নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান রাজনীতিবিদ আলহাজ¦ এম এ জব্বার’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলহাজ¦ এম এ জব্বার মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ০৯টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Category: সাতক্ষীরা সদর
-
সাবেক এমপি এম.এ জব্বার- এমপি রবি’র শোক
-

মধুমল্লারডাঙ্গী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিলেন সোহাগ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল’র পিছনে মধুমল্লারডাঙ্গী এলাকায় কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার রাতে এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন যুব আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. তামিম আহমেদ সোহাগ। এসময় উপস্থিত ছিলেন মহব্বত হোসেন, মো. সেলিম, আশরাফ হোসেন, এম এ রাজ্জাক, সাইফুল, মিলন, সাগর, টিটু, রফিকুল ইসলাম প্রমুখ। -

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি ঃ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন মানুষের মাঝে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুলতানপুরে বড় বাজার মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে পৌরসভার ০৯টি ওয়ার্ডে প্রতিদিন ৩০০ পরিবারের মাঝে রুটি ও গুড় বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা শেখ ইজাজ আহমেদ স্বপন, মহিলা নেত্রী রওশনারা রুবি, শেখ জাহাঙ্গীর হাসান খোকন, মো. অহেদুজ্জামান টিটু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শেখ আব্দুল আলিম, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইলিয়াছ হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন বশির আহমেদ, আব্দুর রউফ খোকন, মো. নুরুল হক, ইয়াছিন আলী, আব্দুর রহমান, রুহুল আমিন, কামরুজ্জামান, জালাল, কবির হোসেন, সিরাজুল ইসলাম ডালিম প্রমুখ। -
জেলা যুবদল: দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে
নিজস্ব প্রতিনিধি ঃ করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরায় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। রবিবার সকালে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় ৫ম দিনের ন্যায় উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুবনেতা সুমন রহমান, হাসান শাহারিয়ার রিপন প্রমুখ।
উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ১ কেজি ডাল, ৫০০ গওাম তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ব্লিচিং পাউডার ও সাবান।
এ সময় তারা করোনো পরিস্থিতি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান। -

সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শেরআলী, চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গির আলম, ডাঃ নজরুল ইসলাম, বি.এম রায়হান বিশ্বাস,আলহাজ্ব আবু বকর, কামরুল ইসলাম, ইউনুচ আলী বুলু, সামসুল হক, নুর মোহাম্মদ, মহসীন উল হক, সামসুল হক, কাজী আব্দুর রশিদ, আতাউর রহমান, রেজাউল ইসলাম, কবির আহমেদ, শাহজান আলী, এড. নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সিরাজুল হক, সেলিম আক্তার মন্টু, আব্দুল গণি, আবুল বাশার, সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ সময়, কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো শক্তিশালী করতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠনের জোর দাবী জানান । -

সাতক্ষীরায় ‘আমরা প্রাক্তন রোভার’ উদ্যোগে খাদ্য বিতরণ
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার ‘আমরা প্রাক্তন রোভার’ উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় চাল-ডাল-আলুর প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাক্তন রোভার নেতা আজিজুর রহমান পলাশ, জেলা রোভার স্কাউটের সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার নেতা আ. ন. ম গাউছার রেজা, প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, প্রাক্তন সিনিয়র রোভার মেট অতনু বোস, রাশিদুজ্জামান রানা, আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দীন রানা, অহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ফাহাদ হোসেন, রোভার প্রান্ত প্রমূখ। উদ্যোক্তারা জানান, করোনা ভাইরাসের কারণে বর্তমানে মানুষ কর্মহীন হয়ে গৃহে অবস্থায় আছে। নি¤œ আয়ের মানুষের জন্য আমাদের কিছু করার দরকার। তাদের জন্য আমাদের এই স্বল্প আয়োজন। তারা আরো জানান, করোয়ায় গৃহে অবস্থানকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে সহায়তা কার্যক্রম চলবে।
-

করোনা মোকাবেলায় দুঃস্থদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা স্বেচ্ছাসেবক দল
নিজস্ব প্রতিনিধি :
করোনো পরিস্থিতি মোকাবেলায় বিএনপির অঙ্গ সংগঠন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেকদলের উদ্যোগে খেটে খাওয়া দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের কাটিয়া আমতলা মোড়ে শতাধিক দুঃস্থ মানুষের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান । উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, গোলাম সরোয়ার, আব্দুল হামিদ, আব্দুল মজিদ, কবির হোসেন, আলমগীর হোসেন আলম, নিজাম উদ্দীন, ইসমাইল হোসেন, আখেরাত হোসেন, সাইজদ্দীন, রানা, জাহাঙ্গীর, সাইফুল, ফারুক, আরিফুল ইসলাম, ভুট্টো, সাদেক, আমিনুর, সুজন, খোকন, মনি প্রমুখ। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। করোন ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। করোনা ভাইরাসের সংক্রমন থেকে পরিত্রানের জন্য সকলের সহযোগিতা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন তিনি। -
সদরের ধুলিহর থেকে হত্যাসহ একাধিক মামলার আসামী অহেদ আলী গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার ধুলিহর থেকে হত্যাসহ একাধিক মামলার আসামী অহেদ আলী গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ধুলিহর এলাকার একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি। পুলিশের দাবী দুইদল সন্ত্রাসীর গোলাগুলির মুখে ওই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত অহেদ আলী গাজী ধুলিহর ইউনিয়নের তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ধুলিহর এলাকার একটি আমবাগানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রসীরা এ সময় পালিয়ে যায়। সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে এ সময় হত্যাসহ একাধিক মামলার আসামী অহেদ আলী গাজী মারা যায়। পরে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছোরা। ওসি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক মামুন হত্যা এবং ২০১৯ সালের ২২ জুলাই আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ ৬টি মামলা রয়েছে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে -

সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের সহকারি প্রকৌশলী’র বিদায়
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের সহকারি প্রকৌশলী মো. আক্তার হোসেনের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শনিবার দুপুরে সাতক্ষীরা বিদ্যুৎ অফিসে নির্বাহী প্রকৌশলীর কক্ষে সহকারি প্রকৌশলী মো. আক্তার হোসেনের বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হকের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, আশরাফ হোসেন, উপ সহকারি প্রকৌশলী রাজিব রায়, শফিকুল ইসলাম, রুবেল হোসেন ও সিবিএ সাধারণ সম্পাদক রেজাউল করিম। সভপতি তার বক্তব্যে বলেন করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং আমাদেরকেও সচেতন থাকতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিবিএ সভাপতি বিকাশ চন্দ্র দাস। -
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি এড. এম শাহ আলম , সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমূখর পরিবেশে গতকাল সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে বারের বর্তমান সভাপতি এড. এম শাহ আলম ২০২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. আব্দুল মজিদ পেয়েছেন ১২২ ভোট এবং অপর সভাপতি প্রার্থী পিপি এড. আব্দুল লতিফ পেয়েছেন ১০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বারের বর্তমান সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম ১৯৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. আ ক ম রেজওয়ান উল্যাহ সবুজ পেয়েছেন ১৯০ ভোট এবং অপর সাধারণ সম্পাদক প্রার্থী এড. মো. ইউনুছ আলী পেয়েছেন ৩৯ ভোট।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে এড. মো. গোলাম মোস্তফা ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. সৈয়দ এখলেছার রহমান বাচ্চু পেয়েছেন ১৬৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে এড. মো. মোস্তফা জামান ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. শেখ মোস্তাফিজুর রহমান শাহনওয়াজ পেয়েছেন ১৫৪ ভোট এবং একই পদে অপর প্রার্থী এড. মো. সাইদুর রহমান পেয়েছেন ১১৩ ভোট। কোষাধ্যক্ষ পদে এড. মো. আকবর আলী ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. জেড. এম আব্দুল্লাহ (মামুন) পেয়েছেন ১৯২ ভোট। সহ-সম্পাদক লাইব্রেরী পদে এড. সিরাজুল ইসলাম ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েেেছন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. আজিবর রহমান পেয়েছেন ১৩৪ ভোট এবং অপর প্রার্থী এড. মো. হুমায়ুন কবীর পেয়েছেন ৬৬ ভোট। সহ-সম্পাদক ক্রীড়া পদে এড. মো. সালাহ উদ্দীন ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. তোহা কামাল হীরা পেয়েছেন ১১৩ ভোট এবং অপর প্রার্থী শেখ হুমায়ুন কবীর পেয়েছেন ১২৮ ভোট।
সদস্যের ৩টি পদে ২৫১ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন এড. মো. তারিক ইকবাল অপু, ১৯২ ভোট পেয়ে ২য় সদস্য নির্বাচিত হয়েছেন এড. মো. সাহেদুজ্জামান সাহেদ এবং ১৭৭ ভোট পেয়ে ৩য় সদস্য নির্বাচিত হয়েছেন এড. মো. রফিকুল ইসলাম রফিক। প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীদের মধ্যে এড. শাহানা ইমরোজ পেয়েছেন ১৬১ ভোট, এড. সাইদুজ্জামান জিকো পেয়েছেন ১৩৫ ভোট, এড. মো. শিহাব মাসউদ সাচ্চু পেয়েছেন ১২২ ভোট এবং এড. নজরুল ইসলাম জীবন পেয়েছেন ৬০ ভোট। তবে সহ-সম্পাদক মহিলা পদে এড. ইয়াসমিন সুলতানা আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা সমর্থিত প্যানেল সহ-সভাপতি পদ সহ সদস্যের ২ টি পদে জয়লাভ করেছেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা শাখা সমর্থীত প্যানেল সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক লাইব্রেরী এবং সদস্যের ১ টি পদে জয়লাভ করেছেন। এছাড়া ফোরামের বিদ্রহী প্রার্থী এড. মো. সালাহ উদ্দীন সহ-সম্পাদক ক্রীড়া পদে জয়লাভ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এড. মো. গোলাম মোস্তফা (১)। বদিউজ্জামান: -

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শেরআলী, চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গির আলম, ডাঃ নজরুল ইসলাম, বি.এম রায়হান বিশ্বাস,আলহাজ্ব আবু বকর, কামরুল ইসলাম, ইউনুচ আলী বুলু, সামসুল হক, নুর মোহাম্মদ, মহসীন উল হক, সামসুল হক, কাজী আব্দুর রশিদ, আতাউর রহমান, রেজাউল ইসলাম, কবির আহমেদ, শাহজান আলী, এড. নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সিরাজুল হক, সেলিম আক্তার মন্টু, আব্দুল গণি, আবুল বাশার, সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ সময়, কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো শক্তিশালী করতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠনের জোর দাবী জানান । -
লাইসেন্স বিহীন ইট ভাটা করার অপরাধে সনি ব্রিক্স এর মালিককে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড
আজ ২০ জানুয়ারী রোববার সাতক্ষীরা জেলার সদর উপজেলার মির্জাপুর বাঁশঘাটার সনি ব্রিক্স নামক ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কালে লাইসেন্স বিহীন ইট ভাটা পরিচালনার করার অপরাধে ইট ভাটার মালিক শেখ সিরাজুল হক কে ৩০০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়েছে । অভিযান চালান সদর এসি ল্যান্ড মো: আসাদুজ্জামান।
-
আর নয় চোরাচালান, এবার স্বাভাবিক জীবন। সাতক্ষীরায় ১৫ চোরাচালানির আত্মসমর্পন
আর নয় চোরাচালান। এবার স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করে পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের ১৫ জন চোরাচালানি। তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত থেকে বাংলাদেশের পণ্য ভারতে এবং ভারতের পণ্য বাংলাদেশে পাচার করে আসছিলেন। এক বা একাধিক সিন্ডিকেট করে তারা চোরাচালানে নিজেদের জড়িয়ে রেখেছিলেন। চোরাচালানে ঘৃণা ছুড়ে দিয়ে এখন থেকে তারা ভিন্ন কর্মসংস্থান বেছে নেবেন বলে জানিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান তারা নিজেদের উপলব্ধি এবং পুলিশের আহবানে আজ শনিবার সদর থানা চত্বরে এসে আত্মসমর্পন করেন। তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তারা লিখিত অঙ্গিকার করেন। তিনি জানান তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
আত্মসমর্পনকারীরা হলেন জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি,মো. আলাউদ্দিন , ফারুক হোসেন, বাবলুর রহমান, আলি হোসেন , শহিদ হোসেন, কামরুজ্জামান রানা, মফিজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মিজানুর টিক্কা, শাহিন , আজিজ ও আজিজার রহমান।
