Category: জাতীয়

  • আজ শহিদ বুদ্ধিজীবী দিবসে প্রেস ক্লাবে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন

    নিজস্ব প্রতিনিধিঁ: আজ শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ হতে সন্ধ্যায়মোমবাতি প্রজ্জলন করা হবে। কর্মসূচিতে সকলের অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

  • সামনে এলেন কাজী হায়াতের শাকিব খান

    বীর সিনেমা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। শাকিব বলেছিলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন চারটি ছবির শুটিং হচ্ছে, দুটিতে বুবলী থাকবেন, এটাই চূড়ান্ত। তবে কোন দুটি ছবি, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’ 

    শাকিব ও বুবলী–ভক্তদের বেশি দিন অপেক্ষা করতে হলো না। সেই দুটির একটি যে বীর, নিশ্চিত করেছিলেন শাকিব খান। কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র বীর। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শাকিব খানের ছোটবেলার অংশের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। এরপর রাজধানীর পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় এই ছবির শুটিং চলতে থাকে।

    বৃহস্পতিবার এই ছবিটির প্রথম লুক প্রকাশিত হয়েছে। এতে শাকিব খানকে একজন বিধ্বংসী শ্রমিক চরিত্রে দেখা যাচ্ছে। অবশ্য শুটিং চলাকালীন শাকিব কয়লা ওঠা নামানোর কাজ করছেন এমন কিছু স্থির চিত্র অনলাইনে প্রকাশিত হয়েছিল বটে। তবে বীরের ফার্স্ট লুক রীতিমতো সবাইকে চমকে দিলো।

    বাংলা চলচ্চিত্রের যখন অন্ধকার দিক নিয়ে আলোচনায় মত্ত একশ্রেণি তখনই, ন ডরাই, ক্যাসিনো কিংবা বীর মুক্তির আগেই চমকে দিচ্ছে দেশের চলচ্চিত্রপ্রেমীদের, সেই সাথে অপেক্ষার প্রহর বাড়িয়ে দিচ্ছেন চলচ্চিত্র কর্তারা। 

    দেড় বছর আগে ঘোষণা হয়েছিল, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের বীর ছবির শাকিব খানের নায়িকা হচ্ছেন বুবলী। ছবিতে চুক্তিবদ্ধ না হলেও সে সময় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটির সত্যতা নিশ্চিত করা হয়েছিল। শাকিব-বুবলী জুটিকে এই ছবিতে দর্শক পুরোপুরি ভিন্নভাবে দেখবে।

    কাজী হায়াতের হাত ধরে মারুফকে বিভিন্নভাবে দেখেছেন, দেখেছেন মান্নাকে। এবার এই গুণী নির্মাতার হাত ধরে দর্শকেরা অচেনা শাকিবকেই দেখলেন বটে। বাকিটার জন্য সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হয়।

  • এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে ফেঁসে যাচ্ছেন নাজমুল হুদা

    এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে ফেঁসে যাচ্ছেন নাজমুল হুদা

    সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও ব্যারিস্টার নাজমুল হুদা (ডানে)

    ক্ষমতার অপব্যবহার এবং উৎকোচ নেয়ার অভিযোগ এনে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদা যে মামলা করেছিলেন, সেই অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার (৪ ডিসেম্বর) বিকালে এই তথ্য জানিয়ে কমিশনের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান গণমাধ্যমকে বলেন, মিথ্যা অভিযোগের কারণে দুদক নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

    ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে সোয়া তিন কোটি টাকা ঘুষ দাবি করার অভিযোগে মামলাটি করেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার হুদা, যিনি এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ। এরপর মামলাটি তদন্তের জন্য দুদককে দায়িত্ব দেয় আদালত। চলতি বছরের ২৮ জুলাই ওই মামলায় হুদার বক্তব্য গ্রহণ করে দুদক। ওইদিন দুপুর ৩টা থেকে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত দল হুদার বক্তব্য গ্রহণ করেন। সেদিন ব্যারিস্টার নাজমুল হুদা সাংবাদিকদের বলেছিলেন, ২০১৭ সালে আমার কাছে সোয়া তিন কোটি টাকার ঘুষ দাবি করেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। সে সময় তিনি আমাকে বলেছিলেন টাকা না দিলে আমার বিরুদ্ধে করা সবকটি মামলার রায় বিরুদ্ধে যাবে। ঘটনার তারিখ ছিল ২০ জুলাই। ওইদিন দুপুরে প্রধান বিচারপতি তার খাস কামরায় ডেকে ঘুষ দাবি করেন।

    বুধবার (৪ ডিসেম্বর) দুদকের জনসংযোগ শাখা জানায়, এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগ শাহবাগ থানায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে সাবেক মন্ত্রী ব্যারিস্টর নাজমুল হুদার দায়েরকৃত মামলাটি দুদকের তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়া সাবেক প্রধান বিচারপতিকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে দুদক। এ জাতীয় মিথ্যা মামলা দায়ের করায় নাজমুল হুদা-র বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।

    তদন্তে জানা যায়, মামলাটি কাল্পনিক সাজানো ঘটনা মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এবং এজাহারকারী অসৎ উদ্দেশে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মানসে আলোচ্য মিথ্যা মামলাটি রুজু করেছেন মর্মেও প্রাথমিকভাবে প্রমাণিত হয়। বর্ণিত অবস্থার পরিপ্রেক্ষিতে অত্র মামলায় FR as IM (Final Report as Intentionally False) দাখিলের সুপারিশ করেছেন এবং একই সাথে নাজমুল হুদা জেনে শুনে অসৎ উদ্দেশ্যে বিজ্ঞ আদালতের ভাবর্মূতি ক্ষুণ্ণ করার জন্য এবং তার বিরুদ্ধে রুজুকৃত শাহবাগ থানা (ডিএমপি) মামলা নং : ১০১, তারিখ : ১৮-০৬-২০০৮ খ্রি: মামলাটি প্রশ্নবিদ্ধ করার মানসে অত্র এজাহারে বর্ণিত মিথ্যা ঘটনার সৃষ্টি করে মামলাটি রুজু করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় জনাব নাজমুল হুদা, এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।

  • সড়ক পরিবহন আইন বাস্তবায়ন আটকে রাখা যাবে না : ইলিয়াস কাঞ্চন

    সড়ক পরিবহন আইন বাস্তবায়ন আটকে রাখা যাবে না : ইলিয়াস কাঞ্চন

    সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, ‘মানুষকে জিম্মি করে, সরকারকে বিব্রত করে যদি কেউ এই আইনের বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’

    আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

    ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক পরিবহন আইনের সংস্কার আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সরকার বিভিন্ন সময় ১৯৮৩ সালের আইনটি সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে। এতে বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবহন সেক্টরের একটি অশুভ শক্তি। সম্প্রতি কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন সড়ক পরিবহন আইন ২০১৮ পাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কোনো চাপের মুখে নতি স্বীকার না করে সরকার এই আইনটি ২০১৮ সালে পাস করে। এর প্রায় ১৫ মাস পরে ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর শুরু করে সরকার।’

    তিনি বলেন, ‘প্রথম ১৪ দিন সহনীয় মাত্রায় প্রয়োগ ছিল। পরবর্তীতে পরিবহন মালিক-শ্রমিকদের দাবিতে আইনের কয়েকটি বিষয় আগামী ছয় মাস পর্যন্ত কনসিডারের সিদ্ধান্ত নেয় সরকার। বরাবরই পরিবহন সেক্টরে সেই চক্রটি বাধা সৃষ্টি করে নানা ধরনের দাবি-দাওয়া তুলে ধরে। গণপরিবহন চলাচল বন্ধ করে জনগণকে ভোগান্তিতে ফেলে দেয়। আমার প্রশ্ন, কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো?’

    পরিবহন শ্রমিকদের উদ্দেশে ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান বলেন, ‘যারা পরিবহন শ্রমিকদের ব্যবহার করে ফায়দা লুটছে, কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে তারা কতটা শ্রমিকদের কল্যাণে ব্যয় করে? আপনাদের সুরক্ষার জন্য মালিক কি কোনো টাকা ব্যয় করেন? আপনাদের দক্ষতা বৃদ্ধির জন্য কি কোনো ইনস্টিটিউশন করেছে, হাসপাতাল গড়েছে চিকিৎসার জন্য? হিসাবে সড়ক দুর্ঘটনায় বছরে এক হাজার চালক হেলপার মারা যায়। এই যে আপনারা মারা যান, আপনাদের জন্য মালিকরা কী করে? বিষয়গুলো একবার ভেবে দেখবেন।’

    জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা শুরু থেকেই এই আইনের প্রতি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে গেছেন। আজ পরিবহন সেক্টরের কিছু মানুষের নৈরাজ্যের কারণে আপনাদের ভোগান্তি হচ্ছে। তবে আমি মনে করি এই ভোগান্তি সাময়িক। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আপনাদের এরকম সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে। আপনারা ধৈর্য হারাবেন না।’

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ‘নিরাপদ সড়ক চাই’ এর মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল, যুগ্ম সম্পাদক লায়ন গনি মিয়া, বাবুল সাদেক হোসেন এবং প্রচার সম্পাদক একে এম ওবায়দুর রহমান।

  • কপ-২৫ এ যোগ দিতে রোববার স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

    কপ-২৫ এ যোগ দিতে রোববার স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

    স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে রোববার সকালে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের সরকারি সফরে স্পেনে যাচ্ছেন তিনি।
    জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রোববার সকালে মাদ্রিদের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে যাবেন প্রধানমন্ত্রী।

    বিমানটির স্পেনের স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

    বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

    বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভা যাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হবে। স্পেন সফরের সময় প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন।

    সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দ্য মাদ্রিদে ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে, তিনি কপ-২৫’র ওয়ার্কিং সেশনে যোগ দেবেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন এবং পুনরায় অপরাহ্নে ওয়ার্কিং সেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

    সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানী আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশের পথে রওয়ানা হবেন।

    ঢাকার স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

    ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন যা কপ-২৫ নামে পরিচিত, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) কে অর্ন্তভুক্ত করবে কিয়োটো প্রটোকলের (সিএমপি১৫) পক্ষের ১৫তম সভা এবং প্যারিস চুক্তির পক্ষে পক্ষগুলোর দ্বিতীয় সভা (সিএমএ২)।

    সম্মেলনের সভাপতি মনোনীত হয়েছেন চিলির পরিবেশ মন্ত্রী মিজ ক্যারোলিনা স্মিদভ জালদিভার।

    এই সম্মেলনটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন প্রক্রিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে। গত বছর পোল্যান্ডের ‘সিওপি ২৪’ এ প্যারিস চুক্তির বাস্তবায়ন নির্দেশিকাগুলো সম্পর্কে চুক্তি অনুসরণ করে, যার মূল উদ্দেশ্য হল প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তির পূর্ণাঙ্গ পরিচালনার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় সম্পন্ন করা।

    সম্মেলনটির এ বছর নভেম্বর মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরিকল্পনা শুরুর আগেই নব-নির্বাচিত সভাপতি জেইর বোলসোনারো অর্থনৈতিক কারণ দেখিয়ে স্বাগতিক হওয়ার প্রস্তাব প্রত্যাহার করে নেয়।

    পরবর্তীতে চিলি এগিয়ে আসে এবং নতুন স্বাগতিক দেশ হয়। কিন্তু বৈঠকের আগে সামাজিক অস্থিরতা ২০১৯’র অক্টোবরের শেষের দিকে ওই দেশটিকেও স্বাগতিক হওয়া থেকে সরে যেতে বাধ্য করে। তখন জাতিসংঘ, চিলি এবং স্পেনের মধ্যকার পারস্পরিক চুক্তির মাধ্যমে শেষের দেশ স্পেন এর স্বাগতিক হয়।

  • ইউনেস্কো বাংলাদেশের  সঙ্গে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে

    ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে

    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত প্রস্তুতি সভার সভাপতিত্বকালে এ কথা ঘোষণা করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থার ৪০ তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে বাংলাদেশের সঙ্গে  ‘মুজিববর্ষ’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা মন্ত্রী বলেন, ইউনেস্কো মহাসচিব অড্রে অজুলে এবং সাধারণ পরিষদের সভাপতি আল্টে সেনজিজার সহ বিভিন্ন কমিটি এবং কমিশনের চেয়ারপার্সনরা পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থিত ছিলেন।
    জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, বছরব্যাপী অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ’র জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন হবে আগামী ১৭ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে। সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘অনুষ্ঠান আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে সম্পর্ক যুক্ত হতে হবে। বঙ্গবন্ধু এই মাটির সন্তান, কাজেই এটা (অনুষ্ঠান) কোন রংচটা অনুষ্ঠানে রূপ নিতে পারবে না।’ ড. হাছান বলেন, ‘আমাদের সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের লক্ষ্য ।

  • আজ বহুল আলোচিত গুলশানের হলি  আর্টিজান হামলা মামলার রায়

    আজ বহুল আলোচিত গুলশানের হলি আর্টিজান হামলা মামলার রায়

    আজ বুধবার (২৭ নভেম্বর) বহুল আলোচিত গুলশানের হলি আর্টিজান হামলা মামলার রায় ঘোষণা করা হবে। এ জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
    ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তথ্য প্রসিকিউশনের উপকমিশনার জাফর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বর ঘুরে দেখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় ও মীর রেজাউল আলম। তারা দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তাসংক্রান্ত নানা দিকনির্দেশনা দেন। এসময় উপকমিশনার জাফর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
    গত ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর নির্ধারণ করেন। এ পর্যন্ত মোট ১১৩ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল।
    ২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে ৮ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়। একই বছরের ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের জিআর শাখায় মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে ২৬ জুলাই সিএমএম আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন।
    অভিযোগপত্রে নাম থাকা ২১ আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। নিহত ১৩ জনের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানে এবং ৫ জন ঘটনাস্থলে নিহত হয়।
    অভিযোগপত্রের ৮ আসামি হলো−হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। তারা সবাই কারাগারে।
    ঘটনাস্থলে নিহত ৫ আসামি হলো রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।
    আর বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় নিহত ৮ আসামি হলো তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ার জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।
    ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে ৫ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ।

  • পদ্মার চেয়েও বড় সেতু হচ্ছে বাংলাদেশে

    কাগজে কলমে এখন পর্যন্ত দেশের দীর্ঘতম সেতু পদ্মা, ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য।

    কিন্ত এবার বরিশাল আর ভোলার মধ্যে নির্মিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু। বরিশালের লাহারহাট থেকে ভোলার ভেন্ডুরিয়া ফেরিঘাটকে সংযুক্ত করবে এ সেতু। ২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু সমীক্ষার কাজ। এ অনুযায়ী নদীর মাঝে চরের উপর ৩ কিলোমিটার ভায়াডাক্টসহ এ সেতুর দৈর্ঘ্য হবে ১০ কিলোমিটার। সেতুতে স্প্যান বসবে ৫৮টি, অবস্থাভেদে এক একটি স্প্যানের দৈর্ঘ্য হবে ১১০-২০০ মিটার। সেতুর প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে ৯ হাজার ৯৩২ কোটি টাকা। এ জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে প্রায় ১৩০০ একর। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেতুটি পদ্মা সেতুর মতো ডাবল ডেকার নয়। এটি সড়ক সেতু হচ্ছে। যাচাই বাছাই শেষে এখন ডিপিপি প্রণয়নের কাজ চলছে।

    মূলত পদ্মার মতো খরস্রোতা নয় এখানের নদী। তাই জটিলতা বেশি হবে না। প্রাথমিক সমীক্ষার পর আগামী মাসের মধ্যে শেষ করা হবে ডিপিপির কাজ। এর পর চীন অথবা সৌদি আরবের সঙ্গে হতে পারে জিটুজি চুক্তি।

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মুহাম্মদ ফেরদৌস বলেন, ফান্ডিং সোর্সের ওপর মূলত এ ধরনের মেগা প্রজেক্টের কাজ নির্ভর করে। এটা শেষ হকে চার থেকে পাচ বছর সময় লাগবে। এ সেতুর মধ্য দিয়ে ভোলায় সম্প্রতি আবিস্কৃত গ্যাস খনির জন্য পাইপলাইন বসানো সম্ভব হবে। এছাড়া সেতুর নিচের অংশে নদীর মাঝখানের চরগুলোতে ইকোনমিক জোন গড়ে তোলার পথও সুগম হবে।

  • সাতক্ষীরাসহ ৭ জেলা অতিধুঁকিপূর্ণ, বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

    সাতক্ষীরাসহ ৭ জেলা অতিধুঁকিপূর্ণ, বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

    ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সাতক্ষীরাসহ উপকূলবর্তী ৭টি জেলা অতি ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। অতিঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা।

    শুক্রবার বিকেলে সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
    ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরো জানান, আগামীকাল শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এটির কারণে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

    এদিকে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। তবে কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।
    শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
    এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

  • সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন খান বাদল এর মৃত্যু

    সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন খান বাদল এর মৃত্যু

    চলে গেলেন আমাদের প্রিয় নেতা জাসদ রাজনীতির প্রান পুরুষ , সুদক্ষ পার্লামেন্টেরিয়ান, চট্টগ্রামের ৮ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদল।
    আজ সকাল ৭টায় ভারতের দেবীশেঠির নারায়ন হাসপাতালে চিকিৎসাধীন সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাযিউন।
    জাসদের পক্ষে গভীর শোক, শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা জানাই।

  • বদলে গেল বাংলা বর্ষপঞ্জি, বুধবার ৩১ আশ্বিন

      

    ডেক্স রিপোট : নতুন নিয়মে বুধবার হবে ৩১ আশ্বিন

    বদলে গেছে বাংলা বর্ষপঞ্জি। এতদিন ৩০ দিনে গণনা করা হলেও চলতি ১৪২৬ সাল থেকে আশ্বিন মাস গণনা করা হচ্ছে ৩১ দিনে। এ হিসাবে বুধবার হবে ৩১ আশ্বিন। বৃহস্পতিবার পয়লা কার্তিক।

    নতুন নিয়মে বুধবার হবে ৩১ আশ্বিন

    ২০২০ সাল অধিবর্ষ (লিপইয়ার) হওয়ায় এ বছর ফাল্গুন মাস পূর্ণ হবে ৩০ দিনে। তবে আগামী বছর থেকে ফাল্গুন মাস গণনা করা হবে ২৯ দিনে।

    বাংলা একাডেমি জানিয়েছে, নতুন বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ থেকে আশ্বিন- বছরের প্রথম ছয় মাস গণনা করা হবে ৩১ দিনে। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ ও চৈত্র- এই পাঁচ মাস গণনা করা হবে ৩০ দিনে। ফাল্গুন মাস গণনা করা হবে ২৯ দিনে। লিপইয়ারে ফাল্গুন মাস পূর্ণ হবে ৩০ দিনে। বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের কর্মকর্তা রাজীব কুমার সাহা সমকালকে এ তথ্য জানিয়েছেন।

    আগে বৈশাখ থেকে ভাদ্র- এই পাঁচ মাস ৩১ দিনে গণনা করা হতো। আশ্বিন থেকে চৈত্র- এই সাত মাস গণনা করা হতো ৩০ দিনে। লিপইয়ারে ফাল্গুনে মাস গণনা করা হতো ৩১ দিনে। এ কারণে ২১ ফেব্রুয়ারি, বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলোতে বাংলা ও ইংরেজি তারিখে পার্থক্য দেখা দেয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল ৮ ফাল্গুন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল ১ পৌষ। কিন্তু ইংরেজি বছরের মিল রাখতে গিয়ে গত কয়েক দশক ধরে একুশে ফেব্রুয়ারি পালিত হয় ৯ ফাল্গুন, বিজয় দিবস পালন করা হয় ২ পৌষ।

    জাতীয় দিবসগুলো যে দিনে সংঘটিত হয়েছিল, সেই বাংলা তারিখ ঠিক রাখতে ২০১৫ সালে অধ্যাপক অজয় রায়কে প্রধান করে কমিটি গঠন করে বাংলা একাডেমি। কমিটির সুপারিশ মেনে ২০১৯ সালে করা ছুটি তালিকায় বাংলা তারিখ সংস্কার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকায় দেখা যায়, এ বছর ১৬ ডিসেম্বর পালিত হবে ১ পৌষ। তবে পহেলা বৈশাখ হবে আগেই মতো ১৪ এপ্রিলে।

    অজয় রায় কালকে বলেন, তাদের সুপারিশ মানা হয়েছে, জেনে ভালো লাগছে।

    রাজীব কুমার সাহা জানান, ১৯৭১ সালের ২৬ মার্চ ছিল ১২ চৈত্র। কিন্তু এতদিন ১৩ চৈত্র স্বাধীনতা দিবস পালিত হতো। বর্ষপঞ্জি সংশোধনের ফলে এখন থেকে ১২ চৈত্র স্বাধীনতা দিবস পালিত হবে। ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী ও ১১ জ্যৈষ্ঠ নজরুলজয়ন্তী পালিত হবে যথাক্রমে ৮ মে ও ২৫ মে।

    বাংলা বর্ষপঞ্জি এর আগেও দুই দফা সংস্কার হয়েছে। পঞ্চাশের দশকে জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড মেঘনাদ সাহার নেতৃত্বে এবং ১৯৬৩ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে এ সংস্কার হয়। মেঘনাদ সাহার সুপারিশে বৈশাখ থেকে ভাদ্র ৩১ দিন, আশ্বিন থেকে চৈত্র ৩০ দিন ছিল, অধিবর্ষে একদিন যুক্ত হতো চৈত্র মাসে। ( সুত্র: দৈনিক সমকাল অনলাইন )

  • গুজব !

    উনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিকমাধ্যম ফেসবুকে। বিভ্রান্তিমূলক এসব পোস্ট ও তথ্যের ব্যাপারে আজ শনিবার দেশবাসিকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে সরকার।

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে খোলা একটি ভুয়া ফেসবুক আইডির পোস্ট থেকেই মূলত এই গুজব ছড়িয়ে পড়ে।

    ওই পোস্টে সরকার কর্তৃক চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।

    <

    পোস্টটি ভাইরাল হলে অনেক ফেসবুক ব্যবহারকারী নতুন করে পোস্ট করেন। তাদের সে সকল পোস্টে লেখা আছে- ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে হলে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি ( উচ্চ মাধ্যমিক) এবং মেম্বার পদের জন্য এসএসসি (মাধ্যমিক) পাশ নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার। এসব পোস্টে অনেকে প্রধানমন্ত্রীর ছবিও ব্যবহার করেছনে।

    কিন্তু জানা গেছে, এমন কোনো আইন করেইনি সরকার। সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

  • ব্র্যাক  থেকে অবসরে ফজলে হাসান আবেদ,  নতুন চেয়ারম্যান হোসেন জিল্লুর

    ব্র্যাক থেকে অবসরে ফজলে হাসান আবেদ, নতুন চেয়ারম্যান হোসেন জিল্লুর

    বিশেষ খবর: বিশ্বের সর্ববৃহৎ বৃহত্তম বেসরকারি অলাভজনক উন্নয়নমূলক সংস্থা (এনজিও) ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন পদ থেকে অবসর নিয়েছেন। তবে তিনি ‘অ্যামিরেটাস চেয়ারপারসন’ হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে থাকবেন। একই সঙ্গে গভর্নিং বোর্ডের আরও সাত সদস্যকে বদলি করা হয়েছে। পরিবর্তন এসেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেও। ফজলে হাসান আবেদের বিদায়ে ব্র্যাকের পরিচালনা পর্ষদে চেয়ারপারসনের পদে আসছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। মঙ্গলবার ঢাকার ব্র্যাক সেন্টারে এক নৈশভোজ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ব্র্যাকের মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলেশন্স বিভাগের প্রধান রাজীব ভৌমিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

    ব্র্যাকের বিদায়ী পরিচালনা পর্ষদে ছিলেন মুশতাক চৌধুরী, তাহেরুন্নেসা আবদুল্লাহ, লতিফুর রহমান, রোকিয়া আফজাল রহমান, লুভা নাহিদ চৌধুরী, মার্থা আলটার চেন, আদিব এইচ খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও সৈয়দ এস কায়সার কবির।

    ব্র্যাক ইন্টারন্যাশনালের বিদায়ী পরিচালনা পর্ষদে ছিলেন সিলভিয়া বোরেন, শাবানা আজমী, দেবপ্রিয় ভট্টচার্য্য, শফিকুল হাসান কায়েস, আইরিন জুবাইদা খান, পারভিন মাহমুদা, মুশতাক চৌধুরী, ফওজিয়া রশিদ, ভিক্টোরিয়া সেকিটোলেকো ও মারিলো ফন গোলস্টেইন।

    সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার জন্য তিনি র‌্যামন ম্যাগসেসে পুরস্কার, জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার এবং গেটস ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার লাভ করেন। দারিদ্র বিমোচন এবং দরিদ্রের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে নাইটহুডে ভূষিত করে।

    ১৯৭০ সালে ফজলে হাসান আবেদ বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত দুঃস্থ মানুষের সাহায্যে ত্রাণ কর্মকাণ্ডে জড়িত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১৭ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন।

    ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ব্র্যাকের জন্ম। যুদ্ধের পর সিলেটের শাল্লায় ধ্বংসস্তূপের মধ্যে বসবাসরত লোকজনকে দেখতে গেলেন। সেখানে গিয়ে সিদ্ধান্ত নিলেন তিনি শাল্লায় কাজ করবেন। এভাবেই স্বাধীন বাংলাদেশের দরিদ্র, অসহায়, সবহারানো মানুষের ত্রাণ ও পুনর্বাসনকল্পে শুরু করলেন ‘Bangladesh Rehabilitation Assistance Committee’ সংক্ষেপে যা ‘BRAC’ নামে পরিচিত।

    ১৯৭৩ সালে সাময়িক ত্রাণ কার্যক্রমের গণ্ডি পেরিয়ে ব্র্যাক যখন উন্নয়ন সংস্থা হিসেবে কাজ শুরু করে, তখন ‘BRAC’-এই শব্দসংক্ষেপটির যে ব্যাখ্যা গ্রহণ করা হয়, সেটি হল ‘Bangladesh Rural Advancement Committee’। বর্তমানে ব্যাখ্যামূলক কোনো শব্দসমষ্টির অপেক্ষা না রেখে এই সংস্থা শুধুই ‘BRAC’ নামে পরিচিত।

    কবি বেগম সুফিয়া কামাল, অধ্যাপক আবদুর রাজ্জাক, কাজী ফজলুর রহমান, আকবর কবীর, ভিকারুল ইসলাম চৌধুরী, এস আর হোসেন এবং ফজলে হাসান আবেদ, এই সাতজনকে নিয়ে ১৯৭২ সালে ব্র্যাকের গভর্নিং বোর্ড গঠিত হল।

    বোর্ড ফজলে হাসান আবেদকে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব অর্পণ করে। কবি বেগম সুফিয়া কামাল হলেন ব্র্যাকের প্রথম চেয়ারম্যান। ১৯৭২ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। বর্তমানে ফজলে হাসান আবেদ ব্র্যাকের চেয়ারপারসন পদে অধিষ্ঠিত রয়েছেন।

    বাংলাদেশের ৬৪টি জেলাসহ এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার ১২টি দেশে এটির কার্যক্রম রয়েছে। ব্র্যাক এর দাবি অনুযায়ী বর্তমানে তাদের প্রতিষ্ঠানে এক লক্ষের মত কর্মী কাজ করে থাকেন। তবে এদের মধ্যে ৭০ ভাগই নারী কর্মী। ব্র্যাকের পরিসেবার আওতায় আছে ১২৬ মিলিয়ন লোক।

  • অশোক বিশ্বাস ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হলেন

    অশোক বিশ্বাস ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হলেন


                                  

    খবর বিজ্ঞপ্তি: অশোক কুমার বিশ্বাস ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। এরআগে গত ২০ জানুয়ারি তিনি একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
    তিনি গত ৩২ বছর যাবত প্রশাসনের বিভিন্ন গরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয় পর্যায়ে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব এবং মাঠ প্রশাসনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
    ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। রাজশাহীতে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন এবং যশোর জেলার কেশবপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে সহকারী কমিশনার, কগনিজেন্স ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য পদে ১৯৯৯ সাল পর্যন্ত মাগুরা জেলায় কর্মরত ছিলেন।
    পরে ফরিদপুরের মধুখালী উপজেলা এবং বরিশালের বানারীপাড়া উপজেলায় ২০০১ সাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। এরপর খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
    তিনি জয়পুরহাট জেলায় ২০১০-২০১২ সাল পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে তিনি রাজশাহী ও খুলনা বিভাগে ২০১৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
    তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ড্রিগ্রি লাভ করেন।
    সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সুইজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, চীন, ইতালী, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

  • সাবেক রাস্ট্রপতি এরশাদ আর নেই

    সাবেক রাস্ট্রপতি এরশাদ আর নেই

    দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

    ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী ও জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর জনসংযোগ কর্মকর্তা রাশেদুল আলম বিষয়টি জানিয়েছেন।

  • রাজধানীতে দিনব্যাপী জাতীয় কনভেনশনে নতুন সমাজ কল্যান আইন বিষয়ে স্থানীয় সিএসও/ এনজিওদের উদ্বেগ: স্বাধীন ও স্থায়িত্বশীল নির্মাণের লক্ষ্যে ৭০০ স্থানীয় সংগঠনের আত্ম-জবাবদিহিতা ও প্রত্যাশার সনদ ঘোষণা

    রাজধানীতে দিনব্যাপী জাতীয় কনভেনশনে নতুন সমাজ কল্যান আইন বিষয়ে স্থানীয় সিএসও/ এনজিওদের উদ্বেগ: স্বাধীন ও স্থায়িত্বশীল নির্মাণের লক্ষ্যে ৭০০ স্থানীয় সংগঠনের আত্ম-জবাবদিহিতা ও প্রত্যাশার সনদ ঘোষণা



    ঢাকা, ৭ জুলাই ২০১৯: বাংলাদেশের উন্নয়নে সমান অংশিদার স্বীকৃতির দাবিতে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত দিনব্যাপী জাতীয় কনভেনশনে জড়ো হয় সারা দেশের তৃনমূল পর্যায় থেকে আসা ৭০০ নাগরিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা। কোস্ট ট্রাস্ট ও অক্সফামের সহায়তায় বাংলাদেশ সিএসও-এনজিও সমন্বয় প্রক্রিয়া (বিডি সিএসও কোঅর্ডিনেশন) আয়োজিত গতকাল ৬ জুলাই ২০১৯ শনিবার অনুষ্ঠিত জাতীয় কনভেনশনের শিরোনাম ছিল “মানবিক সহায়তা ও উন্নয়নে ইতিবাচক সম্পৃক্ততার জন্য জবাবদিহিতা ও স্থানীয়করণ”।
    জাতীয় কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমেদ তার বক্তৃতায় বলেন, দেশের সার্বিক উন্নয়নে স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিও এবং নাগরিক সংগঠনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
    দেশের উন্নয়নের অংশিদার হিসেবে আত্ম-মর্যাদার সাথে দাঁড়ানোর লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নাগরিক সংগঠন ও এনজিও সমূহের গত দুই বছরের সমন্বয় প্রক্রিয়ার ফল হিসেবে আয়োজিত দিনব্যাপী জাতীয় কনভেনশনে দেশের ৮টি বিভাগীয় আহ্বায়ক কমিটির নেতৃত্বে সকল জেলা থেকে প্রায় ৭০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রন করেন। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিস. মিয়া সেপ্পো কনভেনশনে উব্দোধনী বক্তৃতা করেন এবং সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। দিনব্যাপী চলমান বিভিন্ন অধিবেশনে উপস্থিত অতিথিগণের মধ্যে ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত এমপি, এনজিও ব্যুরোর পরিচালক গোকূল কৃষ্ণ ঘোষ, মানুষের জন্য ফাউন্ডেশনের মিস শাহীন আনাম, কানাডিয়ান এমবাসির উন্নয়ন সহায়তা ও এইডের প্রধান মিস ফেডরা মুন মরিস, আইএফআরসি’র দেশীয় প্রতিনিধি আজমাত উল্লাহ এবং ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএআইডি, ডিএফআইডি এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
    উদ্বোধনী ও সমাপনী অধিবেশন ছাড়াও জবাবদিহিতা সনদ, সরকার, দাতা সংস্থা ও জাতিসংঘের কাছে অংশগ্রহন ও সম্পূর ভূমিকার প্রত্যাশার সনদ, এসডিজি এবং সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে তৃণমূল সংগঠনের ভূমিকা ইত্যাদি বিষয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেসব অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেনেভার এইচকিউআই এর প্রতিনিধি পিয়েরে হেসেলম্যান, আইসিভিএ জেনেভা থেকে আগত জেরেমি ওয়ালার্ড, স্টার্ট নেটওয়ার্কের প্রবক্তা বৃটেনের ক্রিশ্চিয়ান এইডের নিক গুটম্যান, চার্টার ফর চেঞ্জের প্রবক্তা এনি স্ট্রিট, ভারতের ভানি প্রতিনিধি নিভেদিতা দত্ত ও এইচএআই-এর প্রতিনিধি নিলামাধব প্রুস্টি, অক্সফাম ইন্টারন্যাশনালের স্থানীয়করণ বিশেষজ্ঞ আনিটা কাট্টাকুজি এবং অক্সফাম বাংলাদেশের ভিনসেন্ট কচ, এডাবের জসিম উদ্দিন, এফএনবি-র রফিকুল ইসলাম, দ্বীপ উন্নয়ন সংস্থার রফিকুল ইসলাম, ডিজাস্টার ফোরামের নইম গওহর ওয়ারা এবং বিএনএনআরসি-র এএইচএম বজলুর রহমান।
    প্রথম অধিবেশনে স্থানীয় সিএসও/ এনজিওদের আত্ম-জবাবদিহিতা সনদ তুলে ধরেন কোস্টে মোস্তফা কামাল আকন্দ ও অক্সফামের মনজুর রশীদ, যেখানে ঘোষণা করা হয় স্থানীয় সংগঠনগুলো প্রভাবিত জনগোষ্ঠী ও তাদের মূল্যবোধের কাছে স্বচ্ছতার সাথে জবাবদিহিতা করবে। দ্বিতীয় অধিবেশনে সরকার, আন্তর্জাতিক এনজিও, দাতা সংস্থার কাছে তৃণমূল সংগঠনসমূহের প্রত্যাশা সংবলিত সনদ ঘোষণা করেন কোস্টের বরকত উল্লাহ মারুফ ও ডিজাস্টার ফোরামের নইম গওহর ওয়ারা। সেখানে সরকারের কাছে উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কর্মরত এনজিওদের কাজের স্বীকৃতি দাবির পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার কাছে স্বচ্ছ অংশিদারী প্রক্রিয়া ও মাঠ পর্যায়ের কার্যক্রম স্থানীয়দের হাতে হস্তান্তরের দাবি তোলা হয়। দাতাদের কাছে প্রত্যাশা করা হয় তারা যেন তৃণমূল থেকে জবাবদিহিতার দাবি উত্থাপনের প্রক্রিয়া জারি রাখার কাজে বিনিয়োগ করেন।
    জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, মুক্ত ও সক্রিয় সুশীল সমাজের উপস্থিতি হচ্ছে একটি দেশের অংশগ্রহনমূলক গণতন্ত্র ও উন্নয়নের সহায়তামূলক পরিবেশের সূচক।
    কানাডিয়ান হাই কমিশনের ফেডরা মুন মরিস বলেন, উন্নয়নে শ্রেয়তর অবদান রাখার জন্য নতুন খসড়া সমাজ কল্যান আইন বিষয়ে সকল পক্ষের আলোচনায় বসা দরকার।
    সংসদ সদস্য আরমা দত্ত এমপি বলেন, আমি আশা করব, সরকার দেশের উন্নয়ন ও দারিদ্র বিমোচনে অবদান রাখা স্থানীয় এনজিওদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখবে।
    বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বাংলাদেশের উন্নয়নের প্রত্যাশাব্যাঞ্জক বিভিন্ন উপাত্ত উপস্থাপন করে বলেন, স্থানীয় এনজিও যেমন সরকারের কাজে সম্পূরক ভূমিকা রাখবে, সহায়তা করবে তেমনি তাদেরকে সৃজনশীলও হতে হবে। এভাবেই বাংলাদেশ নতুন যুগের উন্নয়ন ঘটাতে পারবে।

  • বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় — ডা. রুহুল হক এমপি

    বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় — ডা. রুহুল হক এমপি

    ডেস্ক রিপোর্ট : “বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়”। বিসিএসআইআর এর শীর্ষক সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    তিনি আরও বলেন, মানুষের বিভিন্ন ধরনের রোগের প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসার জন্য জিনোম-ভিত্তিক প্রযুক্তি। এছাড়া এই প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার, যক্ষ্মা, চিকনগুনিয়া, ডেঙ্গুসহ নতুন নতুন রোগের প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসার সহায়ক হবে। উন্নত দেশগুলি এই প্রযুক্তির উন্নয়নে এবং গ্রহণে ব্যাপক অগ্রগতি অর্জন করছে। ধীরে ধীরে বাংলাদেশ ও এর উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাটের জিনোম সিকোয়েন্সের মাধ্যমে বাংলাদেশে এ বিষয়ে কিছুটা কাজ শুরু হয়েছে। এ কারণে উদ্ভিদ, প্রাণি এমনকি মানুষসহ অন্যান্য জীবের ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রকে অগ্রসর করবে।
    বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে “জিনোমিক গবেষণার স্থাপন” শীর্ষক প্রকল্প কর্তৃক আয়োজিত এক সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। উক্ত শীর্ষক সেমিনারের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ”জিনোমিক গবেষণাগার” স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালক ড. মো. সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীবৃন্দ,কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।
    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহমুদা হাকিম।

  • ঢাকা মেডিকেলে কিশোর শাহীনের শয্যা পাশে ডাঃ রুহুল হক এমপি

    ঢাকা মেডিকেলে কিশোর শাহীনের শয্যা পাশে ডাঃ রুহুল হক এমপি

    ডেস্ক রিপোর্ট :  সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন মাদ্রাসাছাত্র ভ্যানচালক শাহীন হোসেনের চিকিৎসার খোজ নিতে যান সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তার মাকে বলেন,”শাহীন এখন আগের থেকে অনেক সুস্থ্য, দুই-একদিনের মধ্যে সে কথা বলতে পারবে।”
    তিনি আরোও বলেন,আমাদের চিকিৎসকরা, আমরা সবাই চেষ্টা করছি ছেলেটিকে সুস্থ্য করে মায়ের কোলে ফিরিয়ে দিতে। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ।
    এসময় আরো উপস্থিত ছিলেন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন,কর্তব্যরত চিকিৎসকবৃন্দ,আওয়ামীলীগ নেতা তারেক উদ্দীন, আমজাদ হোসেন,চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, যুবলীগ নেতা তোষিকে কাইফু, ছাত্রলীগ নেতা মাহমুদ পারভেজ,ফিরোজ,শাহিন,নাট্যকর্মী সাঈদ মেহেদী সেকেন্দার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা কলেজ,তিতুমীর কলেজে অধ্যায়নরত সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা।
    উল্লেখ্য,সাতক্ষীরায় ভ্যান ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের আঘাতে মাথা ফেটে যাওয়া কিশোর চালক শাহীনের অপারেশন শেষ হয়েছে,এখন সে আই সি ইউ তে রয়েছেন। রবিবার (২৯ জুন) ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার অপারেশন শেষ করেন চিকিৎসকরা। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে সে। শনিবার (২৯ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি জানান, ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে সংসার চালানো কিশোরটির দায়দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক সংসদ অধিবেশন চলাকালীন বিষয়টি জানতে পেরে কিশোর শাহীনকে নিয়ে ঢাকার পথে থাকা তার চাচা মুনছুরের সাথে ফোনে কথা বলেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদেরকে শাহীনের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন। চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন যে, শাহীনের স্কাল্পে বড় ধরনের ইনজুরি হয়েছে। তার নিউরো সার্জারি করা প্রয়োজন। ডা. রুহুল হক শাহীনের চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।