সাতক্ষীরার তালায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে সভাপতি পদে ১ জন সহ-সভাপতি পদে ২ জন ও সদস্য পদে ৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (০৮ এপ্রিল) মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে উপজেলা সমবায় অধিদপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা। উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা সমবায় অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সভাপতি পদে আবুল কালাম বিশ^াস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মোমিন ও আক্তার হোসেন এবং সদস্য পদে তপন কুমার ঘোষ, আব্দুল্লাহ গোলদার, রাশিদা বেগম, মোসলেম উদ্দীন, আনোয়ারা খাতুন, মমতাজ বেগম, রেবেকা বেগম ও শাহিন বিশ^াস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, মনোনয়ন পত্র জমাদানের তারিখ ১০ এপ্রিল, যাচাই বাছাই ১৩ এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ৬ অঞ্চলে মোট ভোটার সংখ্যা ১৪২টি।
Category: তালা
-

তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ
-

তালায় গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা তালা উপজেলা জামায়াত ইসলামী আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছেন ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টায় তালা সরকারী হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনরাস্ত মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের নেতৃত্বদেন সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়বে আমির ডাঃ মাহমুদুল হক।
উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী সভাপতিত্বে ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়বে আমির ডাঃ মাহমুদুল হক, ওলামা বিভাগের মাওলানা কবিরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি জামালুল বান্না প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, তালা ইউনিয়নের আমির মোঃ মুজিবুর রহমান, যুব জামাত নেতা আনোয়ার হোসেন, যুব জামাত জাকারিয়া, শহর তালা শহর ওয়ার্ডের সভাপতি এডভোকেট মশিউর রহমান ।
বক্তারা বলেন গাজার গণহত্যা কোন সভ্য সমাজের কাম্য হতে পারে না। গাজায় চলমান ইসরাইলে আগ্রাসন,নারী শিশুসহ নিরীহ মানুষদের নির্বাচনে হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র। বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। -

তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়।শনিবার ২২শে মার্চ বিকাল ৪ ঘটিকায় তালা উপজেলা সম্মেলন কেন্দ্রের হল রুমে তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুর পরিচালনায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। তিনি বলেন তালা উপজেলার অবহেলিত জনপদকে সৌন্দর্যমন্ডিত করার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক। তিনি বলেন সৎ প্রশাসক, সৎ সাংবাদিক একটা জাতির জন্য বিশেষ উপাদান।যখন বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন এর পরিবর্তে অন্যদিকে নিয়ে যাবে তখন দেশের অমঙ্গল বয়ে আসবে। সকল সাংবাদিকদের নিজ নিজ জায়গায় অবস্থান করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। তিনি বলেন এই সেই রমজান মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে।ভালো কাজ করতে হবে, সত্য কথা বলা, মানুষকে ফাঁকি না দেওয়া।বক্তব্য রাখেন যুব নেতা আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন তালা উপজেলা ছাত্রদলের জন্য যুগ্মআহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সাঈদ। উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল-জামানুল বান্না।অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক বৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন উপস্থিত ছিলেন।মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান। -

খলিশাখালীতে ১৩২০ বিঘা খাস জমি সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন ও সকল খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টন এবং তাদের পুণর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সোমবার(১৭ মার্চ) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে সাতক্ষীরা টু আশাশুনি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: ইদ্রিস আলী, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মনসুর রহমান, স্বাস্থ্য কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ বিশ্বাস, লাবসা ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, খলিশাখালি ভূমিহীন সমিতির সদস্য আব্দুল হালিম, জেলা ভূমিহীন সমিতির নেত্রী নাজমা আক্তার নদী, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পরিষদের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা দেবহাটার খলিশাখালীতে ভূমিহীনদের উপর বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে। তাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে। অবিলম্বে ১৩২০ বিঘা খাস জমি সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং ভূমিহীনদের পুণর্বাসন করতে হবে।এ সময় বক্তার আরো বলেন, অবিলম্বে এই রায় বাস্তবায়ন না হলে ঈদের পরে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।মানববন্ধন শেষে একটি রেলি শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভূমিহীন নেতারা। -

সাবেক এসপি মঞ্জুরুল কবির ও এমপি এড. মোস্তফা লুৎফুল্লাহসহ ২২ জনের নামে মামলা
সাতক্ষীরা তলায় বিএনপি নেতা বিপ্লব কবিরকে পিটিয়ে ও গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও সাতক্ষীরায় ১ আসনের সাবেক এমপি এড. মোস্তফা লুৎফুল্লাহ সহ ২২ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই তালা উপজেলার দোহার গ্রামের মৃত শেখ শের আলীর ছেলে মো: জাহাঙ্গীর আলম বাদী হয়ে রোববার (১৬ মার্চ) সাতক্ষীরা আমলী আদালত ৩ এ এই মামলা দায়ের করেন।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুল হাসান বাদীর অভিযোগটি আমলে নিয়ে আগামী ২৩ মার্চের মধ্যে মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আদালতকে জ্ঞাত করার জন্য তালা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামীরা হলেন, সাতক্ষীরা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ওসি একেএম আজমল হুদা, ডিবি পুলিশের কনষ্টেবল হাসিবুর রহমান, ফারুক চৌধুরি, রাসেল মাহমুদ, শিকদার মনিরুজ্জামান, তালা থানার সাবেক ওসি আবু বকর সিদ্দিক, এসআই আকরাম হোসেন, এএসআই গোলাম সরোয়ার, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, মাঝিয়াড়া গ্রামের যুবলীগ নেতা শেখ আবু জাফর, দোহার গ্রামের যুবলীগ নেতা শাহিন শেখ, জালালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আমিরুল শেখ, স্বেচ্ছাসেবক লীগ কর্মী রুহুল আমিন শেখ মিন্টু, আওয়ামীলীগ নেতা শেখ আমজাদ আলী, যুবলীগ নেতা ইদ্রিস সরদার, আওয়ামী লীগ নেতা কামরুল সরদার, যুব লীগ নেতা আক্তারুল সরদার, জেলা ওয়ার্কাস পার্টির নেতা মহিবুল্লাহ মোড়ল, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ আনারুল ইসলাম ও জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাম প্রসাদ দাশ।
মামলার বিবরণে জানা যায়, তালা শালিখা ডিগ্রী কলেজের গণিত বিভাগের শিক্ষক ও বিএনপি নেতা বিপ্লব কবিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আসামীরা তাকে হত্যার পরিকল্পনা করে। একপর্যায়ে বিপ্লব বিষয়টি জানতে পেরে তিনি রাতে নিজ বাড়িতে না থেকে জনৈক ছবেদ আলী মোড়লের বাড়িতে লুকিয়ে থাকতেন। আসামীরা গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর ২০১৪ সালের ১৮ জুলাই রাত ১২ টার দিকে উক্ত আসামীরা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সংঘবদ্ধ হয়ে ছবেদ আলী মোড়লের বাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে তারা ছবেদ আলীর বাড়ি থেকে বিএনপি নেতা বিপ্লবকে ধরে নিয়ে যায়। পরে আসামিরা তাকে গুলি করে হত্যা করে। পরদিন সকালে পুলিশ ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ মামলার বাদিসহ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ায় তারা সে সময় মামলা করতে সাহস পায়নি। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর মামলা করার পরিবেশ সৃষ্টি হয় তিনি রোববার আদালতে মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী এড. আবু সাঈদ রাজ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৩ মার্চের মধ্যে বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে আদালতকে জ্ঞাত করার জন্য তালা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
-

তালায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে র্যালী মানববন্ধন অনুষ্ঠিত
সাতক্ষীরার তালায় দলিত পরিষদের উদ্যোগে দেশব্যাপী ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০.৩০ টায় তালা উপজেলা পারিষদের সামনে মানব বন্ধনে বাংলাদেশ দলিত পরিষদ তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি কংকনা দাসের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, জুলফিকার রায়হান।
পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক পলাশ দাস, স্বপ্না দাস, সাবিহা খাতুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এ বছরের গত জানুয়ারী ও ফেব্রæয়ারী এই দুইমাসে ২৯৪ নারী ও শিশু বিভিন্ন ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৯৬ জন নারী ও শিশু ধর্ষন ও সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে যা বিবেকবান মানুষ হিসেবে সহ্য করতে পারে না। ধর্ষনকারীরা বিভিন্ন আইনের ফাঁক ফোঁকড় ও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে, ফলে ধর্ষন ও নারী নির্যাতনের মত ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সরকারের নিকট ধর্ষনের আইন সংস্কার ও অবিলম্বে কার্যকর করার দাবী জানান এবং দ্রæত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তারা বলেন, যদি নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ না হয় তাহলে নারীর বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ ও উন্নয়ন অগ্রযাত্রা বাঁধাগ্রস্থ হবে। তাই অবিলম্বে নারী ও শিশুদের নিরাপত্তা ও তাদের প্রতি ঘটে যাওয়া সকল অন্যায়ের ন্যায়বিচার প্রাপ্তীর জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।
এর আগে একটি র্যালী তালার দলিত অফিস থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। -

তালার শীর্ষ চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাট ও অজ্ঞান পার্টির মূল হোতা আটক রিয়াজুলকে ছাড়াতে থানা ঘেরাও, আতঙ্কিত পুলিশ!
সাতক্ষীরার তালায় শীর্ষ চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাটের মূল হোতা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা রিয়াজুল ইসলাম মোড়ল কে আটক করেছে তালা থানা পুলিশ। সে উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত্য বাসতুল্ল মোড়লের ছেলে। এঘটনায় তাকে মুক্ত করার জন্য তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায় সাইদুর রহমানের নেতৃত্বে সৈয়দ আজম হোসেন, নাজমুল ইসলাম খান ও মোড়ল আব্দুর রহিম ওরফে সার্জেন্ট রহিম সহ ২ শতাধিক লোক থানা ঘেরাও করে। এসময় থানা এলাকায় থমথমে ভাব বিরাজ করে। ওসি সহ সকল পুলিশ সদস্যদের আতঙ্কিত থাকতে দেখা যায়। খবর পেয়ে সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার (এসপি সার্কেল) হাসানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তার সার্থে আটক রিয়াজুল কে ডিবি কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন।
রবিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে তালার শেখের হাট বাজার থেকে একাধিক চুরি ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলা ও ৫ আগষ্ট জেল পলাতোক আসামী রিয়াজুল মোড়লকে গ্রেফতার করে পুলিশ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আটক রিয়াজুল কে ছাড়াতে রাত ৯ টার দিকে যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের নেতৃত্বে তালা থানা ঘেরাও করে। এসময় ওসি সহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে হুমকিসহ বিভিন্ন ভাবে বল প্রয়োগ করার ফলে পুলিশের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানান, রিয়াজুল দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। চুরি, ডাকাতি, ছিনতাই মামলায় একাধিক বার পুলিশ র্যাবের হাতে আটক হয়েছে সে। এসব মামলা সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন আদালতে চলমান রয়েছে।
তারা বলেন, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে সাতক্ষীরার জেল ভেঙ্গে পালিয়ে এলাকায় ফিরে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতেই স্বদেশ ঘোষ, তুষার কান্তি ঘোষ, পঞ্চানন ঘোঘের দোকান ভাংচুর ও লুটপাট করে। তাদের দোকানে থেকে শত শত বস্তা গোখাদ্য, মাছের ফিড, ওষধ, কেরোসিন, ডিজেলের ব্যারেল ব্যারেল তেল লুটপাট করে। এরপর থেকে লুটপাটের ভয় দেখিয়ে এলাকার প্রভাবশালী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অংকের টাকা চাঁদা আদায় করে সে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ভয় ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে। মোটা অংকের টাকা চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।ঘটনার সময় উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান আমাদের থানায় আসতে বলেন। আমরা থানায় হাজির হয়ে দেখি পুলিশের সাথে তাদের ঝগড়া হচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমরা চলে আসি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, রিয়াজুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ থাকায় পুলিশের একটি টিম তালার শেখেরহাট বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ছাড়াতে যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের নেতৃত্বে রাত ৯ টার দিকে দুই শতাধিক দুষ্কৃতিকারী থানার চারিদিকে ঘিরে রেখে থানা ও পুলিশ অবরুদ্ধ করে। আইনের সকল নিয়ম কানুন ভঙ্গ করে থানায় জোরপূর্বক ঢুকে আসামীর ভিডিও সাক্ষাৎকার গ্রাহণ করেছে। এসময় থানা পুলিশের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে উদ্ধোর্তন কতৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং আসামি রিয়াজুলকে সার্কেল স্যারের উপস্থিতিতে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।
-

তালার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব
সেলিম হায়দার : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ রুহুল কুদ্দুস।
বুধবার (৫ মার্চ) বিকালে হরিহরনগর ফুটবল মাঠে খেশরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা শিক্ষক হাসিবুর রহমান ও মেহেদি হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ সফিকুল ইসলাম, বিএনপি নেতা মোশারাফ হোসেন, আব্দুল গফফার, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, এম মফিদুল হক লিটু প্রমুখ।
এসময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশে বিগত ৩টি নির্বাচনে জনগণ কোনো ভোট দেয়নি। তারা জোর করে পাতানো নির্বাচন করেছে। শেখ হাসিনা বলেছিলো, বঙ্গবন্ধুর মেয়ে পলায় না। দেশের ১০ কোটি মানুষ চায়নি বলেই সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ৮ম জাতীয় সংসদ নির্বাচনে আমি ১ লক্ষ ৪৮ হাজার ভোট পেয়েছিলাম। যদিও সে নির্বাচনও ছিলো পাতানো। আমরা সকলকে সাথে নিয়ে একটি অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন করতে চাই।
এরআগে তিনি খেশরা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাদের করব জেয়ারত করেন।
তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুব দলের আহবায় মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম সহ শত শত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। -

তালায় উপকারভোগীদের উৎপাদিত পণ্যর প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
সাতক্ষীরার তালায় বে-সরকারী উন্নয়ন সংগঠন “ মুক্তি ফাউন্ডেশন” এর উদ্যোগে সংগঠনের উপকার ভোগীদের উৎপাদিত পণ্যর প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ ফেব্রæয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।অনুষ্ঠানে মুক্তি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, তালা প্রেক্লাবের সভাপতি এম এ হাকিম প্রমুখ।মেলায় উপকার ভোগীরা নিজেদের তৈরী ঘি, সরিষার তৈল, হলুদ গুড়া, চটের ব্যাগ, সপিং ব্যাগ সহ বিভিন্ন উপকরণ স্টলে সুলভ মূল্যে বিক্রয় করছেন। এসময় বিভিন্ন অঞ্চল থেকে উপকার ভোগী ও দর্শনার্থীর ভিড় করতে দেখা যায়। -

তালায় স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম পুলিশ নিয়োগ সম্পন্ন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল!
সাতক্ষীরার তালা উপজেলার ৮ টি ইউনিয়নে ১০ টি পদে গ্রামপুলিশ নিয়োগ স্বচ্ছতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
শনিবার (২২ ফেব্রæয়ারী ) রাত ৯.৩০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়।
এই দিন দুপুর ১২.৩০ টায় তালা শহীদ আলী আহম্মদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে চাকুরী প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৮ টি ইউনিয়নের ৩৯ জন চাকরী প্রত্যাশী অংশগ্রহণ করেন। ১০ পদের বিপরীতে ৫২ জন আবেদন করেন। প্রাথমিক বাঁচাই এ আবেদন পত্রে ত্রæটি থাকায় ২ জন বাদ পড়েন।
স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে সহযোগীতা করেন, তালা থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার এস আই মোঃ কাছেদ মুন্সি, উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার, আনছার ভিডিপি কর্মকর্তা তহমিনা আক্তার প্রমুখ।
জালালপুর ইউপি চেয়ারম্যান, এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম আবুল কালাম আজাদ, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিসখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন মোল্লা, তালা সদর ইউপির প্যালেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কুমিরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম, সরুলিয়া ইউপি’র মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।
নিয়োগ পরীক্ষা প্রভাবমুক্ত করতে ওই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে খুব গোপন ভাবে প্রশ্নপত্র তৈরী করা হয়। এই প্রশ্ন পত্রে খুব কঠোর ভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা শেষে ২ জন কর্মকর্তাদের মাধ্যমে নাম্বারপত্র তৈরী করা হয়। এসময় প্রতিটি খাতা ও নম্বরপত্র উপজেলা কর্মকর্তা নিজেই পরীক্ষা করেন। পরীক্ষার খাতায় নম্বরপত্র তৈরীতে নাম ছাড়াই আধুনিক সিম্বল ব্যবহার করা হয়। যাতে কেহ কাহারো দ্বারা প্রভাবিত না হতে পারেন। পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে চুড়ান্ত তালিকা তৈরী করা হয়।
চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, অনেক দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমার সময়ে কয়েকজন গ্রাম পুলিশ নিয়োগ হয়েছে কিন্তু এমন কঠোর ও কঠিন নিয়ম কখনো চোখে পড়েনি। প্রশ্ন পত্র তৈরী থেকে শুরু করে ফলাফল পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কাউকে বাইরে যেতে দেয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই সকল উত্তরপত্র যাচাই বাছাই করেছেন। একেবারে প্রভাবমুক্ত, স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেয়ার জন্য ফোন ও হয়াটসএ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
## -

তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ও গাঁজা উদ্ধার!
নিজস্ব প্রতনিধি :
সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে এলাকার শীর্ষ মাদক স¤্রাট মেহেদী হাসান প্রিন্স এর বাড়ি থেকে ১ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উাদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার হাজরাকাটি গ্রামের রহমত সরদারের ছেলে।
বুধবার (১৯ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার হাজরাকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদার জানান, তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রহমত সরদারের বাড়িতে গাঁজা ও ইয়াবা সংরক্ষিত আছে। তার ছেলে প্রিন্স মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় একটি কক্ষ থেকে ১ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রিন্স পালাতক ছিলো। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। -
তালায় পানি সরবরাহের খাল জোর পূর্বক দখল ও বাড়ি নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ
সাতক্ষীরার তালায় পানি সরবরাহের খাল জোর পূর্বক দখল ও বাড়ি নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে। জবর দখলকারী ব্যক্তি হলেন সাবেক তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এর প্রতিকার চেয়ে এলাকাবাসী গণস্বাক্ষরিত একটি অভিযোগ পত্র সংশ্লিষ্ট সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে সোমবার দুপুরে দাখিল করেছেন। খালটি অবমুক্ত হলে তালা উপ-শহর সহ পাশ্ববর্তী গ্রামগুলো জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। ফলে এলাকাবাসী জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট দীর্ঘ দিনের পানি সরবরাহের খাল দখলমুক্ত করার জোর দাবি জানান।
এব্যাপারে এলাকাবাসির পক্ষে উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দীর্ঘ দিনের পানি সরবরাহের খাল সেটি সনৎ ঘোষ উপজেলা চেয়ারম্যান থাকা কালিন দখল করে সেখানে ভবন তৈরি করে বসবাস করে। যার ফলে বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঐ খাল দিয়ে তালা উপ-শহরসহ কয়েকটি গ্রামের পানি কপোতাক্ষ নদীতে গিয়ে পড়তো। সেটি বন্ধ করায় তালায় এই জলাবদ্ধতা। এছাড়াও তার বিরুদ্ধে চেয়ারম্যান থাকা কালিন প্রকল্প চুরি, নিয়োগ বানিজ্যসহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। এসময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিকট খালটি দখল মুক্ত করে সুষ্ঠুভাবে পানি সরবরাহের জোর দাবি জানান।
এব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারন গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ায় তিনি পালাতক রয়েছেন।
-
তালায় বন্ধ ক্লিনিক খুলতে দৌড়ঝাঁপ শুরু!
নিজস্ব প্রতিনিধিসাতক্ষীরার তালায় রেজিষ্ট্রেশন বিহীন বন্ধ ক্লিনিক খোলার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন মালিকগণ। লক্ষ লক্ষ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছেন তারা।তালা সার্জক্যাল ক্লিনিকের মালিক বিধান চন্দ্র রায় ও জনসেবা ক্লিনিকের মালিক মধু অবৈধ ভাবে ক্লিনিক পরিচালনা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এক সময় তালায় ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করতেন। সে অভিজ্ঞতা পূঁজি করে শুরু করেন ক্লিনিক ব্যবসা। সরকারী নীতিমালার তোয়াক্কা না করে অবৈধ ভাবে ক্লিনিক পরিচালনা করে রাতারাতি কোটিপতি বনে যান। অবৈধভাবে টাকা আয় করে জায়গা কিনে গড়ে তুলেছেন বিলাসবহুল ক্লিনিক।প্রাপ্ত তথ্যে জানা যায় , বিধান রায় কোনো ডাক্তার না হয়েও নিয়মিত সিজার, এ্যাপেন্ডিস, টিউমার সহ নানাবিধ অপারেশন করেন। গ্রামের অসহায় গরীব মানুষের বোকা বানিয়ে অতিরিক্ত টাকা আদায় করেন। অপারেশন থিয়েটারে সিজারের রোগীর শরীরে কখনো টিউমার কখনো এ্যাপেন্ডিস আছে বলে অতিরিক্ত ৪/৫ হাজার টাকা হাতিয়ে নেন ডাক্তার নামক এই কসাই।বিধান চন্দ্র রায় ডাক্তার না হয়েও নিয়মিত আল্ট্রাসনো করে বিশেষজ্ঞ ডাক্তারের নাম ব্যবহার করেন। এসময় নারী রোগীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।নাম প্রকাশ না করার শর্তে এক মুসলিম নারী রোগীর মা বলেন, ভালো ডাক্তারের কাছে আল্টাস্নো করার কথা বলে সে নিজে আমার মেয়ের আল্টস্নো করে ৪ শত টাকা নেন। এসময় সে আমার সামনেই মেয়ের গোপন স্থানে হাত দিয়ে টিপ দেয়।একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তালা হাসপাতালের একজন ডাক্তারের সাথে আছে গভীর সখ্যতা। সার্জিক্যাল ক্লিনিকে এই ডাক্তারের নিয়মিত যাওয়া আসা আছে। এমনকি এই ডাক্তারকে ম্যানেজ করতে প্রায়ই ক্লিনিকে এই ডাক্তারের সাথে মদের আসর বসান বিধান চন্দ্র রায়। মাঝে মধ্যে হাসপাতাল কম্পাউন্ডে এই ডাক্তারের মাতলামির খবর শোনা যায়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে ২ ক্লিনিকের মালিক সাতক্ষীরা -খুলনা ছুটাছুটি শুরু করেছেন। বিভিন্ন নেতাদের মাধ্যমে টাকার বিনিময়ে কর্তৃপক্ষকে ম্যানেজ করার চেষ্টা করছেন।জনসেবা ক্লিনিকের মালিক মধু বলেন, আমার নরকোটিক সার্টিফিকেট ছিলো না। সে জন্য ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছিল। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আজ সেই লাইন্সেন নিয়ে সিভিল সার্জনকে দেখিয়েছি। তবে ক্লিনিক খোলার অনুমতি দেয়া হয়েছে কি না জানাননি।এর আগে ৮ জানুয়ারী দুপুরে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ আঃ সালাম তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদারকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তালা সার্জিক্যাল ক্লিনিক ও তালা জনসেবা ক্লিনিক বন্ধ করে দেন।সার্জিক্যাল ক্লিনিকের মালিক বিধান রায়ের বক্তব্য নিতে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি এমনকি হোয়াটস অ্যাপে ম্যাসেজ পাঠালেও তিনি কোনো বক্তব্য দেননি।সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ আঃ সালাম বলেন, এখনো পর্যন্ত কোনো ক্লিনিক খোলার অনুমোদন দেয়া হয়নি। অনুমোদন না নিয়ে কোনো ক্লিনিক মালিক কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। -

তালায় কেক কেটে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
“সংস্কারে স্বপ্নের আগামী” এই অঙ্গীকারে সাতক্ষীরা জেলা তালায়কেক কেটে পালিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ।শুক্রবার বিকেলে তালা প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীপালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখানে, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ,যুবনেতা ফারুক হোসেন জোয়াদ্দার, বিএমএসএস তালা উপজেলা শাখার সভাপতি নব কুমার দে, মাখফুর রহমান,প্রমুখ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সার্জেন্ট আব্দুর রহিম (অবঃ), সাংবাদিক আরিফুল হক বুলু, মোঃ আরিজুল হক ,মোঃ আলমগীর হোেসন,মীর ইমরান মাহমুদ,আতাউর রহমান, সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেনসহ তালায় কর্মরত সাংবাদিকবৃন্দ।আলোচনা সভায় বক্তরা বলেন,জাতিকে ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠের পথচলা শুরু হয়েছিল,পাঠকের আস্থা ও ভালোবাসায় আজও অব্যাহত রয়েছে,আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তারা।আলোচনাসভা শেষে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়। -

তালায় শিক্ষক কলিম উদ্দীনের জামিন মজ্ঞুর
শিক্ষক কলিম উদ্দীনের নামে মিথ্যা মামলা রেকর্ড করায় সাতক্ষীরা বিজ্ঞ জুডিসিয়াল
ম্যাজিষ্ট্রেট তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারক সুজাতা আমিন শিক্ষকের জামিন শুনানী শেষে
জামিন মজ্ঞুর করেন।
গতকাল শিক্ষকের পক্ষে বিজ্ঞ এ্যাডঃ বাশারত উল্ল্যাহ আওরঙ্গী বাবলা, এ্যাডঃ মোঃ আশরাফুজ্জামান
জামিন শুনানী করেন। ঊভয় পক্ষের শুনানী অন্তে বিজ্ঞ আদালত এক হাজার টাকা বেল্ডবন্ডে শিক্ষকের
জামিন প্রার্থনা মজ্ঞুর করেছেন। স্কুলে দায়িত্ব পালন কালে ঘটনার সময় উল্লেখ করে মামলা দায়ের
হয় তদন্ত ছাড়াই তালা থানা মামলা রেকর্ড করায় তারা উপজেলায় নিন্দার ঝড় ওঠে। -

তালায় কিডনি রোগে আক্রান্ত স্কুলছাত্রী মুন্নী বাঁচতে চায়!
সাতক্ষীরার তালায় কিডনি রোগে আক্রান্ত মুনিয়া আক্তার মুন্নী (১৪) বাঁচতে চায়। সে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী এবং মোবারকপুর এলাকার স্বামী পরিত্যক্তা পারভীন সুলতানার একমাত্র কন্যা। অন্যান্য সহপাঠীদের মতোই প্রাণোচ্ছ¡ল, হাসিখুশি, চঞ্চল ও প্রাণবন্ত ছিল মুন্নী। কিন্তু হঠাৎ তার প্রাণ প্রদীপ নিভু নিভু হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে একটি কিডনি নষ্ট হয়ে গেছে এবং অপরটিও নষ্ট হওয়া পর্যায়ে। শুরু থেকে চিকিৎসা করাতে করাতে মা আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন অতি দ্রæত একটি কিডনির অপারেশন প্রয়োজন। কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছেনা। অপারেশন করাতে না পারলে অসচ্ছল মায়ের একমাত্র আদরের নয়নের মণি মুন্নীর জীবন প্রদীপ নিভে যেতে পারে।
মুন্নীর মা পারভীন সুলতানা জানান, ‘মাত্র ১৩ দিন বয়সে মুন্নীকে রেখে তার পিতা অন্যত্র বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায়। সেই হতে বাবার বাড়ি থেকে অন্যের বাসায় কাজ করে সংসার চালায় ও মেয়েটিকে স্কুলে পড়ায়। মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নপূরণের শুরুতে বাঁধা হয়ে দাঁড়ায় কিডনি রোগ।’
তিনি বলেন, দীর্ঘদিন থেকে চিকিৎসা করতে করতে তিনি আজ নিঃস্ব। ইতোমধ্যে অনেক টাকা খরচ করা হয়েছে। টাকার অভাবে এখন তার চিকিৎসা প্রায় বন্ধের পথে। ডাক্তার বলছে আরো অন্তত ৩ লাখ টাকা লাগবে। মেয়েেেক বাঁচাতে তিনি সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল জানিয়েছেন খুব দ্রæত তার কিডনি অপারেশন করতে হবে।
এদিকে মায়ের অনেক স্বপ্ন একমাত্র মেয়েকে নিয়ে। কিন্তু অর্থের অভাবে সে স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। বর্তমানে বেঁচে থাকার লক্ষে চিকিৎসা করাতে আর্থিক সাহায্যের জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন মুন্নীর মা পারভীন সুলতানা। এজন্য তিনি ১৯১১-৯০৮৩৪৭ নগদসহ এই মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। -

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই স্লোগানে তালায় জাতীয় সমবায় দিবস পালিত
তালায় জাতীয় সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে তালায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-শহরে র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনুদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিউ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ স্বপন মিত্র, তালা থানার এসআই মোঃ আব্দুল হালিম, সাংবাদিক আশরাফ আলী, সমবায়ীদের মধ্যে এড. রবিউল ইসলাম, শেখ রহমত আলী, মুশফেকুজ্জামান ইমন সমবায় সমিতির বিভিন্ন উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ। -

তালা প্রেসক্লাবের নামে অবৈধ কমিটির বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা
তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করায় নিন্দা ও প্রতিবাদ
তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশসহ যে কোন কার্যক্রম পরিচালনা করার বিরুদ্ধে তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সোমবার(৪ ই নভেম্বার) সকাল ১১ টায় তালা প্রেসক্লাব কার্যালয়ে তালা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল তালা অফিস প্রধান ও বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন, সিনিঃ সহ- সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোঃ আব্দুস সালাম,যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস,এম আকরামুল ইসলাম, প্রচার সম্পাদক খাঁন নাজমুল হুসাইন,যুগ্ম-দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,বিবিআর সম্পাদক বি.এম বাবলুর রহমান, চ্যানেল এস টিভির প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম, এ্যাডঃ কবির আহমেদ, মোঃ সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, মোঃ লিটন হুসাইন,কাজী ইমদাদুল বারী জীবন,মোঃ হাফিজুর রহমান, মোঃ ফয়সাল হোসেন, শ্রী পার্থ প্রতীম মন্ডল,মোঃ মোস্তাফিজুর রহমার রাজু, মোঃ আল- মাহবুব হুসাইন প্রমুখ।
সভায় তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ০১.০৫.২০১৭ হইতে ৩০.০৪.২০২০ পর্যন্ত।পরবর্তিতে ১.০৫.২০২০ হইতে ৩০.০৪.২০২৩ পর্যন্ত এবং ০১.০৫.২০২৩ হইতে ৩০.০৪.২০২৬ পর্যন্ত তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কিন্তু তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে তালা প্রেসক্লাব সদস্য বহি:ভূত আওয়ামিলীগের নেতা প্রনব ঘোষ বাবলু, ছাত্রলীগের সভাপতি মোঃ মশিয়ার রহমান, মোঃ সেলিম হায়দার, শেখ হেলাল ব্যক্তিগত লোক মোঃ টিপু সুলতান, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি, সেকেন্দার আবু জাফর বাবু, গনেশ চন্দ্র,গোলাম রসুল, এম.এ হাকিমসহ একত্রে একটি আওয়ামীলীগের টিম সাংবাদিক পরিচয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তর স্মারক-১২৩৬,তারিখ ০২.০৮.১৭ পত্রে তালা প্রেসক্লাবের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষনা শিরোনামে একটি নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করেন। উক্ত কমিটির আহবায়ক হিসাবে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানের মাধ্যমে দপ্তর স্বারক নং ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ যুক্ত তারিখ ০২.০৮.২০১৭ মোতাবেক তালা প্রেসক্লাবের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফশীল ঘোষনা করেন। উক্ত নির্বাচনী তফশীল অবৈধ ঘোষনার দাবিতে তালা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এস.এম নজরুল ইসলাম বাদী হয়ে তালা সিনিয়র সহকারী জর্জ আদালতে দেওয়ানী ৮০/২০১৭ মামলা গত ০৮.০৮.২০১৭ তারিখ দায়ের করা হয়। ১৩.০৮.২০১৭ তারিখ নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানী অন্তে নামজ্ঞুর হয়। উক্ত আদেশের বিরুদ্ধে জেলা দায়রা জর্জ আদালতে মিস আপিল ২৯/২০১৭ দায়ের করা হয়। ২১.০৩.২০১৯ তারিখে দোতরফা শুনানী অন্তে আপিল মঞ্জুর হয়। এবং তালা সহকারী জর্জকে নিষেধাজ্ঞার দরখাস্ত পুনঃশুনানীর নির্দেশ হয়। শুনানী অন্তে না মজ্ঞুর হলে বিজ্ঞ দায়রা জর্জ আদালতে মিস আপিল ৪৭/২০২০ দায়ের করা হয়। দোতরফা শুনানী অন্তে আপিল মজ্ঞুর হয়। কিন্তু তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলামের কমিটি বৈধ ঘোষনা করা হলেও উল্লেখিত কিন্তু সৃষ্ট অবৈধ কমিটির কার্য্যক্রম স্থগিত না করায় মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৪৪৭৪/২০২২ দাখিল করি যা গত ০৫.১১.২০২৩ ইং তারিখ মহামান্য বিচারপতি মহোদয় শুনানী অন্তে প্রদত্ত রায়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বারক নং ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ যুক্ত তারিখ ২.০৮.২০১৭ এর কার্যক্রম স্থগিত/ নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এর অর্থ এরুপ হয় যে, উক্ত স্মারকে সৃষ্ট কমিটির সকল কার্যক্রম স্থগিত করায় এস.এম নজরুল ইসলাম সভাপতি তালা প্রেসক্লাব এর কমিটির কার্যক্রম বহাল থাকে।
এক্ষনে নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিরা ৮ দলীয় ফুটবল টুনামেন্টের আয়োজন করলে তালা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি এস.এম নজরুল ইসলাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরায় পিটিশন ১৯৩৬/২৪(তালা) মামলা দায়ের করেন। উক্ত মামলার শুনানী অন্তে তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে প্রচার-প্রচারনা সাময়িক বন্ধের আদেশ সহ ২য় পক্ষকে ১০ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেন।
তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন,২০১৭ সালে তার নামে ডাকাতি মামলা,চাঁদাবাজি মামলা,দু,বার তালা সদরের চেয়ারম্যান নির্বাচিত হলেও কেড়ে নেওয়া হয়।নির্বাচন চলাকালে ১৫ টি মটর সাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করে কিন্তু কোন মামলা হয়নি। তার ভাইপো পুলিশ কনষ্টোবল পদে চাকুর পায়। কিন্তু তাকে জামায়াত-বিএনপি বানিয়ে চাকুরীচ্যুত করে। সর্ব শেষ তালা প্রেসক্লাবের ভবনটি দখল করে নেয়। দেশের সর্বোচ্চ আদালত কতৃক তার নেতৃত্বে কমিটির বৈধ ঘোষনা করায় তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে যে সংবাদ প্রকাশ করা বা যে কোন কার্যক্রম পরিচালনা করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।