Category: তালা

  • তালায় জাতীয় যুবদিবস উপলক্ষে র‌্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত

    তালায় জাতীয় যুবদিবস উপলক্ষে র‌্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত

    তালা (সাতক্ষীরা):
    “দক্ষ যুব গড়বে দেশ, বৈশম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে জাতীয় যুবদিবস উপলক্ষে র‌্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (০১ নভেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াসের সভাপতিত্বে ও সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
    বক্তব্য রাখেন, বেসরকারী উন্নয়ন সংগঠন ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, শিশু তীর্থ স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, তরুণ উদ্দ্যোক্তা মাছাদুজ্জামান ও লাকি আক্তার।
    আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে প্রশিক্ষণ সার্টিফিকেট, প্রশিক্ষনার্থীদের সম্মানী ও উপকার ভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপকারভোগী ২২ জন সদস্য’র মধ্যে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
    এর আগে যুব দিবসের র‌্যালী তালা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

  • তালার সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ

    তালার সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ

    কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালার জলাবদ্ধ এলাকার বানভাসি সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছে।
    তেঁতুলিয়া ইউনিয়নের ২ ওয়ার্ডে ৪৫০ অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ ও আলু বিতরণ করেন।
    ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব অর্ন্তবর্তী সরকারকে উদ্দ্যেশ্যে করে বলেন, ভোটারদের দাবিগুলো পূরণ করে দ্রæত সংস্কার করে ভোটের তারিখ ঘোষনা করুন। দেশের ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ১৫ বছর ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এদেশের মানুষ ভোট দিতে চায়। তাই যত দ্রæত সম্ভব ভোটের ব্যবস্থা করুণ।
    তিনি বলেন, অতি বৃষ্টির কারণে তালা উপজেলার অধিকাংশ জায়গা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় বোরো চাষের না হওয়ার সম্ভনা দেখা দিয়েছে। এসব এলাকার কৃষকরা যাতে বোরো চাষ করতে পারে সে জন্য আগামী ১ মাসের মধ্যে পানি সরানোর ব্যবস্থা করা হবে।
    শনিবার (২৬ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দেওয়ানীপাড়া ঈদগাহ মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়াজান আলী মোড়ল, উপজেলা যুবদরে সভাপতি মির্জা আতিয়ার রহমান, আব্দুল মান্নান মিঠুর প্রমুখ।
    উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাফা মহাসিন মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানসহ উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • এইচএসসি পরীক্ষায় ফেল করায় তালায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

    এইচএসসি পরীক্ষায় ফেল করায় তালায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

    এসএসসি পরীক্ষায় ফেল করায় সাতক্ষীরার তালায় এক কলেজ ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে তালা উপজেলার মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে।

    আত্মহননকারী এসএসসি পরীক্ষার্থীর নাম জ্যোতি দেবনাথ (১৮)। সে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামের অজিত দেবনাথের মেয়ে।

    মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, জ্যোতি এবার তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। গত ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয। কিন্তু জ্যোতি এক বিষয়ে ফেল করার কারনে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পরীক্ষায় ফেল করার পর জ্যোতি বাড়িতে কারও সাথে কথা বলতো না, ঠিকমত খাওয়া-দাওয়াও করত না। এ নিয়ে বাড়িতে একটু অশান্তি হয়েছিল।

    এ ঘটনার যের ধরে শুক্রবার বিকালে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করে জ্যোতি। বিকালে ঘরের দরজা বন্ধ থাকায় বাবা-মার সন্দেহ হলে তারা ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় জ্যোতি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

    তালা থানা পলিশ জানায়, কারোর কোন অভিযোগ না থাকায় মরদেহ দাহ করার অনুমতি দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • তালায় স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

    তালায় স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

    সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক এক স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন । শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন।

    এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিয়ের উপযুক্ত বয়স না হলে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা প্রদান করেন মেয়ের বাবা।

    তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শুক্রবার উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী গ্রামের এর স্কুলছাত্রীর (১৬) বিয়ের আয়োজন ছিল। এ ব্যাপারে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে সেখানে গিয়ে হাজির হন তালার কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিৎ ঘোষ, সরুলিয়া ক্লাবের সংগীত শিক্ষক টুম্পা বিশ্বাস এবং পাটকেলঘাটা থানার পুলিশের একটা টিম।

    এ সময় উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয় এবং ওই ছাত্রীর বাবা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মুচেলকা প্রদান করেন।

  • তালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

    তালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

    তালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দি সোয়ালোজ ইন ডেনমার্ক ও নেট টু রাইটস এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে র‌্যালি শেষে খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের হাউজ চার্জ অব বাংলাদেশ এর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার। ভূমিজ ফাউন্ডেশনের সুশিল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস, ভূমিজফাউন্ডেশনের উন্নয়স কর্মী স্বপ্না বিশ^াস ও স্থানীয়দের মধ্যে টুম্পা দাস। উক্ত অনুষ্ঠানে উপজেলার ফতেপুর ও হাজরাকাটি গ্রামের শতাধিক নারী উপস্থিত ছিলেন।

  • তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরার তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২ টায় তালার উত্তরণ আইডিআরটিতে স্থানীয়ভাবে পরিচালিত ক্রিয়াকলাপ টেকসই জল ও ভূমি ব্যবস্থ্পানা (ল্যান্ডওয়াটার) বিষয়ক প্রকল্পের সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী, প্রাণিসম্পদ অফিসার ডাঃ শেখ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ জাহিরুল ইসলাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার মন্ডল প্রমুখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ রাফাত। উক্ত সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপকারভোগিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না

    আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না

    তালায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ-
    আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না। বিগত দিনে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এ এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতে যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে আপনাদের আর ত্রাণ নিতে হবে না। এলাকায় যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সেতু বাজারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
    তিনি বলেন, সকলের সার্বিক সহযোগতায় ও প্রশাসনের কঠোর পরিশ্রমের কারণে এবারের হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপে যাওয়ার চেষ্টা করেছি। এই অঞ্চলে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
    সোমবার (১৪ অক্টোবর) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
    এসময় জলাবদ্ধ এলাকার পানি বন্ধি ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

  • তালায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা  হাবিবুল ইসলাম হাবিব

    তালায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা  হাবিবুল ইসলাম হাবিব

    বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
    বৃহস্পতিবার (১০ অক্টোবর)  দিনব্যাপী তিনি উপজেলার নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, কুমিরা, খলিশখালী,জালালপুর,মাগুরা,ইসলামকাটি,তেতুলিয়া,খলিলনগর তালা সদরসহ বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন।
    পূজামন্ডপ পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, আবহমানকাল থেকে দেখে আসছি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছে। তাই এই উৎসব সার্বজনীন।
    তিনি আরো বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী মন্ডপে মন্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।
    পূজামন্ডপ পরিদর্শনকালে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান জাহঙ্গীর হোসেন,  ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    এ বছর তালা উপজেলায় ১৯৬টি পূজামন্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
  • তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
    সাতক্ষীরার তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপের অনুকুলে সরকারী অনুদান বিতরণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ১৯৬ টি পূজা মন্ডপের অনুকুলে ৫০০ চাল প্রদান করা হয়।
    বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
    তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
    বক্তব্য রাখেন, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সারধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওঃ শফিদুল্লাহ, আনছার ভিডিপি কর্মকর্তা শিরিনা খাতুন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, খলিসখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন প্রমুখ।
    এসময় তালা উপজেলার ১৯৬ টি পূজা মন্ডপের মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বক্তরা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধতার কারণে পূজায় চলাফেরা করতে সমস্যা হতে পারে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী খুব কঠোর থাকবে। শারদীয় দূর্গোৎসব যাতে সকলে মিলে ভালো ভাবে করা যায় সে জন্য সকলকে সচেতন হতে হবে। সরকারী নির্দেশনা মোতাবেক সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। প্রতিটি ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা এ কাজে সহযোগীতা করবেন।

  • তালায় বিএনপি’র মতবিনিময় সভা

    তালায় বিএনপি’র মতবিনিময় সভা

    যারা চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত তারা বিএনপি’র কর্মী হতে পারে না- সাবেক এমপি হাবিব

    বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব নেতা কর্মীদের উদ্দ্যেশ্যে বলেছেন, যারা চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত তারা বিএনপি’র কর্মী হতে পারে না। বিএনপি’র কোনো নেতাকর্মী সালিশ বিচার করতে পারবে না। জমি দখল, ঘের দখল, সাধারণ মানুষের উপর হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে আমাদের হয়রানি করেছে তাদেকে চিহ্নিত করে রাখতে হবে তবে তাদের অপদস্থ করা যাবে না।
    বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তালা সরকারী কলেজের হলরুমে উপজেলা বিএনপি’র উদ্দ্যেগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
    তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
    এসময় হাবিব বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ট ও নিরপেক্ষ। বিগত সরকারের মতো কারচুপির নির্বাচন আর হবে না। সে কারণে যারা জনপ্রতিনিধি হতে চান তাদের এলাকায় মানুষের কল্যাণে কাজ করেন।
    তিনি বলেন, শারদীয় দূর্গাউৎসবে পূজা অর্চনায় নিয়ে ষড়যন্ত্র হতে পারে। বিএনপি’র নেতৃত্বে প্রতিতি ইউনিয়নে প্রতিটি মন্দির কমিটি করে তাদের ধর্মপালনে সবধরণের সহযোগীতা করতে হবে।
    জেলা বিএনপি’র নেতা তারিকুল হাসান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম মোন্তফা, মোঃ জিল্লুর রহমান, মোহাব্বত হোসেন, রাশিদুল হক রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জাহাঙ্গীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান সহ সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক ও বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

  • কপোতাক্ষ নদ অববাহিকার পাখিমারা বিল/তালায় পলিদ্বারা ভরাট হওয়া খাল খনন এবং টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবী

    কপোতাক্ষ নদ অববাহিকার পাখিমারা বিল/তালায় পলিদ্বারা ভরাট হওয়া খাল খনন এবং টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবী

    নিজস্ব প্রতিনিধি \
    সাতক্ষীরার তালায় ‘কপোতাক্ষ নদ অববাহিকার পাখিমারা বিলের পলিদ্বারা ভরাট হওয়া খাল জরুরীভাবে খনন এবং বাস্তবায়িত টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবীতে’ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তালা প্রেসক্লাবে পাখিমারা টিআরএম বিল এলাকার অধিবাসী আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
    পাখিমারা টিআরএম বিল কমিটির বালিয়া এলাকার সভাপতি মোঃ আব্দুল আলীম সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য বলেন, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণে ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা তালা উপজেলাধীন পাখিমারা বিলে সরকার কর্তৃক জোয়ারাধার তথা টিআরএম কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে সমগ্র কপোতাক্ষ অববাহিকার ভুক্তভোগী মানুষ জলাবদ্ধতার কবল থেকে মুক্ত হয়েছে কিন্তু আমরা পাখিমারা বিল অধিবাসীরা টিআরএম দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। টিআরএম বন্ধ হওয়ার পর ক্ষতিসমূহ এখনও অব্যাহত আছে।
    উল্লেখ্য, টিআরএম বাস্তবায়িত হওয়ার কারণে বিলের মধ্যে নিস্কাশন খালগুলো পলি দ্বারা ভরাট হয়েছে। পেরিফেরিয়াল বাঁধ সংস্কারের নামে কর্তৃপক্ষ বালিয়া কাটপয়েন্ট থেকে ১ কি,মি, দূরে সংযোগ খাল বেঁধে টিআরএম কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে এই সংযোগ খাল জোয়ারের পলি দ্বারা দ্রæত ভরাট হয়ে পানি নিস্কাশনের অনুপোযোগী হয়ে পড়েছে। এখন নদী থেকে বিলের মধ্যে পানি উঠানো হলে সে পানি যেমন নামতে পারছে না তেমনি বিলের মধ্যে বর্ষার পানিও নিস্কাশিত হতে পারছে না, সমগ্র বিল এখন জলাবদ্ধ কবলিত। যার কারণে বিলে ধান চাষ, মাছ চাষ এবং সবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে না। মানুষের জীবিকা ও ভরণ পোষণ নির্বাহের জন্য জরুরীভাবে সংযোগ খালসহ বিলের খাল খনন করা প্রয়োজন।

    দ্বিতীয়ত ঃ বিলে যতোদিন টিআরএম বাস্তবায়িত হয়েছে সেই হিসেবে জমির মালিকরা প্রাপ্য অর্থের মাত্র ১৮% টাকা ক্ষতিপূরণ পেয়েছে, এখনও ৪৬ কোটি টাকা সরকারের কাছে বকেয়া আছে যা না পাওয়ায় এলাকাবাসীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বকেয়া টাকা পরিশোধের জন্য বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়েরনিকট জনগণের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিন্তু কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত এখনও পর্যন্ত আমরা অবগত হতে পারেনি।

    জনগণের দাবী : পাখিমারা বিলে পলি দ্বারা ভরাট হওয়ায় সংযোগ খাল ও অন্যান্য খালগুলো খননের জন্য জরুরীভাবে প্রকল্প গ্রহণ এবং অতিদ্রæত বাস্তবায়িত টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা।

    আব্দুল আলীম বলেন, সম্প্রতি বিল এলাকায় জরুরীভাবে পানি নিস্কাশনের জন্য ১কি,মি, খালে একটি প্রণালী সৃষ্টির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ লক্ষ টাকা এবং উত্তরণ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছেন।
    সংযোগ খালে প্রণালী সৃষ্টি হলে সাময়িকভাবে  কিছু উপকার পাওয়া যাবে, তবে দ্রæত সময়ের মধ্যে জোয়ারের পলি দ্বারা এ প্রণালী আবারও ভরাট হবে এবং আমরা বিশ্বাস করি বিলের মধ্যের খালগুলো পূর্বাবস্থায় থাকায় জলাবদ্ধ সমস্যা থেকেই যাবে। মূলতঃ সংযোগ খাল ও ভিতরের পলি ভরাটকৃত খালগুলো পূর্ণ ডিজাইনে খননের জন্য একটি প্রকল্প গ্রহণ জরুরী হয়ে পড়েছে।

    আব্দুল আলীম বলেন, আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলকে আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষন করছি। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ পাখিমারা বিল অধিবাসীদের জলাবদ্ধতা থেকে বাঁচাতে তাদেরজীবন-জীবিকা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা আমাদের পাশে দাঁড়ান।

    ##
  • তালায় মা মেয়েকে শারিরিক নির্যাতন : উদ্ধার করলো সেনাবাহিনী

    সাতক্ষীরার তালায় শারিরীক নির্যাতনের শিকার থেকে মা ও বোনকে উদ্ধার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তালা ক্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম। শুক্রবার সন্ধায় তাদেরকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়েনর শুভাষীনি এলাকার মিন্টু মলঙ্গীর বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করেন তিনি। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সকল আসামীরা পালিয়ে যায়।
    উদ্ধার কৃতরা হলেন, শুভাষীনি মলঙ্গীপাড়ার মিন্টু মলঙ্গীর স্ত্রী নার্গিস বেগম (৪০) ও তার শাশুড়ি মহিফুল বিবি (৬০)। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    অভিযোগের ভিত্তিতে জানাযায়, বিগত ২৭ বছর পূর্বে ইসলামী শরিয়াত মোতাবেক উপজেলার শুভাষীনি গ্রামের মলঙ্গী পাড়ার রহিম মলঙ্গীর ছেলে মিন্টু মলঙ্গীর সাথে রাসেল শেখের বোনের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসারে ৪ কণ্যা সন্তান জন্ম গ্রহন করেন। বিবাহের পর থেকেই নানা অজুহাতে সব সময় তার বোনের উপর নির্যাতন করতো তার বোনের শশুর রহিম মলঙ্গী ও শাশুড়ী ফিরোজা বেগম ও দেবর সেলিম মলঙ্গী। গত বুধবার তার বোনকে ব্যাপকভাবে নির্যাতন করে ঘরে আটকে রাখে। বৃহস্পতিবার মা বোনের বাড়িতে বেড়াতে গেলে তাকেও শারিরীক ভাবে নির্যাতন করে কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পাশের বাড়ি থেকে রাসেল শেখের কাছে ঘটনার বর্ননা দিয়ে তাদেরকে উদ্ধার করতে আকুতি জানায়। ফোন পেয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনী তালা ক্যাম্প কমান্ডারের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগর ভিত্তিতে সেনাবাহিনী মিন্টু মলঙ্গীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।
    এঘটনায় রাসেল শেখ জানায়, বিগত ২৭ বছর পূর্বে আমার বোনের বিবাহ হয়। বিবাহের পর থেকে বোনের শশুর-শাশুড়ি তার বোনের উপর নির্যাতন চালিয়ে আসছে। ইতোপূর্বে তার বোনকে শারিরীক নির্যাতনের একপর্যায় মৃত ভেবে মূখে বিষ ঢেলে দিয়েছিল। পরে তাকে চিকিৎসা করে সুস্থ্য করা হয়। সে সময় স্থানীয় গন্য মান্য ব্যক্তি শালিস বৈঠকে মাপ চেয়ে মুচলেকা দিয়ে রেহাই পান মিন্টু মলঙ্গীর পরিবার। এসময় রাসেল শেখ মা ও বোনের উপর এমন অমানুষিক নির্যাতনের বিচার দাবী করেন।
    মিন্টু মলঙ্গীর পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদেন কাউকে পাওয়া যায়নি।
    বাংলাদেশ সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর থানার মুন্সীপাড়া এলাকার আব্দুল গফফার শেখের ছেলে রাসেল শেখ তার মা ও বোনকে আটকিয়ে রেখে নির্যাতন করা হচ্ছে বলে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকালে মিন্টু মলঙ্গীর বাড়িতে অভিযান চালিয়ে তার মা ও বোনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামিরা সকলে পালিয়ে যায়। গুরুত্বর আহত মা ও বোনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পরিবারে মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • তালায় একইদিনে ৪ জনের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি!

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালায় একইদিনে তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উক্ত নিষেধাজ্ঞা জারী করেন এবং কিশোর-কিশোরীর অভিভাবকের মুচলেকা দেন।
    তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একাধিক কিশোর-কিশোরীর বাল্যবিবাহ অনুষ্ঠিত হবে। এসব খবর জানতে পেরে সেখানে হাজির হন জেন্ডার প্রমোটার ও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষকসহ স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ। এ সময় তাদের বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়। মঙ্গলবার সকালে তারা হাজির হন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে। এ সময় তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাদের অভিভাবকরা মুচলেকা দেন।
    উল্লেখ্য, উপজেলার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর, তালা সদর ইউনিয়নের জাতপুর ও কিসমতঘোনা এবং তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের ৪ন জন কিশোর-কিশোরীর বাল্যবিবাহে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

  • বাঁচতে চায় স্কুল ছাত্রী সামিয়া

    বাঁচতে চায় স্কুল ছাত্রী সামিয়া

    চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

    ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ১১ বছরের সামিয়া তাহসিন। মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়ে তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়।
    সামিয়ার বাবা মো. শুজাউদ্দীন সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের এক অতি সাধারণ দরিদ্র কৃষক। তার মা জোহরা খাতুন একজন গৃহিণী। চার ভাইবোনের মধ্যে সামিয়া তৃতীয়। সে স্থানীয় এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে খুবই ভাল রেজাল্ট করে এসেছে।
    বোনের মধ্যে সবার বড়টি এইএসসি পরীক্ষার্থী। তার পরেরজন নবম শ্রেণিতে পড়ছে। সবার ছোট ভাই, সে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। মেয়েটির ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে সামিয়ার পুরো পরিবার এখন দিশেহারা।
    সামিয়ার বাবা মো. শুজাউদ্দীন বলেন, প্রায় ৪ মাস আগে শারীরিক সমস্যা দেয় সামিয়ার। জ্বর জ্বর লাগে, মাথায় মাঝে মাঝে প্রচ- ব্যাথা হয়। ক’দিন ধরে বাঁ চোখটিও বুঁজে আসছে। জোর করেও তাকিয়ে থাকতে পারে না। দেখতেও পারছে না ঠিকমতো। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চলতি বছরের জুন মাসের ২০ তারিখে ধানম-ির গ্রিন লাইফ হাসপাতালে টিউমার অপসারণ করা হয়। বায়োপসি রিপোর্টে সামিয়ার ক্যানসার ধরা পড়ে।
    সামিয়া ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডা. মো. ইউছুফ আলীর অধীনে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলেছেন, ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত ১৭টি কেমো ও ২৮টি রেডিও থেরাপি দিতে পারলে শিশুটি সুস্থ হয়ে যাবে। আর সেজন্য প্রয়োজন অন্তত ২০ লক্ষ টাকা।
    জানা গেছে, ইতোমধ্যে সহায় সম্পত্তি বিক্রি করে সন্তানের চিকিৎসার জন্য প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় করেছেন সামিয়ার বাবা। চিকিৎসার বাকি খরচ জোগানো তার একার পক্ষে আর সম্ভব নয়। একদিকে সামিয়ার চিকিৎসা, অন্যদিকে স্কুল-কলেজ পড়ুয়া অন্যান্য সন্তানদের লেখাপড়া আর সংসার খরচ। উভয় দিকেই চরম নাজুক অবস্থা শুজাউদ্দীনের। একদিকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে প্রাণপ্রিয় সন্তান, অপর দিকে বিপুল পরিমাণ টাকার যোগাড়ের অনিশ্চয়তা। কোন দিকে যাবেন এই অসহায় পিতা?
    এখন প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের দিকে তাকিয়ে আছেন সামিয়ার বাবা ও পরিবার। ২০ লক্ষ টাকা সামিয়াদের মতো পরিবারে অকল্পনীয় হলেও সমাজের সবাই মিলে এগিয়ে এলে এই পরিমাণ অর্থ জোগাড় হওয়া হয়তো অতটা কঠিন হবে না। প্রয়োজন শুধুই সামান্য একটু ভালোবাসা আর অন্তর থেকে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসা। সামিয়াকে বাঁচাতে তার বাবা শুজাউদ্দীনের বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে আপনার সহায়তা পৌঁছে দিতে পারেন। মো. শুজাউদ্দীন, মোবাইল, বিকাশ ও নগদ নম্বর- ০১৭৩৫-১৮৬৭৯০, সঞ্চয়ী ব্যাংক হিসাব নম্বর- ০১০০৫৪০০৬, সোনালী ব্যাংক, মাগুরা বাজার শাখা, তালা, সাতক্ষীরা।

  • তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

    তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

    সাতক্ষীরায় তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পৈত্রীক সম্পত্তি উপর শতাধিক কলাগাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘঠেছে মঙ্গলবার (২৩ জুলাই) গভির রাতে উপজেলা খলিনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে।
    এই ঘটনায় হাজরাকাটি গ্রামের মৃত আঃ জব্বার বিশ্বাসের ছেলে মোঃ ইমান আলী বিশ্বাস (৬৫) বুধবার তালা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
    মোঃ ইমান আলী বিশ্বাস জানান যে, একই এলাকার আফজ উদ্দীন বিশ্বাস এর ছেলে ফারুক বিশ্বাস (৪০) ও বিল্লা বিশ্বাস গং দের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই শুত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে আমার পৈত্রিক সম্পত্তিতে রোপনকৃত শতাধিক কলাগাছ কেটে দেয়। এই ঘটনার বিচার পেতে তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
    তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
    তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ
    তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \
    সাতক্ষীরায় তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পৈত্রীক সম্পত্তি উপর শতাধিক কলাগাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘঠেছে মঙ্গলবার (২৩ জুলাই) গভির রাতে উপজেলা খলিনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে।
    এই ঘটনায় হাজরাকাটি গ্রামের মৃত আঃ জব্বার বিশ্বাসের ছেলে মোঃ ইমান আলী বিশ্বাস (৬৫) বুধবার তালা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
    মোঃ ইমান আলী বিশ্বাস জানান যে, একই এলাকার আফজ উদ্দীন বিশ্বাস এর ছেলে ফারুক বিশ্বাস (৪০) ও বিল্লা বিশ্বাস গং দের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই শুত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে আমার পৈত্রিক সম্পত্তিতে রোপনকৃত শতাধিক কলাগাছ কেটে দেয়। এই ঘটনার বিচার পেতে তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
    তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • তালায় রাস্তা বাঁশের বেড়া : ঘরে আবর্জনা ছুড়ে মারার অভিযোগ

    তালায় রাস্তা বাঁশের বেড়া : ঘরে আবর্জনা ছুড়ে মারার অভিযোগ

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালায় বসতবাড়ী যাওয়ার রাস্তা বাঁশ দিয়ে বেড়া বিভিন্ন আবর্জনা ঘরের দরজায় ছুড়ে মারার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এঘটনায় তালা থানায় ভুক্তভোগি শামছুন্নাহার রিক্তা লিখিত অভিযোগ করেছেন।
    তালা (মহল্লাপাড়া) মৃত কাজী হাবিবুল বারীর (বাচ্চু) মেয়ে শামছুন্নাহার রিক্তা জানান, আমার পিতা মাতা মৃতবরণ করায় আমি ও আমার ছোট বোন বিবাহিত হওয়ায় আমরা যার যার স্বামীর ঠিকানায় বসবাস করি। বর্তমানে আমাদের বাড়ীতে ভাড়াটিয়ারা বসবাস করে। আমার চাচা কাজী নাজমুল বারী বাবু (৫২) গংদের নির্যাতনে আমাদের বাড়ীতে কোন প্রকার ভাড়াটিয়ারা থাকতে চায়না। বিভিন্ন সময় চাচাগংরা আমাদের বাড়ীতে চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে থাকে এবং মানুষের মল সহ বিভিন্ন আবর্জনা ঘরের বারান্দাসহ দরজায় ছুড়ে মারে। তাদেরকে নিষেধ করলে তারা আমাকে ও আমার বোনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমাদের বসত বাড়ীতে যাওয়ার রাস্তা নিয়ে তাদের সহিত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১১ জুলাই সন্ধ্যায় তারা বে-আইনী ভাবে গায়ের জোরে পেশী শক্তির বলে আমাদের বাড়ীতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। আমরা প্রতিবাদ করায় অমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া সঠিক বিচার পাওয়ার জন্য সোমবার তালা থানায় একটি অভিযোগ দায়ের করিয়াছি।
    কাজী নাজমুল বারী বাবু জানান, সে আমার ভাইজি। আমি রাস্তায় মানুষ চলাচল বন্ধ করার জন্য বাঁশ দিয়ে ঘেরা বেড়া দেয়নি। রাস্তাটিতে ইজিবাইক, নছিমন ও ভারি যানবহন চললে রাস্তা নষ্ট হয়ে যাবে যার জন্য বাঁশ দিয়ে ঘেরা দিয়েছিলাম।
    তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এবিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • তালায় জাতীয় শ্রমিক লীগের সেলিমকে সভাপতি পদে পূর্ণ বহাল

    তালায় জাতীয় শ্রমিক লীগের সেলিমকে সভাপতি পদে পূর্ণ বহাল

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
    সাতক্ষীরা তালা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম হোসেনকে সভাপতি পদে পূর্ণ বহাল করা হয়েছে। রোববার (১৪ জুলাই) সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০২৩ সালে ২৮ সেপ্টেম্বর খুলনা ডুমুরিয়া থানা পুলিশ অপহরণ মামলায় তালা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম হোসেনকে গ্রেফতার করে। তাকে সাময়িক সভাপতি পদ থেকে অব্যহতি দেওয়া হয়। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে তার বিরুদ্ধে অভিযোগ সমূহ আদালত কর্তৃক মামলটি মিথ্যা প্রমাণিত হওয়ায় মোঃ সেলিম হোসেনকে জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সভাপতি পদে পূর্ণ বহাল করা হইল।