অনলাইন ডেস্ক: পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাগান বাড়ি বায়তুল নূর হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং এর ছাদ ঢালায় কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান (বাবু)। এসসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন,হাফেজ মোঃ হাবিবুর রহমান ,মাওলানা মোস্তাফিজুর রহমান, জি.এম আব্দুল খালেক,রফিকুল ইসলাম,হারুনর রশীদ,কুরবান আলী,রফিক হোসেন ও চালতে তলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মাদ্রাসার উন্নয়নের জন্য প্রধান অতিথি জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান (বাবু) একলক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন এবং সবাইকে সাধ্যমতো মাদ্রাসা উন্নয়নের জন্য সহায়তা করার অনুরোধ করেন।
Category: সাতক্ষীরা সদর
-

বায়তুল নূর হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং এর ছাদ ঢালায় কাজের উদ্বোধন
-

ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন জেলা শাখার নব নির্মিত কার্যালয়ের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব নির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনের ৩য় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব নির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি সফিকুল ইসলাম সফির সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, আশরাফ আলী, অতি: সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল। এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, সাবেক ফিফা রেফারী তৈয়্যেব হাসান বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ মীর তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মো. ফরহাদ, সদস্য মো. লুৎফর রহমান সৈকত, শেখ আখেরুজ্জামান তাপস, জি.এম সাইফুল ইসলাম বাপ্পী, শেখ আসিফ কবীর হিরন, শেখ ফারুকার রশিদ, মো. মঞ্জুরুল হাসান আকাশ, সাইফুদ্দিন আহমেদ মুকুল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শিমুল শামস্, ফারহা দিবা খান সাথী, কাজী আক্তার হোসেন, তানজিম কালাম তমাল, কবিরুজ্জামান রুবেল, কাজী শাফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। -

ভাল নেই বই বিক্রেতারা
সরোয়ার হোসেন: সদর উপজেলার কদমতলা বাজারসহ আবাদের হাট বাজার, বাঁশদহা বাজার, ঝাউডাঙ্গা বাজার এলাকার বই বিক্রেতারা ভাল নেই। বিশ্বজুড়ে করোনার থাবায় বাংলাদেশেও স্কুল, কলেজগুলো দীর্ঘদিন বন্ধ ছিল। আর এ বন্ধ থাকায় বই বিক্রেতাদের বই ব্যবসায় নেমেছে ধস। দীর্ঘ আট থেকে দশ মাস স্কুল কলেজ মাদরাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় নেই কোন বই বিক্রয়, নেই খাতাকলমসহ স্টেশনারী দ্রব্যাদি বিক্রয়। দোকান ঘর খোলা আর বন্ধ করা ছাড়া নেই কোন তাদের কাজ। কদমতলা বাজারের ন্যাশনাল বুক ডিপোর স্বত্বাধীকারী আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন স্কুল কলেজগুলো বন্ধ থাকায় দোকানে নেই কোন বেচা-বিক্রী, বাড়ি থেকে আসা ও যাওয়া ছাড়া নেই কোন গতি। তাই খুব কষ্টে জীবন-যাপন করছি। এদিকে হতাশার প্রহর গুনে দিন যাপন করছেন বই বিক্রেতারা। অপেক্ষায় আছে কবে স্কুল কলেজগুলো আগের ন্যায় চলবে এই আশায়। অপেক্ষা আর অপেক্ষা। আবাদের হাট বাজারের জ্ঞান তীর্থ লাইব্রেরীর জ্ঞান তীর্থ রায় প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে জানান তার হতাশার কথা। তিনিও একই কথা জানান, দোকানে আসা-যাওয়া ছাড়া নেই কোন কাজ, নেই কোন বিক্রী ও। তিনি আরও জানান, ব্র্যাক থেকে লোন নিয়েছেন তিনি, লোনের কিস্তী পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। কখনও কখনও অন্যের কাছ থেকে ধার/ঋন নিয়ে কিস্তি পরিশোদ করতে হয়। কখনও কিস্তি দিতে বিলম্ব হওয়ায় কটু কথা শুনতে হয় তাকে। বাঁশদহা বাজারের বই ব্যবসায়ী নুর আলী মাষ্টার বলেন, দোকান খুলে কি হবে নাই কোন বিক্রী, তাই বাড়িতে অলস সময় পার করছি। ব্যবসায় নাজুক অবস্থা। এদিকে বই ব্যবসা না থাকায় তাদের সংসারেও টানাপোড়েন অবস্থা, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বই ব্যবসা না থাকায় সংসার এবং ব্যবসায়িক ভাবনা তাদের দুঃচিন্তায় পরিণত হয়েছে। মানসিক চিন্তা আর হতাশা বিরাজ করছে তাদের মাঝে। ব্যবসা এখনও সচল না হওয়ায় হতাশা অপেক্ষার পালা বেড়েই চলেছে। তবে তাদের কথা ভাবে না কেউ, তবে ভাবতে হবে মানবিক দৃষ্টিকোন থেকে, শোনাতে হবে শান্তনার বানী, অপেক্ষার পালা বদল হবেই।
-

চিংড়িতে পুশ বন্ধের আহবানে সাতক্ষীরায় আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: চিংড়িতে পুশ বন্ধের আহবান জানিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা বড় বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা ডিপো মালিক সমিতির সভাপতি বাবু দিনবন্ধু মিত্র।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবারে জেলা প্রশাসক মহোদয় চিংড়িতে পুশ বন্ধের জন্য এক আলোচনা সভার আয়োজন করেছিলেন। আমরা সেখানে উপস্থিত থেকে তার এই কর্মকা- পরিচালনায় সব ধরনের সহযোগীতা করার অঙ্গিকার করেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা সভা।
তিনি আরও বলেন, সাতক্ষীরা সদর উপজেলা ডিপো মালিক সমিতির পক্ষে আমি সকল চিংড়ি ব্যবসায়ীকে পুশ বন্ধের আহবান জানাচ্ছি। এরপরও যদি কেউ চিংড়িতে পুশ করেন হাহলে আমরা ব্যবসায়ীরা সম্মিলিতভাবে তাদেরকে রুখে দেব। প্রয়োজনে প্রশাসনের সহযোগীতা নেব।
আলোচনা সভায় ব্যবসায়ীদের চিংড়ি মাছে পুশ না করার আহবান জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কামরুল হক চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, সাতক্ষীরার সাদা সোনা খ্যাত চিংড়ি খাতকে বাচিয়ে রাখার জন্য পুশ বন্ধ করার কোন বিকল্প নেই। চিংড়িতে পুশ করার কারণে বহিবিশের্^ বাংলাদেশের সুনাম ক্ষুণœ হয়। আমরা চইনা কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের দেশের বদনাম হোক।
এসময় তিনি চিংড়ি মাছের পুশ বন্ধে সরকারের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়ে চিংড়ি ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসার পরিচালনার আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিংড়ি ব্যবসায়ী বাবু প্রতাপ কুমার, বাবু সুভাষ চন্দ্র, আবু বক্কর সিদ্দিক, হিরা, রবিউল ইসলাম, আবদুর রহিম, মইনুর রহমান প্রমুখ। -

বিভিন্নস্থানে জাতীয় সমবায় দিবস পালন
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্নস্থানে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদানসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্যামনগর: উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। উপজেলা সমবায় অফিসার মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বিআরডিবি কর্মকর্তা এসএম সোহেল প্রমুখ।অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ৬টি প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে ১জন ও করোনা এবং আম্পানে ভূমিকা রাখার জন্য ১টি সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ৫০টি সমবায় সমিতিকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী বইটি উপহার দেওয়া হয়।
আশাশুনি: আশাশুনিতে জাতীয় সমবায় দিবস’২০ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা। আলোচনা রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার রমেন্দু বাছাড়, প্রেসক্লাব সভাপতি জিএম ফারুক। বড়দল পদ্ম সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি শিক্ষক উত্তম কুমারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবী সমিতির সম্পাদক নাসির উদ্দীন, অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন, কল্যাণী সরকারসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সম্পাদকবৃন্দ। আলোচনায় উপস্থিত সকলকে মাস্ক সরবরাহ করা হয় এবং শ্রেষ্ঠ সমবায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

কলারোয়া: কলারোয়া উপজেলা অডিটরিয়ামে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান করা হয়। এরআগে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সমবায় পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, সদ্য অবসরে যাওয়া সমবায় কর্মকর্তা নওসের আলী প্রমুখ।
কালিগঞ্জ: শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ।
দেবহাটা: দেবহাটায় জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় অফিসার আকরাম হোসেন, বিআরডিপি অফিসার রাকিব হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ।
শার্শা: যশোরের শার্শায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হযেছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। শার্শা উপজেলা অডিটরিয়ামে সমবায় দিবসের অনুষ্ঠানে এসি ল্যান্ড রাসনা শারমিন মিথির সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাভারন ডিগ্রি কলেজের অধ্যাক্ষ ইব্রাহিম খলিল-উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন, সমবায় কর্মকর্তা এবিএম আক্কাস আলী, সাংবাদিক এম এ রহিম, মতিয়ার রহমান, রফিকুজামান, মহিদুল ইসলাম প্রমুখ।
-

সাতক্ষীরা জজকোর্টের সড়ক সংস্কার কাজ পরিদর্শন কাজ করলেন সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান
সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় সাতক্ষীরা জজকোর্টে চলাচলের সড়ক। বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকায় রাস্তার পিচ, খোয়া উঠে বড় বড় গর্তে পরিণত হয়। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। বিষয়টি নজরে আসে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের। কিভাবে দ্রুত রাস্তাটির সংস্কার করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে কোর্টের সড়ক সংস্কার শুরু হয়েছে। শনিবার এ সংস্কার কাজ পরিদর্শনে যান তিনি।
কোর্টের সড়ক সংস্কার বিষয়ে তিনি বলেন, সামান্য বৃষ্টির পানিতে কোর্টের মধ্যকার সড়কগুলো পানিতে ডুবে থাকে। এতে সড়কের খোয়া উঠে যায়। বিচার প্রার্থীদের চলাচলের ভোগান্তিতে পড়তে হয়। সড়ক সংস্কারের জন্য আইনজীবী সমিতির আমাকে অনুরোধ জানালে আমি সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগে যোগাযোগ করলে তারা জানান, তাদের বরাদ্দ নেই। পরে সংশ্লিষ্ট দপ্তরের খুলনা বিভাগীয় এডিশন্যাল চীফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলে তিনি বাজেট পাশ করিয়ে সংস্কার শুরু করেন। রাস্তাটি দুটি অংশের সংস্কার করা হচ্ছে। ইতোমধ্যে একটি অংশের কাজ শেষ হয়েছে। বাকী অংশের শুরু হয়েছে দ্রুত শেষ হবে বলে জানান তিনি।
-

সাতক্ষীরায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের কৃষকের মাঠ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় কৃষকের মাঠ পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) এসএসিপি প্রকল্পের অর্থায়নে ও কৃষিগবেষণা কেন্দ্র বেনারপোতা সাতক্ষীরা সহযোগিতায় ঘেরের বাঁধে সবজি চাষ, গ্রীষ্মকালীন টমেটো, বিএআরআই উদ্ভাবিত আম ও মাল্টার মাতৃবাগান সরেজমিনে পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসা: তাজকেরা খাতুন। পরিদর্শনের সময় কৃষি মন্ত্রালয়ের যুগ্ন সচিব কৃষকদের সাথে সবজি চাষের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন এবং তাদের কাজের প্রশংসা করেন এবং কৃষি বান্ধব সরকারের কৃষি সংক্রান্ত বিভিন্ন সহযোগি তার কথা তুলে ধরে উৎসাহ প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বেনারপোতার কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মোশাররফ হোসেন। তিনি এ প্রকল্পের আওতায় বিগত খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে সম্পাদিত কাজের বিবরণ তুলে ধরেন এবং আসন্ন রবি মৌসুমে গৃহীত গবেষণা কর্মসূচী অবহিত করেন। এ সময় তিনি এসএসিপি প্রকল্পের অর্থায়নে অত্র কেন্দ্রে স্থাপিত গ্রীষ্মকালিন টমেটোর মাঠপরিদর্শন করে সন্তোষ প্রকাশকরেন এবং এর চাষ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত আরও ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো: নুরুলইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী খুলনার উপ-পচিালক কৃষিবিদ মো: হাফিজুর রহমান এছাড়া বিএডিসি ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরায় ‘মানবতার দেওয়াল’ নামক মানবিক কর্মকান্ডের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় যাত্রা শুরু করলো ‘মানবতার দেওয়াল’ নামের এক মানবিক কর্মকান্ড। ইউনাইটেড সাতক্ষীরা ফেসবুক গ্রুপ এই কর্মকান্ড বাস্তবায়ন করে। জানা যায়, ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের এডমিন উম্মে ফোয়ারা রানি, অসহায় ও বঞ্চিত মানুষের জন্য এমন একটি উদ্যোগ নেন। উদ্যোগটি সকলের সহযোগিতায় বাস্তবে রূপ নিলো। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা জজকোর্টের উত্তর পার্শ্বের দেওয়ালে ‘মানবতার দেওয়াল’এর কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা। মানবতার দেওয়ালে লেখা রয়েছে ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, প্রয়োজনীয় কিছু পেলে নিয়ে যান’। এ সময় উপস্থিত ছিলেন মডারেটর, মুজাহিদুল ইসলাম মডারেটর সোহাগ হাসান, মডারেটর জুয়েল আরিফুজ্জামান অয়ন, হোসেন আলী, ইব্রাহিম খলিল প্রমুখ । -

ফেনসিডিল ও কেজি গাজা সহ জেলায় ২১ আসামী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ১৪০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাজা সহ ২১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে উক্ত মাদকদ্রব্য ও আসামীদের আটক করা হয়। সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাজা সহ ৩ আসামী এবং কলারোয়া থানা পুলিশের অভিযানে ১২৬ বোতল ফেনসিডিল সহ এক আসামীকে আটক করা হয়। এছাড়া তালা কলারোয়া থানা পুলিশের অভিযানে এক আসামী, কালিগঞ্জ কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩ আসামী, আসামী কলারোয়া থানা পুলিশের অভিযানে ৫ আসামী, দেবহাটা কলারোয়া থানা পুলিশের অভিযানে ৪ আসামী ও পাটকেলঘাটা কলারোয়া থানা পুলিশের অভিযানে ৪ জন আসামীকে আটক করা হয়। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। -

সাতক্ষীরায় টিসিবির পণ্য আত্মসাৎ, ডিলার সিরাজুল গ্রেফতার
By SK Ferdous On নভে ৪, ২০২০ 0৩৭1313
জহুরুল কবীর:
সাতক্ষীরায় টিসিবির পন্য সাধারন মানুষের মাঝে যা দেয়ার কথা তা না দিয়ে আত্মসাৎ করে বাজারে উচ্চ মুল্যে বিক্রির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ডিলার সিরাজুল ইসলামকে আটক করেছে। বুধবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে পন্য দেয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন।
স্থানীয়রা অভিযোগ করেন, তার বিরুদ্ধে টিসিবি পন্য নিয়ে নয় ছয়ের অভিযোগ বহুদিনের। শহরের শহীদ আব্দুর রাজ্জাক রাত থেকে সকাল পর্যন্ত তীর্থের কাকের মত লাইনে দাঁড়িয়ে থাকে মধ্যবিত্ত মানুষ পন্য ক্রয়ের জন্য। অথচ পণ্য ক্রয় না করতে পরে অবশেষে ফিরে যায় খালি হাতে। অল্প কিছু লোককে মালামাল দিয়েই শেষ হয়ে গেছে বলে জানিয়ে দেন ডিলার।
এই ভোগান্তির অবসান ঘটাতে টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে হাতেনাতে আটক করে পুলিশ। সাধারণ মানুষের মাঝে যে পরিমান টিসিবি পন্য বিক্রির কথা তিনি তা না দিয়ে তার প্রায় অর্ধকের বেশী আত্মসাৎ করে তিনি দীর্ঘদিন ধরে বাজারে উচ্চ মুল্য বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন ভুক্তভুগীরা।
পণ্যের বরাদ্দ পত্র অনুযায়ী বুধবার তালিকায় চিনির পরিমান ৩০০ কেজি থাকার কথা থাকলেও স্পটে গিয়ে দেখা যায় রয়েছে মাত্র ১৯৪ কেজি, যা পরিমান ১০৬ কেজি কম। একই ভাবে মসুরের ডাল ৭০০ কেজি থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ২০২ কেজি, যা পরিমান ৪৯৮ কেজি কম। পেঁয়াজ ৭০০ কেজি থাকার কথা থাকলে রয়েছে মাত্র ৪১৩ কেজি, যা পরিমান কম ২৮৭ কেজি। সোয়াবিন তেল ৮০০ লিটার থাকার কথা থাকলেও রয়েছে ৭৪০ লিটার, যা পরিমান কম রয়েছে ৬০ লিটার।
অভিযুক্ত ডিলার সিরাজুল ইসলাম জানান, মালামাল নিয়ে আসার পথে জেলা নাজির ও সিটি কলেজের মোড়ে কিছু লোকজনের মালামাল দিয়ে এসেছি যার ফলে নির্ধারিত মালামাল থেকে কিছু কম দেখাচ্ছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, অনেক দিন থকই খবর পাচ্ছিলাম জনগনর কাছ বিক্রির জন্য নির্ধারিত পরিমান পেঁয়াজ, চিনি, তেলসহ বিভিন্ন মালামাল নিয়ে আসার কথা থাকলেও কম পরিমান মালামাল এনে অর্ধকের বেশী জনগনকে খালি হাতে ফেরত দিচ্ছিলো টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলাম।
সেই খবরের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ স্পটে অবস্থান নেয় এবং প্রথম কি পরিমান মালামাল থাকার কথা সেই তালিকা নেন এবং আছে কি পরিমান তা চেক করে ডিলারের বিশাল কারসাজি ধরে ফেলেন তিনি। এটি সরাসরি জনগন ও রাষ্ট্রের সাথে প্রতারণা। রাষ্ট্র ও জনগনের সাথে এই প্রতারণার জন্য এ ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থ্য গ্রহনের প্রক্রিয়া চলছে বলে তিনি আরো জানান।
-

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি প্রদত্ত ফরম বিভাগীয় টিমের নির্দেশে বিতরণ ও জমাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হোসেল আহমেদ মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসলাম পারভেজ শাহীন, গোলাম সরোয়ার, আব্দুল হামিদ, আবু রাশেম ভুট্টো, আব্দুল মজিদ, নিজাম উদ্দীন, ইসমাইল হোসেন নিরব, মনিরুল ইসলাম, সাইদুর রহমান, সাইফুল ইসলাম, আমিনুর রহমান, মাজেদ, আব্দুল করিম, নূর মোহাম্মদ, রাজু আহমেদ, তুহিন, খোকন প্রমুখ। উল্লেখ্য: ২৯ অক্টোবর শুরু হয়ে আগামী ৯ নভেম্বর পর্যন্ত বিতরণ চলবে এবং ১৫ নভেম্বর পর্যন্ত জমাদান কার্যক্রম চলবে। -

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার ০২ নং ওয়ার্ডে মুনজিতপুরের (লম্বা টালী ঘর) এলাকায় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ০২ নং ওয়ার্ডে (লম্বা টালী ঘর) আকবর আলীর বাড়ির অভিমুখে আবুলের বাড়ি পর্যন্ত ২৫৫ মিটার আরসিসি ঢালাই রাস্তা ২৫ লক্ষ ৪১ হাজার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সদর উপজেলা আওয়ামীলীগের যুগগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ওয়াকার্স পার্টির সদস্য মফিজুল ইসলাম জাহাঙ্গীর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, বদরুজ্জামান বদু প্রমুখ। এসময় দলীয় ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -

ফ্রান্সে মহানবী (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরা শহরে বিক্ষোভ সমাবেশ
জহুরুল কবীর: ফ্রান্সে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরা শহরে বিক্ষঝভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এ বিক্ষোভ মিছিল এ সময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ গ্রহন করেন।
এর আগে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি প্রতিবাদে সমাবেশ করেন তারা। প্রতিবাদে সমাবেশ সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দীস মোস্তফা শামছুজ্জামান।
সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি ডা. মোঃ এছহাক, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ডা. কাজী মোঃ ওয়েজ কুরণী, সংগঠনটির সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দীন আল ফারুক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কট করা আমাদের ঈমানি দায়িত্ব। বাংলাদেশসহ পৃথিবীর সমগ্র দেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট করে ফ্রান্সকে উচিত শিক্ষা দিতে হবে। ফ্রান্সে মহানবী (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন এর তিব্র প্রতিবাদ করে তারা বলেন,সকল ইমানদার মুসলমানদেরকে কাঁধে কাধ মিলিয়ে ইসলামী হুকুম প্রতিষ্ঠার জন্য এ সময় আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রটারী মোঃ ছারোয়ার আলম।
আশাশুনি উপজেলা পরিষদে অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন
মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বিএম মোস্তাকিম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ সানা, ঠিকাদার কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে এবিএম মোস্তাকিম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তয়নের লক্ষ্যে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে পাঁচশত আসনের বিলাসবহুল অত্যাধুনিক দ্বিতল অডিটোরিয়াম ভবন নির্মিত হচ্ছে। এই অডিটোরিয়াম ভবন নির্মিত হলে আশাশুনি উপজেলা পরিষদের সৌন্দর্য একদিকে যেমন বৃদ্ধি পাবে তেমনি অন্যদিকে শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্ন সভা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে।২
আশাশুনিতে জলাবদ্ধতা নিরসনে টিআরএম পদ্ধতি চালুর দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জলাবদ্ধতা নিরসন ও বাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও টিআরএম পদ্ধতি চালুর দাবী জানিয়ে ইউএনও মীর আলিফ রেজার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার এ স্মারকলিপি প্রদান করেন উপজেলা পানি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোল্যা রফিকুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে সাতক্ষীরার ১, ২, ৬-৮ ও ৬-৮ (সম্প্রসারণ) পোল্ডারের জন্য অনুমোদিত প্রকল্পে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার টিআরএম এবং ইছামতির সাথে সাপমারা ও লাবণ্যবতী নদীর অবাধ সংযোগ কার্যক্রমকে বাদ রেখে প্রকল্পটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। অথচ প্রকল্পটি টেকসই ও কার্যকরী করতে টিআরএমসহ আন্তঃনদী সংযোগ কার্যক্রম বাস্তবায়ন খুবই প্রয়োজন। এজন্য সরকারের কাছে অনুমোদিত প্রকল্পের মধ্যে বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম এবং ইছামতির পদ্মশাখরা ও ভাতশালা স্লুইস গেটের পাশ দিয়ে লাবণ্যবতী ও সাপমারা নদীর সাথে অবাধ সংযোগ প্রদান করা, খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের তীরে উঁচু ও মজবুত বাঁধ নির্মান করা এবং গলঘেষিয়া ও কপোতাক্ষ নদ খনন কার্যক্রম যুক্ত করা, সকল কাজে জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য দাবী জানান হয়।
দেবহাটায় আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি/ সম্পাদকের সাথে আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচন সহ দলকে সুসংগঠিত করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক স্বা¯’্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ,দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা সভাপতি জি,এম স্পর্শ,পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। -

সভাপতিকে বহিস্কার ও কমিটি বাতিলের দাবীতে সাতক্ষীরা স্বোচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জহুরুল কবীর: সাতক্ষীরা জেলা স্বোচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিস্কার ও কমিটি বাতিলের দাবীতে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেচ্ছাসেবক দলের নেতাকর্মিরা।সোমবার দুপুরে জেলা ও সকল উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে শহরের পাকাপোলের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বেরহয়। বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বোচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, দলটির যুগ্ম সাধারন সম্পাদকআসাদুজ্জামান খোকা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম হিমু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারন সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদকশিবলুর রহমান, সাবেক ছাত্র নেতা রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। আওয়ামী লীগের কর্মী, মাদক ব্যবসায়ী ও পেশাদার ডাকাত নিয়ে সেচ্ছাসেবক দলের এ জেলা কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের বহিষ্কার ও এই পকেট কমিটি দ্রুত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক ত্যাগি নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান তারা।
সাতক্ষীরায় ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দূর্গোৎসবের মহানবমী উপলক্ষে ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাতে পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে জেলা মন্দির সমিতির আয়োজনে জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সহ-সভাপতি গোষ্ঠবিহারী মন্ডল, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা প্রমুখ।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ, পুজা উদযাপন পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিব পদ গাইন, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা পরিষদের সদস্য ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার করেন এমপি রবি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাস। এসময় দলীয় ও পূজা মন্ডপে ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি রবি
জহুরুল কবীর: শারদীয় দূর্গা পুজার মহানবমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের শ্যামপুর পুজা মন্ডপ ও ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া পুজা মন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শহন করেন এবং বিকালে সদরের ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর সার্বজনীন পুজা মন্দির, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সার্বজনীন পুজা মন্দির, ফিংড়ি ইউনয়নের বাংদহা সার্বজনীন পুজা মন্দির, উত্তর ফিংগি সার্বজনীন পুজা মন্দির, এল্লারচর সার্বজনীন নতুন পুজা মন্দির, আলিপুর ইউনিয়নের পুজা মন্ডপ ও ভোমরা ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় এলাকার হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমল উদ্দিন, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমার (ময়ুর ডাক্তার), সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার নিলীপ কুমার মল্লিক, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম, আব্দুল গনি, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।
প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার ১ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা আহছানিয়া আলিম মাদ্রাসার হলরুমে বাংলাদেশ প্রবীণ ৈিতষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উন্নয়নকল্পে সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক কাজী সাইদুল হক, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, নির্বাহী সদস্য শেখ আব্দুল ওয়াদুদ, শেখ তহিদুর রহমান ডাবলু, কামরুল ইসলাম ফারুক, রায় দুলাল চন্দ্র, আব্দুস সাত্তার, স.ম হায়দার আলী, কাজী সুফিউল্লাহ ফারুকী, আশরাফ উদ্দিন, সফিউদ্দিন, মিসেস নাজিরা বেগম, এ্যাড. ওসমান আলী, সিরাজুল ইসলাম ও মো. আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। -

শুভ উদ্বোধন হলো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কার্যক্রম।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে মেডিকেল কলেজে চালু করা হয়েছে জরুরি বিভাগ। শনিবার সকালে ফিতা কেটে জরুরি বিভাগের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. কুদরত-ই খুদা, বিএমএ’র সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. মোখলেছুর রহমান, ডা. রুহুল কুদ্দুস, ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ।
উল্লেখ্য: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু না থাকায় শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত কর্মজীবন নিয়ে হতাশার মধ্যে ছিলো। অথচ দেশের প্রতিটি মেডিকেল কলেজে জরুরী বিভাগ চালু থাকলেও সাতক্ষীরায় তার ব্যতিক্রম ছিলো। যে কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজে জরুরি বিভাগসহ পূর্ণাঙ্গরূপে চালু করার জন্য মানবন্ধন, স্মারকলিপি, রক্ত দিয়ে আন্দোলন কর্মসূচি করে ২০১১-২০১২, ২০১২-২০১৩, ২০১৩-২০১৪ সেশনের শিক্ষার্থীরা। কিন্তু আশ্বাসের ভিত্তিতে আন্দোলন থামিয়ে দিলেও তা পূর্ণতা পায়নি। পরবর্তীতে একই দাবিতে ২০১৫, ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে জরুরি বিভাগ চালুর জন্য ইন্টার্ন চিকিৎসকবৃন্দ নিয়মিতভাবে আন্দোলন করে আসছে। প্রতিবার আশ্বাস ও ভয়ভীতি প্রদান করে আন্দোলন থামিয়ে দেওয়া হয়। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি একই দাবিতে আন্দোলন শুরু হয় এবং দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১২ফেব্রুয়ারী ২০২০ তারিখে কর্মসূচি স্থগিত করা হয় কিন্তু তা বাস্তবায়নের পরবর্তী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সর্বশেষ ২০২০ সালে ২৪ সেপ্টেম্বর ইন্টার্ন চিকিৎসকবৃন্দ জরুরি বিভাগ চালুর জন্য কর্ম বিরতিতে যায়। কিন্তু কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনায় বসেও জরুরি বিভাগ চালুর নিমিত্তে কোন আশানুরূপ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর ২০২০ এক জরুরি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অধ্যক্ষ সাতক্ষীরা মেডিকেল কলেজ, জেলা প্রশাসক সাতক্ষীরা, পুলিশ সুপার সাতক্ষীরা, সিভিল সার্জন সাতক্ষীরা, তত্ত্ববধায়ক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধি-এর উপস্থিতিতে ৭দিনের মধ্যে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই প্রেক্ষিতে ১১ অক্টোবর ২০২০ তারিখে জরুরি বিভাগ উদ্বোধনের তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়িত না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা পুনরায় কর্ম বিরতী পালন করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে কলেঝ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির এরপ্রেক্ষিতে শনিবার ২৪ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগ চালু করেন। -

মথুরাপুর ও লাবসায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে বক্তারা বলেন, “টুটুল, আবু বাক্কার ও আবু সাইদ বাহিনী অবৈধ ভাবে মথুরাপুর ও লাবসায় জমি দখল করে হজম করার পায়তারা করছে। কোর্টের নির্দেশে ভূমি অফিসার তদন্ত সম্পন্ন করে ফিরে গেলে টুটুল, আবু বক্কার ও আবু সাইদসহ তাদের সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রসহ আমাদের উপর হামলা করে। তাদের হামলায় আহত হয় আবু রায়হান ও আলমগীর হোসেন সহ চারজন। তারা আমাদের পৈত্রিক ভিটা পরিকল্পিত ভাবে দখল করার পায়তারা করছে। তারা একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। টুটুল, বক্কার ও সাইদদের অত্যাচারে দেবনগরের ২০টি পরিবার আজ ভিটা ছাড়া হয়েছে। আমরা সবাই তাদের দেওয়া মিথ্যা মামলার ঘানি টানছি। আমরা দেবনগর বাসীরা এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে সাথে এই বাহিনীর হাত থেকে মুক্তি চাই।” -

অর্ধ কোটি টাকা আত্মসাৎ: ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির কামরুল, শওকত, নিজামের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির অর্ধ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ২০১৬-২০১৯ মেয়াদ কালের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শওকত আলী ও অর্থ সম্পাদক নিজাম উদ্দীনের বিরুদ্ধে। আত্মসাৎকৃত অর্ধ কোটিরও বেশি টাকা উদ্ধার প্রসঙ্গে গত ৭ অক্টোবর ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সাধারণ শেয়ার সদস্যবৃন্দ সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ নং- ৮৬/ সাত ২০০৯ এর সাবেক ২০১৬-২০১৯ সালের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হলেও বহুদিন সমিতির আয়ব্যয়ের হিসাব সাধারণ সদস্যদের মাঝে উপস্থাপন না করায় ওই কমিটির দ্বায়িত্বে থাকা সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকে শেয়ার সদস্যরা হিসেব দিতে চাপ প্রয়োগ করে। চাপের মুখে পড়ে সেসময় সাধারণ সভার আয়োজন করেছিল, ওই সভায় তারা একটি মনগড়া হিসাব উপস্থাপন করে। সেই হিসাবের বিপরীতে সমিতির সদস্যরা প্রশ্ন করলে তারা প্রশ্নের জবাব দিতে ব্যার্থ হয়। এক পর্যায়ে সাধারণ সভা শেষ না করেই কৌশলে সভাস্থল ত্যাগ করেন তারা। ফলে সমিতির হিসাব নিকাশ অমিমাংসিত থেকে যায় এবং প্রতিষ্ঠানটির নেতৃত্ব শুন্য হয়ে পড়ে। পরবর্তীতে জেলা সমবায় কতৃক একটি আদেশের মাধ্যমে মোঃ ফিরোজ হোসেন কে সভাপতি করে ১২০ দিন মেয়াদে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির ঘোষণা দেয়াহয়। ওই আদেশ পত্রের অনুলিপির ৬নং কলামে সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম কে আদেশ পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে অন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির কাছে সমিতির দ্বায়িত্ব ও হিসাব নিকাশ হস্তান্তরের জন্য বলা হলেও সে বিষয়ে কোনো প্রকার কর্ণপাত করেনি তিনি। পরবর্তীতে বিষয়টি পত্রের মাধ্যমে জেলা সমবায় কর্মকর্তা কে জানানো হয়েছিল। ওই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির ১২০ দিন মেয়াদ শেষ হওয়ার পরে পুনরায় জেলা সমবায় তিন সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি গঠন করে। যার সভাপতি ছিলেন, উপজেলা সমবায়ের কর্মকর্তা খান তৈয়েবুর রহমান। তিনিও সাবেক সভাপতি কামরুলের কাছ থেকে হিসাব নিতে ব্যর্থ হন। পরপর দুটি কমিটির আদেশ পত্র পেয়েও পুরো হিসাব দিতে অস্বীকৃতি জানান তিনি। তাদের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিয়ে আবারো ক্ষমতায় পূর্নবহাল হওয়ার জন্য আত্মসাৎকৃত অর্থ দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে আসছেন তারা বলে উল্লেখ করা হয়েছে ওই লিখিত অভিযোগে।
এব্যাপারে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির একাধিক সাধারণ শেয়ার সদস্যরা অভিযোগ করে বলেছেন, সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শওকত আলী ও অর্থ সম্পাদক নিজাম উদ্দীন তাদের ৩৬ মাস মেয়াদ কালে সমিতির ৮৮ জন নতুন সদস্য নিয়োগের অর্থ সহ বিভিন্ন খাত থেকে আয় ও ব্যয়ের হিসেব অনুযায়ী তাদের কাছে সমিতির পঞ্চান্ন লক্ষের ও বেশি টাকা রয়েছে। তারা এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার পায়তারা করছে।
আজিজুল ইসলাম, মাসুম বিল্লাহ সাব্বির, শাহিনুর রহমান শাহীন, ফরহাদ হোসেন সহ আরও অনেকে অভিযোগ করে বলেন, ওই কার্যকরী কমিটি আামাদের ৪০-৫০ জনের কাছ থেকে নির্ধারিত ভর্তি ফি নিয়েও সমিতিতে অন্তর্ভুক্ত না করে তালবাহানা শুরু করছে। যারা সদস্য পদ পেতে তাদের চাপ প্রয়োগ করছে তাদের ভুয়া পরিচয় পত্র দিয়েছে তারা।
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির প্রতিষ্ঠা কালীন শেয়ার সদস্য মোঃ সামছুরজ্জামান বলেন, সাবেক পরিষদের আত্মসাৎকৃত অর্ধ কোটিরও বেশি টাকা পুনঃউদ্ধরের হলে প্রতিষ্ঠানটি আবারও প্রাণ ফিরে পাবে। আত্মসাৎকৃত বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা ও করেছেন তিনি।
এব্যাপারে জানতে চাইলে জেলা সমবায় কর্মকর্তা খন্দকার মনিরুল ইসলাম বলেন, টাকা আত্মসাৎ এর ঘটনায় ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সদস্যরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। মাঠ পর্যায়ে তদন্ত কাজ চলছে। খুব দ্রুতই তদন্ত রিপোর্ট হাতে আসবে। তদন্ত শেষ হলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।