Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
সাতক্ষীরা Archives - Page 4 of 119 - Daily Dakshinermashal

Category: সাতক্ষীরা

  • সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা

    সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী তাজকিন আহমেদ চিশতি, সহ-সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, শেখ সিরাজুল ইসলাম, মোহাদ্দিস রবিউল বাশার, ফরিদা আক্তার বিউটি, মো. মনিরুজ্জামান প্রমুখ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্ব, রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ধারনা প্রদান ও সাতক্ষীরা ইউনিটের কার্যক্রম অবগতকরণ, ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে, সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয় হইতেবরাদ্দকৃত সাতক্ষীরা রেড ক্রিসেন্ট অফিসের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে, সাতক্ষীরা ইউনিটের ২জন ডেলিগেট নির্ধারণ প্রসঙ্গে, ইউনিটের সকল ব্যাংক হিসাবের স্বাক্ষরকারী নির্ধারণ ও পরিবর্তন প্রসঙ্গসহ বিবিধি বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করা হয়। এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ধারনা প্রদান ও সাতক্ষীরা ইউনিটের কার্যক্রম অবগত করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মো. ইলিয়াছ হোসেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় কমিটির সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

  • সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক

    সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক

    সাতক্ষীরায়  ৬ পিচ  স্বর্ণের বার সহ   নাসরিন নাহার (৩০)নামে এক নারীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া নাসরিন নাহার ভোমরা এলাকার
     ইমাম হোসেনের স্ত্রী। বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
    তিনি জানান, বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার শাহীন আহম্মেদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে নাসরিন নামে এক নারীকে আটক করা হয়।পরে তাকে তল্লাশী করে ৬টি স্বর্ণের বার, নগদ ১৩ হাজার এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
    তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ছিয়াত্তর লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত সাইত্রিশ টাকা।জব্দকৃত  স্বর্ণের বার ও নগদ টাকা  সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা  এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এই
    প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস
    ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি , আলোচনা সভা ও পুরস্কার
    বিতরণ করা হয়েছে।
    বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের
    উদ্যোগে একটি র‍্যালি সাতক্ষীরা কালেক্টরেট প্রদক্ষিণ করে।
    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে
    স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক
    সরদার শরিফুল ইসলাম।
    মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার
    শাহীন চৌধুরী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল
    ইসলাম মুকুল, জেলা সামাজিক বন কর্মকর্তা প্রিয়াঙ্কা
    হালদার, শহর জামায়াতের নায়েবে আমীর ফকরুল হাসান লাভলু,
    বড়বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব, জেলা
    দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক
    অধ্যাপক মোজাম্মেল হক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো.
    মাহবুবুর রহমান, সুশীলনের সহকারী পরিচালক মো. মনির
    হোসেন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল
    হোসেন, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস,
    শিক্ষক পল্টু বাশার, নারীনেত্রী ফরিদা আখতার বিউটি, শিক্ষার্থী
    জান্নাত, সালেহা জান্নাত প্রমুখ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, মাইক্রো প্লাস্টিকের হাত থেকে
    বাঁচতে আমাদের সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে।
    এছাড়া সকল ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। খাল, বিল,
    পুকুর ও ড্রেনে প্লাস্টিক জাতীয় দ্রব্য না ফেলতে জনগণকে
    সচেতন করতে করতে হবে।

  • জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

    জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

    সাতক্ষীরা প্রতিনিধি:
    বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ।
    মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহীদ মিনার চত্বরে জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
    এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার অন্যতম সংগঠক আহতযোদ্ধা আবু হাসান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, সদস্য সচিব সুহাইল মাহাদিন সাদী, মুখ্য সংগঠক আল শাহরিয়ার , শহীদ আবুল বাশারের ভাই মো: চঞ্চল, আহত যোদ্ধারের মধ্যে, আলিফ হোসেন, ফারুক হোসেন, আবু হাসান, আব্দুল আজিজ, মুনিয়া আক্তার, আব্দুর রহমান, নাহিদ হাসান, রত্না (সদস্য, বৈছা), রাশেদ হোসেন, জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    লিখিত বক্তব্যে বলা হয়,“বিপ্লবী সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। কিন্তু সময়সীমা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।”
    তারা বলেন,“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পর ছাত্র—জনতার আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার এবং নির্বাচন প্রক্রিয়ায় দৃশ্যমান সংস্কার। কিন্তু বর্তমান সরকার এখনো এসব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।” লিখিত বক্তব্যে আবু হাসান আরো বলেন, “আমরা আশা করি সরকার দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান, গণহত্যার বিচার শেষ করবেন।

  • কোমর থেকে পা নিস্তেজ মিহানের, চিকিৎসা ছাড়াই পড়ে আছে বাড়িতে

    কোমর থেকে পা নিস্তেজ মিহানের, চিকিৎসা ছাড়াই পড়ে আছে বাড়িতে

    মানবিক সাহায্যের আবেদন

    সাতক্ষীরা প্রতিনিধি :
    দূর্ঘটনার পর সুচিকিৎসার অভাবে বাড়িতে পড়ে আছে নয় বছরের মিহান। বাবার সহায় সম্পদ শেষ, ছেলের দুশ্চিন্তায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনিও মৃত্যুশয্যায়। এখন অর্থাভাবে বন্ধ, বাবা-ছেলের চিকিৎসা। সাতক্ষীরা আলীয়া মাদরাসার পেছনে দাসপাড়ায় একটি পরিবারে নেমেছে করুণ পরিণতি। এখন হাত পেতে সংসার চালাচ্ছেন মিহানের মা মোমেনা খাতুন।

    পরিবারটিতে গিয়ে দেখা যায়, সম বয়সী শিশুরা যখন খেলায় মগ্ন তখন ঘরের কোণে বসে কাঁদছে মিহান। তার কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ শরীর। জানা যায়, ২০২৩ সালের ৩ নভেম্বর আলীয়া মাদরাসার সামনে সড়কে যাত্রীবাহী বাস ধাক্কা দেয় মিহানকে। শিশুটি ছিটকে পড়েছিল সড়কে। ধারদেনায় পড়ে ছেলের দুশ্চিন্তায় স্ট্রোকে আক্রান্ত হন বাবা আব্দুস সাত্তার। প্রথমবার স্ট্রোকের পর সুস্থ হলেও দ্বিতীয় বার স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি এখন মৃত্যুশয্যায়।

    মিহান ইসলাম জানায়, বাসে ধাক্কা দেওয়ার পর থেকে আর হাঁটতে পারি না। আপনারা সহযোগিতা করেন। আমি সুস্থ হয়ে খেলতে চাই, লেখাপড়া শিখতে চাই।

    মিহানের মা মোমেনা খাতুন জানান, মিহান আমার একমাত্র ছেলে। বাচ্ছাদের সঙ্গে মাদরাসা মোড়ে দোকানে খাবার কিনতে গিয়েছিল মিহান। রাস্তা পার হওয়ার সময় বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তারপর সাতক্ষীরা-ঢাকায় নিয়ে যায়। সেখানে কয়েকমাস চিকিৎসা করাতে গিয়ে নিজেদের সহায় সম্পদ বিক্রি করে ২০-২২ লাখ টাকা খরচ হয়ে যায়। এরপর বাড়িতে ফিরে আসি। মিহানের কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ হয়ে আছে, হাঁটতে পারে না। ওর বাবাও যে কোন সময় মারা যাবেন এমন অবস্থায় পড়ে আছেন।
    প্রতিবেশীরা জানান, সাত্তার গাজী দিনমজুর ছিলেন। বিপদে পড়ে সহায় সম্পদ বিক্রি করে শেষ করেছেন। আমরা সাধ্যমত সহযোগিতা করেছি। পরিবারটির জন্য হৃয়দবান মানুষদের সহযোগিতা প্রয়োজন।
    শিশু মিহানের ছবি দেখে সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষঞ্জ ডা. অসীম কুমার বলেন, দূর্ঘটনার সময় বাচ্চাটার স্পাইনাল কর্ড ইনজুরি হয়। ধারণা করছি, স্পাইনাল কর্ডের নিচের অংশ বন্ধ হয়ে আছে বিধায় কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ হয়ে আছে। খুলনা, ঢাকাতে এর চিকিৎসা রয়েছে। ভালো চিকিৎসা পেলে বাচ্চাটাকে সুস্থ করা সম্ভব। তবে চিকিৎসা কিছুটা ব্যয়বহুল।
    সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, আমাদের মানবিক ফান্ড রয়েছে। সেখান থেকে পরিবারটিকে সহযোগিতা করা হবে। পাশাপাশি শিশুটিকে কিভাবে সুস্থ করা যায় সেই বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

    পরিবারটির সঙ্গে যোগাযোগ করা যাবে (০১৮১৪০৯৫৭৫৪) মিহানের মা মোমেনা খাতুন)।

  • সাতক্ষীরায় পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

    সাতক্ষীরায় পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

    সাতক্ষীরায় একটি পুকুর থেকে তারামান বিবি (৬৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
    মঙ্গলবার (২৪ জুন) ভোরের দিকে সাতক্ষীরা সদর ধুলিহর  ইউনিয়নের জেয়ালা গ্রামে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহটি উদ্ধার করে তাঁর নিজ ছেলে মোঃ  আহাদ আলী।
    নিহত তারামান বিবির পুত্রের ছেলে মোঃ মিলন হোসেন  বলেন, ‘আমার দাদী (তারামান) প্রতিদিন সকালে  পুকুরে কাপড় ধোয়ার জন্য যেতেন।সকালেও তিনি পুকুরে গিয়ে আর বাসায় ফেরেননি। হঠাৎ আব্বু ও আম্মুর চিৎকারে পুকুরের ঘাটে যাই এবং পুকুরের  পাড়ের কাছে থাকা বালতি ও কাপড় দেখতে পাই।হয়ত ঘাট থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে আর উঠতে পারেননি’।
    মরদেহটি পাড়ে নিয়ে আসা তার নিজ ছেলে পুত্রবধু আয়েশা বলেন “পুকুরের মধ্যে মনে হয় মা পানিতে ভাসছে। পরে পুকুরে নেমে  আমি ও আমার স্বামী  মরদেহটি পুকুরের পাশে নিয়ে আসি।  পরে গ্রাম্য ডাক্তার গৈয়রপদ ঢালিকে খবর দিয়ে বাসায় আনলে  পরিক্ষা নিরক্ষার মাধ্যমে মৃত্যু ঘোষণা করে”।এরপরে দুপুর ২.৩০ মিনিটে নিজ বাড়িতে নামাজে জানাজার শেষে পরিবারিক কবর স্থানে দাপন করা হয়।
  • প্রতাপনগরে মাদক অস্ত্র ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

    প্রতাপনগরে মাদক অস্ত্র ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

    সঙবাদ বিজ্ঞপ্তি : সাতক্ষীরার প্রতাপনগরে মাদক অস্ত্র ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার বেলা ১১ টায় প্রতাপনগর সর্বস্তরের জনগনের আয়োজনে স্থানীয় তালতলা বাজারে জনসাধারণের ব্যানারে মাদক, অস্ত্র ও জুয়ার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক স.ম আক্তারুজ্জামান, সমাজসেবক নুরে আলম সিদ্দিকী, সেচ্ছাসেবী সাইদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সদস্য মাসুদ রানা।
    এছাড়াও আরো বক্তব্য রাখেন, সেচ্ছাসেবী মোস্তাকিম বিল্লাহ, বাজার কমিটির সদস্য আহসানউল্লাহ হাসান, বিএনপির নেতা আতিয়ার রহমান ও আব্দুল খালেক, হাসানুল বান্না, রফিকুজ্জামান প্রমূখ।
    এসময় বক্তারা বলেন, প্রতাপনগর এখন মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। ঘরে ঘরে জুয়ার আসর বসছে কিন্তু তারা একটি মহলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠছে। এবং প্রতাপনগরে ছাত্রজনতার উপর গুলি চালানো অস্ত্রগুলো এখনও উদ্ধার না হওয়ায় এলকার মানুষ আতঙ্কিত হয়ে আছে।
    বক্তারা অবিলম্বে মাদক, জুয়া ও ছাত্র জনতার উপর গুলি চালোনো অস্ত্র উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে দাবি জানান।

  • সাতক্ষীরায় আরো ২ জনের করোনা শনাক্ত 

    সাতক্ষীরায় আরো ২ জনের করোনা শনাক্ত 

    সাতক্ষীরার আরো দুই জনের করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কফ পরীক্ষা করে তাদেরকে সনাক্ত করা হয়। তবে তারা কেউ সাতক্ষীরার কোন হাসপাতালে ভর্তি হননি। করোনা আক্রান্তরা হলেন,সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত জগবন্ধু সেন এর ছেলে রামপ্রসাদ সেন(৭৫) ও শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাজীপুর গ্রামের সামছুর রহমান মোড়লের ছেলে ও জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন (৩৩)।

    তালা উপজেলার মোবারকপুর গ্রামের সুমন সেন জানান, তার ছোট ভাই সমীর সেন কুষ্টিয়া শহরের পুরাতন আলফা মোড়ে পেশাগত কারণে বসবাস করেন। সেখানে সে ক্রিকেট ব্যাট তৈরির কারখানায় কাজ করে। কয়েকদিন আগে বাবা রামপ্রসাদ সেন  সমীরের বাসায় বেড়াতে যায়। সেখানে তিনি শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনার লক্ষন  দেখা দিলে ওই হাসপাতালের ম্যাশিন চুরি হয়ে যাওয়ায় শনিবার তাকে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কফ এর নমুনা দিয়ে বাবাকে আবারো অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় আনা হয়েছে। তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন জানান, জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন শারীরিক অসুস্থতার কারণে রবিবার সকালে হাসাতালে এলে তার কফ পরীক্ষা করে করোনা পজেটিভ সনাক্ত করা হয়। তবে তিনি হাসপাতালে ভর্তি হন নি।

    সাতক্ষীরা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, গত ১৮ জুন সাতক্ষীরা শহরেরর রাজারবাগানের আজিজুর রহমানের ছেলে মাহাফুজুর রহমান (৬১) করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার তালার রামপ্রসাদ সেন ও রবিবার ডিসি অফিসের সিএ সাদ্দাম হোসেনের করোনা পজেটিভ হলেও  তার ভর্তি না হয়ে নিজ নিজ দায়িত্বে আইসোলশনে আছেন। এই দুজন নিয়ে সাতক্ষীরায় মোট তিন জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

  • কালিগঞ্জে র‌্যাব এর অভিযান ৩৯৮ বোতল ফেনসিডিল সহ আটক-৩

    কালিগঞ্জে র‌্যাব এর অভিযান ৩৯৮ বোতল ফেনসিডিল সহ আটক-৩

    র‌্যাব এর বিশেষ অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে সাত টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা সানি মার্কেটের দোতলায় মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেনসিডিল জব্দ ও তিনজনকের ঘটনা ঘটে।
    আটককৃতরা হলো, কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), ওই মার্কেটের নৈশ প্রহরী একই উপজেলার শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে অমল সরকার (৫৫) ও ব্রজপাটুলি গ্রামের আনছার আলীর ছেলে মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর আলম(৩৮)।
    র‌্যাব-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমা-ার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধপথে বিপুল পরিমান ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নলতার সানি মার্কেটে মজুত করা হয়েছে মর্মে তিনি গোপনে খবর পান। সে অনুযায়ি সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা নলতার সানি মার্কেটের মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার খোলার পর দোকনের মধ্যে রাখা বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন, তার সহযোগী সানি মার্কেটের কেয়ার টেকার আব্দুল গফফার ও নৈশ প্রহরী অমল সরকারকে। তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ডিএডি হাবিবুর রহমান বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলার করার প্রস্তুতি নিচ্ছেন।

  • দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

    দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় দৈনিক সাতনদী ফোরামের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা জজ আদালত অফিস চত্বরে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশককে ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানিমূলক ভাবে জেলে আটকে রাখা হয়েছে। সাতনদী দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম, অপরাধের বিরুদ্ধে শক্ত অস্থান রেখে আসছিল। এতে একটি পক্ষ সাতনদী পত্রিকার উপর নানা সময় ষড়যন্ত্র করে আসছিল। গত ২০২৪ সালের ১ নভেম্বর দেবহাটা উপজেলার খলিশাখালি মৎস্যঘের এলাকায় অস্ত্র অভিযানে যায় বাংলাদেশ সেনা বাহিনী। এসময় সেখান থেকে অস্ত্র ও বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। ওই দিন গনপিটুনিতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এঘটনায় দেবহাটা থানায় মামলা হলে ওই মামলায় সাতনদীর সম্পাদক ও প্রকাশক সহ স্থানীয় জনপ্রতিনিধিদের জড়ানো হয়। মামলায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের নাম থাকায় সেসময় প্রতিবাদ জানালে তৎকালিন দেবহাটা থানার ওসি দুঃখ প্রকাশ করেন এবং তিনি বলেন এই হাবিবুর রহমান সাতনদীর সম্পাদক নন। কিন্তু পরবর্তীতে ওই মামলায় ওয়ারেন্ট জারি হলে বিজ্ঞ হাইকোর্টের জামিন নেন হাবিবুর রহমান। পরে সাতক্ষীরা জেলা আদালতে জামিনের আবেদন জানালে জামিন নামঞ্জুর করা হয়। একই সাথে পত্রিকার সম্পাদককে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি জেলে থাকা অবস্থায় সাতক্ষীরার আরো ২টি মামলায় অজ্ঞত আসামি করা হয়েছে। একজন সম্পাদকে জেলে রেখে একের পর এক মামলা দেওয়া স্বাধীন দেশের কাম্য নয়। তাই দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের অতিদ্রুত সকল মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মানববন্ধনে দৈনিক সাতনদী পত্রিকার কর্মকর্তা, সংবাদদাতা ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

  • সাতক্ষীরা সীমান্তে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

    সাতক্ষীরা সীমান্তে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

    সাতক্ষীরার পৃথক দু’টি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ জুন) সন্ধ্যায় শ্যামনগরের কৈখালী সীমান্তের কালিন্দী নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন ও একই দিন বিকালে সাতক্ষীরার কুশখালী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আরো ১৪জনকে ফেরত পাঠানো হয়। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন এলাকা থেকে সেদেশের পুলিশ এসব বাংলাদেশীদের আটক করে বিএসএফ এর কাছে তুলে দেয়।

    ফেরত আসা বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস) এবং ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের মেয়ে রাণী মন্ডল, দেবাশীষ মন্ডলের মেয়ে রিয়া মন্ডলসহ ১৮ জন।

    বিজিবি সূত্র জানায়, শনিবার (২১ জুন) সন্ধ্যায় শ্যামনগরের কৈখালী সীমান্তের কালিন্দী নদীর শূন্যরেখা এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে নুর আলমসহ চারজনকে ফেরত দেওয়া হয়। পরে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে বিজিবি।

    ফিরে আসা নুর আলম জানান, আড়াই বছর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসার জন্য তারা ভারতের কেরালা শহরে যান। চিকিৎসা দীর্ঘ মেয়াদী হওয়ায় তিনি পরিবার নিয়ে সেখানেই ছিলেন। এসময় তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা সেখানে অবৈধ হয়ে যায়। পরে তারা অবৈধ পথে বাংলাদেশের প্রবেশের জন্য ভারতের শমশেরনগর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় বিএসএফ তাদের আটক করে।

    শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, নাগরিকত্ব যাচাই-বাছাই করার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এদিকে শনিবার (২১ জুন) বিকালে সাতক্ষীরার কুশখালী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ১৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার। বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান

    সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। পরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

    তিনি আরো জানান, এ ধরনের যৌথ পতাকা বৈঠক ও হস্তান্তর প্রক্রিয়া দুই দেশের সীমান্তবর্তী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।

  • নওয়াবেঁকী কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটির চারজনের পদত্যাগ

    নওয়াবেঁকী কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটির চারজনের পদত্যাগ

    শ্যামনগরের নওয়াবেঁকী কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটির মধ্যে দুই নারী নেত্রীসহ চারজন পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক এক প্রভাবশালী নেতার হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মিত ও বিরোধী রাজনৈতিক দলের পরিবারের সদস্যদের কমিটিতে রাখার অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন।

    পদত্যাগকারীরা হলেন, নওয়াবেঁকী মাহবিদ্যালয় কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি পারভেজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমান আকিব লাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা খাতুন এবং ছাত্রীবিষয়ক সম্পাদিকা তানিয়া সুলতানা জীম।

    এর আগে গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অনুমোদিত ছয় সদস্যের কমিটিতে আতিকুর রহমান আলিফকে সভাপতি, পারভেজ ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, হাসনাঈন হাসান তামিমকে সাধারণ সম্পাদক, হোসনেয়ারা খাতুনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আলমান আকিব লাবিবকে সাংগঠনিক সম্পাদক ও তানিয়া সুলতানা জীমকে ছাত্রীবিষয়ক সম্পাদক করা হয়।

    জানা যায়, কমিটি ঘোষণার একদিন পর কমিটিতে থাকা দুই নারী নেত্রীসহ চারজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটি প্রত্যাখ্যান করেন ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সম্পাদক বরাবর লিখিত পত্রে পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া শনিবার বেলা ১১টায় কলেজের সামনে পদত্যাগ করা চারজনসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

    পদত্যাগকারী নেতৃবৃন্দের অভিযোগ, কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, নির্যাতিত এবং ছাত্রদলের আদর্শিক কর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ছাত্রদলের এক সাবেক নেতার হস্তক্ষেপের কথা উল্লেখ করে পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে। তারা অভিযোগ করেন, যেসব ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের অনেকেই আওয়ামী পরিবারের সদস্য এবং রাজনীতির মাঠে সক্রিয় নন।

    লিখিত পদত্যাগপত্রে সিনিয়র সহ-সভাপতি পারভেজ ইসলাম বলেন, আমরা জাতীয়তাবাদী পরিবারের সন্তান। আমাদের রাজনীতি কোনো ব্যক্তি বা বলয়ের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার নয়। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি আদর্শিক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু যেভাবে প্রকৃত ত্যাগীদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।

    তিনি আরও বলেন, আমরা আশা করি, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব দ্রুত এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি পুনর্গঠন করবে। অন্যথায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে।

    নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমান আকিব লাবিব অভিযোগ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মিত ছাত্র ও বিরোধী রাজনৈতিক দল জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির ইউনিয়ন সাধারণ সম্পাদকের ছেলেকে দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা এমন কমিটি মানি না। তাই আমরা চারজন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।

    এদিকে, দলের অভ্যন্তরীণ এই সংকটের কারণে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে স্থানীয় নেতাকর্মীরা শঙ্কা প্রকাশ করেছেন।

  • সাতক্ষীরায় আদালতে ইভ্যালির সিইও রাসেলেকে কারাদন্ড

    সাতক্ষীরায় আদালতে ইভ্যালির সিইও রাসেলেকে কারাদন্ড

    চেক প্রতারণার মামলায় এবার ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করা হয়েছে। রোববার (২২ জুন) বিকাল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এই রায় দেন।

    মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালিতে একটি অ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন।মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ২০২২সালের ১১ জানুয়ারি। পরবর্তীতে বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। চেকটি ডিজঅনারের বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়। ২২সালের ৩০ জানুয়ারি তারিখে ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতারিত হয়ে বাদী সাতক্ষীরা আমলী ১নং আদালতে ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে একটি মামলা দায়ের করেন।

    এ মামলায় আদালত রোববার ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করেছেন। তবে, রায় ঘোষণাকালে আসামি মোহাম্মাদ রাসেল কাঠগড়ায় ছিলেন না।

    সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. এ বিএম ইমরান (শাওন) বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী

    সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী

    সাতক্ষীরায় ‘জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে ঈদ পুনর্মিলনী’ বিষয়ক আলোচনা সভায়  বক্তরা বলেছেন “বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সবই বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে”।
    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার এর উদ্যোগে রবিবার (২২জুন)  দুপুর ১২ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হুসাইন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির মুখপাত্র মোহিনী পারভীন ও যুগ্ম আহবায়ক মুজাহিদ উল ইসলাম।
    উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার ও সদস্য আল আমিন হোসেন, কলারোয়া থানার আহবায়ক মেহেদী হাসান, তালা ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম, সংগঠক মীর্জা সাকিব হক, পাটকেলঘাটা ১নং সদস্য সচিব  আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলার ছাত্র প্রতিনিধি শামিউজ্জামান শ্রাবণ,  পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন,  তালা থানার ছাত্র প্রতিনিধি শাহ জালাল আহম্মেদ  রুবেল,সদর উপজেলার ছাত্রপ্রতিনিধি নাঈম বাবু ও আহনাফ মাহি প্রমুখ ।
    সমগ্র অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা  জেলা যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মোড়ল।
  • সাতক্ষীরায় কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুমানারা বেগম এবং সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সম্পাদক জ্যোৎস্না দত্ত। সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক (ভারপ্রাপ্ত) নাছিমা নাসরিন, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

    বক্তারা তাঁদের বক্তব্যে কবি সুফিয়া কামালের সংগ্রামী ও বৈচিত্র্যময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, সুফিয়া কামাল শুধুমাত্র একজন কবি নন, তিনি ছিলেন নারী অধিকার, মানবাধিকার, গণতন্ত্র ও সাম্যবাদী সমাজ গঠনের এক অবিসংবাদিত কণ্ঠস্বর।

    নারী হয়েও তিনি পিতৃতান্ত্রিক সমাজের বাধা ডিঙিয়ে সমাজ বদলের নেতৃত্ব দিয়েছেন। বৈষম্য, ধর্মীয় গোড়ামি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার অবস্থান ছিল অটল। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও তিনি যে জ্ঞান অর্জন করেছেন, তা দিয়ে তিনি হয়ে উঠেছিলেন সমাজ পরিবর্তনের অগ্রদূত।

    বক্তারা আরও বলেন, সুফিয়া কামাল কখনোই নারীমুক্তির প্রশ্নে আপোষ করেননি, বরং সকল প্রতিকূলতার মাঝেও নারী অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকেছেন।

    সভার শেষে জাতির এই গর্বিত কন্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।

  • সাতক্ষীরায় ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    সাতক্ষীরায় ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সাতক্ষীরায়। এ উপলক্ষে শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, স্বদেশ এনজি’র নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী।

    এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সময় টিভির মমতাজ আগমেদ বাপী, আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, এখন টিভির আহসানুর রহমান রাজিব, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক নবচেতনা ও দি ডেইলী ট্রাইবুন্যাল এর সাতক্ষীরা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক যায়যায়কালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রহমান, নান টিভি ও ভোরের চেতনার আব্দুর রশিদ, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইদ্রিস আলীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন।

    বক্তারা বলেন, দেশের গণমানুষের আস্থা অর্জনে একাত্তর টেলিভিশন শুরু থেকেই সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও দ্রুততার কারণে এই চ্যানেল মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

  • সাতক্ষীরায় জাতীয় ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

    সাতক্ষীরায় জাতীয় ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

    দেশী ফল বেশী খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
    ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সহকারি উপপরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সাইন্টিফিক অফিসার মিলন কবির ও সাইন্টিফিক অফিসার মশিউর রহমান প্রমুখ।
    পুরস্কার বিতরণী অনুষ্ঠান-পূর্বে অতিথিবৃন্দ ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাতক্ষীরা আহছানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, পৌর ও সদর উপজেলার মানুষের মাঝে কাটিমন আমের চারা বিতরণ করা হয়। এসময় উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
    সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

  • সাতক্ষীরার ৪৭ কলেজে একযোগে ছাত্রদল! ইতিহাসে প্রথমবার মহিলা কলেজেও কমিটি

    সাতক্ষীরার ৪৭ কলেজে একযোগে ছাত্রদল! ইতিহাসে প্রথমবার মহিলা কলেজেও কমিটি

    সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলায় অবস্থিত ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে প্রথমবারের মতো গঠন করা হলো ছাত্রদলের কমিটি। এই কলেজের রাজনৈতিক অঙ্গনে এটিই ছাত্রদলের প্রথম সাংগঠনিক উপস্থিতি। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে এসব কমিটি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নবগঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের আহ্ববায়ক কমিটিতে আহ্ববায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন এবং সদস্য সচিব হয়েছে করিমন নেছা শান্তা। অপরদিকে নবগঠিত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল কমিটিতে সভাপতি মাসুদুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন। একইসঙ্গে অনুমোদন দেওয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতক্ষীরায় সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা দিবা নৈশ্য কলেজ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রসা, সাতক্ষীরা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সাতক্ষীরা, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ, সীমান্ত আদর্শ কলেজ (সাতক্ষীরা সদর), বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ, সাতক্ষীরা আহসানিয়া মিশন মাদ্রাসা।