
Category: সাতক্ষীরা সদর
-

আলিয়া মাদ্রাসায় ছাত্র ছাত্রীর মাঝে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কর্মশালা
”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা এর অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে এর অংশ বিশেষ বৃহস্পতিবার (১৭ অক্টোবর ‘২৪) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আক্তারুজ্জামান, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, মোটরযান পরিদর্শক সজীব সরকার, বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। -

সাতক্ষীরা জেলা হাফেজ কল্যাণ পরিষদের সদর এবং পৌর শাখার সম্মেলন ও কমিটি গঠন
সাতক্ষীরা জেলা হাফেজ কল্যাণ পরিষদের সাতক্ষীরা সদর এবং সাতক্ষীরা পৌর শাখার সম্মেলন ও কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা পাওয়ার হাউজ জামে মসজিদে সাতক্ষীরা সদর শাখার সভাপতি হাফেজ শাহাদাৎ ও সাধারণ সম্পাদক হাফেজ অহিদুজ্জামান এবং পৌর শাখার সভাপতি হাফেজ মনোয়ার হোসেন মোমিন ও হাফেজ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কমিটির ঘোষণা করেন জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা আব্দুর রশিদ। সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ খাইরুল বাসার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ সাইদুর রহমান’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নবগঠিত কমিটির সহ-সভাপতি হাফেজ আব্দুস সালাম, হাফেজ ওয়াদুদ, যুগ্ম সম্পাদক হাফেজ শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোস্তাফিজ, অর্থ সম্পাদক হাফেজ রুহুল আমিন, দপ্তর সম্পাদক হাফেজ আব্দুল ওয়াদুদ, প্রচার সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আরিফুল ইসলাম আজাদী, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আলতাফ হোসেনসহ সদর উপজেলার সদস্য বৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর শাখার সহ-সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ আব্দুর রহিম, যুগ্ন সম্পাদক হাফেজ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ বদিউজ্জামান, অর্থ সম্পাদক হাফেজ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হাফেজ হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মাহবুব, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিল, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ ইয়াসিন বিন মুহাররমসহ পৌর শাখার সদস্য বৃন্দ। -

ভোমরা কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে দুই পাসপোর্ট যাত্রীকে তিনঘন্টা আটক রেখে ঘুষ দাবির অভিযোগ; আদালতে মামলা দায়ের
আসামীদের বিরুদ্ধে সমনজারী
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার মোঃ বাবলুসহ চার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ভারত থেকে ফিরে আসা দুই পাসপোর্ট যাত্রীকে তিন ঘন্টা আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পৌর শহরের বদ্দিপুর এলাকার মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ আব্দুস সবুর এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে তার নিটক আত্মীয় মোছাঃ ছাকিলা খাতুনকে নিয়ে বৈধ পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে আসেন। ইমিগ্রেশন শেষে ভোমরা স্থলবন্দরের কাস্টমস কার্যালয়ে গেলে সেখানে কর্মরত ব্যক্তিরা অন্যায়ভাবে তার (সবুর) ও আত্মীয়ের ব্যাগ, সমস্ত শরীর তল্লাশী করে অবৈধ কিছু না পেয়ে বিকাল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত আটক করে রাখে।
আব্দুস সবুর আরো বলেন, কাস্টমস অফিসে অটকে রাখার সময় তারা তার পাসপোর্টের ছবি তুলে রাখে ও কাছে থাকা বাচ্চাদের খেলনা সহ অন্যান্য জিনিসপত্র বের করে নিয়ে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দেওয়ায় তার আত্মীয়কে নিয়ে তারা চলে যতেে বলেন। ফলে বাধ্য হয়ে তিনি বাড়িতে চলে যান। এঘটনার গত ১ অক্টোবর তিনি মালামাল ফেরত চেয়ে কাস্টমস কর্তৃপক্ষকে লিগাল নোটিশ প্রদান করেন। নোটিশ পেয়ে কাস্টমস কর্তৃপক্ষ তার মোবাইলে রিং করে তাকে ভোমরায় যেতে বলেন।
তিনি অভিযোগ করে বলেন, কাস্টমস কর্তৃপক্ষের আহবানে গত ১৫ অক্টোবর বেলা ১২ টার দিকে তিনি ভোমরা স্থলবন্দর কাস্টমস কার্যালয় যান। এসময় তারা অন্যায়ভাবে তার পাসপোর্টের ছবি তোলে কেড়ে নেওয়া মালামালের মধ্য থেকে মাত্র দুটি কম্বল ফেরত দেয়। পরে তারা ভোমরা স্থল বন্দরের কাস্টমস অফিসের সামনে পাকা রাস্তার ধারে দাড়িয়ে তাকে হুমকি দেয় বলে, ভবিষ্যতে কিভাবে ভারতে যাস দেখে নিবো। পাসপোর্ট বাতিল করে ছাড়বো। সুকৌশলে মিথ্যে মামলায় জড়িত করবে বলে প্রকাশ করে। তিনি কেড়ে নেয়া মালামাল ফেরত ও ভবিষ্যতে কাস্টমস কর্মকর্তাদের মিথ্যে হয়রানি থেকে নিষ্কৃতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে ভবিষ্যতে তার ও নিকট কোন আত্মীয় স্বজনদের যাতায়াতের পথে অবৈধ মালামাল দিয়ে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি বা ক্ষয়ক্ষতি করতে পারে এই আশঙ্কায় তিনি নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত ঘটনার বিবরণ দিয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার মোঃ বাবলু (৫০) সহ তার অধিনস্থ চার কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে আসামী করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৪ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য আসামীদের বিরুদ্ধে সমন জারী করেছেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন, কাস্টমস সিপাহী যথাক্রমে মোঃ হাসনাইনং (৩৫), মোঃ সুমন (৩২), আবুল কালাম (৪২), কাস্টমস ইন্সপেক্টর জেমি (৩৮) এবং ভোমরা গ্রামের মিয়ারাজ গাজীর ছেলে মোঃ জাকির হোসেন (৪৫)।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডঃ আব্দুস সামাদ বিষয়টি নিশ্চত করেছেন। -

পরিবেশ অধিদপ্তর উদ্যোগে এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা অফিসের হলরুমে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিপ্রপাইলিন, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলার পরিচালক সরদার শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দ। উক্ত সভায় পরিবেশ রক্ষার জন্য পলিথিনের বিকল্প হিসেবে পচনশীল পাটের শপিং ব্যাগ ব্যবহার করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়। -

সাতক্ষীরায় এককেজি গাঁজাসহ মাদককারবারি দুই ভাই গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ মাদক কারবারি দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের অশোক দাসের বাড়িতে অভিযান চালিয়ে এই গাজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুই মাদককারবারি হলো, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া গ্রামের মৃত নিরাপদ দাসের দুই ছেলে অশোক দাস (৫৫) ও ষষ্ঠী দাস (৪৫)।
সাতক্ষীরা ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশের একটি মাদকবিরোধী অভিযানিক দল সন্ধ্যায় বাবুলিয়া গ্রামের অশোক দাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক কেজি ওজনের গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রাখার অভিযোগে অশোক দাস ও তার ভাই ষষ্ঠী দাস কে গ্রেফতার করা হয়। আসামী অশোক দাস চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।
সাতক্ষীরা ডিবি পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা কিরে আসছিল। আসামী দ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা রুজু করা হয়েছে।
-

বাল্যবিবাহ শিশুদের শিক্ষা ও ব্যক্তিগত বিকাশের সুযোগ সীমিত করে
সাতক্ষীরায় জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কায়ালয়ে এক আলোচনা সভা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. হাসেম আলী, জেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, ওন-স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরার জেলা ইনচার্জ মো. শরিফুল ইসলাম ও মো. মেহেদী হাসান, সিডব্লিউসিএস ইনচার্জ মো. রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক অভিশাপ। যে সকল মেয়ের অল্প বয়সে বিয়ে হয়-তারা প্রায়ই স্কুল দেড়ে দেয়, যা তাদের শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ সীমিত করে। এটি দারিদ্র এবং বৈষম্যের চক্রকে স্থায়ী করেতে আবদান রাখে। বাল্য বিবাহ মেয়েদের অর্থনৈতিক সুযোগে প্রবেশে সীমিত করে এবং আর্থিক স্বাধিনতা অর্জনের ক্ষমতা হ্রাস করতে পারে। এজন্য দেশকে বাল্যবিবাহ মুক্ত করতে হবে, যেন আর বাল্যবিবাহ দিবস পালন করতে না হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহের ফলে একটি মেয়ে শারীরিক এবং মানষিকভাবে প্রস্তুত হওয়ার আগেই প্রাপ্তবয়ষ্কদের ভূমিকা পালন করতে হয়। যা তাদের শারীরিক ও মানষিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে। কাজেই আর শিশুর পেটে শিশু নয়, শিশুদেরকে শিক্ষা ও সুসাংস্কৃতিকের সাথে সম্পৃক্ত থাকতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। একই সাথে সরকারের সব মন্ত্রণালয়-বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আরো উদ্যোগী হতে হবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিকে।
সাতক্ষীরা সদরের মহিলা বিষয়ক অধিদপ্তর ছাড়াও ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা পরিচালিত ৩০টি কিশোর কিশোরী ক্লাব থেকে ৩০ জন কিশোর কিশোরীর অনুষ্ঠানে অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস। অনুষ্ঠানে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ পরিচালনা করেন সাকিবুর রহমান বাবলা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
-

সাতক্ষীরায় ইঁদুর নিধন অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধন
ছাত্র শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে খামারবাড়ির কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি সাতক্ষীরার উপপরিচালক (বীউ) মো. রমিজুর রহমান, আইডিয়াল এর নির্বাহী পরিচালক কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, ডিএই (শস্য) সাতক্ষীরার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা, সদর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রুম্মন শাহরিয়ার প্রমুখ। অপরদিকে একই স্থানে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে ইঁদুর নিধনকল্পে বিভিন্ন দিকনির্দেশনা এবং বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন।এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার। -

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় ২০২৪ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন ২০২২ সালে যোগদান করার পর থেকে মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছেন। শিক্ষা কার্যক্রমকে আধুনিকায়ন, সকল পাবলিক পরীক্ষায় আকর্ষণীয় ফলাফল অর্জনসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সমন্বয়ে খান বাহাদুর আসানউল্লাহ স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি কাংখিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরালস পরিশ্রম করে যাচ্ছে। ৪৮ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯ জন এ প্লাস ও ২২ জন “এ “গ্রেড সহ মোট ৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফল অর্জন করায় সকল শিক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নানান প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আলিম পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে সদরের শীর্ষ অবস্থান করছে। ভালো ফলাফল অর্জন করায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এবং অভিভাবকবৃন্দ অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন সহ শিক্ষকদের সাধুবাদ জানিয়েছে।
-

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ (অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও) প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী মোঃ মুনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী মো আলী হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান সরকারি মো. ইব্রাহিম হোসেন রিপন প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দপ্তরের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
-

সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ
নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম খেলোয়াড়দের মিলন মেলায় পরিনত হয়। সাতক্ষীরা স্টেডিয়ামের পুরানো দিনের ঐতিহ্য মেলবন্ধু ও উৎসব মুখর পরিবেশ দর্শক গ্যালারীতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রীতি ফুটবল ম্যাচে লাল দল বনাম সবুজ দল অংশ নেয়। বয়সের ভারে অনেকে নুয়ে পড়লেও দুটি দল খুব সুন্দর ক্রীড়া নৈপূণ্যতার মধ্য দিয়ে ভালো খেলা উপহার দেয়। দর্শক গ্যালারী প্রীতি ফুটবল ম্যাচটি আনন্দের সাথে উপভোগ করে। লাল দল বনাম সবুজ দলের ক্যাপ্টেন ছিলেন ফিরোজ রহমান এবং সবুজ দলের ক্যাপ্টেন ছিলেন গ্যাস বাবু। খেলায় অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়রা হলেন- শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড় জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু, রিপন, রতন, মিতু, উজ্জল, সেলিম, তৌহিদুর, মুনসুর, শুভ্র, পথিক, খোকা ও ময়নাসহ শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়রা অংশ নেয়। প্রীতি ফুটবল ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
ক্যাপশন : সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়রা। -

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্রগতি সংস্থার র্যালি
শহর প্রতিনিধি :” আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায়সোমবার (১৪ অক্টোবর) বিকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্রগতি সংস্থার আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে । অগ্রগতি সংস্থার সাতক্ষীরার প্রজেক্ট ম্যানেজার খায়রুজ্জামান এর নেতৃত্বে সাতক্ষীরা কালেক্টর চত্বরে এক সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার মনিটরিং এন্ড এভুলেশন অফিসার এম এ শাহিন,প্রজেক্ট অফিসার আবু বক্কর সিদ্দিক, ফিল্ড কর্মী জুয়েল রানা, সুমনা রানী, ফরহাদ হোসেন সহ অন্যান্য প্রকল্পের কর্মীবৃন্দ। -

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : ” আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়’র সার্বিক ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এ দিবসটি উপলক্ষে র্যালি, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্মিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রসাশক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। প্রধান সড়ক পরিদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরকারী কমিশনার এম আকাশ,সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়েব আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইয়ারুল হক , ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান,জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী মোঃ বাবলু রেজা প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধ ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
-

সুুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। রোববার (১৩ অক্টোবর) বেলা ১২টায় আশাশুনিতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসব কথা বলেন। তিনি আশাশুনি উপজেলার বুধহাটা ও মহেশ্বরকাটি পূজা মন্ডপ সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে মন্ডপের আলোকসজ্জা সজ্জিত সহ সার্বিক ব্যবস্থা দেখে সন্তোষজনক প্রকাশ করেন। পরিদর্শনকালে উপজেলার সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, পুলিশ সদস প্রমুখ উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরায় বাধ্য হয়ে বাড়ি ছাড়ছে অনেকে
সাতক্ষীরায় বৃষ্টির পানি নিষ্কাশিত না হতে পেরে সৃষ্ট জলাবদ্ধতা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। জলাবদ্ধ এলাকায় দেখা দিয়েছে খাওয়ার পানির তীব্র সংকট। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। ইতিমধ্যে অনেকেই বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা শহরের বদ্দিপুরকলোনী, কামলানগর, কাঠিয়া মাঠপাড়া, সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা, তালততলা, খেজুরডাঙ্গা, বিনেরপোতা, গোপিনাথপুর, ধুলিহর ইউনিয়নের দামারপোতা, মাছখোলা, বড়দল, বাগডাঙ্গা, জিয়ালা, গোবিন্দপুর, নাথপাড়া, তালতলা, কাজিরবাশা, বালুইগাছা, ধুলিহর সানাপাড়াসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্রায় প্লাবিত হয়ে রয়েছে। পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে এসব এলাকার মানুষ। এসব এলাকার অধিকাংশ মানুষ বাধ্য হয়ে গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে ভিটে ছেড়েছে। অনেক স্থানে হাঁস, মুরগি ও ছাগল মরে দুগন্ধ ছড়াচ্ছে সর্বত্র। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। মল-মূত্র পানিতে ভেসে একাকার হয়ে গেছে। প্লাবিত এসব এলাকাসহ ধুলিহর ইউনিয়নের অধিকাংশ এলাকার গভীর নলকূপ পানিতে তলিয়ে গেছে। এতে খাবার পানির সংকটে ভুগছে এলাকাবাসী।
গোপিনাথপুর গ্রামের দিপংকর মিস্ত্রী জানান, গত প্রায় একমাস ধরে পুরো গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। অনেকের ঘরের মধ্যে পানি উঠেছে। পানি নামার কোন লক্ষণ নেই। এই অবস্থা লোকজন ঘর থেকে বের হয়ে কোমর পানি ভেঙে মেইন রাস্তায় উঠতে হচ্ছে। স্কুলে যেতে না পারায় গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়াও বন্ধ হয়ে আছে। গ্রামের অধিকাংশ বাথরুম পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। টিউব ওয়েল পানিতে ডুবে থাকায় খাবার ও রান্নার পানি অনেক দূর থেকে সংগ্রহ করতে হচ্ছে। সব মিলিয়ে নিদারুন কষ্টে আছে গোপিনাথপুর গ্রামসহ আশেপাশের মানুষ।
ধুলিহরের গোবিন্দপুর গ্রামের জরিনা বেগম জানান, একদিন ভাত না খেয়ে বেঁচে থাকা যায়। কিন্তু পানি না খেয়ে থাকা যায় না। এখন কোথাও খাওয়ার পানি নেই। ভেলায় করে ৩ থেকে ৪ কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে।
একই এলাকার অন্য এক ব্যক্তি বলেন, আমাদের এলাকায় খাবার পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। সেই সাথে রান্না খাওয়ার পানিও নেই।
বড়দল গ্রামের ইউপি সদস্য এনামুল হক খোকন বলেন, বর্তমানে এলাকায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার দাফন করার মতো উচু জায়গা নেই। সব পানিতে প্লাবিত। গত কয়েক বছর ধরে এলাকা প্লাবিত হলেও এবার সম্পূর্ন ব্যতিক্রম।
দামারপোতা গ্রামের রবিউল ইসলাম জানান, আমার ঘরের ভিতরে পানি, রান্না ঘরে পানি, পায়খানা ঘরেও পানি। অপরিকল্পিত মাছের ঘের আর পাউবোর অপরিকল্পিত ফ্লুইস গেট এই সর্বনাশ ডেকে এনেছে। বেতনা নদী খননের কাজ শুরু হলেও তিন বছরে তা শেষ হয়নি । এ কারণে বিগত কয়েক বছরের মতো চলতি বছরেও বেতনা নদী দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে বেতনা নদীর তীরবর্তী ২৫-৩০ গ্রামের ফসলি জমি, মৎস্য ঘের ও পুকুর পানিতে ডুবে গেছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী জিএম আমিনুল হক বলেন, জলবদ্ধতা নিরসনে সরকার নদী খননের জন্য অর্থ বরাদ্দ দেয়, কিন্তু অপরিকল্পিত খননের কারণে তা যায় জলে। কাজের কাজ কিছুই হয় না। রাস্তাঘাট, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ সব পানিতে ডুবে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।
ধুলিহর গ্রামের গবাদিপশু চাষী আবু বক্কর সিদ্দিক বলেন, গোয়াল ঘরে পানি ওঠায় গরু ছাগল নিয়ে চরম বিপাকে আছি। সেই সাথে গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।
এদিকে, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তর জানায়, জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে বেতনা ও মরিচ্চাপ নদীর মধ্যবর্তী বল্লী, ঝাউডাঙ্গা, লাবসা, ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী ইউনিয়নের মানুষ। এছাড়াও সাতক্ষীরা পৌরসভার পূর্বাংশের মানুষ জলাবদ্ধতায় নাকানি-চুবানি খাচ্ছে। তালার নগরঘাটা, ধানদিয়া, খলিলনগর, মাগুরা ইউনিয়নেও একই অবস্থা। জলাবদ্ধতা এ অঞ্চলের মানুষের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন অংশসহ আশপাশের ইউনিয়নে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। অপরিকল্পিত মৎস্য ঘের ও অপরিকল্পিত নদী খননই এর জন্য দায়ী। রোদে পানি শুকানো ছাড়া জলাবদ্ধ মানুষের মুক্তি নেই।
-

মহানবী(সা:)কে কটুক্তি করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ,নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সা:)কে কটুক্তি করা ও সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরিহ মানুষের উপর বর্বর,নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা। বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ’র সভাপতিত্বে শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুম্মা সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি হাফেজ খাইরুল বাশার, সাধারণ সম্পাদক হাফেজ সাইদুর রহমান, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সাতক্ষীরা ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি হাফেজ কারী অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিলসহ সাতক্ষীরা ইমাম সমিতির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন,ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ,নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সা:)কে কটুক্তি করা হয়েছে তার বিচার শাস্তির ব্যবস্থা করতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরিহ মানুষের উপর বর্বর,নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানান। প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। -

জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম। তিনি গত বৃহস্পতি ও শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত সাতক্ষীরা সদরের বল্লী, ঝাউডাঙ্গা, আগরদাড়ি, শিবপুর, বাঁশদা, কুশখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে। এ সময় তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ লক্ষ্যে মতবিনিময় ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মন্ডপ গুলিতে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দুর্গাপূজা, আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিগত দিনের চেয়ে উৎসবমুখর পরিবেশে এবার পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বিএনপি’র পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে। কোন ব্যক্তি বা গোষ্ঠী মন্ডপে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। এ উৎসবে পিছনের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সামনে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। এসময় জেলা ও সদর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। -

শাল্যে বেতনা নদীর উপর কাঠের সেতুর শুভ উদ্বোধন
সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়াড শাল্যে গ্রামে বেতনা নদীর উপর কাঠের সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে সদর বিএনপির সভাপতি এ্যাড. নূরুল ইসলাম’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহম্মাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার অন্যতম সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ ‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা ইয়ারুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম,১নং ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুল হাকিম,৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী,প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদা,শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ অহিদুজ্জামান অহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো.আরশাদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। -

সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস
সাতক্ষীরা সদরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ১০ই অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯ টায় তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস আব্দুল খালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলা প্রধান উপদেষ্টা ,মুহাদ্দিস রবিউল বাশারও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান,সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, আদর্শ শিক্ষক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আবদুস সবুর, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান প্রমুখ।