সংবাদদাতা: করোনাকালীন সময়ে অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগত অর্থ সহায়তা প্রদান করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট এলাকায় অসহায়-দুস্থ পরিবারের বাড়ি গিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন।
Category: সাতক্ষীরা সদর
-

বাড়ি বাড়ি উপহার পৌঁছে দিলেন আমিনুর রহমান বাবু
-

সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর জরুরী সভা
সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক কমিটির এক জরুরী সভা রোববার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক এম কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আহসানুর রহমান রাজিবের সঞ্চলনায় সভায় বক্তব্য দেন, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, বিটিভি’র জেলা সংবাদদাতা মোজাফ্ফর রহমান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, একাত্তর টেলিভিশনের বরুন ব্যানার্জী, বাংলা ভিশন টিভির মো. আসাদুজ্জামান, এস এ টিভি’র এম শাহীন গোলদার, জিটিভির কামরুল হাসান, নিউজ টোয়েন্টিফোরের শাকিলা ইসলাম জুই, মাই টিভির ফয়জুল হক বাবু, এশিয়ান টিভির মনিরুজ্জামান তুহিন, বিজয় টিভির আকরামুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠনের ৪ দিন পর একটি প্রেসরিলিজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে সুপরিকল্পিতভাবে প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীকে আক্রমণ করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়।
সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মনে করে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী সময় টেলিভিশনের প্রতিনিধি হিসেবেই এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন।
সাতক্ষীরায় টেলিভিশন সাংবাদিকদের দীর্ঘদিনের প্রাণের দাবী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন গঠন করা। বিধায় নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাভাবিক নিয়মেই সাতক্ষীরা প্রেসক্লাব অভিনন্দন জানিয়েছে। এর বাইরে কিছু নয়। এতে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। অথচ এটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সাংবাদিকদের মধ্যে সুক্ষভাবে দ্বিধাবিভক্ত করার অপচেষ্টা করা হয়েছে। সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মনে করে সংগঠনটি সকল টেলিভিশন সাংবাদিকদের জন্য উন্মুক্ত ও অবারিত। সরকার অনুমোদিত যে কোন টেলিভিশনের প্রতিনিধিরা (সাতক্ষীরায় কর্মরত) ইচ্ছেপোষন করলে সাতক্ষীরা টেলিভিশন জানালিস্ট এসোসিয়েশনের সাথে যুক্ত হতে পারবেন।
বক্তারা আরও বলেন, ইতিপূর্বে কয়েক দফা উদ্যোগ নিয়েও একজন সাংবাদিক নেতার অনিচ্ছার কারনে দেশের সকল জেলায় সংগঠনের কমিটি থাকার পরও সাতক্ষীরায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন গঠন করা সম্ভব হয়নি। এজন্য কিছুটা তড়িঘড়ি করে অধিকাংশ টেলিভিশন সাংবাদিকদের নিয়ে সংগঠনের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ঈদের পর একটি সাধারণ সভা আহবান করে সাতক্ষীরায় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এনিয়ে কোনো অপরাজনীতির সুযোগ নেই। যারা সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তাদের সকলের সাথে যোগাযোগের জন্য সংগঠনের আহবায়ক এম কামরুজ্জামানের উপর দায়িত্ব দেয়া হয়েছে। সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কর্মরত টেলিভিশন সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান। এখানে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে পথচলার দৃঢ়প্রত্যায় ব্যক্ত করা হয়। এনিয়ে কেউ অপরাজনীতির চেষ্টা করলে টেলিভিশন সাংবাদিকরা তা কঠোর হস্তে দমন করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। -

জেলা আওয়ামী লীগের উদ্যোগে টেলিমিডিসিন সেবার উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঘরবন্দি মানুষের জন্য জেলা আওয়ামী লীগের উদ্যোগে টেলিমিডিসিন সেবার উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৯ মে) সকাল সাড়ে ১২ টায় জেলা পরিষদে আনুষ্ঠানিক ভাবে এই সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধ্যারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসকরাও নিজেদের এবং রোগীর কথা বিবেচনা করে এই মহামারি থেকে বাঁচতে চেম্বারে রোগী দেখা বন্ধ করে দিয়েছিলেন। এ অবস্থায় সময়ের প্রয়োজনে করোনাভাইরাস প্রাদুর্ভাবে টেলিমেডিসিন সেবা নতুন ধারার সৃষ্টি করবে। এই টেলিমেডিসিনের মাধ্যমে প্রান্তিক ঘরবন্দি মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেবে জেলা আওয়ামী লীগ। এর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন যে কেউ।এসময় জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আলী, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, সাবেক সহ-সভাপতি বশির আহমেদ, জেলা হিন্দু জোটের রনজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
জরুরী চিকিৎসা বিষয়ক পরামর্শ নিতে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করুন- মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত ঘোষ-০১৭১৫০০১০৫৯, ডা. মানস কুমার মন্ডল-০১৭১৬৮৪০৪৪৭, ডা. কল্যাণাশীষ সরদার-০১৭১২১৮২৭৩৬, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজল কুমার কর্মকার-০১৭১১৬৮৩৩৩২, ডা. বিষ্ণুপদ সাহা-০১৯১৩৪০৫৬৮৫, ডা. সুমন কুমার দাস-০১৯১৪১৪৮০৩৯, ডা. মেহেদী হাসান বিপ্লব-০১৭১১২৭৬৬৮৩, ডা. অভিজিত রায়-০১৭১১১১৫৩৫৬, ডা. শেখর কুমার মন্ডল-০১৭১১৭৩০৬৭৭, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মেহেদী নেওয়াজ-০১৭১১৬৮০৭১০, ডা. মো. শামীমুল কবীর-০১৭১৭৯৯৭২৯৯, ডা. রাজু আহমেদ-০১৭১১৮২২৭৯৯, সার্জারী বিশেষজ্ঞ ডা. মো. মনোয়ার হোসেন-০১৭১২৩৩৫৭৬৭, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ-০১৭১১০৩১৯৯৮৪, শিশু বিশেষজ্ঞ ডা. এস এম জাকির হোসেন-০১৭১৬৯২৯৫৪৪, ডা. সঞ্জয় কুমার দাস-০১৭১৭৬৫৪৫১৯, ডা. আবুল বাসার আরমান-০১৫১৫৬৭৪৩৪১, গাইনি বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন সুলতানা-০১৭৩৪২২৯৪০৮, ডা. মাহফুজা খাতুন-০১৭৪১৯৫২০৪৯, ইউরোলজী বিশেষজ্ঞ ডা. রাশেদুজ্জামান-০১৭১৫০৩০৩২৮, ডা. মদুসুদূন মন্ডল-০১৭১২৭৩৩২৭৮, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মনিরুল ইসলাম-০১৭৬১৭৭৬৮৬০, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মদুসূদন সাহা-০১৭১৮৮৫৯৯১২, হাত জোড়া ও বাত বিশেষজ্ঞ ডা. মাহমুদ হাসান পলাশ-০১৭১২২৩৫৭১৭, দন্ত রোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জীব সরদার-০১৭২৭৩৭০০৫৫। -

সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর বিদায়ী সংবর্ধনা
সংবাদদাতা: সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক পদে নড়াইল জেলায় পদায়নকৃত হওয়ায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৯ মে) বেলা ১২টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা সমবায় অফিসার কারিমুল হক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুর রউফ, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়ারুল হক। -

করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের অনুকূলে মঞ্জুরীকৃত সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৯ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক ও সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় সদর উপজেলার ২৯ জনের মাঝে করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের অনুকূলে মঞ্জুরীকৃত সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। প্রত্যেককে ৩ হাজার ৫শ’ টাকার চেক প্রদান করা হয়। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -

শহরের মধুমল্লারডাঙ্গীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
সংবাদদাতা: সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী এলাকায় পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী এলাকার শাহাবুদ্দীনের বাড়ির সামনে থেকে তাহের মিস্ত্রির বাড়ি পর্যন্ত সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় ও ব্রাক ইউডিপির বাস্তবায়নে ৩ লক্ষ ৭৪ হাজার টাকা ৪শ টাকা ব্যয়ে ৫৪০ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, ব্রাক ইউডিপি প্রোগামের ফিল্ড কো অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার মো. রাশেদুল হাসান, মো. শরিফুল আজাদ, সিডিও সভাপতি বিলকিস বেগম, সহ সভাপতি আরিফুর রহমান খান বাপ্পি, কোষাধ্যক্ষ রোজিনা পারভীন, পৌরসভার এসও সাগর দেবনাথ, মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক আনসার মাস্টার, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আশরাফ আলী, মঞ্জুরুল আলম, ইমাম হোসাইন, আক্তার, রুবেল, সোহেল মিস্ত্রী, বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। -

মা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রি বিতরণ
আমিরুল ইসলাম: মা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রি ও হতদরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইডেট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ ঈদ সামগ্রি ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইডেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল আহাদ প্রমুখ।
এসময় ৪০০ অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রি বিতরণ করা হয় এবং দুটি হত দরিদ্র পরিবারকে সাবলম্বী করার উদ্দেশ্যে দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়। -

জেলা স্বেচ্ছাসেবকলীগের ইফতার ও মাস্ক বিতরণ
সংবাদদাতা: কোভিড-১৯ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে মাস্ক ও পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও পথচারিদের মাঝে রান্না করা খাবার(ইফতার) বিতরণ করা হয়েছে।
০৫ মে (বুধবার) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের ডে-নাইট কলেজ মোড় ও পিএন স্কুল মোড়ে মাস্ক ও রান্না করা খাবার(ইফতার) বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড.সাইদুজ্জামান জিকো (এপিপি), যুগ্ম সাধারন সম্পাদক শেখ নাজমুল হক রনি, শাহাজাদা,সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, তুহিন, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড.ফারুক হোসেন(এজিপি), যুবনেতা ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ জাহাঙ্গির হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: রফিকুল ইসলাম, নাইম হোসেন, মাসুদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের হাবিবুর রহমান হাবিব প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ মানুষের জন্য কাজ করে চলেছে। ইফতারি ও মাক্্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী। -

বল্লী ইউনিয়নে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
সংবাদদাতা: সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৫ মে) বেলা ১১টায় দক্ষিণ বল্লী মহিউচ্ছুনাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে বল্লী ইউপি চেয়ারম্যান ও বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. ওবায়দুর রহমান লাল্টু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আওয়ামী লীগ নেতা ও বল্লী ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. শাহিদুল ইসলাম, বল্লী ইউনিয়নের ইউপি সদস্য মো. শামছুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। দক্ষিণ বল্লী ইউনুচের বাড়ি হতে পূর্ব ঋষিপাড়া হাবিবের বাড়ি পর্যন্ত চেইঃ ০০মিঃ-৮৮৫মিটার কার্পেটিং রাস্তা আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ৭৬লক্ষ ৮২ হাজার ৬১৪ টাকা ব্যয়ে সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে এ কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে করোনার সংক্রমণ রোধে দক্ষিণ বল্লী মহিউচ্ছুনাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিমখানার শিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন এমপি রবি। এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি :সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন গঠনকল্পে এক সভা গতকাল ৪ মে মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
এটিএন বাংলা ও এটিএন নিউজ এর নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, বিটিভির মোজাফ্ফর রহমান, মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, যমুনা টিভির আহসানুর রহমান রাজিব, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, এস এ টিভির শাহিন গোলদার, নিউজ টোয়েন্টি ফোরের শাকিলা ইসলাম জুঁই, জিটিভির কামরুল হাসান, মাই টিভির ফয়জুল হক বাবু, এশিয়ন টিভির মনিরুজ্জামান তুহিন, বিজয় টিভির আকরামুল ইসলাম, আনন্দ টিভির হাসানুর রহমান, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বস¤œতিক্রমে এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামানকে আহবায়ক এবং যুমনা টিভির নিজস্ব প্রতিনিধি আহসানুর রহমান রাজিবকে সদস্য সচিব করে সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় গঠিত কমিটি সুবিধাজনক সময়ে সাধারণ সভার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং আহবায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ন করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। -

জেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ
সংবাদদাতা: জেলা যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় অসহায়-দুস্থ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু’র সৌজন্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ও যুবলীগ নেতা শেখ শফি উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, জেলা যুবলীগের সদস্য ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন আল আমিন, পৌর যুবলীগের সাবেক সভাপতি মাছুম মোল্লা, এসএম আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সৈয়দ শাহেদুজ্জামান সাগর, শেখ মারুফ হাসান, সৈয়দ রাশেদুজ্জামান নাঈম, শেখ ইফতি হাসান প্রমুখ। -

প্রাণসায়ের খালে নাও ভাসালেন জেলা প্রশাসক
প্রাণসায়ের খালে নাও ভাসালেন জেলা প্রশাসক
সংবাদদাতা: করোনা প্রাদুর্ভাবে শহর বাসীদের সচেতন করতে প্রাণসায়ের খালে নাও ভাসালেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
শনিবার (২ মে) বিকেলে সাতক্ষীরা শহরে প্রাণসায়ের খালের পাকাপোল মোড় থেকে নৌকা ভাসিয়ে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রদক্ষিণ করেন জেলা প্রশাসক।
এসময় করোনা সচেতনতায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শহরবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরিধান করুন, সমাজিক দূরুত্ব বজায় রাখুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, লাবসা ইউনিয়নের ৯ নং ওয়াডের ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি প্রমুখ। -

ভয়ংকর প্রতারক বাদশা মিয়ার বিরুদ্ধে অভিযোগ থাকলে জানাতে পুলিশ সুপারের আহবান
- জহুরুল কবীর:
ভয়ংকর প্রতারক বাদশা মিয়া ওরফে ডাঃ এস এম বাদশা মিয়া পুলিশ কর্তৃক গ্রেফতার প্রসংঙ্গে। ইং-০১/০৫/২০২১ তারিখ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ ইকবাল হোসেন, মহোদয় নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা এবং সাতক্ষীরা থানার অফিসার ও ফোর্সেদের সমন্বয়ে একটি চৌকস টিম সাতক্ষীরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অস্ত্রসহ গ্রেপ্তার সুপার প্রতারক বাদশা মিঞা সাতক্ষীরা থানাধীন কামালনগর বাইপাসের জনৈক শফির মুদি দোকানের সামনে থেকে অদ্য ০১/০৫/২০২১খ্রিঃ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় ভয়ংকর প্রতারক বাদশা মিয়া@ ডাঃ এস এম বাদশা মিয়াকে একটি পিস্তল সদৃশ ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা গুলি সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে তারদ তথ্য মতে
১। তিনটি সিল যথাক্রমে (ক) শেখ ফজলুর করিম সেলিম( এমপি), ২১৬, গোপালগঞ্জ-২ সভাপতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সিল (খ) ডাঃ এস এম বাদশা মিয়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এর সিল। (গ) ডাঃ মোস্তফা জামান সাধারন সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এর সিল,

আটক বাদশার কোমরে শাটানে শুটার গান ২। শেখ সালাউদ্দিন জুয়েল সংসদ সদস্য-১০০ খুলনা-২, বাংলাদেশ জাতীয় সংসদ এর অফিসিয়ার প্যাডে পুলিশ প্রধানকে (আইজিপি) লেখা ডিও লেটার-১ টি,

৩। প্রধানমন্ত্রীর একান্ত সচিব লেখা অফিসিয়াল নোট প্যাড-১টি,

প্রতারক বাদশার নিকট হতে উদ্ধারকৃত অস্ত্র, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী ৪। মানবাধিকার পত্রিকার স্ট্রিকার-১ টি, ৫। ভুয়া ওয়ারেন্ট-২৫ টি,

জাল পরোয়ানা ফর্ম ৬। মসজিদের চাঁদা আদায়ের রশিদ বই-২০টি (প্রতিটি ১০০ পাতা),

উদ্ধাকৃত দুই রাউন্ড গুলিসহ শুটারগান ৭। আদায়কৃত চাঁদার টাকা নগদ ৬৮,০০০/- টাকা সহ , অন্যান্য আলামত উদ্ধার করেন।

উদ্ধাকৃত দুই রাউন্ড মোবাইল উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃবাদশা মিয়া@ ডাঃ এস এম বাদশা মিয়া (৩৭), পিতা- ডাঃ নুর ইসলাম, গ্রাম-পলাশপোল (মধুমোল্লার ডাঙ্গী), থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা।

উক্ত ভয়ংকর প্রতারক আসামীর গ্রেফতার সম্পর্কে অদ্য ০১ মে বিকাল ৩ ঘটিাকায় ইলেক্ট্রনিক মিডিয়া ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) মহোদয়।

সাতক্ষীরা জেলা বা জেলার বাহিরের যে সকল ব্যক্তিগণ প্রতারক বাদশা মিয়া কর্তৃক প্রতারিত/ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নিকট হতে অভিযোগ/ সুনির্দিষ্ট তথ্য উপাত্ত আহব্বান করা হচ্ছে। সাতক্ষীরা জেলা পুলিশ সে সকল তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
-

অস্ত্রসহ শীর্ষ প্রতারক বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিনিধি: অস্ত্রসহ শীর্ষ প্রতারক এস এম বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ-সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর একান্ত সচিবের নকল নোট প্যাড, সীল, সংসদ সদস্যের ডিও লেটার ও বিভিন্ন প্রকার নিয়োগ পত্র এবং জমাজমি সংক্রান্ত কাগজ-পত্র জালিয়াতির অভিযোগে অস্ত্রসহ এসএম বাদশা মিয়া নামে এক শীর্ষ প্রতারককে আটক করেছে সাতক্ষীরা পুলিশ।শনিবার (১ মে) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকার জৈনক শফিকুল ইসলামের মুদি দোকানের পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের ভিতর থেকে একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটক বাদশা মিয়া সাতক্ষীরা পলাশপোল এলাকার হাতুড়ে পাইলস ডাক্তার নূর ইসলামের ছেলে।
সে নিজেকে কখনও ডাক্তার কখনও প্রধানমন্ত্রী কার্যালয়ের এলজিআরডি মন্ত্রণালয়ের ডিরেক্টর পরিচয় দিতেন।
তাছাড়া ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কখনও বা কেন্দ্রীয় সভাপতি হিসাবে নিজেকে পরিচয় দিতেন তিনি। এছাড়াও বিভিন্ন মানুষকে টাকার বিনিময়ে চাকরিতে পদন্নতি, চাকুরী পাইয়ে দেওয়া এমন কি যে কোন মামলার সুরাহা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন প্রতারনার অভিযোগ রয়েছে তার নামে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, প্রতারক বাদশার মিয়াকে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এসময় তার উক্তিতে স্বীকারোক্তিতে একটি অস্ত্র উদ্ধার করে হয়। বিস্তারিত প্রেসব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।
-

তামাক কোম্পানির বিজ্ঞাপন ও প্রচারণা রোধে সভা
নিজস্ব প্রতিনিধি: তামাক কোম্পানির বিজ্ঞাপন ও প্রচারণা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় বাগেরহাটে পৌর কর্মকর্তাদের সাথে অনলাইনে এ তামাক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাগেরহাটের তামাক নিয়ন্ত্রণে বাস্তবায়িত কর্মকান্ড তুলে ধরা হয়। যেখানে দেখা যায়, ‘তামাকের অবৈধ বিজ্ঞাপন প্রচার করছে পৌরসভার ৩২৮ টি দোকান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে বিভিন্ন ধরণের অবৈধ বিজ্ঞাপন প্রচার করছে তামাক কোম্পানীগুলো, যা স্থানীয় সরকারের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা অনুযায়ী আইনত দন্ডনীয়। সভার আলোচনায় উল্লেখ করা হয়, করোনা মহামারীতে তামাক কোম্পানির এরকম প্রচার-প্রচরণা খুবই বিপদজনক। ধূমপানকারীরা করোনায় তারা ১৪ শতাংশ বেশি মৃত ঝুঁকিতে থাকে, তাই ভ্রামমান মোবাইল কোর্টের মাধ্যমে এই সকল বিজ্ঞাপন ও প্রচারকারীদের জরিমানা ও শাস্তি নিশ্চিত করার জন্য বাগেরহাট জেলা টাক্সফোর্স কমিটিকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণে বিক্রয় লাইসেন্স বাস্তবায়নের জন্য বাগেরহাট পৌরসভাকে অনুরোধ করা হয়।’ দি ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ও এইড ফাউন্ডেশন প্রকল্পের আওতায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের বাগেরহাট জেলার স্থানীয় সংগঠন কেএনকেএস ও বাগেরহাট সদর পৌরসভার সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও প্রধান প্রকৌশলী রঞ্জন কান্তি গুহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের জেলার সক্রিয় সদস্য, কেএনকেএস এর নির্বাহী পরিচালক, অরিন্দম দেবনাথ, অগ্রদূত এর নির্বাহী পরিচালক হেমায়েত হোসেন খোকন, বাগেরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নিহার রঞ্জন হালদার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের বাগেরহাট জেলার সংগঠনের নির্বাহী পরিচালক বৃন্দ ও বাগেরহাট পৌরসভার কর্মকর্তাবৃন্দ। সভা সার্বিকভাবে পরিচালনা করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক। -

আম বাজারজাতকরণ সময়সুচি নিয়ে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ সময়সুচি নির্ধারন নিয়ে ভার্চয়ালের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা (সার্বিক) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালের মাধ্যমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন নিরাপদ আম বাজারজাতকরণ সময়সুচি বিষয়ে নির্ধারন বিষয়ক কমিটির সদস্য সচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিস প্রান্ত থেকে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আম চাষী ও আম ব্যবসায়ীরা। এবছর বর্ষা না হওয়ায় খরার কারণে গতবছরের নির্ধারিত সময় থেকে ১ সপ্তাহ আগে সরকারি নির্দেশনা অনুযায়ী আম ভাঙ্গার সিদ্ধান্ত গৃহীত হয়। সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ সময়সুচি নির্ধারন নিয়ে ভার্চুয়ালের মাধ্যমে আলোচনা করে সরকারি নির্দেশনা অনুযায়ী ২০২১ সালে মুম্বাই, গোবিন্দভোগ, গোপালভোগ আগামজাত আম ১লা মে থেকে গাছ থেকে আম ভাঙ্গা যাবে, হিমসাগর আম ২১ মে থেকে ভাঙ্গা যাবে এবং ল্যাংড়া আম ১লা জুন থেকে গাছ থেকে ভাঙ্গা যাবে। সরকারি এই নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময়ের আগে আম গাছ থেকে পাড়া ও বাজারজাত করতে পারবেনা। এই নির্দেশনা অমান্যকারীদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি ও জরিমানা করা হবে। এসময় সদর উপজেলা কৃষি অফিস প্রান্ত থেকে করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ সময়সুচি নির্ধারন নিয়ে ভার্চয়ালের মাধ্যমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল ব্যনার্জী, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, জয়েন্ট সেক্রেটারী রজব আলী খাঁ, সলিডারীডার সফল প্রকল্প প্রতিনিধি কামরুজ্জামান, আম চাষী এস.এম লিয়াকত হোসেন, মো. মনিরুল ইসলাম, মোকছেদ মোড়ল ও আবু ছাদেক প্রমুখ। এসময় সদর উপজেলার কৃষি কর্মকর্তা, আম চাষী ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। -

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ফুড ব্যাংক ইভেন্ট
সংবাদ বিজ্ঞপ্তি: ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে চলছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ফুড ব্যাংক। এরই ধারাবাহিকতায় শুক্রবার ২০০তম ফুড ব্যাংক ইভেন্ট অনুষ্ঠিত হয়। সারা দেশের সকল জেলা শাখার ন্যায় সাতক্ষীরা জেলাতেও অনুষ্ঠিত হয় ফুড ব্যাংকের ২০০তম ইভেন্ট।
শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন পয়েন্ট ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা। উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দিলিপ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার পরামর্শক এস এম বিপ্লব হোসেন ও দীপন বিশ্বাস। স্বপ্নযাত্রী সাতক্ষীরার স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব সৌমদীপ্ত সানা,আহবায়ক উজ্জল মোল্লা, সমন্বয়ক সিমান্ত বিশ্বাস, সচিব মুনতাসির রহমান,আল শাহরিয়া নিশান, হিমেল, হৃদয়, দেবমাল্য, সুস্মিতা, ধ্রুব, আলম, সিমন্তী, রায়হান প্রমুখ। -

সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি’র টহল
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে একবছর ধরে বন্ধ রয়েছে যাত্রী পারাপার । তবে করোনা ভাইরাস প্রতিরোধে সীমান্ত বন্ধ ঘোষণার পরে বাড়ানো হয়েছে বিজিবি’র টহল । অবৈধ যাতায়াত বন্ধে ব্যাপক উদ্যোগের কথা জানিয়েছেন বিজিবি’র কর্মকর্তারা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সীমান্তে বিজিবি’র পেট্রলিং বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে লোকবল। অবৈধ যাতায়াত বন্ধে শুন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করা হয়েছে। সীমান্তে কর্মরত বিজিবি’র কর্মকর্তারা জানান, সাতক্ষীরা সীমান্তে কাটাতারের বেড়া না থাকায় অবৈধভাবে যারা ভারতে- বাংলাদেশে যাতায়াত করেন তাদের নিয়ে কিছুটা সমস্যা হয়। আমরা সর্বদা চেষ্টা করি অবৈধভাবে যাতে কেউ পারাপার না হতে পারে। বিশেষ করে ইছামতিসহ সীমান্ত কিছু নদীর কারণে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে বেশ বেগ পেতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে সীমান্ত এলাকার একাধিক ব্যক্তি জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রচুর লোকজন যাতায়াত করে থাকেন। বিশেষ করে যারা কাজের জন্য ভারতে যান, তাদের অধিকাংশ অবৈধভাবে যান। সাতক্ষীরা সীমান্তে কমপক্ষে ১৭ টি কথিত ঘাট রয়েছে। রয়েছে কথিত ঘাট মালিক। জনপ্রতি সাত হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় তাদেরকে কোলকাতায় পৌছে দেওয়া হয়। দু’তিন দিনের জন্য টাকা নেওয়া হয় ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। যারা কাজ করেন,তাদের বছরব্যাপী থাকতে হয় ভারতে। অন্যদিকে ভিসাতে ৩ মাসের মধ্যে ফেরত আসতে হয় বলে তারা অবৈধভাবে যাতায়াতটাকে শ্রেয় ভাবেন।
এদিকে করোনা ঠেকাতে গত বছরের এপ্রিল থেকে বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। এক হাজার থেকে এক হাজার ২০০ যাত্রী প্রতিদিন ভোমরা ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করতেন। চিকিৎসা,ব্যবসা,কেনা-কাটা ও পর্যটনের টানে এসব ব্যক্তিরা ভারতে যেতেন। সীমিত সংখ্যক ভারতীয় ব্যবসার জন্য অথবা আত্মীয়ের বাড়ি বেড়াতে আসতেন। এক বছরেরও বেশি সময় ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন বন্ধ থাকায় সীমাহীন বিড়ম্বনায় পড়তে হয়েছে সাতক্ষীরা অঞ্চলের নাগরিকদের। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যাওয়া ব্যক্তিদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুন। ভোমরা স্থলবন্দর দিয়ে যেতে না পেরে বাধ্য হয়ে তাদের ভারতে যেতে হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে।
এপ্রসঙ্গে ভোমরা ইমিগ্রেশন পুলিশ অফিসার বিশ^জিৎ সরকার জানান, সরকারি আদেশে গতবছরের এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। তবে পণ্যবাহি ট্রাকের ভারতীয় চালকগণের যাতায়াত রয়েছে। তবে তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হয় বলে জানান এই কর্মকর্তা।