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপহার কালীগঞ্জের ৩০ পরিবার পেলেন। করোনাভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্থ ৩০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ মে বুধবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ হতে কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ক্ষতিগ্রস্থ অসহায় ৩০ জন ব্যক্তিদের মাঝে অনুদানের চেক জনপ্রতি তিন হাজার পাঁচশত টাকা বিতরণ করা হয়। চেক তুলেদেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান। বর্তমান লকডাউনে ঘরবন্দী ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা ঈদের আগে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার চেক পেয়ে তারা খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • দেবহাটায় করোনাক্রান্ত ৩০ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

    দেবহাটায় করোনাক্রান্ত ৩০ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

    দেবহাটা প্রতিনিধি: একদিকে পরিবারের সদস্যদের শরীরে করোনার হানা, অন্যদিকে লকডাউনে জীবিকা নির্বাহ বন্ধ হয়ে তীব্র আর্থিক অসচ্ছলতায় পড়েছেন মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের পরিবার। সেজন্য এসকল অসচ্ছল করোনা আক্রান্তদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দেবহাটা উপজেলার করোনা আক্রান্তদের মধ্যে থেকে ৩০টি অসচ্ছল পরিবারের হাতে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তার চেক বিতরণ করেন দেবহাটা উপজেলা প্রশাসন। প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া সাড়ে ৩ হাজার টাকার চেক বিতরণকালে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • জেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

    জেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ


    সংবাদদাতা: জেলা যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় অসহায়-দুস্থ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু’র সৌজন্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ও যুবলীগ নেতা শেখ শফি উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, জেলা যুবলীগের সদস্য ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন আল আমিন, পৌর যুবলীগের সাবেক সভাপতি মাছুম মোল্লা, এসএম আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সৈয়দ শাহেদুজ্জামান সাগর, শেখ মারুফ হাসান, সৈয়দ রাশেদুজ্জামান নাঈম, শেখ ইফতি হাসান প্রমুখ।