Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
সাতক্ষীরা Archives - Page 13 of 119 - Daily Dakshinermashal

Category: সাতক্ষীরা

  • সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট

    সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
     ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার সকাল ৮ ঘটিকায় সাতক্ষীরা সদরের হরিশপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে সকল সেক্রেটারিয়েট, থানা সভাপতি, সেক্রেটারি এবং বাকি সদস্যদের নিয়ে আন্তঃ থানা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
    উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ক্রিকেট টিমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
    প্রধান অতিথি বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক এবং মানবতার সংগঠন। আগামীর নেতৃত্ব ছাত্রশিবিরের হাত ধরেই আসবে ইনশাল্লাহ ।এজন্য আগামীর দেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে ছাত্রশিবিরকে। প্রত্যেক ছাত্রের মাঝে ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাতে এবং বেশি বেশি খেলার আয়োজন করার মাধ্যমে ইসলামের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্বটা ছাত্রশিবিরকে নিতে হবে।
    সভাপতি তার বক্তব্যে বলেন,১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর এ পদার্পণ করেছে এবং দেশ ৫ই আগস্ট এর পর নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে ।এজন্য আমরা চায় সকল দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে সাম্য প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে। আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ চাইলেও তার অধিকার ফিরে পাবে ,না চাইলে তার অধিকার পাবে ।এজন্য দেশ ও জাতির কল্যাণে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে ছাত্রশিবিরকে।
  • সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

    সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

    আ.স.ম আব্দুর রব ও মোঃ আব্দুল আলীম মোড়ল প্যানেলের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত
    আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আ.স.ম আব্দুর রব ও মোঃ আব্দুল আলীম মোড়ল প্যানেলের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এই নিয়ে টানা তিনবার এই প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সাতক্ষীরার মৎস্য ব্যবসায়ীদের কে ব্যবসায়ী কর্মকান্ড অগ্রগতির জন্য সুনামের সাথে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। নির্বাচনে ২০২৫-২৬ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি অ,স,ম আব্দুর রব, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান, সহ-সভাপতি আবুল বাশার সরদার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম রানা, কোষাধক্ষ্য দেলাওয়ার হোসাইন, প্রচার সম্পাদক শাহ আলম, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, কার্যনির্বাহী সদস্য জিয়াদ আলী বক্স, মিজানুর রহমান, আব্দুর রহমান, আজগর হোসেন রিপন, সহযোগি সদস্য আনজার হোসেন, শাহিন আলম। সমিতির প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আলহাজ্ব নূর আলী মোড়ল, নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ, নির্বাচন কমিশনার মোঃ মতিনুর রহমান, সেলিম গাজী ও নুরুল আমিন নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করে আর কোন প্রার্থী না থাকায় শনিবার সকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
  • সচেতন নাগরিক কমিটি (সনাক) ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত

    সচেতন নাগরিক কমিটি (সনাক) ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা, ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার
    দুর্নীতির বিরুদ্ধে একসাথে – এই শ্লোগানকে সামনে রেখে ২১ ডিসেম্বর ২০২৪,
    শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে সচেতন নাগরিক কমিটি
    (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ
    (এসিজি) প্রায় দেড়’শ সদস্যের অংশগ্রহণে ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত
    হয়েছে।
    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন
    নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত
    অভিজ্ঞতা বিনিময় সভা’য় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহসভাপতি ভারতেশ^রী বিশ^াস।
    সহসভাপতি ইয়ছিন ছিদ্দীকী সদস্যদের গ্রুপভিত্তিক পরিচয় পর্ব পরিচালনা করেন। সনাক
    পর্যায়ের বাৎসরিক কর্মপরিকল্পনা ও অর্জন বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন
    টিআইবি সাতক্ষীরার এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো: মনিরুল ইসলাম। এসিজি’র
    অপারেশনাল গাইডলাইন সম্পর্কিত উপস্থাপন করেন পরিবেশ বিষযক এসিজির সদস্য
    আরিজা সুলতান। টিআইবি’র নৈতিক আচরণবিধি সম্পর্কিত উপস্থাপনা করেন সনাক
    সদস্য মো. অলিউর রহমান। অতঃপর উপস্থিত সদস্যগণ শিক্ষা, স্বস্থ্য, ভূমি, পরিবেশ ইত্যাদি
    খাতভিত্তিক বিভিন্ন দলে বিভক্ত হয়ে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক
    আন্দোলনের চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ নিয়ে দলীয় আলোচনার মাধ্যমে তাদের মূল্যবান
    মতামত প্রদান করেন এবং দলীয় উপস্থাপনা করেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী
    সদস্যগণ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে জোরদারকরণে তাদের সুপারিশসমূহ
    তুলে ধরেন। উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন সনাক সদস্য
    পবিত্র মোহন দাশ, জেসমিন আক্তার, মো. মনিরুজ্জামান মুন্না, রেবেকা সুলতানা, সৈয়দা
    সুলতানা শিলা প্রমূখ। উপস্থিত সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের দুর্নীতিবিরোধী
    শপথ পাঠ করান সনাক সদস্য ড. দিলারা বেগম।
    অনুষ্ঠানের এক পর্যায়ে সনাক ইয়েস, এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ
    সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য
    মোমেনা খানম ও সদর উপজেলা ভূমি অফিসভিত্তিক এসিজি’র সমন্বয়ক এসএম বিপ্লব
    হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সনাক এর ইয়েস সদস্যবৃন্দ।

  • জেলা প্রশাসক কর্তৃক সাংবাদিক উজ্জলের সাথে অশোভন আচরনে সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর সাতক্ষীরা প্রতিনিধি এবং সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলকে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নিজ কক্ষে ডেকে নিয়ে চরম অশোভন আচরন করায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
    জুলাই-আগস্ট বিপ্লবের পর একজন জেলা প্রশাসক এধরনের আচরন করতে পারে এটা অকল্পনীয় ব্যাপার। যদি পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের ন্যায় বর্তমানে জেলার একজন শীর্ষকর্মকর্তা কর্তৃক সাংবাদিক বা যে কোন মানুষের সাথে এ ধরনের অশোভন আচরণ জুলাই-আগস্ট বিপ্লবের চেতনার পরিপন্থী। ফ্যাসিবাদের মত যদি জেলা প্রশাসক একজন সিনিয়র সাংবাদিকের সাথে অফিস কক্ষে ডেকে এধরনের জঘন্য আচরন করেন-তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে তা সহজে অনুমেয়।
    সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলের সাথে জেলা প্রশাসকের এমন অশোভন আচরণে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ ও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে কোনো সাংবাদিক তথা সাধারণ মানুষের সাথে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা/কর্মচারি কর্তৃক কোন অশোভন আচরন বরদাস্ত করা হবে না।
    বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাব এর সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

  • সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন

    সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন

    সাতক্ষীরায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও সিনিয়র সাংবাদিককে নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে  কর্মরত সাংবাদিকদের আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ খান শামিম,  আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, খবর বাংলাদেশ পত্রিকার শেখ রেজাউল ইসলাম বাবলু, যশোর বার্তা পত্রিকার সহ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু প্রমুখ।
    মানববন্ধনে বিভিন্ন পত্রিকা কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
    এর আগে গত বুধবার ১৮ ডিসেম্বর সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল কে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক অফিসে ডেকে নিয়ে গালিগালাজ করার প্রেক্ষিতে ভুক্তভোগী সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
    এছাড়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, স্থানীয় পত্রিকা সাতক্ষীরা সকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে ছেলে ও মেয়ের জন্ম নিবন্ধন সংগ্রহ করার নিমিত্তে সকাল ১২ টার সময় পৌছলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রমজানসহ তার বাহিনী কর্তৃক হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে আক্তারুল ইসলামের কপালে উপুর্যপুরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সাংবাদিক আতাউর রহমান এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত ফুলা জখম করে। একপর্যায় স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
    মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে অবিলম্বে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের ২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দেন। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল কে নিগৃহীত করায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
  • ব্রহ্মরাজপুর ৩নং ওয়ার্ড যুব জামায়াতের উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত 

    ব্রহ্মরাজপুর ৩নং ওয়ার্ড যুব জামায়াতের উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত 

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুুর ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড যুব জামায়াতের  উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি দোয়া এবং এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২০ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর মাছখোলা ৩নং ওয়ার্ড যুব জামায়াতের আয়োজনে এই দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।
    হাফেজ মোঃ জাকির হোসেনের সঞ্চালনায়
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ও ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ সহিদুর রশীদ মুকুল ও সেক্রেটারি মোঃ আমিনুর রহমান।
    এছাড়া দাওয়াতী সভায় উপস্থিত ছিলেন ৩নং ইউনিটের সভাপতি মোঃ আমিনুর রহমান, ৩নং ইউনিটের সদস্য মোঃ আব্দুল ওহাব,শিল্পী মোঃ আব্দুল বারী,মোঃ আবু জাহার,মোঃ আবুল কাশেম,আব্দুল হামিদ, শহিদুল ইসলাম প্রমুখ।
  •  বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

     বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

    মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নির্বাচিত ইউনিয়ন আমীরদের  শপথ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার  (২০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত অফিসে এ  কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী গাজী সুজায়েত আলী, প্রভাষক ওমর ফারুক।
     ২০২৫-২০২৬ সেশনের জন্য  সদর উপজেলার নবনির্বাচিত আমীর হয়েছে মাওলানা মোশাররফ হোসেন,সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান,নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম ও মাস্টার হাবিবুর রহমান,সহকারী সেক্রেটারী  অধ্যাপক সহিদুর রহমান,মাওলানা আব্দুস সবুর,মাওলানা মাহফুজুর রহমান,মুহাদ্দিস  আলাউদ্দিন । এছাড়া সদর উপজেলা  কর্মপরিষদ ও নির্বাচিত শুরা সদস্য  মাস্টার ইদ্রিস আলম, মাওলানা আব্দুল হামিদ,মো: শহীদ হাসান  , ড. রুহুল আমিন, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গোলাম রসুল, , মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আনিছুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম,মাওলানা মোসলেম আলী, মো: মাসুম বিল্লাহ, ডাক্তার শফিকুল ইসলাম, মাওলানা রমজান আলী। ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত ইউনিয়ন আমীর হিসেবে শপথ গ্রহন করেন ১নং বাঁশদহা ইউনিয়ন আমীর মাওঃ নাজমুল হুদা,২নং কুশখালি ইউনিয়ন আমীর মাওঃ গোলাম রসুল,৩নং বৈকারী  ইউনিয়ন আমীর মোঃ জালালউদ্দীন,৪নং ঘোনা   ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ, ৫নং শিবপুর ইউনিয়ন আমীর মাওঃ মনিরুজ্জামান,৬নং ভোমরা ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার কবীর,৭নং আলিপুর ইউনিয়ন আমীর মাওঃ মাহমুদুন্নবী,৮নং ধুলিহর ইউনিয়ন আমীর মাওঃ আব্দুস সালাম, ৯নংব্রহ্মরাজপুর ইউনিয়ন আমীর মাওঃ জাকির হোসেন,১০নং আঁগরদাড়ী ইউনিয়ন আমীর মাওঃ শেখ মনিরুজ্জামান,১১নং ঝাউডাংগা ইউনিয়ন আমীর অধ্যাপক ইকবাল হোসেন,১২নং বল্লী ইউনিয়ন আমীর হাজী মিজানুর রহমান,১৩নং লাবসা ইউনিয়ন আমীর মোঃ আজিয়ার রহমান,১৪নং ফিংড়ী ইউনিয়ন আমীর মোঃ শাহিনুজ্জামান।
  • সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা

    সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্ন সিঁড়ির পক্ষ থেকে  জেলা রোভারের দুই স্কাউটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ ডিসেম্বর সন্ধ্যায় কফি ভিলাতে জেলা রোভার স্কাউটস এ-র এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ ও আব্দুল্লাহ আল মামুন কে সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি জেলা রোভার স্কাউটস এ-র কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস।
    সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন সিড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন। সাধারণ সম্পাদক নাজমুল হক এ-র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নসিড়ির উপদেষ্টা মোঃ মুরাদুজ্জামান, রেবেকা সুলতানা, জামাল হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, মীর তাহমিদুর রহমান, সেলিম হোসেন, সিদ্দিকুর রহমান, ইমতিয়াজ মাহবুব সিয়াম প্রমুখ।
    পরে স্বপ্ন সিঁড়ির সভায় আগামী ২৬ ডিসেম্বর ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও ৪ জানুয়ারি ২০২৫ এ শীত বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
  • সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা

    সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা

    সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্ন সিঁড়ির পক্ষ থেকে  জেলা রোভারের দুই স্কাউটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কফি ভিলাতে জেলা রোভার স্কাউটস এ-র এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ ও আব্দুল্লাহ আল মামুন কে সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি জেলা রোভার স্কাউটস এ-র কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস।
    সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন সিড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন। সাধারণ সম্পাদক নাজমুল হক এ-র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নসিড়ির উপদেষ্টা মোঃ মুরাদুজ্জামান, রেবেকা সুলতানা, জামাল হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, মীর তাহমিদুর রহমান, সেলিম হোসেন, সিদ্দিকুর রহমান, ইমতিয়াজ মাহবুব সিয়াম প্রমুখ।
    পরে স্বপ্ন সিঁড়ির সভায় আগামী ২৬ ডিসেম্বর ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও ৪ জানুয়ারি ২০২৫ এ শীত বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
  • মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

    মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

    সাতক্ষীরা প্রতিনিধি :
    বাংলাদেশের ৪৩ শতাংশ জলাশয়কে কাজে লাগিয়ে যদি মৎস্য উৎপাদন করা যায় তাহলে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অর্থনীতিকে আরো সচল করা সম্ভব। এ জন্য জলাশয় ও হাওরগুলোর উপর গুরুত্বারোপ করছে সরকার। এর আওতায় মাছের উৎপাদন বৃদ্বির জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে জীববৈচিত্র রক্ষাকরে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। বাংলাদেশে মোট ১৪টি প্রকল্পের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট ও শ্যামনগর উপজেলা রয়েছে। এর জন্য সি,জে,এইচ ও আই, ডাবলু সমিক্ষা করবে। এর জন্য ১০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাওরের ১০০ বছর এবং আমাদের করনীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান।

    কর্মশালায় জেলা প্রশাসক মোঃ মোশতাক আহমেদের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সাংবাদি মনিরুল ইসলাম মনি,  গোলাম সারোয়ার প্রমূখ। এসময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা  সীমান্তে মাদকদ্রব্যসহ প্রায় ৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ 

    সাতক্ষীরা  সীমান্তে মাদকদ্রব্যসহ প্রায় ৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ 

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় ৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
      বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় ৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্নেল মোঃ আশরাফুল হক  স্বাক্ষরিত
     এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
    বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ মাদরা বিওপির দায়িত্বাধীন চান্দা নামক স্থান দিয়ে চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস ১৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা মাঠ নামক স্থানে চোরাচালানী অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে মালামাল ফেলে দৌরে ঘন জঙ্গলে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশী করে ১০ বোতল ভারতীয় মদ এবং ২,৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
    চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
    বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
    দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
  • অফিসে ডেকে নিয়ে অকথ্যভাষায় গালাগাল করলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সংবাদ সম্মেলনে অভিযোগ

    অফিসে ডেকে নিয়ে অকথ্যভাষায় গালাগাল করলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সংবাদ সম্মেলনে অভিযোগ

    সাতক্ষীরা প্রতিনিধি :
    ‘ডিসি মোস্তাক আহমেদকে চেনেন? ‘হু আর ইউ’ ইবলিস কোথাকার’- এমন অকথ্য ভাষা ব্যবহার করে উচ্চস্বরে গালাগাল করলেন, সাতক্ষীরার সৎ ও খ্যাতিমান হিসেবে পরিচিত এবং সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলকে। বুধবার সন্ধ্যার পর তার অফিসে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ক্ষ্যান্ত হননি প্রায় মারতে উদ্যত হন, এবং তুই তোগারী শুরু করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
    এঘটনার বিচার দাবী করে বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল জানান, জেলা প্রশাসকের আচমকা এধরনের আচরণে তিনি হতবিহ্বল হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে এক পর্যায়ে আমাকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ডিসির রুম থেকে বাইরে নিয়ে যান। ঘটনার পরপরই তিনি বিষয়টি সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের জানালে তারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। একইসাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটির সকল সদসবৃন্দ। তারা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিকার দাবী করেন।
    ঘটনা প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান আরো উজ্জল জানান, তিনি সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মিশনের ২৫ সদস্যের কার্যনির্বাহী এই কমিটির জেলা প্রশাসক ১৯৪৮ সাল থেকে পদাধিকার বলে সভাপতি। বর্তমান কমিটি চলতি বছরের ২২ মে এক সভার মাধ্যমে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির অত্র কমিটির অনুমোদন করেন। এই কমিটির ঘাড়ে মহামান্য হাইকোর্টসহ সাতক্ষীরার আদালতে ৬টি মামলা চলমান রয়েছে। যারা এসব মামলা করেছেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কমিটির সাথে কোনো ধরনের সভা না করে, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাথেও কোনো পরামর্শ না করে গোপনে গত ৬ নভেম্বর চলমান কমিটি ভেঙে দিয়ে একটি এডহক কমিটি গঠন করেন। বিষয়টি জানবার পর মিশনের কার্যনির্বাহী কমিটির ২১ জন সদস্য বিষয়টি পূর্ণবিবেচনার দাবী জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে একটি আবেদন করেন। এমতাবস্থায় বাধ্য হয়ে মিশনকে রক্ষার স্বার্থে তিনি (মোস্তাফিজুর রহমান উজ্জল) মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন। মহামান্য হাইকোটের একটি বেঞ্চ শুনানী শেষে গত ১৫ ডিসেম্বর উক্ত এডহক কমিটি স্ট্রে করে রুল জারী করেন। এমন প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বুধবার ১০টায় ৩৯ মিনিটে ফোন দিয়ে আমাকে বলেন, সেকেন্ড হাফে জেলা প্রশাসক আপনাকে দেখা করতে বলেছেন। সেই মোতাবেক বেলা ৪ টার পরপরই জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল জেলা প্রশাসকের রুমে বসতে বলেন। কিছুক্ষনের মধ্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ রুমে প্রবেশ করতেই অকথ্য ভাষায় উচ্চস্বরে গালমন্দ শুরু করেন এবং বলেন মিশনের কমিটি ভেঙে দেয়া হয়েছে কাগজপত্র বুঝিয়ে দেননি কেন? এসব বলতে বলতে বলেন ‘ডিসি মোস্তাক আহমেদকে চেনেন? ‘হু আর ইউ’ ইবলিস কোথাকার’- তিনি রুমে অবস্থানরত অন্যদের দেখিয়ে বলেন, সাতক্ষীরায় কিছু ইবলিস আছে এ একটা ইবলিস।
    মোস্তাফিজুর রহমান উজ্জল তখন তাকে নিবৃত করার চেষ্টা করেন এবং বলেন বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে নিচ্ছেন কেন? তাছাড়া এডহক কমিটি মহামান্য হাইকোর্ট স্টে করে দিয়েছেন। তখন তিনি আরও ক্ষিপ্র হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। এমন অবস্থায় সেখানে অবস্থানরত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল আমাকে বাইরে নিয়ে যান এবং চলে যেতে বলেন।
    উল্লেখ্য, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারি পরিচালক, পীরে কামেল হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) সাতক্ষীরা আহছানিয়া মিশন প্রতিষ্ঠার জন্য শহরের মুনজিতপুরে ১৯৫৪ সালে সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদকের নামে ৪২ শতক জমি ক্রয় করেন। গঠনতন্ত্রে মিশনের অধীনে মাদ্রাসা, এতিমখানা কাম-লিল্লাহ বোর্ডিং, হেফজখানা, লাইব্রেরী, দাতব্য চিকিৎসালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন। মিশন প্রতিষ্ঠার পর থেকে সে মোতাবেক মিশনের কমিটির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে আসছিল।
    কিন্তু ২০১৫ সালের পর থেকে এসবের ব্যত্যয় ঘটিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবি’র ছত্রছায়ায় রাষ্ট্রিয় ক্ষমতা অপব্যবহার করে জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল শুভ্র, জেলা শ্রমিকলীগ নেতা তোহিদুর রহমান ডাবলু, আব্দুর রব ওয়ার্ছী, আব্দুল আজিজ ও আবু শোয়েব এবেল মিশনের নীতি আদর্শকে ভুলন্ঠিত করে, মিশনের ভবন নির্মান, মাদ্রাসা, এতিমখানা দখল করে ব্যাক্তিস্বার্থ হাসিল করছে। শুধু তাই না সদস্যদের স্বাক্ষর জাল করে মিশনের রেজিস্ট্রেশন পরিবর্তন করে অঙ্গ প্রতিষ্ঠান এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর ফান্ড থেকে আব্দুর রব ওয়ার্ছী, আব্দুল আজিজের যোগসাজসে মিশনের কমিটির বিরুদ্ধে মামলা দায়েরকারি আবু শোয়েব এবেলের নিকট থেকে ভূয়া জমি ক্রয় করে এতিমখানার ফান্ডে রক্ষিত ৪০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এমনকি আবু শোয়েব এবেল দীর্ঘ ছয় বছর ধরে ২৪ লাখ টাকা ভাড়া না দিয়ে সাবেক এমপিদের প্রভাবে বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করছে। বিষয়টি নিয়ে সদর সহকারি কমিশনার (ভুমি) কার্যালয়ে তদন্তাধিন রয়েছে। এছাড়া সরকারি বিধি-বিধান লংঘন করে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করে ৭ টি পদে অবৈধ নিয়োগ বানিজ্য করে প্রায় এক কোটি টাকা আতœসাতসহ বিভিন্ন বিষয়য়ে জেলা প্রশাসক, দুর্নীনি দমন কমিশন, সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বহুবার প্রতিকার চেয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এমনকি পরিবর্তিত প্রেক্ষাপটের পরও বিষয়গুলি প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। অথচ এসব বিষয় নূন্যতম আমলে না নিয়ে উল্টো ওই চক্রের দ্বারা প্রভাবিত হয়ে জেলা প্রশাসক আদালতকে উপেক্ষা করে অন্যায়ভাবে সাতক্ষীরা আহছ্ানিয়া মিশনের কমিটি ভেঙে দিয়েছেন। মুলত: ফ্যাসিবাদের সময়ে যারা মিশনকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করেছে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য তিনি অবিবেচনাপ্রসূত এধরনের সিদ্ধান্ত নিয়েছেন। মহামান্য হাইকোট যেখানে রুল জরী করে এডহক কমিটি স্টে করেছেন এরপর মিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলকে তার অফিসে ডেকে এধরনের ঐদ্ধত্যপূর্ণ আচরণ করা, গালাগাল করা আদালত অবমাননার শামীল বলে মনে করেন মিশনের কর্মকর্তারা।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিশনের জি এম আব্দুল হামিদ, জিএম মাহবুবর রহমান, আব্দুল খলেক প্রমুখ।

  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ কমিটি গঠন 

    সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ কমিটি গঠন 

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা  : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের শুরা নির্বাচন এবং  কর্ম পরিষদ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত অফিসে এ  কর্মপরিষদ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। ২০২৫-২০২৬ সেশনের শুরা সদস্য ও কর্মপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ  করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার নবনির্বাচিত আমীর মাওলানা মোশাররফ হোসেন। এসময় শপথ গ্রহন করেন কর্মপরিষদ ও নির্বাচিত শুরা সদস্য  মাস্টার ইদ্রিস আলম,মাওলানা আব্দুস সবুর, মাওলানা আব্দুল হামিদ,মো: শহীদ হাসান, মাওলানা মাহফুজুর রহমান,অধ্যাপক সহিদুর রহমান, মুহাদ্দিস  আলাউদ্দিন, ড. রুহুল আমিন, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গোলাম রসুল, মাওলানা আজাদুল ইসলাম, মাস্টার হাবিবুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আনিছুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মো: মাসুম বিল্লাহ, ডাক্তার শফিকুল ইসলাম, মাওলানা রমজান আলী।
  • বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণ করে শেষ্ঠত্বের পুরস্কার পেলেন আল নূর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী

    বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণ করে শেষ্ঠত্বের পুরস্কার পেলেন আল নূর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী

    নিজস্ব প্রতিনিধি : বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সী হিসাবে
    শেষ্ঠত্বের পুরস্কার পেলেন আল নূর ইন্টারন্যাশনাল (আরএল নং-০৬৮৯) এর স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা
    মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও
    জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন ও
    জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে বিগত কয়েক বছরে বৈধপথে বিদেশে ১৭
    হাজারের অধিক কর্মী প্রেরণ করে বিশেষ অবদান রাখায় শেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন তিনি। সাতক্ষীরা
    জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে
    এ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র
    সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক
    আহমেদ। “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার ্য়ঁড়ঃ; প্রতিপাদ্যে
    সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে শিক্ষাবৃত্তির চেক
    হস্তান্তর, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এসময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের
    কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    ক্যাপশন : সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে বৈধপথে
    বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সী হিসাবে অতিথিদের নিকট থেকে শেষ্ঠত্বের
    পুরস্কার গ্রহণ করছেন আল নূর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর
    সিদ্দিকী।

  • সাতক্ষীরার আশাশুনিতে মিথ্যে মামলায় এক কলেজ ছাত্রকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন

    সাতক্ষীরার আশাশুনিতে মিথ্যে মামলায় এক কলেজ ছাত্রকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন

    সাতক্ষীরার আশাশুনিতে প্রতিপক্ষ রেজাউল ইসলাম মোল্যাকে ঘেরে শেয়ার না রাখায় কলেজ ছাত্র আবিদ হোসেন নামের এক যুবককে মিথ্যে মামলা ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে আবিদ হোসেনের মাতা আশাশুনির কল্যাণপুর গ্রামের মৃত মোবারক গাজীর মেয়ে মোছাঃ শরিফা খাতুন।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, একমাত্র ছেলে আবিদ হোসেন (১৯) প্রতাপনগর এপিএস কলেজে বিএ অনার্সের ছাত্র। সে পড়াশুনার পাশাপাশি ঘের ব্যবসার সাথে জড়িত। আবিদ হোসেন সহ ৯জন একটি ৬০ বিঘা জমির ঘের ইজারা নেয়। কিন্তু ৯ জনের মধ্যে ৪জন টাকা দিয়ে শেয়ারের অংশগ্রহণ করে। বাকী ৫জন টাকা না দেওয়ায় তাদের শেয়ার রাখতে পারেনি। এই ঘটনার জেরে প্রতিপক্ষ জনৈক রেজাউল সহ অন্যান্যরা আমার ছেলেকে ফাসানোর ষড়যন্ত্র করতে থাকে।
    তিনি বলেন, প্রতিদিনের মতো আমার ছেলে ও তার ৩ সঙ্গী সবুজ, হোসাইন ও কানন পাহারা দেওয়ার জন্য ঘেরে অবস্থান করছিলো। রেজাউল গংরা রাত আড়াই টার দিকে স্বপ্না খাতুনকে নিয়ে যায় এবং তার দিয়ে মিথ্যা ধর্ষনের নাটক সাজিয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেয়। প্রকৃত ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। যে ঘটনায় আমার ছেলেকে গ্রেফতার করেছে সেই ঘটনার সাথে আমার ছেলের কোন সম্পর্ক নেই।
    শরিফা খাতুন অভিযোগ করে আরো বলেন, রেজাউল ইসলাম একজন হিং¯্র প্রকৃতির লোক। তার নামে ইতিপূর্বে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সে এতই দুর্দান্ত যে, তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। ঘেরে শেয়ার না নেওয়ায় সম্পূর্ণ পরিকল্পিতভাবে রেজাউল মোল্যা তার ভাইজিকে ব্যবহার করে আমার ছেলেকে মিথ্যা ঘটনায় ফাঁসিয়েছে। মামলার বাদী স্বপ্না খাতুন একজন দুষ্টু প্রকৃতির মেয়ে। বিগত ৬ বছর আগে সে ভারতে গিয়েছিল। সেখান থেকে বাড়িতে আসার পর তার একটি সন্তান জন্মগ্রহণ করে। তার কোন স্বামী নেই এবং এলাকাবাসীর জানা মতে তার কোন বিয়ে হয়নি। মেয়েটি সর্বদা অনৈতিক কাজে লিপ্ত থাকে। মেয়েটির এই সুযোগ কাজে লাগিয়ে রেজাউল আমার ছেলেকে বিনা অপরাধে জেল খাটাচ্ছে। আমি প্রশাসনের কাছে উক্ত ঘটনার সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত দাবি করছি।
    তিনি বলেন, শুধুমাত্র ঘের ব্যবসায় জড়িয়ে পার্টনারে ব্যবসা করতে গিয়ে রেজাউল গংদের রোষানালে পড়েছে আমার ছেলে। মিথ্যা হয়রানীমূলক মামলা থেকে ছেলে আবিদ হোসেন যাতে নিষ্কৃতি পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

  • ১৭ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা  সদর ব্রহ্মরাজপুরে ডিবি  ইউনাইটেড প্রি-ক্যাডেট বৃত্তি উৎসব-২৪ সম্পূর্ণ

    আব্দুল করিম ধুলিহর প্রতিনিধিঃ ১৭ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা  সদর ব্রহ্মরাজপুরে ডিবি  ইউনাইটেড প্রি-ক্যাডেট বৃত্তি উৎসব-২৪ পরীক্ষা ১৭ ডিসেম্বর ২৪ ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ডা. জাহারুর ইসলামের নেতৃত্বে  সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করেছে নিজ বিদ্যালয় সহ পাশ্ববর্তী ব্রহ্মরাজপুর সপ্রাবি, ধুলিহর মডেল সপ্রাবি, জাহানাবাজ সপ্রাবি, দহকুলা সপ্রাবি, বালুইগাছা সপ্রাবি, দামারপোতা সপ্রাবি, গোবিন্দপুর সপ্রাবি, কোমরপুর সপ্রাবি, পূর্বদহকুরা সপ্রাবি,, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সর্বোমোট ১১টি বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থী। ডিবি ইউনাইটেড হাইস্কুলের ৩ টি হল রুমে শিক্ষার্থীদের আনন্দ মুখর পরিবেশে এই পরীক্ষা অনুষ্টিত হয়।
    অবিভাকদের দাবি এমন ব্যতিক্রম বৃত্তি উৎসব চলমান থাকলে আমাদের শিশুর মেধা বিকশে সহায়ক হবে। স্কুল কতৃপক্ষ এই বৃত্তি উৎসব প্রতিবছর চলমান থাকে তার জন্য অভিভাবকদের সহোযোগিতাও দাবি করেন।
    স্কুলের শিক্ষক সমির মল্লিক, মনিরুজ্জামান, সুজন ঘোষ, সাগর দেবনাথ, মনিষা মল্লিক, ফারহানা সুলতানা সহ ৭ জন শিক্ষকের সার্বিক সহযোগিতায় বৃত্তি উৎসব বাস্তবায়ন করেন।
    সার্বিক তত্ত্বাবধান ছিলেন ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই।
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি : “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার ” প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস-২০২৪ উপলক্ষে   শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান,র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বুধবার(১৮ ডিসেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‍্যালি  বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপাদ পাল’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান,সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত)  শফিকুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মোঃ আব্দুল মজিদ প্রমুখ । এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পি এল সি সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট মো. সাদেক আলী, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ার প্রিন্সিপাল অফিসার মোঃ মাগফুর রহমান, সুশীলন এর উপ-পরিচালক  জিএম মনিরুজ্জামান, আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু বক্কার সিদ্দিকী। এ সময়২০২৪ সালে বৈধপথে সর্বোচ্চ জনশক্তি বিদেশ প্রেরণ করায়  আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু আক্কার সিদ্দিকী ও বিদেশ  থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মোঃ অহিদুজ্জামান,
    মফিজুল ইসলাম ও ইয়াছিন আলীকে সম্মামনা ক্রেস প্রদান করা হয়। এছাড়া ওয়েলফেয়ার সেন্টার খুলনার উদ্যোগে মো.দাউদ আলী সরদার, মোছাঃ রিবিতা সুলতানা, শিশির কুমার দাস, তাসলিমা খাতুন কে প্রতিবন্ধী ভাতা ও তানভীর ফুয়াদকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালনায় ও জেলা তথ্য অফিসের ইউ ডি এ মো. মনিরুজ্জামান।

  • শিশু রাহি হত্যা : জনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    শিশু রাহি হত্যা : জনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    সাতক্ষীরার আশাশুনি উপজেলার আগরদাড়ি গ্রামের দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শিশু নুসরাত জাহান রাহি হত্যা মামলার প্রধান আসামী রেজাউল কবীর জনি ও প্রধান সাক্ষী অজয় পাইন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে তারা সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিদুল হাসানের কাছে এ জবানবন্দি দেয়।

    আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানকারি আসামী রেজাউল কবীর জনি (২২) সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। একই ধারায় অপর জবানবন্দি প্রদানকারি সাক্ষী অজয় পাইন একই উপজেলার বুধহাটা গ্রামের সুকুমার পাইনের ছেলে ও বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সের সত্ত্বাধিকারী।

    নিহত শিশু নুসরাত জাহান রাহি (৯) সাতক্ষীরার আশাশুনি উপজেলার আগরদাড়ি গ্রামের রবিউল ইসলাম রুবেল এর মেয়ে ও আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সম্পর্কে জনি রাহির প্রতিবেশী চাচা।

    মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক মোঃ ফয়সাল আহম্মেদ জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ মহিদুল হাসানের কাছে নিজেকে মাদকাসক্ত হয়ে পড়ার কথা স্বীকার করে কানের দুল কেড়ে নেওয়ার ঘটনা বাবা ও মাকে জানিয়ে দেওয়ার কথা বলায় রাহিকে তার সোয়েটার ছিঁড়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে উল্লেখ করেছে। সে ওই দুল বুধহাটার অজয় পাইনের কাছে নয় হাজার টাকায় বিক্রি করেছিল বলে স্বীকার করে। জবানবন্দি শেষে জনিকে কারাগারে পাঠানো হয়েছে। অজয় বাইনকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

    একইভাবে অজয় পাইন তার জবানবন্দিতে জানিয়েছে ৫ মাস আগে জনি তার মায়ের সাড়ে চার ভরি সোনার দুল তার কাছে ২০ হাজার টাকায় বিক্রি করেছিল। সে কারণে গত শনিবার দুপুর দেড়টার দিকে দুই আনা ওজনের এক জোড়া ছোট দুল বিক্রি করতে এলে তার কাছে জানতে চাইলে সে বলে যে মায়ের দুল বিক্রি করে পরে সে ছোট আকারে তৈরি করে দিয়েছিল। সেই দুল সে বিক্রি করতে এসেছে। একপর্যায়ে ওই দুলজোড়া বাবদ জনি নয় হাজার টাকা নিয়ে যায়।

    সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, জনি ঢাকায় একটি কোম্পানীতে চাকরি করতো। নয় মাস আগে সে বিয়ে করে। বিয়ের পরে মাস চারেক আগে সে চাকরি হারায়। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে জনি। পরে গ্রামের বাড়িতে এসে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা জোগাড় করতে সে রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাহি তার বান্ধবী মিতা বসুর সাথে খেলা করছিল। জনি শিশু রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে বান্ধবীর বাড়ি থেকে পার্শ্ববর্তী হলুদ খেতে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তার কানের সোনার দুল খুলে নেয়। এসময় রাহি বিষয়টি তার বাবা ও মাকে জানিয়ে দেওয়ার কথা বললে জনি তার গায়ের সোয়েটার ছিঁড়ে হাত ও পা বেঁধে শ্বাসরোধ করে রাহিকে হত্যা করে। পরে তার লাশ পুকুরে ফেলে দেয়।

    তিনি আরো বলেন, শিশু রাহি হত্যার ঘটনায় রেজাউল কবীর জনিকে রোববার (১৫ ডিসেম্বর) বিকালে তার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।সোমবার বিকালে জনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারের প্রেরণ করা হয়েছে।