নিজস্ব প্রতিনিধি ঃ ‘সচেতনতায় পারে করোনা করোনা ভাইরাস রোধ করতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অস্থায়ী চিংড়ি পোনা বিক্রয় কেন্দ্রে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা ও সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ। করোনা ভাইরাস’র প্রভাবে দীর্ঘদিন মানুষ গৃহবন্দী ও কর্মহীন হয়ে পড়েছে। সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপহার সামগ্রী যেন তাদের মাঝে ঈদের আনন্দ’র বহিপ্রকাশ। সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাতক্ষীরার সচেতন মহল। তাদের মত জেলার সকল সংগঠন যদি করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতো তাহলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষকে দ্রুত ঘরমুখি করা সম্ভব হত। মানবতার এ দৃষ্ট্রান্ত স্থাপনে সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতি চিরদিন মানুষের অন্তরে থাকবে। সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব বজায় রেখে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির এ উদ্যোগ অন্যান্যদেরকে ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দঁড়াতে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। এসময় সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের সদস্য ও সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
Category: সাতক্ষীরা সদর
-

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করোনা’র প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ
-
স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী ওহিদুজ্জামান পলাতক রয়েছে।
সাতক্ষীরার কাটিয়া ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে স্বামী ওহিদুজ্জামান তার স্ত্রী ডলি খাতুনকে পিটিয়ে সংকটাপন্ন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাবলু হোসেন নিহত ডলির স্বামীসহ চারজনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইন্সপেক্টর মিজান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত ডলি’র মরদেহের ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর স্বামী ওহিদকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি আরো জানান।
নিহত গৃহবধূর ভাই বাবলু জানান, ডলি’র স্বামী সবসময়ই তার বোনকে নানাভাবে নির্যাতন করে আসছিল। এরই জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। -

সীমান্ত গ্রাম লক্ষিদাড়িতে যৌতুকের দাবীতে স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী আটক
স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরার সীমান্ত গ্রাম লক্ষিদাড়িতে যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার রাতে সদর উপাজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি দাসপাড়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় নিহতের স্বামী রিপন হোসেনকে আটক করেছে।
নিহতের নাম মেহেনাজ পারভিন মুন্নি (১৯)। তিনি ওই গ্রামের রিপন হোসেনের স্ত্রী ও দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মুকুল হোসেনের মেয়ে।
নিহতের ভাই সুমন হোসেন জানান, তিন মাস আগে তার বোন মেহেনাজ পারভীর মুন্নির সাথে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি দাসপাড়ার রিপনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় এক লাখ টাকার যৌতুক দেওয়া হয়। তারপরও বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে রিপনসহ তার বোন রুপা, তার স্বামী হজরত, রিপনের বাবা রবিউল ও মা খাদিজা মুন্নিকে প্রায়ই নির্যাতন করতো। বৃহষ্পতিবার সন্ধ্যায় রিপন তার মাকে (সুমনের মাকে) ফোন করে জানায় যে তার মেয়েকে না নিয়ে গেলে তাকে মেরে ফেলা হবে। এক পর্যায়ে রাতে রিপন তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর তারা তার লাশ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রচার দিয়ে দ্রুত মাটি দেওয়ার চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এসে রিপনসহ তার পরিবারের সদস্যদের আটক করে একটি ঘরে রাখে। রিপনের চাচা বাবলুর সহযোগিতায় ঘরের জানালা ভেঙে রিপনসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। সুমন আরো জানান, তার বোনের নাক, কান ও মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল।
আটককৃত রিপন হোসেনে জানান, তার স্ত্রীর শ্বাসকষ্ট হলে সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে নিহত ওই গৃহবধূর স্বামী রিপনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। -

সামাজিক দূরুত্ব বজায় রাখতে আড্ডাবাজদের শনাক্ত করণে এবং লোক সমাগম এড়াতে সাতক্ষীরায় পুলিশের ড্রোন ব্যবহার
স্টাফ রিপোটার ঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরুত্ব বজায় রাখতে আড্ডাবাজদের শনাক্ত করণে এবং লোক সমাগম এড়াতে এবার সাতক্ষীরায় আধুনিক প্রযুক্তি ড্রোন ব্যবহার করছেন জেলা পুলিশ। এর ফলে একদিকে যেমন কমবে পুলিশের জনবল সংকট অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হবে জন সচেতন।
দিন যতই গড়াচ্ছে বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশেও বাড়ছে করোনা সংক্রমনের প্রতিযোগিতা। আর এই করোনা সংক্রমন ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যদের। পুলিশের জনবল সংকট থাকায় অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে তাদের। মানুষের ভিতর সচেতনতা সৃষ্টি ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সাধারন মানুষকে একদিক দিয়ে ঘরে উঠিয়ে দিলে আরেক দিক দিয়ে তারা বাইরে বের হয়। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আড্ডাবাজদের শনাক্ত করণে এবং লোক সমাগম এড়াতে সাতক্ষীরা পুলিশ ব্যবহার করছেন ড্রোন পদ্ধতি। এর ফলে সাধারন মানুষকে যে কোন মুল্যে বাড়িতে ফেরানো সম্ভব হচ্ছে বলে দাবী করেছেন পুলিশ।
সাধারণ মানুষ এই ব্যতিক্রমী এই উদ্যোগে প্রত্যন্ত উপজেলায় এমন সফলতা দেখে পুিলশকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছে। প্রাথমিকভাবে কলারোয়া উপজেলায় প্রথম ড্রোনের ব্যবহার হলেও পরবর্তীতে সব উপজেলায় এটি ব্যবহার হবে বলে জানা গেছে।
দেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত জেলা সাতক্ষীরা রয়েছে করোনা ঝুঁকির মধ্যে। সাধারণ মানুষকে এই ভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে ও সাধারন মানুষকে ঘরে ফেরাতে পুলিশের এই উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্যও আহবান সচেতন মহলের।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করে চিহ্নিত করা হচ্ছে জনসমাগম ও আড্ডাবাজদের স্থান। চায়ের দোকান খোলা ও আড্ডাবাজি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে নেয়া হচ্ছে ব্যবস্থা। সাধারণ মানুষকে উঠিয়ে দেয়া হচ্ছে ঘরে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ভীড় ও আড্ডাবাজদের লোকেশন খুঁজে বের করতে এ পদক্ষেপে পুলিশ সুফল পেতে শুরু করেছে। সাতক্ষীরার মানুষকে ঘরে রাখতে পুলিশের এধারা অব্যাহত থাকবে বলে জানালেন সাতক্ষীরা পুলিশ সুপার। -

রমজানের রহমতের মাসে করোনার প্রভাবে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো খুবই ছওয়াবের কাজ- এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ ঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন’র নিজস্ব অর্থায়ণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে সকলকে আরো বেশি সতর্ক ও সচেতন হতে হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজে জেলার মানুষের জন্য করোনা ভাইরাস টেষ্টের জন্য পিসিআর মেশিন আনার উদ্যোগ নিয়েছি। আমাদের সাতক্ষীরার জন্য খুব দ্রুত একটি পিসিআর মেশিন পাবো ইনশাল্লাহ। করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার দিন নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার, বারবার সাবান অথবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ বিধি যথাযথ মেনে চলতে হবে। আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা কোন মানুষকে অনাহারে রাখবেননা। পবিত্র মাহে রমজানের রহমতের মাসে করোনার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো খুবই ছওয়াবের কাজ। এই রহমতের মাসে নিশ্চয় আল্লাহ তায়ালা মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দেবেন।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন’র নিজস্ব অর্থায়ণে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের কর্মহীন ও অসহায় ১শ’ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা প্রমুখ। -

আজ আমার প্রিয় বন্ধু মেজর কামাল এর ৩৭তম মৃত্যুবার্ষিকী
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এক বিবৃতিতে বলেন, আজ আমার প্রিয় বন্ধু মেজর কামাল এর ৩৭তম মৃত্যুবার্ষিকী। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে বেহেস্ত নছিব করুন, আমিন।
-

সাতক্ষীরায় তৃতীয় লিঙ্গের এক নারীর আত্মহত্যা
স্টাফ রিপোটারঃ সাতক্ষীরায় জয়া নামের এক হিজড়া আত্মহত্যা করেছে। ফ্যানের সাথে ওড়না দিয়ে সে আত্মহত্যা করে। শুক্রবার বেলা সাড়ে ১২ টায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশ হেলাল উদ্দিন জানান, জয়া নামের এক হিজড়া ঝাউডাঙ্গা এলাকায় গত কয়েক বছর ধরে বসবাস করে আসছে ।২/৩ বছর পাথরঘাটা গ্রামের আব্দুস ছামাদের বাড়িতে ভাড়া থাকতো। বেলা সাড়ে ১২ টার দিকে তার ঘরে ভিতর থেকে দরজা আটকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। ঘটনার পরপরই ঘরের গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে নামানো নয়। এর কিছু সময় পর তার মৃত্যু হয়। জয়ার গ্রামের বাড়ি নারায়নগঞ্জ জেলায়।
অপর এক সুত্রে জানা যায় সদর উপজেলার পাথরঘাটা গ্রামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দুই জনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ কারনে সে আত্মহত্যা করতে পারে বলে জানা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাবেন। -

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রাণ তহবিলে মুক্তিযোদ্ধা নুর আলী গাজী’র তিন মাসের মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান
নিজস্ব প্রতিনিধি ঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রাণ তহবিলে অসহায় মানুষের জন্য সহায়তা স্বরুপ তিন মাসের মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান করেছেন ভোমরা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর আলী গাজী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় তিন মাসের মুক্তিযোদ্ধা সম্মানীভার অর্থ দিয়ে ক্রয় করা ১ মেঃ টন চাউল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের কাছে হস্তান্তর করেন মুক্তিযোদ্ধার পুত্র ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী আশরাফুল ইসলাম বাবলু।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা নুর আলী গাজী যেমন বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তেমনি বর্তমান দূর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার আহবানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা আওয়ামী লীগের ত্রাণ তহবিলে তার তিন মাসের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান করেছেন। আমরা আশাবাদী বর্তমান এই দূর্যোগ প্রতিরোধে বীর মুক্তিযোদ্ধা নুর আলী গাজী’র মত বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহায়তা প্রদান করে এগিয়ে আসবে অসহায় মানুষের সেবা করতে। সরকারের পাশা পাশি সমাজের বিত্তবানরা যদি মানব সেবায় স্ব-স্ব অবস্থান থেকে সহায়তা করতে এগিয়ে আসে তাহলে অসহায় মানুষদের ঘরে ফেরানোর পাশা পাশি করোনা প্রতিরোধে আমরা খুব দ্রুত সফল হবো ইনশাল্লাহ।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. আল ফেরদাউস আলফা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাবেক ছাত্র নেতা জি এম ওয়াহিদ পারভেজ, সাবেক ছাত্র নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিমুন শামস্ প্রমুখ। -

পাঁচ লাখ টাকা যৌতুকের দাবীতে গৃহবধুকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে স্বামী ও শশুর বাড়ির লোকজন
সাতক্ষীরায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবীতে এক সন্তানের জননী জান্নাতুল নাঈম রিতু (২৭) নামে এক গৃহবধুকে কুপিয়ে ও পিটিয়ে মারত্মক জখম করেছে স্বামী দেবর ও শাশুড়ি। সোমবার সকালে সুলতান শেখপাড়ায় এ ঘটনাটি ঘটে। বর্তমানে ওই গৃহবধু সাতক্ষীরা সদর হাসপাতলে চিকিসাধীন আছেন।
আহত গৃহবধুর দাখিলকৃত সাতক্ষীরা সদর থানায় এজাহার সুত্রে জানা যায়, প্রায় চার বছর পূর্বে শ্যামনগর উপজেলার নকিপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আবু বকর সিদ্দিকের সাথে বাগেরহাট জেলার ফকিরহাট থানার আট্রক ইউনিয়নের ছোটবাহিরদিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের কন্যা জান্নতুল নাঈমের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে দুই বছরের একটি কন্যা সন্তান আছে। বিবাহের পর আমার স্বামী বিভিন্ন অজুহাত দিয়ে আমার পিতার কাছ থেকে যৌতুক হিসেবে প্রায় ১২ লাখ টাকা আদায় করে। সম্প্রতি সে আরো ৫ লাখ টাকা দাবি করে। আমারা দিতে অস্বীকার করায় ঘটনার দিন আমার স্বামী আবু বকর সিদ্দিক দেবর রুহুল কুদ্দুস ও শ্বাশুড়ি আছিয়া খাতুন মিলে আমাকে বেধম মারপিট করে আহত করে। এবং আমার স্বামী ধারালো ছুরি দিয়ে আমাকে জবাই করতে আসে। আমি প্রাণ ভিক্ষার জন্য ধস্তাধস্তির এক পর্যায়ে সে আমকে বাম হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় দেবর ও শ্বাশুড়ি আমাকে লোহার রড দিয়ে শরিরের বিভিন্নস্থানে পিটিয়ে মারাত্মক জখম করে। আমার বাম হাতে ১৫ টা সেলাই দিতে হয়েছে। আমি অজ্ঞান হয়ে গেলে পার্শ¦বর্তী প্রতিবেশিরা আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, আহত গৃহবধু থানায় স্বামী দেবর ও শাশুড়ির বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন। আসামীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে তিনি জানান। -

ধুলিহর ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব সংবাদদাতা: করোনা ভাইরাসের প্রভাবে সদরের ধুলিহর ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। খাদ্য সামগ্রী ও শুকনা খাবার ৩০০টি করোনার প্রভাবে কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, ধুলিহর ইউপি সদস্য ভৈরব সরকার প্রমুখ। এসময় ধুলিহর ইউনিয়নের ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -
অনীকদের জন্য উদ্যোগ’র পক্ষ থেকে দুস্থ স্বজন-প্রতিবেশীদের বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ
অনীকদের জন্য উদ্যোগ এর পক্ষ থেকে অনীকের দুস্থ স্বজন-প্রতিবেশিদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ পৌঁছে দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের পলাশপোল বউবাজার এলাকায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অনীকের মা নাসরীন খান লিপি, অনীকদের জন্য উদ্যোগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, অনীকের বোন অদিতি আদৃতা সৃষ্টি প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলে চাল, ডাল আলু ও সাবান।
-
আজ থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ বাজার
করোনাভাইরাস প্রাদুর্ভাবে সাতক্ষীরা জেলায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ বাজার আগামিকাল থেকে চালু হবে। NO PROFIT, NO LOSS ভিত্তিতে এ ২ টি ভ্রাম্যমাণ ট্রাকে চাল, ডাল, আলু, সবজি, তেল, পিয়াজ, মরিচ বিক্রি করা হবে। আপনারা সবাই ঘরে থাকুন, সেবা নিয়ে পৌঁছে যাবে জেলা প্রশাসন।
-
সদরে দহাকুলায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী পথচারী নিহত
স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরার দহাকুলায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দহাকুলা সামাদের মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম আছিয়া খাতুন (৫৫)। তিনি দহাকুলা পূর্বপাড়া গ্রামের আবুল কাশেম এর স্ত্রী।
স্থানীয়রা জানান, সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের গরুর মাংস ব্যবসায়ী মোখলেছুর রহমান মোটরসাইকেলে চালিয়ে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা সামাদের মোড় এলাকায় পৌছালে পথচারী আছিয়া খাতুনকে রাস্তা পার হওয়ার সময় সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথায় ও বুকে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে দুপুর ১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যান। -

সাতক্ষীরা জেলা আ’লীগের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠির মাঝে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় সদর উপজেলা সংলগ্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাবেক সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা জি এম ওয়াহেদ পারভেজ, শেখ তৌহিদুর রহমান ডাবলু প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস বর্তমান বিশ্বের এক মহামারী রোগের নাম। এই মহামারী থেকে বাঁচতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হতে হবে। নিজে সুরক্ষিত থাকলে পরিবার বাঁচবে, দেশ বাঁচবে।
বক্তারা আরও বলেন, বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও বাসায় ফিরে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া বাইরের জেলা বা বিদেশ থেকে কেউ আসলে তাদেরকে বাধ্যতা মুলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে পরিবারের যেই যাবে তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সংক্রমিত ব্যক্তির থেকে দুরে থাকতে হবে। -

অসহায় মানুষদের মাঝে টাটকা শাক সবজি বিতরণ করলেন সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বার আব্দুর রহিম বাবু
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বার ও সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু’র পক্ষ থেকে বর্তমান করোনা পরিস্থিতিতে গৃহবন্দী নিম্নবিত্ত-দরিদ্র মানুষদের মাঝে টাটকা শাক সবজি বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর মল্লিক বাড়ির মাঠে খেটে খাওয়া নিন্মবিত্ত পরিবারের মাঝে ্এ শাক সবজি বিতরণ করা হয়।
সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বার ও সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু’র পক্ষ থেকে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিম্নবিত্ত মানুষ যারা কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়েছে সেইসব ৩শ ৫০টি পরিবারকে মিষ্টি কুমড়া, টমেটো, লাল বিটকপি ও কাঁচা ঝাল বিতরণ করা হয়। শাক সবজি বিতরনের শুরুতে সুলতানপুর মল্লিক বাড়ির মাঠে উপস্থিত কিছু পরিবারের সদস্যদের হাতে এইসব সবজি তুলে দেওয়া হয়। সরকারি নির্দেশনা মেনে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে জনসমাগম না করে অল্পসংখ্যক পরিবারকে কার্ড দিয়ে হাজির করা হয়। এরপর তালিকা অনুযায়ী সবার বাড়িতে টাটকা শাক সবজি পৌছে দেওয়া হয়। করোনা ভাইরাসের প্রভাবে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাধারণ মানুষের উপার্জনের সকল পথ। এ দূঃসময়ে টাটকা শাক সবজি পেয়ে অসহায় মানুষ সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বার ও সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু’র জন্য মন খুলে দোয়া করতে করতে বাড়িতে ফিরে যান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সভাপতি মীর হাবিবুর রহমান বিটু ও সীমান্ত কলেজের শিক্ষক শাহাজান সরদার সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -

সামাজিক দূরত্ব মানা হচ্ছে না কাটিয়া টাউন বাজারে
আব্দুর রহমান: সাতক্ষীরায় চলছে বিক্রেতাদের হাঁকডাক। ক্রেতারাও কাছে এসে দরদাম করছেন। শত মানুষ জটলা বেঁধে মাংশ ও মুদি সামগ্রী কিনছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় এমন দৃশ্য সাতক্ষীরা কাটিয়া টাউন বাজারে লক্ষ্য করা যায়। এসময় সবায়কে সচেতনও করা হয়। করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণে সরকারি সিদ্ধান্তে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও এই বাজারে কেউ মানছেন না তা। একজন ব্যবসায়ী বলেন, ব্যবসা করতে না পারলে খাবো কি? অনেকদিন-তো বাসায় ছিলাম। একজন ক্রেতা বলেন, প্রশাসনের হস্তক্ষেপ থাকলে ভালো হতো। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার বা পথচলার ব্যবস্থা করে দিলে করোনার ঝুঁকি কমতো। -

খাদ্য সামগ্রী দিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান
প্রেস বিজ্ঞপ্তি: অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। বৃহস্পতিবার সকালে কাটিয়া সরকারপাড়া এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, মশুর ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু’র নিজ উদ্যোগে তার নিজ এলাকার মোড়ে মোড়ে সর্বসাধারণের হাত ধোয়ার জন্য বেসিং স্থাপন করেছেন। -

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিনিধি ঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরুত্ব বজায় রেখে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে শতাধিক কর্মহীন দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার সকালে শহরের কলেজ মোড়, পুরাতন সাতক্ষীরা, এতিমখানা মোড়, কামাননগরসহ বিভিন্ন স্থানে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় সেখানে খাদ্য সামগ্রী বিতরন করেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্নআহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুব নেতা মোড়ল খালিদ আহমেদ প্রমুখ।
বিএনপি নেতারা এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।