Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
সাতক্ষীরা সদর Archives - Page 3 of 19 - Daily Dakshinermashal

Category: সাতক্ষীরা সদর

  • সরকারি নিয়ম মেনে নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন

    সরকারি নিয়ম মেনে নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন

    সাতক্ষীরা:
    সীমান্তবর্তী ইছামতি নদী থেকে সরকারি নিময় মেনে বৈধভাবে বালু উত্তোলনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বালু  উত্তোলনের কাজে জড়িত শ্রমিকরা।
    মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার ২শতাধিক  বালু শ্রমিকের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
    মানববন্ধনে শ্রমিক নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মমিনুল হক কাজল, রজব আলী, আব্দুল গণি সরদার প্রমূখ।
    এ সময় বক্তারা বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন, বালু পরিবহনসহ বালুর ব্যবসা করে আমরা জীবিকা নির্বাহ করি। দেবহাটা ও কালিগঞ্জের প্রায় ১ লক্ষ মানুষ এই বালুর ব্যবসার উপর নির্ভরশীল। সাতক্ষীরা বাইপাস সড়ক নির্মাণ, ইউনিয়ন পরিষদ, উপজেলার যাবতীয় উন্নয়ন মূলক কাজ, বেড়ীবাঁধ নির্মাণ, সরকারী অবকাঠামো নির্মানসহ সাতক্ষীরা জেলার রাস্তা তৈরীতে দেবহাটা ও কালিগঞ্জের ইছামতি নদীর বালু সরবরাহ করা হয়েছে।
    তবে ৬ মাস পূর্বে আকস্মিকভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় লক্ষাধিক মানুষ কঠিন সংকটে পড়েছে। তাছাড়া এলাকার গরীব ও অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। স্ত্রী-সন্তানদের ভরন পোষনের খরচ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। একদিকে বাংলাদেশী শ্রমিকরা বালু উত্তোলন করতে না পারলেও ভারতীয় শ্রমিকরা প্রতিদিন ভারতীয় সীমান্ত থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।
    এসব কারণে সরকারী রাজস্ব প্রদান করে যাতে দেবহাটা ও কালিগঞ্জবাসী পুণরায় বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা।

    পরে মানববন্ধন শেষে জেলা এনডিসির মাধ্যমে  প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বালু শ্রমিকরা।
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন  

    সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন  

     সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
    এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’, ‘পরিচ্ছন্ন চারপাশ, রোগবালাই হবে নাশ’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি দূষণমুক্ত আবাসন গড়ি’, ‘নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘সবাই মিলে শপথ গড়ি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সবল বাংলাদেশ’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
    মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি জমে ময়লা আবর্জনা ভেসে বেড়াচ্ছে। শহরে ময়লা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই। গড়ে তোলা হয়নি কোনো ডাম্পিং স্টেশন। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান তলানিতে। এ অবস্থা চলতে থাকলে সাতক্ষীরা পৌরসভা বসবাসের যোগ্যতা হারাবে।
    এসময় বক্তারা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি জানান।
    অনুষ্ঠানে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্ব ও জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, ভালুকা চাঁদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোবাশে^রুল হক জ্যোতি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, সাংবাদিক আহসান রাজীব, আমরা বন্ধু ফাউন্ডেশনের সদস্য মুশফিকুর রহমান, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
  • পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করার আহ্বান

    পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করার আহ্বান

    পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করার আহ্বান রোটারি ক্লাব অব সাতক্ষীরা নেতৃবৃন্দের

    সাতক্ষীরা : ‘পোলিও সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সকল সহযোগিতা বৃদ্ধির মাধ্যামে দ্রুত বিশ্বকে পোলিও মুক্ত করা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, চেয়ারপারসন রোটারিয়ান ডাঃ সুশান্ত কুমার ঘোষ।
    লিখিত বক্তব্যে ডাঃ সুশান্ত কুমার ঘোষ বলেন, পোলিও একটি ভাইরাস। যা দ্বারা পোলিওমাইলাইটিস নামক মারাত্মক সংক্রামক রোগ হয়ে থাকে। বাংলাদেশ ১৯৯৫ সাল থেকে পোলিও মুক্ত হওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা শুরু করে এবং প্রতি বছর দেশে জাতীয় টিকা দিবস আয়োজনের মাধ্যমে শিশুদেরকে পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৪ সাল পর্যন্ত দেশে মোট ২১টি ঘওউ আয়োজন অনুষ্ঠান সম্পন্ন হয় যাতে প্রায় ৯৮ কোটিরও বেশি ডোজ শিশু পোলিও টিকা খাওয়ানো হয়। অবশেষে এই ব্যাপক কর্মযজ্ঞের কল্যাণেই ২০১৪ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্যান্য সকল দেশের সাথে অত্যন্ত মর্যাদাপূর্ণ পোলিও মুক্ত সনদ অর্জন করে।
    তিনি আরো বলেন, বিশ্ব পোলিও দিবসের প্রচলন করে রোটারি ইন্টারন্যাশনাল। ১৯৫৫ সালে বিজ্ঞানী জোনাস এডওয়ার্ড সল্ক ও তার গবেষণাবল বিশ্বের প্রথম পোলিও টিকা আবিষ্কার করেন। পরবর্তীতে ১৯৬২ সালে তিনি তৈরি করেন ইন্যাকটিভেটেড পোলিওভাইরাস টিকা। এই যুগান্তকারী সাফলাকে স্মরণীয় করে রাখতেই তার জন্মদিনটিকে বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা শুরু হয়। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান ব্যতীত সারা বিশ্ব পোলিও মুক্ত অবস্থায় রয়েছে। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বিশ্বব্যাপী পোলিও টিকার ব্যাপক বাস্তবায়নের মাধ্যমে।
    ডা: সুশান্ত ঘোষ বলেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য ইপিআই হতে জন্ম থেকে এক বছরের মধ্যে শিশুকে প্রদেয় সকল টিকা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পাশাপাশি গুটি বসন্তের মত পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
    সংবাদ সম্মেলনে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মশিউর রহমান, মুস্তাফিজুর রহমান নাসিম, সৈয়দ হাসান মাহমুদ, আশরাফুল করিম ধনী, মাহমুদুল হক সাগর, বিশ্বনাথ ঘোষ, মোঃ মাগফুর রহমান, ফারহা দিবা খান সাথী, নাসিমা খাতুন, জিএম আব্দুল কাদের ও মোহাম্মদ গোলাম রসুল রাসেল প্রমূখ।

  • সাংবাদিক টুটুলের মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের শোক 

    সাংবাদিক টুটুলের মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের শোক 

    সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি স.ম তাজমিনুর রহমান টুটুল মারা গেছেন।
    বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  দুপুর ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের সভাপতি ফারুক রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান সহ সকল নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
  • এইচপিভি টিকাদান কর্মসূচি উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা

    এইচপিভি টিকাদান কর্মসূচি উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা

    রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এইচপিভি টিকাদান কর্মসূচি উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার বেলা ২:৩০ টায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় মিলনায়তনে এ এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার  (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আনোয়ারুল কবীর, পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ । এতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আনিসুজ্জামান সিকদার। এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন  ইউনিসেফ এর সিনিয়র কনসালটেন্ট ডা. মো: হাসানুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. কামরুজ্জামান প্রমুখ। সভায় জরায়ু মুখের ক্যান্সারের উপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টশন দেন ইউনিসেফ এর বিভাগীয় কনসালটেন্ট ডা. তাপস কুমার হালদার।
    সভায় প্রধান অতিথি জানান, সরকারের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ২৪ অক্টোবর হতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণি ও সমমানের ছাত্রী এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। ১ ডোজ এইচপিভি টিকা পেতে জন্ম সনদের তথ্য দিয়ে নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন তিনি।
    অনুষ্ঠানে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন উপশহর মডেল মসজিদের ইমাম আবদুল্লা আল মামুন। অনু্ষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়ের  ফিল্ড সুপারভাইজার মো: জাহাঙ্গীর আলম। সভায় কওমী মাদ্রাসার জেলা প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার, সুপারভাইজার, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম এবং মহিলা মাদ্রাসার শিক্ষিকাসহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন। সভার সার্বিক কার্যক্রমের দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক নাসির উদ্দিন।
  • কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

    কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর ২০২৪ তারিখ মঙ্গলবার বেলা ১১:০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: একরামুল হক। এছাড়া  আলোচনায় অংশ নেন সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ রাশেদুল হাসান, মোমেন আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হান্নান ,উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মাজদার হোসেন, উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো আতিকুর রহমান, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, উল্লাপাড়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মাসুম, মো: রিফাত আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • গুদাম ঘরে আটকে রেখে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক-১

    গুদাম ঘরে আটকে রেখে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক-১

    সাতক্ষীরা : নতুন ব্যাগ দেখানোর কথা বলে নবম
    শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গুদাম ঘরে আটকে রেখে ধর্ষণের চেষ্টা
    চালানো হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে সাতক্ষীরা সদর
    উপজেলার বাঁশদহা বাজারে এ ঘটনা ঘটে। জনতা ওই যুবককে
    আটক করে পুলিশে সোপর্দ করেছে।
    আটককৃত যুবকের নাম মোঃ নাঈম ইসলাম (২৩)। সে সাতক্ষীরা
    সদর উপজেলার ভাদড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও বাঁশদহা
    বাজারের নাঈম কসমেটিকস সেন্টারের স্বত্বাধিকারী।
    সদর উপজেলার বাঁশদহা গ্রামের এক দরিদ্র ইজিবাইক চালক
    জানান, তার মেয়ে স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর
    ছাত্রী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর তার
    মেয়ে একটি ব্যাগ কেনার জন্য বাঁশদহা বাজারের নাঈম
    কসমেটিকস সেন্টারে আসে। দোকানদার নাঈম পছন্দের ব্যাগ
    গুদামে আছে বলে তাকে সেখানে নিয়ে যায়। বিকেল তিনটার
    দিকে গুদামঘরের শার্টারের দরজা খুলে ভিতরে ঢোকা মাত্রই ভিতর
    থেকে শার্টারের দরজা লাগিয়ে দেয় নাঈম। একপর্যায়ে মেয়েটির
    মুখ চেপে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। ঘণ্টাব্যাপি
    ধস্তা ধ্বস্তির একপর্যায়ে মেয়েটিকে ভিতরে রেখে সে বাইরে
    এসে শার্টারের দরজা লাগিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে চলে
    আসে নাঈম। মেয়েটির চিৎকারে পার্শ্ববর্তী এক ব্যবসায়ি
    বাজার কমিটি ও মেয়েটির চাচাকে জানায়। মেয়ের চাচা আরো
    এক ঘণ্টা পরে খবর পেয়ে নাঈমের দোকান থেকে চাবি এনে
    গুদামঘরের তালা খুলে ফেলে। একপর্যায়ে তিনি (বাবা) ৯৯৯ এ ফোন
    করলে রাত ৮টার দিকে পুলিশ ওই ভিকটিমকে উদ্ধার ও নাঈমকে আটক
    করে থানায় নিয়ে আসে।
    মেয়েটির বাবা আরো জানান, কিছু টাকা নিয়ে ঘটনাটি
    চেপে যাওয়ার জন্য বঁ^াশদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক
    আজাহারুল ইসলামের মাধ্যমে তার কাছে প্রস্তাব দেওয়া হয়। তিনি
    তাতে রাজী হননি।
    তবে আজাহারুল ইসলামের সাথে এ ব্যাপারে কথধা বলা সম্ভব
    হয়নি। এ ব্যাপারে আটককৃত নাঈম ইসলাম তার নিজ কৃতকর্মের কথা
    স্বীকার করেছে।
    সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, এ
    ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে নাঈম ঈসলামের নাম উল্লেখ
    করে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের
    সংশোধিত ২০০৩ এর ৯(৪) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
    আসামী নাঈম ইসলামকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল
    হাজতে পাঠানো হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন
    বড়ালের কাছে মেয়েটির ২২ ধারায় জবানবন্দি শেষে তার বাবার
    জিম্মায় দেওয়া হয়েছে।

  • সদর থানা ও এটিএম বুথ পোড়ানো মামলার শুনানী পিছালো ২দিন

    সদর থানা ও এটিএম বুথ পোড়ানো মামলার শুনানী পিছালো ২দিন

    সাতক্ষীরা : গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের
    পর সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
    ও পার্শ্ববর্তী এটিমএম বুধ পোড়ানোর পৃথক মামলায়
    গ্রেপ্তারকৃত জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম
    ফারুক খান মিঠু’র জামিন শুনানী পিছিয়ে আগামি ২৪
    অক্টোবর ধার্য করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরার জেলা ও দায়রা জজ
    চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী আসামী পক্ষের আইনজীবীদের
    জামিন শুনানী শেষে বৃহত্তর শুনানীর জন্য এ দিন ধার্য করেন।
    গ্রেপ্তারকৃত নাসিম ফারুক খান মিঠু সাতক্ষীরা শহরের দক্ষিণ
    পলাশপোলের আব্দুস সোবহান খানের ছেলে। তিনি সাতক্ষীরা
    চেম্বার অব কমার্সের সভাপতি।
    মামলার বিবরনে জানা যায়, চলতি বছরের ৫ই আগস্ট সন্ধ্যায় এক
    থেকে দেড় হাজার ক্ষুব্ধ জনতা সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাংচুর,
    লুটপাট ও অগ্নিসংযোগ করে। প্রায় একই সময়ে থানার
    পার্শ্ববর্তী একটি ব্যাংকের এটিএম বুথ ভাংচুর ও
    অগ্নিসংযোগ করা হয়। থানা ভাংচুর ও অগ্নিসংযোগের
    ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তাপস কুমার ঘোষাল
    বাদী হয়ে অজ্ঞাত এক থেকে দেড় হাজার আসামীর বিরুদ্ধে গত ১৯
    সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। সাবেক যুবদলের সাধারণ
    সম্পাদক নাসিম ফারুক খান মিঠুকে ৫ অক্টোবর শনিবার দিনগত
    রাতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক
    করে। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বিকালে তাকে সদর থানায় সোপর্দ
    করা হয়। তাকে থানা ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত
    ১৪ অক্টোবর তার ৭ দিনের রিমান্ড শুনানি শেষে আমলি আদালত-৩ এর
    বিচারক মোঃ সালাহউদ্দিন আহম্মেদ তার একদিনের রিমান্ড নামঞ্জুর
    করেন। ওইদিন তাকে এটিম বুথ ভাংচুর ও অগ্নিসংযোগের
    মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নি¤œ আদালতে জামিন না হওয়ায়
    মিঠু খানের পক্ষে তার আইনজীবীগন জেলা ও দায়রা জজ আদালতে

    দুটি ক্রিমিনাল মিস কেস দাখিল করেন। মঙ্গলবার ছিল শুনানীর জন্য
    ধার্য দিন।
    সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. রবিউল ইসলাম নাসিম
    ফারুক খান মিঠুর জামিন শুনানীর দিন পিছিয়ে ২৪ অক্টোবর
    ধার্য করা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিনিময়ে ৫ শতাধিক গাছ পেল শিক্ষার্থীরা

    সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিনিময়ে ৫ শতাধিক গাছ পেল শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিনিধি: ফলদ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির গাছের চারা জমা করা ছিল সারি সারি। এই চারা নেওয়ার জন্য টাকা  দেওয়ার প্রয়োজন নেই। দিতে হবে প্লাস্টিকের বর্জ্য। নিজের রুমে বা ব্যাগে থাকা অব্যবহৃত প্লাস্টিকের বোতল দিলেই গাছ পাবেন শিক্ষার্থীরা। অনেকে আশপাশের বর্জ্য প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট কুড়িয়ে এনেও নিচ্ছেন গাছ। মঙ্গলবার (২২ অক্টোবর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এমন চিত্র  দেখা যায়।
    পরিবেশ রক্ষার্থে এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে সচেতনতা সৃষ্টিতে বেলা ১২টায় বালিকা বিদ্যালয়টিতে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও উত্তরণের সহযোগিতায় এই ব্যতিক্রমী আয়োজন করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রোধে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম সাতক্ষীরা’। এ সময় শিক্ষার্থীদের মাঝে আয়োজনটি ভিন্ন রকম সাড়া ফেলেছে। অনেক শিক্ষার্থী নিজের হলরুমে জমে থাকা প্লাস্টিকের বোতল নিয়ে এসেছেন গাছ নেওয়ার জন্য। এছাড়াও বিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে থাকা সাধারণ মানুষকেও এসে প্লাস্টিক দিয়ে গাছ নিয়ে যেতে দেখা গেছে।
    ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, বর্তমানে দেশের তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র হুমকির সম্মুখীন হচ্ছে। নানা অজুহাতে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় বাড়ছে তাপমাত্রা। আমরা শিক্ষার্থীদের বলে দিয়েছিলাম বাড়িতে বা আশপাশে জমে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট নিয়ে আসার জন্য। শিক্ষার্থীরা প্লাস্টিকের বর্জ্য নিয়ে এসে তার বিনিময়ে গাছ নিয়ে গেছে। আমরা  জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক ফলদ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির গাছ বিতরণ করেছি। ধীরে ধীরে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।
  • সাতক্ষীরায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 

    সাতক্ষীরায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 

    শহর প্রতিনিধি: সিডো সংস্থা সাতক্ষীরার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় সাতক্ষীরায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে সিডো সংস্থার নিজস্ব কার্যালয় এ সেলাই মেশিন বিতরণ করা হয়।  সিডো সংস্থার  প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো. তরিকুল ইসলাম ।
    সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ’রসঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, জিডিএফ সংস্থার সভানেত্রী ও সাবেক কাউন্সিলর  ফরিদা আক্তার বিউটি।এ সময় আরও উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসের আব্দুর রহমান রানা,  সিডো সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটর শারার মাহবুব ধ্রুব, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্যসহ সাংবাদিক ও প্রকল্পের উপকারভোগী সদস্য বৃন্দ। এ সময় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক  ও পিছিয়েপড়া নারীদের আয় বৃদ্ধিমূলক প্রকল্প “প্রান্তিক “প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগী ২০ জনকে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে  প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
  • ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিক বজ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ

    ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিক বজ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ

    ধুলিহর: ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিক বজ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বে সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেন অর্থায়নে প্লাস্টিক বজ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়।

  • এইচপিভি টিকাদান কার্যক্রম বাস্তবায়নে জেলা তথ্য অফিসর অবহিতকরণ সভা

    এইচপিভি টিকাদান কার্যক্রম বাস্তবায়নে জেলা তথ্য অফিসর অবহিতকরণ সভা

    জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ২১ অক্টোবর সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা ইসলামিক
    ফাউন্ডেশন মিলনায়তনে এইচপিভি টিকাদান কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা
    অনুষ্ঠিত হয়েছে।
    তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে
    উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে বিশেষ
    অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক
    চক্রবর্তী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, ইসলামী ফাউন্ডেশনের
    উপপরিচালক মোঃ মেহেদী হাসান, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক শেখ আমিনুল
    ইসলাম, খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ
    স্কাউটস খুলনা রিজিউনের রিজিউনাল ডেপুটি কমিশনার মোঃ ঈদুজ্জামান ঈদ্রিসসহ আরো
    অনেকে। বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের ইউডিএ
    মোঃ মনিরুজ্জামান।

    ??

    অবহিতকরণ সভায় ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক
    (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার এবং ইউনিসেফ বাংলাদেশ খুলনা আঞ্চলিক কর্মকর্তা সুফিয়া
    আক্তার।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আগামী
    ২৪ অক্টোবর ২০২৪ তারিখ হতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণি ও সমমানের ছাত্রী এবং
    ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত
    কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। ০১ ডোজ এইচপিভি
    টিকা পেতে িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে জন্ম সনদের তথ্য দিয়ে নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট
    সকলকে অনুরোধ করা হয়। সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন স্কাউটস ও গালর্স
    গাইডের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সদর থানায় হামলা মামলার আসামী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

    সদর থানায় হামলা মামলার আসামী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

    সাতক্ষীরা : সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে
    আগ্নেয়াস্ত্র ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও
    তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে শহরের
    পলাশপোল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৫ই আগস্ট
    সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে
    বলে জানিয়েছে সেনাবাহিনী।
    গ্রেপ্তারকৃতরা হলো- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর
    ছেলে মোঃ আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের
    ছেলে আবির মন্ডল ম-ল ওরফে প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার
    মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন
    রায়ের ছেলে বিশ্বজিত রায়।
    সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে
    হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন
    নাহিদুল হক খানের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে
    সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় তার তিন সহযোগী
    সহ দোলনকে চাইনিজ পিস্তল (ঞড়শধৎবা ঞঞ-৩৩), দুটি
    ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃত আসামী, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর
    থানায় হস্তান্তর করেছে সেনাসদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা
    দায়েরের প্রস্ততি চলছে।

  • সাতক্ষীরায় গৃহবধূ ও যুবককে নির্যাতন : থানায় মামলা, স্বামীসহ আটক তিন

    সাতক্ষীরায় গৃহবধূ ও যুবককে নির্যাতন : থানায় মামলা, স্বামীসহ আটক তিন

    সাতক্ষীরায় পরকীয়া প্রেমের অভিযোগে রুকাইয়া ইয়াসমিন সাথী নামের এক গৃহবধূ ও তার প্রেমিককে পিটিয়ে ও শরীরে গরম তেল ঢেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূর বাবা সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের মোঃ নওশের আলী সরদারের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন বাদী হয়ে শনিবার (১৯ অক্টোবর) রাতে সদর থানায় এই মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী, শ্বশুর ও ননদকে গ্রেপ্তার করেছে।

    গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরা শহরের রাজারবাগান (ঋষিপাড়া) এলাকার মোঃ আব্দুল বারীর ছেলে নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী মোঃ নয়ন হাসান রাব্বি (২৪), শ্বশুর মৃত নলিম শেখ এর ছেলে মোঃ আব্দুল বারী (৫২) ও ননদ আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের মোঃ আজমল হোসাইনের স্ত্রী নাসরিন সুলতানা সুমি (২৭)।

    এ মামলার বাদী মোঃ সাজ্জাদ হোসেন জানান, আমার মেয়ে রুকাইয়া ইয়াসমিন সাথী আশাশুনি গুনারাকাঠি মাদ্রাসায় আলিম ২য় বর্ষে লেখাপড়া করে। একই মাদ্রসায় লেখাপড়ার সুবাদে কচুয়া গ্রামের আবু হানিফ সরদারের ছেলে মোঃ হাবিবুল্লাহ আমার মেয়ের বন্ধু। সেই হিসেবে তাদের মধ্যে মোবাইলে কথা হত। শনিবার বেলা সোয়া ১০ টার দিকে আমার মেয়ের বন্ধু আব্দুল্লাহ লেখাপড়ার বিষয়ে মেয়ের সাথে কথা বলতে জামাইয়ের বাড়ীতে যায়। পরে সাথীর শ্বশুর বাড়ির লোকজন তাদের দু’জনকে আটক করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এ সময় মেয়ের সর্বাঙ্গে গরম তেল ঢেলে দিয়ে পুড়িয়ে তাকে হত্যার চেষ্টা করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

    মামালার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার জানান, গৃহবধূ রুকাইয়া ইয়াসমিন সাথীসহ তার বন্ধু মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহকে নির্যাতনের ঘটনায় শনিবার রাতে সাতক্ষীরা সদর থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূর বাবা মোঃ সাজ্জাদ হোসেন বাদী হয়ে রাতে এই মামলা দায়ের করেন। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী মোঃ নয়ন হাসান রাব্বি, শ্বশুর মোঃ আব্দুল বারী ও ননদ নাসরিন সুলতানা সুমিকে গ্রেপ্তার করা হয়েছে।

    সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, রুকাইয়া ইয়াসমিন সাথী ও হাবিবুল্লাহকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে রাব্বি ও তার বাবা আব্দুল বারী এবং রাব্বীর বোন সুমিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    প্রসঙ্গতঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের মেয়ে স্থানীয় গুনাকারকাটি দাখিল মাদ্রাসার ছাত্রী রুকাইয়া ইয়াসমিন সাথীর সাথে প্রায় তিন বছর আগে সাতক্ষীরা শহরের রাজারাবাগান (ঋষিপাড়া) এরাকার আব্দুল বারীর ছেলে নয়ন হাসান রাব্বির বিয়ে হয়। দুই মাস আগে একটি মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলা ও তার সম্পর্কে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় রাব্বি তার স্ত্রী রুকাইয়া ইয়াসমিন সাথীকে মারপিট করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। কিছুদিন পর রাব্বি তাদের বাড়িতে যেয়ে ক্ষমা চেয়ে সাথীকে নিয়ে আসতে চায়। কিন্তু সাথী যেতে রাজী না হওয়ায় রাব্বি মাঝে মাঝে তাদের বাড়িতে যেত। একপর্যায়ে ১০দিন আগে রাব্বি তার স্ত্রী সাথীকে নিয়ে বাড়িতে আসে। পূর্বের ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাব্বি, তার বাবা আব্দুল বারিসহ কয়েকজন বারান্দায় বসে থাকা সাথী ও তার সাথে দেখা করতে যাওয়া তার (সাথী) বন্ধু একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ (২০) কে ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতনের পর মাথা ন্যাড়া ও দুই চোখের ভ্রুর চুল কেটে দেয়। পরে তার সর্বাঙ্গে গরম তেল ঢেলে দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সাথী ও হাবিবুল্লাহর উপর এ নির্যাতন চালানো হয়। হাবিবুল্লাহ আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের আব্দুল হানিফের ছেলে। হাবিবুল্লার মাথায় ও পায়ে ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়।

    এ ঘটনার খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বিকাল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল থেকে নির্যাতনের শিকার গৃহবধূ সাথী ও হাবিবুল্লাহকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় সাথীকে শনিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতেই দগ্ধ গৃহবধূ সাথীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত আব্দুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

  • বিনা ভোটে নির্বাচন হয়েছে, ভোট ডাকাতি হয়েছে

    বিনা ভোটে নির্বাচন হয়েছে, ভোট ডাকাতি হয়েছে

    গত তিনটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ কোন
    ভোট দিতে পারেনি। বিনা ভোটে নির্বাচন হয়েছে, ভোট ডাকাতি হয়েছে —-সাতক্ষীরায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির

     

    সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
    কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির
    বলেছেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ
    কোন ভোট দিতে পারেনি। বিনা ভোটে নির্বাচন হয়েছে।
    ভোট ডাকাতি হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। তার
    বিপরীতে এবার সামগ্রিকভাবে দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ
    নির্বাচনের প্রত্যাশা রয়েছে সাধারন মানুষের। বিএনপির
    ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো
    মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে শনিবার দুপুরে
    সাতক্ষীরার শহরের ইটাগাছা হাটের মোড় এলাকায় তিনি এসব
    কথা বলেন।
    তিনি আরো বলেন, সাম্য এবং মানবাধিকারের আগামী যে
    বাংলাদেশ হবে সেখানে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রের ভাবনা গুলো
    এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুষ্ঠ
    চিন্তা ভাবনা গুলো আমরা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। সে
    গুলোর আমরা নাম দিয়েছি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা।
    আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত
    চেয়ারম্যানের ভাবনা গুলো মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি এবং
    সাধারণ শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। আমাদের দলের পক্ষে থেকে
    এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে
    আমরা ধানের শীষের একটি করে প্রতিক ও শুভেচ্ছা স্মারক
    সাধারন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। মানুষ খুব শতস্ফুর্ত
    আমাদের এই প্রতিক গ্রহন করছেন। আমাদের এই রাষ্ট্র
    কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে তারা আলাপ আলোচনা
    করছেন।
    লিফলেট বিতরণকালে এসময় সেখানে উপস্থিত ছিলেন,
    কেন্দ্রীয় ছাত্রদলের সংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান,
    জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক

    সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক সাংগঠনিক
    সম্পাদক আবু রায়হান, সাবেক দপ্তর সম্পাদক পলাশসহ ছাত্রদল
    নেতা-কর্মীরা।
    এরপর তিনিসহ ছাত্রদল নেতৃবৃন্দ শহরের সঙ্গীতামোড় ও
    সুলতানপুর বড়বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।

  • যুবকরাই পারে একটি আদর্শ রাষ্ট্র গড়তে সাতক্ষীরায় যুব সম্মেলনে গাজী নজরুল

    যুবকরাই পারে একটি আদর্শ রাষ্ট্র গড়তে সাতক্ষীরায় যুব সম্মেলনে গাজী নজরুল

    ‘আমাদের প্রত্যয় একটাই, আল্লাহর পথে মোরা চলবোই, নিকষ কালিমা ভরা আঁধারে ধ্রুবতারা জ্যোতি হয়ে জ্বলবোই’ প্রতিপাদ্যে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি মাওলানা মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।

    এসময় আরও বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজাহারুল ইসলাম, সাবেক সভাপতি ও প্রত্যায় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল গাফফার, বিষ্ণুপুর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি আব্দুর রহিম, মথুরেশপুর ইউনিয়নের যুব বিভাগের মনিরুল ইসলাম, রতনপুর ইউনিয়নের আমিনুর রহমান, কুশুলিয়া ইউনিয়নের আমিরুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়নের আমীরুজ্জামান, তারালী ইউনিয়নের আবু তাহের মো. সেলিম, নলতা ইউনিয়নের মো. আসাদুজ্জামান, কৃষ্ণনগর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুর রহমান প্রমুখ।

    নেতৃবৃন্দ বলেন, জুলুম অত্যাচার গুম খুন অন্যায় অবিচারের দীর্ঘ ১৬ বছর পর আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সে তার বাবার মত দেশে একনায়কতন্ত্র বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতা সেটা রুখে দিয়েছে। এখন সময় এসেছে এই যুব বিভাগ পারবে সমাজকে পরিবর্তন করতে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড যুব বিভাগের দায়িত্বশীলদের প্রত্যেক মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে।

    এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

  • বিচারক ছেলের প্রভাব খাটিয়ে মৎস্য ঘেরে হামলা

    বিচারক ছেলের প্রভাব খাটিয়ে মৎস্য ঘেরে হামলা

    সাতক্ষীরায় বিচারক ছেলের প্রভাব খাটিয়ে এক ব্যক্তির ইজারাকৃত দুই বিঘার মৎস্য ঘেরে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। লুটপাটে বাধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কামারডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কামারডাঙা গ্রামের প্রভাস সরকারের স্ত্রী ভাদ্দুরি সরকার, তার ছেলে তাপস সরকার ও তাপসের স্ত্রী শম্পা সরকার।

    সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার শেখ মোদাচ্ছেব আলীর মেয়ে সেলিনা খাতুন জানান, আল আরাফাত শুভ’র আড়াই বছর বয়সে ভাই আব্দুর রহিম মারা যান। এর কিছুদিন পর শুভকে চাচা আব্দুস সালাম মন্টুর কাছে রেখে অন্যত্র বিয়ে করেন শুভ’র মা। একপর্যায়ে চাচা মন্টু, চাচী ও তার (সেলিনা) কাছে বড় হতে থাকে শুভ। শুভ’র পৈতৃক দুই বিঘা জমি নাবালকের অভিভাবক হিসেবে ব্রহ্মরাজপুর ইউনিয়নের কামারডাঙা গ্রামের রাজেন্দ্রনাথ সরকারের ছেলে ভদ্রকান্ত সরকারের কাছে ১৮ বছর আগে থেকে লীজ দিয়ে আসছিলো। শুভ’র জমির পাশে তাদেরই শরিকের ছয় বিঘা জমি কয়েক বছর আগে কেনেন মাছখোলা সরদার বাড়ির রশিদ সরদারের ছেলে আতাউর রহমান। এরপর থেকে ভদ্রকান্ত ও আতাউর রহমানের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত বছর আব্দুস সালাম মণ্টু তার ভাইপো শুভ এর আভিভাক হিসেবে বার্ষিক ১৫ হাজার টাকা লীজে তিন বছর মেয়াদী এক চুক্তিপত্রের মাধ্যমে ভদ্রকান্ত সরকারের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ান। এ জন্য মন্টু ৯০ হাজার টাকা নেন ভদ্রকান্তের কাছ থেকে। ভদ্রকান্ত সরকারের ওই জমি তার চাচাত ভাই তাপস সরকার দেখাশুনা করতো। জমির সীমানা নিয়ে বিরোধ দেখা দেওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন আতিয়ার রহমান। মামলা করে বিবাদীপক্ষ মন্টু, ভদ্রকান্ত সরকার ও তার শরীকেদের আদালতে না যাওয়ার জন্য ভয় দেখিয়ে আতিয়ার রহমান তার পক্ষে একতরফা রায় করিয়ে নেওয়ার উদ্যোগ নেন। আগামি ১০ নভেম্বর আদালত পরবর্তী দিন ধার্য করেন।

    সেলিনা খাতুন জানান, চলতি বছরের ১৯ আগষ্ট আল আরাফাত শুভকে বাড়ি থেকে তুলে এনে নিজেদের মত প্রস্তত করে ছেলে আতিকুর সামাদের নামে লেখা দলিলে ভদ্রকান্তের কাছে ইজারা দেওয়া দুই বিঘা জমি জোরপূর্বক সাক্ষর করিয়ে নেন আতাউর রহমান। এ সময় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা শুভ’র জন্মনিধন কার্ড ব্যবহার করা হয়। এ সময় তিনি ঢাকা থেকে ফিরে প্রতিবাদ করেন। দলিল করে নেওয়ার পর শুভ’র হাতে ১০ লাখ ৫০ হাজার টাকা দিয়ে তারা চলে যান। এ সময় মাছ ধরে নেওয়ার জন্য ভদ্রকান্ত সরকারকে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়।

    কামারডাঙা গ্রামের ভদ্রকান্ত সরকার জানান, শর্ত ভঙ্গ করে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আতাউর রহমান ২৫/৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তাকে উচ্ছেদ করতে ওই দুই বিঘা জমির বেড়িবাঁধ কেটে দিয়ে নিজের ঘেরের সঙ্গে মিশিয়ে দেন। ভেঙে দেওয়া হয় ঘেরের বাসা। জাল টেনে ধরা হয় কয়েক হাজার টাকার মাছ। মাছ ধরতে বাধা দেওয়ায় চাচাত ভাই তাপস সরকার, তার স্ত্রী শম্পা সরকার ও মা ভাদ্দুরী সরকারকে লাবনা, শাবল ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। শম্পা সরকারকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এমনকি থানায় মামলা না নেওয়ার জন্য তদ্বির তাগাদা শুরু করেছেন তার বিচারক ছেলে। তাকে মামলা না করার জন্য বলা হয়েছে। ফলে তারা মামলা করতে ভয় পাচ্ছেন।

    প্রত্যক্ষদর্শী কামারডাঙা গ্রামের মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, সুধীর বিশ্বাস ও আনন্দ বিশ্বাস জানান, নিজের বিচারক ছেলের প্রভাব খাটিয়ে শুক্রবার সকালে আতাউর রহমান ভাড়াটিয়া লোকজন নিয়ে ভদ্রকান্ত সরকারের ইজারা নেওয়া মাছের ঘেরে লুটপাট করেছে। লক্ষাধিক টাকার মাছ ক্ষতি করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে তারা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

    এ ব্যাপারে মাছখোলা সরদার পাড়ার আতাউর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

    সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে শুক্রবার বিকেল চারটা পর্যন্ত এ নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।

  • সাতক্ষীরায় চেয়ারম্যানসহ আটক পাঁচ

    সাতক্ষীরায় চেয়ারম্যানসহ আটক পাঁচ

    সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হওয়ার ঘটনায় কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেনসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। এঘটনায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা সদর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

    এর আগে সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হওয়ার ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) রাতে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ রিপন মুন্সি।

    আটককৃতরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, তার ভাইপো ইয়াছিন আরাফাত (শাওন), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনল কৃষ্ণ রায়, কাজী আবুল বাশার ও স্ট্যাম্প ভেন্ডার এম. এম. শাহজাহান।

    সাতক্ষীরা সদর সাব-রেজিস্টার মোঃ রিপন মুন্সি জানান, সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হয়ে গেছে। এঘটনায় আটক উল্লেখিতদের বিরুদ্ধে প্রাথমিক প্রমান পাওয়া গেছে। ফলে ঘটনায় জড়িতদের সনাক্ত করে পুলিশে দেওয়া হয়েছে। তারা নিজেদের স্বার্থ উদ্ধারে পরস্পর যোগসাজশে এই কাজ করেছিল।

    সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফি বলেন, রেজিস্ট্রি অফিসের ঘটনায় একজন ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে আসামীদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।