সংবাদ বিজ্ঞপ্তি: আশাশুনির দরগাহপুর গ্রামের প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ সফিয়ার রহমান(৮০) বার্ধক্যজনিত কারনে ২১মে,২০২১ শুক্রবার দিবাগত রাত্র ১২-৩০মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ বদরুল ইসলাম খান সহ সকল কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড়দের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Category: সমিতি/সংগঠন
-

সফিয়ার রহমানের মৃত্যুতে ক্রীড়া সংস্থার শোক
-
জেলা নাগরিক কমিটির সভায় পৃথক উপকূলীয় বোর্ড গঠনের দাবী
সংবাদ বিজ্ঞপ্তি: সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর ক্ষয়ক্ষতি হ্রাসে সাতক্ষীরা জেলার সাধারণ মানুষকে সময়মত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়া এবং জান-মালের ক্ষয়ক্ষতি হ্রাসে সবধরণের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। শনিবার বেলা ১১টায় সংগঠনের এক সভায় এ আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম।
সভায় প্রাকৃতিক দুর্যোগ কবলিত উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা, এলাকার উন্নয়নে পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী জানানো হয়। এছাড়া সাতক্ষীরা জেলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত নাভারণ-মুন্সিগঞ্জ রেললাইন ও সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় স্থাপনে আগামী বাজেটেই বিশেষ বরাদ্দ রাখার আহবান জানানো হয়।
সভায় সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তার নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন প্রবীন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, বাসদ নেতা এড. শেখ আজাদ হোসেন বেলাল ও নিত্যানন্দ সরকার, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, আওয়ামী লীগ নেতা শেখ হারুণ অর রশিদ, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবলু, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, উত্তরণের এড. মুনির উদ্দিন, সুশীলনের জিএম মনিরুজ্জামান, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক ইয়ারব হোসেন, আসাদুজ্জামান লাভলু, মোঃ মোতাসিম বিল্লাহ, আশরাফ সরদার, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।
আবুল হোসেনের রোগমুক্তি কামনা:
জেলা নাগরিক কমিটির অন্যতম নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পাটির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন গুরুতর অসুস্থ্য অবস্থায় তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে তার আশু রোগমুক্তি কামনা করেছেন কমিটির নেতৃবৃন্দ। -

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবের মানববন্ধন
শ্যামনগর ব্যুরো : সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনেস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ব্যানার সহ অংশগ্রহন করে শ্যামনগর রিপোটার্স প্রেসক্লাব, শ্যামনগর অনলাইন ক্লাব, সুন্দরবন ক্লাব। আরও অংশগ্রহন করে ভূমিহীন সমিতির পক্ষে মোঃ মোকছেদ আলী, উকিলদের পক্ষে এ্যাড. আব্দুস সাত্তার, ডাক্তারদের পক্ষে ডাঃ গ.ম আব্দুস সালাম, হোটেল মালিকদের পক্ষে এমডি খোকন। মানববন্ধন চলাকালে সাবেক সহ-সভাপতি মোস্তফা কামালের উপস্থাপনায় বক্তব্য রাখেন- শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ জিএম আকবর কবীর, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি সামিউল আজম মনির, সাবেক সাধারন সম্পাদক জাহিদ সুমন, সাংবাদিক এম কামরুজ্জামান, সাংবাদিক আনিসুজ্জামান সুমন, শেখ আফজালুর রহমান, আব্দুল কাদের, রিপোটার্স ক্লাবের আব্দুল আলিম, সুন্দরবন ক্লাবের বেল্লাল হোসেন প্রমুখ। -

কালীগঞ্জে কল্যান সংস্থার খাদ্য বিতরণ
কালিগঞ্জ (শহর) প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহৎপুর কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ-উল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ মে বুধবার সকাল ১০ টায় মহৎপুর কল্যাণ সংস্থার পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব মেনে কয়েক শত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা চাল, ডাল, চিনি, সেমাই, তৈল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্যাকেজ দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপজেলার মহৎপুর কল্যাণ সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক খান ফজলুল হক এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ও সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খান আহসানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহৎপুর কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক অধ্যাপক জিএম আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সহ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ শহিদুর রহমান সৈয়দ, মমিনুর রহমান, আব্দুল্লাহ আল শাকিল প্রমূখ। উল্লেখ্য মহৎপুর কল্যাণ সংস্থা ২০১৪ সালে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, শিক্ষক সহ গণমান্য ব্যক্তিদের নিয়ে স্থাপিত হয়। এই সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এলাকার কৃতি সন্তান শেখ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন এলাকার কৃতি সন্তান বর্তমান বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ আব্দুল্লাহ আল সাঈদ। এই সংস্থার উদ্যোগে তাদের আর্থিক সহযোগিতায় প্রতিবছর ঈদ উপলক্ষে উপহার সামগ্রী শীতের সময় শীতের কাপড়, কম্বল এবং যে কোন দুর্যোগের সময় কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার হতদরিদ্র দুস্থ পরিবারের মাঝে সহযোগিতা করা হয়।
-

তুয়ারডাঙ্গা আস সাদিক যুব সংঘের খাদ্য বিতরণ
মশাল ডেস্ক: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গায় আস-সাদিক যুবসংঘ অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
বুধবার বিকালে তুয়ারডাঙ্গা মৎস্য সেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো: পলাশ সরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কবি রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তুয়ারডাঙ্গা ঈদগাহ ময়দানের সভাপতি ইব্রাহিম খলিল টুকু। বিশেষ অতিথি ছিলেন দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল। এসময় যুবসংঘের সাধারণ সম্পাদক অলিউল্লাহ, ইকবাল হোসেন, সেলিম হোসেন, সোহেল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি :সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন গঠনকল্পে এক সভা গতকাল ৪ মে মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
এটিএন বাংলা ও এটিএন নিউজ এর নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, বিটিভির মোজাফ্ফর রহমান, মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, যমুনা টিভির আহসানুর রহমান রাজিব, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, এস এ টিভির শাহিন গোলদার, নিউজ টোয়েন্টি ফোরের শাকিলা ইসলাম জুঁই, জিটিভির কামরুল হাসান, মাই টিভির ফয়জুল হক বাবু, এশিয়ন টিভির মনিরুজ্জামান তুহিন, বিজয় টিভির আকরামুল ইসলাম, আনন্দ টিভির হাসানুর রহমান, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বস¤œতিক্রমে এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামানকে আহবায়ক এবং যুমনা টিভির নিজস্ব প্রতিনিধি আহসানুর রহমান রাজিবকে সদস্য সচিব করে সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় গঠিত কমিটি সুবিধাজনক সময়ে সাধারণ সভার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং আহবায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ন করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। -

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় আশাশুনি বাজারস্থ রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা প্রেসক্লাব সদস্য আইয়ুব হোসেন রানা।
আলোচনা সভা শেষে উপস্থিত রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে সর্ব সিদ্ধান্ত মোতাবেক রাবিদ মাহমুদ চঞ্চলকে সভাপতি, আব্দুস সামাদ বাচ্চুকে সাধারণ সম্পাদক ও বিএম আলাউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় রিপোর্টার্স ক্লাব সদস্য এম এম সাহেব আলী, আহসান উল্লাহ বাবলু, আনিছুর রহমান বাবলা, আলমিন হোসেন ছোট্ট, গাউসুল আজম, নুরুল ইসলাম, রনোদা প্রসাদ মন্ডল উপস্থিত ছিলেন। এসময় আগামী ২৩ মে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। -
জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি: জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচছা বিনিময় করেছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাংবাদিকদের সাথে করোনাকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। করোনা কালে জনগনকে সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন করায় সংবাদ কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফিজুল ইসলাম আককাজ, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদ আলী, ,সদস্য রাহাত রাজা, সৈয়দ সাদিকুর রহমান, মো.শহিদুজ্জামান শিমুল, সেলিম হোসেন, আজিজুল ইসলাম ইমরান প্রমুখ । -

কালিগঞ্জে লকডাউন উপেক্ষা করে ইসলামী ব্যাংকের কিস্তি আদায় অব্যাহত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : লকডাউন উপেক্ষা করে বাড়ী বাড়ী যেয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে জোরপূর্বক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীরা ক্ষুদ্র ঋনের কিস্তি আদায় করে চলেছে। গত ২ সপ্তাহ ধরে লকডাউনের পর হতে কালিগঞ্জ উপজেলা জুড়ে কারখানা, শ্রমিক, রিক্সা, ঠেলাগাড়ী, ইজিবাইক, বাস চালক, ট্রলি চালক, দিন-মুজুর, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ লোকজনের বাড়ী বাড়ী যেয়ে রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন গ্রুপ ভিত্তিক এলাকায় যেয়ে পূনরায় ঋণ না দেওয়া সহ পুলিশি গ্রেপ্তারের ভয় দেখিয়ে কিস্তি আদায় করে চলেছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে চলমান লকডাউনে সরকার এক প্রোজ্ঞাপন জারীর মাধ্যমে সরকারী, বেসরকারী অফিস, দোকানপাট, হাটবাজার, গাড়ী, পরিবহন, মিল, কলকারখানা, গার্মেন্টস, ঔষদের দোকান, কাঁচামালের দোকান, হোটেল, রেস্তোরা, হাসপাতাল কর্মী ও গণমাধ্যম কর্মী ব্যতিত সীমিত পরিষারে বিশেষ করে ব্যাংক গুলোতে ২ ঘন্টার জন্য ব্যাংকিং কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া কোনো লোক বাড়ী থেকে বিনা প্রয়োজনে বাড়ীর বাহির হতে পারবে না। বাহির হলে মুভমেন্ট পাশ কাছে রাখতে হবে। আদেশ অমান্যকারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। সেই মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম উপজেলা জুড়ে ১২টি ইউনিয়নে বিভিন্ন হাট বাজার সহ গুরুত্বপূর্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অমান্যকারী ব্যক্তিদের জেল জরিমানা করে চলেছে। লকডাউনের আওতায় এনজিও সংস্থা, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, জাগরনী চক্র, সুশীলন, আহ্ছানিয়া মিশন সহ বিভিন্ন এনজিওর প্রতিষ্ঠানগুলি তাদের চলমান কার্যক্রম বা আদায় বন্ধ রাখলেও দেশের ভাবমুর্তি নষ্ট করতে এবং সরকারকে জনগনের কাছে বিতর্কিত করতে ইসলামী ব্যাংক লিঃ কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক নূরমোহাম্মাদ প্রজ্ঞাপনের দোহাই দিয়ে ব্যাংকে পূর্বে নিয়োগকৃত জামাত শিবিরের কর্মকর্তা, কর্মচারী খলিলুর রহমান, মাঠকর্মী হাফিজুর রহমান সহ ব্যাংকের পেটুয়া বাহিনী দিয়ে সকাল ৮টা হতে বাড়ী বাড়ী যেয়ে মহিলা সদস্যদের ভয় ভীতি দেখিয়ে ঋণের কিস্তি জোরপূর্বক আদায় করে চলেছে। অনেকে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে পরিবারের মুখের আধারের টাকা দিয়ে কিস্তি দিতে বাধ্য হচ্ছে। মানুষ যখন পবিত্র রমজান মাসে ব্যবসা, বাণিজ্য , কাজকর্ম হারিয়ে লকডাউনে ঘরে বন্দী হয়ে পরিবার পরিজন সন্তানদের নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে ঠিক সেই সময় ইসলামী ব্যাংকের কিস্তির তান্ডবে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কর্মহীণ মানুষের উপর এযেন মরার উপর খড়ার ঘা। সরকারী লকডাউন উপক্ষো করে ইসলামী ব্যাংক লিঃ কালিগঞ্জ শাখার কর্মকর্তা, কর্মচারী কিস্তি আদায় অব্যহত রেখেছে। তারা সরকারী কোনো আদেশ মানতে নারাজ। তবে এবিষয়ে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধে ৩মাস সময় বেধে দিয়েছে। সেখানে বলা হয়েছে ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋনের কিস্তি পরিশোধের সময় ৩মাস বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১৪ বছরের মার্চ মাসের ঋনের কিস্তি জুন মাস পর্যন্ত পরিশোধ করতে পারবে গ্রাহক। এসময় ঋন খেলাপী করা যাবে না। পাশাপাশি দন্ড, সুদ এবং অতিরিক্ত ফি চার্জ বা কমিশন আদায় করা যাবে না। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ঋন, লীজ, অগ্রিম শ্রেনী করণ সংক্রান্ত সার্কুলার জারী করেছে। এতে বলা হয়েছে মহামারী করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ শ্রেনী করণ বিষয়ে শিথীলতা আনা হয়েছে। এ ব্যাপারে উপলো পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর নিকট জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে এ প্রতিনিধিকে জানান। পরে তিনি ঘটনার সত্যতা জানার জন্য ইসলামী ব্যাংক লিঃ কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মাদের নিকট জিজ্ঞাসা করলে তিনি সত্যতা স্বীকার করেন। উত্তরে উপজেলা পরিষদের চেয়ারম্যান তাকে সরকারী নির্দেশনা মানার নির্দেশ দেন। এ বিষয়ে আরো সত্যতা জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার রবিউল ইসলাম এর নিকট জিজ্ঞাসা করলে কিস্তি আদায়ের বিষয়টি তিনি জানেন না বলে এ প্রতিনিধিকে জানান। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মাদের নিকট কিস্তি আদায় সম্পর্কে নিষেধাজ্ঞা আছে কি না এ বিষয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের দোহায় দিয়ে কিস্তি আদায়ের কথা বলেন। ফিল্ড অফিসার খলিলুর রহমান এবং মাঠকর্মী ও আদায়কারী হাফিজুর রহমান ৫/৬ জনের গ্রুপ নিয়ে কিস্তি আদায় করতে আসার কারন জিজ্ঞাসা করলে তিনি প্রজ্ঞাপন/চিঠির কথা বললেও তারা কোনো চিঠি দেখাতে ব্যর্থ হয়। পরে সাংবাদিক দেখে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। -

নজরুল ইসলামের মত সৎ ব্যক্তিকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর একটি পোষ্ট দেওয়া আল ফেরদাউস আলফার নিন্দা
জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের মত সৎ ব্যক্তিকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর একটি পোষ্ট দেওয়া হয়েছে। যাহা অতিব অসম্মানজনক। সুনামধন্য সৎ সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যাক্তিকে নিয়ে এধরনের মন্তব্য কখনই গ্রহণযোগ্য নয়। এই মানুষটার সাথে পাঁচটা বছর মিশতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। তাঁর কথার মাধুর্য ও নম্র আচারণে আমি মুগ্ধ। তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক গুরু ও আমাদের অভিভাবক বটে। এমন একজন মুরুব্বিকে নিয়ে সম্প্রতি যে ন্যাক্কারজনক পোস্ট দেওয়া হয়েছে আমি তাহা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি । সাথে সাথে পোষ্টটি সোশ্যাল মিডিয়া থেকে প্রত্যারের অনুরোধ করছি।
আল ফেরদাউস আলফা
সদস্য, জেলা পরিষদ
সাতক্ষীরা -

কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খোরদো প্রতিনিধি : কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় দিকে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুস্ধিসঢ়;ঠত হয়। ্হনংঢ়;শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনাঅনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল করিম সাবু। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মজনুর রহমান প্রমুখ। সাধারণ সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হবে।
-

গড়েরকান্দা সমাজ উন্নয়ন সংস্থার কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি: গড়েরকান্দা সমাজ উন্নয়ন সংস্থার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকালে গড়েরকান্দা বয়স্ক শিক্ষা কেন্দ্রে আয়োজিত সভায় সর্ব সম্মতিক্রমে এম. বেলাল হোসাইনকে সভাপতি ও মাসুম বিল্লাল কে সাধারণ সম্পাদক করে গড়েরকান্দা সমাজ উন্নয়ন সংস্থার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি আবু সাঈদ কারিকর, তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সরদার, কোষাধ্যক্ষ ফজলু সানা, শফিকুল ইসলাম, হযরত আলী সরদার, সাংগঠনিক সম্পাদক আছাদুল ইসলাম পল্টু, মিলন গাজী, আশিক গাজী, ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম, ইছা গাজী, সেলিম হোসেন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, মনিরুল ইসলাম, জাহিদ হাসান,প্রচার সম্পাদক শেখ মুজিবুর রহমান, মুছা গাজী, সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহমান, সাহেব আলী গাজী, রফিক শেখ, আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বাবলু সরদার।
সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় মারা যাওয়া ব্যক্তির বাড়িতে দূর দূরান্ত হতে স্বজনদের জন্য তাৎক্ষনিক খাওয়ানো থেকে শুরু করে দাফন করা পর্যন্ত স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। এছাড়া এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান। -

ব্লাড ব্যাংকের আয়োজনে দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধি.
শাল্যে ঋষি পাড়া ও বাকখালি মুন্ডা পাড়ায় শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ব্লাড ব্যাংক। সাতক্ষীরা ব্লাড শীত মৌসুমের শুরু থেকে নিয়মিত ভাবে বিভিন্ন এলাকায় এই কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে আসছে। বুধবার দুপুরে এই সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন, স্মৃতিকনা রায়, শ্রীনিবাস সরকার সবুজ, ইয়াসিমিন নাহার, আক্তারুজ্জামানসহ সাতক্ষীরা ব্লাড ব্যাংকের স্বে”চ্ছাসেবীবৃন্দ।
শাল্যে ঋষি পাড়া ও বাকখালি মুন্ডা পাড়ায় শতাধিক গরীব অসহায় এই শীত উপহার গ্রহণ করেন। -

নিউজ নেটওয়ার্কের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
সংবাদ বিজ্ঞপ্তি: ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ব্যাচ ( তিন দিন ব্যাপী ) শেষ হয়েছে। ১৫ ডিসেম্বর সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে তৃতীয় ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা: মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ও মানবাধিকারকর্মী বেনজির আহমেদ।
তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজি আহমেদ সাঈদ বুলবুল।
অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক আমিনুর রশিদ, সাংবাদিক ফারুক মাহাবুবুর রহমান, শিক্ষক নেলি আফরিন, মাস্টার এস এম শহিদুল ইসলাম, কবি ও সাহিত্যিক গাজী শাহাজান সিরাজ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান।
তৃতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষার উপর জারিগান পরিবেশন করেন মাস্টার এস এম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মধু , সৈয়দ রফিকুল ইসলাম, রুমা রানী ও তাসনিয়া তাবাচ্ছুম অর্ণা।
১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে ( ১২দিনে, সর্বমোট ১১৬জন ) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।
প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী। -
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে আলোচনা করা হয়েছে।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপনে জেলা দুর্নীতি প্রতিরোধ বেলা ১০টায় শহরের তুফান কোম্পানির কার্যালয়ে এবং কমিটির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত উপস্থিত ছিলেন কমিটির সহ’সভাপতি অধ্যাপক মুর্শিদা আক্তার ও ডা. আবুল কালাম বাবলা, নির্বাহি সদস্য- ক্যাপ্টেন মো. এছাহক আলী, মো. আব্দুর রব ওয়ার্ছি, সাকিবুর রহমান বাবলা, বেগম মরিয়ম মান্নান, রেবেকা সুলতানা ও শেখ মোসফিকুর রহমান মিলটন, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগমের সীমাবদ্ধ থাকায় সংক্ষিপ্ত পরিসরে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটি ইতিপূর্বে জেলা, সকল উপজেলা ও সদরের সকল ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে দুর্নীতি বিরোধী কয়েক ধরনের পোস্টিং করেছে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।
-
বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সাতক্ষীরা প্রধান ডাকঘর চত্বরে পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খান। বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোছাঃ মেহেরুননেছা (বিউটি)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন খুলনা সার্কেল সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, খুলনা সার্কেল সম্পাদক শেখ মারুফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ প্রমুখ। পরিচিতি সভায় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম।




