Category: তালা

  • তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

    তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

    ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা’র স্মার্ট প্রকল্পের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ করা হয়। তালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টা’র পরিচালক শেখ ইয়াকুব আলী। স্মার্ট প্রকল্পের এমআইএস অফিসার এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজসেবা মনোজ কান্তি রায়, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম। এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, রূপালীর পরিচালক সফিকুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, আকবর হোসেন, প্রকল্প ব্যবস্থাপক খায়রুজ্জামানসহ স্মার্ট প্রকল্পের আওতায় ৪টি পরিবেশ ক্লাবের সদস্যরা, তালা, খলিলনগর ও আঠারোমাইল ক্লাস্টারের ১০ জন লিড খামারী, তালা উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে রুমে গিয়ে শেষ হয়।
    আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এক্ষেত্রে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এই সংকট মোকাবেলা করতে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।

  • তালায় ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের

    তালায় ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের

    নিয়োগবিধি সংশোধন, পদোন্নতিসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

    মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা তালা উপজেলা শাখার নেতা-কর্মীরা।

    এ সময় বক্তব্য দেন সংগঠনটির তালা উপজেলা শাখা সভাপতি আ. কাদের সরদার, স্বাস্থ্য সহকারী ফতেমা খান সেতু, আরশাদ আলী প্রমুখ।

    তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান এবং ১৪তম গ্রেড দেওয়া ২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে ৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকেরা পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সবাইকে প্রশিক্ষণবিহীন স্নাতক পাস স্কেলে আত্তীকরণ করতে হবে ৫. বেতন স্কেল উন্নতি/পুনর্নির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা যত সংখ্যক টাইম স্কেল (১ /২ /৩ টি) /উচ্চতর স্কেল (১ /২প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনর্নির্ধারিত বেতন স্কেলের সঙ্গে যোগ করতে হবে এবং ৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা ডিপ্লোমা সম্পন্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।

  • সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুব কৃষকদের মধ্যে এডভোকেসি

    সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুব কৃষকদের মধ্যে এডভোকেসি

    সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে এডভোকেসি  অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৩ জুন) সকাল ১০ টায় তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
    সভায় ধানদিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
     সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি সাকিব হোসেন সঞ্চালনায় এডভোকেসিতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর সুমন আচার্য্য।
    সভায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ধানদিয়া ইউনিয়ন পান্না লাল বিশ্বাস ও গাওছুল আযম,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা,প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ ফেলো লিপি চৌধুরী,নগরঘাটা ইউনিয়ন মো. আব্দুস সালাম, ইউপি সদস্য ও যুব কৃষকবৃন্দ।বক্তব্য রাখেন ঐক্য যুব সংঘের সভাপতি জোবায়ের হোসেন, কপোতাক্ষ  যুব সংঘের সদস্য ফিরোজা খাতুন, মানিকহার যুব সংঘের সদস্য শিল্পী গাইন ও রুপা সরদার , আশার আলো যুব সংঘের সদস্য অন্তুর দাশ।
    এডভোকেসির উদ্দেশ্য জলবায়ূ বান্ধব টেকসই কৃষি অনুশিলন করার জন্য নিদিষ্ট বাঁধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলোর সমাধান তৈরী করা। যুব-কৃষকদের সাথে কৃষি বিভাগের মধ্যে সংযোগ তৈরী করা। জলবায়ূ বান্ধব টেকসই কৃষির উপর দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং প্রয়োজন ভিত্তিক কৃষিবিদ্যা প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য কৃষি বিভাগকে প্রভাবিত করা। এডভোকেসির আলোচ্যসুচী ছিল স্থানীয় পর্যায়ে কৃষিতে জলবায়ূ বান্ধব সংকট সমূহ ও যুব কৃষকদের সুনির্দিষ্টভাবে সমস্যা সমূহ তুলে ধরা। জলবায়ু বান্ধব কৃষি বিষয়ক প্রশিক্ষণ বিষয়ে অবগত করা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে যেসব সেবাসমুহ পরিচালনা করা হয় সে সম্পর্কে যুব কৃষকদের অবগত করা এবং প্রযোজনীয় সাপোর্ট পাওয়ার ব্যাপারে অনুকুল পরিবেশ তৈরিতে অনুপ্রাণিত করা। যুব কৃষকদের চাহিদার আলোকে কৃষি বিভাগের সম্মতি প্রদান করা । জলবায়ূ বান্ধব কৃষি বিষয়ে কৃষি বিভাগ অনেক তৎপর রয়েছে স্থানীয় পর্যায়ে যুব কৃষক তৈরীতে কৃষি বিভাগ কিভাবে ভুমিকা রাখছে, কৃষি অধিদপ্তরের সেবা সমুহ স্থানীয় পর্যায়ে কিভাবে আর ও দৃশ্যমান করা যাবে। জলবায়ূ বান্ধব কৃষি বিষয়ে যুব কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় কিনা। কোন সবজি কোন সময়ে চাষ করলে ভাল হয় ও জৈব উপায়ে কিভাবে সবজি চাষ করতে হবে। জৈব সার উৎপাদনের পদ্ধতি কি কি, কিভাবে ভার্মি কম্পোষ্ট তৈরী করা যায়। স্মাট ও টেকসই কৃষিতে যুব কৃষকরা কিভাবে কাজ করতে পারবে এবং কৃষি বিভাগের সহযোগিতা কিভাবে পাবে। জলবায়ূ বান্ধব কৃষি বিষয়ে জনসাধারনের মধ্যে আর ও সচেতনতা বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে কৃষি বিভাগ কিভাবে কৃষকদের মাঝে আর ও সচেতনতা বাড়ানো যাবে। কৃষি অফিসের সেবা সমুহ সম্পর্কে স্থানীয় পর্যায়ে আর ও কিভাবে উদ্বুদ্ধ করা যায়! সাতক্ষীরার প্রেক্ষাপটে কিভাবে যুবদের কৃষিতে উৎসাহিত করা যায়। চিহ্নিত সমস্যাগুলোর আলোকে নিরসন করা যায় সে বিষয়ে উপস্থিতি অতিথিবৃন্দরা পরামর্শ ও উদ্যোগী হওয়ার মনোনিবেশ করেন।
    তরূনদের চাহিদা ছিল স্থানীয় পর্যায়ে জলাবদ্ধতা এলাকায় বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ। পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা ও এগ্রোইকোলজি চর্চা করা এবং যুবদের অর্ন্তভুক্ত করা। লবন সহিঞ্চুতার জন্য ফসল উৎপাদনে  স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা।আধুনিক কৃষির প্রশিক্ষণ ও যুব কৃষক তৈরী করা। স্থানীয় কৃষকদের সবুজ উদ্যোক্তা তৈরী করা এবং সহায়তা প্রদান করা। যুব কৃষক/কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা কৃষি অধিদপ্তর কৃষি বাস্তুবিদ্যার উপর  ফিংড়ি ও ব্রক্ষরাজপুর ইউনিয়নে ৪/৫টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা এবং ভবিষ্যৎ তাদের বীজ তহবিল সরবরাহ করবে। তরূণদের এই চাহিদাগুলোর বিষয়ে কৃষি অধিদপ্তর সম্মতি জ্ঞাপন করেন এবং আগামীতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
  • তালায় ছাত্রদলের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

    তালায় ছাত্রদলের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

    তালা :
    সাতক্ষীরার তালায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
    বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃক্ষরোপন কর্মসূচী ঘোষনা করেন। তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করে।
    শুক্রবার (২০ জুন) তালা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে তালা উপ-শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এই কর্মসূচী সফল করতে সার্বিক সহযোগীতা করেন ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম ও মেহেদী হাসান আকাশ।
    তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, তালা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ইসলাম, তাল সরকারী কলেজের নব গঠিত কমিটির সভাপতি সোহাগ হাসান সাগর, সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

  • খলিল ছিলো বিএনপির নিবেদিত প্রাণ, অকুতভয় সংগঠক- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

    তালা :
    তালা উপজেলা বিএনপির একনিষ্ট কর্মী, ত্যাগী, নির্লোভ, সৎ , রাজপথের লড়াকু সৈনিক প্রয়াত মোঃ খলিলুর রহমানের পরিবারের সাথে স্বাক্ষাৎ করছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
    শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় তালা উপজেলার মহান্দী গ্রামে প্রয়াত খলিলুর রহমানের পরিবারের সাথে স্বাক্ষাত করেন তিনি। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ভাই সহ পরিবারের সকলের সাথে কথা বলেন, পরিবারের খোঁজ খবর নেন। এসময় খলিলুর রহমানের একমাত্র পুত্র সীমান্তর লেখাপড়ার সহ সকল দ্বায়দ্বায়িত্ব গ্রহণ করেন এবং স্ত্রীর হাতে নগদ অর্থ প্রদান করেন।
    হাবিবুল ইসলাম হাবিব বলেন, খলিল ছিলো শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সে শুধু মাত্র রাজনীতি করার জন্য, কলেজে ছাত্র রাজনীতি করার জন্য ৮ বার এস এস সি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়। দলের দূর্দিনে প্রতিটি দলীয় কর্মসূচীতে সে সক্রিয় অংশ গ্রহণ করেছে। তার রাজনৈতিক জীবনে কোনো অন্যায় অপরাধের সাথে নিজেকে জড়ায়নি। তার একটি মাত্র ছেলে খুব অসহায় অবস্থায় আছে। আজ থেকে আমি তার লেখাপড়া সহ সকল দ্বায়দ্বায়িত্ব নিলাম। মহান আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন বেহেশত নসিব করেন।
    তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাঃ মোশারাফ হোসেন, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন, মোঃ আছিরুদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুব দলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিসুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছা সেবকদলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান শত শত বিএনপির নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, গত ১৪ জুন সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

  • তালায় ভিডব্লিউভি  চাল কার্ড এর তালিকায় অনিয়মের অভিযোগ

    তালায় ভিডব্লিউভি  চাল কার্ড এর তালিকায় অনিয়মের অভিযোগ

    তালা উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভিডব্লিউভি (চাল) তালিকায় ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলামের স্ত্রী সহ ধনী ও নিকট আত্মীয়ের নাম তালিকা ভ‚ক্তির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে তালা উপজেলা নাগরিক কমিটি উপজেলা নির্বাহী কর্তকর্তা বরাবরে অভিযোগ করেছেন।

    বুধবার (১৮ জুন) এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে  নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

    অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৪ জুন তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ প্যানেল চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে যাচাই বাছাই এ ৮২ জনের স্বাক্ষাতকার গ্রহণ করা হয়। তবে জনসংখ্যানুপাতে এই ওয়ার্ডে ৪২ জন কে ভাতা প্রদান করা হবে। সরকারী পরিপত্র অনুযায়ী কোন চাকুরীজিবীর পরিবারের সদস্য, চলমান কোনো ভাতাভোগী হলে, দুইটি সন্তানের অধিক সন্তান হলে, অপেক্ষাকৃত ধনী পরিবারের সদস্যরা এই ভাতার আওতায় আসবে না। তবে সরকারী পরিপত্র উপেক্ষা করে ৯ নং ইউপি সদস্য মফিজুল ইসলাম ৪২ নং ক্রমিকে তার স্ত্রী জুলিয়া খাতুনের সহ ১১৬ নং পপি খাতুন, ৭৭ নং লিপিয়া খাতুন, ৮৮ নং সুরাইয়া বেগম, ০৩ নং তহমিনা বেগম, ৭২ নং আসমা খাতুন, ৫৮ নং ইয়াসমিন, ১১১ নং ফতেমা খাতুন, ৬১ নং ইতি খাতুন, ১১৩ নং জান্নাতুল খাতুন ও ১০ নং বৃষ্টি খাতুনের নাম অর্ন্তভ‚ক্ত করেছেন। এই সকল পরিবার ধনী শ্রেণীর। অধিকাংশের পাঁকা বাড়ি এবং কোনো না কোনো ভাতা চলমান আছে।উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, ভিডবিøউবি কার্ড যাচাই বাছাই এর সময় আমি উপস্থিত ছিলাম। আমরা চলে আসার পরে ইউপি সদস্যরা যোগসাজসে ইউপি সদস্য মফিজুল ইসলাম তার স্ত্রী সহ চলমান ভাতাভোগী ও ধণী পরিবারের সদস্যদের অর্ন্তভ‚ক্তি করেছেন। যা সরকারী পরিপত্রের চরম লংঘন। এ বিষয়ে প্রতিকার চেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি।ইউপি সদস্য মফিজুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তিনি স্বাক্ষাতে কথা বলবেন বলে জানান।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিয়য়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়ার পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • তালায় অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    তালায় অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    তালা প্রতিনিধি
    মঙ্গলবার (১৭ জুন) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও খ্রীষ্টান এইডের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। এতে সভাপতিত্ব করেন অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস। উপজেলা অন্ত্যজ পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের গিয়াস উদ্দিন আহম্মেদ, খ্রীষ্টান এইডের মুসফিকুর রহমান, অন্ত্যজ পরিষদের উপদেষ্টা রুপালী পরিচালক সফিকুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান,  অন্ত্যজ পরিষদের সোমা সরকার, সন্ধ্যা রানী দাস, মোঃ আব্দুল্লাহ, ভূমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার, মহাদেব দাস,তারেক সরকার, বিলকিস আক্তার প্রমুখ।
    সভায় অংশগ্রহণকারীরা তালা উপজেলায় অন্ত্যজ এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তা সমাধানের পথ খুঁজ বের করেন। এছাড়া অন্ত্যজ জনগোষ্ঠির অধিকার,মানবাধিকার মানুষের সরকারী-বেসরকারী সেবায় অর্ন্তভূক্ত করার পরিকল্পনা তুলে ধরেন।
  • তালায় বজ্রপাতে একজন নিহত

    তালায় বজ্রপাতে একজন নিহত

    সাতক্ষীরার তালায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। সোমবার ( ১৬ জুন ) বিকালে  তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন-কাঠবুনিয়া গ্রামে  বামছারাম মন্ডল ছেলে ললিত মন্ডল (৫০)।
    কাঠবুনিয়াগ্রামে উজ্জল মন্ডল জানান, ললিত মন্ডল কাঠবুনিয়া গ্রামে নিজ ঘেরে মাছ ধরা চারো তৈরি করছিলেন। হটাৎ বজ্রাপাতের ফলে তিনি গুরুত্বর আহত হয়। ঐ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

  • তালায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক মতবিনিময় সভা

    তালায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক মতবিনিময় সভা

    তালা প্রতিনিধি
    সোমবার (২ জুন) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের স্কোপ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ,  সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ভূমিজ ফউন্ডেশন পরিচালক অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আক্তার স্বপন, দিলীপ কুমার সানা, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান,  নারী সংগঠক গুলশানারা বেগম, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, কৃষক তফেজ আলী, মোবারক হোসেন, শিক্ষক রুহুল আমিন, জেসমিন খাতুন, মানছুরা খাতুন, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, মোঃ আফজাল হোসেন প্রমুখ।
    সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো তুলে ধরা হয় এবং সমস্যা সমাধানের উপর নানাবিধ আলোচনা হয়। এছাড়া বৃক্ষরোপণ কার্যক্রমসহ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়।
  • তালায় রিব’র ফোকাস গ্রুপ ডিসকাশন সভা

    তালায় রিব’র ফোকাস গ্রুপ ডিসকাশন সভা

    তালা প্রতিনিধি : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত জনজীবনে সৃষ্ট প্রভাব, জেন্ডার ন্যায্যতা, দলিত জনগোষ্ঠী সামাজিক-আর্থিক সমস্যা এবং নারী ও শিশুদের সমস্যাসমূহ চিহ্নিত করার লক্ষে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে সাতক্ষীরার তালায় বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৭ মে থেকে ২৯ মে ২৫ পর্যন্ত ধারাবাহিক ভাবে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, পরিত্রাণ, অগ্রগতি সংস্থা, ভূমিজ ফাউন্ডেশন এবং উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিং স্ব স্ব সংস্থার সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

    ফোকাস গ্রুপ ডিসকাশনে রিইব-এর পরিচালক ও প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম এবং প্রকল্পের প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান সহ এনজিও প্রতিনিধি, দলিত প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    আলোচনায় উঠে আসে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের চলমান কর্মকাণ্ডে জেন্ডার জাস্টিস ও ক্লাইমেট জাস্টিসকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তারা স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, এবং পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে একটি ন্যায্য ও টেকসই সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

  • তালায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

    তালায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

    তালা প্রতিনিধি
    বৃহস্পতিবার (২৯ মে) সকালে তালা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  সাপোটিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত উক্ত  প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ও  স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার। কর্মশালায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ন-সচিব (উন্নয়ন) ডঃ প্রকাশ কান্তি চৌধুরী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায় ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ কামাল হোসেন। কর্মশালায় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোমেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক কর্মকর্তা গোবিন্দ সাধুসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায়  ৩২ জন মহিলার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ করা হয়।
  • তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধ কে পিটিয়ে হত্যা, আহত ১!

    তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধ কে পিটিয়ে হত্যা, আহত ১!

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

    সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামে গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে মুড়াগাছা গ্রামের মৃত্যু ওমর আলী শেখের ছেলে। সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান ও তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
    বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার মুড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
    প্রাপ্ত তথ্যে জানা যায়, দুপুরে মোকসেদ আলী ধান ঝাড়ার সময় চাচাতো বোন রুপবানের গরু এসে ধান খাচ্ছিল। তাদের গরু আটকাতে বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় মুড়াগাছা গ্রামের আনিস শেখের স্ত্রী রুপবান (৫৫), ছেলে আক্তারুল শেখ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৮) সহ কয়েক জন মিলে মোকসেদ আলী কে বেধড়ক মারপিট করে এবং পাশে থাকা ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
    নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানান, আজ গরুতে ধান খাওয়া কে কেন্দ্র করে আক্তারুল, তার মা রুপবান, স্ত্রী সুমি বেগম ও চাচাতো ভাই সুমন শেখ মিলে মোকসেদ আলী কে পিটিয়ে হত্যা করেছে। মারামারির একপর্যায়ে পাশে থাকা ইট দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এঘটনায় আক্তারুল পালাতোক রয়েছে বলে জানান তারা।
    এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিলো।

  • তালায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    তালায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    তালা প্রতিনিধি
    “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন হয়েছে। বুধবার (২৮ মে) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, হাসপাতালের চিকিৎসক ডাঃ সবুজ বিশ^াস, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান, তালা থানার এসআই জিহাদুল ইসলাম, সাংবাদিক এমএ ফয়সাল, সেলিম হায়দার, আকবর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু প্রমুখ।
  • তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাল বিতরণ

    তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাল বিতরণ

    সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঈদ উপহার ভিজিএফ কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল বিতরণ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। তেঁতুলিয়া ইউনিয়নের ১১৬০ টি পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়।
    মঙ্গলবার (২৭ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ উদ্বোধন করেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ।
    ইউপি সদস্য মোহাম্মাদ আলী, আমিনুর রহমান, মনিরুজ্জামান মনু, দেলোয়ার হোসেন সোনা, আলাউদ্দীন সরদার, কামরুজ্জামান, শংকর দাশ, মশিয়ার রহমান, জাকিয়া সুলতানা ইতি, রেশমা বেগম ও রেবেকা বেগম নিজ নিজ ওয়ার্ডের গ্রাম পুলিশদের সাথে নিয়ে চাল বিতরণ করেন।
    ইউপি সদস্যরা তারা বলেন, চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা প্রকৃত হতদরিদ্রদের তালিকা প্রণয়ন করে চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিয়েছি। এই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাশ হয়ে আসলে আমরা নিজ নিজ ওয়ার্ডে প্রতিটি পরিবারের নামে তালিকায় ক্রমঃ অনুযায়ী ¯িøপ তৈরী করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়েছি। সেই অনুযায়ী আজ চাল বিতরণ করা হচ্ছে। পূর্ব থেকে প্রস্তুতির কারণে কোন ঝামেলা ছাড়াই চাল বিতরণ করতে পারছি। এতে সময়ও কম লাগছে জনগণের ও ভোগান্তি কম হচ্ছে।
    লাঊতাড়া গ্রামের ছবিজান, ধলবাড়িয়া গ্রামের মনোয়ারা, পাঁচরোখী গ্রামের আরজা ও লক্ষণপুর গ্রামের মরিয়ম বলেন, গতকাল রাতে ঈদের চালের ¯িøপ আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। সেই ¯িøপ নিয়ে আজ চাল নিয়ে যাচ্ছি। আগে থেকে ¯িøপ দেয়ার কারণে আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে না। খুব বেশী সময়ও নষ্ট হচ্ছে না।
    তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমার পরিষদে কাজ গুলো সহজে ও কম সময়ে শেষ করার জন্য পূর্ব প্রস্তুতি থাকে। চেষ্টা করি জনগণ যে কোনো প্রকার ভোগান্তির শিকার না হয়। পরিষদের সকল সদস্য ও গ্রাম পুলিশ খুবই দায়িত্বশীল। কোনো কাজ আগামী দিনের জন্য ফেলে রাখা হয় না। আজ ভিজিএফ প্রকল্পের আওতায় ১১৬০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এর আগে ১৯৬ টি পরিবারের মধ্যে বিগত ৫ মাসের বরাদ্দ বাবদ ৫ বস্তা করে চাল বিতরণ করা শেষ করেছি। আমরা সবসময় চেষ্টা করি জনগণের ভোগান্তি কমানোর জন্য।
    তিনি বলেন, জনগণের ভোগান্তি কমানোর জন্য সরকারী ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল পর্যন্ত অফিসে থাকি। কোনো দিন গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। যে প্রত্যাশা নিয়ে জনগণ আমাকে নির্বাচিত করেছেন তাদের সেই প্রত্যাশা পূরণে সর্বদা কাজ করার চেষ্টা করি।

  • তালায় ৩৫ সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

    তালায় ৩৫ সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

    সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন। আজ ফিরে যাচ্ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হন।

    পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি।

  • তালার ইউএনওকে বদলী

    তালার ইউএনওকে বদলী

    ‎সাতক্ষীরায় কালের কণ্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে দশদিনের কারাদণ্ড দেয়া আলোচিত ইউএনও শেখ রাসেলকে রংপুর বিভাগে বদলী করা হয়েছে।

    ‎রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ০৫.০০.০০০০. ১৩৯.১৯. ০০৯. ২৪-১৫৪ নম্বর স্মারকে সোমবার (৫ মে) এ আদেশ দেয়া হয়েছে।

    ‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের প্রায় ১১ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়।

    একপর্যায়ে সাংবাদিককে লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ফুসে উঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ।

    দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। পরদিন তালা, সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সাংবাদিকদের দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মুখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনে মুক্তি দেন।

  • তালায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দুর্যোগে ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রনয়ণ পূর্বক বাজেটে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক এডভোকেসি সভা

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি \
    সাতক্ষীরার তালা উপজেলায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রনয়ণ পূর্বক বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা প্রাণী সম্পদ অফিসে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাসুম বিল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক  নাজমুন্নাহার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম,প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিব প্রসাদ মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রশিদ, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, ভুমিজ ফাউন্ডেশন সমন্বয়কারী অচিন্ত সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, আমার বন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাহিদ হাসান প্রমূখ। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন এক্টিভিস্টা শ্রেয়া গেøারিয়া।
    উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুপ্তি দাশ চৈতী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দর কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো লিপি চৌধুরী প্রমুখ।

    এডভোকেসির উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে ঝুঁকি বিশ্লেষণ কর্মসূচি বাস্তবায়নের সময় জলবায়ূ পরিবর্তন সম্পর্কিত ঝুঁকি চিহ্নিত করা এবং বাজেটে বরাদ্দ রাখা ও জলবায়ূ অভিযোজন, প্রশমন, দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা সৃষ্টি অনুদান জলবায়ূ সহনশীল কাঠামো তৈরী নারী সংবেদনশীল আশ্রয়কেন্দ্র তৈরী বেরিবাঁধ নির্মানের জন্য বাজেটে অন্তভর্‚ক্তকরণ। উপস্থিত অতিথিবৃন্দ বলেন আগামী অর্থবছরে বাজেটে যুবদের চাহিদা অনুযায়ী স্থানীয় ঝুঁকি নিরসনে ইউনিয়ন পরিষদ ও সরকারী দপ্তরের বাজেটে জলবায়ূ পরিবর্তন বিষয়ে নিচের খাতগুলো বরাদ্দের জন্য ইয়ূথরা প্রস্তাবনা দেন।
    দুর্যোগ কবলিত যুব ও নারীদের মাঝে হাইজিন কিডস (ন্যাপকিন প্যাড, হ্যান্ড ওয়াশ, টিস্যু) বিতরণ। জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সহায়ক উপকরন বিতরন। দূর্যোগকালীণ জরুরী সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়নে থোপ বরাদ্দ নিশ্চিত করা ও বৃক্ষ বিতরণ করা। মোবাইল ফোনের অপব্যবহার এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ/ বিভিন্ন উপকরণ দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা। লবণাক্ততা মোকাবেলায় কৃষি বরাদ্দ বৃদ্ধি। বন্যা ও জলোচছাস প্রতিরোধে বাঁধ নির্মান ও সংস্কারে বাজেট রাখা। স্থানীয় জলাবদ্ধতা নিরসনে বাজেটে বরাদ্দ রাখা। জলাবদ্ধতায় বিকল্প চাষের ব্যবস্থা করা। জলবায়ূ অভিযোজনমুখি শিক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণে বাজেট রাখা। নারী নেতৃত্বে অভিযোজন প্রকল্পে বরাদ্দ। গ্রামে গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন, উদ্ধার সামগ্রী বিতরণ এবঙ মহড়া আয়োজন বাজেটে অন্তর্ভুক্ত করা। ক্ষতিগ্রস্থ পরিবারগেুলোর জন্য জলবায়ূ সহনশীল ঘর তৈরীতে অনুদান বা লোন বরাদ্দ। লবণাক্ততা বা দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বিকল্প জীবিকা প্রশিক্ষণ ও ক্ষুদ্র্রিন বরাদ্দ। বাজে্েট নতুন আশ্রয়কেন্দ্র নির্মান (প্রয়োজনে) ও পুরাতনগুলোর সংস্কারে বরাদ্দ বাড়াতে হবে। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লাইমেট ইনফরমেশন সেন্টার চালু এবং আগাম সতর্কতা বার্তা প্রচারে বাজেট বরাদ্দ। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে জলবায়ূ পরিবর্তনজনিত কারণে বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ। যুব উন্নয়ন অধিদপ্তর ও কৃষি অধিদপ্তর কর্তৃক পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ (সবুজ ব্যবসা, কম্পোস্টিং, রিনিউয়েবর এনার্জি ব্যবহার নিশ্চিত করার জন্য বাজেট দেওয়া)
    উপস্থিত অতিথিবৃন্দরা উপরোক্ত বিষয়গুলো আগামী অর্থ-বছরের বরাদ্দ রাখার ব্যাপারে সুপারিশ করেন।

  • ফলোআপ নিউজ তালায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন বিলকিস বেগমের!

    ফলোআপ নিউজ তালায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন বিলকিস বেগমের!

    নিজস্ব প্রতিনিধি :
    সাতক্ষীরার তালায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিচালিত সেচপাম্পের তারে জড়িয়ে বিলকিস বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।
    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার আড়ংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় তাছকিয়া জান্নাত নামে ১ বছরের শিশু আহত হয়েছে।
    মৃত্যু বিলবিস বেগমের স্বামী মিজানুর ইসলাম গাজী বলেন, আমি ভোর ৬ টায় ৫ জন শ্রমিক সাথে নিয়ে আড়ংপাড়া বিলে ধান কাঁটতে যাই। সকাল সাড়ে ৬ টার দিকে আমার স্ত্রী পুনতি কে সাথে নিয়ে মাঠে আমাদের ধান কাঁটা দেখতে যায়। দেখা করে ফেরার পথে পাশে আড়ংপাড়া গ্রামের কাদের শেখের ছেলে জাহিদ শেখের বৈদ্যুতিক মটরের তারে জড়িয়ে যায়। আমরা উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে রাস্তায় সে মারা যায়।
    আড়ংপাড়া গ্রামের মহাসি হোসেন, রাজু হোসেন সহ অনেকেই বলেন, জাহিদ শেখ ইরি বøক করতে আড়ংপাড়া গ্রামের হজরত কারিগরের বাড়ির মিটার থেকে অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে মটর টালাতো। ইরি ক্ষেতে পানি দেয়া শেষ হলেও সে সংযোগ বিচ্ছিন্ন করেনি। এলাকায় ঘেরে মাটি কাঁটার এস্কেভেটরে বেঁধে বিদ্যুতের তার ছিড়ে গেলে সে কভার বিহীন সাদা তার দিয়ে পূণঃরায় সংযোগ চালু করে। সকালে সেই তারে জড়িয়ে একজন মহিলা মারা যায় এবং একজন শিশু আহত হয়।
    হযরত কারিগরের মেয়ে তহুরা ও তন্নি বলেন, আমরা পিতা ভাটায় কাজ করেন। তিনি এখন ভাটায় আছেন। আমাদের মিটার থেকে জাহিদ মটরের সংযোগ নিয়েছিলো। আজ বৃহস্পতিবার সকালে একজন লোক মারা গেলে সে মিটার থেকে তার খুলে নিয়ে গেছে।
    অভিযুক্ত জাহিদ শেখ বলেন, আমি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছিলাম ঠিক তবে সেই তারে মানুষ মারা যায়নি। আর্থিনের তারে কারেন্ট হয়ে গিয়েছিলো। সেই তারে জড়িয়ে মারা গেছে।
    পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান বলেন, এমন কোনো সংবাদ আমার কাছে আসেনি। এখন যেহেতু জানতে পারলাম, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
    তালা থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনার পরে তালা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্ত একটি ইউডি মামলা হয়েছে।