নিজস্ব প্রতিবেদক :
এতিম অসহায় ও ছিন্নমূল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শহরতলীর কলমতলা বাজারে ২০০৬ এর ব্যাচ বন্ধু মহলের উদ্যোগে ও অভিজাত ক্যাটারিং সাভিসের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতলন করেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহি। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক স ম আরশাদ আলী, মোঃ শহিদুর রহমান, ম.জামান, আনিছুর রহমান, আসলাম, রাসেল, মামুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুমহলের মোঃ সালাউদ্দীন রানা।
Category: সমিতি/সংগঠন
-

বন্ধু মহলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
-

মুজিববর্ষ উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা পৌর শাখার প্রস্তুতি সভা
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী-২০২০-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃর্তৃক ঘোষিত ৪৫৮দিনের মুজিব বর্ষ কর্মসূচির দ্বিতীয় দিনে সংগঠনের সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা দলের পৌর সভাপতি মোঃ আসাদুজ্জামান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জি, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, অর্থ সম্পাদক আব্দুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, কৃষি ও সমবায় সম্পাদক সংকর মিস্ত্রি, বন ও পরিবেশ সম্পদক আবুল খায়ের,
সহ-যুব ক্রীড়া সম্পাদক হাফিজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন পৌর সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ন-সাধারণ সম্পাদক মাষ্টার মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ওয়াজকুরুনি শুভ, মহিলা সম্পাদক নাজমা খাতুন, পৌর ৮নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান টুকু, ১নং সভাপতি আনারুল ইসলাম ২নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি ইস্রাফিল হোসেন, ৫নং সাধারণ সম্পাদক আনিছুর রহমান,৭নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
সভায় আগামী ৯ই জানুয়ারী বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাকজমকপূর্ণ ভাবে মুজিব উৎসব পালনের গৃহীত কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মিদের প্রতি আহবান জানান।
শেষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ বঙ্গবন্ধু বিজয় পদক পাওয়ায় পৌর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি -

ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় কেক কাটা ও সভা
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের আমতলা মোড় এলাকায় অনুষ্ঠিত কেককাটা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রনি। যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদলের জেলা সভাপতি আবু জাহিদ ডাবলু, সেক্রেটারী হাফিজুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক এহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, কাউন্সিলর শফিকুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, যুবদল নেতা হযরত, ফারুক, রবিউল ইসলাম, জাম্বু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কমল ফকির, সুমন, পৌর ছাত্রদলের সেক্রেটারী সুমন রহমান, সোহেল রানা, অর্ঘ, সাইফুল, মহিউদ্দীন, মামুন, মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার আমাদের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখেছে। এছাড়া দেশে গণতন্ত্র হত্যা করেছে। দেশে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল মাঠে থাকবে। -

যশোরে বিএইচআরডিএফএর কেন্দ্রীয় সম্মেলন : সাক্ষী সুরক্ষা ও মানবাধিকার কর্মীদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি
বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের (বিএইচআরডিএফ) কেন্দ্রীয় সম্মেলন আজ (সোমবার) যশোরের সিটি প্লাজা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন এবং মানবাধিকার কর্মীদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। একইসাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মায়ানমারের নির্যাতনের বিরুদ্ধে মামলা পরিচালনা করার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসফেকা রাজ্জাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক-এর সম্পাদক ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা শহীদুজ্জামান, উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম, বিএইচআরডিএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিলন রহমান, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, অ্যাড. এ.এ.এম মুনীর চৌধুরী, সাংবাদিক মাহবুবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাবেক অধ্যক্ষ সারওয়ার মানিক, অ্যাড, আনজুমান আরা শাপলা, নিশিকান্ত রায়, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহিম, নূর বখত, আশেক-ই- এলাহী, সাংবাদিক এম কামরুজ্জামান ও ইন্দ্রজিৎ রায়সহ ৭টি জেলার প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিদিনের কথাার ভারপ্রপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।
নিউজ নেটওয়ার্ক ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর সাথে যৌথভাবে ‘বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান করছে। -

বধির জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিনত করতে হবে- সাতক্ষীরায় এড. তৈয়েমুর আলম
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় বধির সংস্থার পক্ষ থকে সাতক্ষীরা জেলা বধির কল্যান সংঘের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সদরের বিনেরোপোতা গোপীনাথপুরস্থ প্রধান কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বধির কল্যাণসংঘের সভাপতি গনেশ চন্দ্রের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বধির কল্যান সংস্থার চেয়ারম্যান সুপ্রিম কোর্টেরআইনজীবী তৈয়েমুর আলম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলে এলাহী খান, ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক আসলাম খান, কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম (বধির)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম,যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, জেলা বধির কল্যান সংঘের সাধারণ সম্পাদক সুভাষ হালদার, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সার্বিক তত্তাবধায়ক রুপালী রায়,কোষাধ্যক্ষ মোখলেছুর রহমানসহ অন্যান্য সদস্যগন। উল্লেখ্য সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘকে স্কুল করার লক্ষে ৫ লক্ষ টাকা অনুদান ও অফিস কম্পিউটার প্রদান এবং বধিরদের প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন দেওয়ার ঘোষণা দেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ৭০ লক্ষ বধির জনগোষ্ঠী আছে। বধিররা সমাজের বোঝা নয়। বধির জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিনত করতে হবে। বধির জনগোষ্ঠীর কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রতিটি জেলায় স্কুল নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে। সমাজের বিত্তবান মানুষরা বধিরদের পাশে দাড়ালেই মানব সম্পদে পরিনত হবে।
ক্যাপশনঃ জেলা বধির কল্যান সংঘের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান এড. তৈয়েমুর আলম খন্দকার।.
-

স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সাতক্ষীরার চার মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিনিধি :
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সাতক্ষীরার চার বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা ‘রক্ত¯œাত বিজয়’ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করে।
সাতক্ষীরা মুক্ত দিবস, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে অ্যাড. ফাহিমুল কিসলুর সভাপতিত্বে ও হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, কবিতা পাঠ, গান ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু, জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি সুধাংশু শেখর সরকার, অ্যাড. ওসমান গণি, অ্যাড. ইকবাল লোদী, জাহিদা জাহান মৌ প্রমুখ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে সাতক্ষীরা পাওয়ার হাউজ অপারেশনের নায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল মালেক সোনা, মো. কামরুজ্জামান বাবু, অপারেশন জ্যাকপটের নায়ক ও যুদ্ধাপরাধ মামলার প্রধান স্বাক্ষী প্রকৌশলী মো. ইমাম বারী ও গেরিলা কমান্ডার অধ্যক্ষ সুভাষ সরকারকে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে চার সংবর্ধিত মুক্তিযোদ্ধা আবেগাপ্লুত হয়ে পড়েন। মুুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা সাতক্ষীরা পাওয়ার হাউজসহ অসংখ্য স্থাপনায় উড়িয়ে দেওয়ার রোমহর্ষক বর্ণনা দেন। মুক্তিযোদ্ধা সুভাষ সরকার সাতক্ষীরার মাগুরা যুদ্ধে তার তিন সহযোদ্ধা শহিদ হওয়ার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন। মুক্তিযোদ্ধা ইমাম বারী স্বাধীনতা যুদ্ধে সারাদেশের নৌবন্দরে প্রায় ২৬টি জাহাজ অপারেশন জ্যাকপটের মাধ্যমে ডুবিয়ে দেওয়ার বীরত্বপূর্ণ কাহিনী বর্ণনা করেন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন, বিশিষ্ট শিল্পী মঞ্জুরুল হক, শামীমা পারভীন রতœা, স ম তুহিন, নূরুজ্জামান সাহেব, সায়েম ফেরদৌস মিতুল, প্রাণ কৃষ্ণ সরকার প্রমুখ।
এর আগে, রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বধ্যভূমিতে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। নাগরিক আন্দোলন মঞ্চ’র সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল মালেক সোনা, প্রকৌশলী আবেদুর রহমান, এড. ওসমান গণি, সুধাংশু শেখর সরকার, লায়লা পারভীন সেঁজুতি, আমির হোসেন খান চৌধুরী, মেহেদীআলী সুজয়, জাহিদা জাহান মৌ প্রমুখ। -
সাতক্ষীরায় হেলথ প্রমোশন এজেন্টদের ব্যবসায়িক পন্য ও সেবা বিপনন মেলা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি ঃ উপজেলা ভিত্তিক হেলথ প্রমোশন এজেন্টদের ব্যবসায়িক পন্য ও সেবা বিপনন মেলা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বেসরকারী উন্নয়ন সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন, বাংলাদেশের আয়োজনে শনিবার দুপুরে সদর উপজেলার ধুলিহর আদর্শ হাইস্কুল মাঠে উক্ত মেলা অনুষ্ঠিত হয়।
সংস্থাটির নিউট্রিওয়াস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত মেলার উদ্বোধন করেন, ধুলিহর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান সানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুলিহর আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিষ্ট শেখ আব্দুল বাকী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নেপাল চন্দ্র মন্ডল, ফিংড়ি ইউয়িনের সি.এইচ.পি আলমগীর হোসেন, ধুলিহর ইউয়িনের সি.এইচ.পি গৌতম সরকার, বুধহাটা ইউয়িনের সি.এইচ.পি রাফিজা খাতুন প্রমুখ।
এবারের এ ব্যবসায়িক পন্য ও সেবা বিপনন মেলায় ২০ টিরও বেশী স্টল স্থান পেয়েছে। মেলায় স্বাস্থ্য সেবাসহ হেলথ প্রমোশন এজেন্টদের ব্যবসায়িক পন্য বিক্রি করা হচ্ছে। -

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা শিশু একাডেমির সভা ও দোয়া
নিজস্ব প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা পরিচালনা পরিষদের সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা দিবা নৈশ্য কলেজের সহ: অধ্যাপক মোশতাক আহমেদ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা শিশু একাডেমির অফিস সহকারী শেখ রফিকুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইহসানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কের দিন। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধনের স্মৃতিঘেরা বেদনাবিধুর দিন আজ। বাঙালির মেধা-মনন-মনীষা শক্তি হারানোর দিন আজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে।
এসময় তিনি জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। -

সাতক্ষীরা ক্যাবের সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা ক্যাবের সভা অনুষ্ঠিত
কনজুমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ-ক্যাব সাতক্ষীরা জেলা কমিটির সভা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আনিসুর রহিম, অধ্যক্ষ সুভাষ সরকার, সদস্য সাংবাদিক কল্যাণ ব্যার্নজি, সহ-সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশ, সহ-সভাপতি পারভিন, কোষাধ্যক্ষ এড. মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রওনাক বাশার, সদস্য কাজী আকতার হোসেন প্রমুখ। সাধারণ সম্পাদক শম্পা গোস্বামী আগত সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচ্য সুচি তুলে ধরেন। সভায় ডিসেম্বরের মধ্যে মানববন্ধন করা ও জানুয়ারীতে একটা সেমিনার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সাধারণ সদস্য পদ গ্রহনে আগ্রহিদের নিদিষ্ ফরমে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
-
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিক বহিষ্কার, কমিটি বাতিল
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সাথে জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভুট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে সংগঠনের দপ্তর সেল বরাবর জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত ৩১ অক্টোবর কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদিকের দুই সহযোগী সম্প্রতি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ ঘটনায় সাদিককে আসামী করে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়। এরপর থেকে সাদিক ও তার অপরাধ জগত সম্পর্কে তাজ্জব বনে যাওয়ার মত নানা তথ্য বেরিয়ে আসছে।
-

মালিক পক্ষের দু গ্রুপের সংঘর্ষ : মালিক সমিতির অফিস পুলিশের সীলগালা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালের দখল নিয়ে মালিকদের দু’গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে মালিক সমিতি থেকে বিতাড়িত গ্রুপের সদস্যরা অধ্যাপক আবু আহমেদের নেতৃত্বে টার্মিনালে গেলে স্থানীয় সংসদ গঠনকৃত মালিক সমিতির সদস্যদের সাথে সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের ৩ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ও অন্যান্যদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ টার্মিনালে অবস্থান নিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্ল্যার নেতৃত্বে টার্মিনালের অফিস কক্ষ সীলগালা করা হয়েছে।সাতক্ষীরা জেলা বাসমালিক সমিতির আহবায়ক অধ্যাপক আবু আহমেদ জানান, গত ৬ এপ্রিল ২০১৯ তারিখে শহরের লেকভিউতে মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। এর পর দিন ৭ মে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি স্বাক্ষরকৃত ১৫ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি ঘোষণা করা হয় এবং ঐ কমিটি টার্মিনাল দখল করে নেয়। অধ্যাপক আবু আহমেদ আরো জানান, সাইফুল করিম সাবুর নেতৃত্বাধীন ঐ কমিটি কোন কারণ ছাড়াই বাস মালিক শেখ জামাল উদ্দিন, জাহাঙ্গির হোসেন, নাছের উদ্দিন, কবির হোসেনসহ বিভিন্ন মালিকদের বাস চলাচল বন্ধ করে দেন। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহিদ আলাউদ্দিন চত্বরে সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে কয়েকজন সাংবাদিক ও স্থানীয় দুটি পত্রিকাকে গালিগালাজ দেওয়ার জন্য একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ সমাবেশের পর অধ্যাপক আবু আহমেদের মালিকানাধীন দুটি বাস ও শেখ জামাল উদ্দিনের মালিকানাধীন একটি বাস বন্ধ করে দেওয়া হয়।
আবু আহমেদ আরো জানান, আজ বেলা সাড়ে ১০ টার দিকে তিনিসহ অন্যান্য মালিকরা বাস বন্ধের কারণ জিজ্ঞাসা করতে টার্মিনালে যান। এসময় সাবু গ্রুপের লোকজন তাদের উপর চড়াও হয়। হামলায় আশরাফুল ইসলাম, ফয়সাল হোসেনসহ ৭/৮ জন আহত হয়। আবু আহমেদ জানান, বর্তমান কমিটি মালিকদের সমর্থনে গঠিত নয়। মালিকরা নির্বাচন চায়। কিন্তু সেই নির্বাচন না দেওয়ার জন্য ইচ্ছা খুশিমত বাস চলাচল বন্ধ করাসহ আজকের এই হামলা করা হয়েছে।
তবে সাইফুল করিম সাবু সমর্থক গ্রুপের লোকজন জানান, আবু আহমেদের নেতৃত্বেই ১০/১২ জন এই হামলা করেছে। এই হামলায় সাইফুল করিম সাবুসহ তাদের পক্ষের ৩ জন আহত হন।
এদিকে ঘটনার পর থেকে টার্মিনালে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্ল্যার নেতৃত্বে টার্মিনালের অফিস কক্ষ সীলগালা করা হয়েছে। -
এড. পলাশ শেখ হাসিনা সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পৌর শাখার অভিনন্দন
সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাতক্ষীরার সন্তান দক্ষ সংগঠক বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ সহ শিক্ষা ক্ষেত্রে, সমাজ সেবায়, রাজনীতি, সাংবাদিকতা, সাংষ্কৃতিক ও ক্রিড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য ২২জন ব্যক্তিকে এ বছর জননেত্রী শেখ হাসিনার সম্মাননা-২০১৯ পদক প্রদান করেছেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ কে জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক পাওয়ায় অভিনন্দন জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান লাভলু, সহ-সভাপতি আব্দুল বারি, অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আকছা শরিফ খোকা, আবুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রতন, রাকিবুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, স্বাস্থ্য সম্পাদক হাবিবুর রহমান, আক্তারুল আলম মুকুল, আনারুল ইসলাম, লুৎফর রহমান টুকুসহ পৌরশাখার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি -
নদী ব্যবস্থাপনা নিয়ে গোল টেবিল বৈঠকে বক্তারা : সাতক্ষীরার ২০ লাখ মানুষ তিন দশক ধরে জলাবদ্ধতার শিকার’
নিজস্ব প্রতিনিধি :
দেড়শ’ কিলোমিটারের বেতনানদী এখন ছয়কিলোমিটারে এসে কোনোমতে টিকেরয়েছে। ৩০ কিলোমিটারের মরিচ্চাপ নদীকপোতাক্ষ থেকে বিচ্ছিন্ন হয়েচার কিলোমিটারে এসেমৃত্যুর প্রহর গুনছে।সাতক্ষীরার এই দুইনদী এখন বদ্ধজলাধারে পরিনত হয়েছে। জেলারপলিজমা এসব নদনদীর দুই তীরেবসবাসকারী ২০ লাখমানুষ গত তিনদশক ধরে জলাবদ্ধতার শিকারহচ্ছেন। তারা পরিবেশও তাদের জীবিকাহারিয়ে ফেলছেন।রোববার সাতক্ষীরায় এক গোলটেবিল বৈঠকে এসব ভয়ংকর তথ্য তুলে ধরে বক্তারা বলেন যথাযথ নদী ব্যবস্থাপনা না থাকায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাদের প্রধান উপজীব্য ধান মাছ পশুপালন এবং বসতিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখন ‘বিপন্ন নদী, বিপন্ন জনজীবন’ এ কথা উল্লেখ করে গোলটেবিল বৈঠকে বলা হয় আগামিতে এ অঞ্চলে স্বাভাবিক বসতি থাকবে কিনা তা নিয়ে শংকিত জনগন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমের এ অঞ্চল বসবাসের অনুপযোগী এমনকি পরিত্যক্তও হতে পারে।
বেসরকারি সংস্থাউত্তরণ, পানি কমিটি,সাতক্ষীরা প্রেসক্লাব ওপ্রগতির যৌথ উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদআলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত ‘ জলাবদ্ধতা দুরীকরণে বেতনাও মরিচ্চাপ অববাহিকার নদীব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেনসাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। এতে মূলপ্রবন্ধ পড়েন পানি কমিটি সম্পাদক গবেষকঅধ্যাপক হাসেম আলিফকির। বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন উত্তরণপরিচালক শহিদুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় পানি কমিটিসভাপতি অধ্যক্ষ এবিএম সফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, প্রগতি পরিচালক অধ্যক্ষ আশেক ই এলাহী, প্রেসক্লাব সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি প্রমুখ।
বৈঠকেজানানো হয় জেলার সব নদ নদীতেএখনও রয়েছে হাজারহাজার নেট পাটা।এসব নদীর পাড়েইগড়ে তোলা হয়েছেইটভাটা। দখলকৃত নদীচরে নোনা পান তুলে অপরিকল্পিত চিংড়িচাষের কারণে এলাকায়পরিবেশগত ভারসাম্য বিনষ্টহয়েছে। কৃষি ফসলনষ্ট হয়ে যাচ্ছে। গাছপালা মরেযাচ্ছে। নদীর যেখানেসেখানে অপরিকল্পিত স্লুইসগেট স্থাপনকরে পানি প্রবাহকে বাধাগ্রস্থ করাহয়েছে উল্লেখ করেতারা বলেন মরিচ্চাপ নদীরপানি এখন আরকপোতাক্ষে প্রবাহিত হয়না। মানুষ পায়েহেঁটে বেতনা ওমরিচ্চাপ নদী পারহয়। ইছামতির শাখানদী কাকশিয়ালি, সাপমারা, লাবণ্যবতীও মরণাপন্ন অবস্থায় চলেগেছে। এসব নদীতীরের মানুষ ভুগছেজলাবদ্ধতার যন্ত্রণায়। তারাহারিয়েছেন তাদের আদিপেশা , কুটির শিল্প,গবাদি পশুপালন ওবনায়ন। তাদের বাড়িঘরবারবার ভাঙ্গনের কবলেপড়েছে। উৎপাদনহীনতার কারণেখাদ্য নিরাপত্তার মুখেওপড়ছেন তারা।
গোলটেবিল বৈঠকেবলা হয় সুন্দরবনের নদনদী ভরাট হয়েআসছে। ফলে অতিমাত্রার বৃষ্টিও দুর্যোগের কারণেসৃষ্ট জলোচ্ছ্বাসের তীব্রতা আছড়েপড়ছে উপকূল ভাগেরনদী খাল জনপদে।উপকূলীয় বাঁধ বারবারভেঙ্গে যাচ্ছে। সৃষ্টিহচ্ছে ভাঙ্গন, দেখাদিচ্ছে জলাবদ্ধতা। বৈশি^ক উষ্ণতার কারণেসমুদ্রপৃষ্ঠেরউচ্চতা বৃদ্ধি পাচ্ছে। একইসাথে ঝড় বন্যাজলোচ্ছ্বাসের মতো দুর্যোগ দিনদিন বৃদ্ধি পাওয়ায়জনজীবন লন্ডভন্ড হয়েযাচ্ছে। গত তিনদশক ধরে তারা এসব যন্ত্রণায় ভুগছেন।
বক্তারা বলেন নদী খননই এখন প্রধান কাজ। কেবল খনন কাজই যথেষ্ট নয় জানিয়ে তারা বলেন একই সাথে জোয়ারাধার (টিআরএম)সৃষ্টি করতে না পারলে খনন ফলপ্রসূ হবে না। বেতনা নদীতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন করে মরিচ্চাপ নদীকে টিআরএমএর উপযোগী করে তোলা সম্ভব। এ প্রসঙ্গে তারা আশাশুনির বুধহাটায় নোয়াপাড়া বিল অথবা গাবতলা স্লুইসগেট এলাকায় টিআরএম এর সুপারিশ করেন। সুপারিশে আরও বলা হয় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলোচ্ছ্বাসরোধে উপকূলীয় বাঁধ আরও উঁচু টেকসই এবং মজবুত করতে হবে। বেতনা নদীর আশাশুনির বুধহাটা থেকে সাতক্ষীরার ঝাউডাঙ্গা এবং আশাশুনি সদর থেকে বালিথার ত্রিমোহিনী পর্যন্ত মরিচ্চাপ নদী খননের তাগিদ দিয়ে তারা বলেন তার আগে নদী পাগেড়র অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। তারা আন্তঃনদী খালে সংযোগ স্থাপনের ওপরও গুরুত্ব আরোপ করেন।
জেলার সব নদ নদী পুনরুদ্ধার করে সচল ও স্বাভাবিক করতে পারলেই সমস্যার হতে পারে জানিয়ে তারা বলেন এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে একটি স্মারক লিপি পেশ করা হবে। পরিবেশ প্রতিবেশ জীবন জীবিকা রক্ষায় জনগনকে আরও সচেতন হবার আহবান জানানো হয়।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন জাসদনেতা ওবায়দুস সুলতান বাবলু, সেতু পরিচালক আবুলহোসেন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, প্রকৌশলী আবেদুর রহমান, সাংবাদিক ইয়ারব হোসেন ও গোলাম সরোয়ার, আলি নুর খান বাবুল, মো. নুরুল ইসলাম , আবদুর রব বাবু, শম্পা গোস্বামী, মো.মনিরুজ্জামান প্রমূখ।
Bottom of Form
-
আন্দোলন ছিল তার পথ, আপসহীনতাই আদর্শ
‘আপস নয়, আপসকামিতাও নয়, আপসহীনতাই ছিল তার আদর্শ। এই আদর্শে ভর করে নিজেকে গণমানুষের নেতা হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। তার কর্মই তার আদর্শ, আন্দোলন সংগ্রামই তার পথ, তার নেতৃত্বই জনগনের পাথেয়।’
মঙ্গলবার সাতক্ষীরার প্রয়াত নাগরিকনেতা প্রবীন আইনজীবী ও বামধারার রাজনীতির প্রবাদ পুরুষ এডভোকেট আবদুর রহিমের সপ্তম মৃত্যুবার্ষিকীতে এসব কথা বলেন আয়োজক বক্তা সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তারা তাকে সাহসী সংগ্রামী নির্লোভ অজাতশত্রু দুর্নীতিবিরোধী এক পুরুষ হিসেবে আখ্যায়িত করে বলেন এমন ক্ষণজন্মা মানুষের বড়ই অভাব এই সমাজে। আমাদের কাজ তার আদর্শকে উচ্চকিত করা, তার পথ ধরে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করা।
শ্রোতা দর্শক আর শুভাকাংখীর পদভারে উপচে পড়া সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তারা বলেন তিনি সাতক্ষীরার সব নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এবং অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন অগ্রগামী। কোনো ভয়ভীতি হুমকির তোয়াক্কা না করে কারও রক্তচক্ষুর পরোয়া না করেই তিনি এগিয়ে নিয়েছেন মানবাধিকারের আন্দোলন, ভূমিহীন আন্দোলন, কৃষক শ্রমিক বাস্তুহারা জনতার আন্দোলন। কোনা লোভ তাকে আকৃষ্ট করতে পারেনি। কোনো পদ তাকে ছিনিয়ে নিতে পারেনি। তিনি রক্তচক্ষুকে হুমকি দিয়েছেন, অন্যায়কে প্রত্যাখ্যান করেছেন, মানুষের ন্যায়সঙ্গত অধিকারকে আলিঙ্গন করেছেন। জেলজুলুম তাকে তার পথ থেকে সরাতে পারেনি। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অন্যায় অনিয়ম এবং সামাজিক দস্যুদের বিরুদ্ধে লড়াই করে গেছেন।
স্মরণ সভার প্রধান অতিথি তালা কলারোয়া আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সবার প্রিয় রহিম স্যার সমাজের দরিদ্র মানুষের কাছে ছিলেন এক নিবেদিত প্রাণ। তিনি তার পেশা আইন আদালত ছেড়ে বারবার মাঠে চলে এসেছেন সাধারণ মানুষের কাতারে। ভূমিহীনদের অধিকার আদায়, খাসজমি ভূমিহীনদের মাঝে বন্টন, সকল ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনের তিনি ছিলেন নেতা। তার ডাকে আমরা সাড়া দিয়েছি, পথে নেমেছি। তিনি আইনজীবীদের সংগঠিত করেছেন, তাদেরকে অধিকার আদায়ের আন্দোলনে শামিল করেছেন। নির্মোহ ব্যক্তি হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার আদর্শের পথ ধরে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
স্মরণসভার অতিথি জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বলেন, রহিম স্যারের হাত ধরেই আমরা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শামিল হয়েছি। তিনি আশির দশক থেকে চিংড়ি চাষ বিরোধী আন্দোলন, ১৯৮৮ তে বাঁকাল ইসলামপুরে ভূমি অধিকারের আন্দোলন, ১৯৯৮ তে ভূমিহীন আন্দোলনসহ সব আন্দোলনে আমাদের শমিল করেছেন। গণমানুষের নেতা হিসেবে তিনি মানুষের সুখ ও দুঃখের সাথী হয়েছেন।
স্মরণসভার অতিথি সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, প্রয়াত আবদুর রহিম স্যার কোনো বিষয়ে আপস করেন নি। তিনি ছিলেন আপসহীন নেতা। তিনি দরিদ্র মানুষের বন্ধু ছিলেন। তাদের সামাজিক যন্ত্রণা তাকে কষ্ট দিতো। এজন্য তিনি তাদের সাথী হয়ে কাজ করেছেন। তিনি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আপসকামিতা পরিহার করেছেন। সব আন্দোলন সংগ্রামে তিনি সাহস দেখিয়েছেন। তিনি ভয়ভীতিকে তুচ্ছ জ্ঞান করেছেন।
জেলা নাগরিক কমিটর সদস্য সচিব সাতক্ষীরা প্রেসক্লাবের সাকে সভাপতি আবুল কালাম আজাদ ও কমিটির সদস্য আলিনুর খান বাবুলের সঞ্চালনায় প্রায় চার ঘন্টাব্যাপী স্মরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপা সহ-সভাপতি নেতা শেখ নুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা এডভোকেট সৈয়দ ইফতেখার আলি, জাপা সম্পাদক আশরাফুজ্জামান আশু, নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ও বাসদ নেতা এডভোকেট আজাদ হোসেন বেলাল, জেলা মৎস্যজীবী সমিতির নেতা মো. রফিকুল ইসলাম, জেলা নাগরিক আন্দোলন মঞ্চ সভাপতি এডভোকেট ফাহিমুল হক কিসলু, সিপিবি নেতা আবুল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ নেতা এডভোকেট আল মাহমুদ পলাশ, সাবেক পিপি এডভোকেট ওসমান গনি, প্রয়াত আবদুর রহিমের পুত্র নাগরিক কমিটি নেতা আনোয়ার জাহিদ তপন, জাসদ নেতা অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, বাজাসদ নেতা সরদার কাজেম আলি, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, ভূমিহীন নেতা ওহাব আলি সরদার, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনার রশীদ, বাংলাদেশ ভিশন পরিচালক অপরেশ পাল, মহিলা পরিষদ নেত্রী জোসনা দত্ত, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, উত্তরণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জমাদ্দার, জেএসডি নেতা মো. আবদুল জব্বার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপোটার কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি এম কামরুজ্জামান, ফয়জুল ইসলাম, আব্দুস সামাদ প্রমূখ।
সভায় বক্তারা আরো বলেন, সাতক্ষীরায় খাসজমি ও নাগরিক অধিকার ভিত্তিক সংগ্রামের আপোষহীন পুরুষ ছিলেন এড. আব্দুর রহিম। তিনি ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে ঢাকায় ছাত্র জনতার উপর পুলিশের গুলি বর্ষণে হতাহতের ঘটনায় সাতক্ষীরাতেও মিছিল ও সমাবেশ করে গ্রেপ্তার হন। পরবর্তিতে তিনি ন্যাপের রাজনীতির সাথে যুক্ত হন এবং স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তৎকালিন মহাকুমা ন্যাপের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি কমপক্ষে ১০ বার মহাকুমা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।সভায় প্রয়াত নেতা আবদুর রহিমসহ সাতক্ষীরার নাগরিক আন্দোলনের প্রয়াত অন্যান্য সকল নেতার একসাথে স্মরণ এবং সকলকে নিয়ে একটি স্মরণিকা প্রকাশের ঘোষণা দেন জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
-

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির বিরাজমান সমস্যা ও পরিস্থিতি নিয়ে মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি রবির মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস মালিক সমিতির বিরাজমান সমস্যা ও পরিস্থিতি নিয়ে মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক ও জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সাতক্ষীরা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. গোলাম মোর্শেদ, সদস্য জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ। এসময় সাতক্ষীরা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ বাস মালিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, সাতক্ষীরা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির বিরাজমান সমস্যা ও পরিস্থিতি মোটেও সন্তোষ জনক নয়। সাধারণ মালিকদের কথা আগে ভাবতে হবে। অনুমোদীত ইজিবাইক মাহেন্দ্রাসহ অন্যান্য যাত্রী সেবা গাড়িগুলি বন্ধ করা যাবেনা। এলাকা নির্ধারণ করে দিতে হবে। তারাও যেন পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। বাস মালিকদেরকে বাঁচিয়ে রাখা মালিক সমিতির মূল লক্ষ্য হওয়া উচিত। আমি সব সময় শান্তির পক্ষে। সংগঠন চলবে সকলের ঐক্যমতের ভিত্তিতে। তিনি এ সময় হিংসা বিদ্বেষ ভুলে সাতক্ষীরার উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহবান জানান। -
বন্ধন টেলিমিডয়ার নতুন কমিটির গঠন সভাপতি অতুল ॥ সম্পাদক ইব্রাহিত ও সাংগঠনিক আরিফুজ্জামান
বন্ধন টেলিমিডয়ার নতুন কমিটির গঠন করা হয়েছে। গতকাল সর্ব সম্মতিক্রমে অতুল কুমার ঘোষ কে সভাপতি, ইব্রাহিম হোসেন কে সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি শেখ মনিরুল ইসলাম মনির, শওকত হোসেন, বদরুজ্জামান খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, ফারুক হোসেন জয়, সহ-সাংগঠনিক সম্পাদক কর্ণ বিশ^াস কেডি, অর্থ সম্পাদক আসিফুল আলম আসিফ, দপ্তর সম্পাদক নুরুল হুদা(ফুল), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য সোহানা আক্তার পাখি, খুকু, ফিরোজ হোসেন।
-

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাতক্ষীরা জেলা সংসদের ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতিনিধি ঃ ‘আরশির সামনে দাড়িয়ে যদি ভাবি, কোটি জনতার মুখ দেখবো, কে বলেছে হয়না এসো এ মঞ্চে, উদীচী এমন-ই এক আয়না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনার প্রাঙ্গনে উদ্বোধনী মঞ্চে এসে শেষ হয়। উদীচী সাতক্ষীরার ৫ম দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।
এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও খুলনা সংসদের সভাপতি সুখেন রায়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সংগঠন বিভাগের সম্পাদক কংকন নাগ, কেন্দ্রীয় সংসদের সদস্য ও ঝিনাইদহ সংসদের সভাপতি কে,এম,শরিফ, কেন্দ্রীয় সংসদের সদস্য শরিফুল আহসান রিফাত, কালিগঞ্জ উপজেলা সংসদের সভাপতি শান্তি গোপাল চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য এড.শাহনাজ পারভীন মিলি, ক্রিড়া সংগঠক শেখ নিজামউদ্দীন, অধ্যক্ষ আনিসুর রহিম, কবি পল্টু বাসার প্রমুখ -

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে জেলা নাগরিক কমিটির ২১দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে জেলাবাসীর ২১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১২টার সময় প্রবীন আইনজীবী এড. একেএম শহিদ উল্লাহর হাতে লিফলেট দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, প্রবীন আইনজীবী এড. অরুণ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি উদ্বোধন করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।
লিফলেটে নাভারণ-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে যথাযত উদ্যোগ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পুর্ণাঙ্গভাবে চালুসহ স্বাস্থ্য বিভাগে অনিয়ম দুর্নীতি বন্ধ, জেলায় শ্রমঘন বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, উপকূলীয় বেড়িবাধ সংস্কারসহ জলাবদ্ধতা নিরসন, দুটি পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধান, সাতক্ষীরা বাইপাস সড়ককে আলীপুর চেকপোস্ট পর্যন্ত সম্প্রসারণ ও শহরের পূর্বাংশের আশাশুনি সড়কের সাথে আরো একটি বাইপাস সড়ক নির্মাণসহ ঢাকার সাথে জেলার দুরত্ব কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণ, ১৩২ কেভি নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মানুষের চাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করে জেলার বিভিন্ন এলাকায় চলাচলরত ইজিবাইক, ব্যাটারী চালিত ভ্যান, ইঞ্জিন ভ্যান, নসিমন করিমন, আলম সাধু, ভটভটির আধুনিকায়নের ব্যবস্থাসহ চালকদের প্রশিক্ষণ ও চাদাবাজী ছাড়া নিবিঘেœ চলাচলের ব্যবস্থাসহ ২১ দফা দাবী উত্থাপন করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সর্ব এড. সৈয়দ ইফতেখার আলী, শেখ আজাদ হোসেন বেলাল, খগেন্দ্র নাথ, এবিএম সেলিম, নুরুল আমিন, আল মাহমুদ পলাশ, বদিউজ্জামান, কাজী আব্দুল্লাহ আল হাবিব, হাবিব ফেরদৌস শিমুল, মনোজ কুমার দে, আলী নুর খান বাবুল, জহুরুল কবির, আসাদুজ্জামান লাভলু, এসএম হাফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।