Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
সাতক্ষীরা সদর Archives - Page 5 of 19 - Daily Dakshinermashal

Category: সাতক্ষীরা সদর

  • বিজিবি’র পৃথক অভিযানে অবৈধপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে চারজন বাংলাদেশী ও তিনটি গরু আটক

    বিজিবি’র পৃথক অভিযানে অবৈধপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে চারজন বাংলাদেশী ও তিনটি গরু আটক

    বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে
    অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন বাংলাদেশীকে সাতক্ষীরার
    কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে আটক করেছে
    বিজিবি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাকডাঙা
    সীমান্ত থেকে তাদের আটক করা হয়। একই সময়ে কলারোয়া
    উপজেলার চাঁন্দুড়িয়া সীমান্ত থেকে ভারত থেকে অবৈধপথে নিয়ে
    আসা তিনটি গরু আটক করে।
    আটককৃতরা হলেন, বরিশাল জেলা সদরের কোতয়ালী থানার
    চরগোপালপুর গ্রামের মো: সাইফুল মুন্সি(৩৫) ও তার স্ত্রী আখি
    আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদরের সর্বদীঘিয়া গ্রামের লাকী
    আক্তার(২৫) ও চুয়াডাঙা জেলা সদরের জীবননগর গ্রামের পাপিয়া
    খাতুন(২৪)।
    বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল
    হক বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে তার কার্যালয়ে এক প্রেস
    বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা
    ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পান যে অবৈধপথে কয়েকজন
    বাংলঅদেশী ভারতে ঢুকবে। সে অনুযায়ি তারা বৃহষ্পতিবার
    কাকডাঙা সীমান্তের ১৩/৩ নম্বর সীমানা পিলারের নিকটে অবস্থান
    নেন। সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ১৩/৩ নাম্বার মেইন
    পিলারের কাছ থেকে ওই চারজন বাংলাদেশীকে আটক করা হয়। এ
    সময় পাচারকারিরা পালিয়ে যায়। প্রায় একই সময়ে ভারত থেকে
    চাঁন্দুড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময়
    তিনটি গরু আটক করা হয়।আটককৃতদের কলারোয়া থানায়
    সোপর্দ করা হয়েছে। আটককৃত গরু কাস্টমস এ জমা দেওয়া
    হয়েছে।
    কলারোয়া থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, অবৈধপথে
    ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে বিজিবি’র পক্ষ থেকে
    বৃহষ্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে
    আদালতে পাঠানো হয়েছে।

  • খাবারের সাথে চেতনা নাশক ওষুধ খাওয়াইয়ে ২ লক্ষ ১৭ হাজার টাকা চুরি

    খাবারের সাথে চেতনা নাশক ওষুধ খাওয়াইয়ে ২ লক্ষ ১৭ হাজার টাকা চুরি

    নিজস্ব প্রতিবেদক: তরকারির সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে ছয়ঘরিয়া মোড়াস্থ্ যমুনা সাইন্টিফিক এন্ড ফিসারিজের ৬ জনসহ ৭ জন গুরুতর অসুস্থ হয়েছে। চুরি করে নিয়ে গেছে ২ লক্ষ ১৭ হাজার টাকা।
    গত সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে।


    আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় । একজনের অবস্থা অবনতি দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মালেক সাতক্ষীরা সদর থানায় ৩ জনকে সন্দেহ করে একটি অভিযোগ করেছে।


    এই ঘটনায় খাবার খেয়ে অসুস্থ হলেন যমুনা সায়েন্টিফিক হ্যাচারী এন্ড ফিসারিজের মালিক আব্দুল মালেক(৪৫), প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান কয়রা উপজেলার পাঁচ নম্বর কয়রা গ্রামের মোজাহার হাওলাদারের ছেলে ফয়সাল আনাম (৫২) প্রতিষ্ঠানের শ্রমিক তালা উপজেলার আঠারাই গ্রামের মৃত মোকা মোড়লের ছেলে নুর ইসলাম, খুলনা জেলার পাইকগাছা উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল মোড়ল, (৩২) ,কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার কোঠিয়াসাম গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে একরামুল হক(৩৫),বেতলা গ্রামের আরিফুল ইসলামের মেয়ে রানী খাতুন (১৫)।
    প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুল মালেক জানান, সন্ধ্যায় রাঁধুনী নূরী বেগম রান্না করে সব সাজিয়ে রেখে যান। প্রতিদিনের ন্যায় রাতে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। রাতের খাবার ছিল কচুর মুখি ও তেলাপিয়া মাছ। তরকারি স্বাদ ভালো না হওয়ায় ডিম দিয়ে খেয়ে উঠে যায়। তরকারির বাটিতে বিড়ালে মুখ দিয়েছে দাবী করে নৈশ প্রহরী শরিফুল ডিম দিয়ে খায়। ঐদিন শহিদুল কোন ভাত খায়নি।বাকিরা ওই তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই । রাঁধুনী বাড়ি যাওয়ার সময় সে রাতের খাবার নিয়ে যায় ।তার মেয়ে রানী খাতুন খেয়ে অসুস্থ হয়েছে দাবি করলেও তাকে সুস্থতা দেখা যায়।আমি তরকারি খাওয়ার কারণে বেশি ঘুম না হলেও অন্যান্যদের মতো ঘুম থেকে উঠে সাবাইকে ডাকলে তাদের তেমন সাড়া না মেলায় ঘরের দরজা খুলে দেখি তারা সবাই অচেতন হয়ে পড়ে আছে। অফিসে গিয়ে দেখি সবই উলট পালট ।ড্রয়ার ভেঙ্গে ফেলা হয়েছে। ড্রয়ারে থাকা মাছ বিক্রির ২ লক্ষ ১৭ হাজার টাকা নাই। অফিসে থাকা কালো রংয়ের একটি ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র একটি পাঞ্জাবী চুরি হয়ে গেছে।


    গ্রাম ডাক্তার আশরাফ আলীকে ডেকে তাদেরকে অসুস্থদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।
    উল্লেখ্য,২৩ দিন পূর্বে নৈশ প্রহরী শরিফুল ও শ্রমিক শহিদুল দশ হাজার পিচ তেলাপিয়া মাছের চুরি করে বিক্রি করতে যেয়ে হাতেনাতে ধরা পড়ে। ওই ঘটনা তারা ক্ষমা চাইলে তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। এক বছর পূর্বে ড্রয়ার ভেঙে ৭৫ হাজার টাকা এবং একটি মোটর চুরি করে নিয়ে যায়।
    বারবার চুরি হওয়ার কারণে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে আব্দুল মালেক উদ্বিগ্ন রয়েছেন। চুরি থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

  • রাত পোহালেই সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন

    কেন্দ্রে কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জমাদি, সবধরনের প্রস্তুতি সম্পন্ন

    রাত পোহালেই সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জমাদী। মঙ্গলবার সকাল থেকে এ নির্বাচনী সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়। এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
    জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৪০ টি কেন্দ্রে ও কলারোয় উপজেলায় ৭৮ টি কেন্দ্রে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলায় ৫ জন ও কলারোয়া উপজেলায় ৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কলারো উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দিতা করছেন।
    নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এস.আইয়ের নেতৃত্বে ২ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৫ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সাতক্ষীরা সদরে ১৫ জন ও কলারোয়া উপজেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত থাকবেন। এছাড়া সংরক্ষিত থাকবেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ২ প্লাটুন বিজিবি সদস্য ও ২ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
    উল্লেখ্য ঃ সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৪ লাখ ৬ হাজার ১৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৭ জন ও নারী ভোটার রয়েছেন ২লাখ ৩ হাজার ৭১৩ জন এবং হিজড়া ৩ জন। এছাড়া কলারোয়া উপজেলায় ২ লাখ ১২ হাজার ৪২৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৫৮২ জন এবং হিজড়া এক জন।

  • ঘূর্নিঝড় রেমালের প্রভাব: সাতক্ষীরার ১৪৬৮ টি বাড়ি-ঘর বিধ্বস্ত, ৮০৬ হেক্টর জমির ফসল ও মাছের ক্ষতি, প্রায় ২লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

    ঘূর্ণিঝড়ের প্রবল তান্ডব থেকে এবারও উপকূল রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়ে সাতক্ষীরাকে বাঁচালো সুন্দরবন। বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও আতঙ্ক কাটেনি উপকূলীয় জনপদের মানুষের মধ্যে। তবে, রেমালের প্রভাবে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে উপকুলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। জেলায় বিধ্বস্ত হয়ে পড়েছে এক হাজার ৪৬৮ টি কাঁচা ঘরবাড়ি। এর মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ১১৯২টি ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২৭৬টি ঘরবাড়ি। এছাড়া জেলায় ৬০৬ হেক্টর জমির ফসলের ও ২০০ হেক্টর জমির মাছের ক্ষতি হয়েছে।

    ঝড়ে কম বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় দুইলাখ ২১ হাজার ১৭৬ জন মানুষ। পানি বন্দী হয়ে পড়েছে জেলে পল্লীর শতাধিক পরিবার। একই সাথে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলাতে অসংখ্য গাছপালার ক্ষয় ক্ষতি হয়েছে। এছাড়া শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
    এদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নদ-নদীগুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট বেশি উচ্চতায় পানি প্রবাহিত হয়। জেলা পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের আওতাধীন ৬৮০ কিলোমিটার বেঁড়িবাধ রয়েছে। যা ষাটের দশকে নির্মিত। এর মধ্যে উপকুলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির ১০টি পয়েন্টে ১২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। যার মধ্যে উক্ত দুই উপজেলায় দুই কিলোমিটার বেড়িবাধ অতিঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ঝুকিপূর্ণ বেঁড়িবাধের কয়েকটি পয়েন্টের উপচে পড়া পানিতে ভেসে গেছে ২০০ হেক্টর জমির মৎস্য ঘের ও ৬০৬ হেক্টর ফসলি জমি। এছাড়া কয়েক’শ পরিবার পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তবে,পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝুকিপূর্ণ বেঁড়িবাঁধ গুলোতে জিও ব্যাগ ও বালি দিয়ে উপচে পড়া পানির প্রবাহ ঠেকাতে সক্ষম হয়েছেন। তবে ঘুর্ণিঝড় আতঙ্কে আশ্রয়কেন্দ্রে থাকা অনেকেই অভিযোগ করেছেন যে, ২৬ ও ২৭ মে তাদের কাছে সামান্য শুকনো খাবার পর্যন্ত পৌঁছায়নি।
    জেলা প্রশাসনের নিয়ন্ত্রন কক্ষের তথ্য মতে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড় ও জলোচ্ছ্বাসে সাতক্ষীরার ৪৩ টি ইউনিয়নে কম বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে উপকুলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে ১১৯২টি ঘরবাড়ি ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২৭৬টি ঘরবাড়ি। এছাড়া ৬০৬ হেক্টর ফসলি জমির ও ২০০ হেক্টর জমির মাছের ক্ষতি হয়েছে।
    সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব টানা দুই দিন ধরে চলেছে। বিভিন্ন উপজেলায় মানুষের জানমালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের নিয়ন্ত্রন কক্ষ থেকে ক্ষয় ক্ষতির একটি সম্ভাব্য তালিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল ক্ষতির তালিকা নিরুপণ করে সহযোগিতা করা হবে।

  • আশাশুনিতে পুলিশ ও ডিবির অভিযানে ১০ আসামী আটক

    আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামীসহ নিয়মিত মামলার সর্বমোট ১০ আসামীকে আট করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিকনির্দেশনায় থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ রহিম, এসআই ইমরান হোসেন, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই আঃ সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর পরোয়ানা-৮৩০/২২ এর আসামী বৈকরঝুটি গ্রামের আঃ আজিজ গাজীর ছেলে আরিফুল ইসলাম। নিয়মিত মামলা নং-৪(৫)২৪ এর আসামী তেঁতুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ সবুর গাজী (৪৯)। নিয়মিত মামলা নং-১০(৫)২৪ এর আসামী মধ্যম চাপড়া গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মইনুর ইসলাম সরদার (৪৭), নিয়মিত মামলা নং-১৫(৫)২৪। ১৬(৫)২৪, ১৭(৫)২৪ এর আসামী পিরোজপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে মোঃ কুদ্দুস সরদার (৫৫), খালিয়া গ্রামের মৃত তছির উদ্দীন সানার ছেলে মোঃ অদুত সানা (৪৫), নিয়মিত মামলা নং-২১(৫)২৪ এর আসামী কালিকাপুর গ্রামের মোঃ ইসহাক সরদারের ছেলে মোঃ রুবেল সরদার (৩২), মোঃ মুনছুর গাজীর ছেলে মোঃ আছাফুর গাজী (২৮), মোঃ শামছুর গাজীর ছেলে মোঃ সোহরাব গাজী (৫৮), নিয়মিত মামলা নং-২২(৫)২৪ এর আসামী কচুয়া গ্রামের মোঃ মাছুম সরদারের ছেলে মোঃ ছট্টু সরদার (২৮) ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করেন। নিয়মিত মামলা নং-২৩(৫)২৪ এর আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্যা (৫১)কে গোয়ালডাঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ আটক করেন। আটককৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
  • আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডলের গণসংযোগ 

    স্টাফ রিপোর্টার :
    আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে (২৩ মে) বৃহস্পতিবার দিনব্যাপী ধুলিহর, আলিপুর, ভোমরা, ঘোনাসহ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মত বিনিময়ের মাধ্যমে আনারস প্রতীকে ভোট চান চেয়ারম্যান পদপ্রার্থী সুশান্ত কুমার মন্ডল।
    এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র, শিক্ষক মীম সাইফুল ইসলাম, আকবর হোসেন, পাল শুভাশিস, হাবিবুর রহমান, এসএম রবিউল ইসলাম, পার্থ সারথি সেন, জিএম আবু সাঈদ, খন্দকার আনিসুর রহমান, কৃষকলীগ নেতা আবুল কালাম, বাপী বসু, আবু সাঈদ, বিপ্লব, সাকিব আল হাসান সেতু, মোঃ সোলাইমান, বিপ্লব, আল ইমরান, সোহেল, আসাদুজ্জামান লাভলু, অমিত কুমার ঘোষ, মোঃ বেলায়েত আলী, মহিদ হোসেন, জামিনুর, নয়ন, তৌকির, সুকুমার রয়সহ কর্মীসমর্থকরা।
    আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল  বলেন, আমার বিশ্বাস সকলের দোয়া ও আশীর্বাদে আগামী ২৯ তারিখের নির্বাচনে দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ।
  • আমার উপর আস্থা রাখুন, সদর উপজেলা উন্নয়নের জোয়ারে ভাসবে: মশিউর রহমান বাবু

    নিজস্ব প্রতিনিধি: আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের  নির্বাচন উপলক্ষে লাঙ্গল প্রতীকের বিজয়ের লক্ষে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান বাবু’র বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা, মতবিনিময় ও লিপলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় শহরতলীর শিবতলায় আয়োজিত নির্বাচনী পথসভায় জেলা ওলামা পার্টির সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর বাবু। এসময় তিনি বলেন, আমার উপর বিশ্বাস আর আস্থা রাখুন, সাতক্ষীরা সদর উপজেলায় উন্নয়নের জোয়ার বইয়ে দেব। আমি সেই বিশ্বাস অক্ষুন্ন রাখব। আপনাদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করে সেই বিশ্বাসের প্রমান দেব। এই অঞ্চলের মানুষের জন্য কিছু করতে চাই, তার জন্য আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল প্রুমখ।

    পরে সদর উপজেলার দহাকুলা বাজারে নাঙ্গল প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক নাঈম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের  লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিজিবি সার্জেন্ট মোকারাম হোসেন, রাশেদুল ইসলাম, শেখ মমতাজ হোসেনসহ এলাকাবাসী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক শেখ আবু ওয়াহিদ।

    অপরদিকে, শিবপুর ইউনিয়নের পরানদাহ’র কালিতলা বাজারে মশিউর রহমান বাবু’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এসময় ভোটারদের কাছে মশিউর রহমান বাবুর লাঙ্গল  মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখসহ আরও অনেকে।

  • সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ

    সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ

    আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ সাতক্ষীরা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ করেন। সাতক্ষীরা সদর উপজেলাধীন ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদের মাগুরা তালতলা এলাকার সাধারণ জনমানুষের সাথে গণ সংযোগ করেন। এসময় উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবেদার রহমান, পৌর যুব সংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন, উপজেলা যুব সংহতির সহ সভাপতি আব্দুর রহিম, সেলিম হোসেন, জেলা যুব সংহতির সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম ডাবলু, সম্রাট মেহেদী মনা, সোহেল প্রমুখ। এ সময় সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু সদর উপজেলা বাসির দোয়া ও সমর্থন কামনা করেন।

  • সাতক্ষীরায় এক রেস্টুরেন্ট ব্যাবসায়ীর তিন দিনের  নিখোঁজ  র‍্যাব ক্যাম্পে অভিযোগ 

    সাতক্ষীরায় এক রেস্টুরেন্ট ব্যাবসায়ীর তিন দিনের  নিখোঁজ  র‍্যাব ক্যাম্পে অভিযোগ 

    সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের মাগুরা এলাকার আব্দুর রাজ্জাক সরদারের ছেলে ইসমাইল হোসেন  বয়স  ৫২–গত ইং ০৯/০৭/২০২৩ তারিখ হইতে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার ব্যাবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে ইসমাইল হোসেন পেশায় এক জন  রেস্টুরেন্ট হোটেল ব্যাবসী  সে  ৫  সন্তানের জনক।তার পরিবারের অভিযোগ গত তিনদিন যাবত সে নিখোঁজ রয়েছে।  ইসমাইল হোসেন তার স্ত্রী সন্তান নিয় শহরের রসুলপুর এলাকায়  ভাড়া বাসায় বসবাস করতেন।  তার সাথে কারো শত্রুতা আছে কিনা এবিষয়ে জানতে চাইলে তার স্ত্রী আয়শা খাতুন   সাংবাদিকদের বলেন  মাহামুদপুর ভাড়ুখালী এলাকার কবিরুল হোসেন মিঠুর সাথে আমার স্বামীর একটা বিরোধ ছিল , বর্তমানে কবিরুল হোসেন মিঠু সাতক্ষীরা শহরের সিটি কলেজের পেছনে ভাড়া থাকেন,  আমি বাড়িতে যেয়ে   আমার সন্ধান জানতে চাইলে।  তিনি বলেন, সাতক্ষীরা ডিবি অফিসে খোঁজ করেন ওখানে আপনার স্বামীকে পাবেন। পরবর্তীতে আমরা ডিবি পুলিশ অফিসে খোঁজ নিতে  যেয়ে শুনলাম  আমার স্বামী সেখানে নেই। এমতাবস্থায় গত কাল সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি,  যার৷ ডায়েরি  নং৫৭৩  – এবং   সাতক্ষীরা ১ কোম্পানি কমান্ডার  র‍্যাব ক্যাম্পেবরাবর লিখিত অভিযোগ দায়ের করার পরেও এখনো পযন্ত  কোন আমার স্বামীর  সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে সাতক্ষীরা গোয়েন্দা সংস্থা অফিসার  ইনচার্জ তারেক ইবনে আজিজের কাছে  মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন — তিনি সাংবাদিকদের জানান  আমাদের কাছে ইসমাইল হোসেন  নামে কোন আসামী নাই। 
     এবিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।

  • প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার নির্বাহী কমিটির সভা

    প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার নির্বাহী কমিটির সভা

    প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্ষা মৌসুমে আরও বেশি করে বৃক্ষরোপণ, প্রাণ সায়ের খালের দূষণ রোধ, বেআইনীভাবে জলাশয় ভরাট বন্ধ, পাখিদের অভয়াশ্রম গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনিরুদ্দীন।
    সভায় প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ’র সঞ্চালনা বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্ঠা ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিদোদ্ধা প্রফেসর এস এম আবুল ওয়াহেদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, অধ্যাপক পবিত্র মোহন দাস, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দীন রান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

    বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

    নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
    এরপর দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাতক্ষীরা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য হিসেবে দ্বিতীয় বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। শ্রদ্ধা নিবেদনকালে দলীয় নেতা-কর্মীরা সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মাকছুদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শিমুন শামস, এডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মো. শামসুর রহমান, মীর মোশারফ হোসেন মন্টু, জেলা যুব মহিলা লীগের নাহিদা পারভীন পান্না, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ। “শুভ শুভ শুভ দিন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন” আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে…। এই স্লোগানে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জড়ো হন।

  • সদর উপজেলার কৃষকের মাঝে আমন ধানের বীজ, সার এবং নারিকেল চারা বিতরণ করলেন এমপি রবি

    সদর উপজেলার কৃষকের মাঝে আমন ধানের বীজ, সার এবং নারিকেল চারা বিতরণ করলেন এমপি রবি

    নিজস্ব প্রতিনিধি : ২০২২-২৩ অর্থবছরে খরিফ/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ উৎপাদন এবং নারকেল চারা ব্যবহারের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার কৃষকদের মাঝে উৎপাদন জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষিই আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। কৃষিতে আমরা স্বয়ংসম্পুন্ন বলেই কোন দেশ আমাদের ক্ষতি ও খবরদারী করতে পারেনা। জননেত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ আর্থিক প্রণোদনা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।”
    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. শামসুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম প্রমুখ।
    এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে প্রত্যেককে পাঁচটি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্যাম সুন্দর মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

    সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্যাম সুন্দর মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকালে সদরের ব্রহ্মরাজপুর শ্যাম সুন্দর মন্দিরের আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য ফিতা কেটে রথযাত্রার উদ্বোধন করেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। রথযাত্রাটি ব্রহ্মরাজপুর শ্যাম সুন্দর মন্দির গৌরি মঠ হতে মাসির বাড়ি সদরের কাটিয়া নারকেলতলা সদর সার্বজনীন পূজা মন্দিরে যাবে। এর ১০ দিন পর উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারকেলতলা সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, পলাশপোল সার্বজনীন পূজা মন্দিরের সমীর কুমার বসুসহ এসময় অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জেলা আনসার ও ভিডিপি সাতক্ষীরার আয়োজনে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত 

    জেলা আনসার ও ভিডিপি সাতক্ষীরার আয়োজনে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত 

    নিজস্ব প্রতিনিধি : জেলা আনসার ও ভিডিপি সাতক্ষীরার আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার ২০ শে জুন দুপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গনে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টে মোর্শিদা খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ  উদ্বোধন ও চারা বিতারণ করেন আনসার ও  ভিডিপির খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্টের শেখ কামরুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মিয়াজান আলী,সদর উপজেলা  আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশারায় আলী। 
    এসময় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজসহ ৩ শতাধিক  বৃক্ষ বিতরণ করা হয়। পরে জেলা কমান্ড্যান্টের বাংলোর ফিতা কেটে উদ্বোধন করেন আনসার ও  ভিডিপির খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।প্রধান অতিথি এসময় আনসার ও ভিডিপি সদস্যসহ সকলকে চলতি বর্ষামৌসুমে কমপক্ষে ৩ টি বৃক্ষ রোপণ করার আহবান জানান। 

  • শাল্যে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত

    শাল্যে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদরের শাল্যে বেতনা যুব সংঘের আয়োজনে, একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ও সিডো সাতক্ষীরার বাস্তবায়নে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২০ শে জুন মঙ্গলবার সকাল  ১১ টায় ৩৪ নং শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কারিগরি সহযোগিতায় এ অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া পরিচালনা করেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শিমল রানা।এসময় উপস্থিত ছিলেন ৯ নং ব্রক্ষ্মরাজপুর      ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নং ওয়াড সদস্য মো. নূরুল হুদা, শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেব্রত কর্মকার, ফিনান্স অফিসার চন্দন বৈদ্য,ফিল্ড ফ্যাসিলিঠেটর বৈশাখী সুলতনা, বেতনা যুব সংঘের সভাপতি মো. মাসুদ রানা, সেক্রেটারী সাব্বির আহমেদ সহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

  • নারী চিংড়ি শ্রমিকের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নারী চিংড়ি শ্রমিকের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি : ১৮ -১৯ জুন ২০২৩ তারিখে দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে “বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন”প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে জবা নারী চিংড়ি শ্রমিক দলের ৩০জন সদস্যকে নিয়ে ২দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র ইউনিয়নের, চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন. বর্তমানে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের বিভিন্ন কাজে অংশগ্রহন করে অবদান রাখতে হবে। আপনারা শ্রমিকের কাজের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সাথে অন্তর্ভূক্ত হবেন তাহলে আপনার পরিবারকে স্বচ্ছল ও স্বাবলম্বি করে গড়ে তুলতে পারবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নারী ও পুরুষ শ্রমিকের সমমজুরী হওয়া প্রয়োজন। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সমমজুরী ও সমঅধিকার অধিকার আদায়ে আমি আপনাদের পাশে থাকব। প্রশিক্ষনে নেতা কি, নেতা কত প্রকার, নেতার কার্যাবলী, ভাল নেতার গুনাবলী, সংগঠন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা তৈরি, নারী অধিকার কি, সহিংসতা কি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, নারীর ক্ষমতায়নে করনীয় সমূহ, এ্যাডভোকেসি কি, এ্যাডভোকেসি পদ্ধতি, প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স। সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শিরীন সীমা, শিরীনা পারভিন ও সাধনা রানী বৈদ্য। 

  • প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাতক্ষীরায় ৩০ আনসার ব্যটালিয়নের অনাবাদি জমিতে সবজি ও মাছচাষ

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাতক্ষীরায় ৩০ আনসার ব্যটালিয়নের অনাবাদি জমিতে সবজি ও মাছচাষ

    নিজস্ব প্রতিনিধিঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “ফাঁকা রবেনা কোন আঙ্গিনা,এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবোনা। সবজি হউক, ফল হউক, ফুল হউক গাছ লাগাবো। একটা কাচা মরিচের চারা হলেও লাগাবো। কোন জায়গা অথবা ডোবা খালি  থাকলে সেখানেও মাছ চাষ করবো”। ঠিক সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সিদ্ধান্তক্রমে, উপ-মহাপরিচালক খুলনা রেঞ্জ মহোদয়ের পরামর্শক্রমে ৩০ আনসার ব্যটালিয়ন পুরাতন জমিদার বাড়ী সাতক্ষীরার পরিচালক জনাব এনামুল খাঁন’র সুচিন্তিত দিকনির্দেশনা ও বলিষ্ট নেতৃত্বে উক্ত ব্যাটালিয়নের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ব্যাটালিয়ন চত্তরের পতিত জায়গায় মৌসুমি শাক সবজি, ফল, ফুলের চাষ করা হয়েছে।  ফলে ৩০ আনসার ব্যটালিয়ন  যেন এক অন্য রুপ ধারন করেছে  এবং ব্যাটালিয়ন চত্তরের প্রাকৃতিক সৌন্দর্যও অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে বিভিন্ন প্রকার শাক সবজি  যেমন পালং শাক,পাট শাক,লাল শাক, কলমি শাক, পুই শাক, পুদিনা,ডাটা, ঢেরশ, বেগুন,গাজর, বরবটি, লাউ,চাল কুমড়া, মিষ্টি কুমড়া,সিম,করলা চাষ করার পাশাপাশি পুকুরে মাছ চাষ করা হয়। এছাড়াও ফলজ বৃক্ষের মধ্যে রয়েছে  পেপে,কলা,আম,কাঠাল ইত্যাদি। উলেখ্য যে, উৎপাদিত সকল শাক সবজি সুলভ মূল্যে বিক্রি করা হয়। যা ব্যাটালিয়নের সৈনিক মেস, কমান্ডার মেস, ও অফিসারর্স মেসসহ সকলে ক্রয় করে থাকেন এবং বিক্রিত মূল্য ৩০ আনসার ব্যাটালিয়নের লোকাল ফান্ডে জমা করা হয়। শাক সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছাড়াও সব ধরনের পুষ্টি সরবরাহ করে । ব্যাটালিয়নে চাষকৃত এই নির্ভেজাল শাক সবজি ও ফলমূল পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আয়ের উৎস হিসেবে ভূমিকা পালন করছে। ব্যাটালিয়নের সদস্যগন ভেজালমুক্ত শাক সবজি খেতে পারছে আবার একই সাথে বাজারের উপর কিছুটা হলেও চাপ কম পড়ছে। শাক সবজির ক্ষেতগুলো পরিচালক মহোদয় ও অন্যান্য কর্মকর্তাগন নিয়মিত পরিদর্শণ করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সবজি বাগান নিয়মিত পরিচর্চার দ্বায়িত্বে রয়েছেন এপিসি আব্দুছ সোবাহান,ব্যাটালিয়ন আনসার মোঃ হাছানুজ্জামান,ল্যান্স নায়েক মোঃ বশির আহম্মেদ। পরিচালক এনামুল খাঁন জানান, ব্যাটালিয়নে সকল খালি জায়গায় শাক সবজি উৎপাদনের এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।

  • স. ম আলাউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “সাতক্ষীরার উন্নয়ন ভাবনা এবং স. ম আলাউদ্দিন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    স. ম আলাউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “সাতক্ষীরার উন্নয়ন ভাবনা এবং স. ম আলাউদ্দিন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রেসবিজ্ঞপ্তি : দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দিনের ২৮তম
    মৃত্যুবার্ষিকী উপলক্ষে “সাতক্ষীরার উন্নয়ন ভাবনা এবং স. ম আলাউদ্দিন”
    শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সাতক্ষীরা
    কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে জেলা নাগরিক কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা
    অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ
    হোসেন বেলাল। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা
    জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল
    ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার
    হোসেন, বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, প্রফেসর আব্দুল হামিদ, কিশোরী মোহন
    সরকার।
    সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা
    পারভীন সেঁজুতি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা জাসদের সভাপতি
    ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা এড. খগেন্দ্র নাথ ঘোষ, দুদুকের পিপি এড.
    আসাদুজ্জামান দিলু, আওয়ামী লীগ নেতা এড. আজাহারুল ইসলাম, জেলা বাসদের
    আহবায়ক নিত্যানন্দ সরকার, আওয়ামী লীগ নেতা কাজী আকতার হোসেন, ডা. সুব্রত
    ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেএসডি
    নেতা আব্দুর জব্বার, মানবাধিকার কর্মী এড. মুনির উদ্দীন, ভূমিহীন নেতা
    কওসার আলী, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিশ আলী, সদর
    উপজেলা জাতীয় পাটির সভাপতি প্রকৌশলী আনোয়ার জাহিদ তপন, সাংবাদিক রবিউল
    ইসলাম, এড. বদিউজ্জামান, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, এড. একে আজাদ,
    বিপ্লবী ওয়ার্কার্স পাটির জেলা সম্পাদক মুনসুর রহমান, সাংবাদিক আবুল
    কাশেম, মহিলা যুবলীগের নেত্রী আয়েশা খাতুন খুকুমনি, বায়জিদ হোসেন প্রমুখ।
    সাতক্ষীরার উন্নয়ন ভাবনা এবং স.ম আলাউদ্দীন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন
    উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।
    মতবিনিময় সভায় বক্তারা দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম
    আলাউদ্দীনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সৃষ্টিশীল চিন্তার উল্লেখ করে বলেন,
    আওয়ামী লীগ নেতা স. ম আলাউদ্দীন ছিলেন সাবেক সাবেক সংসদ সদস্য। তিনি
    বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। অন্যায় অসত্যের কাছে তিনি কখনো মাথা নত
    করেননি। তিনি ছিলেন সুদুর প্রসারি চিন্তার মানুষ। সাহসী ও আপষহীন নেতা।
    আপষহীনতার কারণেই তাকে জীবন দিতে হয়েছে।
    বক্তারা বলেন, সাতক্ষীরায় রেললাইন নির্মাণ, পর্যটন শিল্পের বিকাশ,
    বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বসন্তপুর নৌ বন্দর চালু, অর্থনৈতিক অঞ্চল
    প্রতিষ্ঠা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, ভোমরা স্থল বন্দরের উন্নয়নসহ
    বিভিন্ন বিষয়ে সরকার উদ্যোগ নেওয়ার পরও বাস্তবায়নের গতি ধীর। স. ম
    আলাউদ্দীনের মত নেতা থাকলে এগুলো আরো দ্রুত বাস্তবায়িত হতে পারতো।
    বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখি কারিগরি শিক্ষার বিকাশে
    স. ম আলাউদ্দীন প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী স্কুল এন্ড কলেজ।
    কিন্তু ১৯৯৬ সালের ১৯জুন ঘাতকের গুলিতে নিহত হবার পর প্রতিষ্ঠানটি সাধারণ
    শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। অথচ বর্তমান শিক্ষা ব্যবস্থায় কারিগরি
    শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে সরকার। সাতক্ষীরার কৃষি, শিল্প,
    ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স. ম আলাউদ্দীনের
    ভাবনা ছিল খুবই প্রাসঙ্গিক। তার সেই ভাবনা বাস্তবায়িত হলে সাতক্ষীরা আরো
    বেশি উন্নত হতে পারতো।
    বক্তারা সাতক্ষীরায় নানা অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে আরো বলেন,
    সাতক্ষীরা বাইপাস সড়কের নকশা পরিবর্তন করে নির্মাণ করা হয়েছে। নদী ও খাল
    খননে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ
    স্থাপিত হলেও কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত জেলার ২২ লক্ষ মানুষ। রেল লাইন
    নির্মাণে ১১ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা করা হয়েছে। কিন্তু রেললাইন
    নির্মাণে কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। সাতক্ষীরায় বাইপাস সড়ক
    নির্মাণ করা হলেও তা ঢেউ খেলানো অবস্থা। যে কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে
    প্রতিনিয়ত। ভোমরা স্থলে বন্দরে চলছে চরম নৈরাজ্য। সেখানে ব্যবসায়ীরা
    টিকতে পারছে না। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। ভোমরা
    বন্দর থেকে ব্যবসায়ীরা চলে যাচ্ছে অন্যত্র। এর কারণ একটি বিশেষ মহলের
    ষড়যন্ত্র। পদ্মা সেতু নির্মাণ হলেও যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
    না হওয়ায় সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের মানুষ সুফল পাচ্ছে না। পণ্য পরিবহনে
    অধিক খরচ হচ্ছে। রেললাইন নির্মাণ হলে এ অঞ্চলের মানুষ পণ্য পরিবহনে এবং
    ব্যবসা-বাণিজ্য সুফল পাবে। সাতক্ষীরা পৌরসভার পানির বিল হঠাৎ চার গুণ
    বৃদ্ধি করায় বক্তারা কঠোর সমালোচনা করেন।
    বক্তারা বলেন, স. ম আলাউদ্দীন বেঁচে থাকলে এসব দুর্নীতির বিরুদ্ধে তিনি
    রুখে দাঁড়াতেন। আজ সেই রুখে দাঁড়ানোর লোকটির বড় অভাব। বক্তারা স. ম
    আলাউদ্দীনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভেদাভেদ ভুলে সাতক্ষীরার সামগ্রিক
    উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ন্যায় ভিত্তিক আন্দোলন
    সংগ্রামে কাজ করার আহ্বান জানান।
    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক গাজী শাহজাহান
    সিরাজ, এসএম শহীদুল ইসলাম, শেখ তানজির আহমেদ, মোঃ রবিউল ইসলাম, আহসানুর
    রহমান রাজীব, মোঃ আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার, শেখ আব্দুল আলিম,
    আব্দুর রহিম, জিএম আমিনুল হক, শামীম রেজা, আবু সাঈদ, জহুরুল কবির, সেলিম
    হোসেন, আলতাফ হোসেন বাবু, জেলা নদী বন পরিবেশ রক্ষা কমিটির সভাপতি মফিজুর
    রহমান, উন্নয়ন কর্মী শ্যামল বিশ্বাস, আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
    সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।